সুমন মানে গ্রাম বাংলার দর্পণ,ঘরে বসেই দেখুন বাংলাদেশের পথ প্রান্তর।ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য
@SalahuddinSumon2 жыл бұрын
আপনারা ভালোবাসেন বলেই আমি কাজ করার শক্তি পাই❤️
@musicall84042 жыл бұрын
@@SalahuddinSumon এমন ভিডিও আরো চাই ভাই 💖💖
@tapaskumar16662 жыл бұрын
@@SalahuddinSumon আপনার ভিডিও দেখার পরে মনে শান্তি আসে
@nurnobisheikh55332 жыл бұрын
ভাই আমাগে বাগেরহাট আসেন।
@HannanNowab Жыл бұрын
অসাধারণ কমেন্ট। আপনার সাথে একমত। সুমন ভাইয়ের সব ভিডিও আমি নিয়মিত দেখি। ভীষণ ভালো লাগে। মন ছুয়ে যায়!
@anupamdolai78012 жыл бұрын
আহা কি সুন্দর শীতের সকাল । এই না হলে গ্রাম বাংলা । গ্রামছাড়া এসব দৃশ্য দেখা যাবে না । ধন্যবাদ সুমন দা এতো সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য
@SalahuddinSumon2 жыл бұрын
ভালো থাকুন, সব সময়।❤️
@HannanNowab Жыл бұрын
আপনার কমেন্ট অনেক ভালো লাগলো। দোয়া ও শুভকামনা রইলো।
@mohammadniamul9052 жыл бұрын
সৌদি আরব থেকে আপনার ভিডিও সব সময় দেখি ভাই, 💗 আপনার ভিডিও দেখলে দেশের কথা মনে পড়ে যায় ভাই,, চোখের সামনে ভেসে ওঠে সেই নিজের প্রিয় গ্রামটা,, 💗
@BadiulalamOFFCIAL2 жыл бұрын
আমিওও বন্ধু
@jahidsaifullah65702 жыл бұрын
আমি একজন আলেম হয়ে আপনি এবং সকল প্রবাসীর জন্য দুহাত তুলে দোয়া করছি। আল্লাহ যেনো আপনাদেরকে প্রবাসে সুখে শান্তিতে এবং নিরাপদে রাখেন।আমিন
@BadiulalamOFFCIAL2 жыл бұрын
@@jahidsaifullah6570 আমিন
@ridoy15182 жыл бұрын
আমারো মনে পরে জায়
@mituakterakter10842 жыл бұрын
আমি দেখি সৌদি আরব থেকে
@nahidulahashan2 жыл бұрын
মাশাল্লাহ, অনেক সুন্দর ভাই। ছোট বেলার সেই দিনগুলোর কথা মনে পরে গেলো। 🥰❤
@LiMon7142 жыл бұрын
এটা দেখে মনে হচ্ছে সর্বকালের সেরা গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। সত্যিই অসাধারন 👍👍
@trayepaul47412 жыл бұрын
আমি শহরে থাকি। সেইভাবে কখনও গ্রামের শীত উপভোগ করা হয় নাই। আপনার ভিডিওতে গ্রামের শীতকালীন দৃশ্য দেখে সত্যিই অসাধারণ লাগছে!!!
