দেশের ফ্রিল্যান্সিং কমিউনিটি তে মানুষ অতিরিক্ত মোটিভেট হয়ে সময় এবং অর্থ দুটোই নষ্ট করছে । এমন ভিডিও খুব প্রয়োজন ফ্রিল্যান্সিং এর খারাপ দিক এবং বাস্তবতা তুলে ধরার জন্য ।
@Wadudofficial9 ай бұрын
আপনি যেভাবে চিন্তা করেছেন, এভাবে অনেকেই ভাবতে পারে না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
@RoopSanatan-mq2ct9 ай бұрын
কি বলে যে ধন্যবাদ দিব ভাষা নেই।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@aab6621 Жыл бұрын
আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম ।আসলে আপনি যা বললেন এটাই বাস্তবতা সত্য ।আমার বয়স চল্লিশর উপরে চলে গেছে । আমারও ইচ্ছা ছিল ফ্রান্সিং শেখার এবং আমি কয়েক সপ্তাহ চেষ্টাও করেছি। কিন্তু আপনার কথা শুনে কি বলবো বুঝতে পারছিনা আসলে আমার শরীর ও পেরে ওঠে না ।আর দুই তিন ঘন্টা বা ৫ ঘন্টা যখন ফ্রিল্যান্সিং এর প্রতি জার্নি করি তখন দেখা যায় শরীরটাকে অত্যন্ত দুর্বল লাগে ভালো লাগে না। হয়তো এটাই বাস্তবতা সত্য কেননা একজন ২৫ বছরের যুবক আর চল্লিশের উপরে বয়স পেরিয়ে যাওয়ার বয়সটা কখনো এক হয় না। এজন্য অবশেষে সময় আর শরীরের কাছে হেরে গিয়ে আমি ফ্রান্সিংটা ছেড়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে মনের গভীরের কথাগুলোকে ফুটিয়ে তোলার জন্য। ভালো থাকবেন
@Wadudofficial Жыл бұрын
আপনাকেও ধন্যবাদ, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার এবং সতর্কতা অবলম্বন করার জন্য। আমার জন্য দোয়া করবেন।
@forkanahmedkhan53657 ай бұрын
চাইলে মেধা আর পরিশ্রম দিয়ে যে কোন কাজ করা সম্ভব। ভাই, প্লিজ মানুষ কে হতাশ করবেন না।। উল্টো বয়স্ক লোকের নলেজ অভিজ্ঞতা বেশী হয়।।
@777Nostalgia10 ай бұрын
I am at the age of 70, worked long time with a famous foreign Mission, listened to you attentively and to the some extent agreed with your valuable remarks and appreciate your sharing the experiences. Would be delighted to know more about you. Thanks a lot.
@Wadudofficial9 ай бұрын
Thanks for your comment! I don't have much to say about myself. That's all I can say, I am a former freelancer and Currently a content creator!
@Wadudofficial9 ай бұрын
অফিসের কাজের জন্য যাঁরা মাইক্রোসফট এক্সেল শিখতে চান, তাদের জন্য ১টি কমপ্লিট ভিডিও। আশাকরি কাজে দিবে। kzbin.info/www/bejne/np7VeKyeYreXms0
@mdaminul555210 ай бұрын
ষাটোর্ধ এক ব্যক্তি শিখে কাজ করছে দেখলাম চাইলে সবই সম্ভব
@Wadudofficial10 ай бұрын
ভাই স্বপ্ন দেখা ভালো, তবে যা আমার বা আপনার জন্য উচিৎ না, সেটা করতে না যাওয়াই ভালো। ব্যতিক্রমে হিতে বিপরীত হতে পারে।!
@muhammadshajibahamed96944 ай бұрын
ইচ্ছে থাকলে উপায় হয় মেধা, ধৈর্য, পরিশ্রম, সঠিক ভাবে কাজ করলে ইনশাআল্লাহ কোন সমস্যা নেই
@Wadudofficial4 ай бұрын
কথা তো ঠিক। তবে গদবাধা নীতিকথায় তো সব পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয় না! স্থান-কাল-পাত্র বিবেচনায় নতুন নতুন এনালাইসিস সামনে আসে। ধন্যবাদ।
@mdronymollah5337 Жыл бұрын
ধন্যবাদ ভাই, আমি পার্টটাইম হিসেবে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছিলাম কিন্তু রাত জেগে কাজ করা আমার পছন্দ না, এইজন্য আমি আর শুরু করিনি। এটা ছাড়া আর কি করা যায়? যদি সম্ভব হয় পরামর্শ দেন, উপকৃত হবো।
@Wadudofficial Жыл бұрын
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, চেষ্টা করব শিঘ্রই এ বিষয়ে একটি ভিডিও তৈরীর জন্য। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন।
@blackwater3561 Жыл бұрын
স্যার আমার বয়স সাতাশ বছর হয়ে গেছে আমি কি ফ্রিল্যান্সিং শুরু করতে পারব কোনটা শিখে শুরু করলে ভালো হয় আমি 5-7 বছর কাজ করার ইচ্ছা আছে .
