৯০ দশক নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের পছন্দের আরও কিছু জনপ্রিয় অনষ্ঠানের কথা। তাই নাইন্টিজের বিটিভি দেখা কিডদের জন্য আমরা নিয়ে এসেছি স্মৃতিময় বিটিভি এর ২য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। 🙂
@salauddinahmed90174 жыл бұрын
কণ্ঠশিল্পী ফেরদৌসী ম্যাডামের ছোটদের গান শেখার অনুষ্ঠান, নাইট রাইডার, স্ট্রীট হক, ইন্ক্রিডেবল হাল্ক, দি এ টিম
@arafatislamhridoy76474 жыл бұрын
এখানে রেসলিং খেলার কথা বলা হয়নি।
@ekramhossain16354 жыл бұрын
Hatim জনপ্রিয় নাটকটির কথা ভুলে গেছেন
@himugaming55314 жыл бұрын
হাতেম নাই কেনো??
@mdasaduzzamanasad95004 жыл бұрын
সিসিম পুর,,,,,,, বাদ কেনো?
@mohammadosman34814 жыл бұрын
যদি সকালে ঘুম ভাঙতেই দেখতাম যে আমি সেই নব্বই দশকে রয়ে গেছি, এতদিন যত কিছু জীবনে ঘটেছে সব রাতের স্বপ্ন ছিলো... তাহলে আমি অনেক অনেক খুশী হতাম.
@loveislam16694 жыл бұрын
👌👌👌👌👌
@gohinbaluchor69383 жыл бұрын
আমার মনের কথা বলছেন।
@opgamerytprince23603 жыл бұрын
Ami 90 te jete chi
@protikhowladear33343 жыл бұрын
সরল ভালোবাসা আপনারে
@muslimsandwip20033 жыл бұрын
ভাইরে আমার মনের কথা বলছেন
@imranhossain3374 жыл бұрын
শুধু একটা কথাই বলবো, ছোটবেলার কথা মনে পড়ে গেল, সবগুলোই প্রিয় ছিল। বিশ্বাস করবেন ভিডিওটা দেখার সময় অনেকবার চোখে পানি চলে আসছে। স্মৃতি গুলো খুবই মধুর।
@bangladeshclassics22784 жыл бұрын
ধন্যবাদ। এরকম আরো ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন।
@samuraigaming66214 жыл бұрын
Same here😢😢😢😢😢 Imran vai
@ibrahemkhaleel484 жыл бұрын
ভাই আমার ও কান্না আসে
@katipu75954 жыл бұрын
😥😥😥
@bangladeshclassics22784 жыл бұрын
৯০ দশক নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের পছন্দের আরও কিছু জনপ্রিয় অনষ্ঠানের কথা। তাই নাইন্টিজের বিটিভি দেখা কিডদের জন্য আমরা নিয়ে এসেছি স্মৃতিময় বিটিভি এর ২য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। 🙂
@mistamanna70594 жыл бұрын
হায় রে!!!😭😭😭😭কেন যে বড় হলাম?জীবনে সবকিছুর বিনিময়ে হলেও যদি অতীত ফিরে পেতাম,তাহলে সব দিয়ে দিতাম আমি সব সব,,,,,খুব মিস করি
@firozurlk17573 жыл бұрын
Mone pore gelo suisob er sunali fin
@MdJuwel-gc6iz3 жыл бұрын
মাঝে মাঝে মনে হলে, মরে যেতে ইচ্ছে করে ভাই।
@kaluprasad553 жыл бұрын
আমারও মনের আসা সেই নব্বই দশকে ফিরে যাওয়া।
@kamrulhasan69942 жыл бұрын
Khub na khub khub khub miss kori. 8.30 tar moddhe pora sesh kore English series/Alif Laila/Natok dekhte bostam. Ki aschorjo shundor silo j dingulo.
@MDALAMIN-yg2op8 ай бұрын
@@MdJuwel-gc6izkhub dukkho hoy vai
@MdNojrulIslam-o9w8 ай бұрын
এখনকার কিশোরদের মতো পকেট ভর্তি টাকা ছিল না কিন্তু অসাধারণ সুখ ছিল
@md.rajaulkarim80743 жыл бұрын
এতো আধুনিকতার মাঝে থেকেও মন থেকে ভুলতে পারিনা সেই ৯০ দশক।হারিয়ে যাওয়া বাল্যকালের কথা মনে পড়ে গেলো। স্মৃতিতে চির অম্লান সেই দিন যদি আবার ফিরে পেতাম। ইশ...........।
@Mehedi_Leon3 жыл бұрын
চোখের জল আর ধরে রাখতে পারলাম না😢 হাজারো কস্টে ভরা শৈশব ছিল আমার তবুও ফিরে পেতে চাই সেই সোনালী অতিতের সোনালী দিনগুলো কে। অনেক অনেক ধন্যবাদ trending news কে😭
@mohammadhossain32113 жыл бұрын
Ami o
@NHTUHIN3 жыл бұрын
😭😭😭😭
@salahuddin69433 жыл бұрын
Akdhom thik.
