আমরা যারা ষাটের দশকের ছাত্র ছিলাম, যারা নায়িকা সুচিত্রার অভিনয়ের সাথে সন্ধ্যার হৃদয় কাড়া গান শুনেছি, আমরা অতি ভাগ্যবান। এসব গান যখন শুনি, মনে হয় এক পশলা বৃষ্টি আমাদের হৃদয়ে প্রশান্তির পরশ ছড়িয়ে দিলো। এই গানগুলো আমৃত্যু এমনি আবেশ ছড়াবে আমাদের হৃদয়ে!
@maghdootmukherjee37583 жыл бұрын
No discard
@milonmondal40963 жыл бұрын
আমিতো এখনো শুনি
@parthomondal37593 жыл бұрын
Right
@SoumyajitMondal3 жыл бұрын
@@milonmondal4096 amio achi 🙋🏻♂️
@somenathchakraborty42232 жыл бұрын
মনের জানলায় , রমা ছিল
@sumitaagarwal878 Жыл бұрын
আমি এই গান টা কতো বার দেখেই চলেছি। আগুনিতি বার। ওনার বিরল সুন্দর অভিব্যাক্তি কি সুন্দর ওনার চোখের চাহনি।
Romantic Song, Suchitra Sen & Uttam Kumar are a Very Extraordinary Friendship 👭 relationship between them, hats off to their acting as a result of the world 🌎 people are very much happy to see their movies 🎬 , 🧑🎤 is also get the same, hats off to them, 🎉❤😊, all are in our hearts ❤🎉, God bless them, I am Paramilitary Inspector, but nobody will remember as because we have done a lot of very important duty, for the people 👫 of our Country, which I can't explain in Words.🎉
@NarendranathThakur Жыл бұрын
@@Anirban-qs2ll Truly said sir, take care yourself during your duties. Jai Hind, Jai Bharat. 🇮🇳 🙏
@RanjitRoyRoy-bi7ny10 ай бұрын
❤puruniatomayprathhambholobasa❤ uttamda❤
@priyasvlogsbypro80862 жыл бұрын
গানগুলি যখন শুনতাম তখন অতো মিস করি নি, কিন্তু আজ করছি। আপনার চলে যাওয়াটা সত্যি অপূরণীয় ক্ষতি, যেখানেই থাকবেন ভালো থাকবেন ❤️🙏🏻
@debabratadas46833 жыл бұрын
সতিই আশ্চর্য্য লাগে, সুচিত্রা সেন আর সন্ধ্যা মুখোপাধ্যায় যেন একে অপরের পরিপূরক।🙏🙏
@mazaharulhannan84963 жыл бұрын
সুচিত্রা সেন কি সন্ধ্যা মুখোঃ এর ঋণ শোধ করতে পারবে?
@shownisarkar53653 жыл бұрын
@@mazaharulhannan8496 Apni shodh kore din na .Uni toh nei.
আমার সময়ের গান এটি নয়। বড়ো হয়ে শুনেছি। আজ ও পাগল হয়ে যাই। এক কল্পলোকে ভাসিয়ে নিয়ে যায়। আজও। চিরকালীন এই গান। এই সুর কথা আর সুচিত্রা সেনের রূপ ও অভিব্যক্তি কালজয়ী।
@anjanbanerjee3325 Жыл бұрын
এইসব গান ১০০ বছরেও পুরানো হবে না।যতবার শুনি ততবারই নতুন মনে হয়।
@SUMANDAS-ho6gy5 ай бұрын
Joto din bangali bangla bolbe totodin thakbe, maf korben amar mobile bangla typing nei, tai obhibakti janalam.
ভুবন মোহনী সুচিত্রা সেন নিজেই আকষনীয় গানের চেয়ে। গানর কথা ও সুর অপূর্ব। ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন।
@jayantakundu81184 жыл бұрын
Taru
@tuntipakhi36603 жыл бұрын
এই ৬৮ বছর বয়সেও বুকে শিহরণ জাগায়। ঈশ্বরের কাছে প্রর্থনা আর একবার উত্তম আর সুচিত্রা কে এই ধরণীতে জন্ম দাও।
@tapanmukherjee29433 жыл бұрын
কি যে বলি ভাসা নেই
@kallolnag20633 жыл бұрын
যেমন পিকচারাইজেশন, তেমন ই গানের কথা। অসাধারণ ......!!
