যাকাতের পূর্ণাঙ্গ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তাফসীর || Maulana Mozammel Haque

  Рет қаралды 15,832

aloadharbd

aloadharbd

Күн бұрын

যাকাত এর সংজ্ঞা:
যাকাত শব্দের অর্থ শুচিতা ও পবিত্রতা, শুদ্ধি ও বৃদ্ধি।
পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরিয়ত নির্ধারিত পরিমাণ সম্পদের নির্দিষ্ট অংশ কুরআনে বর্ণিত আট প্রকারের কোন এক প্রকার লোক অথবা প্রত্যেককে দান করে মালিক বানিয়ে দেয়াকে জাকাত বলে।
জাকাতের গুরুত্ব ও তাৎপর্য:
যাকাত ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে একটি। যাকাত ছাড়া দ্বীন পরিপূর্ণতা লাভ করে না। যারা যাকাত অস্বীকার করে তাদের হত্যা করা হবে। এবং যারা যাকাতের ফরয অস্বীকার করে তাদের কাফের বলে গণ্য করা হবে। এই যাকাত ফরয করা হয় ২য় হিজরীতে। আল্লাহ তা‘আলা কুরআনে কারিমে যাকাতের গুরুত্ব বোঝানোর জন্য বহু জায়গায় ইরশাদ করেছেনÑ যেমন ‘আর তোমরা নামায কায়েম কর, যাকাত আদায় করো এবং রুকু কর রুকুকারীদের সঙ্গে।’ (সূরা বাকারা : ৪৩)
সূরা মায়ারিজের ২৪-২৫ আয়াতে আল্লাহ বলেন; ‘আর যাদের ধন সম্পদে রয়েছে ভিক্ষুক এবং বঞ্চিতদের জন্য নির্দিষ্ট অধিকার।’
এই পাঁচটি স্তম্ভের মধ্যে নামায এবং রোজার সম্পর্ক মানুষের দৈহিক পরিশ্রম ও মনের সাথে সম্পৃক্ত, পক্ষান্তরে যাকাত ও হজ্বের সম্পর্ক অর্থের সাথেও রয়েছে। বিশেষভাবে যাকাত ধনী বা ধনাঢ্য ব্যক্তিদের ওপরই ফরয হয়ে থাকে। হাদীস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- ‘তাদের মধ্যে যারা ধনী তাদের থেকে গ্রহণ করা হবে। আর তাদের মধ্যে যারা দরিদ্র বা অভাবী তাদের মধ্যে বণ্টন করা হবে।’ (বুখারী ১৪০১)
ইসলাম সাম্য ও ভ্রাতৃত্বের ধর্ম। একজনের হাতে বিপুল অর্থ-সম্পদ জমা হওয়াকে ইসলাম পছন্দ করে না। ইসলাম চায় ধনী-গরিব সবাই স্বচ্ছন্দে জীবন যাপন করুক। তাই দরিদ্রের প্রতি লক্ষ্য করে জাকাতের বিধান প্রবর্তন করা হয়েছে। হাদীসের ভাণ্ডারে সংরক্ষিত হয়েছে যাকাতের বিশেষ গুরুত্ব সংবলিত অনেক হাদীস।
আব্দুল্লাহ বিন উমর রা. হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- ‘আমাকে মানুষের সাথে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয়Ñ আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে।’ (বুখারী, মুসলিম)
জারির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন- ‘আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর হাতে বাইয়াত গ্রহণ করি নামাজ কায়েম করা, যাকাত আদায় করা এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনার ওপর। (বুখারী, মুসলিম)
আবু সায়ীদ রা. বর্ণনা করেন, ‘একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করছিলেন। তিন বার শপথ করে তিনি বললেন, ‘যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামায পড়বে, রমযানের রোযা রাখবে, যাকাত প্রদান করবে এবং সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকবে আল্লাহ তা‘আলা তার জন্য অবশ্যই বেহেশতের দরজা খুলে দিয়ে বলবেন, ‘তোমরা নিরাপদে তাতে প্রবেশ কর’।’ (নাসায়ী: ২৩৯৫)
