ভিডিও যে মানের হওয়া উচিত তার অনেকগুলো কারনে ভালো হতে পারেনি। ১) আলোর অভাবে কোন মুখ দেখা যায়নি সঠিকভাবে ২) একে তো লাইট নেই তারমধ্যে মুখ ঢেকে সবাই আছে তার কারণ কি? শিত বলে কি মুখ ঢাকতে হবে? ৩) একটা দলে পুরো গায়ক-বাদক চ্ছিলেন না, ভিডিও রেকর্ডিং টা কি করার প্রয়োজন ছিল। ৪) বসে বসে কি সঠিকভাবে নাম করা সম্ভব যাহা সুমধুর পর্যায যেতে প্রতিবন্ধীকতা সৃষ্টি করে আমার মনে হয়। বঙ্কু বিহারী সম্প্রদায় ভারতবর্ষের একটি উল্লেখযোগ্য নাম। সকল গায়ক-বাদক উচ্চ মানের কিন্তু তার প্রতি ফলন ঘটল না। আশা করি আমি দিনে ভিডিও করার সময় সমস্ত প্রস্তুতি নিয়েই তবে আমাদের কাছে পাঠালে খুশি হব। ধন্যবাদ।