আহা পুস্পেন সরকার শুনলেই মন আবেগতাড়িত হয়। দুটো টিম এ সব মহরথীরা একসাথে। এমন দিন শুধু কল্পনা করেই মন নস্টালজিক হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ এই পরিবেশনার জন্য।❤
@ashiskumarghosh464920 күн бұрын
একদম মনের কথা। সত্য কথা। 🙏 ⚽
@dilipchatterjee83623 ай бұрын
আমার বয়স ৮১ বছর, আমি মোহনবাগানী।ওই দিন আকাশবাণী ও রনজী ব্লকের কোনায় নীচের গ্যালারীতে ইষ্ট বেঙ্গল ব্লকে ছিলাম। কল্পনা করুন আমার অবস্থা!এতদিন পর পুষ্পেন বাবুর ধারাবিবরণী শুনে মনটা কেমন করে উঠল,চোখ জলে ভরে উঠল।
@RohitRoyz17 күн бұрын
হুমমম, আপনার horns is a dilemma অবস্থাটা বুঝতে পারছি 😂
@BohemianGOAT15 күн бұрын
জয় মোহনবাগান! ভালো থাকবেন! 🙏🙏🙏🙏
@chirabratadas98024 жыл бұрын
কত সুন্দর ও সাবলীল ধারাভাষ্য। একই সঙ্গে কত প্রাঞ্জলভাবে সেদিনের মাঠের অবস্থা বর্ণনা করলেন ধারাভাষ্যকার সত্যিই অপূর্ব। বেতার ধারাভাষ্য হলেও সেদিনের মাঠের যে কী অবস্থা ছিল সেটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম এতটাই সাবলীল এবং প্রাঞ্জল বক্তব্য। সত্যিই এটাই ছিল কলকাতা ফুটবলের স্বর্ণযুগ।
@shibajichakraborty92812 жыл бұрын
Puspen sarkar অনবদ্য তুলনাহীন,,
@RajaMukherjee-kk1ey Жыл бұрын
Indian footballer swarno jug ta aro age chilo History tai bole
@Kousikparui-x6o4 ай бұрын
7
@ashiskumarghosh464920 күн бұрын
একদম মনের কথা। সত্য কথা। 🙏 ⚽
@BinaGhosh-fm1hj Жыл бұрын
অসাধারণ লাগলো।শুনেছিলাম ১৭ সেকেন্ডর গোল আজ শুনলাম।ছোট বেলায় কলকাতা লিগের বহু খেলা রেডিও তে শুনেছি। খুব্ব ভালো লাগলো।
@ashiskumarghosh464920 күн бұрын
একদম মনের কথা। সত্য কথা। 🙏 ⚽
@abhisekdas68794 жыл бұрын
বাবার মুখে অনেক বার এই ১৭ সেকেন্ডের গোলের গল্প শুনেছি কিন্তু এই ধারাবিবরণী শুনে মনে হলো সেই দিন আমি আমার বাবার পাশে বসে সেই ধারাবিবরণী শুনেছি । একজন গর্বিত মোহনবাগানী হয়ে আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা পাচ্ছি না ।
@mbanerjee43620 күн бұрын
আমি সেদিন মাঠে ছিলাম। পুরোনো ১১+৩ উচ্চ মাধ্যমিকের শেষ ব্যাচ। উচ্চ মাধ্যমিকে ভালো ফল করার সুবাদে মেজকাকা দিয়েছিলেন টিকিট। পরে কতবারই তো মাঠে গেছি। কিন্তু প্রথম মাঠে যাওয়া ও টিমকে জেতানোর আনন্দই ছিল আলাদা। সেই আনন্দ আজ এত বছর পরে ছুঁয়ে গেল আমায়। এখন সব স্মৃতি। কাকাও চলে গেছেন। আর সেই মোহনবাগান ইস্টবেঙ্গলও নেই। সব বিদেশী প্লেয়ার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
@supriyachatterjee948420 күн бұрын
Absolutely correct you are. The charm of our childhood relating our interests in sports is strikingly missing in present era's boys and girls.