@habibadanceclub88852 жыл бұрын
কি অপূর্ব সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো মন জুড়িয়ে গেল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য,,, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এত সুন্দর প্রকৃতি আল্লাহ সৃষ্টি করেছেন,,,
@ullahrahmat19672 жыл бұрын
মাশাল্লাহ, আমার সোনার বাংলা যে এত সুন্দর তা না দেখলে বুঝা যায় না। ধন্যবাদ সুমন ভাই,রূপসী বাংলার অপরুপ সুন্দর দেখানোর জন্য।।
@sayanarts8712 жыл бұрын
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সত্যি অপূর্ব গ্রাম বাংলার রূপ । ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য।
@shahrairjoy07102 жыл бұрын
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ❣️।২ মাস হলো দেশটা থেকে অনেক দূরে 🖤
@Jannat-v-k9d Жыл бұрын
ভাই আমিও 😭😭😭
@pal1520012 жыл бұрын
সুমন ভাই জানেন কি করে সাধারণ থেকে সাধারণ দৈনন্দিন জীবন যাত্রা নিয়ে কি অসাধারণ ভিডিও বানানো সম্ভব। রবি ঠাকুরের কবিতাকে কি অসাধারণ দক্ষতায় আপনি তুলে ধরেছেন। মন ছুয়ে গেল মায়ের চাদর গায়ে দেওয়ার বিষয় টি জেনে। আমরা অনেকেই মায়ের চাদর গায়ে দিয়ে এমন অনুভূতি অনুভব করেছি কিন্তু কজন এমন করে বলতে পেরেছি, খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।
@sameerdey79652 жыл бұрын
এমন সুন্দর গ্রামের সকাল ছোট বেলায় দেখেছি।। সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন অপূর্ব সুন্দর শীতের সকালের গ্রামের দৃশ্য দেখানোর জন্য।
@mdakbor7082 жыл бұрын
আসলেই প্রবাসে থাকার কারনে খুব মিস করি এই অসাধারণ সোনার বাংলার মনোমুগ্ধকর পরিবেশ,,,ভালোবাসি প্রিয় দেশ ও দেশের মেহনতি মানুষ গুলোকে
@subhankarnaiya53122 жыл бұрын
গ্রামের শীতের এই মায়াবী সুন্দর স্নিগ্ধ সকাল মনকে খুবই উৎফুল্ল করে ।
@shaonbishwas84912 жыл бұрын
নিসন্দেহে সালাউদ্দিন সুমন ভাই একজন জ্ঞানী মানুষ,,, তার কথায় বুজা যায়। শুভকামনা ভাই আরো বড় হন। আপনার মত মানুষের সফলতা হওয়া দেশের জন্য গর্ব❤️✌️
@SalahuddinSumon2 жыл бұрын
আশীর্বাদ করবেন আমার জন্য❤️
@shaonbishwas84912 жыл бұрын
ইনশাআল্লাহ ভাই আরো বড় হবেন আমি বিদেশে এ আছি ইনশাআল্লাহ আশা আছে দেশে আসলে আআপনার সাথী হবো কোনো এক ট্যুরে, যদি আপনি চান।
@bipalabkumarroy87382 жыл бұрын
এই অপরূপ দৃশ্য দেখে আমি মুগ্ধ দাদা অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন।
শিশির ভেজা ফসলের মাঠ, কুয়াশা, ধানের ডগায় সোনালী আভায় প্রজ্জ্বলিত শিশির বিন্দু, কৃষকের কর্ম ব্যাস্ততা এগুলো যেন পল্লী প্রকৃতির এক অনবদ্য রুপ সৃষ্টি করেছে। so very nice video.
প্রকৃতি আর সুমন এর সরলতা এক হয়ে আমাদের মনের মধ্য অগ্রহায়ন এর মিষ্টি ভোরের আমেজ নিয়ে এলো ।
