খেলাটা খুব সুন্দর কিন্তু উপস্থাপনা অসুন্দর। রাসেল ভাইয়ের মতো উপস্থাপনা করলে ভালো লাগে। এইভাবে কম সময়ে যে রং মেলাতে পারবে সে ১ম, তারপর ২য় তারপর ৩য় আর বাকিরা সান্তনা পুরষ্কার। এইভাবে প্রতিযোগিতা দিলে সেই খেলাগুলো সবচেয়ে বেস্ট হয়। সবার উপস্থাপনা এক রকম হবে বিষয়টি তা না কিন্তু সোহেল ভাই মুখ কালো রেখে কেমন কর্কশ করে যেনো কথা বলে তাই ওনাকে ভালো লাগে না।