আপনি শুরু তেই বললেন ,, আমার অনেক ক্ষুধা পেয়েছে ,, আমি বুঝতে পারছি ,, যখন কৃষক রা এত রুদ্র তে আধা জমিন কাজ শেষ করে মুখে এক ফোঁটা পানি পড়ে তখন অমৃত চেয়েও কম না 🥰🥰
@funnydiaryofkunal2 жыл бұрын
স্বাদের ব্যাপারে উনি একটু বেশি বলে ফেলেছেন😛😛😛 তবে ঘরে বসে বিশ্ব ভ্রমণ এর মজা আলাদা। চালিয়ে যান। সমস্ত ভিডিও দেখি আমি।love 😘
@plaintruth50262 жыл бұрын
Sound so good!
@kakalide63412 жыл бұрын
@@funnydiaryofkunal স্বাদ পেয়েছে বলে বলেছেন
@anwarabegum25893 ай бұрын
এক নম্বর খাধক
@e.m-on66722 жыл бұрын
ড্রাইভার ভাই টি আপনাদের গাইড এর মতো সাহায্য করেছে,,,, খুবই ভালো
@shubhodipdasgupta24272 жыл бұрын
আপনি যখন বললেন মায়ের হাতের রান্নার মত তাতেই আপনার পরিষ্কার মনটা সামনে এলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আপনার মত বাঙালি খুব rare ,,🙏🙏🙏
@SalahuddinSumon2 жыл бұрын
ভালো থাকবেন শুভদীপ দা❤️
@কিকেনকিভাবে-ভ৯ড2 жыл бұрын
@@SalahuddinSumon আপনার ফোন নম্বর কিভাবে পাবো?
@valiantghost52002 жыл бұрын
Sumon bhai please apner phone number ta Dan.🙏🏻🙏🏻🙏🏻
@mdnooruddin81162 жыл бұрын
৭০% বাংলাদেশী দের মণ এমনি হয়ে থাকে ধন্যবাদ আপনাকে।
@sohelmasohel2 жыл бұрын
Sohel 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤑🤑🤑🤑😲🤑😲🤑😲🤑🤑🙃😜🤑🙃😛😮
@JakwanAhmed-iw5bt11 ай бұрын
একটা কথা বলতে চাই আপনাকে কিছু মনে নিয়েন না সুমন ভাই, মানে বলতেছিলাম যে আপনি যদি আল্লাহ তায়ালার অপরুপ সুন্দরয দেখে বিভিন্ন আরবি শব্দ যেমন পাহাড় ইত্যাদি দেখে আপনার মনের আবেগ গুলো যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তায়ালার সৃষ্টি আহ্ কত ই না সুন্দর কত ই নিখুঁত কত ই না সাজানো গুছানো ইত্যাদি শব্দ চয়ন করে যদি আপনার মনের আবেগ গুলো প্রকাশ করতেন তাহলে আমাদের আরো অনেক অনেক ভালো লাগদো ,এতে করে আপনার থেকে অন্যরাও কীভাবে আল্লাহ তায়ালার সৃষ্টি দেখে একজন মুসলমান হিসেবে মনের আবেগ প্রকাশ করতে হয় তা শিখতে পারবে, আসলে পাহাড় পর্বত নদী নালা খাল বিল ইত্যাদি যা আছে এগুলো সবিই হচ্ছে আল্লাহ তায়ালার অপরুপ সৃষ্টি এগুলো দেখে এগুলো কে একজন মুসলমান হিসেবে শুধু প্রাকৃতিক বলে উড়িয়ে দেওয়া টা মোটেও সমীচিন নয়,বরং আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আহ্ আল্লাহ তায়ালার সৃষ্টি সত্যি ই কেড়ে নেয় দৃষ্টি, এরকম শব্দ চয়ন করেই মনের ভাব আবেগ প্রকাশ করা টা উচিৎ, এতে করে অন্তরে আল্লাহর ভয়,তার প্রতি মহব্বত আর ভালোবাসা পয়দা হবে, ইনশাআল্লাহ এতে করে আল্লাহ তায়ালা ও অনেক অনেক খুশি হন, এবং খুশি হবেন ও ইনশাআল্লাহ
@anasiqbal24954 ай бұрын
Bolbe keno? Unar tk dorkar.. Eisob word use korle to hindu ra dekhbe na..
