কুড়ুর কুড়ুর তাক, অসাধারণ! দুঃখ হয় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। ছেলেবেলার নির্মল আনন্দ যে কি তারা উপলব্ধিই করতেই পারলো না।
@tapansen29483 жыл бұрын
আমি আপনার সাথে সম্পুর্ণ একমত৷
@tanushreeneogi2 ай бұрын
শৈশবে পাড়ার বেপাড়ার জলসায়, ওনার গলায় শচীন কর্তার গান কী যে ভালো লাগতো। কী অপূর্ব কন্ঠ। এখন আমি 79।আর আমি বলছি 196-0-70 সালের কথা
@khetrahalder24975 ай бұрын
নিজেকে মূহুর্তের মধ্যে শৈশব-কৈশোরে ফিরে পাই এই সব গান শুনে। সত্তরের দশকে আমাদের পাড়ার জলসায় আমাদের দাদারা সনৎ বাবুকে নিয়ে এসে অনুষ্ঠান করিয়েছিলেন।। শিল্পী কে আমার আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা জানাচ্ছি।।
@SrikumarsarkarSrikumarsarkar5 ай бұрын
Khub sundor program,choto balay fire elam,amar 74yrs hoyeche
@madhurimasinha3 жыл бұрын
Shorgiyo Shri Sanat Singha holen amar nijer dadu, uni 1st April noye, 31st March, 2013 sokal 10:10 nagad porolok gomon koren ... Ei info ta bhul chilo.. Tachhara khub shundor program shunlam..abar sob dadur kotha mone pore galo.. Sa re ga ma o RJ Saubhik ke onek onek dhonyobad ato shundor bhabe uposthapona korar jonno. 🙏🏼 Sobai bhalo thakben ❤️
@mirabala81063 жыл бұрын
Apni bhagwan
@dilipdasbiswas16234 ай бұрын
@@mirabala81060:59
@zahidhossain6524 Жыл бұрын
আমাদেরকে শৈশব এবং কৈশোর ছিল রঙিন। পূজোর সময় নতুন গানের রেকর্ড বেরোত।সনত সিংহ খুব মজার একজন শিল্পী ছিলেন।তাঁকে স্মরণ করি এখনও।
@abhayhazra21546 ай бұрын
এখন আমি 70.ইস্কুল জীবনে এইগুলো শুনতাম । আজ আবার শুনছি ।অনেক ভালো লাগছে। ধন্যবাদ ।
@debanjankundu9110 Жыл бұрын
Apurbo !! kotodin baad shunlam.Sei choto bela ke khunje pelam !!
@sudiptasaha42114 жыл бұрын
কিছু ক্ষন ছোট্ট বেলায় পৌঁছে গেলাম। ধন্যবাদ Saragama
@bhaskarpal24025 ай бұрын
ঠিক তাই ।
@sanjoychatterjee54603 жыл бұрын
অসাধারণ সব গান। 12 মিনিটের এক এক্কে এক গান টা আমার অন্যতম প্রিয় গান। পুজোর ঠিক আগে ঐ গান টা না হলে চলে না। খানিকটা মহালয়ার মতো।
@shibanisaha96963 жыл бұрын
rw
@akashdeepgiriajllvkkfkifgj35413 жыл бұрын
Abozjc, bi, gipk mlsaAuyb
@anubhamahalanobis93793 ай бұрын
@@shibanisaha9696আগে এই গান গুলো শুনতে ভালো লাগত। অনেক দিন পর এই গান শুনতে খুবই ভালো লাগলো।
@shatinazma44053 жыл бұрын
এইসব গান শুনবার সুযোগ করে দিয়ে আমার জীবন টা ধন্য করে দিলেন ।ধন্যবাদ
