ধূপছায়া গোধূলীবেলায় তুমি কাছে এসো সুখ ছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো তুমি ভালোবেসো শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো মেঘ এসে যদি কোন দিনও এ মন ছুঁয়ে ছুঁয়ে যায় ঝড় এসে যদি কোনদিনও হৃদয় ভেঙে দিয়ে যায় প্রেমেরই অরণ্যে ব্যাকুল তুমি কোনদিনও ভুলে যেও না তুমি ভালোবেসো শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো বিষাদে যদি কোনদিনও এ মন কাঁদে বেদনায় বিরহ যদি উঁকি দেয় মনে দিন কাটে নিরাশায় পিয়ানোর সুর আমার এই গান কোনদিনও ভুলে যেও না তুমি ভালোবেসো শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো ধূপছায়া গোধূলীবেলায় তুমি কাছে এসো সুখ ছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো তুমি ভালোবেসো শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো...
@iftekharhossain36963 жыл бұрын
Iftihossain007@gmail.com
@shanjibshom94863 жыл бұрын
ধন্যবাদ লিরিকের জন্য
@leonidasmostafiz7582 жыл бұрын
what a lyrics 👌👌
@sfaridcste Жыл бұрын
❤
@rozlintahmina5458 Жыл бұрын
nice .
@ChowdhuryFamily2 жыл бұрын
পিচ্চি কাল থেকেই লিজেন্ডারি ব্যান্ড ওয়ারফেইজকে ভালোবাসি, আর সঞ্জয় ভাইয়ের চলে যাওয়া(সে সময় ছোট ছিলাম তাই rumours গুলো পাগলের মত বিশ্বাস হত- ভাই এর গলা ছিড়ে গেছে 😀, সত্যি বলতে খারাপ লেগেছিলো তখন ).. অসাধারণ গায়কি, দাঁড়ানোর স্টাইল, হাল্কা হাল্কা বড় সিল্কি চুল damn।। বলা যায় সময়ের তুলনায় অনেক advance ছিলেন স্টাইলের ক্ষেত্রে। এর পরে অনেক এসেছে মিজান-বালাম-মিজান-পলাশ। ওয়ারফেইজের একটা বিশেষ ভালো লাগার বৈশিষ্ট্য উনাদের legacy কখনোই break down হয়নি। নানান চড়াই-উতরাই করে ৩৮ এ পা রেখেছেন(আজ যখন এ কমেন্ট টুকু করছি) এবং মিউজিক কোয়ালিটি সেন্স দিনের পর দিন সময়ের সাথে সাথে আরো বেশী সুদৃঢ় হয়েছে। শুভ জন্মদিন ওয়ারফেইজ
@MrSayedjami8 ай бұрын
Mizan o valo. Sonjoy o valo. Amar kase bakider ca ai 2 jon ke valo lage as vocalist
@hafizruku98907 ай бұрын
বাবনা কারীম?
@invisiblestranger36646 ай бұрын
সেদিন ৪০ হলো।
@Killer64156 ай бұрын
haaha bhai akdom, amraw ata shune boro hoisi je or vocal cord chire gese
@md.modaschhirrahmananupom35654 жыл бұрын
আজ থেকে ২৩/২৪ বছর আগে সাঞ্জয় ভাই কি অপুর্ব সৃষ্ঠিটা করেছিলো.... smart singing ever
@songmodifi39305 ай бұрын
দাজ্জালের অনুসারি তার এক চোখ ওয়ালা পিরামিড এর ছবি দেখোচোনা
@SuperMahdee5 ай бұрын
বাংলা মিউজিকে এই গান অতুলনীয়। আর সঞ্জয় ভাইয়ের কন্ঠের প্রেমে পড়ে নি এমন এমন মানুষ খজুঁজে পাওয়া দূষ্কর। ২৫-২৬ বছর আগে এমন মাস্টারপিস তৈরী করেছিলেন তিনি। ভাবতেই অবাক লাগে। ভালোবাসা রইলো প্রিয় ওয়ারফেইজ
@_perksofbeingrimel_ Жыл бұрын
