From Holy Quran>BanglaLanguage=> “ হে মুমিনগণ! তোমরা ‘রায়িনা’ বলো না ‘উনযুরনা’ বলো এবং শুনতে থাক। আর কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।“ (2-সুরা Baqara -104)- (ইহুদীরা রায়িনা শব্দটি খারাপ অর্থ ব্যাবহার করত) -আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদী ও মুশরেকদেরকে পাবেন এবং আপনি সবার চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন, যারা নিজেদেরকে খ্রীষ্টান বলে। এর কারণ এই যে, খ্রীষ্টানদের মধ্যে আলেম রয়েছে, দরবেশ রয়েছে এবং তারা অহঙ্কার করে না/5-সুরা Maida-82 -(বনি ইসরাইল সম্পর্কে)..তারা আল্লাহর রোষানলে পতিত হয়ে ঘুরতে থাকল। এমন হলো এ জন্য যে, তারা আল্লাহর বিধি বিধান মানতো না এবং নবীগনকে অন্যায়ভাবে হত্যা করত। তারকারণ,তারা ছিল নাফরমান সীমালংঘকারী।[2/Sura Baqara-61] The Jews call 'Uzair a son of Allah, and the Christians call Christ the son of Allah..[9/At-Taubah-30] পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছিলেন Masjidul Haram (Makkah) থেকে Masjidul Aksa, (Jerusalem) পর্যান্ত-. . . [ 17/Sura Bani Israel-1] হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে Aulia (“Aulia”=Helper, Savior, Protector, guardian was used, বাংলা শব্দ আউলিয়া গ্রহন করবেন না// not used “Khalil”=friend) হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের আউলিয়া। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। [5/সুরা Ma’idah-51] মুমিনগন যেন অন্য মুমিনকে ছেড়ে কোন কাফেরকে Aulia রূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কেন সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোন অনিষ্টের আশঙ্কা কর, তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে আল্লাহ তা'আলা তাঁর সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন। এবং সবাই কে তাঁর কাছে ফিরে যেতে হবে। [3/sura Ale Imran-:28] অতঃপর ঈসা (আঃ) যখন বণী ইসরায়ীলের কুফরী সম্পর্কে উপলব্ধি করতে পারলেন, তখন বললেন, কারা আছে আল্লাহর পথে আমাকে সাহায্য করবে? সঙ্গী-সাথীরা বললো, আমরা রয়েছি আল্লাহর পথে সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আর তুমি সাক্ষী থাক যে, আমরা হুকুম কবুল করে নিয়েছি। [৩-৫২] -3(72)আর আহলে-কিতাবগণের একদল বললো, মুসলমানগণের উপর যা কিছু অবর্তীণ হয়েছে তাকে দিনের প্রথম ভাগে মেনে নাও, আর দিনের শেষ ভাগে অস্বীকার ক র, হয়তো তারা মুখ ফিরিয়ে নিতে পারে। [Sura-৩/আলে ইমরান-72] (এক দল ইহুদি শেষ নবীর সময়, মদিনাতে পরিকল্পনা করেছিল সকালে ইসলাম গ্রহন করবে ও বিকালে ইসলাম ত্যাগ করবে- যাতে সরলমনা মুসলমান বিভ্রান্ত হতে পারে ) সুরা-5/Maidah-20-26/ (২০) যখন মূসা স্বীয় সম্প্রদায়কে বললেনঃ হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতি আল্লাহর নেয়ামত স্মরণ কর, যখন তিনি তোমাদের মধ্যে পয়গম্বর সৃষ্টি করেছেন, তোমাদেরকে রাজ্যাধিপতি করেছেন এবং তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন, যা বিশ্বজগতের কাউকে দেননি। (21) হে আমার সম্প্রদায়, পবিত্র ভুমিতে প্রবেশ কর, যা আল্লাহ তোমাদের জন্যে নির্ধারিত করে দিয়েছেন এবং পেছন দিকে প্রত্যাবর্তন করো না। অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। (22) তারা বললঃ হে মূসা, সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে। আমরা কখনও সেখানে যাব না, যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা যদি সেখান থেকে বের হয়ে যায় তবে নিশ্চিতই আমরা প্রবেশ করব।’ (23) খোদাভীরুদের মধ্য থেকে দু’ব্যক্তি বলল, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেনঃ তোমরা তাদের উপর আক্রমণ করে দরজায় প্রবেশ কর। অতঃপর তোমরা যখন তাতে পবেশ করবে, তখন তোমরাই জয়ী হবে। আর আল্লাহর উপর ভরসা কর যদি তোমরা বিশ্বাসী হও। (24) তারা বললঃ হে মূসা, আমরা জীবনেও কখনো সেখানে যাব না, যতক্ষণ তারা সেখানে থাকবে। অতএব, আপনি ও আপনার পালনকর্তাই যান এবং উভয়ে যুদ্ধ করে নিন। আমরা তো এখানেই বসলাম। (25 )মূসা বললঃ হে আমার পালনকর্তা, আমি শুধু নিজের উপর ও নিজের ভাইয়ের উপর ক্ষমতা রাখি। অতএব, আপনি আমাদের মধ্যে ও এ অবাধ্য সম্প্রদায়ের মধ্যে সম্পর্কচ্ছেদ করুন। (26) বললেনঃ এ দেশ চল্লিশ বছর পর্যন্ত তাদের জন্যে হারাম করা হল। তারা ভুপৃষ্ঠে উদভ্রান্ত হয়ে ফিরবে। অতএব, আপনি অবাধ্য সম্প্রদায়ের জন্যে দুঃখ করবেন না। 68/Qalam-(2) আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন। 10-Yunus-(80) তারপর যখন যাদুকররা এল, মূসা তাদেরকে বলল, নিক্ষেপ কর, তোমরা যা কিছু নিক্ষেপ করে থাক। (81)অতঃপর যখন তারা নিক্ষেপ করল, মূসা বলল, যা কিছু তোমরা এনেছ তা সবই যাদু-এবার আল্লাহ এসব ভন্ডুল করে দিচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ দুস্কর্মীদের কর্মকে সুষ্ঠুতা দান করেন না। !#৳#৳৳@#৳@ক#৳@##@@@@@
আমাদের আদি পিতা হযরত আদম( আঃ) আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) আমাদের কলিজার টুকরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) আলহামদুলিল্লাহ আমরা এনাদের পেয়ে খুশী আলহামদুলিল্লাহ। এবং ধন্যবাদ Rtv কে ও আরো ধন্যবাদ শায়েকদের যারা এতো কষ্ট করে আমাদের ইসলামের সঠিক ইতিহাস গুলো দেখানোর জন্য
@MdMostofa-vg4jg Жыл бұрын
আলহামদুলিল্লাহ
@masudparvaz4442 Жыл бұрын
আপনার কমেন্ট পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি😭😭🤲🤲🤲
@aminhossain8242 Жыл бұрын
আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম স্মৃতি বিজড়িত স্থান দেখতে পেয়ে আলহামদুলিল্লাহ খুশি।
@sonaligaram2442 Жыл бұрын
আমার এবং আমাদের জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাই ওসাল্লাম। যার নাম শুনলে অন্তরে শান্তি শান্তি লাগে
@SaidaBegum-ou5de7 ай бұрын
Amin
@SPORTSvictorians Жыл бұрын
জাতির পিতা একজন তিনি আমাদের প্রিয় হজরত ইব্রাহিম আঃ❤
@KobirKhan-rt3hv Жыл бұрын
Right
@AzizulHaque-jh4gx3 жыл бұрын
পিতা ইব্রাহিম অাঃ এর পবিত্র স্থান দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ rTv😘
@rafiulislam41043 жыл бұрын
শুধু পিতা বলা কি ঠিক হবে?? 🤔
@shahadathossaon39453 жыл бұрын
Ai mach gula ki boro hoi na?