@SalahuddinSumon2 жыл бұрын
অশেষ কৃতজ্ঞতা।❤️💕❤️
@murshedahmed3282 Жыл бұрын
এখানেই আমার প্রিয় মাতৃভূমি, এখানেই আমার সুনার বাংলাদেশ, প্রায় ২ মাস হলো দেশ ছেড়ে ইংল্যান্ড এ
@MrBig952 жыл бұрын
বাংলার এই প্রকৃতির বুকে যার জন্ম, তারাই তো প্রকৃত বাঙালি ।গর্ব করি এই বাংলায় জন্ম নিয়ে❤️❤️
@MdRubel-bv9db2 жыл бұрын
Onk sundor kobita bollan vai...Mon ta vore galo
@baboys19862 жыл бұрын
অপূর্ব সুন্দর পরিবেশ, আমরা বাঙালিরা এই সোনার বাংলাকে আমাদের হৃদয়ে ধারণ করি, চিন্তনে অনুভব করি। আপনার এই সমস্ত কাজ, মানুষ, প্রাণ ও প্রকৃতির এই সুন্দর সমাগমের দলিল হয়ে থেকে যাবে চিরকাল। ধন্যবাদ সুমন ভাই।
@alaminsj73122 ай бұрын
মনটা ভরে গেল,,,এমন দৃশ্য দেখে,,,আর তাছাড়া ছোট বেলার কথা মনে পড়ে গেলো,,
@sabinayasmin19782 жыл бұрын
অনেক দিন পর গ্রামের শীতের সকাল দেখে মন ভরে গেল। 🥰 ধন্যবাদ সুমন ভাই। 🖤
@BadiulalamOFFCIAL2 жыл бұрын
আপুর দাওয়াত
@mituakterakter10842 жыл бұрын
আমারো
@BadiulalamOFFCIAL2 жыл бұрын
@@mituakterakter1084আপনার ওওও
@BadiulalamOFFCIAL2 жыл бұрын
আপনার তো বিডিও নাই
@arifafridi7332 жыл бұрын
এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই ভিজিট করুন #arifinsvlog Support Him ❤️
@sudipsarma2382 жыл бұрын
গ্রাম বাংলার অপরূপ বৈচিত্র্য ও সুমনদার ছন্দে ভরা মিষ্টি কথা, সবমিলিয়ে অসাধারণ ভিডিও।
@kalponik_jogot_BD2 жыл бұрын
গ্রাম বাংলার চিরাইত অপরুপ চিত্র তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে। প্রবাসে থেকে এমন দৃশ্য দেখলে মনটা শীতল হয়ে যায়
@armangemer9528 Жыл бұрын
সত্ত্যিতো শীতের শুরুর অনুভুতি এক অসাধারণ স্মৃতিচারণ,,,, শুধু বাংলার ঘরে ঘরে,,,, এক অসাধারণ শিহরণ!
@subratachakraborty48362 жыл бұрын
শীত এলো গুটি গুটি পায়ে ভাসব মোরা সুমন ভাই এর নায়ে। শিশির সিক্ত ঘাসের আগায় হীরক দ্যুতি দেখি মাটির কাছাকাছি থেকে মাটিতেই চোখ রাখি। ধন্যবাদ সুমন ভাই ।
"মায়ের চাদর গায়ে জড়িয়ে, এ এক অন্যরকম অনুভূতি" -- এই এক বাক্যটি কত হাজার সহস্রাধিক আবেগ যে বহন করে, তা ভাষায় ব্যক্ত করার নয়। ❤ সত্যিই কথাটা শুনে অনেক অনেক বছর আগের স্মৃতিতে হারিয়ে গেলাম। আমার আম্মু ইন্তেকাল করেছে বহু আগেই। কিন্তু মনে হয়, এইতো সেদিন আম্মুর চাদর গায়ে জড়িয়েছিলাম.... ❤
@naimahamed40742 жыл бұрын
খুব মিস করছি নিজ গ্রামের সেই শীতের দিনগুলি
@arifafridi7332 жыл бұрын
এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই ভিজিট করুন #arifinsvlog Support Him ❤️
@mrsalokhatun71772 жыл бұрын
আবেগে আপ্লূত হয়ে গেছি এই দৃশ্য দেখে, হারিয়ে গিয়েছিলাম শৈশবে,বিশেষ করে মায়ের গায়ের চাদরের কথায় চোখ পানি চলে এসেছে