@prodiptochatterjee345818 күн бұрын
Old 11+3 HS Last batch 1976 passout.
@IndraBasu-j8q18 күн бұрын
PURE NOSTALGIA
@debabratadas468315 күн бұрын
সেদিন রেডিওতে কান ছিল, কিন্তু সেই ঐতিহাসিক ক্ষণটা জীবদশায় এত বছর পর আবার কানে শুনে চোখে জল এসে গেল। অসাধারণ সংগ্রহ।
@prabirgayen5955 Жыл бұрын
Ki asadharon commentry
@manojdatta4852 Жыл бұрын
দারুণ লাগলো, মনে হছছে রেডিও তে কমেন্ট রী হচ্ছে।
@debubabu780921 күн бұрын
যিনি আপলোড করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ..!
@mostafizurrahman57264 жыл бұрын
মূহুর্তে বয়সটাকে চল্লিশ বছর কমিয়ে দিল এই ধারাভাষ্য । সেদিনের সেই উত্তেজনা স্পষ্ট অনুভব করছি আজ এতদিন পর। ধন্যবাদ তাঁদের যাঁরা এই ভাবনাটা ভেবেছেন।
@AsitavaSarkar-s4t18 күн бұрын
চোখ দিয়ে অঝোর ধারায় জল ঝরছে !!!!!!!!!!!!! মান্না দের সেই গানটি মনে পড়ছে " আমার চোখে বর্ষা বুকে ঝড় "
@SNEHASISCHAKRABORTY-t7q17 күн бұрын
একই নৌকার যাত্রী আমি...!!
@siddharthamukherjee148115 күн бұрын
40 ki bochen ota pray 50 bochor, 1976 er july, amar tokhon 6 bochor boyes
@bhaskarmajumder10547 ай бұрын
আজ থেকে 48 বছর আগের ধারাবিবরণী । সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল । নিজে শুনেছি ।
@apurbamukherjee21344 жыл бұрын
অসাধারন। এরকম ঘটনা ফিরিয়ে দেয় সেই আগের ফুটবল দেখার বা শোনার nostalgia. ধন্যবাদ।
@biswarupgangopadhyay3113 Жыл бұрын
এই খেলাটি হয়েছিল 1976 সালের 12 ই জুলাই। এই খেলিটির ধারাবিবরণী আমি শূনেছিলাম। পুরনো দিনের কথা মনে পড়ে গেলো।
@asrujitghosh163724 күн бұрын
না খেলাটা ১২ নয় ২৪ জুলাই হয়েছিলো।
@AsitavaSarkar-s4t18 күн бұрын
" পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায় ও সে চোখের দেখা প্রাণের ছোঁয়া সে কি ভোলা যায় !"
