অতুলনীয় এক ঐতিহাসিক মিলনের সাক্ষী ছিলাম, গোটা সময় ধরে। ইতিহাসের পাতায় বা সাহিত্যের মধ্যে অনেক দুঃসাহসী বঙ্গ - সন্তানের কথা জেনেছি । কিন্তু আজকে আমার মুঠোফোনের ফ্রেমে প্রায় পাঁচ ঘণ্টা যাবত দুজন বঙ্গরত্নের ব্যাক্তিত্বের জাদুতে মোহিত ছিলাম , হারিয়ে গিয়েছিল সমস্ত ব্যস্ততারা ,তাঁরা যেন সত্যিই অনন্য!!চারপাশের স্বার্থান্ধ এই পৃথিবীতে ,এঁদের দেখে আজও বিস্ময় জাগে ! মনে প্রশ্ন জাগে , সৃষ্টিকর্তা কী যেন এক অজানা উপাদানে গড়েছেন এঁদের হৃদয় ,তাই তো এঁরা অন্য সুরে কথা বলে,ভিন্ন ছন্দে গান করে নতুন প্রজন্মকে সিলেবাসের বাইরের জগৎটাকে চিনতে সাহায্য করে। আশার আলো দেখায় সমস্ত কাঁটাতার ও সীমান্ত রেখাকে অগ্রাহ্য করে । এঁরা মানবতার মন্ত্র পড়ে , মৈত্রীর দীক্ষা দিয়ে যায় বিবেকে শুভবোধ জাগানোর মধ্য দিয়ে। ব্যাক্তিগত ভাবে প্রচুর সমৃদ্ধ হয়েছি বরাবরের মতোই ।বাংলাদেশের প্রতি সাংঘাতিক দুর্বলতা সংগত কারণেই আমার মজ্জাগত । সেখানকার মানুষ আমার হৃদয়ের মানুষ , প্রাণের মানুষ। সম্মান ও শুভেচ্ছা সকলকে ।🙏🏻🙏🏻
@gobindabiswas90904 жыл бұрын
আপনি কি লেখালেখি করেন??
@manjuribiswas94024 жыл бұрын
@@gobindabiswas9090 সে রকম মৌলিকভাবে কোন লেখালিখি করা হয় না , তবে আধুনিক বাংলা সাহিত্য নিয়ে গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকের কাজ করি ,এই আর কি ।
@gobindabiswas90904 жыл бұрын
@@manjuribiswas9402 লেখার চেষ্টা করেন, আপনার লেখায় সাহিত্যের ছাপ আছে। এটা আপনাকে একদিন অনেক উপরে নিয়ে যাবে
@manjuribiswas94024 жыл бұрын
@@gobindabiswas9090 অনেক ধন্যবাদ।নিশ্চই চেষ্টা করবো।
@gobindabiswas90904 жыл бұрын
@@manjuribiswas9402 আপনাকেও স্বাগতম, আমি আপনার লেখা পড়ার প্রত্যাশায় থাকবো।আপনি চাইলে আমারা ফেসবুক ফ্রেন্ড হতে পারি। অবশ্যই যদি আপনার কোনো আপত্তি না থাকে।
@masudahmed42424 жыл бұрын
ইউটিউবে দুজন কে-ই জেনেছি। ভারতের ভাইয়েরা যেভাবে সুশান্ত দাদা কে চিনেন ঠিক সেইভাবে আমরাও সপ্তর্ষি দাদা কে অনেক অনেক পছন্দ করি উনার কথাবার্তা মোটিভেশন ইত্যাদি। সপ্তর্ষি দাদা যেই সময় জলপাইগুড়ি, কলকাতা এই শহরগুলি নাম নেন শুনতে নাড়ির টান পড়ে যায় মনে হয় যেন হাজার বছরের চেনা অনেক ইচ্ছে হয় এই যায়গা গুলুতে যেতে।।
@obaidulhasan53524 жыл бұрын
সুশান্ত স্যারের প্রত্যেকটা কথা খুব ভালো লাগে। ভালো লাগে সপ্তর্ষি স্যারকেও। অসংখ্য ধন্যবাদ ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
@Skskksk11owkwkwks4 жыл бұрын
ময়মনসিংহ থেকে ভাই
@sikhachakro23954 жыл бұрын
অসাধারণ কিছু কথা শুনলাম সুশান্ত স্যার এর মুখে , যা শুনে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠেছে এবং চোখ এ জল ও এসে গেছে , কি অপূর্ব সুন্দর আপনি, কি অপূর্ব সুন্দর আপনার বলা প্রতিটা কথা ,, ভুলবো না কোনোদিন এই কথা গুলো ,, অসংখ্য ধন্যবাদ
@rafihossain76963 жыл бұрын
আমাদের বাংলাদেশের একটা নক্ষত্র বলতে পারেন।
@AbhirupDreamBig4 жыл бұрын
Exceptional and Enriching discussion from Saptarshi sir and Sushanta Paul sir.