@suswapnamukherjee39142 жыл бұрын
মনে হচ্ছে magic দেখছি,এতো সুন্দর অভিনয় ,আর magic এর মতোই স্বর ,সুর শুনছি।শুধু আমাদের সেরা নায়ক উত্তম কুমার এর মিষ্টি হাসিটা কে miss করছি🙈🙈🙏🏽 🙏🏽❤️❤️আর কখনো এরম হবে না।।😢
@suvhasisdas45283 жыл бұрын
আহারে,, কি অপূর্ব,,, আর কেউ নেই গো,, যে এই সুরের ধারায় এগিয়ে যাবে,,, 🙏 🙏 🙏 🙏 🙏 চির অমর থাকবে তুমি 💜 💜 সরল মানুষের হৃদয়ে 💚💚💚💙💙💖💖💛💛❤️❤️💓💓💕💗💗💞💞💞💘💘💘
@mdjaman66173 жыл бұрын
Cxdddddddssss
@gautamkumardas64123 жыл бұрын
গানের কথা ,সুর, গায়কী ও সুচিত্রা সেনের লিপে গানটি অত্যন্ত ভালো লাগলো।যতবার শুনি আবার শুনতে ইচ্ছা করে।
@swapankrroy57313 жыл бұрын
কোন ভাষা নেই এইসব গানের এর কোন বিকল্প নেই কোন দিন বিকল্প হবেও না।
@dreamitwishitdoit4423 жыл бұрын
চোখের ও মুখের কি অপূর্ব অভিনয়!!
@Satadal_Sahitya_patrika2 жыл бұрын
আর কখনও কি এই অভিনয় দেখতে পাবো, অন্য কোনো শিল্পীর অভিনয়ে! বোধহয় না। তাই তিনি চিরকালের শ্রেষ্ঠ। সুচিত্রা সেনের তুলনা সুচিত্রা নিজে। আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের তুলনা তিনি নিজে।
@nanditamukherjee93802 жыл бұрын
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের অপূর্ব গান ও তার সঙ্গে মহানায়িকা সচিত্রা সেনের অভিনয় সত্যিই অসাধারণ 💅🌹💐💗।
@asimchatterjee97233 жыл бұрын
সৃষ্টিকর্তার দান।সার্থক এই সৃষ্টি।
@swapankrroy57312 жыл бұрын
প্রিয় শিল্পী কিনা কস্ট পাচ্ছেন এখন হসপিটাল এ? সম কস্ট পাচ্ছি আমরাও এই অমূল্য সম্পদ আর আসবেন না ? চোখের জল ধরে রাখার না । ধন্যবাদ
@samratgayen19052 жыл бұрын
সুচিত্রা দি ও উত্তম দা এর অভিনয় গুলো এক্কেবারে মন কাড়া ছিল,,, এমন প্রেমই ভালো,,, আজকাল কার এসব প্রেমের দাম নেই
@snehabrataghoshal3603 жыл бұрын
সুরের জাদুকর - রবিন চট্টোপাধ্যায়!
@manoranjankundu8006 Жыл бұрын
আহ্ কি আনন্দ আকাশে বাতাসে। উত্তম কুমার এবং সুচিত্রা সেন স্মৃতি হয়ে আছে হৃদয়ের মাঝে। সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায় জরিয়ে আছে আমাদের অন্তরে অন্তরে ভিতর বাহিরে।
@nirmaldutta28643 жыл бұрын
beyond any expression, nothing to beat them Sandhya Mukherjee and Suchitra Sen, made for each other
@pialadhikary97143 жыл бұрын
আমি স্বপ্নে তোমায় দেখেছি মোর নিশীথ বাসর শয্যায়, মন বলে ভালোবেসেছি আঁখি বলিতে পারে নি লজ্জায়।
@rajibkumar7290 Жыл бұрын
যেহেতু এই গানের বিকল্প নেই, তাই কিছু বলার ভাষাও নেই। তবে বলব অসাধারণ, অনন্যা।
@lokanathbal43422 жыл бұрын
Wow! Beautiful Song Nice Performance Sandhiya Madam n Kato bhalo gaan geyechain.. Aar Suchitra Madam ne ki bhalo Acting korchhen, Darun Laglo gaan.... (Tuna bal, 42 Mouza katak Odisha)
@mehedeehassan7472 жыл бұрын
এত মায়া তার কণ্ঠে নাইকা তার সামনে কিছুই না 🌹♥️💙
@JinnatAra-e5qАй бұрын
আমি স্বপ্ন দেখেছি তোমায় ভালোবাসি বলেই 👍🏻🙏💛
@gopamukherjee26153 жыл бұрын
Aamra o swopne tomader dujonkei dekhi .Suchitra Sen ar Uttam Kumer kei aksonge sob thheke sundor lage .!!!!
