In this video our host Rimi Biswas narrates a unique story about 'Shyamali', the legendary bengali theatre of all time. This particular story has also been narrated by Sabitri Chatterjee in her autobiography in detail.
Пікірлер
@sumitmitra60642 ай бұрын
অদূর ইতিহাসের পাতা থেকে তুলে আনা এই সব ঘটনা শুনে বেশ পুলকিত বোধ করছি। এখনকার হাজারো ব্যস্ততার মাঝেও এমন একটি বিষয় নিয়ে আলোচনা বা অনুষ্ঠানের উপস্থাপনা সত্যিই ভাবায় এবং আশান্বিত করে যে ---- নাহ্, এখনও কেউ কেউ আছে, যারা পূর্বসূরিদের কথা মনে রেখে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পারে। উপস্থাপনা খুব মনোগ্রাহী। উপস্থাপককে ধন্যবাদ।
@gdstudioofficial2 ай бұрын
আপনাদের এই ভালো লাগাটুকুই আমার ও আমাদের কাছে পরম প্রাপ্তি। এরকম কমেন্ট পেলে পরিশ্রম স্বার্থক মনে হয়। জি ডি স্টুডিওর পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খুব ভালো থাকবেন। ছোট্ট অনুরোধ রইল - একটু পাশে থাকবেন।
@debs1968r2 ай бұрын
❤Awesome ❤
@gdstudioofficial2 ай бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই।
@tulikabose99512 ай бұрын
Bah re...🎉
@gdstudioofficial2 ай бұрын
অনেক ভালবাসা দিদিভাই।
@mrinmayeebhattacharya67082 ай бұрын
অনবদ্য প্রতিবেদন। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ❤❤❤❤❤
@gdstudioofficial2 ай бұрын
আন্তরিক কৃতজ্ঞতা জানাই। খুব ভালো থাকবেন।
@Avijit-y4z2 ай бұрын
You yourself has become an institution. A Museum of golden periods of Bengali Cinema and Theater. Such a critical and new way of thinking is rare in Indian mindset, which you have. Thanks.
@gdstudioofficial2 ай бұрын
আমি কৃতজ্ঞ। আপনাদের এই ভালো লাগাটুকু আমার কাছে পরম সম্পদ। খুব ভালো থাকবেন। এভাবেই পাশে থাকবেন।
@sanchat10002 ай бұрын
Apnar golpo gulo osadharon
@kalidaskabiraj40072 ай бұрын
অনবদ্য উপস্থাপনা।❤❤🙏🙏🙏🙏💐💐💐
@gdstudioofficial2 ай бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই। খুব ভাল থাকবেন।
@aniruddhabanerjee53802 ай бұрын
Informative
@gdstudioofficial2 ай бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন।
@aditimukherjee51732 ай бұрын
বাহ অজানা কে জানলাম ভীষন ভালো লাগলো ❤❤ বিধান চন্দ্র রায় কে সশ্রদ্ধ প্রণাম জানাই🙏💐। আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইলো তোমার জন্য ❤❤ সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনয় নৈপুণতা কতটা গভীর এই তথ্য তার প্রমাণ ভালো থাকুন উনি 🙏🙏❤❤💐💐
@gdstudioofficial2 ай бұрын
আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনিও খুব ভালো থাকবেন। আপনারাই আমাদের শক্তি।
@ashimdey48552 ай бұрын
Asadharon post
@gdstudioofficial2 ай бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন।
@ushamondal55202 ай бұрын
অজানা তথ্য জানতে পারি তোমার হাত ধরে ❤❤
@gdstudioofficial2 ай бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই।
@samirdatta28852 ай бұрын
আপনাকে প্রণাম জানাবার খুব ইচ্ছে ছিলো কিন্তু আপনার বয়স বাধা দিলো, সুতরাং আপনাকে আমার অনেক শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানাই।অনেক ভিডিও দেখি কিন্তুআপনি সবার থেকে আলাদা। কম কথায় এত সুন্দর উপস্থাপনা যা কল্পনা করতে পারতাম না।আপনার জন্য আমি বা আমরা এত না জানা কথা জানাবার জন্য আপনাকে ধন্যবাদ।
@gdstudioofficial2 ай бұрын
আমি আপনাদের সামনে নতজানু। আমি কৃতজ্ঞ। প্রণাম আমি আপনাকে জানাই। এভাবেই পাশে থাকবেন - এইটুকু অনুরোধ।।
@dibyendumallick22032 ай бұрын
দিদি, যে কাহিনীটা শোনালেন তা এক কথায় অনবদ্য। আমরা পরবর্তী প্রজন্মের। তাই এসব খবর আমাদের রাখা সম্ভব হয়নি। তবে উত্তম কুমার এবং কাবেরী বসু অভিনীত শ্যামলী সিনেমাটি দেখেছি। নাটকের অন্তরালে এইরকম একটা সুন্দর কাহিনী লুকিয়েছিল, সেটা জেনে খুব ভালো লাগলো। সে সময় মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছিল, রাজনৈতিক নেতাদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিপ্রায় ছিল না, জনসাধারণের উপকারের জন্য তাঁরা ব্যবস্থা গ্রহণ করতেন। এখন সবকিছুই যেন কিরকম পাল্টে গেছে। ভালো কিছু শুনতে সত্যিই খুব ভালো লাগে। আপনাকে অশেষ ধন্যবাদ, দিদি।
@gdstudioofficial2 ай бұрын
আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারাই আমার ভরসা। আপনারা পাশে আছেন বলেই আমি কাজ করার শক্তি পাই। খুব ভালো থাকবেন।
@nilanjanchowdhury94902 ай бұрын
😊 THANKS A LOT 💚 💚 🌼 🌸 🌻 🌹 🏵 💐 🥀 FOR THIS IMPORTANT INFORMATION 🎬 🎞 🎥 🎦 📽 🎟 💕🧡❤️🩹💥 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gdstudioofficial2 ай бұрын
আন্তরিক কৃতজ্ঞতা জানাই। খুব ভালো থাকবেন।
@lovemeorleaveme19612 ай бұрын
বাবার কাছে বহুবার শুনেছি "ডাঃ বিধান চন্দ্র রায় ছিলেন বাংলার শেষ বাঙালি।" 🙏
@gdstudioofficial2 ай бұрын
একদমই ঠিক শুনেছেন। আন্তরিক ধন্যবাদ জানাই।
@asokchakraborti15672 ай бұрын
প্রনাম কর্মযোগী ড:বিধান চন্দ্র রায়, আজ বাঙালী জাতির অস্তিত্ব বিপন্নর দিনে ওনার কথা মনে হয়।
@gdstudioofficial2 ай бұрын
একদম ঠিক বলেছেন। সত্যিই এক অদ্ভুত অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আন্তরিক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন।
@TapanDas-gr4yl2 ай бұрын
শ্যামলী নাটক সম্পর্কে যত শুনি তত আফশোস হয় । কারণ বিধান রায় যখন মুখ্যমন্ত্রী তখন আমি নাটক দেখার উপযুক্ত হইনি ।
@gdstudioofficial2 ай бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন।
@ashokghoshal72742 ай бұрын
রাখী গুলজার তখন জন্মাননি, আর শর্মিলা ঠাকুর শ্যামলী দেখেননি, যদিও তিনি এবং তাঁর পরিবার, বাবা গীতিন ঠাকুর কলকাতায় থাকতেন এবং এখানে চাকরি করতেন
@gdstudioofficial2 ай бұрын
হ্যাঁ। এই বিষয়ে অবশ্যই বিতর্ক রয়েছে। সাবিত্রী চট্টোপাধ্যায় তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ "সত্যি সাবিত্রী"-তে পরিষ্কার এই তথ্য উল্লেখ করেছেন। শ্যামলী নাটক নিয়ে উনি আলাদা চ্যাপ্টার লিখেছেন। ব্যাপারটির মধ্যে সত্যিই কিছু বিভ্রান্তি রয়েছে। আন্তরিক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন।
@saibalmitra1452 ай бұрын
*LOHO PRONAAM DR ROY* AAJ 67 BOCHOR ER JUBOK AMI.... 😂 KEBOL MONE HOCHE JODI SWAPNEO EKBAR SHYAMALI NATOK TA DEKHTE PARI*
@gdstudioofficial2 ай бұрын
আপনাদের মত দর্শকদের পাশে পেয়ে আমরা প্রাণিত হই। আন্তরিক কৃতজ্ঞতা রইল। খুব ভালো থাকবেন।
@tapankr.biswas97692 ай бұрын
বিধানচন্দ্র রায় এই নাটকটি দেখার পর থেকে উত্তম কুমারকে শ্যামল নামে ডাকতেন ।
@gdstudioofficial2 ай бұрын
একদম ঠিক বলেছেন। এই ঘটনাটি নিয়ে আমাদের একটি শর্ট ভিডিও আছে। আন্তরিক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন।
@gopalbiswas12912 ай бұрын
শ্যামলী নাটকটি কত সালে হয়েছে?সাবিত্রী দেবীর ক্যারিয়ারের প্রথম দিকে হবে হয়তো কিন্তু আপনি রাখি গুলজারের কথা বললেন সেতো 1967 সালে বধুবরন বাংলা সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছে সে কি করে দেখতে আসবে?
@gdstudioofficial2 ай бұрын
হ্যাঁ। আপনি যেটা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সত্যিই টাইম ফ্রেমের একটু সমস্যা হচ্ছে। আসলে আমরা এই সমস্ত তথ্য গ্রহণ করেছি সাবিত্রী চট্টোঅধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থ 'সত্যি সাবিত্রী' থেকে যেটি দে'জ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছিল। সেই গ্রন্থে শ্যামলী নাটক নিয়ে আলাদা চ্যাপ্টার রয়েছে। এই সমস্ত তথ্য সেখান থেকেই গৃহীত। আমরা অবশ্যই এই বিষয়টি আরেকবার খতিয়ে দেখবো। আন্তরিক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন।
@anirbansen90732 ай бұрын
শ্যামলী নাটকটির সময়কাল মোটামুটি ১৯৫২ - ১৯৫৫ সাল। (শ্যামলীর বিজ্ঞাপন থেকেই মোটামুটি সাল নির্ধারণ করা সম্ভব) উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী রাখী গুলজারের জন্ম ১৯৪৭। হতে পারে বাবা মায়ের কোলে করে সাবিত্রী দেবীর সঙ্গে দেখা করে কনগ্রাচুলেশন জানিয়ে গেছিলেন😂😂😂। এমন গল্পও শোনা যায় যে শ্যামলী নাটকে উত্তমকুমার কে নেবার জন্য নাকি সাবিত্রী দেবীই প্রস্তাব দিয়েছিলেন। তখন তার বয়স কত...??? ১৯৩৭ থেকে ১৯৫২ ... মানে ১৫ বছর মতো হবে। ভাবুন এবার। শর্মিলা ঠাকুরের জন্ম ১৯৪৪। উনিও হয়তো বাবা মায়ের হাত ধরেই এসেছিলেন। বাঙালির ১৪ পুরুষের ভাগ্য উনি অমিতাভ বচ্চন বা শাহরুখ খান কে তখন দেখেন নি।
@Avijit-y4z2 ай бұрын
Remember at that time, there was no rule for compulsory birth registration and above film stars tend to show less age than real age to prove that they are young @@anirbansen9073