@shohabmiah491023 күн бұрын
আমিও 😢😢😢😢
@shuvodip63074 жыл бұрын
ঈদের সময় বিটিভিতে শুধু নাটক আর এই ছায়াছন্দের আশায় বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা।
@learntolove92233 жыл бұрын
same
@manikkhan42314 жыл бұрын
সত্যি ৯০ দশকে একমাত্র বি,টি,বি চ্যালেন যে ভাবে মানূষকে বিনোদন দিয়ে মন জয় করেছে। বর্তমানে সারা বিশ্বের হাজার,,,হাজার চ্যালেন একত্রে মিলেও সেই প্রতিবেদন,,, সেই আনন্দ দিতে পারবে না।
@bangladeshclassics22784 жыл бұрын
৯০ দশক নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের পছন্দের আরও কিছু জনপ্রিয় অনষ্ঠানের কথা। তাই নাইন্টিজের বিটিভি দেখা কিডদের জন্য আমরা নিয়ে এসেছি স্মৃতিময় বিটিভি এর ২য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। 🙂
@moynapakhi4314 жыл бұрын
এখনকার খানকির ছেলেদের যে গল্পের ছবি আর নাটক যা ওরা ছারা কোন দশর্ক দেখেনা,
@hmsheikhrashed74623 жыл бұрын
হারকিউলিস দেখার জন্য আমি আর আমার বোন সেদিন পড়ার ভান করে রাত ১১টা পর্যন্ত বই নিয়ে সময় কাটাতাম আর আব্বা বলতেন কিরে তোরা এতো ভালো কিভাবে হলি?যেই না রাতে হারকিউলিস দেখতাম তখন আব্বা বলতেন এই তাহলে তোদের রাত জেগে পড়ার উদ্দেশ্য। আব্বা আজ নেই কিন্তু আজও সেই স্মৃতি অমলিন। 😥
@bengaltop49823 жыл бұрын
Rememberable...amio dektam
@mdsirajulislam15368 ай бұрын
আল্লাহ আপনার আব্বা কে জান্নাতুল ফেরদৌস দান করিও আমিন
৯০ দশক নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের পছন্দের আরও কিছু জনপ্রিয় অনষ্ঠানের কথা। তাই নাইন্টিজের বিটিভি দেখা কিডদের জন্য আমরা নিয়ে এসেছি স্মৃতিময় বিটিভি এর ২য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। 🙂
@munnaahmed83014 жыл бұрын
ভাই যদি পারতাম ফিরে যেতাম শৈশবে
@imranabdullah74214 жыл бұрын
নাইন্টিজ কিডস হয়ে নিজেকে আজ খুব গর্বিত মনে হচ্ছে।আহ! সোনালি সেই দিন গুলো।
@bangladeshclassics22784 жыл бұрын
ধন্যবাদ। এরকম আরো ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন।
@aminulislam79454 жыл бұрын
Shotti bai
@bangladeshclassics22784 жыл бұрын
৯০ দশক নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের পছন্দের আরও কিছু জনপ্রিয় অনষ্ঠানের কথা। তাই নাইন্টিজের বিটিভি দেখা কিডদের জন্য আমরা নিয়ে এসেছি স্মৃতিময় বিটিভি এর ২য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। 🙂
@abdulmannan65293 жыл бұрын
নব্বইয়ের সবকটি অনুষ্ঠানই আমি দেখেছি আমি গর্বিত যে আমি নব্বইয়ের সাক্ষী।
@hossainkhan1203 жыл бұрын
সেই শুক্রবার এর বাংলা ছবি, আর সাপ্তাহিক নাটক গুলো, এছাড়া সব অনুষ্ঠান গুলোই মন ছুয়ে যেতো।
@priyankabhowmik97994 жыл бұрын
অনেক অনেক স্মৃতি ভেসে উঠলো মনের মাঝে।। আবার হারিয়ে যেতে চাই শৈশবে....
@dkdgujidj17624 жыл бұрын
সত্যি সেই দিনগুলি খুব ভালো ছিলো " আলহামদুলিল্লাহ আল্লাহ যেই ভাবে রেখেছেন ভালো রেখেছেন ।
@MonzurulAgunChowdhur4 жыл бұрын
কোনটি প্রিয় ছিল প্রশ্নটি ঠিক হলো না। প্রশ্ন হওয়া দরকার ছিলো কোনটি প্রিয় ছিলো না। তখন হয়তো কোনটা কম, কোনটা বেশি প্রিয় ছিলো। কিন্তু আজ এই বয়সে এসে মনে হচ্ছে সবগুলোই সমান প্রিয়...