@nafizaritu6302 жыл бұрын
একদম ছোটবেলায় ফিরে গেলাম সুমন ভাইয়া।গ্রামেই বেড়ে উঠেছি কিন্তু এখন শহুরে জীবন যাপন করতে হয় কিছুটা বাধ্য হয়েই। আবেগপ্রবণ হয়ে গেলাম ভিডিওটা দেখে। ধন্যবাদ ভাইয়া ❤❤❤
@ShuvoDDX2 жыл бұрын
সত্যি সত্যি ....... পৃথিবীতে জুড়ে জতোই সুন্দর সুন্দর জায়গা থাকুক না কেন মহান আল্লাহ তায়ালা আমার বাংলাকে যে কত সুন্দর করে গুছিয়ে সৃষ্টি করেছেন কল্পনা শক্ত ।সবহানাআল্লাহ
@nfytt16412 жыл бұрын
প্রবাসে তাকি গ্রামের এ দৃশ্য দেখে আর কবি গুরু এ কবিতা শুনে চোখে জল এসেছে ভাই 😭😭😭😭😭😭😭🙏🙏
@tapaskumar16662 жыл бұрын
ওপর বালা আপনাকে কি দিয়ে যে তৈরি করেছেন সুমন দা, আপনার ব্যক্তিত্ব, সততা, সুমধুর কণ্ঠ, বলার ভাষা সব ফুটে উঠেছে একটি ভিডিও মাধ্যমে।
@oldschool5752 жыл бұрын
হৃদয় ছুয়ে যাওয়া দৃশ্য। ধন্যবাদ সুমন ভাই।
@mdparvezmojumdar2 жыл бұрын
আমি বাংলাদেশের নাগরিক হিসেবে যতটুকু চেনার কথা তার চেয়েও অনেক বেশি দেশের মাটি কে চিনতে পেরেছি আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক দেশের প্রামাণ্যচিত্র তুলে ধরে দেখানোর সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে সুমন ভাই।
@Animalsblogswithakram2 жыл бұрын
বাংলার সকালের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ ❤️❣️
@riajuddin85192 жыл бұрын
বাংলার সৌন্দর্য সবসময় আমাকে উন্মাদনা দেয়, প্রশান্তি দেয়। বারবার ফিরে যেতে ইচ্ছে করে সেই দেশে। প্রবাস জীবনে দেশের সবুজ শ্যামল প্রকৃতিকে বড্ড মিস করি
@hasibzhossain68082 жыл бұрын
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি। আহা আমার সোনার সোনালী বাংলাদেশ 💙
@mdnazruloffical45912 жыл бұрын
চমৎকার অনেক সুন্দর খুব সুন্দর ♥️👌
@monirahasan99252 жыл бұрын
উফ,,,,,কি সুন্দর আমাদের দেশ,,,,, সুবহানাল্লাহ
@sojolahmedofficial509215 күн бұрын
সুমন ভাই আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আপনার ভিডিওগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আমি একজন প্রকৃতি প্রেমিক মানুষ যে ভালোবাসাটা আমি সম্পূর্ণ তৃপ্তি পাই আপনার ভিডিও দেখে
@RejaulKarim-uc9gs2 жыл бұрын
দাদা আপনার ভিডিও গুলি দেখলে আপনার উপস্থাপনা শুনলে। মনের কোনে প্রশান্তির ছোয়া দিয়ে যায়।আপনার এমন কোন ভিডিও নাই যেটা আমি দেখি নাই। Love you dada❣️
@yeasintapader68262 жыл бұрын
এমন সুন্দর ভিডিওর জন্য আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব,তার ভাষা নেই আমার। অনেক অনেক বছর পেরিয়ে গেলো আমার সোনার বাংলার সোনার ধান কাটিনা, গ্রামের কাচা মাটি পাড়াই না। মিস করি অনেক। তাই ইনশাআল্লাহ এবারের ইরি ধান কাটতে এপ্রিলে বাংলাদেশে আসবো। ইনশাআল্লাহ ধান কাটবো, মাথায় বয়ে বাড়ি আনবো, রোদে ধান শুকাবো।