@MahmudAlamgir-yq8cg6 ай бұрын
আমার জন্ম ১৯৬৫ তে-ছোটবেলায় ১৯৭১ এ মুক্তিযুদ্ধ আমি দেখেছি-পুরনোদিনের স্বর্ণালী অধ্যায়ের একটা অংশের সাথে পরিচিত আমি হয়েছি-তন্মধ্যে সন্ধ্যা মুখার্জীর কন্ঠ+সূচিত্রা সেনের লিপ্সিং স্মর্তব্য-এখনও মন-প্রাণ ভরে দেখি-শুনি------পুরনো হয়ে যায়না+নতুনই মনে হয়.........
@mohuaghosh70912 жыл бұрын
.,এই সব গান আমার মন কে আপ্লুত করে তিরিশ বছর বয়সে
@souravmondal85026 ай бұрын
[আমি স্বপ্নে তোমায় দেখেছি মোর নিশীথ বাসর শয্যায় মন বলে ভালবেসেছি আঁখি বলিতে পারেনি লজ্জায়]-২ আমি স্বপ্নে তোমায় দেখেছি। [জানিনা এ কোন লীলাতে মন চায় যে মাধুরী বিলাতে]-২ তবু পারিনি তোমারে ভোলাতে মধুর বধূর সজ্জায়। মন বলে ভালবেসেছি আঁখি বলিতে পারেনি লজ্জায় আমি স্বপ্নে তোমায় দেখেছি। [সুন্দর এই মায়া তিথিতে মন তুমি ছাড়া কিছু জানেনা]-২ যেন এ আবেশ কোনদিন ভাঙে না। [জানিনা তো এই ফাগুনে আমি জ্বলে মরি কিসের আগুনে]-২ এ কোন খুশীর বিজুরী শিহরে তনুর মজ্জায়। মন বলে ভালবেসেছি আঁখি বলিতে পারেনি লজ্জায় আমি স্বপ্নে তোমায় দেখেছি মোর নিশীথ বাসর শয্যায় মন বলে ভালবেসেছি আঁখি বলিতে পারেনি লজ্জায় আমি স্বপ্নে তোমায় দেখেছি।
@chaitidutta2975 Жыл бұрын
মহনায়িকার লিপে মহাগায়িকার কন্ঠ just অসাধারণ 👍👌
@polinadhikari604410 ай бұрын
নষ্টালজিক হয়ে যাই, প্রবীণ বয়সে পৌঁছে ও সেই সব ছবির স্মৃতি মনে জেগে আছে।আহা!!উত্তম কুমার আর সুচিত্রা সেন অভিনীত সব ছবি দেখতাম ❤❤
@chhandabhattacharjee42623 күн бұрын
Asadharon
@subimalkarak2601 Жыл бұрын
যতো দিন বাঁচবো তত দিন মনে রাখবো।
@zebunnessabegum49034 жыл бұрын
প্রিয় গান, ভালবাসার প্রথম আহবান💕
@muhammadabulhossain56283 жыл бұрын
Reminds me of my youth. Evergreen song and evergreen face!