@Sanjoy_Baskey_76024 жыл бұрын
দাদা আমি আজকে খুবই আনন্দিত.... আপনাদের কথা গুলো শুনে আমার মন ছুঁয়ে যাই.... ❤️❤️❤️❤️❤️
@bipinbanerjee5664 жыл бұрын
Apni to akjan wbcs officer .ami apnar ,saptarsi ,susanta sir o gargi mam ar bhokto
@manasmandal2094 жыл бұрын
একটি ঐতিহাসিক কথোপকথন যার মূল্যায়ন করার ভাষা আমার কাছে নেই।যে সুন্দর ভাবে অন্তত সহজ ভাবে কথাগুলো উপস্থাপন করলেন যা প্রত্যেকের জীবনের কিছু না কিছু নব চেতনার জন্ম নেবে।এক কথায় অসাধারণ এক মুহুর্তের সম্মুখীন হলাম।সপ্তর্ষি স্যার ও সুশান্ত স্যার এই দারুণ এক উপহার আমাদের কাছে পরিবেশনা করার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা❤।
@ankitbiswas56774 жыл бұрын
এতটা ঢুকে গিয়েছিলাম ভিডিও তে যে, রাতে খেয়ে দেয়ে বাড়ির সবাই শুয়ে পড়েছে আর আমি না খেয়ে বসে বসে এত সুন্দর সুন্দর কথা শুনছি।। অনেক ধন্যবাদ স্যার আপনাকে।। আমরা এই রকম আরো অনেক অনেক লাইভ চাই।।।❤️ অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে।। আর সুশান্ত স্যারের কথার তো কোনো জবাব নেই।।।
@safikhossain97534 жыл бұрын
Same case dada amarow
@nazmunpriti26273 жыл бұрын
এরকম আড্ডা আরও চাই।বাংগালী, বাংলাদেশী হিসেবে অনেক খানি সমৃদ্ধ বোধ করছি।ভালোবাসা দাদা দের জন্য ❤️
@দিনলিপি-Dinlipi4 жыл бұрын
সুশান্ত স্যার 35:54 এ আপনি যেই কথাটা বললেন সেটা একদম আমার মনের কথা। আমি ও এই কথাটাই সবসময় বলি। বন্ধু ও ক্লাসমেট শব্দ দুটোর মধ্যে বিশাল বড় একটা পার্থক্য আছে। আপনার কথার সাথে যে আমার কথার মিল পেয়েছি এটা ভেবেই খুব ভালো লাগছে। আশীর্বাদ করবেন যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। ভালো থাকবেন। ধন্যবাদ।🇮🇳
@dubdub11764 жыл бұрын
অনেক সমৃদ্ধ হলাম, অনেক কিছু জানলাম, শিখলাম। নিজেকে মাপকাঠি করছি আর বুঝতে পারছি আমি আমার কাছে কত ছোট কতটা গরীব, নিজেকে কত কি দিতে পারতাম, দিইনি। কত কৃপণ আমি। ভাবতে ভালো লাগছে এই ভেবে যে, বেচে থাকা অবস্থায় অন্ততঃ এই কথোপকথন শুনতে পারলাম, মরে গেলে জীবনের অনেক কিছু অপূর্ণতা থাকত।
@Sanjoy_Baskey_76024 жыл бұрын
দুই বঙ্গের দুই দাদা... অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️