@mdmotasser36532 жыл бұрын
মাশাল্লাহ্
@fosuruddin78802 жыл бұрын
Amim ok
@moviehubs2554 Жыл бұрын
@@mdmotasser3653me AA ji pic ko bhi ho 0 pra pic Oo la hi aap AAP PA pa 6:21 6:21
@mdRipon-vt5ds3 жыл бұрын
কতই না সৌভাগ্যবান মানুষ তারা, যারা সেই পবিত্র জমিতে থাকেন,আর আল্লাহর ইবাদত করেন।
আমি হয়তো একদিন থাকবো না কিন্তু আমার কমেন্ট গুলো থাকবে আর আমার পরের প্রজন্ম আমার কমেন্ট গুলো পড়বে তাই আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই হযরত মুহাম্মাদ সাঃ আল্লাহর বান্দা ও রাসূল
@AlauddinHossain-zj1rs Жыл бұрын
অনেক বার শুনেছি কিন্তু দেখিনী আজ প্রথম দেখলাম সুবাহানআল্লাহ্।।
@MdFaruk-vh2zd3 жыл бұрын
আমাদের জাতির পিতা একমাএ ইবরাহিম আঃ
@mubaraksamer43393 жыл бұрын
না ভাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর
@ariff3503 жыл бұрын
বাংলাদেশের জাতির পিতা নিয়ে এত অভিযোগ আপনাদের কেন ? কৈ তুরস্কের জাতির পিতা কামাল আতাতুর্ক এটা নিয়ে তো আপনারা কোন প্রশ্ন তোলেন না ? পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ কৈ এটা নিয়ে তো আপনারা প্রশ্ন তোলেন না ? ইসলামিক রাষ্ট্র সৌদি আরব প্রতিষ্ঠিত হয় সাউদ ফ্যামিলির নাম অনুসারে কৈ সেখানে তো কেউ প্রশ্ন তোলে না ? তাহলে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান হলে সমস্যা কোথায় ? শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বাংলাদেশ পেয়েছি, এটা নিয়ে কারো কোন দ্বিমত নেই । তাহলে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে সমস্যা কোথায় ? এখানে কেন আপনাদের ধর্মকে টেনে আনতে হবে ?
@mukulgm16273 жыл бұрын
Md Faruk, হ্যা আমাদের মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম (আঃ)
@khorshedalamkhorshedalam93033 жыл бұрын
@@ariff350 সহমত ভাই জান
@raselmahmud4843 жыл бұрын
Arif আপনাকে বলতে চাই তুরস্ক পাকিস্তান সৌদি আরব আমাদেরকে দলিল দিতে হবে তুমি আওয়ামী লীগ কর তাই শেখ মুজিব তোমার গোষ্ঠীর পিতা হতে পারে সবার না মুসলমানজাতির পিতা এক জন হযরত ইব্রাহিম আঃ আমি বলবো তুমি যদি মুসলমান এর ঘরে জন্ম হয়ে থাকে তাহলে তওবা করে আল্লাহ কাছে মাপ চাও,,,,,
@prantomridha47123 жыл бұрын
আর টিভিকে অনেক ধন্যবাদ,।,হুজুরের কথাগুলো অনেক ভালো লাগে
@akazadsaiful50933 жыл бұрын
ধন্যবাদ আর টিভিকে........দেখার সুজোগ কোরে দেয়ার জন্য।
@anisurrahman8703 жыл бұрын
এত্তো বানান ভুল!
@abdallahmahmud54403 жыл бұрын
👍👍👍
@MehediHasan-rj8ew Жыл бұрын
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের জাতীর পিতা ইব্রাহিম ( আঃ) ❤❤❤
@santakhatun628810 ай бұрын
মাশাআল্লাহ,আদি পিতা হযরত ইব্রাহীম আঃ মের বাড়ি দেখানোর জন্য আপনাকে যাযাকোললাহ খোইরোক।।
@nahidahmed53533 жыл бұрын
আল্লাহ কি না পারেন কাটকে মাচ আর মাচকে কাট সবকিচু আললাহ পারেন
@MdHasan-uh2fz3 жыл бұрын
Subhanallah
@Sk.Anash7862 жыл бұрын
আল্লাহ সব পারেন তোমরা কি পারো???