@MunniAkter-ff5zn6 ай бұрын
আমি এ যুগের হয়েও।আমার এই ছবি গুলোই ভালো লাগে।এ নিয়ে সবার থেকে অনেক কথা শুনতে হয়।কিন্তু এতো ভালোলাগে কেনো তা জানি না।কত বার যে এই ছবি গুলা দেখছি তার হিসেব বলতে পারবো না।সত্যি অপূর্ব।এযুগ হউক আর ও যুগ হউক সুচিত্রা উত্তম ই বেষ্ট।
@digbijoychoudhury7140Ай бұрын
শ্যামল হেমন্ত মান্না...... বাংলার সঙ্গীত জগতের রত্ন। বঙ্গ সন্তানেরা এই তিনজনকে কখনো ভুলবে না।
@snigdhabarman5077 Жыл бұрын
যে সময় চলে যায় তা আৱ ফিৱে আসে না সত্য কিন্ত সেই ভাললাগাৱ আবেশ কোন ও দিন মুছে যায় না। সেই অবিস্মৱণীয় মানুষ গুলো চিৱকাল বেঁচে থাকেন আমাদেৱ স্মৃতিতে। প্ৰণাম জানাই তাঁদেৱ চৱণে🙏 বুক ভৱা ভালবাসা আৱ ভালোলাগা নিয়ে আমৱা মনে ৱাখব এই সব কালজয়ী সৃষ্টিকে🌹❤️
@manishankarmridha52074 жыл бұрын
গৌরী প্রসন্ন , রবীন চট্টোপাধ্যায় , সন্ধ্যা ও সুচিত্রার এক যুগান্তকারী মেলবন্ধন । তুলনাহীন এক সৃষ্টি । এক অসাধারন রোমান্টিক গান। ভাবতে পারিনা আজও আমাদের সম্মোহিত করে রেখেছে সুর ও সুন্দরের জাদুতে ।
@pinakichakraborty61484 жыл бұрын
Chris Brown 87to and the first place gghjn vvbbnbvbh
@MdAbusufian-q4s8 ай бұрын
❤আমি একজন বাঙালী,বাংলাদেশি। আমার বড় কাকা,বড় ভাইয়েরা শুনতেন।এখন আমরা শুনি।দারুণ লাগছে বাঙালীজাতি পারে ভাল গান,অভিনয় করতে।গভীর শ্রদ্ধা জানাই।
@ranajitdas13023 жыл бұрын
খুব সুন্দর😍💓
@gotampatro873 Жыл бұрын
আমার বয়স তখন মাত্র 8 তখন এই গান শুনেছি খুব ভালো লাগতো সত্যি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো পুরানো সব গান
@dhrubajyotimukhopadhyay97903 жыл бұрын
এতো শুধু নিছক গান নয়. প্রেমের পুষ্পাঞ্জলি.
@duttadebjyoti3 жыл бұрын
really an excellent coment
@pabitrachatterjee76662 жыл бұрын
"প্রেমের পুষ্পাঞ্জলি" অপূর্ব বলেছেন দাদা,এর হতে আর ভালো কোনো মন্তব্য হতেই পারে না,অসংখ্য ধন্যবাদ।
@pratyayp8 ай бұрын
কী অদ্ভুত সুন্দর কথাটি বললেন!! এ গানের যথার্থ সংক্ষিপ্ত ব্যাখ্যা
@tapasmukherjee7036Ай бұрын
বড় ভালো গেয়েছ, আমার মিষ্টি দিদিভাই।আগেও শুনেছি।আজ কমেন্ট করলাম।গাও গাও দিদিভাই। ভগবান তোমায় অনেক বড়ো করুন এই আসা রাখি।পারবে তুমি পারবে। চেষ্টা করে যাও।❤
@anwarmamun20204 жыл бұрын
What a wonderful song.. touches deep in our heart and takes us to a world of magic and romance!
@apuchandradas19352 жыл бұрын
যারা উনাদের অভিনীত মুভি হলে/থিয়েটারে গিয়ে দেখেছেন,তারা খুব ভাগ্য বান.!
@tusharkananandi4173 жыл бұрын
কি অসাধারণ গান!!!!
@pradyutdutta62502 жыл бұрын
We have lost the golden age of music. One of the best singer was Sandhya Mukherjee.