ধূপছায়া গোধূলি বেলায় তুমি কাছে এসো সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো ধূপছায়া গোধূলি বেলায় তুমি কাছে এসো সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো মেঘ এসে যদি কোনোদিনও এ মন ছুঁয়ে ছুঁয়ে যায় ঝড় এসে যদি কোনোদিনও হৃদয় ভেঙ্গে দিয়ে যায় প্রেমেরই অরণ্যে ব্যাকুল তুমি কোনোদিনও ভুলে যেও না তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো ধূপছায়া গোধূলি বেলায় তুমি কাছে এসো বিষাদে যদি কোনোদিনও এ মন কাঁদে বেদনায় বিরহ যদি উঁকি দেয় মনে, দিন কাটে নিরাশায় পিয়ানোর সুর আমারই গান, কোনোদিনও ভুলে যেও না তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো ধূপছায়া গোধূলি বেলায় তুমি কাছে এসো সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালবেসো তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো
@purnotapurno66962 жыл бұрын
এই গানটা আমার প্রিয় একটা গান। কখনো তো সূযোগ হবেনা কন্সাটে আপনাদের সাথে গাইতে তাই নিজেই ঘরে সাউন্ড বক্সে গানটা চালিয়ে চিৎকার করে গাই🖤 লিরিক্স টা কী সুন্দর আহা Warfaze alyz best 💚💚💚🙂
@merazronny94312 жыл бұрын
💜
@merazronny94312 жыл бұрын
😎💚
@ridoyhossani3082 жыл бұрын
🤍❤️🤍
@sayiemrashed4304 Жыл бұрын
আমি একমত ❗
@fahimfahi736 Жыл бұрын
Dhakai coli asan
@ceoatlebugang65134 жыл бұрын
ধূপছায়া (Warfaze - জীবনধারা) ধূপছায়া গোধূলি বেলায়, তুমি কাছে এসো সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালবেসো। ধূপছায়া গোধূলি বেলায়, তুমি কাছে এসো সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালবেসো। তুমি ভালবেসো, শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো। মেঘ এসে যদি কোনোদিনও এ মন ছুঁয়ে ছুঁয়ে যায় ঝড় এসে যদি কোনোদিনও হৃদয় ভেঙ্গে দিয়ে যায় প্রেমেরই অরণ্যে ব্যাকুল তুমি কোনোদিনও ভুলে যেও না তুমি ভালবেসো, শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো। ধূপছায়া গোধূলি বেলায়, তুমি কাছে এসো। বিষাদে যদি কোনোদিনও এ মন কাঁদে বেদনায় বিরহ যদি উঁকি দেয় মনে দিন কাটে নিরাশায় পিয়ানোর সুর আমার এই কোনোদিনও ভুলে যেও না তুমি ভালবেসো, শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো। ধূপছায়া গোধূলি বেলায়, তুমি কাছে এসো সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালবেসো তুমি ভালবেসো, শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো। তুমি ভালবেসো, শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো।
@abirsharif95353 жыл бұрын
ভাইরে ভাই.. এতো সুন্দর গান মানুষ কেম্নে লিখে! কেম্নে গায়!! কেম্নে এতো সুন্দর সুর করে!! একবার শুনলেই বার বার শুনতে ইচ্ছে করে.. ❤️❤️❤️
@miclejordan40102 жыл бұрын
Same bro 🤟
@HEhsanul2 жыл бұрын
কত হাজারবার যে শুনেছি বলতে পারবোনা ভাই
@farhadsiddiquee79 Жыл бұрын
❤
@MDSohan-jt6zh6 ай бұрын
Mahmud Khurshid writer
@songmodifi39305 ай бұрын
দাজ্জালের অনুসারি তার এক চোখ ওয়ালা পিরামিড এর ছবি দেখোচোনা
@rafiqulislam6369 Жыл бұрын
এতো সুন্দর এবং কঠিন বাক্য ব্যায় করে হয়তো ভবিষ্যতে বাংলাদেশে এমন গান কেউ লিখতে বা গাইতে পারবে না।
@Md.FaisalAhmedBhuiyan10 ай бұрын
Ever heard of Shonar Bangla Circus?? No offence though. Huge fan of Warfaze.
@ronmohsen8289 ай бұрын
ভাইবের লিরিক্সও যথেষ্ট কমপ্লেক্স...