@tarakbinkhayez99512 жыл бұрын
খুব মিস করতেছি গ্রাম বাংলার শীতের সময় গুলো 😒 সুমন ভাইয়ের মাধ্যমে ভিডিও দেখি উপভোগ করি গ্রাম বাংলার চিত্র গুলো ❤️
@arifafridi7332 жыл бұрын
এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই ভিজিট করুন #arifinsvlog Support Him ❤️
@mehebubalam39442 жыл бұрын
সত্যি।এক কথায়।অসাধারণ অসাধারণ অসাধারণ। ভারতের। মুর্শিদাবাদ জেলা থেকে।
@holydaystar242 жыл бұрын
বগুড়ার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন প্রাণ জুড়িয়ে গেল।
@rabbyahmedjr33182 жыл бұрын
দীর্ঘদিন ধরে প্রবাসে জীবন যাপন করছি,,কিন্তু যখনি আপনার গ্রাম বাংলা নিয়ে এই ভিডিও গুলো দেখি মনে হয় যেন দেশেই আছি,,ধন্যবাদ ভাই,,দোয়া করি আল্লাহ তায়া’লা যাতে আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে
@dayamahanta71352 жыл бұрын
অপূর্ব সুন্দর আমাদের বাংলার প্রকৃতি ❤️❤️
@marufahsan97852 жыл бұрын
অনেক কৃতজ্ঞ ভাই আপনার কাছে, এই ইট কাঠের শহরে আল্লাহ আপনার কল্যাণে অনেক সুন্দর কিছু স্মৃতি মনে করিয়ে দিলেন।
@sagorahmed65272 жыл бұрын
এমন ভিডিও আরো চাই শীতের রিক্তত্তাই ভরা এমন মায়াবী প্রকৃতির অপরূপ সৌন্দর্য,,ভিডিও বড় করবেন সুমন ভাই 🥰❤️
@Sonalirajshekh99372 жыл бұрын
জানি না কেনো এই ভায়ের ভিডিও গুলো খুব ভালো লাগে আমার । সব থেকে বেশি ভালো লেগেছে গ্রাম আছে মানুষ নেই এই ভিডিও টা । আর কথা গুলো শুনতে খুব ভালো লাগে ।👌👌
@Haradhan1432 жыл бұрын
Love from India, Tripura ❤️🇮🇳
@Urtsaf11502 жыл бұрын
আমি একবার দেখি, বারবার দখি বাংলা মায়ের মুখ। অপূর্ব সকাল!!! 🇧🇩
@Gispatidey12342 жыл бұрын
Amazing views of winter's village of Bengal.👌And also mind blowing illustrations by you,Suman Bhai👌😊Thank you🇮🇳🇧🇩From India west bengal.
@SalahuddinSumon2 жыл бұрын
You are most welcome❤️
@THEBONGINFO2 жыл бұрын
@@SalahuddinSumon love you দাদা
@palashdas9242 жыл бұрын
@@SalahuddinSumon ইসলামী মৌলবাদ এই সোনার বাংলা কে ধ্বংস করে দিয়েছে।।চারিদিকে শুধু সংখ্যালঘু নির্যাতন,দেশ ছাড়তে হয়েছে ওদের জন্য।। হায় রে সোনার বাংলা।।
@sharifuddin.sheikh56722 жыл бұрын
গ্রাম বাংলা কি অপুর্ব দৃশ্য এ ভিডিওটা তুলার জন্য ভাই কে অভিনন্দন জানাই।
@Sanjay-bv8oi2 жыл бұрын
শীতে মায়ের চাঁদর নিজে পরিধান করার আবেগ এক অন্য অনুভূতি।।💖💖 এখনো মায়ের জন্য তেমন কিছুই করতে পারিনি 😓😓
@MustarinMobarak2 жыл бұрын
ভিডিওটা অসাধারণ হয়েছে প্রবাসে বসে দেশের শীতকালে যে আবহাম শুরু হয়েছে ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো।
@sarfrazahmedsofik61082 жыл бұрын
অসাধারণ লাগলো🌺 আজকাল কিছু কিছু অঞ্চলে গ্রাম বাংলা তার আসল রুপ,সৌন্দর্য হারাতে বসেছে। 😑