@armanetc.28633 ай бұрын
@@anasiqbal2495ঠিকই বলেছেন। আর আল্লাহর নাম নেওয়াটাকে ব্যাক ডেটেড মনে করে। কিছু আধুনিক মানুষ আল্লাহর নাম নিতে চান না পাছে অন্যরা কি বলে। আল্লাহ্ সবাইকে হেদায়েত দিক। আমিন।
@আয়েশাআক্তার-ঢ৩শ3 ай бұрын
আমি কখনো দেখিনি উনি আল্লাহর নাম নিয়েছেন
@dreamgardensurjo3 ай бұрын
Dada jodi allah name niye bolen, tar por o ami dekbo.karon amar kase ishar are allah ek jon.ami hindho tobe islam dormer manus jonke o valobasi❤❤❤.amara sobai manus.bedabed ami kori na.
@Nitusvlog6063 ай бұрын
Akmot
@kakonbd68062 жыл бұрын
সুমন ভাই, একটা জিনিস ক্লিয়ার যে পাহাড়ি এলাকার মানুষ খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পছন্দ করে।আর প্রকৃতির কথা আর কি বলবো!!!দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে আর আপনি তো স্বচক্ষে তা উপভোগ করতেছেন।
@sushilkumarroy8252 жыл бұрын
আপনার উপ মহাদেশের সর্বত্রই বিচরণ , পাহাড়ি মা এর হাতের রান্না খাওয়া দেখে আনন্দিত হচ্ছি , ধন্যবাদ ।
@jalpaiguriviralkakuprakash98862 жыл бұрын
ধন্যবাদ দাদা, কারণ আমার জন্ম নাগাল্যান্ড হয়েছিল কিন্তু এখন আমি পশ্চিমবাংলায় থাকি। খুব সুন্দর লাগলো দাদা। আপনি বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান ভ্রমন করেন এবং সুন্দর সুন্দর জায়গা গুলি দেখান অজানা জিনিসগুলো জানতে পারি ধন্যবাদ ধন্যবাদ, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন।।
@SubirChakrabortyBSNL2 жыл бұрын
ঘরে বসে আরো একবার সুমন ভাইয়ের উপস্থাপনায় নাগাল্যান্ড দেখতে দেখতে পুরনো দিনের কথা মনে পড়ছে। ভীষণ ভালো ভিডিও হয়েছে।
@mrigankshidas78392 жыл бұрын
সুমন ভাই আপনার মুখে যেকোনো কথা এমনিই মিষ্টি, আর খাওয়ার দেখে তো আমার জিভে জল এসে গেছে ।শুভেচ্ছা রইল ।
@ruparahaman88832 жыл бұрын
আপনার ভীডিও দেখি এত ভালো লাগে আপনার ভীডিও গুলি আমার বেচে থাকার রসদ আপনার ভীডিও দেখলে শরীর মন সজীব সতেজ হয়ে যায় প্রকৃতির মাঝে হারিয়ে যাই ভালো থাকুন আরও এগিয়ে জান এবং ভালো ভালো ভীডিও দিন ভালো থাকুন সপরিবারে শুভকামনা
@SalahuddinSumon2 жыл бұрын
এমন কমেন্ট আমারও মানসিক যোগায়। আপনিও ভালো থাকুন সব সময়।
@sahidbarbhuiya48892 жыл бұрын
পাহাড়ী এলাকার মানুষয়ে শাকে লবন দেয়ে না ওরা সেদ্ধ খায় ❤ form silchar assam 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mohammedrayhan872 жыл бұрын
পার্বত্য চট্টগ্রামের দৃশ্যগুলু আরো সুন্দর...
