Рет қаралды 454
সুপ্রভাত
পৌষ মাসের দ্বিতীয়শনিবারে শ্রী শ্রী ফলহারিণী কালীমাতা ঠাকুরানির মঙ্গল দর্শন 😇।
#shreeshreefoloharinikalimatathakurani #সালকিয়ারপ্রথমকালীপূজা #2024goals #Howrah #salkia #maakali #2024goals #2025
🌺কালী কথা - প্রথম পর্ব 🌺
মা ফলহারিনী কালীমাতা ঠাকুরানি মহাপূজার প্রথম পর্বে আমারা জানবো। মায়ের পুজোর আগেই মন্দিরে কেন করা হয় মায়ের নামে ধ্বজা উত্তোলন?🪷
অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে প্রতি বছরের মতো এই বছরও ব্যানার্জী বাগান অশ্বত্থতলা কালী মন্দিরে মায়ের ধ্বজা উত্তোলন হয়েথাকে । তো অনেকেই যারা এই ধ্বজা উত্তোলন দেখেন তারা প্রায় প্রতি বছরই জিজ্ঞাসা করেন কেন এই ধ্বজা উত্তোলন করা হয়?আজ বলবো এই ধ্বজা উত্তোলন নিয়ে 🙂।
অনেকেই আমাদের অশ্বত্থতলা ফলহারিনী কালী মন্দিরের মায়ের পুজোর ইতিহাস সম্পর্কে জানেন। মায়ের পুজো মায়েরই স্বপ্নাদেশে আজ থেকে প্রায় ৩০০ বছর আগে শুরু হয়। ইতিহাস বলছে প্রথম দিকে এই পুজো খোলা মাঠের মাঝখানে একটি মাটির বেদিতে হতো। তারও প্রায় ১৫০ বছর পর সেই মাটির বেদি ভেঙে সিমেন্টের বেদি নির্মাণ করে পুজো করা হতো। তারও প্রায় ৬০-৭০ বছর পর সেই সিমেন্টে বাঁধানো বেদির উপর ছোট একটি মন্দির নির্মাণ করে পুজো হতো। বর্তমানে যে বিশালাকার মন্দির দেখতে পাওয়া যায় সেটা ৩৮ বছর আগে ব্যানার্জী বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্দোগে নির্মাণ করা হয়। পুজো শুরুর প্রথমদিকে এই পুজো বেদির উপরে হলেও, বেদির চারপাশে বাঁশের অস্থায়ী প্যান্ডেল করা হতো। এই পুজো যেহেতু বর্ষা শুরুর প্রথম দিকে অনুষ্ঠিত হয়, তখনকারদিনে ঝড়ের কারণে অনেক সময় প্যান্ডেল ভেঙে যেত। সেই সময় সকলের মত নিয়ে অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে একটি ধ্বজা কে পুজো করে মায়ের নামে জয়ধ্বনি দিয়ে উত্তোলন করা হয়, এবং মায়ের কৃপায় ঝড়ের কারণে প্যান্ডেল ভেঙে যাওয়া বন্ধ হয়। বর্তমানে মায়ের স্থায়ী বড়ো মন্দির নির্মাণ হলেও, এই প্রথা আজও অব্যাহত রয়েছে।
সবাইকে জানাই সাদর আমন্ত্রণ 🙏।
Shree Shree Foloharini Kalimata Thakurani #সালকিয়ার_প্রথম_কালী_পুজো #oldestpujainsalkia #banerjee_bagan_sarbojanin_durgotsob #salkia #Howrah #india #WestBengal
#শ্রীশ্রীফলহারিনীকালিমাতাঠাকুরানি / @shreefolaharinekalima...
🌺🌿 Everyone #followers