@hirakmondal5874 Жыл бұрын
উফফ সে যুগে জন্মায় নি নাহলে আজ পাগলা গারদে থাকতাম। কি ব্যক্তিত্ব আর সৌন্দর্যের মিশেল।
@momenmohammedabdul99154 жыл бұрын
এইসব জনপ্রিয় গানগুলি একসময় আমরা রেডিও ক্যাসেটে অনেক শুনতাম-খুব ভালোলাগতো- সেটা ছিল ১৯৭৭ সাল-আমরা তখন-দুবাই-ক্যাসেটে ছাড়াও তখন কায়রো রেডিও থেকেও এসব পুরানো গান শুনা যেত-এখনতো অডিও নয় একেবারে ভিডিওতে দেখা যায়।সেকাল আর একাল কত তফাৎ-তবুও আমি সেই অডিও যুগে ফিরে যেতে চাই।সেই স্মৃতিময় দিনগুলো অনেক মধুর ছিল।মোমেন-জেদ্দা-সৌদি আরব।
@subhashchandrabiswas Жыл бұрын
শ্রী সুখেন বিশ্বাস গত 15 জানুয়ারি বর্তমান পেপারে লিখেছিলেন " পাবনা কন্যা সুচিত্রা" এক দারুণ লেখা। পাবনার মহাকালী পাঠশালায় তার নাম ছিল কৃষ্ণা দাস গুপ্ত। তাদের পাবনার বাড়িতে বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ গঠিত হয়েছে। গল্পটি লেখার শেষে লিখেছিলেন " আমি স্বপ্নে তোমায় দেখেছি মোর নিশিত বাসর শয্যায়........ বিপাশা ফিল্মের সেই গান লেখক শ্রী বিশ্বাসকে অনেক অনেক ধন্যবাদ।
@Hapktalk5904Ай бұрын
এই গানটি শুনে মনে হয় যার সঙ্গে দিনরাত ঝগড়া হয়। তার মুখটি দূরে থেকেও মনের খুব কাছে ভেসে ওঠে বার বার।
@uttamkumarmoviessАй бұрын
সম্পর্কগুলোতে আবেগের উত্থান-পতন স্বাভাবিক। ঝগড়া হলেও, আমরা হয়তো এই ব্যক্তিকে অনেক ভালোবাসি।
@Hapktalk5904Ай бұрын
@@uttamkumarmoviess তাঁর ই প্রিয়তমা।
@mandaroitijjo6547 Жыл бұрын
মনের মাধুরীতে মিশে গেল এই গানের কথা ও সুর, এবং মধুর কন্ঠ।
@chandonhaldar-u5p Жыл бұрын
Antorale suchitra khub miss kore unake...
@somabanerjee1154 жыл бұрын
Omor konthyo.....koti koti pronam shilpike..🙏💟🌹
@devashishbhattacharya94923 жыл бұрын
BENGALI Actress Suchitra Sen superb and song is good.
@pnk-f7u Жыл бұрын
মৌন লাজুক প্রেম গানে সুরে মুখর হল
@sumeetchowdhury48143 жыл бұрын
What a graceful lady!
@shubhashreedas15053 жыл бұрын
She is really legend
@dalibasu60362 жыл бұрын
আহা সন্ধ্যা দিদির অপূর্ব সুন্দর এই গান শুনে আমার মনটা জুড়িয়ে গেল ❤️❤️ আমরা আপনার সুন্দর গানের মধ্যে বেঁচে থাকব।আর আপনাকেও আপনার গানের মধ্যে বাঁচিয়ে রাখবো।🙏🙏🙏🙏🙏🙏🙏♥️🌹🌹🌹🌹🌹❤️❤️❤️
@devdasghosh52152 жыл бұрын
অসাধারণ গান! শ্রদ্ধেয়া কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি। তাঁর গান শেষ হয়ে গেলেও সুরের রেশ রয়ে যায় অনেকক্ষণ।
@tsamanta70634 жыл бұрын
Both the singer & the actress are the Queen respectively to Bengalee people for several decades.
@swapansur77423 жыл бұрын
গানটি বার বার শুনতে ইচ্ছা করে।
@ajitchatterjee2542 жыл бұрын
Whenever I hear this song ,it brings nostalgia of those days im the sixties. These songs will never become old..it will bring the same fragrance. It is sad that we will never she her anymore. May her soul rest in peace.