@JibonBarmon-du8tf10 ай бұрын
ফ্রিলান্সািং ক্যরিয়ার হিসাবে নিলে হবে না। ৫, ৭ করে । এটাকে ব্যবসায় পরিনত করতে হবে। এমন একটা সিস্টেম তৈরি করতে যেন আমি না তাকলেও আমার টাকা আসবে। তার জন্য টিম তৈরি করতে হবে। আমার বয়স ২০। আমার দারনাটি কেমন জানাবেন। ❤
@Wadudofficial9 ай бұрын
ধন্যবাদ ভাই, যে কোন কাজেই জটিলতা আছে। এধরনের চিন্তা-ভাবনাও জটিলতা ওভারকাম করা ছাড়া সফল করা সম্ভব নয়। আবার সবসময়ে জটিলতা ওভারকাম করাটাও কঠিন হয়ে পড়ে। সে কারনে কেউ কেউ সফল হতে পারলেও সবার পক্ষে সেই লক্ষ্যে পৌছানো সম্ভব নাও হতে পারে। তবে চেষ্টা থাকা উচিৎ।
@MstRisa-vn7cz7 ай бұрын
আপনি একদম ঠিক বলেছেন
@Wadudofficial7 ай бұрын
ধন্যবাদ
@asgorgazi80469 ай бұрын
একমত হতে পারলাম না, আমার মতে ৩-৫ বছর ফ্রিলান্সিং করে বিজনেস করার মত টাকা ক্যাশ করে বিজনেস করা উচিৎ। তাই আপনার সাথে একমত নই।
@almohasinmollah6557 ай бұрын
ভাই, আপনি তো অবশেষে ওনার কথাকেই মেনে নিয়েছেন।
@JABERKHAN-nh9lz4 ай бұрын
আপনার কথায় আমি এরকম।
@ahjakir10 ай бұрын
Passive earning er jonno Digital product and affiliate marketing niye kaj korte chacci.
@Wadudofficial9 ай бұрын
যদি অ্যামাজন নিয়ে কাজ করার প্লানিং করেন তাহলে বলবো ঠিক আছে।
@AlexAlexamazon-zu3ld8 ай бұрын
Ami khub gorib poribare chele.amar boyos 21 year.ami koch shuru korte chai. Amar jonno ki ata thik hobe sir. Please help me?
@farihaenterprise228110 ай бұрын
অনেক গুরুত্বপূর্ণ ভিডিও
@Wadudofficial10 ай бұрын
ধন্যবাদ
@mdrazzabali7339 ай бұрын
আপনার ভাবনা এবং অভিজ্ঞতার সাথে আমি সম্পূর্ণ একমত। আমিও আপনার মত ভাবছিলাম। এখন কি করতে পারি এ বেপারে একটু আইডিয়া শেয়ার করেন। আপনার পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করলে বাধিত হব।
@Wadudofficial9 ай бұрын
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। যদি আল্লাহ কবুল করেন তাহলে একটা মোবাইল অ্যাপ্লিকেশন ষ্ট্যাবলিশ করতে চাই। কাজ শুরু করেও নানাবিধ সমস্যার কারণে বর্তমানে কার্যক্রম স্থগিত আছে। আর আপাতত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিছু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
@youtubebanglachanel6647Ай бұрын
Vai frilanching ki rat na jege, diner modhe kora jay na.
@WadudofficialАй бұрын
@@youtubebanglachanel6647 যায়না বিষয়টি এমন না। এটা নির্ভর করবে আপনার ক্লায়েন্টের উপর। ক্লায়েন্ট যদি অ্যামেরিকান হয়, আর যদি সে বলে তার সময় অনুযায়ী কাজ করতে হবে, তাহলে তো রাত জাগা ছাড়া আর কোনো উপায় থাকবে না!
@Nazmultestbd9 ай бұрын
আপনাকে দিয়ে কিছুই হবে না
@YasinAhmod-v4g10 ай бұрын
ধন্যবাদ স্যার
@md.mahbubur_rahman_9 ай бұрын
assalamualikum,vai ami graphic kaj pari kintu kaj paitechi na...ami ekhon kikorbo/
@NabihaNabhan341410 ай бұрын
Ami apnar project a kaj korte chai Ami akjon digital marketing expert
@Wadudofficial9 ай бұрын
ধন্যবাদ ভাই, এই মুহুর্তে আমি আর ফ্রিল্যান্সিং করছি না, নিজে একটি বড় মাপের অ্যাপস তৈরীর প্রজেক্ট হাতে নিয়েছিলাম কিন্তু নানাবিধ সমস্যায় বর্তমানে সেটি স্থগিত অবস্থায় আছে, তাই আপনাকে কোনো সুসংবাদ দেয়ার সুযোগ এই মুহুর্তে আমার কাছে এখন নেই।
@mirshadurraju Жыл бұрын
Passive income এর ভিডিও লিংক টা একটু দেয়া যাবে ?