যারা যাকাত আদায় করে না তাদের ব্যাপারে কঠোর শাস্তির সংবাদ এসেছে। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন-
আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং তারপরও তারা কার্পণ্য করে, তারা যেন এই কৃপণতাকে নিজেদের জন্য ভালো মনে না করে। না, এটা তাদের জন্য অত্যন্ত খারাপ। কৃপণতা করে তারা যাকিছু জমাচ্ছে তাই কিয়ামতের দিন তাদের গলার বেড়ি হবে। পৃথিবী ও আকাশের স্বত্বাধিকার একমাত্র আল্লাহরই। আর তোমরা যা কিছু করছো, আল্লাহ তা সবই জানেন। (সূরা আলে ইমরান: ১৮০)
অন্যত্র ইরশাদ করেন- যারা সোনা রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুখবর দাও। একদিন আসবে যখন এ সোনা ও রূপাকে জাহান্নামের আগুণে উত্তপ্ত করা হবে, অতঃপর তারই সাহায্যে তাদের কপালে, পার্শ্বদেশে ও পিঠে দাগ দেয়া হবে- এ সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে। নাও, এখন তোমাদের জমা করা সম্পদের স্বাদ গ্রহণ কর। (সূরা আত তাওবা: ৩৪-৩৫)
আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘যে কোন স্বর্ণ বা রুপার মালিক যদি আপন সম্পদের মালের যাকাত আদায় না করে, তার এ সম্পদকে আল্লাহ জাহান্নামের আগুনে উত্তপ্ত করে কিয়ামতের দিন তা দ্বারা পিঠ, পার্শ্ব এবং কপালে ছ্যাকা দিবেন। আর যখনই তা ঠাণ্ডা হবে সাথে সাথে আগুনে পুণরায় উত্তপ্ত করা হবে। এমন দিনে তাকে শাস্তি দেয়া হবে যে দিনটি হবে পঞ্চাশ হাজার বছরের সমান। আর বান্দার বিচারকার্য শেষ হওয়া পর্যন্ত এভাবে চলতে থাকবে। অত:পর সে দেখতে পাবে তার গন্তব্য হয় জান্নাতের দিকে নয়তো জাহান্নামের দিকে।’ (মুসলিম)
আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘আল্লাহ তা‘আলা যাকে সম্পদ দিয়েছেন অথচ সে তার যাকাত আদায় করে না, কিয়ামত দিবসে তার সম্পদকে দুই চোখ বিশিষ্ট বিষাক্ত সাপে পরিণত করা হবে। তারপর সাপটিকে কিয়ামতের দিবসে তার গলায় জড়িয়ে দেয়া হবে। সাপ তার দুই মুখে দংশন করতে করতে বলতে থাকবে, আমি তোমার বিত্ত, আমি তোমার গচ্ছিত সম্পদ।’ (বুখারী)
যাকাত গরিবের প্রতি কোন করুণা নয় বরং তার হক- যা ধনী ব্যক্তিকে অবশ্যই আদায় করতে হবে। এ কারণে আবু বকর রা. বলেছেন, ‘যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর যুগে একটি উটের রশিও জাকাত হিসেবে আদায় করত আর এখন তারা যদি জাকাত দিতে অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।’ (বুখারী: ১৩১২) তার এ ভাষণের মর্মার্থই ছিল, মানুষের অধিকার নিশ্চিত করা যাতে কেউ কাউকে তার অধিকার হতে বঞ্চিত করতে না পারে।
যাকাত ফরজ হওয়ার হিকমত:
যাকাত ফরজ হওয়ার পেছনে অসংখ্য হিকমত রয়েছে। যেমন, সম্পদ উপার্জনের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মানুষের মধ্যে অনেক তারতম্য রয়েছে। আর এ তারতম্য কমিয়ে ধনী-গরিবের মাঝে ভারসাম্য আনার জন্য মহান আল্লাহ যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। কারণ দেখা যায় কিছু মানুষ সম্পদের পাহাড় গড়ছে, অর্থ-কড়ি ও ভোগ-বিলাসে মত্ত আছে এবং প্রাচুর্যের চূড়ান্ত শিখরে অবস্থান করছে আর কিছু লোক দারিদ্র সীমার একেবারে নিচে অবস্থান করছে। মানবেতর জীবন যাপন করছে। আল্লাহ এ ব্যবধান দূর করার জন্যই তাদের