@Rojeb_Rajvee_Islam2 жыл бұрын
এক কথায় অসাধারণ সুমন ভাই আর আপনার উপস্থাপনা ও বিশ্লেষণ আমাকে মুগ্ধ করে গরু দিয়ে হাল চাষ অনেক মিস করি
@vlogwithpuja042 жыл бұрын
আমি ও North Bengal এর মেয়ে 🌚🥺♥️। ভালোবাসা রইলো আলিপুরদুয়ার থেকে ♥️
@রিফাতচৌধুরী-ঢ৯খ2 жыл бұрын
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। সবাই মিলে যদি সারা বাংলাদেশ আগের মত কৃষিকাজে ফিরে যেতে, তাহলে প্রিয় জন্মভূমি সব সময় খাদ্য সংসম্পন্ন থাকতো।ধন্যবাদ সুমন ভাই শীতের সকালে এতো সুন্দর একটি ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
@mdyounusahamed84152 жыл бұрын
অনেক সুন্দর আমার সোনার বাংলাদেশ ❤️❤️
@sudiplohar30712 жыл бұрын
খুব সুন্দর একটি ভিডিও অপূর্ব অসাধারণ।এর অনুভূতি শুধু তারাই জানেন যারা পল্লী গ্রামে বসবাস করছেন। From India West Bengal
@narayonray6162 жыл бұрын
কবিতা টা সেই ছিল দাদা🥰 মনটা যেন জুড়িয়ে গেল 🤗🤗
@jibonmahato36672 жыл бұрын
প্রকৃতির রূপ যেরকম সুন্দর হয় সে রকমই ভয়ঙ্কর হয় সুমনদা। অনেক বছর আগে আমিও এমন একটা জায়গা দেখেছিলাম যেটা দেখার পরে বহু বছর পেরিয়ে গেছে সেই প্রকৃতির সৌন্দর্যটা আজও আমার মনে দাগ কেটে চলেছে। যারা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতও তাদেরকে অনেক বেশি ভালোবাসে। আর যে ব্যক্তিকে প্রকৃতি ভালোবাসে না তার আয়ু ঘনিয়ে আসে। এরকম সুন্দর সকাল প্রকৃতির মায়া রূপ আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুমন দা আপনাকে।
@surajitdiaries70452 жыл бұрын
অসাধারণ দৃশ্য মনটা ভরে গেলো😌
@arifafridi7332 жыл бұрын
এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই ভিজিট করুন #arifinsvlog Support Him ❤️
@MamunHawlader-r4l Жыл бұрын
আপনার ভিডিও দেখে মন চলে যায় সেই কিশোর জীবনে৷ কতোইনা সুন্দর জীবন চিলো৷
@itihaseraanusandhane7G2 жыл бұрын
দেখা যাবে অনুভব করা যাবে কিন্তু ভাষায় প্রকাশ করে বুঝানো কঠিন 💕💕💕💕💕
@Dubaivlogs1122 жыл бұрын
ধন্যবাদ সুমন ভাই আমাদের এভাবে দেশ বিদেশ এর প্রকৃতি ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য😍💚🇧🇩🌺
@BiplobGolder-s9o3 ай бұрын
আপনার ভিডিওগুলো দেখলে খুব ভালো লাগে। ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়।।
@jacksonrozario35552 жыл бұрын
ভাই অসম্ভব সুন্দর শীতের বাংলার সকাল❣️
@ask_7862 жыл бұрын
আমার সোনার বাংলা 🇧🇩 আমি তোমায় ভালোবাসি। হায়রে প্রবাস "জীবন" না জানি কবে শেষ হয়। এমন এক সকালের স্নিগ্ধতায় নিজেকে মেলে ধরতে খুব ইচ্ছে হয়।
@arifmolla39592 жыл бұрын
কী সুন্দর দৃশ্য সকাল বেলা
@অচিনপাখি-ড৮ধ Жыл бұрын
