উত্তর কলকাতার বাগবাজারে ইতিহাস প্রসিদ্ধ কয়েকটি দর্শনীয় বাড়ি আছে যা দিনে দিনে দেখে নিতে পারেন…

  Рет қаралды 377

Mihir Kumar Halder

Mihir Kumar Halder

2 жыл бұрын

অন্যতম বাড়িগুলির মধ্যে আছে………
ভগিনী নিবেদিতার বাসভবন :-
মার্গারেট এলিজাবেথ নোবেল৷সমাজ সংস্কারক, লেখক,
শিক্ষক, সেবিকা, আয়ারল্যান্ডে জন্ম৷ ১৮৮৪ সালে
সতেরো বছর বয়সে শিক্ষাজীবন শেষ করে শিক্ষিকার
পেশা গ্রহণ করেন৷ ১৮৯০ সালে লন্ডনের উইম্বলডনে
শিক্ষকতা করতেন৷
১৮৯৫ সালে নভেম্বর মাসে লন্ডনে এক পারিবারিক
আসরে মার্গারেট স্বামী বিবেকানন্দের বেদান্ত দর্শনের
ব্যাখ্যা শোনেন৷ বিবেকানন্দের ধর্মব্যাখ্যা ও ব্যক্তিত্বে
তিনি মুগ্ধ এবং অভিভূত হন৷ তাপর বিবেকানন্দকেই
নিজের গুরু বলে বরণ করে নেন৷
১৮৯৮ সালে ২৮ জানুয়ারি স্বদেশ ওপরিবার-পরিজন
ত্যাগ করে মার্গারেট চলে আসেন ভারতে৷ ভারতে
আসার কয়েক দিন পর সারদা দেবী সঙ্গে তাঁর সাক্ষাৎ
হয়৷ এরপর ২৫ মার্চ স্বামী বিবেকানন্দ তাকে ব্রহ্মচর্য
ব্রতে দীক্ষা দেন৷ স্বামী বিবেকানন্দ মার্গারেটের নতুন
নাম রাখেন ‘ নিবেদিতা ‘৷
গিরিশ চন্দ্র ঘোষ
জন্ম: ২৮ ফেব্রুয়ারি,১৮৪৪ - মৃত্যু: ৮ ফেব্রুয়ারি,১৯১২
তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সংগীতশ্রষ্ঠা, কবি
নাট্যকার, ঔপন্যাসিক, নাট্যপরিচালক ও নট৷ বাংলা
থিয়েটারের স্বর্ণযুগ শুরু মূলত তাঁরই হাত ধরে৷
১৮৭২ সালে প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি
ন্যাশানাল থিয়েটার প্রতিষ্ঠা করেন৷ গিরিশ চন্দ্র ঘোষ
প্রায়চল্লিশটি নাটক রচনা করেছেন এবং ততোধিক
সংখ্যক নাটক পরিচালনা করেছেন৷ জীবনের পরবর্তী
ভাগে তিনি শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের এক বিশিষ্ট
শিষ্য হয়েছিলেন৷
বাগবাজার বসুবাটি
১৮৭৪ সালে গয়ার জমিদার বসু পরিবারের জ্যোষ্ঠপুত্র
মহেন্দ্র বসু বাগবাজারে তাঁর কাকার কাছ থেকে বৃহৎ
সম্পত্তির উত্তরাধিকার সূত্রে লাভ করেন৷ তাঁর অকাল
মৃত্যুর পর তাঁর দুই ভাই নন্দলাল বসু এবংপশুপতি বসু
১৮৭৬ সালের ১৯ অক্টোবর এই বাড়ির ভিত্তিপ্রস্তর
স্থাপন করেন৷ বসু পরিবার ১০ই জুলাই ১৮৭৮ থেকে
এই বাড়িতে বসবাস শুরু করেন৷ প্রায় ২২ বিঘা
জমির উপর বাগানসহ এই বাড়ি তৈরি করা হয়৷
প্রথম বাঙালি ইঞ্ছিনিয়ার শ্রী নীলমণি মিত্রের
তত্ত্বাবধানে তৈরি এই বসু বাটি৷
এই বসু বাটি অনেক ইতিহাসের সাক্ষী৷ ১৯০৫ সালে
১৬ অক্টোবর বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথের নেতৃত্বে
এই বসু বাটি থেকেই রাখিবন্ধন উৎসবের সূত্রপাত হয়৷
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এ বাড়ির গুরুত্ব
অপরিসীম৷
এমনই সমৃদ্ধ যার ইতিহাস, এতই অপূর্ব যার স্থাপত্য,
আজ তো লোকচক্ষুর আড়ালে একটু একটু করে ধংসের
দিন গুনছে৷
রামকৃষ্ণ মিশনের সংঘ জননী সারদা দেবীর কলকাতায়
বসবাসের সুবিধার জন্য মিশন বাগবাজারেই তাঁর জন্য
তিনতলা বাড়ি নির্মাণ করেন৷ বর্তমানে এই বাড়িটি
“ মায়ের বাড়ি ” নামে পরিচিত ৷
বাগবাজারে প্রধান দর্শনীয় স্থানগুলি হল : - বোমকালী
মন্দির, মদনমোহম মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, বলরাম
মন্দির, পুঁটেকালী মন্দির, রামকৃষ্ণ মঠ,
এছাড়াও উল্লেখযোগ্য ব্যক্তি : -
বলরাম বসু : শ্রীরামকৃষ্ণের বিশিষ্ট ভক্ত৷
নগেন্দ্রনাথ বসু : বিশ্বকোষ নামক বাংলা জ্ঞানকোষ
রচয়িতা, বাগবাজারের ৮নং কাঁটাপুকুর বাইলেনে তাঁর
বাড়ি৷ এখানেই তিনি তাঁর গ্রন্থটি রচনা করেন৷
মোহন চাঁদ বসু : নিধুবাবুর শিষ্য৷ উনিশ শতকে
বাগবাজাররে বাস করতেন৷ বাংলা আখড়াই গানে খেউড়
উদ্ভাবন তিনিই করেন৷
ভোলাময়রা : স্বনামধন্য কবিয়াল ও বাগবাজার স্ট্রিটের
মিস্টান্ন বিক্রেতা৷
তথ্য সংগ্রহ : বাগবাজার উইকিপিডিয়া এবং বসুবাটি
উইকিপিডিয়া ৷

Пікірлер
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 46 МЛН
How to win a argument
9:28
ajaxkmr (ajaxkmr1986)
Рет қаралды 594 М.
One of the Greatest Speeches Ever | Steve Jobs
10:31
Motivation Ark
Рет қаралды 35 МЛН
Marble Palace : A Hidden Treasure of Kolkata by Tourist Destination
3:42
Tourist Destination
Рет қаралды 32 М.