@SaidaBegum-ou5de7 ай бұрын
@skriyajul6932 Amora Allah hor etcha mote choli Manuser etcha moto noi ..Manuser bani sunte chaina Qurane Allah hor likha banigulo mene cholte chai Ya Allah amake twfik dio Abong sokol momin nor nariderke twfik dan korio...
@shastho_chitro3 жыл бұрын
আমার মতো এই প্রথম কে কে দেখেছেন?
@samimakhatun89553 жыл бұрын
Ami
@mdabkahardriver2033 жыл бұрын
Ami
@shastho_chitro3 жыл бұрын
@@mdabkahardriver203 ধন্যবাদ
@shastho_chitro3 жыл бұрын
@@samimakhatun8955 ধন্যবাদ
@FarFardin3 жыл бұрын
Ami
@MehediHasan-in1si3 жыл бұрын
হে আল্লাহ একবার নিজের চোখে দেখার তৌফিক দেও।আমিন🕋🕋🕋
@mdabkahardriver2033 жыл бұрын
Amin
@sahinsk83452 жыл бұрын
Ameen
@dramaworld33392 жыл бұрын
Amin
@samimarasampa4883 Жыл бұрын
Ameen
@AbuTaleb-ep7ju Жыл бұрын
Ameen
@mahivlogsfns Жыл бұрын
আমাদের জাতির পিতা ইব্রাহিম (আ:) এর পবিত্র স্থান দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের 💖🥰
@rjraj7372 Жыл бұрын
Allah tumi mohan ❤❤
@mdsulaimanbadsha37072 жыл бұрын
অসংখ্য বার সালাম, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আঃ এর ওপর।
@milonmahmud42753 жыл бұрын
আমাদের জাতির পিতার সাথে ঘটে যাওয়া পবিত্র স্থান দেখানোর জন্য আরটিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই।
@mayashatanvin71423 жыл бұрын
হৃদয় ঠান্ডা হয়ে যায় 😊 যখন এই যায়গা গুলো দেখতে পাই।।
@mdabdurrahman85593 жыл бұрын
মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমানদের জাতির পিতা হযরত ইবরাহিম ( আ) কিছু সৃতি দেখানোর জন্য ধন্যবাদ।
@JaneAlam-kc7ms2 жыл бұрын
thanks to r tv ইব্রাহিম আলাইহিসসালাম কে জাতির পিতা না বলে আমরা অন্য কাউকে নিয়ে ব্যস্ত।আল্লাহ পাক আমাদের বুজার তাওফিক দান করুন আমিন।
@howladerrasel8888 Жыл бұрын
আল্লাহ তায়ালা জাকে ভালোবাসেন তার হেফাজত তিনি করেন সুবহানাল্লাহ ❤
@themessageofislam52013 жыл бұрын
আলহামদুলিল্লাহ কতো যে ভালো লাগলো কি করে যে বুঝাই।
@mdaktaruzzaman8493 жыл бұрын
আলহামদুলিল্লাহ, দেখে মনটা শান্তি হলো।
@bdislamictv47793 жыл бұрын
আলহামদুলিল্লাহ আর টিভি কে ধন্যবাদ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) এর পবিত্র যায়গা দেখানোর জন্য।
@golamkibria91158 күн бұрын
Alhamdulillah. Nice scenery. Thanks to Arabi Kafela.
