Рет қаралды 68
⏩ কালভৈরব ---
বাবা বিশ্বনাথ এর মন্দির কাশীর সবচেয়ে প্রসিদ্ধ তীর্থস্থান। তবে বাবা বিশ্বনাথের মতোই এই শহরে কাল ভৈরবের মাহাত্ম্যও প্রচুর। বাবা কাল ভৈরবকে কাশীর প্রধান কোতোয়াল বলে মনে করা হয়। তাঁর ইচ্ছে ছাড়া বেনারসে কিছুই ঘটে না বলে প্রচলিত বিশ্বাস। মহাদেবেরই আরও একটি রূপ হলেন বাবা কৈল ভৈরব। শিবের যে কটি আবতার আছে, তাঁর মধ্যে সবথেকে উগ্র ও ভয়ংকর রূপ তিনি।
⏩ 'মণিকর্ণিকা' ---
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরে গঙ্গা নদীর তীরে অবস্থিত 'মণিকর্ণিকা' শ্মশান ঘাট। বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মাঝে এই ঘাটের অবস্থান।
হিন্দুধর্ম মতে এই ঘাটে দেবী সতির কর্ণ কুন্তল বা আমরা যাকে চলতি বা কানের দুল বলে থাকি সেটি এখানে পড়েছিল ।
মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে বা পুনর্জন্মের চক্র হতে মুক্তিলাভ করে। একারণে এই ঘাটটি প্রবীণ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ তীর্থস্থান হিসেবে সুপরিচিত।
⏩ সঙ্কটমোচন হনুমান মন্দির ---
কথিত আছে, এই মন্দিরটি যেখানে নির্মিত হয় সেখানেই তুলসীদাস হনুমানের দর্শন পেয়েছিলেন।[৪] বাল্মীকি-রামায়ণের অবধি-সংস্করণ রামচরিতমানস গ্রন্থের রচয়িতা তুলসীদাস এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রচলিত লৌকিক বিশ্বাস অনুসারে, এই মন্দির যাঁরা নিয়মিত দর্শন করেন, তারা হনুমানের আশীর্বাদ পান। প্রতি মঙ্গলবার ও শনিবার ভক্তেরা এই মন্দিরে হনুমানের বিশেষ পূজা দিয়ে থাকেন। হিন্দু জ্যোতিষ মতে, হনুমান দুষ্টগ্রহ শনিকে দমন করেন। তাই অনেক হিন্দু শনির দোষ বা অন্যান্য গ্রহদোষ খণ্ডন করার জন্য এই মন্দিরে পূজা দেন।
আমরা যে গাইড নিয়েছিলাম তার নাম ও নম্বর - Jyotishman Upadhyay - 7007968164
: ভিডিওটিতে যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে -
1. • Intro Background Music...
2. • No Copyright Intro Mus...
please #nocopyright claim.🙏
: My Facebook I'd -
www.facebook.c...
: Video shoot - Sjcam SJ8 pro Action camera.
: Video editing - Insort.
#viral #youtubevideo #varanashi #kashi #harharmahadev #everyone #highlights
________________________________
THANKS FOR WATCHING.🤗
________________________________