@bangladeshclassics22784 жыл бұрын
ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন।
@mdrepon25794 жыл бұрын
100 % true
@bangladeshclassics22784 жыл бұрын
৯০ দশক নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের পছন্দের আরও কিছু জনপ্রিয় অনষ্ঠানের কথা। তাই নাইন্টিজের বিটিভি দেখা কিডদের জন্য আমরা নিয়ে এসেছি স্মৃতিময় বিটিভি এর ২য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। 🙂
@dinajpur244 жыл бұрын
Right
@subhochoudhury95032 жыл бұрын
ভারতের আসামের হাইলাকান্দি থেকে লিখছি।।১৯৮৪ থেকে ১৯৯৯ পর্যন্ত দেখেছি।।এইসব দিনরাত্রি সকল সন্ধ্যা সঙসপতক বহুব্রীহি দেখেছি।। একসপ্তাহের নাটক সাগ্ৰহে দেখতাম।। জীবনে প্রথম টিভি দেখি বিটিভি।। সাদা কালো টিভি। প্রিয় অভিনেতা অভিনেত্রী ছিলেন আফজল হোসেন সুবর্না মোস্তফা ।।আজ সব স্মৃতি।।
@mdrakibhasankhan90493 жыл бұрын
আহা কত সুন্দর ছিল আমাদের ছেলেবেলা,ভাবতেই একটা অন্যরকম অনুভূতি কাজ করে,
@pradipdhar11394 жыл бұрын
কি দিন ছিলো তখন। খুব ছোট ছিলাম কিন্তু সব মনে আছে। শুক্রবার মা জলদি রান্না করতো। আমাদের এলাকার এক কাকার বাড়িতেই টিভি ছিলো। সবাই ঔ বাড়িতেই ভীড় করতো। বসার জায়গা থাকতো না। বাচ্চা হতে শুরু করে বুড়ো সবাই কি আগ্রহে সব কিছু দেখতো। আলিফ লায়লা, ছায়াছবি, কার্টুন কিংবা নাটক মিস করলেই মন খারাপ হতো। আর আলিফ লায়লা দেখার জন্য ব্যাটারি আগে থেকেই রেডি থাকতো। তখন সবার মনে ভালোবাসা ছিলো। বাচ্চারা যেমন আনন্দ নিয়ে দেখতো বুড়োরাও তাই। মানুষ বলে বয়স হয়ে গেলে মানুষের আনন্দ কমে যায়। আসলে বয়স কালেও তো মানুষ এখন আনন্দ হারিয়ে ফেলে। কারন মানুষ এখন হাতের নাগালে সব কিছু পাচ্ছে। সব কিছু এখন অনেক সহজ হয়ে গেছে। তাই বাচ্চাদের মনেও আগের মত আনন্দটা নেই। মানুষ এখন কোনকিছু কে কিছু মনেই করে না। চাইলেই সব পাওয়া যায়। সেই সোনালী দিন গুলো অনেক আগেই শেষ হয়ে গেছে। ডিসলাইন, ডিভিডি, সিডি তারপর মোবাইল, তারপর ইন্টারনেট। বিজ্ঞানের উন্নতি, আর সব কিছু অনেক সহজ করে দেয়াতে এখন মানুষের মনে ভালোবাসা যেমন কমেছে তেমন আনন্দ। দুনিয়া আরো অনেক উন্নতি করবে কিন্তু মানুষ এক সময় পৌছে যাবে অন্ধকার জগতে। জেটা এখন হচ্ছে।
@mdemammahedihasan18354 жыл бұрын
কথা সত্য ভাই...
@wayeskurni47474 жыл бұрын
right vai
@hasansheikh24724 жыл бұрын
মা রান্না তারাতারি শেষ করতো। শুক্রবার বলে কথা। রাস্তায় থাকলে আলিফ লায়লার শব্দ শুনে আর কি দৌর মারতাম ভাবা যায়। সবচেয়ে মেজাজ খারাপ ব্যাপার হলো একটু পর পর এ্যাড দিত এবং বলে দিতে পারতাম এর পর হবে আলিফ লায়লা।
@farhanamehnaz67884 жыл бұрын
আলিফ লায়লার ছিলো আমার জনপ্রিয় অনুষ্ঠান , যা দেখলে ছোট বেলার কথা মনে করেন যায়
@loveislam16694 жыл бұрын
খুব মিস করছি ছোটবেলা, শাবানার ছবি যেদিন বিটিভিতে দিতো সেদিন অনেক খুশি লাগতো। তারপর একটু কৈশোরে পা রাখতে শাবনুরের ছবি দেখতে ভালোবাসতাম, একজন দুইটাকা করে দিলে ছবি দেখতে দিতো আমাদের এক আংকেল, তারপর পাশের বাড়ির এক দাদিদের সাদাকালো টেলিভিশন ছিল দাদিকে সুপারি দিলে দাদি টিভি দেখতে ঘরে ঢুকাতো। লুকিয়ে টিভি দেখতে যেতাম, একটু স্বন্ধা হয়ে গেলে মা ঘরে ঢুকতে দিতে চাইতোনা বকতো অনেক বেশি, তখন বিজ্ঞাপন বেশি দিতো তাই ছবি শেষ হতে রাতও হত। অনেক ছবির শেষ অংশ দেখাও হতনা। পরে অন্যজন থেকে কাহীনি শুনে নিতাম। আহা কত স্মৃতি মনে পড়ে আজ। আজ সবকিছু হাতের মুঠোয় কিন্তু মনে আনন্দ নেই। কোন ছবিও দেখিনা।অথচ টাকা তুলে ভিসিয়ার ভাড়া করে এনে ছবি দেখতাম সেরকম আনন্দময় মুহুর্তও কেটেছে। আজ বয়স ত্রিশের উর্ধ্বে। আল্লাহ বাকি জীবনটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দিক।
@shilpibaricreativegroup72024 жыл бұрын
দিলেন তো পুরানো স্মৃতি মনে করিয়ে, ভিডিওটা দেখতে দেখতে হারিয়ে গিয়েছিলাম সেই ছোটবেলায়, নিজের অজান্তেই চোখের কোনে পানি চলে আসলো, আ হা কতই না মজার দিন ছিল তখন,,,আজ সব স্মৃতি, কোন দিনও ভুলবো না সেই দিন গুলো।
@raajtechnical56174 жыл бұрын
কান্না শুরু করে দিবো কিন্তু 😭😭😭
@amraprobashi68924 жыл бұрын
অল রেডি আমি সুরু করে দিয়েছি
@bangladeshclassics22784 жыл бұрын
৯০ দশক নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের পছন্দের আরও কিছু জনপ্রিয় অনষ্ঠানের কথা। তাই নাইন্টিজের বিটিভি দেখা কিডদের জন্য আমরা নিয়ে এসেছি স্মৃতিময় বিটিভি এর ২য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। 🙂
@moriyemshewlyvlog70194 жыл бұрын
@@amraprobashi6892 😁😁😁
@moriyemshewlyvlog70194 жыл бұрын
😆😆😆
@DA-pw1ih3 жыл бұрын
না না ভাই তুই কাদিস না, তুই কাদলে আমি ও কেঁদে দিব কিন্তু ু 😭😭
@abusayeedonik41372 жыл бұрын
ভাই আমি ৯০ দশকের না কিন্তু ২০০৬/২০০৭ সালের কথা আমার ভালোই মনে আছে শুক্রবার আসলে সকালে এসো গান শিখি, সিসিমপুর, দুপুরে পরিবারের সবাই মিলে দীর্ঘ বিরতির বাংলা ছায়াছবি,রাতের বেলায় আলিফ-লায়লা, হাতিম দেখতে দেখতে দিন চলে যেত আবার অপেক্ষায় থাকতাম পরের শুক্রবার এর। আহা কতই না স্মৃতির ছিল সেই দিন গুলো। ছিলো না কোন অনলাইন ভারচুয়াল প্ল্যাটফর্ম । লাখ টাকার বিনিময়ে যদি ফিরে পেতাম সেই দিন 😔। নিজের লিখা আবু সাঈদ অনিক
@mdmusafirBD3 жыл бұрын
তখনকার সময়ে শুধু আমাদের একটা টিভি ছিলো। Rটিভি থাকার কারনে সভাই আমাক কদর করতো।
@sujontube88924 жыл бұрын
কিছু বলার নেই, মনের অজান্তে চোখের কোনে পানি চলে আসলো।😥😥😥
@junedchy42653 жыл бұрын
আহ!