@abcdwoh4 ай бұрын
@@Md.FaisalAhmedBhuiyan SBC হচ্ছে গান্জুটি একটা ব্যান্ড। যা মাথায় আসে তাই লেখে,আর মানুষ ভাবে হায় হায় কি না কি লিখে ফেলছে! আসলে ওইগুলা লিরিক্সের কোন মিনিং নাই,গান্জা খেয়ে লিখছে দেখে Deep মনে হয়,আসলে Nursery Rhyme! বাংলাদেশের Band Music এর ইতিহাসে সবচেয়ে Deep লিরিক লিখে Artcell এর রুম্মান আর Black এর ইমন জুবায়ের। এইসব প্রবর রিপনের কোন খাওয়া নাই।
@ibntofiq84943 ай бұрын
এই গানের থাম্বনিল পরিবর্তন করার বিশেষ অনুরোধ রইলে প্রিয় ব্যান্ড ওয়ারফেজ'র প্রতি।গানটা খুবই পছন্দের।❤️
@Killer64152 ай бұрын
once the song is published. there is no you can change the thumbnail. but I also hope they would have understood the meaning of such picture before adding in cover
@marksdon8234 Жыл бұрын
কি গানরে ভাই, এটা গান না অন্য কিছু। ভেতরটা মোর্চে দিয়ে যায়।❤❤❤ I love warfaze 🥀🌼😘🥰😍🤩
@badalhossain91092 жыл бұрын
ওয়ারফেজের এভারগ্রীন গান গুলোর মধ্য অন্যতম এই গানটি।♥️
@shooaaib2 жыл бұрын
Purunota fans don't know how goood this masterpiece 👑
@ahmedroni2119 Жыл бұрын
You're wrong bro.purnota is my one of the favorite song .Purnota gold but eta diamond 💎.
@songmodifi39305 ай бұрын
দাজ্জালের অনুসারি তার এক চোখ ওয়ালা পিরামিড এর ছবি দেখোচোনা
@helenahmed95067 ай бұрын
One of the most melodic, groovy and excellently structured songs in the Bangla Band universe! It just gets you right from the start, the guitar intro and that beat and you just cannot help but move your body with the sound, and the beautiful lyrics flows so nicely! Salute to you Warfaze.
@EskindderMirja8 ай бұрын
তুমি ভালোবেসো শুধু আমাকে হৃদয়ে ধরে রেখো বিভা❤️
@mehedihassanshah25447 ай бұрын
আহ্ সঞ্জয় ভাই, যত বার শুনি মুগ্ধ হই
@GHBTonmoy10 ай бұрын
Such sweetest vocal even he got most aggressive voice too....
@anickmarak24304 жыл бұрын
Legend sanjay miss your voice .... Still listing 90s legend Bro
@pratapnagre072 жыл бұрын
ধূর ব্যাটা 1980s বল
@NezamuddinRonyOfficial8 ай бұрын
This will forever be my favourite song.
@Himadree.official2 жыл бұрын
ধন্যবাদ Warfaze, আমাদের এভাবে আগলে রাখার জন্য 🖤🌸
@md.irfanali69794 жыл бұрын
তুমি ভালবেসো, শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো। Wow 😍 Warfaze forever
@hsnsktbonuslife12443 жыл бұрын
This is not only a song but also a medicine of refreshment of whole body.
@geezshahab88563 жыл бұрын
Ahue
@jakaahmed9589 Жыл бұрын
Comment ta sundor cilo
@sayedabdullah224 жыл бұрын
Kamal vi is an wizard of guitar! !