@nitishsarkar17692 жыл бұрын
দুই বাংলার দুই কিংবদন্তি।। অনেক অনেক ভালো বাসা রইল।।
@abirbiswas58513 жыл бұрын
পৃথিবীতে দুটো সূর্য একসাথে দেখা কখনোই সম্ভব নয় কিন্তু আজ দুটো সূর্যের ন্যায় মানুষ 𝕤𝕒𝕡𝕥𝕒𝕣𝕤𝕙𝕚 𝕟𝕒𝕘 𝕤𝕚𝕣 ও 𝕤𝕦𝕤𝕙𝕒𝕟𝕥𝕒 𝕡𝕒𝕝 𝕤𝕚𝕣 কে একসাথে দেখতে পেলাম l যারা সূর্যের মতোই আমাদের মতো অনেক ছেলে -মেয়ের জীবনে অন্ধকারকে দূর করে নতুন আলোয় নিজেকে আলোকিত করার জন্যে পথ দেখিয়ে থাকে এবং সে পথে চলার শক্তি ও দিয়ে থাকে l ❤️❤️ এমন দুজন মানুষের চরণে আমার শতকোটি প্রণাম l 🙏🏻🙏🏻
@supriya39522 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ , দুজনকেই সৃষ্টি কর্তার কাছে আপনাদের সুস্বাস্থ্য,নিরোগ ও দীঘায়ু কামনা রইল।
@antarakarmakar11724 жыл бұрын
ওনার কথা শুনে মনে হচ্ছে সারাদিন শুনেই যাই শুনেই যাই। অসাধারণ বললেও কম বলা হবে। আজকের পর থেকে নিজের জীবন দর্শন টাই বদলে গেলো❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vid2927 Жыл бұрын
Ei dujon ke patheo kore egiye jak dui desher jubo somaj.❤❤❤❤ Onek onek dhonyobad apnader.🙏🙏🙏🙏
@Abhisheksain6643 жыл бұрын
এতটাই ভাগ্যবান মনে করছি যে, এই দুটো অসামান্য ব্যক্তিত্বের কথোপকথন আমি শুনলাম। অসাধারণ লাগলো। অনেক অনেক স্যালুট জানাই আমার দেখা দুটো অসামান্য মনের মানুষ কে। আপনাদেরকে দেখে এতটাই ভালো লাগলো যে মনে হল প্রকৃত শিক্ষা এরকমই হওয়া উচিত। চেস্টা করবো আপনাদের মত মনের মানুষ হতে। আশীর্বাদ করবেন যেন আমার সাফল্যে আপনাদের শিক্ষা আমার চলার পথে পাথেয় হয়ে থাকতে পারে। অনেক ভালো থাকবেন আপনারা।
@basusajip4 жыл бұрын
আপনাদের সান্নিধ্যে জীবনের অনেক সফল তম পরিবর্তন করতে সক্ষম হয়েছি, এভাবেই পাশে থাকুন স্যার 🙏🙏❤️❤️❤️
@sanjaymahata14514 жыл бұрын
জীবন পাল্টে দেওয়া একটা সেশন! অসংখ্য ধন্যবাদ !
@dipamondal89804 жыл бұрын
Sushanta sir first to last you videos dekhachi and ma k sushanto sir er video dekhechi.......sudhu tai na... inspiration both of you .....pronam janai both of you... thànk you so much sir saptarshi sir.....eto sundor Ekta video ophar deur jonno...