কিসের সুইজারল্যান্ড আর কিসের ইউরোপ । বাংলাদেশের (দুই বাংলা)মতন প্রাকিতিক সৌন্দর্য পৃথিবীর এর কথাও নেই। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ❤
@markasread98162 жыл бұрын
ভাই আপনার ভিডিও তে ইংরেজি ক্যাপশন এখন সময়ের দাবী। আন্তর্জাতিকভাবে এগিয়ে যান,,বাংলাদেশের নাম উজ্জ্বল করুন♥️♥️♥️
@mdrinayeem31912 жыл бұрын
অনেক দিন পরে আপনার ভিডিও দেখে আবেগাপ্লুত হয়ে গেছি,এটাই বিদেশি ভিডিও দেশি ও গ্রামের ভিডিওর পার্থক্য
@manjusri57682 жыл бұрын
তামিলনাড়ু থেকে দেখছি ভাই, আমি বাঙালি, ছোটবেলার কথা মনে পড়ে গেল ❤
@SalahuddinSumon2 жыл бұрын
অনেক ধন্যবাদ❤️
@manjusri57682 жыл бұрын
@@SalahuddinSumon যারা নিজের জন্মভূমি থেকে দূরে অন্য দেশে থাকে শুধু তারাই বুঝতে পারেন এই ধরনের ভিডিও গুলো কতটা মূল্যবান। আর যারা আমার মত অবাঙালি কে বিয়ে করে সারা জীবনের জন্য অন্য দেশে পাড়ি দেয় তারা বুঝতে পারেন। লুকিয়ে রাখা স্মৃতি গুলি অজান্তেই হাসি হয়ে যায় 😊
@siyam52522 жыл бұрын
গ্রাম বাংলার শীত সেখানের গরিব মানুষের জন্য কী কষ্টদায়ক তা সেখানের মানুষরাই বুঝে। এই কষ্টকে তারা ভুলেগিয়ে সুখ হিসেবে গ্রহণ করে। আমরা শহরের মানুষ সেখানে গিয়ে এক মাস থাকলে সেই সুখ হাড়েহাড়ে টের পাবো।
@MainUddin-ns7ro2 жыл бұрын
ভাই বিদেশে থেকে বাংলাদেশের মজার দিন গুলো মিস করতেছি ♥♥
@arifafridi7332 жыл бұрын
এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই ভিজিট করুন #arifinsvlog Support Him ❤️
@funnyclips46652 жыл бұрын
সাধারণত আমি কোথাও কমেন্ট করিনা কিন্তু সুমন ভাইয়ের এই গ্রামবাংলার অপরূপ সৌন্দর্যের ভিডিও দেখে কমেন্ট না করে পারলা না সত্যি অসাধারণ।
@foysalahmmed22732 жыл бұрын
আহা গ্রামের এই শীতের সকাল খুব মিস করছি❤️❤️❤️❤️
@Vixen_fox_kit3242 жыл бұрын
Bogura♥️♥️ te jonmo boro howa.ato sundor kore Dekha hoi ni .apnar video dekhe nijer jonmovumi notur kore abishkar korse.sundor video.bogurar aro video dekhte chai.
@krishnakumar-sk1797 Жыл бұрын
সুমন ভাইয়ের কন্ঠে যেন মধু ঝড়ে, ভালোবাসার আরেক নাম সুমন ভাই, আপনার আদমদিঘী ও আমার ভেলুর পাড়া বাড়ী থানা সোনাতলা, বগুড়া। আমাদের এখানে সুন্দর দৃশ্য ধারন হবে ভাই আপনার মায়াবী ক্যমেরায়, একবার ঘুরে যেতে পারেন আমাদের অঞ্চল থেকে, আশা রাখছি ভালো লাগবে, আর হ্যা আপনার আদমদিঘী আমাদের অনেক আত্মীয় আছে, আমাদের এইজন্যই বললাম কারণ আমার হিন্দু আর তাই ওখানে অনেক হিন্দু গ্রাম আছে প্রত্যকটি গ্রামে আমাদের সম্পর্ক জরিয়ে আছে, ভালো থাকবেন ও আমাদের সকলে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবেন 🎉 best of luck
@Arnaledazkhan2 жыл бұрын
Greetings from Indonesia, a very fertile village...
@mohammadashrafuddinferdous93472 жыл бұрын
It's usual in Bangladesh.
