খুব ভালো লাগলো। আমি আপনার কথা মত চেষ্টা করে দেখব। আমারও ফুল গাছের শখ আছে।
@kalpanasahu4478Ай бұрын
Thankyou
@SudipDas-nc5bx2 ай бұрын
দিদি আমার কাছে শুধু লম্বা হচ্ছে।ফুল আসে না । আমি কি করবো তাহলে
@naba_pallab2 ай бұрын
গাছে ফুল না আসার অনেকগুলি কারণ থাকতে পারে। যেমন..... মাটি টা কেমন, টবের সাইজ,ওভার ওয়াটারিং,গাছে রোদ কম পাওয়া,সময় মত অর্থাৎ বর্ষার সময় গাছের প্রুনিং না করা সবশেষে গাছে প্রপার খাবার না দেওয়া বিশেষ করে গাছে ফসফরাস সাপ্লাই না দেওয়া এই সব কারণগুলি মেইনটেইন করলে গাছে ফুল আসতে বাধ্য।
@subirbanerjee2077Ай бұрын
আমার জবা গাছটি মাটিতে বসানো আছে আমি কি করবো?
@reshmeepalit957Ай бұрын
Sarse khol chapa gachhe dewa jay??
@naba_pallabАй бұрын
সরষে খোল সবরকম গাছের দেওয়া যায়।
@rupadutta276Ай бұрын
আমার জবা গাছটি লম্বা কিন্তু ফুল হচ্ছে না। কি করি বলুন তো।
@naba_pallabАй бұрын
গাছে ফুল না আসার অনেক গুলি কারণ থাকে আগে সেই কারণ গুলি খুঁজে বের করতে হবে। যেমন গাছের দিনে ৬ - ৭ ঘন্টা রোদ পেতে হবে। এখন শীতকাল বুঝে বুঝে জল দিতে হবে, মাটি শুকলে তবেই জল দিতে হবে, খাবার, কীটনাশক, নিয়মমাফিক গাছে দিতে হবে এছাড়া গাছ বর্ষার সময় কাটাই ছাটাই করে গাছ ঝাকড়া বানাতে হয় সবশেষে গাছে ফুল পাওয়ার জন্য খাবার হিসাবে পটাশ দিতে হবে অবশ্যই ফুল এসে যাবে।
@somapatra7302 ай бұрын
Didi ami akhon dal theke chara taire Korar jonno glasse jol dia rekhechi hobe akhon ami onek din dhore chesta korchi parchhina
@naba_pallab2 ай бұрын
@@somapatra730 এখন চারা হবে না। চারা করতে হলে ফ্রেব্রুয়ারী মাসে করতে হবে।
@AjayKar-p8c2 ай бұрын
Didi joba jach ki kore jupalo ar sobij korbo ❤
@naba_pallab2 ай бұрын
জবা গাছ ঝোপালো করতে হলে ডালপালা কাটাই ছাঁটাই করতে হয় তবে এটা February মাস নাগাদ করা ভালো। সারাবছরই হালকা প্রুনিং করা যেতে পারে। এইরকম হার্ড ও সফ্ট প্রুনিং করেই গাছের সুন্দর শেপ দেওয়া যায়। বিস্তারিত জানতে হলে আমার ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।
@Lilikar81712 ай бұрын
Didi ami sorse khol diyachi aghe tahole ki ghute vigano jol dite parbo 😊
@naba_pallab2 ай бұрын
অবশ্যই দিতে পারবে। তবে দেওয়ার সময় সমপরিমাণ জল মিশিয়ে গাছে দেবে।
@subhasiskar8754Ай бұрын
আমার জবা গাছ নেই এই সার অন্য ফুলের গেছে দেওয়া যাবে
@naba_pallabАй бұрын
যে কোন ফুল ও ফল গাছে দেওয়া যাবে।
@Lilikar81712 ай бұрын
Didi joba jach repot kora jabe akhon 😊
@naba_pallab2 ай бұрын
না, এখন জবা গাছ repot করবে না কারণ ঠান্ডা পড়তে আর বেশি দেরি নেই। জবা গাছ গরমের গাছ এরা গরম আবহাওয়া চায়।শীতকালে জবা গাছ Dormancy তে চলে যায়।জবা গাছের এই ঘুমন্ত সময়ে বৃদ্ধি খুব slowly হয়।
@ShilpiRaniBhattacharjee2 ай бұрын
দিদি আপনার গাছে কেন ফুল নাই।
@naba_pallab2 ай бұрын
আমার গাছে ফুল নেই তা কিন্তু নয়, video সবসময় সময় মত করা হয় না অর্থাৎ যখন অনেকগুলি গাছে ফুল থাকে হয়ত ভিডিও করার সময় পাই না।আর জবা ফুল শীতের ফুলের মত নয় একবার ফুটলে অনেক দিন থাকে। জবাফুল আজ ফুটলে আগামী কাল ঝরে যাবে। তোমার যদি জবা গাছ থেকে থাকে নিশ্চয়ই আইডিয়া আছে।এটাই হচ্ছে কারণ আজ একটা গাছে ফুল হয়েছে তো কাল আর একটা গাছে হবে। আমার যদি shorts গুলি দেখো দেখবে কিহারে পর্যায়ক্রমে আমার গাছে ফুল ফোটে।সাত আট মিনিটের ভিডিও তে পুরো বাগান কভার করা যায় না।আশা করি ভুলটা ভাঙাতে পেরেছি। ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ❤️