*আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো দেখে যে ভিতরে সংস্কার কাজ চলছে। বিশেষ করে রোলার কোস্টার দেখে সব থেকে বেশি ভালো লাগলো* *আসলে ঠিকই বলেছেন ভাইয়া খুলনার যাদের শৈশবের কৈশোর কাল কেটেছে 90s আর early 20s এ,আমাদের কাছে খুলনা শহরের সব থেকে আনন্দের দুইটি জায়গার নাম বলতেই প্রথমে আসতো মুজগুন্নী আর এই খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড পার্ক।ভালো দিক হলো দুটি পার্কেরই সংস্কার কাজ হয়েছে* সেই কন্টেন্ট ভাই
@AlansView9 ай бұрын
আপনাকে অসংখ্য কমেন্ট করার জন্য, মনে প্রানে চাই খুলনাতে সবকিছুর পরিবর্তন আসুক,যেন খুলনাকে নতুন ভাবে উপস্থাপন করতে পারি সবার কাছে।
@THEKHULNAIYA9 ай бұрын
@@AlansView তার আগে দোয়া করি বেশি যেন একটা যোগ্য মেয়র আসে খুলনায় যে দৌড়ঝাপ করতে পারবে অনেক,বড় বড় আকর্ষণীয় রুচিশীল প্রকল্প আনতে পারবে যা দেশ-বিদেশের মানুষের নজর করবে খুলনার আসল সৌন্দর্য,সমৃদ্ধশালী ধনী ভাইব টাকে টেনে তুলে আনতে পারবে আর আশা করি যে বর্তমান মেয়র তাকে যেন আল্লাহ রাব্বীম ভালো,বড় আর উন্নত কাজ করার তৌফিক দেন।ভাই নিজের পাশাপাশি খুলনার জন্যও দোয়া করি
@roychannel65729 ай бұрын
সব ভিডিওতে আপনি প্রাইস সহ ডিটেইলস বলেন এই বিষয়টা খুব হেল্পফুল ❤❤❤❤❤❤
@AlansView9 ай бұрын
ধন্যবাদ ভাই 💐💐💐💐❤️❤️❤️❤️
@THEKHULNAIYA9 ай бұрын
0:16 অবশেষে তাহলে ভাই এই রোডের কাজ ধরলো!সম্পূর্ণ প্রশস্ত করণ এর কাজ নেওয়া উচিত ছিল দুই পাশে জায়গা না রেখে।এই রোডটা দেখে আফসোস লাগতো কেননা এটাই ছিল খুলনার একমাত্র রোড যেখানে টাইলস ওয়ালা ফুটপাত ছিল কিন্তু সড়কের কাজ বন্ধ ছিল প্রায় ২-৩ বছর! আলহামদুলিল্লাহ
@AlansView9 ай бұрын
আপনিতো দেখছি খুলনার সব খানের খবর রাখেন ভাই,আপনিতো ভাই সেই একজন মানুষ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐
@THEKHULNAIYA9 ай бұрын
@@AlansView *খালিশপুর এলাকাটা কে ভাই সাজাতে পারলে সেই একটা এলাকা হবে।শুধু খালিশপুর জোনের সড়কবাতির মেরামতের দায়িত্বে থাকা লোক গুলোকে শুধু শাস্তি দিতে মন চায় জনগণ নিয়ে!!
@ffsb2926 ай бұрын
আমি খালিশপুরের নিবাসী
@AlansView6 ай бұрын
আমিও খুলনার ভাই।
@yasinkhan51928 ай бұрын
ছোট মামার সাথে কত গেছি,নানু বাড়ী এলেই যেতাম,তবে এখন তার সামনে দিয়ে প্রতিদিন ১০ বার যাই,
@AlansView8 ай бұрын
এক সময় শিশুদের খুব পছন্দের একটা পার্ক ছিলো এই ওয়ান্ডারল্যান্ড পার্ক।