@dilipkumardas44973 жыл бұрын
এমন আনন্দ ম য় মিসটি মজার ছডার গান ছোটো বড সবার সাধারণ মানুষ অবহেলা র মানুষ জনদের নিয়ে যে গানগুলো ছিল পডে সে গুলো কুডিয়ে নিয়ে সনত সিংহ যে অনায়াসে সহজেই আমাদের শুনিয়ে গেছেন আমাদের মত বৃদ্ধ দের কাছে আজও অমর হয়ে রয়েছে।যত শুনি মনে হয় আরও শুনি।ইসকুল কলেজ অফিস কোর্ট বেলায় ফিরে ফিরে যাই
@SinghArti-cw7vz Жыл бұрын
অসাধারন ,মাঝেমাঝেই গানগুলো মনে পড়তো কিন্তু শোনার সুযোগ পেতাম না ।আজ মন ভরে গেলো ।শৈশব কৈশোরে ফিরে গেলাম ।😅
@SipraKar-ft1sy Жыл бұрын
গান গুলো শুনে আমার খুব ভালো লাগলো। অনেক দিন পর শুনতে পেলাম। ধন্যবাদ।
@harakumarsarkar572413 күн бұрын
Thanks you tube.hevi enjoy.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bidhankrishnachakraborty15594 жыл бұрын
এসব গান যে কতবার শুনেছি তার কোন হিসাব রাখা হয়নি, তবে বহুবার। কিন্তু, কখনোই পুরনো মনে হয়নি।
@debadeba17223 жыл бұрын
গান কখনো পুরনো হয় না
@akashdeepgiriajllvkkfkifgj3541 Жыл бұрын
Scnicgyfcnkfbkhidhvkodvkid
@ritamandol4468Ай бұрын
❤
@basantakumarsengupta37642 жыл бұрын
এই সব গান শুনে ৮০ বছর বয়সেও , ছোট বেলার মতোই সমান আনন্দ উপভোগ করছি । শিশু দরদি শিল্পী সনৎ সিংহ কে সশ্রদ্ধ প্রণাম জানাই ।
@shambhuchakraborty.88653 жыл бұрын
সনৎসিংহ,, প্রতিভাবান শিল্পী। তিনি নমস্য। তাঁর গাওয়া গান শুনতে 72 বছর বয়সেও,, আনন্দ লাগছে। তাই আজ রথের মেলার গানটা শুনতে শুনতে,, পুরোনো দিনের স্মৃতি গুলো মনে পড়ছে।
@kamumunshi3835 Жыл бұрын
😊
@farzukmir813910 ай бұрын
😅😊😅😅😊😅😅😅😊😮😂😂😂😂😂❤❤❤❤❤😅😅😊😊😊😊😊😊😊😅😅😅😮😮😮😮😮😮
@GourgopalAdhikary-c2gАй бұрын
Khuub sundar upolobdhhi 🎉❤amar takhon ,15/ 17 bayas ,radio te shunte khuub valo lagto go bondhura ,akhon 79 +
@udaynarayanmandal23222 жыл бұрын
স্বর্ণালী অতীতের সোনালী জলসা গুলি মনে পড়ে যাচ্ছে। শ্রদ্ধেয় শিল্পী কে আমার প্রণাম 🙏🙏
@prasantachakraborty5524 Жыл бұрын
জীবনের প্রাতঃ কালে এই সব অমর শিল্পীর গান মনের মনিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে যত দিন বেঁচে থাকবো।আমার বয়স এখন ৭০ বছর । তবে নূতন প্রজন্ম এর মর্ম মনে হয় সবাই মঊল্য দেবে না।
@swapandasgupta70302 жыл бұрын
এসব গানের কথা ভুলেই গেছি। খুবই ভালো লাগলো।
@souvikghosh60503 ай бұрын
এই গান গুলি শুনলে চোখ বার বার ভিজে যায়। মনে হয় আমি আমার শৈশবে ফিরে গেছি। এখন আমি 58. অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
@amarsankarpal2714Ай бұрын