@miqdad1815 Жыл бұрын
Exactly
@songmodifi39305 ай бұрын
দাজ্জালের অনুসারি তার এক চোখ ওয়ালা পিরামিড এর ছবি দেখোচোনা
@rahmanmoti4 ай бұрын
ওয়ারফেইজের গান শুধু গান নয় এক একটা অনুপ্রেরণার শব্দমালা। জীবনে হোঁচট খেয়েছেন? ওয়ারফেইজের গান শুনুন মনোবল পাবেন। প্রিয় ওয়ারফেইজ...❤❤
@nazmulkhaledbadhan33492 жыл бұрын
All virtuoso player | Amazing creation You will surely gonna fall in love each & everytime no matter how much time you listen to this song | In fact you might have started listening the song continuously | This is like a magic of this song
@Himiiii043 ай бұрын
ধূপছায়া গোধূলীবেলায় তুমি কাছে এসো সুখ ছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো ধূপছায়া গোধূলীবেলায় তুমি কাছে এসো সুখ ছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো তুমি ভালোবেসো শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো মেঘ এসে যদি কোন দিনও এ মন ছুঁয়ে ছুঁয়ে যায় ঝড় এসে যদি কোনদিনও হৃদয় ভেঙে দিয়ে যায় প্রেমেরই অরণ্যে ব্যাকুল তুমি কোনদিনও ভুলে যেও না তুমি ভালোবেসো শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো ধূপছায়া গোধূলীবেলায় তুমি কাছে এসো বিষাদে যদি কোনদিনও এ মন কাঁদে বেদনায় বিরহ যদি উঁকি দেয় মনে দিন কাটে নিরাশায় পিয়ানোর সুর আমার এই গান কোনদিনও ভুলে যেও না তুমি ভালোবেসো শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো ধূপছায়া গোধূলীবেলায় তুমি কাছে এসো সুখ ছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো তুমি ভালোবেসো শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো তুমি ভালোবেসো শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো....
@ahmed_urmi62 Жыл бұрын
অনেক কিছু বলার ছিলো গানটা নিয়ে শুধু এইটুকু বলবো আমার মনে হয় সঞ্জয় ভাই এই গানটা আমার জন্য বানিয়েছে। আমার ক্ষমতা থাকলে এইগান টা সবাইকে শোনতাম 💜
@songmodifi39305 ай бұрын
দাজ্জালের অনুসারি তার এক চোখ ওয়ালা পিরামিড এর ছবি দেখোচোনা
@colorcaoz7 ай бұрын
in 96/98 late friend Imran, bought this album and introduce me to this legendary song.
@Shakil20487 ай бұрын
ধন্যবাদ ওয়ারফেজ কে আমাদের জন্য এতো সুন্দর গান রেখে যাওয়ার জন্য 🖤
@songmodifi39305 ай бұрын
দাজ্জালের অনুসারি তার এক চোখ ওয়ালা পিরামিড এর ছবি দেখোচোনা
@ratanhalder88077 ай бұрын
I was fan of warfaze since 4 years in 2020 listen to song Asha.....then I listen Onak valobasa by many legendary song on warfaze, recently I listen by Dhup Chaya.....while first listen to this song I think that is Miles song but Then I sure that is from warfaze...the legendary song recently add my favorite songs list.
@msrajafoodproducts23952 жыл бұрын
বিরহ যদি উঁকি দেয় মনে দিন কাটে নিরাশায় পিয়ানোর সুর আমার এই গান কোনদিনও ভুলে যেও না
@mwsWorlds Жыл бұрын
কর্তৃপক্ষ'র দৃষ্টি আকর্ষণ করছি, এলবামের কাভারে যে ছবিটা দিয়েছেন সেটা আমার মতে ইলুমিনাতি'দের প্রতিক। যদি পরিবর্তন করতেন খুশি হতাম।
@RedwanAhmed3 жыл бұрын
সঞ্জয় ভাইয়ের ভয়েজ, আহা...! ওয়ারফেজ সেসময় কি মাস্টারপিসই না তৈরি করেছিলো! ❤️
@HasibulIslam2 жыл бұрын
সঞ্জয়
@sadmansakif58502 жыл бұрын
@@HasibulIslam sujay je warfaze keno chere disilo amar mathay dhukei na
@CricketFreak716 ай бұрын
@@sadmansakif5850আমার ধারণা টিপুর যন্ত্রণায়। টিপুর জন্য মিজান, অনি চলে গেছে.. সবাই তো আর মুখে বলবে না... আবার বিদেশে চলে যাওয়াটাও একটা কারণ হতে পারে...
@songmodifi39305 ай бұрын
দাজ্জালের অনুসারি তার এক চোখ ওয়ালা পিরামিড এর ছবি দেখোচোনা
@absolute_zer072910 ай бұрын
Warfaze should make a remaster of this song with Polash bhai in vocals. He did really good in live.