@challenginglife19964 жыл бұрын
মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা বেঁচে থাকা 👌✌❤💪
@anoptimisticsmile..64394 жыл бұрын
"শেষ হয়েও যেন হলোনা শেষ.." অসাধারণ কিছু মুহূর্তে ভেসে চললাম..অনেক কিছু অর্জন করলাম।আপনারা ভালো থাকবেন সবসময়♥️♥️ সর্বদা পাশে থেকে যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই🙏🙏 আমরা একই বাংলার,বাংলা সাহিত্য,বাংলা ভাষার মানুষ।অনেক অনেক ভালোবাসা♥️♥️
@lekhapora78424 жыл бұрын
সুশান্ত দার কাছ থেকে সবসময় অনেক কিছু শিখে এসেছি।
@subhankarsarkar3694 жыл бұрын
একটি অসাধারণ ও অসামান্য সাক্ষাৎকার। আরো বড় চমৎকার আমরা ভবিষ্যতে পাবো। সুশান্ত স্যার এর বিসিএস অফিসার হওয়ার journey ta amake ভীষণ নাড়া দিল। কলকাতা সম্পর্কে স্যার এর বক্তব্য ভীষন ভালো লাগলো। পুরো আলোচনাটা একটা মাইলস্টোন।একবারের জন্যও মনে হলো না জেনো একজন বাংলাদেশে র বাসিন্দার সাক্ষাৎকার শুনছি। এজেনো নিজের কেউ একজন আপনজনের কথা বিভোর হয়ে শুনছি। সত্যিই দারুনভাবে মনভরানো সাক্ষাৎকার। Just Awesome and Splendid. ভালো থাকবেন সবাই। নমস্কার রইলো দুজনের প্রতি।
@muzahidulislam20454 жыл бұрын
Love you Sushanta Dada. From Faridpur, Bangladesh.
@shubhayanbarai31824 жыл бұрын
My grandfather lived in faridpur before the independence.
@mst.habibaakter12024 жыл бұрын
Thanks Dada from Bangalore.... onk diner icche chilo ei duijon k eksathe dekhar
@TousifAhammed134 жыл бұрын
দুজন ভালোবাসার মানুষ একসাথে..... সঙ্গে অসাধারণ কিছু শেখার মত জিনিস।
@urekaureka79454 жыл бұрын
Two legend are together....thank you saptarshi sir and susanta sir.
@bandanadas4604 жыл бұрын
Amr jiboner sob cheye sera muhortor modhye ai muhorto ta sera hoye thakbe. sarajobon.. Thank you bole ato valobasar r ai gurutto komabo na. Tbe ha... Amr proti muhorter idol apnarai. Thanks to universe... amk ato valo jibon ta deoyar jonno. ato valo manushder kotha sonar jibon deoyar jonno. lots of love❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tantechy41673 жыл бұрын
সপ্তর্ষি দা & সুশান্ত দা দুইজন এর জন্য অগাধ ভালোবাসা❤️
@jiniachoudhuri17574 жыл бұрын
খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই motivation speech তো অনেক শোনা হয় তবে এই conversation টি খুব বেশি মনকে স্পর্শ করলো, সুশান্ত দা একটি কথা খুব ভালো বলেছেন অনেক বই পড়ার থেকে একজন জ্ঞানী মানুষের সাথে কথা বলা খুব কার্যকর আজ তাই আপনাদের দুজনের কথা শোনা খুবই কার্যকর হলো। ধন্যবাদ, ভাল থাকবেন সুস্থ থাকবেন।
@rudranilpoddar15164 жыл бұрын