@chaprivai53812 жыл бұрын
সত্যি,সুমন ভাই দেশ,জনপদ, জনজীবন আপনচোখে অবলোকন করে ধন্য হয়ে গেলেন। হিংসে হয়।কত ভাগ্যবান আপনি।
@webdev38882 жыл бұрын
আপনার এমন প্রামাণ্য চিত্র গুলো দেখতে অনেক ভালো লাগে। জানা-অজানা অনেক কিছু জানতে পারি। ইচ্ছে করে নিজেও এমন ঘুরি... অনেক ধন্যবাদ 🌹❤️🌹
@sweetymanna99182 жыл бұрын
. Km
@lalitkumardas89112 жыл бұрын
অসাধারণ ভাই! খুব সুন্দর মানস ভ্রমণ করলাম। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই । -কোলকাতা থেকে ললিত Uncle
@mdlitonali8735 Жыл бұрын
Ok
@johirhasanporosh90292 жыл бұрын
সত্যি মনো মুগ্ধকর ভিডিও প্রকৃতি যেনো সবকিছু ঢেলে দিয়েছে আপন মনে অপূর্ব সৌন্দর্য এক নীলাভূমি নাগাল্যান্ড
@golammahiuddinkazi45102 жыл бұрын
এই বাড়ির রান্না এমনিতেই খুব সুন্দর তার উপর মনে হচ্ছে আপনি যে মাংস টার কথা বলে খুব ভালো খেতে লাগছে। আমার মনে হচ্ছে ওটা গরুর মাংস। নাগা জাতির মানুষ গুলো খুবই গোরুর মাংস খেতে ভাল বাসে। আপনি ও ঐ মাংস রান্না খেয়ে খুব খুশি হয়ে গেছেন। আপনার ভালো লাগা দেখে পাতে তুলে খাওয়া দেখে আমার মনে হলো ওরা গরুর মাংস খেতে ভাল বাসে তাই আপনাকে ও খাওয়ার জন্য তৈরি করে দিয়ে ছেন। আপনাকে ভালো বেসে ভাত ডাল মাংস সবজি সব কিছু ঠিক ঠাক করে খাইয়ে ওরা ও খুব খুশি হয়েছেন। সব থেকে গরুর মাংস খেতে টেস্ট।
@mohuyachowdhury18502 жыл бұрын
অন্যধাঁচের জীবন যাত্রা, পরিস্কার বাড়ি পশুপাখির প্রতি মমত্ব সৌন্দর্য ময়তা মুগ্ধ করলো.
সুমন সাহেব, নাগাল্যান্ড নিয়ে ভিডিও নির্মাণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আগে এক সময় ভারতীয় ইউটিউবারের মাধ্যমে উওর পূর্বাঞ্চলীয় রাজ্য গুলোর ভিডিও দেখলেও নাগাল্যান্ডের ভিডিও দেখা হয়নি। প্রায় দেড় যুগ আগে বিবিসির প্রামাণ্য চিত্র দেখে ঐ অঞ্চলের জনগণের জীবন যাপন সম্পর্কে ধারণা হয়েছিল। ঠিক বছর দেড়েক আগে পদ্মা সেতু প্রকল্প নিয়ে ভিডিও পাবলিশ করেছিলেন। সেই কনটেন্টে শিমুলিয়া ফেরী ঘাটকে মাওয়া ঘাট এবং পদ্মা ব্রক্ষপুত্র মেঘনার অববাহিকায় নির্মাণাধীন পদ্মা সেতুর করায় দীর্ঘ মন্তব্য করেছিলাম। আপনার করা দেশের অত্যন্ত অঞ্চলের ভিডিও দেখার সুযোগ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে রাজশাহীর চর খানপুর এবং ঢাকার নবাবগঞ্জ বা দোহার উপজেলা। মুন্সীগঞ্জের ভিডিওতে দোতলা টিনের ঘর নিয়ে নাসিরউদ্দিন উজ্জ্বল সাহেবের সাক্ষাৎকার। জানিনা এখনো সময় টিভিতে কাজ করছেন কিনা তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এখন শুধুই নিজের ইউটিউব নিয়ে ব্যাস্ত আছেন। যদি এখনো ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম বা নাগাল্যান্ডে অবস্থান করে থাকেন তাহলে দয়াকরে আসামের বগীবিল সেতুর উপর একটি তথ্যসমৃদ্ধ সচিত্র প্রতিবেদন করার চেষ্টা করবেন। সবশেষে দু-একটা অনুরোধ বা পরামর্শ দিয়ে লিখা শেষ করছি। দয়াকরে ক্যামেরায় ওয়াইড এঙ্গেল লেন্সের ব্যবহার এবং নিজেকে উপস্থাপন যথা সম্ভব সীমিত করবেন। আমার ধারণা এতে করে আপনার ভিডিও করার মান আরো বেশি পেশাদারিত্ব অর্জন করতে সক্ষম হবে। আবারো হয়তো বলবেন আমার লিখায় একটু অন্যরকম অনুপ্রেরণা আছে। সে যাই হোক আপনার জন্য শুভকামনা রইল, ভাল থাকবেন।