একদম ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। খী সুন্র ছিল সেইসব দিন।
@kishalayachatterjee63724 жыл бұрын
একবার এক ঘরোয়া অনুষ্ঠানে আমি ওনাকে অহল্যা কন্যা গানটি গাইবার জন্য অনুরোধ করি কিন্তু অনেক গান গাইবার পরেও আমার অনুরোধের গানটি গাইছেন না দেখে একটু আশাহত হচ্ছিলাম তবে আশা ছাড়িনি । আর একটা গান শেষ হলো । এবার উনি বলে উঠলেন আমি শেষ গানটা গাইবার আগে ওই ভদ্রলোককে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমার অন্যতম প্রিয় গানটি গাইবার জন্য । আমার মনটা ভরে উঠলো আনন্দে আর ওনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল।
@swapandehazra52823 жыл бұрын
8
@dipalidas563 жыл бұрын
আমাদের শৈশবে পুরুষ কণ্ঠের ছড়ার গানের শিল্পী ছিলেন সনৎ সিংহ ও অমল মুখোপাধ্যায় এবং নারী কণ্ঠের ছড়ার গানের শিল্পী ছিলেন আল্পনা বন্দ্যোপাধ্যায় ও জপমালা ঘোষ । যদিও এঁরা সকলেই বয়স্ক শিল্পী ছিলেন, তথাপি ছড়ার গানের পাশাপাশি বিভিন্ন ধরণের বাংলা গান গাইতেন, যেমন উদাহরণ স্বরূপ "শ্যামা শ্যাম শিব রামনাম", "মণ বলছে আজ সন্ধ্যায়" ইত্যাদি । আমরা যখন কলেজে পড়ি তখন অন্তরা চৌধুরী শিশুশিল্পী হিসেবে ছড়ার গানে এল এবং ঐ ছোট্ট বয়সেই বাংলা ছড়ার গানের পাশাপাশি তার মা স্বনামধন্য সঙ্গীতশিল্পী সবিতা চৌধুরীর সঙ্গে সম্ভবত হিন্দি ছায়াছবি 'মিনু'-তে "ও কালী রে কালী রে" শীর্ষক একটি ডুয়েট গানও গেয়েছিল । পরবর্তীতে অন্তরা চৌধুরী অনেক বাংলা আধুনিক গানও রেকর্ড করেছে । যাইহোক অনেক পুরনো কথা বলে ফেললাম । বন্ধুরা মার্জনা করবেন । কারণ স্মৃতি সততই সুখের ! যদিও ৺শ্যামল মিত্র বলে গেছেন যে, "স্মৃতি তুমি বেদনার !" বন্ধুরা সবাই ভালো থাকবেন ।
@salildas73162 жыл бұрын
দিদি আপনাকে যে কি ভাবে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছিনা, ছড়ার গানের শিল্পীদের নাম গুলি খুঁজে ছলেছি দীর্ঘদিন থেকে, সবার নাম গুলি এই মুহূর্তে আপনার কাছে পেয়ে আমার মনে যে কি আনন্দে মাতোয়ারা হল তা বলে প্রকাশ করা যাবে না।
@nomadsland71952 жыл бұрын
Utpala Sen o chhilen ki? oboshyo, pakhider oi pathshala te gaan ti i shunechi shudhu ei genre e onar golay
@bharatikundu74162 жыл бұрын
Bhab
@floraalberta9282 жыл бұрын
মিষ্টি-আদুরে গলার গানগুলো আমার মনে সেই শৈশবের স্মৃতিগুলো জীবন্ত করে তুলল…প্রণাম জানাই 🙏🏻
@sisirhaldar47732 жыл бұрын
Comment discaded
@ANIMESHGHOSH-d1y5 ай бұрын
অসাধারণ গান, মন ভরে যায়, অখন প্রশ্ন জাগে এই রকম গান কী আর লেখা হয় না? না কি আরো উন্নতি মান এর গান ?
@chanchalmondal199911 ай бұрын
গানটা শুনে অজান্তে কখন স্কুল জীবনে ফিরে গেছি,সনৎ সিংহ আমাদের মনের কথা গেয়েছিলেন। ধন্যবাদ।
@GopeshPaul-d8k11 ай бұрын
আমি পৌঁছেগেলাম আমার ছোটো বেলায়।সাতের দশকের প্রথম দিকে।হারানোর বেদনায় হাঁসির গান শুনে ও চোখে জল এলো।
@prasantabarh5654 Жыл бұрын
স্বর্ণযুগ এর সনৎ বাবু ও অমল মুখোপাধ্যায়ের গান আজও আমার মনে স্মৃতি মধুর হয়ে আছে।
@sekharsamaddar73285 жыл бұрын
সনৎ সিংহের গান শুনলে এই বয়সেও (59) ছোটবেলায় ফিরে যাওয়া যায়।
@GoutamRamvlog5 ай бұрын
এখন আমি 59 আমার অবস্থা আপনার মতো। ছোটবেলার স্মৃতিগুলো আঁকড়ে ধরেই পড়ে আছি।
65 bochor agey Sonot Singhar Ekta gaan sunechilam jar Ekta line mone ache seta shunlam na tar ekta line holo-- ESECHE CIRCUS-- OI GHORA SOB DIM PARE BHAI,HAD A KOCHI GHAAS
@prasantachakrabarty8531 Жыл бұрын
স্বর্নযুগের স্বর্নশিল্পীদের স্বর্নসংগীত আজও মনে মোহময় হিন্দল তোলে। মাঝে 6-7 দশক অতিক্রম করেও যেন অমলিন-অক্ষয়।
@shyamalchattopadhyay55562 жыл бұрын
গানগুলো শুনে শৈশবে ফিরে গেলাম , কারন আমাদের প্রকৃতই শৈশব ছিল । কিন্তু এখনকার হতভাগ্য শিশুদের শৈশব বলে কিছুই আর অবশিষ্ট নেই ।
@shambhunathmaity69754 жыл бұрын
স্বর্ণযুগের এই সব গান এখন আর তেমন শুনতে পাই না কিন্তু তখন শুনি, হারিয়ে যাই সেই ছোট্ট বেলার অতীতে
@subhaschandrabandyopadhyay81504 жыл бұрын
সনৎ সিংহ মানেই মজার গান,মজার সুর,মজার তাল। সত্যি সত্যিই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। অসাধারণ গায়ক। স্মৃতিতে আজীবন থাকবে।
@adwaitatewary8413 ай бұрын
স্কুল জীবনের গানগুলো এখন শুনতে খুব ভালো লাগছে।শিল্পীকে আমার প্রনাম জানাই।❤❤
@swapnamaity83962 ай бұрын
CHILDHOOD THAKAYE KHOOOOB PRYO CHILO AE 🎵 KHOOOOB BHALO LAGLO ABAR SUNE ( AMI AMER GRAND DAUGHTER KE GAYE SONAYE WORDING KICHU BHULE GACHE TATO SA KHOOOOB ANANDA PAYE ..ABER PURO SIKHE NABO ..❤❤) THANKS FOR SHARING THIS 👍 SPELLBOUND VIDEO 👋 👍 🙏
@prabirhalder764 жыл бұрын
Such golden songs bring childhood to everyone. Thanks.
@shyamalimukherjee43954 жыл бұрын
ছোটবেলা র মতো এখনও সমান প্রিয় আছে এই গানগুলো।
@bibhasghosh52594 жыл бұрын
6otobela mone ase
@surjendrabandyopadhyay90406 жыл бұрын
Ki adbhut sundar ei gaan gulo tai bhabi. Chotobelar sei dingulo jeno jibonto hoye samne ese dariye jachhe. Bhison nostalgic hoye pori. R eisob sristi hochhena,etai dukkho.