Пікірлер: 40
@Md.IsmailHossain-p6d
@Md.IsmailHossain-p6d 6 ай бұрын
আলহামদুলিল্লাহ
@AbdusSalam-ie9pz
@AbdusSalam-ie9pz 6 ай бұрын
উনার মত আলেম ছাড়া বাংলাদেশের সমাজ থেকে অন্ধকার দূর হবে না । উনার আলোচনা বেশি বেশি করে শুনা অতিব জরুরি ।
@MdIbrahim-dq4oz
@MdIbrahim-dq4oz 6 ай бұрын
আমার মনে হয় বতমান যুগের শেষঠ আলেম।
@shohan-qq3un
@shohan-qq3un 6 ай бұрын
1000000%%%%%% Right. Amaro Mona hoi. Allah Kabul korun. Ameen
@jakirhosain2868
@jakirhosain2868 6 ай бұрын
আমি বর্তমানে এই শায়েখের আলোচনাই শুনি ।
@sheikhabusayed1875
@sheikhabusayed1875 6 ай бұрын
আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা।
@alamgirkazi1037
@alamgirkazi1037 6 ай бұрын
আলহামদুলিল্লাহ যাকাত বিষয়ক বিষেশ গুরুত্বপূর্ণ আলোচনা জাজাকাল্লাহ খায়রান আমিন ।
@akterkhalid4905
@akterkhalid4905 6 ай бұрын
Assalamualaikum ohrahamatull mashaallah Bondo super sotioak kotha allhamdomlilla inshallah Bondo summa Amin ❤💕❤
@MuniaMunia-hm4iu
@MuniaMunia-hm4iu 6 ай бұрын
alhamdulillah khub sundor
@akterkhalid4905
@akterkhalid4905 6 ай бұрын
Amr kasa anoak valolaga ame amnoakdin agatheki onar kotha golo Soni anoak grothopurno kotha bolan allhamdomlilla amin thanks Bondo 🙏🏼👌🏼❤ok
@FerozFeroz-bh2xc
@FerozFeroz-bh2xc 6 ай бұрын
মহান রব্বুল আলামিন তাকওয়াএবং পরহেজগারিতা পছন্দ করেন আর রাসুল (সঃ)কে পরিপূর্ণভাবে অনুসরণ না করা পর্যন্ত উম্মত বলে স্বীকৃতি দেবেন না,আল্লাহ তৌফিক দিন,আমিন❤❤❤❤❤❤
@shahjahan62
@shahjahan62 6 ай бұрын
جزاك الله خيران قم
@shafiqulislam1619
@shafiqulislam1619 6 ай бұрын
خيرا সঠিক خيران ভূল قم ভূল সেখানে كم ও হবে না সেখানে শব্দ আসবে خيرالكم
@fahimahamed2457
@fahimahamed2457 6 ай бұрын
❤❤❤❤
@a.b.k.siddik8324
@a.b.k.siddik8324 6 ай бұрын
@shohan-qq3un
@shohan-qq3un 6 ай бұрын
❤❤❤❤❤
@mdshojibshojib
@mdshojibshojib 6 ай бұрын
হুজুর এই জাকাতের হিসাব টা কোথায় থেকে বললেন.....?
@AbdurRahimSir-l1s
@AbdurRahimSir-l1s 6 ай бұрын
আমাদের এলাকায় আমন ধান ফলানোর জন্য অনেক সময় গভীর নলকূপের সাহায্যে সেচ দিতে হয়। আবার বৃষ্টির পানিতেও হয়। এর ওশর কেমন হবে?
@zahidhossain6470
@zahidhossain6470 6 ай бұрын
স্বর্ণ ৭.৫ ভরির কম এবং সাথে টাকা থাকলে সেক্ষেত্রে যাকাত কিভাবে হিসেব করা হবে?
@bmruhulamin1160
@bmruhulamin1160 6 ай бұрын
যাদের জমি আছে কিন্তু আবাদি নয় যাকাত দিতে হবে কিনা?
@rayantv2447
@rayantv2447 6 ай бұрын
Tin Certificate এর মাধ্যমে সরকারকে ট্যাক্স দিলে, এরপরও কি যাকাত দিতে হবে?
@mahbuburrahman8815
@mahbuburrahman8815 6 ай бұрын
অবশ্যই দিতে হবে। আল্লাহর আইন মানা বাধ্যতামূলক, যদি পরকাল বিশ্বাস করি।
@MdSalim-ce5vz
@MdSalim-ce5vz 6 ай бұрын
Gani manus. Doya roilo apnar jonno
@ummeykulsum5848
@ummeykulsum5848 6 ай бұрын
কোরআনের কোথায় আছে? কিভাবে এসব হিসাব করছেন?
@niazmahmood5449
@niazmahmood5449 6 ай бұрын
ব্যাবসার মাল যদি বার বার বিক্রি হয় সেগুলোর কি হবে।
@shafiqulislam1619
@shafiqulislam1619 6 ай бұрын
ব্যাবসায় প্রথম যত টাকা লাগিয়েছেন সে টাকার যাকাত এক বছর পর।
@mdabdulmannankhanhimel8070
@mdabdulmannankhanhimel8070 6 ай бұрын
2.5% যাকাত দিতে হবে এটা কুরআন বলে নাই. 1 বছর পূর্ন মেয়াদ হলে যাকাত দিতে হবে এটা কুরআন বলে নাই. এই বিষয়ে জানতে চাই..
@কুরআনহাদিসেরআলো11
@কুরআনহাদিসেরআলো11 6 ай бұрын
আমাদের এলাকায় অবৈধ ভাবে গ্যাস ব্যবহার করে এটাকি হালাল হবে
@sumaiyatabassummeem4865
@sumaiyatabassummeem4865 6 ай бұрын
আলোচনা গ্যান গর্ব তবে কোরআন অশুদ্ধ পড়েন
@fariduddinahmed5357
@fariduddinahmed5357 6 ай бұрын
নিজের লেখাটাও নিজ ভাষায় শুদ্ধ করে লিখতে পারেন না, আর একজন বিদগ্ধ আলেমের কোরআন পড়ার উচ্চারণের ভুল ধরতে পারা অবশ্যই আপনার অলৌকিক মেধা ও ক্ষমতার পরিচায়ক বটে!!!
@A.HalimShaikh
@A.HalimShaikh 6 ай бұрын
আলহামদুলিল্লাহ
@ummesalma2052
@ummesalma2052 6 ай бұрын
Alhamdulillah
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 460 М.
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 135 МЛН