@DrMKSarkar Жыл бұрын
Fantastic songs presentation 🙏🙏🙏🙏🙏🙏🙏
@edwardreed4667 Жыл бұрын
Me too!
@ahanakhtar83014 жыл бұрын
All is well Extraordinary Love you singer and composer .
@sukdebkundu31713 жыл бұрын
অসাধারন।হারিয়ে গেলাম মোহমুগ্ধতায়।
@MahabubAlam-pe7tl3 жыл бұрын
এ গান কোনো দিনই পুরাতন হবে না।
@DilipMaity-gl4ix Жыл бұрын
Bangalee r kano din ai sab pabe na !!!!
@depankarsaha3931 Жыл бұрын
মন বলে ভালো বেসেছি। কিন্তু আমাদের এই ভালোবাসার পরশ নতুন প্রজন্ম পেলনা এই আক্ষেপ নিয়ে পৃথিবী ছাড়তে হবে।
@AbdurRahim-ek6ln2 жыл бұрын
আজ আমি সারা দিন এই গানটা শুনলাম !!!!কি ষে মধুর কন্ঠ!!!!!কি অপূর্ব
@arupbhowmik5880 Жыл бұрын
Rabin Chatterjee r sathe Sandhya Mukherjee r combination asadharon... Kon ek aloukik mayay bandha gaangulo....
@srppranto3778 Жыл бұрын
মন বলে ভালোবেসেছি, মুখ বলিতে পারে নি লজ্জায়😢
@samirsarkar15592 жыл бұрын
এই সব গান গুলো সম্বন্ধে কিছু বলার মত ভাষা আমার stock এ নেই। শুধু বলব, "সোনার খনি"।
@shyamalsaha9973 Жыл бұрын
Excellent Thanks Singer 🌺🌺💕💕🌺🌺💓💓🌺🌺❣️❣️🌺🌺💖💖
@debashreehazra14663 ай бұрын
E gaan khono old hobr naa.... osadharon......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@monoranjanochakraborty87558 ай бұрын
সত্যি কথা বলেছেন। আমরা সত্যিই খুব ভাগ্যবান যে এসব মায়াভরা গান গুলো শোনার সৌভাগ্য হয়েছিল।আজ ও শুনে চলেছি।
@aparnachakraborty91073 жыл бұрын
Ami sopne Tomay dekhechi ........ khub sundar ❤️❤️🌹🌹
@nikhilmondal60723 жыл бұрын
Add to ringtone.
@nasirulislam76443 жыл бұрын
Sonorous miracle song of this Bengal I feel & appreciate it with my unknown language Akhtar
@biswajitkar3377 Жыл бұрын
Ohha.. Excellent..
@ArindamGayen6648 ай бұрын
স্মৃতি রেখে গেলাম সবার জন্যে,,যখন সবাই লাইক করবে ,,তখন আবার শুনতে আসবো,, হরে কৃষ্ণ,, রাধে রাধে 🙏🏿🙏🏿🌺🌺
@srayabhar73883 жыл бұрын
Love you suchitra madam ,,apni jekanei thakun khub valo thakun 💞💞💞💞💞💞💞💞💘💘💘💘💘💗💗💗💗💗💓💓💓💓💓💕💕💕💕💕💖💖💖💖❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹😘😘😘😘😘😘😍😍😍😍😍
@iqbalmoni88296 ай бұрын
A lady from Bangladesh is the best gift to total Indian subcontinent
@blessings_2all3 ай бұрын
উফ্ফ কি সুন্দর রোমান্টিক গান। এখন এরকম গান কেন হয় না ?
@anjanbanerjee3325 Жыл бұрын
এত বড় অভিনেত্রী আর এত সুন্দর অভিনয় আগামী একশো বছরেও আর হবে না।
@suvammal71713 жыл бұрын
সুব্রত।মাল। এই রকম গান সুনলে আমার মনে হয় আগের জিবনে ফিরে জাই
@spartacus01715040905Ай бұрын
Unparallel voice of sandhya
@tuhinhousewife40622 жыл бұрын
বৃষ্টির দিনে রুই মাছের ভাজা দিয়ে সরুয়া ও আমার প্রিয় সুচিত্রা সেন, দুটোই অত্যধিক তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ।