আপনি যদি রকমারি আয়োজিত পডকাস্টগুলোর নিয়মিত দর্শক হয়ে থাকেন এবং রিভিউ/কমেন্ট লিখে সেরা কমেন্টকারী হতে চান, তাহলে এই ফর্মটি ফিল-আপ করুন। docs.google.com/forms/d/e/1FAIpQLSe2GNm_bZ5bEIVKBpWlNl978l_BLlFlg8CRUsOAMCEl-PoFNA/viewform
@mapalashbd8 күн бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারকাতুহু। প্রিয় সোহাগ ভাই ও টিম। আপনারা কি সাইন্টিফিক তাফসীর অফ কুরআন এবং এর লেখক জাকারিয়া কামাল এর ব্যাপারে জানেন। সোহাগ ভাইয়ের ইসলামী জ্ঞান এর প্রতি যে আগ্রহ এ ক্ষেত্রে জাকারিয়া কামাল অন্যতম ব্যক্তি হতে পারেন। দয়া করে তাকে আপনাদের এ অনুষ্ঠানে আনার চেষ্টা করতে পারেন।
@mymunaaktersriti6651Ай бұрын
এরকম ভিডিও গুলো দেখার পরে,আসলে নিজের মাঝেই একটা তফাৎ খুঁজে পায়,ভিডিও দেখার আগে এবং ভিডিও দেখার পরের, আমির মাঝে,,কিছু একটা পরিবর্তন বোঝতে পায়..এরকম ভিডিও গুলো আসলেই অনেক দরকার❤️❤️❤️❤️❤️
@MdPiash-c5c27 күн бұрын
😂
@tasfiqurrahman14405 күн бұрын
😂😂😂😂😂😂😂
@Quranic_Voice-r7bАй бұрын
অসাধারণ লাগলো, এই আলোচনা থেকে আমি যা জানতে পারলাম, নিজেকে সব সময় বড় জ্ঞানী মনে না করা কেননা নিজেকে জ্ঞানী মনে করলে মূর্খ থেকে যেতে হয়।
@abirarafat6391Ай бұрын
মাশাআল্লাহ,স্যার কেবল ইঞ্জিনিয়ারিং নিয়ে রিসার্চ নয় বরং ইসলাম টাকে ও বুঝার চেষ্টা করছেন, আর আজকের আলোচনার মাধ্যমে দাওয়াতি কাজ ও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ রকমারি কে,,এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর এই অনুষ্ঠান দেখার অন্যতম কারন হচ্ছে, সোহাগে ভাই এর question গুলো দেখা।
@fantasticanalysis11243 күн бұрын
Ií😅
@JahansBookReviewАй бұрын
যখন আমি প্রথমবার এই বই পড়ি তখন আসরের নামাজের সময় নিয়ে রাসুলের এই দৃষ্টিভঙ্গি আমাকে অনেক প্রাউড ফিল করিয়েছিল ,কারন আমরা আমাদের আশপাশের ইসলাম ধারণ করা মানুষদের ভীষণ জাজমেন্টাল হিসেবে দেখতে পাই , একজন আদর্শ মুসলিম হিসেবেই নিজেকে গড়তে চাই ❤ পুরো আলোচনা থেকে আজ আরও একটা বিষয় ক্লিয়ার হলো যে রাসুল যেমন যুদ্ধ বাজ ছিলেন না তেমনি কেউ গায়ে পড়ে লাগতে আসলে ছেড়ে দিতেননা ,, আলহামদুলিল্লাহ ,, আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবসময় উনার জীবনার্দশ ধারণ করার তৌফিক দান করুক। আমিন
@poribortito_akashАй бұрын
আসিফ মহিউদ্দিন, মুফতি মাসুদ বা আসাদ নূরকে নিয়ে আসুন। একপাক্ষিকভাবে একটা ধর্ম ভালো বললে তো হবে না। ইসলাম দাস প্রথা রদ করতে সাহস পায় নি, এজন্য এই ধর্ম মহান বা সত্যিকারের উপরওয়ালার ধর্ম হয়ে উঠতে পারেনি। মানবধর্মই প্রকৃত উদার ধর্ম।
@funmath0140Ай бұрын
Vai apni ekta bisoy niye bose asen. But without being impartial ekta bisoy think koren. Je Quraner je miracles gula ase egula to apni fele dite parben na. Tahile ai miracle gula kivabe aslo. Vai are deep research chalan.
@shakhawathhussain3048Ай бұрын
@@poribortito_akash jader kota bollen sobai e nichu srenir luk,na ase kunu human quality.Ora to nastik na ora anti Islamist.
@Use.For.Daily.Ай бұрын
@@poribortito_akash ইসলামী দাস কিংবা দাস প্রথা কি এবং ইসলাম দাস-দাসিকে কি ধরনের অধিকার দিয়েছে আপনি সেগুলো সম্পর্কে অজ্ঞ বলেই মনে হচ্ছে। কোন বিষয়কে জার্জ করতে হলে তার বিরুধি মত দিয়ে নয় বরং সহমত পোষণ কারী অর্থাৎ স্কলারদের ব্যাখ্যা শুনোন।৷ স্ব উদ্ধগী হয়ে একটু খোঁজ করলেই অনলাইনে সব কিছুই পাবেন। আশা করি ইসলামে দাস দাসী প্রথা সম্পর্কে তখন আপনি গর্ববোধ করবেন।
@mdsamiulislam6513Ай бұрын
@@poribortito_akash যারা নিজেরাই বিভ্রান্তিতে আছে তাদের কাছে সঠিক পথের দিশা নেওয়া বোকামি ছাড়া কিছু না, আপনার যদি ইসলামকে জানার আগ্রহ থাকে তাহলে এনার উনার কথা না শুনে অথেনটিক সোর্সগুলো নিরপেক্ষ চিত্তে স্টাডি করেন নিজের বিবেচনাবোধকে কাজে লাগান।
@linajahan4826Ай бұрын
নিজে মেধাহীন হওয়ার দরুন অনেক বেশি মেধাবীদের আমি দু চোখে দেখতে পারিনা।।😂 অসহ্য বোধ হয়।😊 কিন্তু উনাকে দেখে মনটা পরিবর্তন হয়ে গেল। আলহামদুলিল্লাহ কতইনা বিনয়ী মেধাবী তিনি। আল্লাহর কি অপার মহিমা। মাশাল্লাহ।
@maidurrahmanmunna6814Ай бұрын
স্যার ক্যামেরার সামনে যেমনে ক্যামেরা পিছনে আরো ভালো । ক্লাসে অনেক ভালো পড়ায়
@mmkhan537321 күн бұрын
কিন্তু উনি ব্যাবসার প্রফিট ছাড়া আর কিছু বুঝে না, উনার মাঝে kindness bolte kisu nai. খুবই চতুর প্রকৃতির মানুষ যাকে অনেক কাছে থেকে দেখেছি।
@linajahan482621 күн бұрын
@@mmkhan5373উনি তো শিক্ষক। বেবসায়িক প্রফিট এর বিষয় বুঝলাম না
@rocho-lw9ts20 күн бұрын
@@mmkhan5373 Udvash e course er Dam onk bhai 🥲
@MDFahimHossenEbonАй бұрын
আলহামদুলিল্লাহ প্রথমত আল্লাহর কাছে শুকয়িরা আদায় করি যে আল্লাহ এতসুন্দর একটা আলোচনা শোনার এবং বোঝার তৈফিক দান করছেন। আমার মতে স্যার যে বিষয় গুলো নিয়ে কথা বলছে এখানে আমাদের শেখার এবং বোঝার অনেক কিছু আছে।আর বর্তামান দেশের এবং দেশের মানুষের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার মনে অনেক গুলো প্রশ্ন ছিলো বর্তামান পরিস্থিতি নিয়ে আলহামদুলিল্লাহ স্যারের আলোচনা শোনার পর ব্যপার গুলো আমি ভালো রিলেট করতে পারছি।স্যার এখনার সময়ের জন্য করণীয় অনেক বিষয়ের কথা নবিজীর জীবনি থেকে বলেছেন।১ম আমাদের নেতৃত্বের যে সংকট এটা বিষয় স্যার খুব ভালো কথা বলছেন, ২য় আমাদের তরুণদের এখন যে অবস্থা তা থেকে তরুণদের কী বাদ দেওয়া উচিত সেটা নিয়ে কথা বলেছেন আর ৩য় এবং সবচেয়ে ভালো কথা যেটা ছিলো সেটা হলো ট্যাগিং এবং অন্যের মতামতে শ্রদ্ধা বা গ্রহণযোগ্যতা দেওয়ার ব্যাপারে।এই আলোচনা টা সত্যিই খুব সময় উপযোগী বলে আমার মনে হয়।আর সর্বশেষ কথা হলো স্যারের প্রশ্ন এবং উত্তর গুলো খুবই যর্থাথ দিছো। কিন্তু আর একটা ব্যপার হলো এই আলোচনা সবার জন্য বোধগম্য নয়😢।কিন্তু যারা বুঝতে পারবে তাদের জন্য এটা জীবন পরিবর্তন করার মত বা আল্লাহর দিকে তার হেদায়তের দিক ধাবিত করবে ইনশাআল্লাহ
@poribortito_akashАй бұрын
ইসলাম দাস প্রথা রদ করতে সাহস পায় নি, এজন্য এই ধর্ম মহান বা সত্যিকারের উপরওয়ালার ধর্ম হয়ে উঠতে পারেনি। মানবধর্মই প্রকৃত উদার ধর্ম।
@NasrinAkter-f1dАй бұрын
ইসলামের ইতিহাস ভালো করে পড়ে এরপর কমেন্ট করুন @@poribortito_akash
@nazibulsiam55558 күн бұрын
@@poribortito_akash ইসলামে দাসপ্রথার প্রতি দৃষ্টিভঙ্গি একটি ঐতিহাসিক, সামাজিক এবং নৈতিক প্রেক্ষাপটে বোঝা গুরুত্বপূর্ণ। ইসলাম দাসপ্রথা একবারে রদ করেনি, তবে এটি দাসপ্রথা ধীরে ধীরে বিলোপ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইসলামের দাসপ্রথা নিয়ে দৃষ্টিভঙ্গি নিম্নরূপ: ১. ঐতিহাসিক প্রেক্ষাপট: ইসলাম ৭ম শতকে এমন একটি সমাজে উদ্ভূত হয়েছিল যেখানে দাসপ্রথা একটি প্রচলিত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যবস্থা ছিল। এটি তৎকালীন আরব সমাজের একটি বাস্তবতা ছিল। ইসলাম সম্পূর্ণ নতুন একটি ব্যবস্থা প্রবর্তন করার পরিবর্তে ধীরে ধীরে এই প্রথার সীমাবদ্ধতা আরোপ এবং পরিবর্তন আনার চেষ্টা করেছে। ২. দাসমুক্তির উৎসাহ: ইসলামে দাসদের মুক্তি দেওয়ার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে এবং এটি অনেক ক্ষেত্রে পুণ্যের কাজ বলে বিবেচিত হয়েছে। উদাহরণস্বরূপ: কাফফারা (প্রায়শ্চিত্ত): কিছু গুনাহের প্রায়শ্চিত্ত হিসেবে দাসমুক্তি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে (যেমন, অনিচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে বা রোজার নিয়ম ভাঙার ক্ষেত্রে)। সদকা ও দান: যাকাতের অর্থ দাস মুক্তির জন্য ব্যবহার করা যেতে পারে (কুরআন, সূরা আত-তাওবা, আয়াত ৬০)। ৩. মানবিক আচরণে গুরুত্বারোপ: ইসলাম দাসদের প্রতি অত্যন্ত মানবিক আচরণের নির্দেশ দিয়েছে। উদাহরণস্বরূপ: দাসদের সাথে পরিবারের সদস্যদের মতো আচরণ করতে বলা হয়েছে। তাদের উপর অতিরিক্ত চাপ না দেওয়ার এবং তাদের প্রতি অন্যায় আচরণ না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নবী মুহাম্মাদ (সা.) নিজেও দাসদের সঙ্গে ভালো আচরণ করতেন এবং অনেক দাস মুক্ত করেছিলেন। ৪. নতুন দাস তৈরি বন্ধের ব্যবস্থা: ইসলাম দাসত্বে নতুন লোকদের বাধ্য করার প্রক্রিয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। যুদ্ধের বন্দীদের দাসত্বে পরিণত করার ঐতিহ্য তখনকার প্রচলিত ছিল, কিন্তু ইসলাম বিকল্প ব্যবস্থা যেমন মুক্তিপণ বা বন্দী বিনিময়ের কথা বলেছে। ৫. প্রক্রিয়াগত বিলোপ: যদিও ইসলাম দাসপ্রথাকে একবারে নিষিদ্ধ করেনি, এটি এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে যা দাসপ্রথার বিলোপের দিকে অগ্রসর করেছে। এই নীতিগুলি ধীরে ধীরে দাসপ্রথাকে কমিয়ে আনতে সহায়তা করেছে। সাহস করেনি নাকি কৌশল অবলম্বন করেছে? ইসলাম সরাসরি দাসপ্রথা নিষিদ্ধ করেনি সম্ভবত সমাজের বাস্তবতা এবং অর্থনৈতিক কাঠামো বিবেচনায়। তবে এটি একটি নৈতিক কাঠামো ও সামাজিক পরিবেশ তৈরি করেছে যা ধীরে ধীরে দাসপ্রথার বিলোপে ভূমিকা রেখেছে। সরাসরি নিষিদ্ধ না করেও, দাসমুক্তি উৎসাহিত করার মাধ্যমে এটি দাসপ্রথার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছে। উপসংহার: ইসলামের দাসপ্রথার নীতি ছিল সমাজের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে একটি দীর্ঘমেয়াদী পরিবর্তন আনা। সাহসের অভাব নয় বরং প্রজ্ঞা ও ধীর কৌশলের মাধ্যমেই দাসপ্রথার বিলোপের পথ প্রশস্ত করা হয়েছে।
@rayhanuddin8340Ай бұрын
স্যারের ক্লাস করার সৌভাগ্য হয়েছিল। স্যার একজন মিষ্টিভাষী এবং খুব চমৎকার করে কথা বলেন। অসাধারণ বুঝানোর দক্ষতা এবং সর্বোপরি একজন আদর্শ শিক্ষক। স্যারকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগলো।❤ দোয়া রইল স্যারের প্রতি।
@AtikTarafdar-wt4jlАй бұрын
আলোচনা টি সত্যিই আমাকে ইসলামিক বই পড়ার উৎসাহকে বাড়িয়ে দিয়েছে।যেহেতু আমি পদার্থ বিজ্ঞান বিষয়ের ছাত্র, তাই কোয়ান্টাম ম্যাকানিক্সের টার্ম নিয়ে কথাগুলোও আমাকে কানেক্ট করেছে। বর্তমানে সময়ে আমি ১টি ইসলামিক বই পড়ছি যা (' আর রাহীকুল মাখতুম') আমাকে রাসুলকে জানতে বিশেষভাবে সহযোগীতা করছে।"বই কথা" অনুষ্ঠানটি আমি মাঝে মধ্যেই দেখি.. খুব চমৎকার আলোচনার পাশাপাশি জীবনের সাথে সম্পর্কিত অনেক দর্শন এখান থেকে পাওয়া যায়। অরো একটি কথা না বললেই নয়..সোহাগ ভাইয়া আমার মাধ্যমিক বিদ্যালয়ের বড় ভাই। আমার জন্য দোয়া ও ভালোবাসা চাই।
@poribortito_akashАй бұрын
আসিফ মহিউদ্দিন, মুফতি মাসুদ বা আসাদ নূরকে নিয়ে আসুন। একপাক্ষিকভাবে একটা ধর্ম ভালো বললে তো হবে না। ইসলাম দাস প্রথা রদ করতে সাহস পায় নি, এজন্য এই ধর্ম মহান বা সত্যিকারের উপরওয়ালার ধর্ম হয়ে উঠতে পারেনি। মানবধর্মই প্রকৃত উদার ধর্ম।
@ishtiaq_Ай бұрын
صلى الله عليه وسلم
@mahfuj-7.124 күн бұрын
@@poribortito_akash তা তোমাদের সেক্যুলারিজম কি প্যালেস্টাইনের যুদ্ধ থামাইতে পারছে? না তোমাদের মানব ধর্ম দুনিয়াজুড়ে মুসলিমদের আগ্রাসন থামাইতে পারছে৷
@nazibulsiam55558 күн бұрын
@@poribortito_akashইসলামে দাসপ্রথার প্রতি দৃষ্টিভঙ্গি একটি ঐতিহাসিক, সামাজিক এবং নৈতিক প্রেক্ষাপটে বোঝা গুরুত্বপূর্ণ। ইসলাম দাসপ্রথা একবারে রদ করেনি, তবে এটি দাসপ্রথা ধীরে ধীরে বিলোপ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইসলামের দাসপ্রথা নিয়ে দৃষ্টিভঙ্গি নিম্নরূপ: ১. ঐতিহাসিক প্রেক্ষাপট: ইসলাম ৭ম শতকে এমন একটি সমাজে উদ্ভূত হয়েছিল যেখানে দাসপ্রথা একটি প্রচলিত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যবস্থা ছিল। এটি তৎকালীন আরব সমাজের একটি বাস্তবতা ছিল। ইসলাম সম্পূর্ণ নতুন একটি ব্যবস্থা প্রবর্তন করার পরিবর্তে ধীরে ধীরে এই প্রথার সীমাবদ্ধতা আরোপ এবং পরিবর্তন আনার চেষ্টা করেছে। ২. দাসমুক্তির উৎসাহ: ইসলামে দাসদের মুক্তি দেওয়ার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে এবং এটি অনেক ক্ষেত্রে পুণ্যের কাজ বলে বিবেচিত হয়েছে। উদাহরণস্বরূপ: কাফফারা (প্রায়শ্চিত্ত): কিছু গুনাহের প্রায়শ্চিত্ত হিসেবে দাসমুক্তি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে (যেমন, অনিচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে বা রোজার নিয়ম ভাঙার ক্ষেত্রে)। সদকা ও দান: যাকাতের অর্থ দাস মুক্তির জন্য ব্যবহার করা যেতে পারে (কুরআন, সূরা আত-তাওবা, আয়াত ৬০)। ৩. মানবিক আচরণে গুরুত্বারোপ: ইসলাম দাসদের প্রতি অত্যন্ত মানবিক আচরণের নির্দেশ দিয়েছে। উদাহরণস্বরূপ: দাসদের সাথে পরিবারের সদস্যদের মতো আচরণ করতে বলা হয়েছে। তাদের উপর অতিরিক্ত চাপ না দেওয়ার এবং তাদের প্রতি অন্যায় আচরণ না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নবী মুহাম্মাদ (সা.) নিজেও দাসদের সঙ্গে ভালো আচরণ করতেন এবং অনেক দাস মুক্ত করেছিলেন। ৪. নতুন দাস তৈরি বন্ধের ব্যবস্থা: ইসলাম দাসত্বে নতুন লোকদের বাধ্য করার প্রক্রিয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। যুদ্ধের বন্দীদের দাসত্বে পরিণত করার ঐতিহ্য তখনকার প্রচলিত ছিল, কিন্তু ইসলাম বিকল্প ব্যবস্থা যেমন মুক্তিপণ বা বন্দী বিনিময়ের কথা বলেছে। ৫. প্রক্রিয়াগত বিলোপ: যদিও ইসলাম দাসপ্রথাকে একবারে নিষিদ্ধ করেনি, এটি এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে যা দাসপ্রথার বিলোপের দিকে অগ্রসর করেছে। এই নীতিগুলি ধীরে ধীরে দাসপ্রথাকে কমিয়ে আনতে সহায়তা করেছে। সাহস করেনি নাকি কৌশল অবলম্বন করেছে? ইসলাম সরাসরি দাসপ্রথা নিষিদ্ধ করেনি সম্ভবত সমাজের বাস্তবতা এবং অর্থনৈতিক কাঠামো বিবেচনায়। তবে এটি একটি নৈতিক কাঠামো ও সামাজিক পরিবেশ তৈরি করেছে যা ধীরে ধীরে দাসপ্রথার বিলোপে ভূমিকা রেখেছে। সরাসরি নিষিদ্ধ না করেও, দাসমুক্তি উৎসাহিত করার মাধ্যমে এটি দাসপ্রথার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছে। উপসংহার: ইসলামের দাসপ্রথার নীতি ছিল সমাজের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে একটি দীর্ঘমেয়াদী পরিবর্তন আনা। সাহসের অভাব নয় বরং প্রজ্ঞা ও ধীর কৌশলের মাধ্যমেই দাসপ্রথার বিলোপের পথ প্রশস্ত করা হয়েছে।
@mdmurad1949Ай бұрын
ইসলাম নিয়ে স্যারের জার্নি থেকে অনেক কিছু শেখার আছে, আলহামদুলিল্লাহ।
@poribortito_akashАй бұрын
ইসলাম দাস প্রথা রদ করতে সাহস পায় নি, এজন্য এই ধর্ম মহান বা সত্যিকারের উপরওয়ালার ধর্ম হয়ে উঠতে পারেনি। মানবধর্মই প্রকৃত উদার ধর্ম।
@abdunnafi_yobhaiАй бұрын
বিজ্ঞানের মানুষ হয়েও স্যার যেভাবে সিরাত কে পেশ করলেন, উপলব্ধি করেন এবং আমাদের উপলব্ধি করলেন, সত্যিই অভাবনীয়। রকমারির ভিডিও গুলোর মধ্যে এই ভিডিওটা আমার new favourite. স্যার এর কথা গুলো শুনে "আর রাহিকুল মাখতুম" বইটা পড়তে অনেক উদ্বুদ্ধ হলাম।
@poribortito_akashАй бұрын
ইসলাম দাস প্রথা রদ করতে সাহস পায় নি, এজন্য এই ধর্ম মহান বা সত্যিকারের উপরওয়ালার ধর্ম হয়ে উঠতে পারেনি। মানবধর্মই প্রকৃত উদার ধর্ম।
@ronyhasnat8816Ай бұрын
এই বই টা কোথায় পাবো?মুল্য কত?