@identityofallah4 ай бұрын
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে মহান আরশের উরধে সমুন্নত, ‘ সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে কোথাও কিছু নেই আল্লাহ্র মতো। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । ♥♥♥ সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র সকল ক্ষমতা ও সকল রাজত্ব, সুন্দর নাম, পূর্ণ গুণ একমাত্র আল্লাহ্র বিশুদ্ধ ও অবিভাজ্য তাঁরই একত্ব। কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা .../////////////////////
@arfinsohel47393 жыл бұрын
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 🥰
@MEHEDIHASAN-zw8bw3 жыл бұрын
Alhamdulillah
@zamzamfurniture26993 жыл бұрын
আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক Rtv কে এরকম আরো নবিজিদের উল্লেখ যোগ্য্ ঘটনা গুলো সামনে দেখতে চাই।
@tarekali42783 жыл бұрын
আমার জাতীয় পিতা ইব্রাহীম (আঃ),❤️❤️❤️
@quran.chanel3 жыл бұрын
ভিডিও টি খুব সুন্দর লাগলো ভাইয়া রা আমার মতো কেকে জান্নাতে যেতে ইচ্ছুক? আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত দান করেন।
@mahbubmahbub9561 Жыл бұрын
Amen
@MdDelower-qb3cm2 ай бұрын
আমাদের জাতীর পিতা আমি নবীকে খুব ভালোবাসি যত বড় কষ্ট তত বড় ফল কত না সন্দর ছিলো ইব্রাহিম নবী কঠিন পরীক্ষা ছিল ইব্রাহিম নবীর জন্য
@mdruhulamin40273 жыл бұрын
মাশাল্লাহ অনেক ইচ্ছা ছিল এই জায়গাটা দেখার. ইচ্ছাটা পূরণ হয়ে গেল Rটিভির মাধ্যমে ধন্যবাদ Rটিভি
@ইসলামিকমিডিয়া৭৮৬3 жыл бұрын
পিতা ইব্রাহিম অাঃ এর পবিত্র স্থান দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ
@rahimaahmed5427 Жыл бұрын
Ameen.
@rmblog79333 жыл бұрын
চোখ দিয়ে পানি বের হয়ে গেল অনেক ধন্যবাদ আপনাদের 😘☺️
@abdurrazzak1573 жыл бұрын
আমাদের জাতির পিতা ইব্রাহিম (আঃ) সেই যায়গাঁ দেখানোর জন্য আর টিভির মিডিয়া কে অনেক অনেক ধন্যবাদ।
@MdAbdulMominuc3sx10 ай бұрын
জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম এর এই জায়গা দেখানোর জন্য ধন্যবাদ
@kusumbegum14733 жыл бұрын
অনেক ভালো লাগলো 😊 ভিডিওটা। ইব্রাহিম আ. কত কষ্ট করেছিলেন😭😭😭
@সত্যেরপথেঅবিচল-ণ৫শ3 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আর টিভি কে,এমন কিছু প্রতিদিন উপহার দেওয়ার জন্য, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দেখানো হোক।
@হাবিবহাবিবহাবিবএর3 жыл бұрын
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই প্রথম বাবার দেখলাম আলহামদুলিল্লাহ
@md.ismailmia18685 ай бұрын
জাতির পিতা একজন তিনি আমাদের প্রিয় হজরত ইব্রাহিম আঃ ❤
@Tangila-d1j13 күн бұрын
সুবহানআল্লাহ । সেই জায়গা আজ দেখলাম
@MdRajon-hp1bv3 жыл бұрын
ইসলামিক ভিডিওগুলি দেখানোর জন্য আর টিভিকে ধন্যবাদ।
@taskinahmadhanif6793 жыл бұрын
ধন্যবাদ Rtvকে দেখার সোজোগ করে দেওয়ার জন্য,,,
@ummakulsum93843 жыл бұрын
কখন করোনা ভাইরাস শেষ হবে তুরস্ক দেখার অপেক্ষায় আছি রাব্বুল আলামীন পৃথিবী থেকে এই ভাইরাস তুলে নিয়ে যাও আমিন
