হুজুর কে একটা প্রশ্ন করার ইচ্ছে ছিল! "হুজুর আপনি যে এতো গিবত করেন সেটা কি জায়েজ নাকি নাজায়েজ? আল্লাহ কাকে কোন অবস্থায় রাখবেন সেটা আল্লাহই একমাত্র জানলেওয়ালা। এগুলো বলার আপনি কে? হু আর ইউ? আল্লাহ যদি আবার ওদের এই দেশে এস্টাবলিস্ট করে তাহলে কি আল্লাহ তা'লা আপনাকে জিজ্ঞেস করে করবেন? এইসব গিবতের ফলে আপনার প্রতি দিন দিন মানুষের শ্রদ্ধা কমতেছে। আমি তো আপনাকে অন্ধভাবে অনুসরণ করতাম এখন আপনার ওয়াজ শোনতে ভয় হয়। কখন যে আপনার এসব বস্তাপঁচা গিবত গুলো শোনা লাগে। হ্যাঁ আপনার দেয়া আমল গুলো করি। কিন্তু আপনার প্রতি আগের সেই মহাব্বত এখন আর মন থেকে আসে না। দিন কে দিন বেহুদা আপনার এ অধঃপতন দুঃখজনক। কথায় কথায় রাজনীতি টানেন কেন? যদি টানতে হয় তাহলে ব্রিটিশ জুলুম পাক বাহিনীর জুলুম, জিয়ার আমলের জুলুম, এরশাদের জুলুম, খালেদা জিয়ার ৫বারেন দুর্নীতির এসব বলতে কি আপনার শরম লাগে? আপনি দিনকে দিন বেহায়ায় পরিণত হচ্ছেন। ইবলিশের অহংবোধ আপনাকে ঘিরে ধরছে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।