@debashismaitra249819 күн бұрын
বাঙালি র স্বর্নালী দিন গুলো এখন যেন রুপকথা র মতো লাগে ❤❤
@s.mindia2594 Жыл бұрын
Listening to this commentary became emotional. I remember the day 12 July 1976. I am an East Bengal supporter but I feel proud of that Goal as a Bengali. Only Bengal can show these types of moments. Joy Banglar football. 🙏
@monjurulislamsakib30432 жыл бұрын
বাংলা ধারাভাষ্য তে ভারতীয় দের তুলনা হয় না সেই দিন থেকে বর্তমানে isl এর ভরতীয় ধারাভাষ্য শুনছি কত সুন্দর ভাবে সব কিছু বুঝায় সত্যি খুবই ভালো লাগে সবার জন্য শুভ কামনা ❤️ From 🇧🇩
@anirbanghosh96474 жыл бұрын
সত্যি মনটা ভরে গেল। জয় মোহনবাগান 💚❤
@sandipbiswas7327 Жыл бұрын
Historical event in Indian Football.... Feeling nostalgic... Thanks for archiving this unforgettable past
@AP-kj3pz11 ай бұрын
Apurba apurba!!!! ❤❤
@plabanchakraborty83584 жыл бұрын
দারুণ ,আমার বয়েস ৭০ য়ের কাছে,ঐ দিন গুলোআবার ফিরে পেলাম, আরও অনেক এরকম ভাল কিছু দেখে, ভালো করে বাঁচার রসদ ওখুঁজে পেলাম। ধন্যবাদ আপনাদের
@ananyaghoshal67503 жыл бұрын
Ami akjon mohunbaganee prai oi bayoser- ai muhurtyo natun kore benche thaker agraho ane. Dhanyobad
@chittaranjansaha52754 жыл бұрын
অসাধারণ! শৈশব ফিরিয়ে দেবার জন্য xtra time কে ধন্যবাদ। এমন সব মণি-মুক্তর কন্ঠস্বর শুনেই আমরা বড় হয়েছি। প্রয়াত অজয় বসুর এরকম কোন nostalgic ধারাবিবরণী থাকলে আমাদের পরিবেশন করবেন please ?
@dularkatha48184 жыл бұрын
Bbbbকককক
@simitpatra358 Жыл бұрын
ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো, কলকাতার ক্লাবে বাঙালি খেলোয়াড়ের চিহ্ন আজ আর নেই।
@subrataroy4938 Жыл бұрын
আমার দেখা কলকাতার মাঠের সর্বকালের সেবা স্ট্রাইকার মোঃ আকবর। একজন প্রকৃত স্ট্রাইকারের মধ্যে যা যা গুন থাকা দরকার, আকবরের মধ্যে প্রত্যেকটি ছিল. যেমনি পাওয়ারফুল শুটিং তেমনি পাওয়ারফুল হেডিইং.
@amitanshudey231811 күн бұрын
এ ধরণের আবেগপ্রবণ ধারাভাষ্য আরও শুনতে চাই। অনেক অনেক ধন্যবাদ।
সেই ছোটো বেলায় শুনছিলাম। ঐ ম্যাচে মোহনবাগান জিতলেও ইস্টবেঙ্গল দারুণ ফুটবল খেলেছিল, সেইজন্য পরদিন খবরের কাগজে হেডলাইন ছিল "খেলল ইস্টবেঙ্গল আর জিতল মোহনবাগান।
@bikashdey4808 Жыл бұрын
Bikash Dey, 67 yrs. I live in Karimganj , Assam where from Debasis Roy and Arup Dàs went to Calcutta to play football .Memories of backvolly by Chima ,Head by Akbar and many more are still in my mind . Thanks for bringing back my college days.
@krishnendughosh5441 Жыл бұрын
অসাধারণ💚❤️💚❤️💚জয় মা মোহনবাগান ❤️💚❤️💚❤️🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@subhapratimsinha2542 Жыл бұрын
1976 i was 7 years old. Commentry listened with my father. From that day i am a die hard Mohunbagan supporter. Jay Mohunbagan.