@mazharulislambabu4 жыл бұрын
BTV আমার সবচেয়ে পছন্দের অনুষ্ঠান ছিলো মিনা রাজু ইত্যাদি এবং আলিফ লায়লা আর আলিফ লায়লা দেখে তো রাতে ঘর থেকে বের হতাম না ভয়ে। সেই দিন গুলো মনে পরলে চোখে পানি চলে আসে।।
@raginimukharjee23683 жыл бұрын
Ami o
@ভাইরালবিডিও-খ৩ষ4 жыл бұрын
আমি আজো মাজে মাজে আলিফ লাইলা, মিনা রাজু এবং গডজেওলা আমরা নতুন আমরা কুড়ি ইত্যাদি ইউটিউব দেখি
@bangladeshclassics22784 жыл бұрын
ধন্যবাদ।
@bangladeshclassics22784 жыл бұрын
৯০ দশক নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের পছন্দের আরও কিছু জনপ্রিয় অনষ্ঠানের কথা। তাই নাইন্টিজের বিটিভি দেখা কিডদের জন্য আমরা নিয়ে এসেছি স্মৃতিময় বিটিভি এর ২য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। 🙂
@sujoysarker45554 жыл бұрын
গডজেওলা কি???? lol
@sadiqrahman14754 жыл бұрын
@@sujoysarker4555 godzilla is animated tv cartoon shown by btv every monday at 3 pm
@sujoysarker45554 жыл бұрын
@@sadiqrahman1475 খুব ভাল করেই জানি সেটা গডজিলা কার্টুন কিন্তু উনি লিখছে গডজেওলা উনার ভুল টা ধরিয়ে দিসি মাত্র।
@অপুর্বরানা3 жыл бұрын
ধন্যবাদ আপনাকে পুরনো দিনের স্মৃতিগুলো তুলে ধরার জন্য, আসলে আগের দিনগুলো অনেক আনন্দময় ছিল
@shakerkayes80123 жыл бұрын
আপু সত্যি আবেগে আপ্লুত হয়ে গেছি ..... বলার ভাষা হারিয়ে ফেলিছি কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম সইসবে আমার কাছে bitorko protijogita,,,, bandshow ছাড়া সবি খুব পচ্ছেন্দের ছিল
@shiulyhussain23534 жыл бұрын
ধন্যবাদ.এসব দেখলে.ফিরে যেতে ইচ্ছে সেই দিনে.কষ্ট হয়.খুবই কষ্ট.কেন সেই দিন গুলো চলে গেলো.ভালোই তো ছিলাম.
@bangladeshclassics22784 жыл бұрын
৯০ দশক নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের পছন্দের আরও কিছু জনপ্রিয় অনষ্ঠানের কথা। তাই নাইন্টিজের বিটিভি দেখা কিডদের জন্য আমরা নিয়ে এসেছি স্মৃতিময় বিটিভি এর ২য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। 🙂
@roji6014 жыл бұрын
চোখের কোণে কেন জানি পানি চলে আসলো
@chuadangatvbd39764 жыл бұрын
অামি কিছু বলতে পারছি না, শুধু চোখ দিয়ে পানি ঝরছে, শুধু একটি কথা বলতে চাই অাবার ছেলেবেলায় ফিরে যেতে চাই৷
@NazimUddin-op3yp Жыл бұрын
আপনাদের উদ্দেশ্য আমাদের কাঁদানো, আর কাঁদতে চাই না
@emaduddin30063 жыл бұрын
আমি ৯০ দশক পাইনি, তবে শৈশবে এর অনেক গুলো অনুষ্ঠানই পেয়েছি। সত্যি বলতে সব গুলো অনুষ্ঠানই ছিল অসাধারণ। এক সময় তো বিটিভিই ছিলো আমাদের বিনোদনের অন্য তম সঙ্গী। কিন্তু কালের পরিবর্তনে বিটিভি আজ হারিয়ে যাওয়ার পথে। আমার মনে পরে বিজ্ঞাপন আসলে কতই না বিরক্ত হতাম আর আজ ডাটা খরছ করে সে গুলো দেখছি, হুম এটাই অতীত আর বর্তমানের পার্থক্য।
@feelthismoments57864 жыл бұрын
হাতিম টা দারুন ছিলো, শুক্রবার দিন রাতে এটার জন্যই অপেক্ষা করতাম🙂 এবং বৃহস্পতিবার দিনের সাপ্তাহিক নাটক গুলো অসাধারণ ছিলো🔥❤ আর ধারাবাহিক নাটকের মধ্যে উজান গাঙ্গের নাইয়া টা😪
@akakifrahman3 жыл бұрын
মনের কথাটা বলেছেন শুক্রবার রাত ৯ টা হলেই বসে পরতাম হাতিম দেখতে,,,, আহ্ কি দিন 😥
@dipankarroy74663 жыл бұрын
বিটিভি এখনো মনের কোণে রয়ে গেছে ♥️♥️♥️
@housevlog2909Ай бұрын
ভিডিওগুলো দেখে যেন বুকের ভিতর একটা ছ্যাঁত করে উঠলো। কি যে সোনালী দিন ছিল কোন কিছুর বিনিময়েই সেই দিনগুলি যেন আর কখনো ফিরে পাবো না। Miss that moment. হাইরে....... সেই সোনালী দিনগুলো।
@channelssb11213 жыл бұрын
টেলিভিশনের সামনে হুমরি খেয়ে পরা সেই শৈশবের কথা মনে পড়ে গেলো আরো একবার। অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এমন সব স্মৃতি তুলে ধরার জন্য। ।