আমি WBCS ASPIRANT নই।কিন্তু আমি আপনার এবং সপ্তর্ষি স্যার এর ভিডিও গুলো দেখি।অনেক শেখবার আছে আপনাদের কাছ থেকে। সোশাল মিডিয়া কে অনেক ধন্যবাদ এর মাধ্যমে আপনাদের সান্নিধ্যে আসতে পেরে।ধন্যবাদ এরকম একটা কেরিয়ার আড্ডার জন্য।অবশ্য এখান থেকে life lesson বেশি শেখার।
@koushikrakshit16934 жыл бұрын
অসাধারণ দাদারা.......আশীর্বাদ করুন যাতে আপনাদের মতো ভালো মানুষ হতে পারি।
@sajibmajumder10424 жыл бұрын
দুজনকেই ধন্যবাদ 🙏 মানুষ পৃথিবীতে মানুষ রূপে যখন জন্মেছো তখন পৃথিবীতে তোমার ছাপ রেখে যাওয়াই তোমার প্রধান কর্তব্য।তুমি পরবর্তি প্রজন্মের কাছে আদর্শ ব্যক্তি হওয়ার মতো কাজ করে যাও ৷ নাহলে তুমি পৃথিবীর অন্য জীবেদের মতোই মহাকালের রথের তলায় মিলিন হয়ে যাবে ৷ তোমার মানুষ জন্মই বৃথা হয়ে যাবে ৷ #শ্যামের ডাইরি
@RNHEducationwbcs4 жыл бұрын
কাল যা হল, অবিশ্বাস্য রকম ভাল লাগল। একটানা দেখতে দেখতে চোখ ব্যথা হয়ে যাচ্ছিল কিন্তু রাখতে পারছিলাম না। আর অবাক কান্ড, মনে হল যেন সপ্তর্ষি স্যার নিজেই মন্ত্রমুগ্ধের মত সুশান্ত স্যারের কথা শুনছেন। তুলনা করব না, দুজনেই নিজের জায়গায় শ্রেষ্ঠ, তাই দু জনকেই প্রনাম। তবে অস্বীকার করার কোনও জায়গা নেই, আমার সুশান্ত স্যারকে অনেক গভীর বলে মনে হয়েছে, তার জীবনবোধ সীমা ছাড়িয়েছে। তার জীবনকে দেখার ভঙ্গি দেখে অনুপ্রাণিত হয়েছি। আর কথা বলার এত স্বতঃস্ফূর্ততা, মুগ্ধ না হয়ে উপায় নেই। দুই স্যারকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রনাম। খুব ভাল থাকবেন আপনারা। এভাবেই সবার পাশে থাকুন। 🙏🙏🙏
@debjanichakraborty18524 жыл бұрын
ভাবনার এক নতুন দিগন্ত খুলে দিলেন দাদা। এইভাবে তো ভাবিই নি কোনদিন। শতকোটি প্রণাম🙏
@nripendas74394 жыл бұрын
Excellent excellent!! অতুলনীয় আড্ডা, ধন্য হয়ে গেলাম। অনেক কিছু অজানা তথ্য জানতে পারলাম। অনেক বেশি মোটিভেশন হয়ে গেছি। এমন প্লাটফর্ম শেয়ার করার জন্য ধন্যবাদ❤ 🤝🙏। আশীর্বাদ করেন আপনারা, জেনো ভবিষ্যতে ভালো সফল মানুষে পরিণত হতে পারি ।🙏🙏🙏
@paramountcampuspc12924 жыл бұрын
অনেক সমৃদ্ধ হলাম। দুজনই বইপ্রেমী।সফলতার পথটি বই এর মধ্যে দিয়ে যায়।
@masudahmed42424 жыл бұрын
ইউটিউবে দুজন কে-ই জেনেছি। সপ্তর্ষি দাদা যেই সময় জলপাইগুড়ি, কলকাতা এই শহরগুলি নাম নেন শুনতে নাড়ির টান পড়ে যায় মনে হয় যেন হাজার বছরের চেনা অনেক ইচ্ছে হয় এই যায়গা গুলুতে যেতে।।
@brainknock25804 жыл бұрын
আমি গত দুবছর ধরে সুশান্ত পাল স্যারের মোটিভেশনাল ভিডিও দেখে ভিশন ইন্সপায়ার হয়েছি। ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ভালোবাসা রইল স্যারের জন্য।♥️♥️
@amitkumardey18674 жыл бұрын