@Behappy000829 күн бұрын
@@poribortito_akash এই তথ্য কোথায় পেয়েছো বৎস?
@poribortito_akash29 күн бұрын
@@Behappy0008 কোরান আর হাদিসে আছে ভাই। আর আমার বয়স তোমার বাপের বয়সী হবে। তুমি কী মোহাম্মদের দাসী লাগানো জারজ সন্তান?
@rocho-lw9ts20 күн бұрын
@@poribortito_akash bhai tui Abal giri kora bondho kor... hedar ekta comment Sob jaigai kortesos 🤡🤡... Sby k jara jar Dhormo palon korte de...
@mBillahАй бұрын
এই পয়েন্টগুলো আমার অত্যান্ত ভালো লেগেছে.... উনি কতটুকু মিথ্যা বলতে পারেন? -যিনি ছোট থেকেই সত্যবাদি হিসেবে প্রমাণিত, সে কেন হঠাত মিথ্যা বলা শুরু করবেন? (যুদ্ধ ধোকার যায়গা বলা সত্যেও তিনি কখনও মিথ্যা বলেন নি। প্রয়োজনে ঘুড়িয়ে বলেছেন, পিয়োর মিথ্যা তার জীবনে নেই।) আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য? -না, ইতোমধ্যেই তিনি একজন সফল বিজনেসম্যান। তিনি সেগুলো ছেড়ে কেন দিবেন? (তিনি চাইলে খাদিজা (রাঃ) এর ব্যাবসা কন্টিনিউ করেই অনেক কিছু করে ফেলতে পারতেন।) বুদ্ধিমত্তার সাথে মানুষকে গাইড করার জন্য বানোয়াট গল্প বলেছেন? -না, তিনি যেটা বলতেন সেটা নিজেও বিশ্বাস করতেন। (নিজে যদি বিশ্বাস না করতেন, তবে অন্তত বদর এড়িয়ে যেতেন। ওহুদ+...) যা মনে আসছে, তাই বলে গেছেন। আধাপাগল ছিলেন? -না, এরকম লোকের পক্ষে একটা জাতী গঠন সম্ভব না।
@mdmizanurrahman956Ай бұрын
হুদাইয়ার সন্ধির নবীজী সা এর বিচক্ষণতার পরিচয় উনি খুব সুন্দর উপস্থাপন করছেন আলহামদুলিল্লাহ ভালো কিছু শিখলাম।
@learnfromalearner4488Ай бұрын
ইন শা আল্লাহ ধৈর্য এবং সহিষ্ণুতা এই দুটি বিষয় প্রয়োগ করতে হবে রাসুল স: এর মতো।
@farjanaaktar9892Ай бұрын
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। মন থেকে অনুষ্ঠানটি শুনছি। রাসুলের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল। আমি রাসুলের জীবনী এখনো পড়িনী।তবে আমি রাহিকুল মাখতুম বইটি কিনে রেখেছে পড়া শুরু করবো ইনশাআল্লাহ। আর আমার রাসূল( স:)জীবনী অডিও শুনেছি। যতই শুনি ততই রাসূলের প্রতি ভালোবাসা বেড়ে যায় আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। জাজাকাল্লাহ খাইরান।
@AlAmeenmulgramkasbabbariaАй бұрын
জীবন সহজ নয়,কিন্তু আল্লাহ পথে থাকলে বাধা আসবেই কিন্তু সবর করে এগিয়ে যেতে হবে সামনে থাকবে আল্লাহ সন্তুষ্টি জান্নাত নবিজি সাহাবা গন তাই করেছেন এই আলোচনা মুল কথা...
@FaizulHaque-dp5shАй бұрын
অসাধারণ এক আলোচনা, আমি একজন মাদ্রাসার ছাত্র হলেও এভাবে কখনো চিন্তা করে নি । • একটা কথা আমার খুবই ভালো লেগেছে : আমাদের এলার্ট থাকতে হবে , তবে তাড়াহুড়ো একশনে যাওয়া যাবে না।
@maidurrahmanmunna6814Ай бұрын
স্যার খুবই নম্র ভদ্র ও ভয়ংকর রকমের মেধাবী । স্যারের একটা ক্লাস সরাসরি করলে বুজতে পারতেন। বইয়ের বাহিরের কোন টপিক নিয়া প্রশ্ন করলে স্যার সুন্দর করে বুজিয়ে দেন
@saifulislamsaif9225Ай бұрын
সোহাগ ভাই আমার মাঝে প্রায়ই সময়ই দ্বিধাদন্দ্ব কাছ করে কিন্ত যখনই আপনার লেকচার শুনি তখনই আমার ঈমান পুরুজ্জীবিত হয়।
@poribortito_akashАй бұрын
আসিফ মহিউদ্দিন, মুফতি মাসুদ বা আসাদ নূরকে নিয়ে আসুন। একপাক্ষিকভাবে একটা ধর্ম ভালো বললে তো হবে না। ইসলাম দাস প্রথা রদ করতে সাহস পায় নি, এজন্য এই ধর্ম মহান বা সত্যিকারের উপরওয়ালার ধর্ম হয়ে উঠতে পারেনি। মানবধর্মই প্রকৃত উদার ধর্ম।
@Abusayid121Ай бұрын
@@poribortito_akashআপনি সব জায়গায় একই কমেন্ট করে বেড়াচ্ছেন কেন?
@nazibulsiam55558 күн бұрын
@@poribortito_akashইসলামে দাসপ্রথার প্রতি দৃষ্টিভঙ্গি একটি ঐতিহাসিক, সামাজিক এবং নৈতিক প্রেক্ষাপটে বোঝা গুরুত্বপূর্ণ। ইসলাম দাসপ্রথা একবারে রদ করেনি, তবে এটি দাসপ্রথা ধীরে ধীরে বিলোপ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইসলামের দাসপ্রথা নিয়ে দৃষ্টিভঙ্গি নিম্নরূপ: ১. ঐতিহাসিক প্রেক্ষাপট: ইসলাম ৭ম শতকে এমন একটি সমাজে উদ্ভূত হয়েছিল যেখানে দাসপ্রথা একটি প্রচলিত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যবস্থা ছিল। এটি তৎকালীন আরব সমাজের একটি বাস্তবতা ছিল। ইসলাম সম্পূর্ণ নতুন একটি ব্যবস্থা প্রবর্তন করার পরিবর্তে ধীরে ধীরে এই প্রথার সীমাবদ্ধতা আরোপ এবং পরিবর্তন আনার চেষ্টা করেছে। ২. দাসমুক্তির উৎসাহ: ইসলামে দাসদের মুক্তি দেওয়ার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে এবং এটি অনেক ক্ষেত্রে পুণ্যের কাজ বলে বিবেচিত হয়েছে। উদাহরণস্বরূপ: কাফফারা (প্রায়শ্চিত্ত): কিছু গুনাহের প্রায়শ্চিত্ত হিসেবে দাসমুক্তি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে (যেমন, অনিচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে বা রোজার নিয়ম ভাঙার ক্ষেত্রে)। সদকা ও দান: যাকাতের অর্থ দাস মুক্তির জন্য ব্যবহার করা যেতে পারে (কুরআন, সূরা আত-তাওবা, আয়াত ৬০)। ৩. মানবিক আচরণে গুরুত্বারোপ: ইসলাম দাসদের প্রতি অত্যন্ত মানবিক আচরণের নির্দেশ দিয়েছে। উদাহরণস্বরূপ: দাসদের সাথে পরিবারের সদস্যদের মতো আচরণ করতে বলা হয়েছে। তাদের উপর অতিরিক্ত চাপ না দেওয়ার এবং তাদের প্রতি অন্যায় আচরণ না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নবী মুহাম্মাদ (সা.) নিজেও দাসদের সঙ্গে ভালো আচরণ করতেন এবং অনেক দাস মুক্ত করেছিলেন। ৪. নতুন দাস তৈরি বন্ধের ব্যবস্থা: ইসলাম দাসত্বে নতুন লোকদের বাধ্য করার প্রক্রিয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। যুদ্ধের বন্দীদের দাসত্বে পরিণত করার ঐতিহ্য তখনকার প্রচলিত ছিল, কিন্তু ইসলাম বিকল্প ব্যবস্থা যেমন মুক্তিপণ বা বন্দী বিনিময়ের কথা বলেছে। ৫. প্রক্রিয়াগত বিলোপ: যদিও ইসলাম দাসপ্রথাকে একবারে নিষিদ্ধ করেনি, এটি এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে যা দাসপ্রথার বিলোপের দিকে অগ্রসর করেছে। এই নীতিগুলি ধীরে ধীরে দাসপ্রথাকে কমিয়ে আনতে সহায়তা করেছে। সাহস করেনি নাকি কৌশল অবলম্বন করেছে? ইসলাম সরাসরি দাসপ্রথা নিষিদ্ধ করেনি সম্ভবত সমাজের বাস্তবতা এবং অর্থনৈতিক কাঠামো বিবেচনায়। তবে এটি একটি নৈতিক কাঠামো ও সামাজিক পরিবেশ তৈরি করেছে যা ধীরে ধীরে দাসপ্রথার বিলোপে ভূমিকা রেখেছে। সরাসরি নিষিদ্ধ না করেও, দাসমুক্তি উৎসাহিত করার মাধ্যমে এটি দাসপ্রথার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছে। উপসংহার: ইসলামের দাসপ্রথার নীতি ছিল সমাজের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে একটি দীর্ঘমেয়াদী পরিবর্তন আনা। সাহসের অভাব নয় বরং প্রজ্ঞা ও ধীর কৌশলের মাধ্যমেই দাসপ্রথার বিলোপের পথ প্রশস্ত করা হয়েছে।
@nazibulsiam55558 күн бұрын