@saktiprasadchakrabarti89832 жыл бұрын
ওনার গান শুনতে শুনতে ছেলে বেলায় ফিরে যাই।কি ভালো যে লাগি তা ভাষায় প্রকাশ করা যায় না।
@nilimadey97382 жыл бұрын
Daru laglo tomar uposthapona.anek dhonnobad eto bhalo gan sonabar jonno
@nimaikar15752 жыл бұрын
Children s songs of sanat singha are superb excellent incomparable and listenable now i am 77 still i get much pleasure from the most popular singer s songs
সনৎ সিংহের প্রত্যেকটি গান ৭২ বছর বয়সে শুনলে অন্য জগতে চলে যায়।
@monalisabasu29323 жыл бұрын
Äq1q
@manabmitra7576 жыл бұрын
গানগুলো শুনতে শুনতে বুড়ো হ'চ্ছি........গানগুলো কিন্তু একই রকম ছেলেমানুষ র'য়ে গিয়ে আজও কী যে আনন্দ দেয়......আজকের ছেলেমেয়েরা ওঁকে যেন আরও বেশী শুনতে পায়.......
@himanitiwari52524 жыл бұрын
Kllkkkoķk
@samirdas73793 ай бұрын
আমাদের বাল্যকালের আনন্দ দান কারি শ্রদ্ধেয় সনৎ সিংহ কে অন্তর থেকে শ্রদ্ধা জানাই।
@mitabhattacharya74794 жыл бұрын
স্মৃতির গলিপথ পেরিয়ে সেই ছোটবেলায় পৌঁছে গেলাম। সমৃদ্ধ ছোটবেলা আমাদের ... 💕
@nirmalkumarsarkar22263 жыл бұрын
এই শরতে এই সব কালজয়ী গান গুলো শুনতে শুনতে সেই সব সোনার দিনগুলিকে মনে পড়ে। 10/10/21.
স্বর্ণযুগের এই শিল্পীর যোগ্য সম্মান প্রদর্শন হয়নি। আমার মনে হয় , এই সব শিল্পী হারিয়ে যাচ্ছেন। এখনকার প্রজন্ম এঁদের মনে রাখবেন না। হায় বাঙালি!!!
@ranjitsaha7259 ай бұрын
শিল্পীর যোগ্য সম্মান কথাটার অর্থ কি ? আমার মনে হয় পয়সা দিয়ে যোগ্য সম্মান কেনা যায় না । যেটা আজকাল অহরহ ঘটছে । গল্পটা হোলো ছেলে মাধ্যমিক পাস করেছে । ছেলে , ছেলের বাবা , মা সবাই ভীষণ খুশি । সবাইকে ডেকে বলছে ছেলে মাধ্যমিক পাস করেছে । ওর মধ্যে একজন চাণক্য জিজ্ঞেস করেছে ছেলে কোন ডিভিশনে পাস করলো ? বাবা উত্তর দিলেন ও সবাই পাস করছে । আজকালকার দিনে এটার নাম যোগ্য সম্মান ।
@abhijitneogi84125 жыл бұрын
আমার মা'র প্রিয় গায়ক, সনৎ সিংহ। ওনার গাওয়া একটি গান, "কৈলাশ হতে বাপের বাড়ি এসেছে পার্বতী" মা গেয়েছিলেন, বাবা যখন মেজ কাকাকে নিয়ে মা'কে দেখতে গিয়েছিলেন, বিয়ের সম্বন্ধ পাকা করার জন্য। এরপর ছোটবেলায় আমরা তিন ভাইবোন, মা'র মুখে এই গান শুনতে শুনতে বড় হয়েছি আর এখনো শুনি মাঝেমধ্যে। খুব ভালো লাগে ওনার গান, বিশেষ করে সরস্বতী বিদ্যেবতী, এক এক্কে এক..অসাধারণ, দুগ্গা পূজোর ছুটি ছুটি ভাব।।
Ki opuuuuuuuuuurbo.....ar apnar eyi golpo tao khub bhalo laglo
@rkshastra2 жыл бұрын
আমার দাদা একজন কিংবদন্তি, আমরা তার গান শুনে বড় হয়েছি, তিনি আমাদের সকলের হৃদয়ে বেঁচে আছেন, আমার দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই
@udaynarayanmandal23222 жыл бұрын
আপনার দাদা কে ?