অসাধারণ এক সাক্ষাৎকারের সাক্ষী হয়ে থাকলো দুই বাংলা, আমি এত সুন্দর দুই বাংলার মহারথীর কথোপকথন এর আগে শুনিনি, আশা রাখি আমাদের জীবনে নতুন সূর্য উদিত হবে কাল
@ipsitasaha13524 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ স্যার। আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আরেকটি session চাই। ❤️🙏
@feedingmind64044 жыл бұрын
দুই নক্ষত্রের দীপ্তি দিয়ে অনেক অন্ধকার হৃদয়ে জ্ঞানের দীপশিখা প্রজ্জ্বলিত করেছেন,, ।।। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই ।।। 🙏🙏🙏
@bimaldeb34104 жыл бұрын
স্যার তখন হাজার ও ভিরে আমার কথা টা হয়তো হারিয়ে যেত তাই তখন বলিনি। আমি খুবই কৃতজ্ঞ এবং আপ্লুত আপনারা আমার কথাটা রেখেছেন। আমি আপনাদের কথা দিচ্ছি আমি মেয়ে বলে পিছিয়ে যাব না বরং যারা মেয়েদের কম ভাবে তাদের ভাবনাকে মিথ্যা করে আমার পরিবার তথা সমাজের পাশে দাড়াবো। শুধু আপনারা আপনাদের আশীর্বাদী হাত টুকু আমার মাথায় রাখবেন।
@sanchitamandal8344 жыл бұрын
Oh my god this is something beyond expectations ❤
@sailenadhikary47914 жыл бұрын
আপনাদের কথা খুব ভালো লাগলো. সত্যি মনোগ্রাহী
@goutambiswas86494 жыл бұрын
এই পরিবারের সদস্য হয়ে 4.32.25 মিনিট সম্পূর্ণ টা সমাপ্তি করতে পেরে নিজেকেও আনন্দিত লাগছে ❤️
@Bikram09012 жыл бұрын
Ey video ta ami তৃতীয় বার সম্পূর্ণ দেখছি+শুনছি
@AvijitDas-ug5pw4 жыл бұрын
অসাধারণ লাগলো ❤️❤️❤️ যদিও আমি মনে প্রাণে যে শিক্ষাটি পেলাম তা ভাষায় প্রকাশ করতে পারব না। Salute you both Sir 🙏 Thank you very much!
@subratabiswas144 жыл бұрын
Amra frnds ra speaker lagiye sunchi r enjoy korchi katha gulo dujon oshadharon manusher ❤️
@labanilaskar25463 жыл бұрын
Heart touching ❤️❤️
@shresthamaulick61434 жыл бұрын
Yes, Sir , my life is changing using your videos.....I am extremely thankful to you both...Sushanta Sir, ami apnar akta kotha sobsomoy mone rakhi, porte icha koruk na koruk table e bose thakte thakte porar motivation ta chole ase.....alada kore sobsmy motivation lagenaa.....awsome sir apni ebong apnara....😊😊😊😊, visonvabe solution ar motivation pai........vison pranobonto , erokom i thakun...vison valo thakun...☺☺☺☺
@ashishroy33114 жыл бұрын
Ekdom thik....ei kotha ta ami sob somoy mone rakhar chesta kori
@mousuminaskar85984 жыл бұрын
Apnader kothopokothon sune ami apluto hoye gelam sir...ami bhashay prokash korte parbo na j amar kotota valo lege6e....khub khub khub sundor...apnara valo thakben.
@shmpowerfulenglish79834 жыл бұрын
may i have your what's up number?