@@poribortito_akashইসলামে দাসপ্রথার প্রতি দৃষ্টিভঙ্গি একটি ঐতিহাসিক, সামাজিক এবং নৈতিক প্রেক্ষাপটে বোঝা গুরুত্বপূর্ণ। ইসলাম দাসপ্রথা একবারে রদ করেনি, তবে এটি দাসপ্রথা ধীরে ধীরে বিলোপ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইসলামের দাসপ্রথা নিয়ে দৃষ্টিভঙ্গি নিম্নরূপ: ১. ঐতিহাসিক প্রেক্ষাপট: ইসলাম ৭ম শতকে এমন একটি সমাজে উদ্ভূত হয়েছিল যেখানে দাসপ্রথা একটি প্রচলিত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যবস্থা ছিল। এটি তৎকালীন আরব সমাজের একটি বাস্তবতা ছিল। ইসলাম সম্পূর্ণ নতুন একটি ব্যবস্থা প্রবর্তন করার পরিবর্তে ধীরে ধীরে এই প্রথার সীমাবদ্ধতা আরোপ এবং পরিবর্তন আনার চেষ্টা করেছে। ২. দাসমুক্তির উৎসাহ: ইসলামে দাসদের মুক্তি দেওয়ার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে এবং এটি অনেক ক্ষেত্রে পুণ্যের কাজ বলে বিবেচিত হয়েছে। উদাহরণস্বরূপ: কাফফারা (প্রায়শ্চিত্ত): কিছু গুনাহের প্রায়শ্চিত্ত হিসেবে দাসমুক্তি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে (যেমন, অনিচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে বা রোজার নিয়ম ভাঙার ক্ষেত্রে)। সদকা ও দান: যাকাতের অর্থ দাস মুক্তির জন্য ব্যবহার করা যেতে পারে (কুরআন, সূরা আত-তাওবা, আয়াত ৬০)। ৩. মানবিক আচরণে গুরুত্বারোপ: ইসলাম দাসদের প্রতি অত্যন্ত মানবিক আচরণের নির্দেশ দিয়েছে। উদাহরণস্বরূপ: দাসদের সাথে পরিবারের সদস্যদের মতো আচরণ করতে বলা হয়েছে। তাদের উপর অতিরিক্ত চাপ না দেওয়ার এবং তাদের প্রতি অন্যায় আচরণ না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নবী মুহাম্মাদ (সা.) নিজেও দাসদের সঙ্গে ভালো আচরণ করতেন এবং অনেক দাস মুক্ত করেছিলেন। ৪. নতুন দাস তৈরি বন্ধের ব্যবস্থা: ইসলাম দাসত্বে নতুন লোকদের বাধ্য করার প্রক্রিয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। যুদ্ধের বন্দীদের দাসত্বে পরিণত করার ঐতিহ্য তখনকার প্রচলিত ছিল, কিন্তু ইসলাম বিকল্প ব্যবস্থা যেমন মুক্তিপণ বা বন্দী বিনিময়ের কথা বলেছে। ৫. প্রক্রিয়াগত বিলোপ: যদিও ইসলাম দাসপ্রথাকে একবারে নিষিদ্ধ করেনি, এটি এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে যা দাসপ্রথার বিলোপের দিকে অগ্রসর করেছে। এই নীতিগুলি ধীরে ধীরে দাসপ্রথাকে কমিয়ে আনতে সহায়তা করেছে। সাহস করেনি নাকি কৌশল অবলম্বন করেছে? ইসলাম সরাসরি দাসপ্রথা নিষিদ্ধ করেনি সম্ভবত সমাজের বাস্তবতা এবং অর্থনৈতিক কাঠামো বিবেচনায়। তবে এটি একটি নৈতিক কাঠামো ও সামাজিক পরিবেশ তৈরি করেছে যা ধীরে ধীরে দাসপ্রথার বিলোপে ভূমিকা রেখেছে। সরাসরি নিষিদ্ধ না করেও, দাসমুক্তি উৎসাহিত করার মাধ্যমে এটি দাসপ্রথার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছে। উপসংহার: ইসলামের দাসপ্রথার নীতি ছিল সমাজের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে একটি দীর্ঘমেয়াদী পরিবর্তন আনা। সাহসের অভাব নয় বরং প্রজ্ঞা ও ধীর কৌশলের মাধ্যমেই দাসপ্রথার বিলোপের পথ প্রশস্ত করা হয়েছে।
@SimplicityonitspeakАй бұрын
সিরাত পড়তে পড়তে কিছু দুনিয়াবি কাজের মাঝে তা চাপা পড়ে গিয়েছিল, তবে এখন এটি শোনার পর নতুন করে রাসুল সা. এর সিরাত নিয়ে পড়ার তাড়নায় মত্ত হয়ে উঠলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক।
@md.emranhossin6579Ай бұрын
ডাউনলোড করে রেখেছিলাম দেখবো অবশেষে শেষ করলাম;অসাধারন আলোচনা, তবে মনোযোগীর সাথে দেখতে পারলে নিজের মধ্যো সহিষ্ণুতা জন্মাবে মনেকরি।
@mdjayediqbal8174Ай бұрын
কারও যদি ঈমানী দুর্বলতা থাকে সে যেন আলোচনাটা মনোযোগ দিয়ে শুনে।ইসলাম যে আল্লাহর মনোনীত সর্বশেষ যুগোপযোগী বিধান তা বুঝতে অনেক সহজ হবে এবং কোন সন্দেহ থাকলে তাও দূর হবে।পশ্চিমের দুনিয়ায় কোনো সুখ - শান্তি নেই। শুধুই অস্থিরতা ,অশান্তি আর সুখের অভিনয়। তাদের হাসিটাও অভিনয়ের অস্বাভাবিক অট্টহাসি। যাইহোক আলোচনাটা অসাধারণ ছিল। ঈমান আরও বেশি শক্তিশালী হলো।
@Engr_RajuАй бұрын
অসাধারণ একটি আলোচনা। পুরোটাই মনোযোগ দিয়ে শুনলে ঈমান বাড়বেই। ধন্যবাদ ড. রেজোয়ান খান স্যারকে। পাওয়ার গ্রিডের চেয়ারম্যান হিসেবে আপনাকে পেয়ে আমরা গর্বিত। ❤️
@poribortito_akashАй бұрын
ইসলাম দাস প্রথা রদ করতে সাহস পায় নি, এজন্য এই ধর্ম মহান বা সত্যিকারের উপরওয়ালার ধর্ম হয়ে উঠতে পারেনি। মানবধর্মই প্রকৃত উদার ধর্ম।
@md.shiponali1139Ай бұрын
আপনি এমন একটা ইনক্লুসিভ সোসাইটি দেখাতে পাৰবেন যেখানে আপনাৰ কথিত দাস সামাজিক মৰ্যাদা পেয়েছে। ৰাসূল স. দাস মুক্ত কৰতে উৎসাহিত কৰেছেন এবং তাদেৰ সাথে আমাদেৰ কিৰূপ ব্যবহাৰ হবে তা সুস্পষ্ট নিৰ্দেশ দিয়েছেন। এমনকি আপনি বেলাল ৰা. ঘটনা পড়লে বুঝতে পাৰবেন একজন দাস কে ৰাসূল স. কতটা মৰ্যাদা দিয়েছেন তাঁৰ আমালেৰ জন্য। অন্যদিকে আপনি একটা উদাহৰণ দিতে পাৰবেন কি ! যেখানে পতিতালয় গড়াকে ব্যাক্তি স্বাধীনতা মনে কৰা হয়েছে । যাৰ কাৰনে কত ব্যাপক সামাজিক সমস্যা বেড়েছে। কিন্তু ইসলাম দাস মুক্ত কে ভালো কাজ বলেছে এবং তাদেৰ কে সামাজিক নিৰাপত্তা দেওয়া হয়েছে । তাৰ সাথে কোনো খাৰাপ আচৰণ কৰলে তাৰ প্ৰতিদান সম্পৰ্কে সাবধান কৰা হয়েছে।
@nazibulsiam55558 күн бұрын
@@poribortito_akashইসলামে দাসপ্রথার প্রতি দৃষ্টিভঙ্গি একটি ঐতিহাসিক, সামাজিক এবং নৈতিক প্রেক্ষাপটে বোঝা গুরুত্বপূর্ণ। ইসলাম দাসপ্রথা একবারে রদ করেনি, তবে এটি দাসপ্রথা ধীরে ধীরে বিলোপ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইসলামের দাসপ্রথা নিয়ে দৃষ্টিভঙ্গি নিম্নরূপ: ১. ঐতিহাসিক প্রেক্ষাপট: ইসলাম ৭ম শতকে এমন একটি সমাজে উদ্ভূত হয়েছিল যেখানে দাসপ্রথা একটি প্রচলিত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যবস্থা ছিল। এটি তৎকালীন আরব সমাজের একটি বাস্তবতা ছিল। ইসলাম সম্পূর্ণ নতুন একটি ব্যবস্থা প্রবর্তন করার পরিবর্তে ধীরে ধীরে এই প্রথার সীমাবদ্ধতা আরোপ এবং পরিবর্তন আনার চেষ্টা করেছে। ২. দাসমুক্তির উৎসাহ: ইসলামে দাসদের মুক্তি দেওয়ার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে এবং এটি অনেক ক্ষেত্রে পুণ্যের কাজ বলে বিবেচিত হয়েছে। উদাহরণস্বরূপ: কাফফারা (প্রায়শ্চিত্ত): কিছু গুনাহের প্রায়শ্চিত্ত হিসেবে দাসমুক্তি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে (যেমন, অনিচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে বা রোজার নিয়ম ভাঙার ক্ষেত্রে)। সদকা ও দান: যাকাতের অর্থ দাস মুক্তির জন্য ব্যবহার করা যেতে পারে (কুরআন, সূরা আত-তাওবা, আয়াত ৬০)। ৩. মানবিক আচরণে গুরুত্বারোপ: ইসলাম দাসদের প্রতি অত্যন্ত মানবিক আচরণের নির্দেশ দিয়েছে। উদাহরণস্বরূপ: দাসদের সাথে পরিবারের সদস্যদের মতো আচরণ করতে বলা হয়েছে। তাদের উপর অতিরিক্ত চাপ না দেওয়ার এবং তাদের প্রতি অন্যায় আচরণ না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নবী মুহাম্মাদ (সা.) নিজেও দাসদের সঙ্গে ভালো আচরণ করতেন এবং অনেক দাস মুক্ত করেছিলেন। ৪. নতুন দাস তৈরি বন্ধের ব্যবস্থা: ইসলাম দাসত্বে নতুন লোকদের বাধ্য করার প্রক্রিয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। যুদ্ধের বন্দীদের দাসত্বে পরিণত করার ঐতিহ্য তখনকার প্রচলিত ছিল, কিন্তু ইসলাম বিকল্প ব্যবস্থা যেমন মুক্তিপণ বা বন্দী বিনিময়ের কথা বলেছে। ৫. প্রক্রিয়াগত বিলোপ: যদিও ইসলাম দাসপ্রথাকে একবারে নিষিদ্ধ করেনি, এটি এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে যা দাসপ্রথার বিলোপের দিকে অগ্রসর করেছে। এই নীতিগুলি ধীরে ধীরে দাসপ্রথাকে কমিয়ে আনতে সহায়তা করেছে। সাহস করেনি নাকি কৌশল অবলম্বন করেছে? ইসলাম সরাসরি দাসপ্রথা নিষিদ্ধ করেনি সম্ভবত সমাজের বাস্তবতা এবং অর্থনৈতিক কাঠামো বিবেচনায়। তবে এটি একটি নৈতিক কাঠামো ও সামাজিক পরিবেশ তৈরি করেছে যা ধীরে ধীরে দাসপ্রথার বিলোপে ভূমিকা রেখেছে। সরাসরি নিষিদ্ধ না করেও, দাসমুক্তি উৎসাহিত করার মাধ্যমে এটি দাসপ্রথার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছে। উপসংহার: ইসলামের দাসপ্রথার নীতি ছিল সমাজের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে একটি দীর্ঘমেয়াদী পরিবর্তন আনা। সাহসের অভাব নয় বরং প্রজ্ঞা ও ধীর কৌশলের মাধ্যমেই দাসপ্রথার বিলোপের পথ প্রশস্ত করা হয়েছে।