@EVERYTHING3412 жыл бұрын
সত্যিই সুমন ভাই আপনার ভিডিও তে একবার ক্লিক করলে আর এড়িয়ে যেতে পারি না, একটু স্কিপ ও করতে মন চায় না। কেমন জানি একটা আবেগ আপ্লুত হয়ে শুধু আপনার ভিডিও দেখতে থাকি। সত্যিই অসাধারণ আপনার উপস্থাপনা Love From ঢাকা ❤️♥️
@SalahuddinSumon2 жыл бұрын
ভালোবাসা রইলো অনেক❤️
@shahidanasreen18103 ай бұрын
Khub neat and clean village Nagaland khub sundur Apnar blog bhalo lagloo
@bodhisattwamaiti59862 жыл бұрын
প্রকৃতি সুন্দর ও সর্বোপরি সুমন ভাই আপনার উপস্থাপনা ভীষণ সুন্দর ও আন্তরিক।
@amitpaul68502 жыл бұрын
ধন্যবাদ, সালাউদ্দিন সুমন ভাই। আপনার মাধ্যমে আমরা নাগাল্যান্ডের 'অন্যরকম' এক সুন্দর রূপ দেখতে পেলাম। 😍
@JakirulSh2 ай бұрын
অসাধারণ ভাই আপনার ভিডিও সুন্দর আপনাকে ধন্যবাদ,
@upendradas6983 Жыл бұрын
দাদা সর্বদা শুভেচ্ছা ও শুভ কামনা আপনার জন্য রইল । ত্রিপুরা থেকে দেখছি ।
@mdshohag6872 жыл бұрын
সুমন ভাই আপনার প্রত্যেকটা ভিডিও আমার হৃদয় ছুঁয়ে যায়। আপনার ভিডিও গুলো সব গুলো দেখি আমি, ভাইজান আপনাকে আমার খুব দেখার ইচ্ছা সামনাসামনি আপনি কোথায় থাকে সুমন ভাই,, দোয়া করি সব সময় যেন আল্লাহ আপনাকে ভালো রাখেন।সুস্থতা দান করেন। দোয়া করি, আই মিস ইউ সুমন ভাই
@SalahuddinSumon2 жыл бұрын
ভালো থাকবেন ভাই। আমি ঢাকায় থাকি।
@shirinakter92112 жыл бұрын
কিছু দিন থেকে আপনার ভিডিও গুলো দেখছি আর খুব ভালো লাগছে মাশাল্লাহ্ প্রকৃতি কত সুন্দর অসাধারন।
@prazbhat2 жыл бұрын
সুমন ভাই, ভারতের North East হলো unexplored pristine beauty, আশা করি আপনার ভিডিওতে অনুপ্রাণিত হয়ে আরও মানুষ উত্তর পূর্বে যাবে।
@mampiasitasitmampi9372 жыл бұрын
স্যার আপনার সব ভিডিওগুলো সত্যিই অসাধারণ। প্রত্যেকটি ভিডিও ইতিহাস আছে।thank you sir আপনার মতামত গুলো আমাদের খুব ভালো লাগে। আমি একজন ইন্ডিয়ান।
@HannanNowab Жыл бұрын
ধন্যবাদ। আপনার লেখা ভালো লাগলো।
@arindommallick53302 жыл бұрын
ভাই যারা ডাল প্রেমী যেমন হোক না কেনো মনে হয় যেনো মায়ের হাতের ডাল নিলয়কে তো মনে হচ্ছে ও বাড়িতে বসেই খাচ্ছে সত্যি জুলেকা গ্রাম অনক সুন্দর ভালো থেকো আমার গুড নাইট টাটা
@piyalimitrapiyalimitra70622 жыл бұрын
Indian 7 sister State for nagaland .we are proud to be indian.joy hind.i love my India
@saburkhan64862 жыл бұрын
সুমন ভাই যেভাবে বললেন আমার মায়ের হাতের রান্না, জাস্ট এই একটা কথা শোনার জন্যই ভিডিওটা কয়েকবার দেখছি।
@SalahuddinSumon2 жыл бұрын
শুধু রান্না নয়, উনি মানুষ হিসেবেও মায়ের মতোই।
@ynusali8012 жыл бұрын
সুমন ও নিলয় ভাইয়ের অসাধারণ নাগালেন্ডের মত দূর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের জন্য আন্তরিক সুভেচ্ছা ও সুভকামনা
@ummahskitchenbd2 жыл бұрын
এই নাগাল্যান্ডে আমার যা যাওয়ার ইচ্ছে। ওনাদের খাবারও অনেক নাকি মজার...!
@sajadkhansajad72872 жыл бұрын
Hmm tai ranna onek moja..sap beng kokor sokor poka idor Amon Kono jinish nai je ora khay na.. Nagaland a Konyak tribe Ra tu Manosh o khay...ar Nagaland er 40% Lok Alfa ugrobadi Jara Manosh dore niye giye taka aday kore
@jahidnoyon27382 жыл бұрын
ওখানে গেলে কুকুরের মাংস ছাড়া আর কিছু পাবেন না। মজা করে খাইয়েন!!!
@ruzimotin78152 жыл бұрын
শৈশবে নাগাল্যান্ডের মানুষ দের নিয়ে কত কিছু শুনেছি যা ছিলো খুব ভয়ের। আজ বড় হয়ে সবকিছু মনে রুপকথার গল্পই ছিলো। আমাদের জন্য আপনার এত কষ্ট সে জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
@sajadkhansajad72872 жыл бұрын
Ekhono onek boyer Nagaland er Manosh je koto ta hingsro ta apni na thakle bojben na koto Manosh Amar cokher samne mara hoice shot kore...ora hoice atongbadi
@ruzimotin78152 жыл бұрын
@@sajadkhansajad7287শৈশবে শুনতাম তারা নাকি সর্বমেয়ভোজী।মানুষও খায়,এমন কি তারা তাদের বাবা-মা বুড়ো হলে তাদেরকেও খেয়ে ফেলে।
@sajadkhansajad72872 жыл бұрын
@@ruzimotin7815 Nagaland a ektu jati ace Konyak Tara age onek Manosh kheto Tobe ekhon ar khay na but Nagaland a Alfa ogrobadi ace ora Manosh dore niye taka aday kore Jodi na dite pare mere fele onek kharap oder bitore Kono Maya doya nai sob cristan oi khane Amar cokher samne koto Manosh Marcel shot kore....ar apnar bari ta kothay apni ki kore janlen aisob kahani
@ruzimotin78152 жыл бұрын
@@sajadkhansajad7287 আমার আদি বাড়ী শিলচরে ছিলো দেশ ভাগের আগে।এখন আমার বাড়ী সিলেট।
@sajadkhansajad72872 жыл бұрын
@@ruzimotin7815 ohh acha nice Amar bari comilla Ami Nagaland cilam 10 yars ekhon dubai te aci
@samarchakraborty25112 жыл бұрын
সালাউদ্দিন সুমন ভাইজান খুবই ভালো লাগলো আপনার কয়েকটা এপিসোড দেখে ।সত্যি আপনি অনেক পরিশ্রম করেন । আমি রোজ আপনার ও মানস বাবুর এপিসোড দেখি খুবই ভালো লাগে ।আপনাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা সহ শুভকামনা জানাই ।ভালো থাকবেন সবসময় ।আল্লাহ হাফিজ ।
আপনার বর্ণনা খুবই সুন্দর ও আন্তরিক। তারিফ করি। আপনার ব্লগ গুলো খুব সুন্দর।
@devjyotijana16922 жыл бұрын
নাগাল্যান্ড, মনিপুর , মিজোরাম ৩ তে state natural Beauty অসাধারণ এবং offbeat
@khalilurkhan16992 жыл бұрын
Also Tripura.
@arianhossan84192 жыл бұрын
@@khalilurkhan1699 vai ekta kohta bolbo?
@khalilurkhan16992 жыл бұрын
@@arianhossan8419 bolo.