@KironBhattacharjee14 күн бұрын
আমি ভাগ্যবান সেই মাঠে উপস্থিত ছিলাম ।
@indrajitchatterjee23420 күн бұрын
দারুন লাগলো, ছোট বেলায় কিছু ক্ষণের জন্য ফেরত চলে গেলাম। কি সুন্দর ধারাবিবরণী, আজকাল আর শোনা যায়না। অনেক অনেক ধন্যবাদ, আপলোড করার জন্য।❤
@tarakeshwarnathpandey112410 ай бұрын
Thankyou xtra time
@souvikpaul2289 Жыл бұрын
❤ Joy maa mohun Bagan
@souravbasu712816 күн бұрын
আসাধারন! রেডিওতে ধারাবিবরণী শুনে বড় হয়েছি, এটা আরো আগের, ভালো লাগল
@AmitGhosal-e5o Жыл бұрын
তখন আমাদের পাড়ার খেলাতেও ভিড় হত। বহু সময়ই খেলা শুরু হবার পরেও লোকে মাঠে যেত। সেই অভিজ্ঞতায় আমি এই খেলার রিলে শুনে মন্তব্য করেছিলাম যে দর্শকরা মাঠে বসতে না বসতেই আমাদের মোহনবাগান ইষ্টবেঙ্গল কে গোল দিয়েছে---'৪৭ বছর আগেকার,সেই কোন্যছোটবেলার এক মধুর স্মৃতি এই ভিডিও মারফত আবার ফিরে পেয়ে খুবই স্মৃতি কাতর হয়ে গেলাম। অতীত শ্রবণের জন্যই উদ্যোক্তাকে ধন্যবাদ
@parthassadhukhan3137 Жыл бұрын
পলকে গোল, মোহনবাগানের জয়, ইডেনের বাদশা আকবর - এটাই ছিল পরের দিন যুগান্তর পত্রিকার প্রথম পাতার হেডিং।
@debashismaitra24984 жыл бұрын
Pure Nostalgia. Our own Ronaldo, Pele. Looking back in school days. It was pure, simple entertainment for us in our school days. I wonder how all changed suddenly. Now school students rarely play & whenever get time after studies immerse themselves in social media which is making them selfish and also very difficult to build own character when vulgar web series etc are easily available to the youth. Anyway very very thanks for this uploading.
@abhijitmajumdar32774 жыл бұрын
খুবই আবেগঘন মুহূর্ত,এখনও দিনটা স্পষ্ট মনে আছে।পরের দিন যুগান্তর পত্রিকার হেডলাইন ছিল মোহবাগান জিতেছে,ইষ্টবেঙ্গল খেলেছে।সেই উন্মাদনা,আবেগ এখন ইতিহাস।আর পুষ্পেন সরকার,অজয় বসুর ধারাবিবরণী ফুটবলের উত্তেজনাকে এক অনন্য মাত্রায় পৌছে দিয়েছিল।
হ্যাঁ,আমি টাকা চাইনা,আমার ধন সম্পত্তির দরকার নেই,আমার শৈশব আমাকে ফিরেয়ে দাও।পারবে কি কেউ
@junebod2 жыл бұрын
Kon date kon month of 1976????
@supriyachatterjee9484 Жыл бұрын
@@abhijitmajumdar3277 really don't you want money? Because, childhood is once gone means it's gone for ever.
@debabratachaudhuri680916 күн бұрын
মনটা ভড়ে গেলো ঐ কন্ঠোস্বর শুনে।
@manabendrapatra33604 жыл бұрын
অসাধারন।আশা করিনি আবার শুনতে পাবো। ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বনাথের সেন্চুরি অজয় বসু পুষ্পেন সরকারের কন্ঠে শোনার আশা রইলো।
@tamals224 жыл бұрын
NO CRICKET . BENGALIS FOR ONLY FOOTBALL .