@sumonbabu-gg4jpАй бұрын
অসাধারণ আলোচনা এই সিরাতের বইটা পড়বো পড়বো করে পর হয়ে উঠছিল না। এখন মনে হচ্ছে পড়া শুরু করবো খুব শীগ্রই insha'Allah ❤❤❤ আল্লাহ্ আপনাদের নেক হায়াত উত্তম যাযা দান করুন আমিন
@NIKhan-ug1wjАй бұрын
আলহামদুলিল্লাহ। এক কথায় চমৎকার আলোচনা। সবচেয়ে মজার বিষয় হলো আপনারা ২ জনই " U" turn করে ইসলামে ফিরে এসেছেন। আমার বিশ্বাস আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই বুঝতে পারেন। আর তারাই জ্ঞানী যারা ঈমানদার। শুধু পড়লেই জ্ঞানী হওয়া যায় না। পড়ার সাথে লাগে সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞান। আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বের যুবসমাজকে জাগিয়ে তুলতে আপনাদের মত চতুর্মুখী জ্ঞানের আলোতে আলোকিত মানুষের এগিয়ে আসা এখন সময়ের দাবি।
@simranahmed85Ай бұрын
ইসলাম বিশ্বাসে ওনার লজিক ও উত্তর প্রমান করে দেয় ইসলাম সত্য ধর্ম। নবী (সাঃ) এর চরিত্র না বুঝে ধর্মে বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ বিষয়।সাম্প্রতিক নবী (সাঃ) জীবন শুনতে শুনতে হৃদয় ভরে উঠে। কি চমৎকার আলোচনা- গভীরভাবে ভাবার বিষয়।
@Salimctg43Ай бұрын
আজকের অতিথিকে আমন্ত্রণ জানানোর জন্য রকমারিকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা থেকে অনেক কিছু শেখার আছে। যেমন- আমাদের নেতৃত্ব কেমন হওয়া উচিত, তরুণরা সামনের দিনগুলোতে কেমন ভূমিকা রাখা উচিত, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া। এছাড়া হুদাইয়ার সন্ধির নবীজী সা এর বিচক্ষণতা নিয়ে অতিথির আলোচনা খুব ভালো লেগেছে। আর রাহিকুল মাখতুম বইটি সম্পর্কে আলোচনা ভালো লেগেছে।
@shahriar_nazimАй бұрын
MashaAllah অসাধারণ আলোচনা। এই আলোচনা শোনার পর রাসূল সা: এর "সিরাহ" আরো গভীর পারস্পেক্টিভ থেকে পড়তে এবং অনুধাবন করতে পারবো InShaAllah. JazakAllah for this type of Discussion videos. 💜
@romjanmahmud5654Ай бұрын
এখানের থেকে জানতে পারলাম নিজের ঘনিষ্ট মানুষ ,যেমন মা, বাবা, ভাই , বন, কাকা, ইত্যাদি, 2টা ভাগ হয়েছিলেন, এক ভাগ ছিলেন ,রাসূলের পক্ষে, আর এক ভাগ ছিল, নিজের বাপ দাদার, ভুলের ভিতরে, তাই আমি এটা ভুজতে পারছি, যে আমাকে জানতে হবে আগে, আসলে, আমি কোন মানুষের উপর নির্ভর করে, দিন পালন, করছি, তাই আমার মনে হয় গেন অর্জন করতে হবে আল্লাহ তায়ালার পেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে, আপনাদের অসখ ধন্যবাদ, এরকম একটা এপিসোড ,তৈরি করার জন্য ❤❤ আল্লাহ্ আমাদের সঠিক দিন বুজার তৌফিক দান করুক আমিন ❤
@tanvir29khanАй бұрын
আসলে এই ভিডিও টা আমার জীবনে এমন সময় আসলো আমি কি যে বলবো, এক্কেবারে সঠিক সময়. অনেক অনেক ধন্যবাদ আপনাদের ধন্যবাদ ধন্যবাদ
@mdmainmiahАй бұрын
❤❤ May Allah guide you😊
@studycircle594Ай бұрын
যে ৩টি জিনিস নতুন করে উপলব্ধি করলামঃ ১/ নিজের কাজটা প্রাণপনে চেস্টা করে যাওয়া ও আল্লাহর কাছে সাহায্য চাওয়া কারন নিয়ামত তারই হাতে, আমি অনেক চেশটা করেও আমার জন্য নির্ধারিত জিনিসের বেশি কিছু পাব না ২/ মাশোয়ারা বা পরামর্শ অনেক মুল্যবান জিনিস, একজন ভালো শ্রোতা হওয়া জরুরি ৩/ চরিত্রের কমনিয়তা এবং দৃড়তা দুইটাই জরুরি
@engineeringview3388Ай бұрын
আলহামদুলিল্লাহ অনেক পজেটিব বিষয় পুংখানু ভাবে বুজেয়ে দিয়েছেন। যা আমি আর রাহীকুল মাখতুম পড়েও এতো ভালোভাবে বুজতে পারিনি। অনেক ধন্যবাদ।
@shamimhossain-bn2xpАй бұрын
আলহামদুলিল্লাহ, অসাধারণ আলোচনা। মনে হচ্ছিল যেন তাড়াতাড়ি শেষ কথা গেলো। আরও শুনি... আরও শুনি।💝💝
@rabbychowdhury1059Ай бұрын
অসাধারণ আলোচনা.... ❤.... স্যার এত সুন্দর আর স্পষ্টবাদী ভাষায় Explain করলেন যে উনার ভাষাশৈলীর প্রশংসা না করলেই নয়।। ধন্যবাদ বিজ্ঞ স্যার।।❤।।
@mdabuubaidaadeel615927 күн бұрын
আলহামদুলিল্লাহ, নতুন করে আবার রাসুলের জীবনী পড়ার জন্য অনুপ্রাণিত হয়েছি দৃষ্টিভঙ্গিকে বদলিয়ে লজিক খাঁটিয়ে মাথায় গেঁথে নেওয়ার মেথটটি খুবই চমৎকার। উনার জীবনের অভিজ্ঞতার মধ্যে ওয়েস্টার্ন কালচারের যে অস্থিরতা ডিপ্রেশন ম্যারেজ-ডিভোর্স ইত্যাদির জন্য উনার ইসলামের দিকে আশার বিষয়টি খুব ভালো লেগেছে।
@Saifullah-ie7zlАй бұрын
কলিজা ঠান্ডা করা আলোচনা।❤ আল্লাহ আপনাদের জ্ঞানে আরও বারাকাহ দান করুক।
@NoorNawaalАй бұрын
Treaty of Hudaibiya was a really peach treaty, lots of lesson we can learn. After Hijrah treaty with Jews and Christian was also a lesson for us. One event was missing that was rejecting from Taif and how he dealt with Taif. Allahu akbar. Excellent discussion, Alhamdulillah
@Rakibulhasan-p5oАй бұрын
বতমান জেনারেশন এর জন্য ভাই এগুলোও খুবই দরকার। এমন কিছু বই নিয়ে কথা বলা দরকার পোলাপান এসব বই সম্পর্কে খুব কমই জানে। মাশা-আল্লাহ ভাইয়া এসব নিয়ে আরও আলোচনা করবেন
@aminhossain665122 күн бұрын
জাজাকাল্লাহ খায়রান। হুদায়বিয়ার সন্ধি আর রোম পারস্যে দূত পাঠানোর ব্যাপারটা এভাবে আগে ভাবি নি। আপনাদের জন্য দোয়া রইলো।
@sabirh5046Ай бұрын
সোহাগ ভাইয়ের কথা সারাদিন সারারত শুনলেও আরও শুনতে মনে চায়
@nazmussaquib2125Ай бұрын
পুরো আলোচনা থেকে আমি নিজেকে অন্যভাবে চিনতে পেরেছি। একই সাথেকসিদ্ধান্ট নিলাম আবারো প্রতিদিন নিয়ম করে রাসূলুল্লাহ সা এর জীবনী প্রতিদিন নিয়ম করে আবার পড়া শুরু করবো ইনশাআল্লাহ।
@habibatabassum69123 күн бұрын
বইটি পড়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এরকম আলোচনা আমাদের ইমানকে শক্ত করে। ধন্যবাদ স্যারদেরকে এবং রকমারিকে।
@RabeyaIslam-w5l2 күн бұрын
এই ভিডিও দেখে মনে হচ্ছে,আমরা শুধু নামে মুসলিম। ইসলাম সম্পর্কে অনেক কিছু জানা বাকি। এই ভিডিও দেখেও অনেক কিছু শিখলাম। খুব ভালো লাগল ভিডিও টা। ইসলাম সম্পর্কে জানার আগ্রহ আরো বেড়ে গেলো।
@6tamalАй бұрын
For the last 3 to 4 years I have been trying to read this book which my wife gave to me to read and learn the biography of our dearest prophet Muhammad (SW). alha'mdulillah recently I have started to read the book again. Today I have seen this podcast and it helps me to encourage my eagerness to read this book again. Alha'mdulillah ALLAH has given me this opportunity to hear this discussion. May ALLAH have mercy on sohag Vai and sir for this beautiful discussion of this excellent book.