@goodearth351410 ай бұрын
You never know Nishat how much love I carry for you. Happy valentines 2024❤
@sweetymoni4860 Жыл бұрын
Asadharon ekti gan , sunlei Mon vore jay. Janina keno j eto Valo Lage. Erokom gan r ki pabo?
@imran_mahamud.4 ай бұрын
মেঘ এসে যদি কোনোদিনো এ মন ছুয়ে ছুয়ে যাই। (Warfaze 💚)
@aitapu37192 жыл бұрын
এই গানের একটা সৌন্দর্য্য আছে, ওটা দেখা যায় না, অনুভবে নিয়ে বুঝতে হয়। 😍❤️
@maliktasfinhossain67002 жыл бұрын
True
@aitapu37192 жыл бұрын
@@maliktasfinhossain6700 ❤️
@rajibalimul95596 ай бұрын
সঞ্জয় কামরানের সাথে কারও তুলনা হয় না, তার তুলনা তিনি নিজেই!❤️❤️সঞ্জয় ❤️❤️
@md.hasibulhasan28884 жыл бұрын
তুমি ভালবেসো, শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো।
@ahsanshameem38013 жыл бұрын
এই গান আর কি ফিরে পাবো? উফ ওয়ারফেজ 💕
@isratislam14 ай бұрын
এই গানের থাম্বেল ইলুমিনাতি বা শয়তানের চোখ ব্যবহার করা হয়েছে। সাধারণত ১ চোখ দ্বারা শয়তানের চোখকে বোঝানো হয়।
@amitrahman87032 ай бұрын
shohomot bhai
@mdsajid-tm9zt2 ай бұрын
Same question!
@sakibhasan493325 күн бұрын
অমন ভাবে কেউ ছেড়ে চলে যায়.? চলন্ত হাইওয়ের মাঝে, কোনো এক বস্তু যেমন পরে থাকে বিধ্বস্ত হয়ে; আমিও ঠিক তেমনি পরে আছি পৃথিবীর কোনে। অমন ভাবে কেউ কথা দেয়.? যে কথা পূর্ণতার জন্য, তুমি আসবে বলে চেয়ে আছি পথে আজ কুড়ি বছর। অমন ভাবে কেউ ঠকায়.? যার কারণে আজ মানুষ দেখলে ভয় পাই, কেউ সঙ্গ দিবে বললে দূরে সরে যাই। এ শহর খুবই ভয়ংকর, এ শহরে প্রতিযোগিতা হয় মানুষ ঠকানোর; এ শহরে ভালোবাসা হয় লোক-দেখানোর। -ফাহমিদ হাসান
@alimurraji61562 жыл бұрын
Goosebumps for 4:07 minutes.... ❤️❤️
@msj045 Жыл бұрын
Warfaze er sona first song around 7 8 bosor age sunesi still feel nostalgic
@shafayetahmed87573 жыл бұрын
মাঝেমধ্যেই মনের মধ্যে টক উঠে। তখন একটানা ধূপছায়া শুনি। কখনো কখনো মৌনতা শুনি। আবার কখনো ক্রমশ শুনি। 😍😍😍 আগে এই তিনটা গান শুনতাম, এরপর যোগ হয় পূর্ণতা! 😍 আহা! কি নেশা! 😘😘 অন্য গানগুলোও শুনি, কিন্তু এই চারটা গান যখনই খায়েশ উঠে এক টানা শুনি। যে গানটাই শুনি না কেন, সেটা শতবার শোনার পরেও মনের খায়েশ মিটে না। ধন্যবাদ ওয়ারফেজ কে! ভালোবাসা ওয়ারফেজের প্রতি। আর অবশ্যই পিছনে বসে সবসময়ই হাসি মুখে ড্রামস বাজানো টিপু ভাইয়ের প্রতিও ভালোবাসা। 😍😍😍 ওয়ারফেজ বেঁচে থাকবে আমার হৃদয়ে, তারপর আমার পরবর্তী প্রজন্ম থেকে তার পরবর্তী প্রজন্মের হৃদয়ে! 😍😍😍
@slienjhony24043 жыл бұрын
কেন মনে পড়ে গানটার কথা কি ভুলে গেলে
@Mahabub_Ahmed_Hriday Жыл бұрын
Most underrated song of Warfaze ❤
@songmodifi39305 ай бұрын
দাজ্জালের অনুসারি তার এক চোখ ওয়ালা পিরামিড এর ছবি দেখোচোনা
@meghdol993 Жыл бұрын