@avikchattopadhyay13296 ай бұрын
এক্সট্রা টাইম কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই ঐতিহাসিক খেলাটি ধারা বিবরণী আমাদেরকে শোনানোর জন্য আমার একান্ত সনির্বন্ধ অনুরোধ এক্সট্রা টাইম কে অনুগ্রহ করে 1978 সালের মোহনবাগান ও আরারত ম্যাচের মধ্যে যদি আমাদের শোনাতে পারেন তাহলে চির কৃতজ্ঞ থাকবো
@shovandatta93724 жыл бұрын
এ স্মৃতি কখনো ভুলবার নয়।
@subalsarkar596920 күн бұрын
আর ফিরে আসবে না এ জীবন। রেডিও ধারাভাষ্য। আজকের দিনের টিভি র চাইতেও জীবন্ত অনুভূতি ছিল। 🎉🎉🎉
@MorshedAlam-f7n15 күн бұрын
এই খেলোয়াড় পরিচিতি মূহুর্তটা অসাধারণ ছিল ৮০/৯০ দশকের সৃতি গুলো
@mohesdas25264 жыл бұрын
এর জন্যই তো বলাহয় কোলকাতাকে ফুটবলের মক্কা ⚽⚽⚽⚽⚽⚽⚽
@SAUGATA9 ай бұрын
এই জন্য সেই মোহনবাগান আর ইষ্টবেঙ্গলের ওপরে আজও উঠতে পারলো না।
@sougatamukherjee52984 жыл бұрын
I heard that commentary live in my childhood.. gave me a beautiful feeling.. thanks a lot for uploading this. And Pushpen Sarkar was excellent, high class, as always. Thanks again
@mdaburaihansk18 күн бұрын
Ohhh darunnnn memories Joy Mohun Bagan 💚❤
@soumentarak4 жыл бұрын
এই গোলের সময় আমার ৫ বছর, সুতরাং এর বর্ণনা চিরকাল খবরের কাগজেই পড়েছি। পুষ্পেন সরকার ও সুকুমার সমাজপতির বেতার ভাষ্য পরে ৮০র দশকেও শুনেছি। কিন্তু এই বেতার ধারাবিবরণীর অংশ প্রকাশ করে আমার মত অনেক মোহনবাগান প্রেমী বারংবার রোমাঞ্চিত হচ্ছি/হবো। 💓💞
@alokghosh796614 күн бұрын
দারুন লাগলো সেই পুরনো পুস্পেন সরকারের ধারাবিবরণী।
@somnathbhattacharya67254 жыл бұрын
ধারাবিবরণীর এই ভিডিওটি দেখতে দেখতে কখন যে সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছিলাম তাই বুঝতে পারিনি । ধন্যবাদ ।
@sushantaaich1778 Жыл бұрын
Hearing this commentary, it seem to be I am in that age How beautiful commentary this is ! ❤❤❤❤❤❤❤
@pradipbanerjee87054 жыл бұрын
Very nostalgic. Pushpen Sarkar n another Ajoy Bose very amazing commentators. Calling up childhood memories.
@dghoshal8733 Жыл бұрын
MATHE CHILAM. EKHONO MONE ACHE.
@debabratasarkar326717 күн бұрын
47 years call back me, really darun darun laglo ❤
@sibajichatterjee3925 Жыл бұрын
Ashadharon, Gaya kata dichhay.
@sankalpahalder14964 жыл бұрын
Joy Maa Mohun Bagan 💚❤️💚 ❤️🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳💚 ❤️💚 ❤️
@aruppoali3267 Жыл бұрын
গোলললললল
@surajitmazumder4837 Жыл бұрын
Relay shunchilam goal hotei high jump diyechilam anande 🌹
@GopalGhosh-c4f23 күн бұрын
Ki bolbo ...koti koti dhannobad aar kritaggata Grey Mind Communication abong Xtra Time er Sakal ke..Anilava da ei paren ei rakam jinish upohar dite..Salute Boss 💐💐💐💓💓💓🙏🏻🙏🏻🙏🏻
@bhaskarsengupta23094 жыл бұрын
Asadharan. Mone hoi se somoitai besh chilo.
@anindyadasgupta64624 жыл бұрын
oshadharon...salute to extra time for bringing back the memories...mone ache din ta chilo 24 th July 1976 shonibar...baba ar ami relay shunchilam ...shohor jure chilo tantan uttejona...puro khelata shonano jai na edit kore?