@bangladeshclassics22783 жыл бұрын
ধন্যবাদ
@mdjony31334 жыл бұрын
অনেক বেশি মিস করি সেই দিনগুলো
@abangladeshiliverpoolfan2654 жыл бұрын
১ > শাইখ সিরাজের মাটি ও মানুষ ২ > WWE ৩ > মিনা ৪ > আলিফ লায়লা ৫ > সিসিমপুর ৬ > বাংলা ছায়াছবি ৭ > ধারাবাহিক নাটক গুলো আর হচ্ছে ক্রিকেট ও অন্যান্য খেলাধুলা
@valobasitomay.35713 жыл бұрын
কিছুটা মুহুর্তের জন্যে আমার মনে হয় আমি নিজেই হারিয়ে গিয়েছিলাম আমার সোনালী শৈশবে, যে শৈশব আমি আর কোনদিন ফিরে পাব না। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে নিজের হারিয়ে যাওয়া শৈশবকে চোখের সামনে এমন সুন্দর ভাবে তুলে ধরার জন্যে। কোথায় হারিয়ে গেল আমার সোনালী শৈশব, আমার সোনায় বাঁধানো সোনালী দিনগুলি। মোঃ পনির শিকদার মুন্সীগঞ্জ সদর।
@NOMAN666262 ай бұрын
অতীত মানেই স্মৃতির এ্যালবাম,অতীতের বন্ধুদের সাথে আড্ডায় কথা মনে হলেয় চোখে জল আসে
@farukkhan86394 жыл бұрын
মনে হচ্ছে সেই পুরানো দিনে ফিরে গেছে।ধন্যবাদ আপনাদের
@bangladeshclassics22784 жыл бұрын
ধন্যবাদ।
@nizammohammad30803 жыл бұрын
আহা...! মন চায় আবার সেই সোনালি যুগে ফিরে যাই
@funfunnyff-m-k37784 жыл бұрын
*দেখে ভালই লাগলো... তবে বিটিভির বিজ্ঞাপন গুলো- আমার ছোটবেলার স্মৃতির কথা সবচাইতে বেশি মনে করিয়ে দেয়..!! তাই টাইম মেশিনে চড়ে হয়তো ভবিষ্যতে যেতে পারবো না_ কিন্তু ছোটবেলার স্মৃতিতে ফিরে যেতে, মাঝেমধ্যে আমি সেই পুরনো দিনের বিজ্ঞাপন গুলো আজও দেখি..!! জানিনা কেন- সেই বিজ্ঞাপন গুলো দেখলে আমি পুরনো দিনের হারানো স্মৃতি গুলো ফিরে পাই..!! আর মনে মনে শুধু একটা কথাই বলতে ইচ্ছে করে যে, ইশশশশশশ.... যদি আবার যাওয়া যেত সেই পুরনো দিনের দিনগুলোতে, কতইনা ভাল ছিল ফেলে আসা সেই দিনগুলো....* 🙄🙄😑😑😑
@bangladeshclassics22784 жыл бұрын
ধন্যবাদ। এরকম আরো ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন।
@funfunnyff-m-k37784 жыл бұрын
@@bangladeshclassics2278 *এখন পর্যন্ত 995 জনের পাশেই আছি, আপনাকে নিয়ে 996 জন পূর্ণ হল..!! ভাবছি আমি একা হয়ে এতজনের পাশে কিভাবে যে থাকব_ সেটাই বুঝতে পারছি না....* 😆😆😆 *Anyway, I'm subscribing to your channel & Let's see how much entertainment is available from your channel by the way ...* 🤗🤗🤗
@bangladeshclassics22784 жыл бұрын
৯০ দশক নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের পছন্দের আরও কিছু জনপ্রিয় অনষ্ঠানের কথা। তাই নাইন্টিজের বিটিভি দেখা কিডদের জন্য আমরা নিয়ে এসেছি স্মৃতিময় বিটিভি এর ২য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। 🙂
@funfunnyff-m-k37784 жыл бұрын
@@bangladeshclassics2278 *Oh Dear.... শুনে ভীষণ ভালো লাগলো... তবে আপনাদের দ্বিতীয় পর্বে নিয়ে আসা ভিডিওর পোস্টার (thumbnail picture) যদি আপনাদের চ্যানেলে পোস্ট করতেন- তাহলে হয়তো দেখে আরো বেশি ভালো লাগতো...* 😁😁😁 *তবে সেটা যাই হোক না কেন_ আপনার হয়তো এখনো আপনাদের ভিডিওর কার্যক্রম শুরু করেননি কিংবা ভিডিও thumbnail picture এর শুভ উদ্বোধন করেননি....* 🤗🤗🤗
@12_WORDS_EVERYDAY3 жыл бұрын
সত্যি হৃদয় ছুয়ে গেল। কতই না সুন্দর মূহুর্ত গুলো ছিল, কত সুন্দর সময় কাটতো।
@ayushroy65923 жыл бұрын
কিছু বলার ভাষা নেই। শুধু কান্না কান্না পাচ্ছে। আরাক বার ফিরে যেতে চাই সেই সোনালী শৈশবে।
@kashemkashemm62183 жыл бұрын
আরো কিছু নাটক ছিল চেনা চেনা মুখ, যুব রাজ, চর কল্মির সুখ দুখ, গুল সানোবার ইত্যাদি। সেই সময়টাকে অনেক মিস করি।
@mdkamrulislam58833 жыл бұрын
Khaleda Zia. What a smile ! May Allah bless her.