@mdmainmiahАй бұрын
May Allah bless you and your wife. You are a lucky husband.
@7hid-4714 күн бұрын
Bhai boi tar nam ki?
@AsadAsad-y6uАй бұрын
আল্লাহ স্যারকে কবুল করুন। এমন মহান মানুষকে টিভি টকশোতে আনেনা কেউ। আনলে জাতি উপকৃত হতো।
@ummemohammads18 күн бұрын
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর লজিক্যাল আলোচনা। আমি ১ টা বিষয়ে সতর্ক করতে চাই যে, আমাদের বিশ্ব নবীর নাম যতবার উচ্চারণ করব ঠিক ততবার দূরুদ পাঠ করতে হবে। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।❤
@Salahuddin330Ай бұрын
আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শোকরগুজার এই জন্য যে আমরা পুরো আলোচনাটা ধীর স্থির ভাবে শুনতে পারলাম আজকের আলোচনা থেকে অনেক নতুন ত্বত্ত্ব জানতে পারলাম ভিন্ন আঙ্গিকে, ভিন্ন দৃষ্টিতে। আমরা সচারাচর পড়ি কিন্তু স্যার মতো করে ভাবতে পারি না। স্যার এর প্রশ্ন করার ধরণ ও কৌতুহোল আমাকে বারবার স্পর্শ করেছে। যেমন, তিনি রাসূল সাঃ কে আলি্টমেটলি মিথ্যুক,প্রতারক, ধোকাবাজ ভাবতেন। যত বারই তিনি প্রশ্ন ছুড়েছেন ততবারই ওনি ওই মানসিকতা থেকে বের হতে পারেন নাই। যাই হোক ওনার প্রশ্ন ও উত্তর গুলো ধরন ভিন্ন ছিলো।( কি করছে, কেনো করছে, কি লাভ বা ক্ষতি) ইত্যাদি আমরা আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারি। রাসুল সাঃ এর সিদ্ধান্ত গুলো যদি পরখ করে দেখতে চাই তাহলে দেখা যাবে তার সিদ্ধান্ত গুলো প্রাথমিক ভাবে অযুক্তি মনে হলে ও কার্যকর ছিলো। রাসুল সাঃ লিডার থাকাবস্তায় ও অন্যান্যদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন। যেই গুণটা আমাদের মাঝে একেবারে অনুপস্থিত। রাসঁল সাঃ মক্কা বিজয়ের পর সকলেকে ক্ষমা করে দিয়েছেন। এটা খুবই আশ্চর্যের বিষয়। যাকে দীর্ঘ( ১৮- ২০ বছর) অত্যাচার করেছে মক্কা বাসীরা ঠিক সেই মক্কা বিজয় করার পর অত্যাচারীদের কে কিভাবে তিনি ক্ষমা করতে পারেন?? আমরা হলে তো সব ধ্বংস করে ছাড়তাম( আমাদের দেশের রাজনীতি) রাসুল সাঃ এর একটি গুন আরও আশ্চর্য যে তিনি রাগান্বিত হলে কাউকে কিছুই বলতেন না। যা আমরা কন্ট্রোল করতে পারি না। রাসুল সাঃ জীবনকে দুটি ভাগে ভিক্ত করার পর( মাক্কীও মাদানী) সেখান থেকে আমরা মাক্কীতে তাকে প্রচন্ডভাবে ধৈর্য্যশীল দেখতে পাই। আর মাদানী জীবনে যুদ্ধের মধ্যেই কাটল।( যদিও তিনি নিজ থেকে যুদ্ধ করতে চান নাই) । রাসুলের সাঃ এর জীবন থেকে যা বেশি পরিমানে শিখতে পারলাম তা হলো শত বাধা বিপত্তি,চড়াই ওতড়াই, সমস্যার মধ্যে পতিত হয়েও হতভম্ব এবং দিশেহারা হওয়া যাবে না। আল্লাহর উপর ভরসা করে ধৈর্য্য এবং সৎ সাহস নিয়ে মোকাবিলা করতে হবে। আল্লাহ আমাকে সহ সকলকে সুস্থ রাখুন, এই কামনা করেই শেষ করছি। শুভ অনাগত অপরাহ্ন 🥰 সোহাগ ভাই কে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান
@poribortito_akashАй бұрын
ইসলাম দাস প্রথা রদ করতে সাহস পায় নি, এজন্য এই ধর্ম মহান বা সত্যিকারের উপরওয়ালার ধর্ম হয়ে উঠতে পারেনি। মানবধর্মই প্রকৃত উদার ধর্ম।
@Salahuddin330Ай бұрын
@poribortito_akash এখনো কি দাস প্রথা আছে জনাব??????
@Salahuddin330Ай бұрын
@poribortito_akash জানেন কম বুঝেন বেশি
@TanvirificАй бұрын
বড় বড় মানুষ গুলো এত সাদাসিদে কেনো? জীবনের উপলব্দি বোধহয় আসেনি আমার এখনো, রঙ্গিনের পিছন ছুটছি।
@AtiyarrahamanMallikАй бұрын
আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা হয়েছে
@mmkhan537321 күн бұрын
উনি জ্ঞানী হইতে পারেন কিন্তু উনি ব্যবসার প্রফিট ছাড়া আর কিছু বুঝে না, উনার মাঝে kindness bolte kissu nai. খুবই চতুর প্রকৃতির মানুষ যাকে অনেক কাছে থেকে দেখেছি।
@mahadihassananik8777Ай бұрын
I had done my thesis under his supervision. Really A great Teacher & Mentor.
@mkr2080Ай бұрын
১। লিডারশিপ কেমন হওয়া উচিত এই বিষয়টা অপ্লের মধ্যে চমৎকার ভাবে বলেছেন স্যার। ২। পাশ্চাত্যের উন্নত দেশ গুলোর ফ্যামিলি গুলো সুখী হচ্ছে না কেন। এটা খুব ভালো একটা শিক্ষা। ৩। ইসলামকে জানতে হবে। জানতে হলে প্রসেসটা কেমন হবে। ৪। মতামত ভিন্ন হতেই পারে। এখানে অন্য মতের প্রতি চরমপন্থা অবলম্বন করা যাবে না। ইসলামে একাধিক মত থাকতে পারে।
@MahbubOsmaneDMAАй бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ! এটা আমার জীবনের বেস্ট একটা ভিডিও, জাজাকুমুল্লাহ!
@mariaakter5640Ай бұрын
প্রাণবন্ত আলোচনা ❤
@SameeKhanSameeАй бұрын
উনি আমার টিচার। এবং আমার দেখা মতে সবচেয়ে টেলেন্টেড পার্সন।
@TaslimaAkter-q6rАй бұрын
Tai?