@rkshastra2 жыл бұрын
@@udaynarayanmandal2322 Sanat Sinha
@udaynarayanmandal23222 жыл бұрын
@@rkshastra ও তাই নাকি। বা: খুব ভালো। ওনার বহু অনুষ্ঠান আমি দেখেছি। একটা সময় ছিল যখন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দের সঙ্গে একই মঞ্চে ওনারা উপস্থিতি অপরিহার্য ছিল। সে এক সোনালী অতীত ছিল । তো আপনারা এত চুপ থাকেন কেন? ওনার সম্বন্ধে কিছু জানাতে তো পারেন তাহলে আজকের প্রজন্ম অনেক কিছু জানতে পারেন। আমরাও সমৃদ্ধ হই । ভালো থাকবেন 👍
@rkshastra2 жыл бұрын
@@udaynarayanmandal2322 প্রথমত, সময় বের করার জন্য এবং সেই সব সোনালী বছর আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এটা আমাকে অপরিমেয় আনন্দ দেয় যে আমার দাদা আমাদের হৃদয়ে বেঁচে আছেন। দাদার কথা মনে হলেই তার গান শুনি। যখনই আমি মাস্টারের কন্ঠ শুনি আমার হৃদয় আনন্দে ভরে যায়। সোনালি বছর সম্পর্কে আপনি একেবারে সঠিক বলেছেন যখন আমার দাদা মান্না দে এবং হেমন্ত কুমারের মতো অন্যান্য কিংবদন্তিদের সাথে মঞ্চ ভাগ করতেন।
@udaynarayanmandal23222 жыл бұрын
@@rkshastra ঠিকই, আজকের দিনে সময় বের করতে পারা খুবই সমস্যা। আর আমাদের ধন্যবাদ দেবেন না ধন্যবাদ তো দেব আমরা কেননা জীবনের অনেকটা সময় ওনারাই আমাদের সাংস্কৃতিক জগতকে পরিচর্যা করেছেন, ভালো ভালো সঙ্গীতের সাথে পরিচয় করিয়েছেন, লালিত পালিত করেছেন। ওঁনাদের দান আমাদের জীবনে অপরিসীম। কেননা সঙ্গীত হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। বলতে গেলে ওনাদের দ্বারাই আমরা ঈশ্বর লাভ করি। অন্তত আমি তো বটেই। যাইহোক আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আর একটা কথা সনৎ সিংহ ও কিন্তু একজন কিংবদন্তি। তখনকার সব শিল্পীদের মতই।
@chanchalmondal199911 ай бұрын
মনে পড়ে অনেক কাল আগের কথা,আজ এই গান শুনে সেই সময়ের কথা রোমন্থন করছি।
@bipasasengupta35964 жыл бұрын
Every songs are very related to all of our childhood. Sanat Singha is a pioneer in children's songs. So those who gave dislike they are mad people. Thank you saregama for these albums.
@KalipadaBiswas-tl2vp3 ай бұрын
কিশোর বয়সের গান শুনতে পেলাম খুবই আনন্দ পেলাম ।
@abhrabhaduri53113 жыл бұрын
Asadharon ekjon guni silpi Sanat Singh eto darun darun chhotoder gan amder chhoto belated niye Jay tini amader valolaga valobasay joriye achhen
@dhantuprasadsinha6544 жыл бұрын
আহা কি সুন্দর গান। বারবার শুনতে ইচ্ছে করে।
@chandandasgupta80263 жыл бұрын
Sanat Singha Was One Of The Great Children Singer. Great Singer. Old Is Gold. All His Song Was Super Hit . Every Year Puja New Song Was Popular Every People .