@Alamin11.13 жыл бұрын
আবার ছোট হয়ে যেতে ইচ্ছে হয়😊
@MDNORULAMIN-pq2pe5 ай бұрын
❤আবার মনে করিয়ে দিলেন সেই ছোট বেলা. আহহা....... কি জে মদুর ছিল! আমার মনকে নারা দিয়ে গলো!
@irinparvin32003 жыл бұрын
সত্যি ৯০ দশকে ফিরে যেতে মন চায়।কতইনা আনন্দের দিন গুলো ছিল তখন।নিজেকে ধন্য মনে হয় আমিও ৯০ দশকের একজন।এই অনুষ্ঠান গুলো দেখে কান্না চলে আসল।কতইনা স্মৃতি জড়িয়ে আছে।
@apurbo6984 жыл бұрын
আগের দিনের কথা মনে পড়ে গেলো ... awesome content 😢♥️
@shaikatpatwary44554 жыл бұрын
চোখে থেকে পানি পড়ে গেলে ভিডিওটা দেখে। হয়তোবা আমাদের বয়স হয়ে গেছে,কিন্তু আজও বাংলাদেশ টেলিভিশনের নাম আমাদের হৃদয়ের সোনার অক্ষরে খোদাই করা আছে।।
@mdramjanpk68514 жыл бұрын
আবার মনে করিয়ে দিলে পুরনো দিনের কথা ধন্যবাদ
@showkatjamil73342 ай бұрын
আমি ১৯৮৯ সালে বিটিভির চাকরিতে যোগদান করি। সবই চোখের সামনে দেখা। হায় !! কোথায় হারালো সেই সোনালী দিনগুলো 😢
@shahjahangaibandha79772 жыл бұрын
আহারে ৯০ দশক!! অনেক কষ্ট লাগছে!! আবার যদি ফিরে পেতাম সেই সব দিনগুলো!!
@abdullahsafikuddinahmed40624 жыл бұрын
ঐ সময়গুলো আর ফিরে আসবে না। শুধুই স্মৃতি।
@assadgoodman92974 жыл бұрын
Vlo akta somay cilo
@bangladeshclassics22784 жыл бұрын
৯০ দশক নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের পছন্দের আরও কিছু জনপ্রিয় অনষ্ঠানের কথা। তাই নাইন্টিজের বিটিভি দেখা কিডদের জন্য আমরা নিয়ে এসেছি স্মৃতিময় বিটিভি এর ২য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। 🙂
@MdRoshid-lk7mv4 жыл бұрын
শুধু মনে পরে সেই দিন ৯০ দশকের দিনগুলি সময় আট ফিরে আসবেনা
@একেরভিতরসব-য৯ঢ4 жыл бұрын
করি যে ভাবোনা, সেদিন আর পাবোনা।
@faijulislam10253 жыл бұрын
কিছুসময় এর জন্য ৯০ দশক এ চলে গেছিলাম, ধন্যবাদ অাপনাদের
@bangladeshclassics22783 жыл бұрын
সাথে থাকবেন... ধন্যবাদ
@mdjahidislam72213 жыл бұрын
কোথায় হারিয়ে গেলো সোনালি সেই দিন গুলো,আজো খুযে বেড়াই,কাঁন্না আসে মনে পড়লে।
@nazmulhasan18543 жыл бұрын
চোখের কোনে এক ফোটা পানি জমে গেলো, প্রতিটি দিন প্রতিটা মুহূর্ত চখের সামনে চলে এসেছিলো। অনেক ভালো আর সুন্দর ছিলো। যা আমাদের পরের প্রজন্ম কখনোই পাবে না,চাই না এই ডিজিটাল দেশ আমি ফিরে জেতে চাই সেই নব্বই দশকে।
@chirosobujtv17982 жыл бұрын
অল্পের জন্য হলেও ফিরে গেলাম সেই সোনালি শৈশবে । দূর প্রবাস থেকে চির সবুজ । অনুষ্ঠান টি দেখতে দেখতে চোখের কোন জল জমা হতে লাগলো । আর ফিরে পাবো না ঐ দিন । ঐ সময় সাদা কালো দিন পার করে আজ রঙ্গিন দিনে গড়াগড়ি খাচ্ছি তবু ভুলতে পাচ্ছি না ঐ দিন কে । এই রঙ্গিন শুধু একচক করে তবে মন টাকে রঙ্গিন করে তুলতে পারে না ।
@Kabboahammed353 жыл бұрын
ধন্যবাদ আপনাদের"""""অনেক পুরনো দিনের সৃতি মনে করিয়ে দিলেন""""😢😢😢😢
@bangladeshclassics22783 жыл бұрын
সাথে থাকবেন... ধন্যবাদ
@shuvodip63074 жыл бұрын