@poribortito_akashАй бұрын
ইসলাম দাস প্রথা রদ করতে সাহস পায় নি, এজন্য এই ধর্ম মহান বা সত্যিকারের উপরওয়ালার ধর্ম হয়ে উঠতে পারেনি। মানবধর্মই প্রকৃত উদার ধর্ম।
@Abusayid121Ай бұрын
@@poribortito_akash ইসলাম দাস প্রথা কে চরমভাবে নিরুৎসাহিত করেছে। এর প্রমাণ হলো যে কোন অন্যায়ের ক্ষতিপূরণ হিসেবে ইসলামে দাস মুক্তির কথা বলা হয়েছে। এমন গোনাহ যার প্রায়শ্চিত্ত দুর্বোধ্য সেখানে দাস মুক্তির মাধ্যমে প্রায়শ্চিত্ত গ্রহণ করতে উদ্বুদ্ধ করা হয়েছে। আধুনিক জামানায় "স্বাধীন" শ্রমিকরা যেই অধিকার পায় তৎকালীন জামানায় "পরাধীন" শ্রমিকরা ইসলামের ছায়াতলে তার চেয়ে বহুগুণ অধিকার ও সুবিধা পেয়ে থাকতো। যারা এর লংঘন করতো তাদের সম্পর্কে ইসলামের হুঁশিয়ারি এবং ইসলামী শরিয়ার কঠোর আইন উক্ত বিষয়ের সাক্ষী বহন করছে। ইসলাম সম্পর্কে সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য আমাদেরকে ব্যাপক চিন্তা ভাবনা, তুলনামূলক বিশ্লেষণ ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রয়োগ ঘটানো উচিত। সেই সাথে সত্য গ্রহণ করে নেওয়ার মানসিকতার চর্চা করা উচিত।
@simranahmed85Ай бұрын
@@poribortito_akashভুল ধারনা, ইসলাম কখনোই দাসপ্রথাকে উৎসাহিত করেনি। আর তৎকালীন দাসপ্রথা কখনোই আমেরিকান দাস প্রথার মত ছিলনা। ইসলামে যাকাতের টাকা খরচের যেই ৮ খাত তার মধ্যে উল্ল্যেখযোগ্য খাত হল দাসমুক্তি, নবী সাঃ অসংখ্য বার দাস মুক্তি করেছেন। তিনি ব্যক্তিগতভাবে কোন দাস দাসী গ্রহন করেননি। পড়াশোনা করেন ঠিকভাবে তাহলে জানতে পারবেন।
@ishita-HSC24Ай бұрын
@@poribortito_akash আপনি হয়তো জানেন না এখনো অনেক দেশে দাসপ্রথা বিদ্যমান, মুসলিমরা সেই দাস কিনে যদি ফ্রি করে দেয়, তাহলে হজ্জের সমান সওয়াব হয়।🤗
@bmv2474Ай бұрын
আল্লাহর রহমতে অনেক কিছু শিখছি তবে ইন্সপায়ার হইলাম আর রাহিকুল মাখতু এই বইটা পড়ার জন্য নিয়ত করলাম ইনশাল্লাহ পড়বো
@JoynabAkter-o5wАй бұрын
আমি আপনাদের আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনলাম, অনেককিছু জানলাম,একটা পয়েন্ট আমার মনে হল আমাদের ইসলামিক দল, ওয়ায়েজ, মুফতি মাওলানারা মানতে চাননা এটা যে , আল্লাহর রাসুলুল্লাহ সাঃ আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের রঃ সফরে পাঠালেন নির্দিষ্ট স্থানে পৌঁছে আছরের নামায পড়ার কথা বলেছিলেন, ওয়াক্ত হয়ে যাওয়ার কারনে কেউ কেউ ওয়াক্তের স্থানেই পড়লেন, আবার কেউ কেউ নির্দিষ্ট স্থানে গিয়ে পড়লেন রসুলল্লাহ’সাঃ কথা অনুযায়ী ,, কিন্তু রাসুলুল্লাহ সাঃ আলাইহি ওয়াসাল্লাম দু'দলকেই সঠিক বলেছেন ,, এরকম অনেক সত্যি ঘটনা নিয়েই একজন আরেকজনকে কাফের, আকিদা বিরোধী বলতে দ্বিধা করে না, ,, এ ব্যাপারগুলো নিয়ে আলোচনা হলে আমার মনে হচ্ছে সাধারণ জনগন উপকৃত হত,, এখন তারা পুরোপুরিই বিভ্রান্ত। হককেও বাতিল মনে করে, মহান আল্লাহতাআ'লা সঠিকটা বুঝার তওফিক দান করুন
@md.rasedulislam4750Ай бұрын
আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ স্যারের কথাগুলো মনোমুগ্ধের মত শুনলাম রাসুলুল্লাহ সাঃ এর জীবনী আমি পড়েছি শোনাও হয়েছে আলহামদুলিল্লাহ আমি নিজেও চিন্তা করি একজন লিডার কেমন হলে পূরো একটা জাতি পরিবর্তন করে দিতে পারেন। আমার একটা জিনিস খুব ই অবাক লাগে একজন মানুষ অন্যদের সাথে কিভাবে মিশলে কিভাবে তাদের সাথে চলাফেরা করলে সবাই ভাবতে পারে তিনি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ স্যারকে উত্তম পুরস্কার দান করুক সোহাগ ভাই সহ রকমারি কেও উত্তম পুরস্কার দান করুক। যারা শুনলাম তাদের শিক্ষা নেওয়া এবং যারা শুনেননি তাদের শুনার তাওফিক দান করুক। সবাইকে রাসুলুল্লাহ সাঃ এর জীবনী জেনে উনার আদর্শে নিজের জীবন সাজিয়ে আল্লাহ সুবহানা ওয়া তায়ালার সন্তস্টি অর্জন করে আমাদের আলটিমেট ডেস্টিনেশন জান্নাতুল ফেরদৌসের অধিবাসী হতে পারি সেই তাওফিক আল্লাহ আমাদের দান করুক আমিন।
@maidurrahmanmunna6814Ай бұрын
রিজওয়ান স্যার আপনি একজন G.O.A.T ❤
@mollaahmed9261Ай бұрын
Alhumdulillah , happy to see two talented person discussing about our prophet life story ! Dowa for you both from my heart....
@SafwanRahman-p5zАй бұрын
শিক্ষণীয় একটি আলোচনা। বিশেষ করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনকে কিছু নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করি। এর বাইরেও যে ভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে তাঁর জীবন থেকে শিক্ষা নেওয়া যায় তা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম। আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে বরকতময় করুন, আমিন।
@arifanazneen6906Ай бұрын
রাসুলুল্লাহ (স) হলেন অনুসরণীয় লিডার। একজন লিডারের ন্যুনতম যে গুনগুলি থাকতে হবে তা হচ্ছে (১) কথা শোনা (২) বিনয়ী থাকা (৩) বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া
@md.kawsarhossainАй бұрын
স্যারের কথা গুলো খুব মোলায়েম মানে কঠিন আন্তরের মানুষ ও গলে যাবে।
@akm839Ай бұрын
Amazing, very interesting knowledge able discussion. I enjoyed the discussion of my two favorite scholar .
@sumonentertainment09Ай бұрын
আল্লাহু আকবার। হায়রে আলেমরা কিছু আলেম আছে হাজার হাজার টাকা দিয়ে। ওনাদের আনা হয়। ওনারা এসে হাসি তামাসা কৌতুক করে ছলে যায়। আর এই দুইজন জেনারেল লাইনের মানুষ কি সুন্দর নবির জিবনি নিয়ে আলোচনা করলো । ধন্যবাদ স্যার আপনাদের।
@mdabubakarsiddique2297Ай бұрын
মাশা আল্লাহ, অনেক সুন্দর আলোচনা।
@ShahidImam-x4fАй бұрын
পরমত সহিষ্ণুতার কথাটি আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়া স্যার যেভাবে বিভিন্ন হাইপোথিসিস দাঁড় করিয়ে এবং পর্যালোচনা করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করেছেন সেটাও আমার কাছে খুব ভালো লেগেছে। স্যার এবং সোহাগ ভাই উভয়ের জন্য শুভকামনা রইল। ❤
@masudrahman4387Ай бұрын
I was direct student of Dr. Rezwan Khan at BUET. Also, his sister was also Physics teacher, she took our Physics lab in BUET. Always admired both of them, Masha Allah. Heard their father was Education Secretary either during Pakisan or early era of Bangladesh.
@sumiahjahan7496Ай бұрын
ডা কামরুল ইসলামের সাথে এমন একটা আলোচনা চাই। যারা যারা একমত লাইক দিয়েন 👍
@infoledgesАй бұрын
Interesting part: 1. Following a hypothesis testing method in order to reach to conclusions regarding the role of our Prophet (PBUH). 2. How two different approaches to same obligation (praying Asr in different times) could be considered as valid. Learning points: 1. Not to speak when you are angry from the point of prophet’s being silent during extreme anger. 2. Ledership means listening carefully and supporting innovations (war of khaibar) 3. Not creating offence while rejecting ideas ( a practice of the guest) Realization: It is important not to be biased when you are critical and analytical.
@nifazuddin1410Ай бұрын
প্রতি সপ্তাহে সোহাগ ভাইয়ের একটা ভিডিও চাই। এ মানুষটাকে কতটুকু ভালবাসি তা বলে বোঝাতে পারবো না ❤️❤️❤️
@muhammadhaque389117 күн бұрын
মাশাআল্লাহ খুবই সুন্দর আলোচনা যদি কেউ এক মাত্র আল্লাহ রব্বুল আলামিন কে নিজের প্রভু এবং একমাত্র ইবাদতের অধিকারী মেনে নিতে চায় আল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই পথ দেখান. তবে জ্ঞানের কোন বিকল্প নেই. বিশেষ করে কোরআন হাদীসের জ্ঞান.
@azizahmedimran7605Ай бұрын
চমৎকার একটা আলোচনা।খুব ভালো লাগল। মহান আল্লাহ আপনারা সবার মহৎ উদ্দেশ্য কবুল করুন।
@MasterSaidul7 күн бұрын
আসসালামুয়ালাইকুম। স্যারের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ যেন দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন আমীন আমীন। সোহাগ ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন নেক হায়াত এবং দ্বীনের জন্য আরো বেশি কাজে লাগান। ভিডিও দেখছিলাম আর দু'জনের নূরানী চেহারা দেখে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছি নেক হায়াতের জন্য। প্রবাস থেকে এতো ভালো একটি অনুষ্ঠান দেখতে পেরে ভাগ্যবান মনে করছি।
@ORMOVIE100Ай бұрын
দুইজন সাধারণ মানুষ কিন্তু অসংখ্য আলেম এর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করলো! তা ও কোনো হাদিয়া ছাড়া, একই সময় কোনো মাহফিল মঞ্চে ৫০০০০ টাকা দিয়ে মনগটকাহিনী বলতে ব্যস্ত!
@amaturkarim6527Ай бұрын
অনেক সুন্দর কথা লিখলেন।
@islamictv2424Ай бұрын
রাসূলের আদর্শে রয়েছে আমাদের জন্য চির মুক্তি ❤
@MohammadImran-kv8ekАй бұрын
Greatest man on earth, Mohammad PBUH.
@safeworkzone-n4eАй бұрын
সাঁরকে আমার পক্ষ থেকে সালাম এবং ভালবাসা পৌঁছে দিবেন। আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিক।
@MohammadNayeem-d9cАй бұрын
First of all, thanks to Allah for allowing me to see, hear, and understand the message in this video. Through it, I am once again reminded that "Whatever happens is Allah's will; there's no need to overthink the results. The outcome is not in my hands. My responsibility is to put in my best effort and do my work best."
@monwaramoni5802Ай бұрын
আজকের আলোচনার বিষয়টি খুব ভাল লাগল । ❤❤এই রকম আলোচনা আবারও দেখতে চাই ।ধন্যবাদ
@syedhabil719527 күн бұрын
Very worthy and pragmatic discussion...Alhamdulillah......
@Life.with.nature.beautyАй бұрын
অসাধারন বই কথার সব পর্বই আমার খুব ভালো লাগে , তবে আজকের পর্ব সব থেকে অন্য রকম ভালো লাগা কাজ করেছে. আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস ও জীবন দর্শন কতটা গুরুত্ব পূর্ন তা আমি অনেকটা বেশি উপলব্ধী করতে পেরেছি. এমন পর্বের জন্য সব সময় অপেক্ষায় থাকবো.