@KartickMaity-ju7lj5 ай бұрын
আপনাদের প্রসারিত অন্যান্য গান গুলি মতো জোরালো ধ্বনি নেই,মন খারাপ হয়ে যায়।
@pradipsen44964 жыл бұрын
সনৎ সিংহ, জপমালা ঘোষ এবং অমল মুখোপাধ্যায় -- ছোটদের গানের জগতে তিন নক্ষত্র। এঁদের ট্র্যাডিশন হারিয়ে গেছে আজ।
@pranabchandra6673 жыл бұрын
Ar kono din ei rakam ganer swarno jug asbe na, karan ei juge ar eksnge gayak, gitikar o surokar ek sange janmabe na.
@milondahuk54013 жыл бұрын
আমি একজন বাংলাদেশী এবং আমার বয়স ৭৬ বৎসর। কিন্তু লজ্জার কথা হলেও আমাকে স্বীকার করতেই হবে যে ছোটদের গাইয়ে হিসাবে জপমালা ঘোষের নাম প্রায় অপরিচিত। তবে আল্পনা বন্দোপধ্যায়ের নাম খুবই পরিচিতি ছিল সবসময়ই।
@sunitadas82782 жыл бұрын
@@pranabchandra667 awww
@ramaladas72285 жыл бұрын
Santa singer gan anek din pare sunlam r khub khub valo laglo
@tapashchakraborty98692 жыл бұрын
অহল্যা কন্যার গান টির মধ্যে এটটি অন্য মাত্রা পেলাম।
@debashismitra82223 ай бұрын
এসব গান শুনলেই শৈশব কৈশোরের কথা মনে আসে।
@samratsengupta96 Жыл бұрын
ছোট বেলা এ গান সুনেছি এখনো খুব ভালো লাগে সনৎ সিংহ কে প্রণাম 🙏 ধন্যবাদ সারেগামা 🙏
@akk67583 жыл бұрын
I am 70. Listen ing him, I go back to my childhood.
@SachchidanandaMukherjee-g5l2 күн бұрын
আমি ৭৪ বৎসর, তাই আমি উনাকে ভীষন respect করি।
@nimaidebroy93455 жыл бұрын
ছোটবেলায় গানগুলো শুনতাম। এখনও ভালো লাগে।
@bimalhait94895 жыл бұрын
দরুন কথা বলেছেন
@minarao66102 жыл бұрын
ছেলেবলায় চলে গিয়েছিলাম অপূর্ব সব গান
@dibakarmondal95603 жыл бұрын
Darun gan gulo 👍🙏🙏.
@pranatimajumder845411 ай бұрын
দারুণ ।❤❤❤ ছোটবেলা।
@ramaprasadchakraborty7645 жыл бұрын
বুড়ো হতে চলেছি , কিন্তু গানগুলো আবার ছোটবেলায় টেনে নিয়ে যায় যে !! এমন শিল্পী আর এসেছেন কি ....... মনে তো পড়ে না ....... !!
@bulbulchakraborty7474 жыл бұрын
জব্বর। মনটা ভরে গেলো।
@swapankumarghosh59362 жыл бұрын
আমার সৌভাগ্য যে শ্রদ্ধেয় সনৎ সিংহের সঙ্গে আমার পরিচয় ছিল। আমি তখন স্কুলে পড়তাম। ওনার বাড়িতে ও গিয়েছিলাম। 1964-65 সাল । আমাদের স্কুলে যাওয়ার পথে ওনার বাড়ি পড়ত। হাওড়া জেলার বালীর দাওনাগাজী রোডে ওনার বাড়ি।
@rimadam21213 жыл бұрын
এসব গান শুনলে অনাবিল আনন্দে মনটা হারিয়ে যায় ....