Till today this masterpiece gives me guess bump whenever I listen 😊
@AshrafulIslam-ng1eo6 ай бұрын
warfaze (forever) ধূপছায়া গোধূলি বেলায় তুমি কাছে এসো সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো ধূপছায়া গোধূলি বেলায় তুমি কাছে এসো সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো মেঘ এসে যদি কোনোদিনও এ মন ছুঁয়ে ছুঁয়ে যায় ঝড় এসে যদি কোনোদিনও হৃদয় ভেঙে দিয়ে যায় প্রেমেরই অরণ্যে ব্যাকুল তুমি কোনোদিনও ভুলে যেও না তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো ধূপছায়া গোধূলি বেলায় তুমি কাছে এসো বিষাদে যদি কোনোদিনও এ মন কাঁদে বেদনায় বিরহ যদি উঁকি দেয় মনে, দিন কাটে নিরাশায় পিয়ানোর সুর, আমারই গান কোনোদিনও ভুলে যেও না তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো ধূপছায়া গোধূলি বেলায় তুমি কাছে এসো সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো
@syedmoynoorrahman10 ай бұрын
কিয়ের ফরেন কিয়ের হিন্দি।গান শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় এখনও
@merazulislam4274Ай бұрын
The Eye of Providence is also known as the All-Seeing Eye of God. It's often used in a religious context and can symbolize knowledge, the trinity, or a god that "sees all". The symbol is also associated with Freemasonry
@abdullahalmamun11111 Жыл бұрын
সত্যি কথা বলতে কি জানেন ভাই, আমি জীবনের প্রথম ওয়ারফেজের ইন্সট্রুমেন্ট এর প্রেমে পড়েছিলাম ❤️
@samiur8rahman11 ай бұрын
মানে এক অন্য রকম অনুভূতি যা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না কখনো!
@shubjaan Жыл бұрын
"A message to the future generations... Don't let this masterpiece song die....♥️" Warfaze 😊 ❤️🔥
@gamingwithfahad101811 ай бұрын
Ok brother ❤❤
@sameerfaiyaz73974 жыл бұрын
great song..why did i find this song this late..i regret
@tattughora26393 жыл бұрын
এই সৃষ্টিগুলো অসাধারণ,আজীবন মানুষের হৃদয়ে স্থান নিয়ে থাকবে🖤
@HowladerMunna Жыл бұрын
আজ ২০২৩ ঈদ এর দ্বিতীয় দিন খুব বৃষ্টি হচ্ছে গান শুনছি আর বৃষ্টি দেখছি অনুভূতি এই অন্যরকম যখন সুঞ্জয় ভাই এর এই ভয়েস টি আসে: মেঘ এসে যদি কোনোদিনও এ মন ছুঁয়ে ছুঁয়ে যায় ঝড় এসে যদি কোনোদিনও হৃদয় ভেঙ্গে দিয়ে যায় প্রেমেরই অরণ্যে ব্যাকুল তুমি কোনোদিনও ভুলে যেও না তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো! আহ্ কী লিখা আর কী ভয়েস তবে গান এর সাথে সাথে একটি মানুষ কেও মিস করছে যে এখন আমার নয় অন্য করো , তবে তুমি ভালো থেকে যদি আমাকে ভালোনাহী বাসো তবে তোমার আমার সেই প্রেমেরই অরণ্যে ব্যকুল কোনোদিনও ভুলে যেও না!❤
@nasifadnanshoaib7654 Жыл бұрын
Warefaze এর সংগুলোর লিরিক্সগুলো জাস্ট🔥🔥😍❤️
@ma.mainuddin20 Жыл бұрын
The thumbnail logo means ..what 😢?