@belayedbebari69163 жыл бұрын
আলহামদুলিল্লাহ
@ummesalma86513 жыл бұрын
আলহামদুলিল্লাহ বোন আমাদের জন্য দোয়া করবেন
@ummakulsum93843 жыл бұрын
@@ummesalma8651 রাব্বুল আলামীন আপনাকে সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন আমিন
@niharislam87632 жыл бұрын
আমিন
@mrlcity9362 жыл бұрын
আল্লাহ তায়ালা আপনার দোয়া কবুল করুন। আমিন
@AbdulGofur-x9m2 күн бұрын
আমি বিশ্বাস করি আল্লাহর সবচেয়ে বড় মোযেজা।
@awoladhossain95663 жыл бұрын
আলহামদুলিল্লাহ দেখে মনটা শান্তি হলো
@ikramhosen1504 Жыл бұрын
Onek Valo lagglo video ta
@jakariababor57563 жыл бұрын
আমাদের জাতির পিতা শুধুমাত্র ইব্রাহিম খলিল আঃ।
@jibontotv80413 жыл бұрын
আলহামদুলিল্লাহ সুনে অনেক ভালো লাগলো যারা ভিডিও টা দিছেন তাদেরকে ধন্যবাদ
@MoniraParvin-o5g2 ай бұрын
মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি জাতি পিতা ইব্রাহিম আলাই সালাম প্রতি শান্তি বর্ষিত করুন আমিন।
@মোছাঃরুকাইয়াআক্তাররত্না3 ай бұрын
আমি এমন একজন জীবন সঙ্গী চাই যে আমাকে পরিপূর্ণ ভাবে ইসলাম এর ভিতরে রাখবে,🤲 সবাই দোয়া করবেন
কেমন হত ভাগা চিলেন, আজর, যার সন্তান নবি ঈব্রাহিম আঃ তার বাবা হেদায়েতের পঁথে না এসে গোমরাহিতে লিপ্ত চিল,বাব হয়ে সন্তান কে চিনলনা,কত বোকা চিল আজর, ছেলের কথা যদি মানত তাহলে কতনা মর্জাদাবান হতো আজর,আল্লাহ আমাদের সকলকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দানকরুন আমিন,আজ থেকে কত হাজার বচর আগের ইতিহাস সাক্ষী হয়ে আচে এর পরেওকি কাফের মুসরিক রা ঈমান আনবেনা
@abdullahalamin44503 жыл бұрын
Tara Allah ke mante boddo Somosya pai Miya,Nauzubillah
@khorshidalam73463 жыл бұрын
@@abdullahalamin4450 আপনি বাংলায় লিখুন, আমি কি লিখলাম আপনি কি বুযলেন
@zumdnr49433 жыл бұрын
From Holy Quran>BanglaLanguage=> “ হে মুমিনগণ! তোমরা ‘রায়িনা’ বলো না ‘উনযুরনা’ বলো এবং শুনতে থাক। আর কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।“ (2-সুরা Baqara -104)- (ইহুদীরা রায়িনা শব্দটি খারাপ অর্থ ব্যাবহার করত) -আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদী ও মুশরেকদেরকে পাবেন এবং আপনি সবার চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন, যারা নিজেদেরকে খ্রীষ্টান বলে। এর কারণ এই যে, খ্রীষ্টানদের মধ্যে আলেম রয়েছে, দরবেশ রয়েছে এবং তারা অহঙ্কার করে না/5-সুরা Maida-82 -(বনি ইসরাইল সম্পর্কে)..তারা আল্লাহর রোষানলে পতিত হয়ে ঘুরতে থাকল। এমন হলো এ জন্য যে, তারা আল্লাহর বিধি বিধান মানতো না এবং নবীগনকে অন্যায়ভাবে হত্যা করত। তারকারণ,তারা ছিল নাফরমান সীমালংঘকারী।[2/Sura Baqara-61] The Jews call 'Uzair a son of Allah, and the Christians call Christ the son of Allah..[9/At-Taubah-30] পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছিলেন Masjidul Haram (Makkah) থেকে Masjidul Aksa, (Jerusalem) পর্যান্ত-. . . [ 17/Sura Bani Israel-1] হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে Aulia (“Aulia”=Helper, Savior, Protector, guardian was used, বাংলা শব্দ আউলিয়া গ্রহন করবেন না// not used “Khalil”=friend) হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের আউলিয়া। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। [5/সুরা Ma’idah-51] মুমিনগন যেন অন্য মুমিনকে ছেড়ে কোন কাফেরকে Aulia রূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কেন সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোন অনিষ্টের আশঙ্কা কর, তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে আল্লাহ তা'আলা তাঁর সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন। এবং সবাই কে তাঁর কাছে ফিরে যেতে হবে। [3/sura Ale Imran-:28] অতঃপর ঈসা (আঃ) যখন বণী ইসরায়ীলের কুফরী সম্পর্কে উপলব্ধি করতে পারলেন, তখন বললেন, কারা আছে আল্লাহর পথে আমাকে সাহায্য করবে? সঙ্গী-সাথীরা বললো, আমরা রয়েছি আল্লাহর পথে সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আর তুমি সাক্ষী থাক যে, আমরা হুকুম কবুল করে নিয়েছি। [৩-৫২] -3(72)আর আহলে-কিতাবগণের একদল বললো, মুসলমানগণের উপর যা কিছু অবর্তীণ হয়েছে তাকে দিনের প্রথম ভাগে মেনে নাও, আর দিনের শেষ ভাগে অস্বীকার ক র, হয়তো তারা মুখ ফিরিয়ে নিতে পারে। [Sura-৩/আলে ইমরান-72] (এক দল ইহুদি শেষ নবীর সময়, মদিনাতে পরিকল্পনা করেছিল সকালে ইসলাম গ্রহন করবে ও বিকালে ইসলাম ত্যাগ করবে- যাতে সরলমনা মুসলমান বিভ্রান্ত হতে পারে ) সুরা-5/Maidah-20-26/ (২০) যখন মূসা স্বীয় সম্প্রদায়কে বললেনঃ হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতি আল্লাহর নেয়ামত স্মরণ কর, যখন তিনি তোমাদের মধ্যে পয়গম্বর সৃষ্টি করেছেন, তোমাদেরকে রাজ্যাধিপতি করেছেন এবং তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন, যা বিশ্বজগতের কাউকে দেননি। (21) হে আমার সম্প্রদায়, পবিত্র ভুমিতে প্রবেশ কর, যা আল্লাহ তোমাদের জন্যে নির্ধারিত করে দিয়েছেন এবং পেছন দিকে প্রত্যাবর্তন করো না। অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। (22) তারা বললঃ হে মূসা, সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে। আমরা কখনও সেখানে যাব না, যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা যদি সেখান থেকে বের হয়ে যায় তবে নিশ্চিতই আমরা প্রবেশ করব।’ (23) খোদাভীরুদের মধ্য থেকে দু’ব্যক্তি বলল, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেনঃ তোমরা তাদের উপর আক্রমণ করে দরজায় প্রবেশ কর। অতঃপর তোমরা যখন তাতে পবেশ করবে, তখন তোমরাই জয়ী হবে। আর আল্লাহর উপর ভরসা কর যদি তোমরা বিশ্বাসী হও। (24) তারা বললঃ হে মূসা, আমরা জীবনেও কখনো সেখানে যাব না, যতক্ষণ তারা সেখানে থাকবে। অতএব, আপনি ও আপনার পালনকর্তাই যান এবং উভয়ে যুদ্ধ করে নিন। আমরা তো এখানেই বসলাম। (25 )মূসা বললঃ হে আমার পালনকর্তা, আমি শুধু নিজের উপর ও নিজের ভাইয়ের উপর ক্ষমতা রাখি। অতএব, আপনি আমাদের মধ্যে ও এ অবাধ্য সম্প্রদায়ের মধ্যে সম্পর্কচ্ছেদ করুন। (26) বললেনঃ এ দেশ চল্লিশ বছর পর্যন্ত তাদের জন্যে হারাম করা হল। তারা ভুপৃষ্ঠে উদভ্রান্ত হয়ে ফিরবে। অতএব, আপনি অবাধ্য সম্প্রদায়ের জন্যে দুঃখ করবেন না। 