@debobratadas60324 жыл бұрын
অদ্ভুত অসাধারণ গায়ে কাঁটা দিয়ে দিল
@somnathbhattacharya672519 күн бұрын
পুষ্পেন সরকার, সুকুমার সমাজপতি,অজয় বসু এনাদের ধারাবিবরণী অসাধারণ লাগতো,এখনো গায়ে শিহরণ জাগায়। বড় সুন্দর ছিল সেই রেডিও কালের দিনগুলি।
@jayantachowdhury530521 күн бұрын
খেলাটির ভিডিও আপলোড করলে আরও ভাল লাগতো।
@samarb932921 күн бұрын
Ei khela dekhechilam gallery teh bosey. Oh lovely goal akbar er. Mohunbagan er prodip ghosh also darun khalechilo sei match ta teh😊
@shubhamsaha58124 жыл бұрын
জয় মা ইস্টবেঙ্গল🇮🇳🇮🇳 ❤💛🇮🇳🇮🇳
@arunmukherjee16624 жыл бұрын
জয় মোহনবাগান। Iove you.
@siddharthaganguly10213 жыл бұрын
Darun laglo shuney. '75 e shield final er commentary ta jogaar kortey parben please? Babar mukhey shunechhi shei khelar kotha. Commentary shunley hoyto shob kichhu feel kortey parbo.
@jayantamukherjee60621 күн бұрын
😢 সুবর্ণ দিনের সেই দিন গুলো কোথায় হারিয়ে গেল 😢😢
@kaustavbasu4051 Жыл бұрын
অসাধারন ম্যাচ! পরের দিনের আনন্দবাজার পত্রিকার হেডিং ছিল মতি নন্দীর লেখা 'ইস্টবেঙ্গল খেললো মোহনবাগান জিতল।'
@rabinmakhal546118 күн бұрын
পুরাতন জিনিস সব সময় ভালো লাগে।
@subhankarmukherjee42374 жыл бұрын
ইতিহাস আর মোহনবাগান ❤💚
@Pkkumarxxl4 жыл бұрын
Sotti mohunbagan itihas hoye galo!
@AsitavaSarkar-s4t18 күн бұрын
মোহনবাগান মোহনবাগান গরম গরম মোহনবাগান !!!
@khochchore17 күн бұрын
গোওওওওওল। গোল গোল গোল গোল।❤❤❤
@ashishkumarmondal483020 күн бұрын
সত্যিই পুরানো দিনে ফিরে গেলাম
@francisgomes720320 күн бұрын
That was the golden era of football in Calcutta . All the top players were mostly of local region.There were no foreign recruits in those days.👍
@MAN_OF_GOD. Жыл бұрын
জয় মোহনবাগান 💚❤️
@joydeepbandyapadhyay647720 күн бұрын
দারুণ লাগল
@kalyanbanerjee76192 жыл бұрын
This is the feeling..unexplained of emotion..towards football of not only kolkata but also indian history of football
Golden childhood memories .. such art of commentary has gone with advent of live TV coverage
@sumantabanerjee5726 Жыл бұрын
জয় জয় জয় মোহনবাগান,,,,
@debkumarmukherjee3872Ай бұрын
বেশ মনে আছে, বাবা তার তিন ইস্টবেঙ্গল সমর্থক বন্ধুকে খেলার পরের দিন বাড়িতে নিমন্ত্রণ করে ভাত,মাংস, চাটনি আর দই খাইয়েছিল। কোথায় গেল সেই সুন্দর দিনগুলো। 5:24
@লাটাই20 күн бұрын
আমি ঐ দিন ইডেনে উপস্থিত ছিলাম।।
@RaghuNathGhosh-j8bАй бұрын
সেদিনের সেই ফুটবল খেলা কথা শুনলেই মনটা বড় বড়ই ভারাক্রান্ত হয়ে পড়ে যায়, সেই সোনালি দিনগুলো কি আর ফিরে আসবে না?, বাংলার ফুটবল কবে আবার মাথা তুলে দাঁড়াবে, এখন ভারতের দলে বাংলা ছেলেরা কোথায়? তখন তো দেখতাম এগারো জনের মধ্যে নয় জন স্টেট ব্যাঙ্ক কর্মী তথা বাংলার ছেলেরা, জানি না ঐ দিনগুলোর আর আসবে কি না?।