@mbro51296 ай бұрын
বিষাদে যদি কোনদিনও এমন কাঁদে বেদনায় 😢 লাইনটা বার বার শুনতে ইচ্ছে করে
@ayaanzaydratul00r00 Жыл бұрын
Illuminate eer saathe add aachee warfez
@aniksaha54427 ай бұрын
20/05/2024 থেকে বলছি ধূপছায়া গোধূলীবেলা তুমি কাছে এসো জানি আসবেনা তবুও এই গান টা বারংবার শুন্তে আসবো 🖤
@sidratulTushi8 күн бұрын
2:26 Iloveuuu toha
@Shanto4life2 жыл бұрын
This song just given me an excellent vibe 🖤
@AI-nz3rn4 жыл бұрын
Sanjay we love you
@purnotapurno66962 жыл бұрын
আমার মনে হয় এই গানটা সঞ্জয় ভাইয়া একান্তই আমার জন্যই বানিয়েছে💚
@abdullahalmamun11111 Жыл бұрын
সময়টা তখন ২০১২ সাল,,আমার এক বন্ধু ওয়ারফেজের এই গানটা সবসময় শুনতো, কিন্তু আমার এমন হার্ডরক গান শুনতে ভালো লাগতো না, গিটার বেজ আর সলো শুনলে মাথা ব্যাথা করতো তাই বন্ধুকে আমার সামনে ওয়ারফেজের গান শুনতে মানা করতাম,মাঝেমধ্যেই তাকে রাগে বকা দিতাম যেনো আমার কানের আশেপাশে যেনো গান না বাজায় 😑 কিন্তু আজ ২০২৩ সাল, ওয়ারফেজ ছাড়া আমার রাতে ঘুম হয় না 😒❤️
@মেসার্সআলালশাপেট্রোলিয়াম Жыл бұрын
তার মানে ঐ বন্ধু হতে আপনি ১১ বছর জুনিয়র😂😮
@MHASIF-wv2ll2 жыл бұрын
It’s called 'পূর্ণতা' Love you Warfaze, heros of my teenage time... ❤️
@songmodifi39305 ай бұрын
দাজ্জালের অনুসারি তার এক চোখ ওয়ালা পিরামিড এর ছবি দেখোচোনা
@parthahowlader74710 ай бұрын
That was Ibrahim Ahmed Kamal's Era. Tooo brilliant
@alexmorpheus6762Ай бұрын
My favorite song of Warfaze. I also like Ekti Chele, Na and Purnota. ❤
@mihhin5 ай бұрын
ধূপছায়া গোধূলি বেলায় তুমি কাছে এসো সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো ধূপছায়া গোধূলি বেলায় তুমি কাছে এসো সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো মেঘ এসে যদি কোনোদিনও এ মন ছুঁয়ে ছুঁয়ে যায় ঝড় এসে যদি কোনোদিনও হৃদয় ভেঙ্গে দিয়ে যায় প্রেমেরই অরণ্যে ব্যাকুল তুমি কোনোদিনও ভুলে যেও না তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো ধূপছায়া গোধূলি বেলায় তুমি কাছে এসো বিষাদে যদি কোনোদিনও এ মন কাঁদে বেদনায় বিরহ যদি উঁকি দেয় মনে, দিন কাটে নিরাশায় পিয়ানোর সুর আমারই গান, কোনোদিনও ভুলে যেও না তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো
@NafisKhan-gw3ce4 ай бұрын
আমি বর্তমান প্রজন্মের ছেলে হয়েও ৯০ দশকের গান ছাড়া আমার দিন চলে না❤️
@arifshikder74413 ай бұрын
Cause 90's was the Golden era of Music Globally. Many legends release their best hit songs then and they are still Rocking. You have a great Music sense, I guess. Keep exploring best of 90's.❤️ We grew up listening these songs. Still listening WARFAZE with many others. Take care.
@alahad3692 ай бұрын
underrated song of Warfaze❤
@Tasneem12333 жыл бұрын
Old is Gold. Love Sunjoy Bhai.
@raselalam30793 жыл бұрын
আমার পছন্দের গান গুলোর মধ্যে একটি যতোই শুনি বার বার শুনি
@sidratulTushi8 күн бұрын
এই গান তো শুনিস, যদি কোনোদিন আমার কমেন্ট তোর চোখে পড়ে তাই বলে গেলাম, তোহা ভালবাসি তোকে❤️
@MohammadHossain-xx3hs5 ай бұрын
One of favorite song, Should remake this song again.