68/Qalam-(2) আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন। 10-Yunus-(80) তারপর যখন যাদুকররা এল, মূসা তাদেরকে বলল, নিক্ষেপ কর, তোমরা যা কিছু নিক্ষেপ করে থাক। (81)অতঃপর যখন তারা নিক্ষেপ করল, মূসা বলল, যা কিছু তোমরা এনেছ তা সবই যাদু-এবার আল্লাহ এসব ভন্ডুল করে দিচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ দুস্কর্মীদের কর্মকে সুষ্ঠুতা দান করেন না। !#৳#৳৳@#৳@ক#৳@##@@
@hmzafor50323 жыл бұрын
ভাই হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহু আল্লাহু।
@ashrafrigger18533 жыл бұрын
নূহ,আঃ এর পুত্র ও চিনতে পারেনাই তার বাবা কে, আসলে আল্লাহ যহাকে হেদায়েত দান করেন! কিন্তু সরলতা রাখা মানবের কর্তব্য। ফেরাউন চিনেনাই মূসা আঃ কে কিন্তু বিবি আসিয়া চিনেছেন । আবুযেহেল চিনেনাই হযরত বেলাল (রঃ) চিনেছেন । তেমনি ইমাম মেহেদী আঃ কে ও সাধারণত মানুষ চিনিবেনা
আলহামদুলিল্লাহ আমি মুসলিম। ইসলাম অর্থই শান্তি। মহান আল্লাহর রহমতের ছায়া কতইনা শান্তির হবে।
@situshar78683 жыл бұрын
সুবহানাল্লাহ। ধন্যবাদ আরটিভিতে প্রচারিত পবিত্র মাহে রমজান মাসে আরাবি কাফেলা কে। যারা আমাদের নতুন প্রজন্মের মুসলমানদের জানার জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এবং আর ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের সাথে জড়িত সকল প্রকৌশলী, কেবল অপারেটর, উপস্থাপকদের।
@mdprince34433 жыл бұрын
আল্লাহ আমার জীবনে একবার হলেও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর রওজা শরিফ জিয়ারত করার তৌফিক দান করুন । এবং আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাই সাল্লাম এর রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করুন
@sojibahmed82903 жыл бұрын
মনটা ভরে যায় আলহামদুলিল্লাহ
@dearbdtv6593 жыл бұрын
মাশা আল্লাহ, জাতির পিতার ঐতিহাসিক স্থান
@asamakhatoon8802 Жыл бұрын
আমাদের পিতা ইবরাহিম কতইনা বাগ্যমান❤❤❤❤ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর❤❤❤❤
@MdAbdulOhed-e7w Жыл бұрын
জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.❤❤❤)
@islamicmediamustaksarkar48263 жыл бұрын
আল্লাহ মরার আগে একবার নিজ চোখে দেখার তৌফিক দিও আমিন
@mdjalal28203 жыл бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন আমীন
@rubayetaddittohasan253 жыл бұрын
Subhan Allah Allah Mohan Thanks R Tv
@MdIbrahim-cx8uh3 жыл бұрын
আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আপনাকে ওইখানে নিয়েছে এবং দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের ওই জায়গায় যাওয়ার তৌফিক দান করে আমিন
@thecallofislamTCOI2 жыл бұрын
ماشا اللہ بہت ہی اچھا بہای جزاکم الله خير❤️
@AmirulIslam-c7g4 ай бұрын
আমাদের পিতা যে ইসলাম বিতরণ করতেন আর এখন পৃথিবীর এই অবস্থা আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো ❤