বিটিভি এই ইত্যাদি ছিল আমার বেষ্ট।ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনলেই শরীরের লোম তখন ও দাড়াতো আর এখনো দাড়ায়।আজো দেখি কিন্তু ইউটিউবে।
@md.arafatalom27792 жыл бұрын
BTV বনফুলের গান, আপেক্ষা, হাসি আনন্দের গল্প, উজান গাংগের নাইয়া, উত্তর দক্ষিণ, এইসব নাটক কে খুব মিস করি...🥺😥🥺😥
@TanveerAhmed-jn2rg3 жыл бұрын
অসাধারণ লাগলো ❤️।ইসস,,আবার যদি ওই দিন গুলোয় যেতে পারতাম😞।
@Jannatulmili-zw6lfАй бұрын
সেই দিনের সেই আনন্দঘন মূহুর্ত গুলো আজ মনে পড়লে বিষাদে কান্না চলে আসে।৮০ থেকে ৯০ আনন্দ গুলো আর কখনো ফিরে আসবে না।
@MDSalim-dr6zm5 ай бұрын
নব্বই দশকের কথা মনে হলে,,, কান্না আসে সেই সোনালী দিন গুলো,,, পুরো গ্রামে দুই তিনটা টিভি থাকতো,,,,কত আনন্দের সাথে সবাই দেখতাম,, এখন সবার ঘরে ঘরে টিভি অথচ সেই আনন্দ নেই
@shuvoshekh61524 жыл бұрын
আমরা তোমাদের ভুলবো না......
@mdshohel81973 жыл бұрын
নাইচ
@kalponiktv4 жыл бұрын
আসলেই পুরনো দিনটাকে ভুলতে পারিনা মাঝে মাঝে মনে হয় পুরনো স্মৃতির ভেতর যদি হারিয়ে যেতাম ভালো লাগেনা এসব ডিজিটাল আগেই ভালো ছিলাম
@nahidhasan91164 жыл бұрын
ভিডিও টা দেখে চোখে পানি চলে এসেছে ভাই 😭😭😭 অসাধারণ
@bangladeshclassics22784 жыл бұрын
ধন্যবাদ।
@RajuAhmed-vo8dt6 ай бұрын
৯০ দশকের যারা জন্মগ্রহণ করেছেন তারা সত্যিই খুব ভাগ্যবান। কারণ সেই সময় টাকার দাম ছিল মানুষের কাছে মানুষের গুরুত্ব ছিল ঈদের সময় অন্যরকম একটি আনন্দ কাজ করতো। আমরা কত যে গুলি খেলেছি। সত্যি খুব মিস করি দিনগুলো।
@tanvirhasan32392 жыл бұрын
আমি ব্যক্তি হিসেবে এমনিতেই অনেক ইমোশনাল, আর ভিডিওতে যখন পরিচিত সেই সিনগুলো দেখছি তখন আর চোখের পানি ধরে রাখতে পারলাম না, চোখের সামনে ভেসে উঠছে সেই সোনালি অতীত, কতইনা হাসিখুশি প্রাণবন্ত ছিল সেই দিনগুলো।
@masudahammad76414 жыл бұрын
আলিফ লায়লা।ইত্যাদি ।এসব দেখার জন্য। জে বাড়িতে দেখতে জেতাম তারা দরজা বন্ধ করে রাখতো।তার মধ্যে অন্যরকম এক অনুভূতি ছিলো।
@ddeny11954 жыл бұрын
Same 2 u vai
@MDKamrulIslam-xq3sp4 жыл бұрын
হুম😀😃😄😁😆
@mdasad79454 жыл бұрын
ঠিকে কয়েছেন
@mdchanchol2694 жыл бұрын
হুম😍
@bangladeshclassics22784 жыл бұрын
৯০ দশক নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের পছন্দের আরও কিছু জনপ্রিয় অনষ্ঠানের কথা। তাই নাইন্টিজের বিটিভি দেখা কিডদের জন্য আমরা নিয়ে এসেছি স্মৃতিময় বিটিভি এর ২য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। 🙂
@golamkabirsardar93724 жыл бұрын
"দি সোর্ড অব টিপু সুলতান " বাদ গেছে!!
@bangladeshclassics22784 жыл бұрын
৯০ দশক নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের পছন্দের আরও কিছু জনপ্রিয় অনষ্ঠানের কথা। তাই নাইন্টিজের বিটিভি দেখা কিডদের জন্য আমরা নিয়ে এসেছি স্মৃতিময় বিটিভি এর ২য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। 🙂
@RanaAhmed-gu2po4 жыл бұрын
Right
@saberahmed4944 жыл бұрын
The jungle book(cartoon), reven, the a team, night rider, giti bichitra agula kotay?