@tamaldeb15654 жыл бұрын
Awsadharon. Monta khusite bhore jai.
@ashalatatapnan14683 жыл бұрын
Sanat Sinha...a.great singer.....sweet memories of.our.childhood. .unforgettable.
@monalovely2 жыл бұрын
My favourite all songs thanks
@bablukumarmandal7206 Жыл бұрын
Excellent and amazing very good and very nice song 🎵 namaste 🙏 congratulations to all of them are you doing now thanks to all of your program 📞 namaste 🙏
@krishnadasdasgupta25604 жыл бұрын
Such inspiring n laughing fine songs bring the dancing mood to the chidren still. Thanks
@parnalidebiswasmilidebiswa90792 жыл бұрын
অপূর্ব
@srikantabatipsssikshaniket45445 жыл бұрын
I am deeply moved of listening such type of music Saraswaty vidyabati asadharan.
@panchananhalder98254 жыл бұрын
Santa Singh really a good singer.particulariy he is very sweet for the children.
@debabratakundu82035 жыл бұрын
Sanat Sigha has a distinct position in bengali song,we can not forget him,if we follow his songs carefully it is realised that he has utilized background musical instruments carefully,pronunciation of each words carefully,when we hear his songs we become child,hats off to him
@jayantasengupta1129 Жыл бұрын
No words of praise is enough for the legendary singer of our golden era , late Santa Singha . He was not given the due respect and honour which he very much deserved. These singers were born by a chance. We cannot get a single singer of such a class now. Today , at the age of 76 years, I must admit that we were fortunate enough to hear such singers at our childhood , and feel for our younger generations who were deprived to hear such talents.
@butulsen3 жыл бұрын
Reminds me of ANURODHER ASAR of All India Redio 60S_70S .EXCELLENT
এই প্রজন্মের ছেলে মেয়েরা এই সব গান আর শুনতে পায় না ।এই গান গুলো শুনলে সেই ছোট্ট বেলায় ফিরে যেতে ইচ্ছে করে।
@ashokekumardas48152 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@somenmaitra40982 жыл бұрын
এতো গান নয় এতো আনন্দের ফুলঝুরি। এ প্রজন্ম তো এনাদের চিনলো না তাই বাংলার স্্স্কৃতির অধ:পতন। বড় দু:খের। আমরা সবাই কাঞ্চন ছেড়ে কাঁচের দিকে দৌড়াচ্ছি। সব শুনব। কিন্তু নিজেরটা
@somenmaitra40982 жыл бұрын
ছেড়ে নয়। মা ও মাসী নয়।
@mohantamondal17052 жыл бұрын
Thank you
@mukutroy24474 жыл бұрын
Darun gaanta monta vore galo
@SipraKar-ft1sy Жыл бұрын
অনেক ছোট বেলায় পৌঁছে গেলাম।
@BengaliSanatani5 жыл бұрын
আহ কি গান 👏💐💐
@pradipsen44965 жыл бұрын
সেই ছোট বেলায় আমাদের মজার গান মানেই ছিল সনৎ সিংহ আর জপমালা ঘোষ। দ্বিতীয় জনের গান বা নাম কোনটাই আর শুনি না আজকাল। কেন?
@subhasbanerjee43183 жыл бұрын
এইসকল গান যত শুনি তত মনে হয় নতুন করে শুনছি। বড় নষ্টালজিক হয়ে যাই। ছেলে বেলার দিনে ফিরে যাই। এসব শিল্পী আর হবেনা, এরকম গানও আর লেখা হবে না।
@sajalbanerjee34233 жыл бұрын
এসব গানগুলো টাইম মেশিন, পঞ্চাশ ষাট বছর আগের পৃথিবী ফিরিয়ে আনে। প্রণাম এই শিল্পীকে।