Рет қаралды 109
গান - শ্যাম সুন্দর গিরিধারি
রাগ -মধুমাধবী সারং
তাল- ত্রিতাল
শ্যামের বাঁশির সুর যেন ভুবনের সকল যন্ত্রণাকে শান্ত করে, হৃদয়ে জাগায় আবেগের জোয়ার। কবি নজরুল ইসলাম ( Kazi Nazrul Islam) তাঁর এই গানে ফুটিয়ে তুলেছেন কৃষ্ণের বাঁশির সুরের মহিমা।
কৃষ্ণের প্রকৃত ভক্তের কাছে তাঁর প্রতি ভক্তি ভাব হৃদয়ে এনে দেয় প্রশান্তি ও পরমানন্দ দেয় অশুভ চিন্তা ও পীরণ থেকে মুক্তি। তাঁর প্রতি ভক্তি যেন শ্যামের মুরলির সুরের মতোই মধুর। তাঁর চরণেই খুঁজে পাওয়া যায় পরম সুখ। কৃষ্ণের প্রতি ভক্তের মনের ভাব ফুটে উঠেছে বাংলার প্রখ্যাত কবি কাজী নজরুল ইসলামের এই ভক্তিগীতিতে।
সেই অনন্ত ভক্তির রসের ধারা নৃত্যের মাধ্যমে প্রকাশ করতে চলেছে আমাদের ( Saptak - Academy of Art & Culture) নৃত্য বিভাগের ছাত্রী - স্বস্তিকা ভট্টাচার্য্য ।