@SouravDas-ip3im4 жыл бұрын
"WBCS HELPLINE TOPPER TALKS" -- A BIG SALUTE, to give us this precious opportunity.
@prasantasarkar58244 жыл бұрын
যখন দু জন প্রিয় মানুষ এক সাথে থাকে তখন আনন্দের অনুভূতি টা আলাদা
@partharoy38913 жыл бұрын
দুজনেই pure গোল্ড 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@trishnamondal99974 жыл бұрын
Thank you both of you sir🙏🙏 Satti amak aro mentally strong korte help korlen apnara
@ujjwalpatra93893 жыл бұрын
Dui priyo Sir k pronam janai
@kuturani85444 жыл бұрын
সুশান্ত দা, তুমি একজন অনেক বড় মাপের মানুষ, আমার হয়তো তোমাকে স্যার ও আপনি বলা ই উচিত ছিল, কিন্তু অন্তরাত্মা কোথাও যেন বাধা দিলো, পারলাম না, তোমাকে তুমি বলাটা যদি আমার ধৃষ্টতা হয় তাহলে এই বোনটাকে ক্ষমা করে দিও প্লীজ... যাই হোক, তোমার প্রত্যেকটি কথা আমার ভীষন ভালো লাগলো,যুক্তি আছে। আমি তোমার কবিতার ও প্রেমিক। তোমার লেখা কবিতা যেগুলো তুমি পোস্ট করো, আমি ওগুলো আবৃত্তি করি। তুমি তো কবিতাগুলো বইয়ের আকারে আমাদের হাতে তুলে দিতে পারো তাহলে খুব ভালো হয়। তোমার আমার নাড়ীর টান এক তাই কথা যেন আর শেষ হয় না... আজ আবার তোমাকে গায়ক হিসেবে জানলাম... সপ্তর্ষি স্যার ও আমার খুব প্রিয় একজন মানুষ,আজ তার জন্যই তোমাকে এভাবে পেলাম, ধন্যবাদ স্যারকে। আর দাদা, তোমার আমার প্রিয় খাবার কিন্তু এক...
@sanjum88134 жыл бұрын
অসাধারণ👌। জীবন চলার অনেক পাথেয় পেলাম।💐
@sankarmandal16464 жыл бұрын
I love my 2 lovely guru...💙💚💚💙💚💚... from India
@2336944 жыл бұрын
Ami WBCS aspirant to noi..engineer.Defence e achhi.Jiboner tough somoy ei Sushanto Paul er ekta speech onekta mon valo kore diyechhilo..r Saptarshi da,apni to Siliguri te posted.Dekha korar ichhe roilo.valo thakben-Arushark
@amarsamanta56193 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের. আপনাদের মূল্যবান কথাগুলো শেয়ার করার জন্য. অনেককিছু শিখতে পারলাম আপনাদের কাছে 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊😊😊
@papaidutta16764 жыл бұрын
আমি আপনাদের দুইজন অর্থাৎ সপ্তর্শি নাগ এবং সুশান্ত স্যার er biggest fan এই দুই ব্যক্তিত্বের কথায় আমাকে জীবনে পথ চলতে সাহায্য করে তারা নিরন্তন এবং নিরলস প্রচেষ্টার দ্বারা কয়েক লক্ষ ছাত্র-ছাত্রীকে পথদেখাচ্ছেন এবং তাদেরকে মোটিভেটেড রাখার চেষ্টা.করছেন. 🙏🙏🙏
@bulbulalom81364 жыл бұрын
Really amazing
@sheikhmostofahamidi14803 жыл бұрын
অসাধারণ আলোচনা।
@taukirahmed61924 жыл бұрын
Love from Bangladesh...
@subhanathghosh47434 жыл бұрын
মন ভরে গেল । মুগ্ধ হলাম দাদা।❤❤❤
@shanumondal97504 жыл бұрын
Wonderful moment. I have taken a lot of experience from your historical conversation. It should be continued . It has bridged the two nations again.