@bangalibabu9313 жыл бұрын
2040 সালের জেনারেশনরা স্বরণ করার মত হিরো আলম আর মাহফুজ, বিজ্ঞাপন হিসেবে কাকলি ফার্নিচার ছাড়া আর কিছু আছে বলে মনে হয় না😅😭
@gourangadebghosh52403 жыл бұрын
হুম
@মিজানুররহমানআজহারী-স৯ভ3 жыл бұрын
টিকটক আছে
@khadizakhan31003 жыл бұрын
Right
@Nineteen97973 жыл бұрын
😂😂
@mdkhanbd25403 жыл бұрын
@@মিজানুররহমানআজহারী-স৯ভ toi ke re 😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
@moniruddin84693 жыл бұрын
সব অনুষ্ঠানই ছিল আনন্দের এবং শিক্ষনীয়। আপনাকে জানাই অসখ্য ধন্যবাদ।
@farukhossain002 жыл бұрын
কত আবেগ , কত স্মৃতি, কত ভালো লাগা, অন্যের বাড়িতে মাটিতে বসে বিটিভিতে টিভি দেখা সেই আগের দিন গুলো যদি ফিরে আসতে।
@sksabujislam88023 жыл бұрын
ছবিতে কষ্টের কাহিনি আসলে কত কান্না করতাম কই পামু ওই দিন গুলা
@mdsalman-hn3ko2 жыл бұрын
konu vilen nayika ke tole niye dorson korte chaile koto Allah ke boltam nayok ke taratari patao... ar koto gali ditam vilen der..
@protikshadas33224 жыл бұрын
পড়াশুনা বাদ দিয়ে এগুলো দেখার জন্য মায়ের হাতে কি বেদম মাইর যে খাইছি ভাই।
@DA-pw1ih3 жыл бұрын
@You Tube 😭😭😭😭😭
@Md.Masum_Talukder4 жыл бұрын
আলিফ লায়লা সবচেয়ে প্রিয় ছিলো
@mdhamidulla22024 жыл бұрын
রাইট
@lotarahman18684 жыл бұрын
Ekhon gtv te alif laila dekhai
@riajuddin85193 жыл бұрын
এখনো মনে আছে। গ্রামের মধ্যে শুধুমাত্র আমাদের ঘরে টিভি ছিলো। পাড়া প্রতিবেশি সবাই মিলে একসাথে সিনেমা দেখতাম। তখন ছোট আর দুষ্টু ছিলাম। যারা টিভি দেখতে আসতো সবাই আমারে ট্যাক্স দিতো। আচার, চকলেট, চনাবুট এগুলো। ট্যাক্স ফাকি দেওয়া মোটেও সম্ভব ছিলনা
@DA-hh2vr2 жыл бұрын
স্বরগ সুখ হারিয়ে গেছে 😩😫😫😭😭😭😭
@newking54594 жыл бұрын
আসলেই আমরা নব্বই দশকের প্রজন্ম বিটিভির কাছে চিরঋনী
@hillncer14 жыл бұрын
চাইলেও কি কেউ ভুলতে পারবে বাকের ভাইকে.........
@bangladeshtangail41344 жыл бұрын
৯০ এর দসক ছিল বাংলাদেশ এর ইতিহাস এর সব থেকে সফল দসক, আমরা সেই দিন গুলু অনেক আনন্দ করেছি
@MREasyMaker3 жыл бұрын
শুক্রবারের সিনেমা দেখার জন্য দোকানে আগে গিয়ে বসার জায়গা নিতাম। পশ্চিমবঙ্গ থেকে 🙏🙏🙏🙏
@juelahmed76453 жыл бұрын
সেই সময়টাই ছিলো আমার জীবনের সব চেয়ে সুখের আনন্দের সময়।ছোট বেলার স্মৃতি।এখন অনেক কিছু আছে,কিন্তু সেই আনন্দটা নেই।
@ranaahomed99002 жыл бұрын
খুবই মিস্ করি সেই শৈশবের দিনগুলো কে ২০০২- ২০১৪. আর এই কমেন্ট করলাম ১৪-১০-২০২২
@fayekrahman66464 жыл бұрын
সেই সময়ে চলে গিয়েছিলাম
@nilimakhan5864 жыл бұрын
Im crying... . missing those days 😔
@milonhossain52284 жыл бұрын
দুঃখের বিষয় হলো এখন মানুষ বিটিভির নাম শুনলেও রেগে যায়,কিন্তু একটা চির সত্য কথা হলো বিটিভি সর্ব কালের সেরা টিভি চ্যানেল,এই বিটিভিতে যেই অনুষ্ঠান গুলো আমাদের দিয়ে গেলো তা বাংলাদেশের ইতিহাসে কোন টিভি চ্যানেল আমাদের দিতে পারবেনা,আমি গর্বিত কারণ আমি ৯০ দশকের লোক।
@bangladeshclassics22784 жыл бұрын
৯০ দশক নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের পছন্দের আরও কিছু জনপ্রিয় অনষ্ঠানের কথা। তাই নাইন্টিজের বিটিভি দেখা কিডদের জন্য আমরা নিয়ে এসেছি স্মৃতিময় বিটিভি এর ২য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। 🙂
@tausifchyrubel80583 жыл бұрын
কেন যে এতো বড় হয়ে গেলাম,,৯০ দশকের দিন গুলাকে অনেক মিস করি,,কান্না চলে আসে, হাইরে দিন গুলি এতো সুন্দর দিন গুলা একবার চিন্তা করে দেখুন মন টা কাঁদবে
@travelsmunni42104 жыл бұрын
ভাই মনে হল সেই সময় ফিরে গেলাম, সেই সময়ের ভালোবাসা এখন আর নাই, শুধু মোবাইলের যুগ এসে।
মিস্টারিয়াস অাইল্যান্ড ইউটিউবে পাওয়া যায় না কেন ভাই।
@bangladeshclassics22784 жыл бұрын
৯০ দশক নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের পছন্দের আরও কিছু জনপ্রিয় অনষ্ঠানের কথা। তাই নাইন্টিজের বিটিভি দেখা কিডদের জন্য আমরা নিয়ে এসেছি স্মৃতিময় বিটিভি এর ২য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। 🙂