@YeasinEshaАй бұрын
Amar onek prio oner Manus Rezwan Sir. He was our VC and I pray that May Allah keep him in sound health
@mazharulislam6320Ай бұрын
Amrai last paisilam. :) Dekhtam Sir k.
@candle0001Ай бұрын
সমগ্র আলোচনা জুড়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। যেগুলো আমার মধ্যে রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সমগ্র জীবনী পড়ার আগ্রহের জন্ম দিয়েছে। সবগুলো উল্লেখ করা সম্ভব নয়। সবার উদ্দেশ্যে কয়েকটি পয়েন্ট তুলে ধরতে চাই। • সত্যবাদিতা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ, এ কথায় কোনো সন্দেহ নেই। কারণ তার হাত ধরেই একটি কলুষিত জনগোষ্ঠী সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছিল। এছাড়াও বর্তমানে সারা বিশ্বে একটা বিশাল জনগোষ্ঠী তারই অনুসারী। তার প্রচারিত ধর্ম বা তার সকল কথা-বার্তা যদি সত্য না হতো তাহলে তিনি অকারণে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতেন না। কোন ঝুঁকি? তিনি ইসলামের জন্য নিজের বিলাসবহুল জীবন ত্যাগ করেছিলেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ যুদ্ধগুলো অংশগ্রহণ করেছেন (যেগুলোতে আপাতত দৃষ্টিতে বিজয় লাভ করা সম্ভবই না আর মৃত্যু অনিবার্য) ইত্যাদি। একজন বিচক্ষণ আর বুদ্ধিমান মানুষের পক্ষে নিজেকে এতটা ঝুঁকির মধ্যে ফেলা কখনোই সম্ভব না। এই বিষয়টা আমাকে ভালোভাবেই নাড়া দেয়। • দৃঢ়তা: আল্লাহর নির্দেশে রাসুল সাঃ এমন কিছু কার্যক্রম করেছেন যেগুলো আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় কোন ফল পাওয়া যাবে না। আর সেই কার্যক্রমের ফলাফল গুলো এমন হতো যেগুলো কখনো কল্পনা করাও সম্ভব ছিল না। রাসুল সাঃ এর এইসকল দৃঢ়তা (দৃঢ় বিশ্বাস) এটাই প্রমাণ করে যে তিনি তার নিজের খেয়ালখুশি মতো কোনো কাজ করতেন না। তার প্রত্যেকটি কাজ একজন মহান স্রষ্টার নির্দেশেই হতো এবং তার ফলাফল সম্পর্কে তিনি নিজেও অবগত ছিলেন না। ভিডিওতে আলোচিত এই পয়েন্টটাও আমার ভেতরটা বেশ ভালোভাবেই আন্দোলিত করে। এছাড়াও এই ভিডিও থেকে পাওয়া একটি কোট শেয়ার করতে চাই - ‘Do not look for war, look for a battle.’ এখান থেকে আসলে অনেকগুলো লাইফ লেসন নেয়া যায় যার যার পার্সপেক্টিভ থেকে। যেমন এই কোটের মূল অর্থ হচ্ছে যুদ্ধকে সাধারণত এভয়েড করা কিন্তু প্রয়োজন হলে নিজের মন প্রাণ দিয়েই যুদ্ধ করা। তবে আমার মনে হয় যার যার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে ভিন্নধর্মী শিক্ষা নেয়া সম্ভব। যেমন- কোন কাজ আংশিক না করা, শুরু করলে সেটাকে ভালোভাবেই শেষ। এই কোটটা আমার ভালো লেগেছে। সর্বোপরি ভিডিওটি আমার ভালো লেগেছে, এবং আমার মনে হয় এই ভিডিওটি আর রাহীকুল মাখতুম বইটি পড়ার জন্য পাঠককে আরো উদ্বুদ্ধ করবে।
@sambox4331Ай бұрын
30:33 সঠিক,শুনেছি বিজ্ঞান ও বিজ্ঞানির গবেষণার ফিলোসোফিও এটাই। যা আছে,দেখে মানুষ হিসেবে বুদ্ধিমত্তার সাথে নিদর্শন আবিস্কার করো।(আল্লাহর নেয়ামত) 48:42
@billa00294 күн бұрын
আমি মনে করি স্যার এর চেয়ে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, কিন্তু উনি অনেক excited ছিলেন এই বইটি নিয়ে, ইনশাল্লাহ এই বইটি আমিও কিনবো
@iqbalhossain225927 күн бұрын
ভিন্ন মতকে সম্মান দেয়া জরুরী। তবে সর্তক থাকা উচিত।
@samihanabila7377Ай бұрын
কী মিষ্টি একটা ধর্ম আমার! এই ধর্মকে জানার জন্য যে যেভাবে যেদিক থেকে যেরকম দৃষ্টিভঙ্গি বা যেরকম প্রশ্ন নিয়েই সামনে পা বাড়াক না কেন, সে সবসময়ই এর সৌন্দর্যকে উপলব্ধি করবে। এতোবছর আমার সামনে কয়েকটা বিষয়ের হিকমাহ স্পষ্ট ছিলো না। * রাসূলুল্লাহ ﷺ ৪০ বছর বয়সে কেন নবুয়ত লাভ করেছিলেন? এর আগেও তো পেতে পারতেন! * রাসূলুল্লাহ ﷺ চাইলেই একটা আলিশান জীবন যাপন করতে পারতেন। তিনি একটা সাধারণ জীবন বেছে নিলেন, রাজা বাদশাহ দের মতো জীবন যাপনের সুযোগকে পায়ে ঠেলে দিলেন! আমি বুঝলাম, এইসব কিছুর পেছনেও ছিলো অসাধারণ হিকমাহ। যেন কেউ কোনদিক থেকে ইসলামের ওপর কালিমা লেপনের কোনরকম সুযোগ না পায়। বেশ পুলকিত হচ্ছি আমি, মনে হচ্ছে আমি নতুন করে আজকে আবার হিদায়াত পেলাম!
@UpdateWazАй бұрын
নাস্তিক ও কাফেরদের সাথে যুক্তি দিয়ে মোকাবেলা করার অনেক কিছু আছে এই ভিডিওটাতে। নবীজি (স) এর বিরোদ্ধে যে অপবাদ তারা দেয় সেগুলো খন্ড করা হয়েছে সুন্দরভাবে। আল্হামদুল্লিাহ,আমি ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি। জাঝাক-আল্লাহ সোহগ ভাই এবং স্যার।
@mdabdulkuddus4444Ай бұрын
What a unique discussion,Alhamdulillah
@Pregnancycare52Ай бұрын
জ্ঞানী মানুষের আলোচনা সবসময়ই টানে। বই টা আগে পড়েছি বাট আজকের মতো পয়েন্ট ধরে ধরে কক্যাচ করতে পারিনি। একজন নেতার যে গুড লিসেনার হতে হবে সেটা আজকে জানলাম, সেই সঙ্গে কুইক একশন খুবই ক্ষতিকর নেতার জন্য। মাঝে মাঝে যদিও তড়িৎ কর্মের প্রয়োজন হয়ে পড়ে।
@saifulamintushar5348Ай бұрын
my takes are as below: 1) Always try to avoid fighting/any other form of hassle which could be dangerous for individual, collectively for society & mulim ummah. 2) You can't afford more than you have been given based on insaaf. 3) Keep an open mind, take time to analyze before discarding anything. 4) Don't judge until you're sure about his/her niyyah (intension) 5) And of course we should study Quran as there's "food for thought" for thinkers.
@OfficialRezaulKarimАй бұрын
আসসালামু আলাইকুম। এখানে যে সমস্ত শিক্ষার কথা বলা হয়েছে তা অত্যন্ত চমৎকার। রাসুল সল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম। তার জীবনকে ভিন্নভাবে দেখা কখনোই মনে উদয় হয়নি।এভাবে খুঁটিয়ে খুটিয়ে কখনোই পড়া হয়নি।রাসুল স হুদাইবিয়ার সন্ধি।এটা আল্লাহর নির্দেশ।খন্দকের যুদ্ধ। বদরের যুদ্ধ। এগুলো পড়েছি। আমরা শিক্ষা নিয়েছি এটা আল্লাহর সাহায্য। কিন্তু এই পার্সপেক্টিভ থেকে কখনোই ভাবিনি।এটা এভাবেও দেখা যায়।তার সত্য মিথ্যা নির্ণয় করা যায়।তার নেতৃত্বগুণ আছে। আমরা বিশ্বাস করি কিন্তু সেটা যে এভাবে চিন্তা করে বের করা যায়।কল্পনাতেও আসেনি।একমাত্র রাসুল স জীবনীই যে হেদায়াতের মাধ্যম হতে পারে সেটাই অকল্পনীয়। পুরো আলোচনাটাই বেশ চমৎকার। জাজাকুমুল্লহু খাইরান।
@towhidiazimАй бұрын
the Great Professor Dr. M. Rezwan Khan sir. A student of EEE from UiU.
@sambox4331Ай бұрын
19:24 ❤❤❤আমার আপনার নূরনবী বলে কথা,দোজাহানের বাদশাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কূল কায়েনাতে খুশির ঢেঊ বয়েছে
@mdshakwhathossainnahidАй бұрын
My dear teacher, great conversation.
@rummanrifat3008Ай бұрын
অসাধারণ বিশ্লেষণ। আমাদের সম্মানিত শিক্ষক এবং সাবেক ভিসি❤
@AbdullahAlmamun-xo3wqАй бұрын
সত্যি বলতে স্যারের আলোচনা থেকে যা বোজা গেল তা হলো রাসুল (সা:) এর জীবনী আমাদের কে কিভাবে অনুধাবন করতে হবে।এখানে একটা ছোট বার্তা হচ্ছে ইসলাম কে বুজতে হলে রাসুল (সা:) এর জীবনী আগে জানতে হবে এবং তখনই ইসলামকে অনুধাবন করা যাবে। আর রাসুল (সা:) এর জীবনীর যে বিষয় নিয়ে আমাদের সন্দেহ হয় তখনই আমাদের সেই সময়কার পরিস্থিতি দিয়ে চিন্তা করতে হবে।
@nissanbiswas8432Ай бұрын
Absolutely Sir is very genius mind.
@dadsha849727 күн бұрын
জ্ঞানী মানুষ তারা দেখতেই কত সহজ আর সরল।
@riazafafatАй бұрын
জীবনের মৌলিক অর্থটা বুঝার প্রচেষ্টা মানুষকে সঠিক পথে নিয়ে আসতে সাহায্য করে।