@monojkumarmondal76862 жыл бұрын
চিরপরিচিত গ্রাম বাংলার দৃশ্য সুমন ভাইয়ের ক্যামেরায় এবং কথার মূর্ছনায় কাব্যিক রূপ ধারণ করে। ধন্যবাদ সুমনভাই - কলকাতা থেকে।
@srbirdslover6212 жыл бұрын
শিতের সকল গ্রাম বাংলায় কাটাতে ভালোই লাগে ।
@riazuddin47462 жыл бұрын
ছোটবেলার পড়া সেই বাংলা ২য় পার্ট রবীন্দ্রনাথের সেই কবিতাটা পড়ে তা থেকে ২,৩ দিন লাইনে সারমর্ম লিখা ওও। খুবই মিস করি সেই ছোটবেলার সোনালী দিনগুলি
@TMS1002 жыл бұрын
Nice presentation as always.... 💚
@RakibHasan-of4vr2 жыл бұрын
আপনার ভিডিও দেখলে ছোট বেলার কথা মনে পড়ে যায়,,,আর খুবই কষ্ট এবং আফসোস লাগে শৈশবের সেই আনন্দময় সময়গুলোর কথা মনে পড়লে,,,, শৈশবকাল যেন খুব দ্রুত শেষ হয়ে যায়,,, এরকম সময় ধান কেটে ঘরে উঠানোর পর মাঠে যে ধান পড়ে থাকে সেগুলো খেতে শালিকসহ বিভিন্ন পাখি আসে,,,ছোট বেলায় ফাঁদ পেতে কত শালিক ধরেছি তার হিসাব নাই,,,যত দিন যাচ্ছে ততই গ্রামবাংলার রূপ বদলে যাচ্ছে,,, শৈশবের রূপ, স্মৃতি বিজড়িত মাঠ-ঘাট এখন আর আগের মতো দেখা যায় না
@CRAZY_REACTION4922 жыл бұрын
সুমন ভাই নামাজ পড়ুন ইসলাম কে আকড়ে ধরুন মহান আল্লাহ্ আপনার সহায় হোন......আমীন.......আপনার পথ সহজ হোক........
@আলহামদুলিল্লাহ্-ন৫শ2 жыл бұрын
সুমন ভাই আপনার ভিডিও গুলো আরব আমিরাত থেকে নিয়মিত দেখি,খুবই ভালো লাগে বিদেশে থেকেও আপনার মাধ্যমে নিজের দেশটা খুব ভালো লাগে বিশেষ করে নদী চর গ্রাম খুবই ভালো দেখলে
@shihabhasan1542 жыл бұрын
শীতের সকাল অনেক সুন্দর 🥰🥀❤️মাশআল্লাহ ❤️
@rokiislamrokiislam33572 жыл бұрын
আমি জাপান থেকে বলছি। আপনার ভিডিও দেখে আমার দেশের কথা মনে পড়ল
@TravelVeins2 жыл бұрын
I used to see your video from Adam Pahar (👣 print) from Sri Lanka 📍 And I'm loving your videos after watching this episode. I Feel like I could die for this... Thank you Sumon Bhaiya and camera man who beautifully captured all the moment of our sonar Bangla 😊
@truthandentertainment2 жыл бұрын
Love from Bangladesh 🇧🇩 ❤️
@mdismailhossain35532 жыл бұрын
সুমন ভাইয়ের ভিডিও মানেই আবেগ মাখা বাস্তব অনুভূতি শত ব্যাস্ততার মাঝেও আপনার ভিডিও দেখা মিস করতে পারিনা
@dipankargupta5502 жыл бұрын
সুমন , আত্রাই নদী কে নিয়ে একটি ভিডিও করলে খুব ভালো লাগবে। আরেকটু বেশি করে বলি , উত্তরবঙ্গের সব নদীগুলোকে নিয়ে একটা প্রতিবেদন সিরিজ শুরু কর, খুব ভালো হয় । প্রতিটি নদীর উৎস এবং শেষ কোথায় , আমরা বুড়োরা ছাড়াও বাচ্চারাও সব শিখতে পারবে। ভালো থেকো।
@mdraihanttc62822 жыл бұрын
সুমন ভাই আমি ও আদমদিঘীর ছেলে। আপনার ভিডিও দেখে আমরা প্রবাস থেকেও গ্রামের পরিবেশ অনুভব করতে পারি।ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের গ্রাম বাংলাকে ভিডিওর মদ্ধে তুলে ধরার জন্য।
@shazidshah22912 жыл бұрын
সুমন ভাই আরো গ্রামে'র শীতের এপিসোড চাই🙂গতবার আপনার গ্রামের বাড়ি'র আলুর ঘাটির এপিসোড দেখে মোহিত হয়েছিলাম। সেরকম এপিসোড চাই সুমন ভাই🙂🙂