Рет қаралды 329
✓ পটভূমিকা :
১৩ মে, ২০২৩ কিছু হেট কমেন্টস দেখে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি মিশন মাধ্যমিক প্লেলিস্টের সব লেকচারের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছি, কারণ আমি চাইনা লেকচারের নিচে কোনো আজেবাজে কমেন্ট থাকুক। যাদেরকে পড়িয়েছি, তাদের থেকে ওরকম কমেন্ট আমি আশা করি না। জানি খুব কম সংখ্যক স্টুডেন্টই এরকম করে, তবুও জিনিসটা খারাপ।
By the way ভিডিওটা রাগের মাথায় করেছি। তাই কেউ কিছু মনে কোরো না। জাস্ট নিজের কথাবার্তা গুলোকে একটু সংযত রাখো।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
✓ সিদ্ধান্ত পরিবর্তন : (MUST READ)
ছোটখাটো সমস্যার জন্য একটা বড় পরিবর্তনকে বাধা দেওয়া ঠিক হবে না। এতে অনেকের সমস্যা হতে পারে, তাছাড়া আমার রাগ কমলে আমি অটোমেটিক্যালি জিনিসগুলো আগের মত করে দিই। তাই আমি আবার কমেন্ট সেকশন খুললাম। তবে এরপর কেউ এরকম করলে তাকে ব্লক করে দেবো চ্যানেল থেকে।