@Wadudofficial Жыл бұрын
আগ্রহের জন্য ধন্যবাদ। লিংক দিলাম, জানিনা আপনার কতটুকু কাজে লাগবে। kzbin.info/www/bejne/bGGzkIF3d66bb7c
@pobittroroy7701Ай бұрын
নিজে বাদ দেন ভাল মানুকে এসব বলে অনিহা দেওয়ার কি দরকার /যারা নতুন করে কাজ শিখতে চাইবে তারা আপনার ভিডিও দেখে হতাশ হবে , দেশে অনেক মানুষ বেকার আপনি নিজে রুগি
@AdAgency50529 күн бұрын
জানেন এই সেক্ট্ররে ফেইলরের আসল কারণ কি? ক্লায়েন্ট না পাওয়া। ১ মাস কাম পাওয়ার পর ৬ মাস বইসা থাকবেন নতুন ক্লায়েন্টের আর প্রজেক্টের আশায়
@musfikjamil-bj6kn16 күн бұрын
Apni freelancher@@AdAgency505
@mdbiplob-r9u5 ай бұрын
সার আপনার সাথে একটু যোগাযোগ করতে চাই
@Wadudofficial5 ай бұрын
যদি কোনো প্রশ্ন থাকে তবে বিস্তারিত এখানেই লিখতে পারেন।
@JAMILBAISILENCER11 ай бұрын
tar mane keu ki 40 aged boyose freelancing suro kora jabe na,
@Wadudofficial11 ай бұрын
৪০ বছর বয়সে ফ্রিল্যান্সিং শুরু করা যাবে না, ব্যাপারটা এমন নয়। আসলে এই বয়সে সেই পরিমান ধৈর্য্য রাখা আর এফোর্ট দেয়া দুটোই আমার কঠিন মনে হয়েছে। এখন কেউ যদি ৪০ বছর বয়সে সেই পরিমান ধৈর্য্য রেখে এফোর্ট দিতে পারে, তবে সে করতে পারবে! আমি আমার প্রায় ১২বছরের বেশি সময়ের অভিজ্ঞতায় বুঝেছি, এটা কঠিন।
@FarukIslam-d6c8 ай бұрын
আপনাকে আপডেট রাখতে হবে
@Wadudofficial7 ай бұрын
Thanks
@mahaburrahman-sk4iw7 ай бұрын
Nice
@Wadudofficial7 ай бұрын
ধন্যবাদ
@mdmahbub732010 ай бұрын
Your talk is Very good
@Wadudofficial10 ай бұрын
ধন্যবাদ
@sinthihabegum30659 ай бұрын
Ami korte chai vaiya plz help
@Wadudofficial9 ай бұрын
আসলে আমি বুঝতে পারছি না, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
@AdAgency50529 күн бұрын
কাম শিখবেন ভাল কথা কিন্তূ ক্লায়েন্ট পাইবেন না
@kanetbaroi339 ай бұрын
ekhon apni you tuber . tai
@Wadudofficial9 ай бұрын
আমি নিজেকে সেটা মনে করি না। আপনি যদি বলে মজা পান, তাহলে বলতে পারেন।
@connection4716Ай бұрын
আপনার চ্যানেলের নাম কি
@MamunKhan-sf8fw6 ай бұрын
Thanks breather
@ekramhossain70142 жыл бұрын
ভাইয়া সুস্থতা কামনা করি
@Wadudofficial2 жыл бұрын
ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।
@TabasumLima9 ай бұрын
You are nothing
@md.saifulislam72094 ай бұрын
14 বছরে আপনার সফলতা কি। আপনি কেমন ইনকাম করলেন। এইসব বিষয়ে কিছুই বলেননি৷ আপনি একটা টাউট।।
@Wadudofficial4 ай бұрын
ধন্যবাদ ভাই, আপনি ভিজিটর, মন্তব্য করার সুযোগ আপনার আছে। আপনার মন্তব্যে আমি রাগ করিনি, তবে কষ্ট পেয়েছি। ১টা ভিডিওর কিছু অংশ দেখেই এমন মন্তব্য করা যায় কিনা সেটা বিচারের দায়িত্ব আপনাকেই দিচ্ছি। বিচারের আগে এই ভিডিওটি দেখার অনুরোধ রইলো kzbin.info/www/bejne/sJOTn555r715bacsi=6nHo4fREJsyR4qKZ
@AmirulIslam-cl5vx9 ай бұрын
I am not agree with you
@Wadudofficial9 ай бұрын
আসলে বাস্তবতা অনেক কঠিন। মেনে নেওয়া কষ্টকর।
@MFHMAJUMDER9 ай бұрын
Manushke demotivate korar jonno videoti korechen?
@Wadudofficial9 ай бұрын
সতর্ক করা যদি ডিমোটিভেট হয়ে থাকে, তাহলে তো বলার কিছু নাই।
@kyggat9 ай бұрын
Nic
@sylhetibazar99659 ай бұрын
তাহলে কি করবো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন
@Wadudofficial9 ай бұрын
ধন্যবাদ ভাই, ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব।
@sayedabedin2898 Жыл бұрын
আপনার কথা অনেক ভাল লেগেছে, please give me your contact number