@shahidmp34 жыл бұрын
Sanjay bhai the great 💝
@sidratulTushi8 күн бұрын
00:10 Iloveuuu toha
@MarufHossain-x3i4 ай бұрын
An Absolute classic from WARFAZE ❤❤❤
@hafizurrahmanfuad2480 Жыл бұрын
কালের পর কাল বয়ে চলা একটি আবেগের নাম ওয়ারফেজ ❤️
@songmodifi39305 ай бұрын
দাজ্জালের অনুসারি তার এক চোখ ওয়ালা পিরামিড এর ছবি দেখোচোনা
@azharulakash59174 ай бұрын
Warfaze er shate amar prothom porichoy dupchaya gaan diye.so ai gaan tar mahatto amar kache onek beshi.
@Masumali-m2r4 ай бұрын
Warfaze এর মধ্যে আমি নিজেকে খুজে পাই ❤
@Tanjidatowa2 ай бұрын
মেয়ে হয়ে যে Warfaze এর গান গুলা এত ভালো লাগে 🫶🫂
@NeazAhmed3 жыл бұрын
Jara natun natun bass shikhche tader jonno great learning material ache ekhane !
@rockymeraz1155 Жыл бұрын
মধ্য রাতে মনে হচ্ছে, আমিই আমার তুমি। কত সুন্দর একটা রাত। কত মানুষ ঘুমাচ্ছে। কত মানুষ উৎসব করছে। কত মানুষ কষ্ট পাচ্ছে। আর আমি আমার ওয়ারফেজ শুনছি। ওয়ারফেজ একটা জীবন ধারা আমার সত্যের পথচলায়। আহ! কি অবাক ভালবাসা নিজের জন্য ... সুখ ছোঁয়া এই গোধূলি রাতে আমি ভালবাসি শুধু আমাকে হৃদয়ে ধরে রাখি শুধু আমাকে। মেঘ এসে যদি কোন দিনও এ মন ছুঁয়ে ছুঁয়ে যায়। ঝড় এসে যদি কোনদিন এ মন ভেঙে দিয়ে যায়। প্রেমেরই অরণ্যে ব্যাকুল আমি কোনদিনও ভুলে যাব না। আমি ভালবাসি শুধু আমাকেইইইইইইই.... একুশে ফেব্রুয়ারি ২০২৩। রাত ১ টা...
@sadmanornob55794 жыл бұрын
This song makes me always happy ❤️
@songmodifi39305 ай бұрын
দাজ্জালের অনুসারি তার এক চোখ ওয়ালা পিরামিড এর ছবি দেখোচোনা
@musafir12804 жыл бұрын
Amazing song.
@songmodifi39305 ай бұрын
দাজ্জালের অনুসারি তার এক চোখ ওয়ালা পিরামিড এর ছবি দেখোচোনা
@Jibondhara1 Жыл бұрын
ধুপছায়া গানটা শুনলে মনের ভেতর শীতলতা অনুভব হয়।
@AkashVai-o4o2 ай бұрын
তোমার চোখের দিকে তাকালেই এই গানের কথা মনে পড়ে। তোমার চোখ না দেখলে হয়তো এই গান সোনাই হতো নাহ😅💔
hae... Amarl mone hoi But bangu eder kichui bole na Osomajik name album eo shoytan er chobi diye thumbnail banaiche
@purnotapurno66962 жыл бұрын
বিশ্বাস করেন আমার ক্ষমতা থাকলে এই গানটা আমি আমার একান্ত নিজের করে রাখতাম এই গানের ভাগ কাউরেই দিতাম নাহ
@sabgatullaburhan-pe3xm3 ай бұрын
গানটার একটা খারাপ দিক - ৪:০৭ পর বন্ধ হয়ে যায় 😢 Love you warfaze❤
@dhruborajroy945010 күн бұрын
তুমি ভালোবেসো শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো, মায়া❤
@CartoonCM02 жыл бұрын
অনেক ভালো একটা গান।কিন্তু এই টায় ইলুমিনাতির প্রচারের জন্য গান টা শুনা হয়না ইলুমিনাতির প্রচার টা যদি সরিয়ে দেয়া হয় তাহোলে আবার শুনা হবে গান টা সুন্দর 🖤✨🌸
@motionsworld2 жыл бұрын
ইলুমিনাতি
@GHBTonmoy Жыл бұрын
lmao theres nothing called illuminati, get some brain.