@misstasnin72752 жыл бұрын
ভাই আপনার এমন ভিডিও গুলো দেখতে অনেক ভালো লাগে সত্যি মনটা ভালো হয়ে জাই অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া অনেক ভালো থাকবেন
@ujjwalroy47252 жыл бұрын
গ্রাম বাংলার অপরুপ ঐতিহ্য তুলে ধরা আপনার উদ্দেশ্য। আপনার জন্য শুভকামনা।
@MHRPARSONALBLOG2 жыл бұрын
সুমন ভাই আপনার মুখে যেকোনো কথা এমনিই মিষ্টি, আর খাওয়ার দেখে তো আমার জিভে জল এসে গেছে ।
@taniyamoni41892 жыл бұрын
সালাউদ্দীন ভাই আপনি যে ভাবে পাহাড়ি জুলেখা ভিলেজের চিএ তুলে ধরলেন আসলে ভাই মন টা বরে গেল
@shandhyaranidatta60132 жыл бұрын
আমিও প্রক্রিতি প্রেমি।কিন্তু আমি তো সেখানে যেতে পারছি না।আপনার মাধ্য ম্ এ দেখতে পাচ্ছি।
@niharendudas53307 ай бұрын
তোমার এতো পরিস্কার এবং শুদ্ধ বাংলা ভাষায় গোসোল শব্দ টি বেমানান।আর মেজোরামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার হৃদয় ভরে গেল।
@mrahamanl36992 жыл бұрын
ধন্যবাদ ভাইজান ইন্ডিয়া বসবাস করেও এতো কিছু দেখার সুযোগ হয়নি, কর্মের তাগিতে সময় গুলো কিভাবে কেটে যাই বুঝতেই পারিনা, তবে শৈশব থেকে আপনাদের বাংলাদেশ এ আমার বেড়ে ওঠা, যাই হোক এতো সুন্দর ভিডিও র জন্য অশংখ্য ধন্যবাদ.
@SumisHomeVlog5552 жыл бұрын
Assalamualaikum dear bhaiay wow so beautiful sharing yummy and delicious food eating amazing view great video sharing big like
@mdnuralam66132 жыл бұрын
সুমন ভাই আপনার ভিডিও গুলো। দেখতে আমার খুব ভালো লাগে ভাই আপনি। নোয়াখালীর একটা ভিডিও করেন আমার খুবই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে
@tushar4993 Жыл бұрын
You are my inspiration. One day I'll start making video like u. Inshallh
@akmmoinulhassan64312 жыл бұрын
আপনাদের দুজনের খাবার খেতে দেখে, আমার দারুন হিংসা হচ্ছে, মনে হচ্ছে ডালটা আর মুরগির মাংস টা যদি খেতে পারতাম.
@kingkartababimur2 жыл бұрын
নাগাল্যান্ডের চারটে পর্বের মধ্যে শেষ দুটো পর্ব আমার কাছে অসাধারন লেগেছে। ভিন্ন জায়গার ভিন্ন পরিবেশে ভিন্ন জাতীর মানুষ এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এমন নিখুঁত ভাবে উপস্থাপনার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ভিডিও নয়, যেন কোনো কবি বা শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি বা কবিতা। সত্যই এই দুটো পর্ব আমার মন কেড়ে নিয়েছে, তাই এতে কথা লিখলাম এবং পরের পর্বের অপেক্ষায় রইলাম।
@SalahuddinSumon2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আপনারা উৎসাহ দেন বলেই আমি শক্তি পাই❤️
@colourfulenvironment32002 жыл бұрын
নাগাল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য্য সত্যিই অসাধারণ😍
@plaintruth50262 жыл бұрын
@ Colourful Environment নাগা জাতি মানুষের মরদেহ ভক্ষণ করে এটি একটি সাধারণ বিষয় বটে !!!
@joymaa25502 жыл бұрын
খুবই মায়াবী। চমৎকার দৃশ্যপট
@fatemasultana81842 жыл бұрын
সত্যি নাগাল্যান্ড নিয়ে আমার অনেক কৌতুহল ছিলো.... আপনার ভিডিও দেখে সেই তৃষ্ণা মিটছে...আর ইন্ডিয়ার এত প্রত্যন্ত এক গ্রামে এমন হোম স্টে আর ডাল ভাত মুরগী দিয়ে এমন খাবার পাবেন ভাবিনি....আর গ্রামটির অপার সৌন্দর্য আপনি সামনে থেকে দেখছেন.... অনেক ভাগ্যবান আপনি
@MDAlaminVideo Жыл бұрын
Apnr video gulo potidin ei dekhi... apnr kotha gulo sunte khub valo lage...Next A insallah Aro valo Place er video pabo❤️❤️🥰🥰
@abidurabu2 ай бұрын
সুমন ভাই সালাম নিবেন। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ পাকেরঅশেষ কৃপায় আপনাকে এতো সুন্দর সুন্দর জায়গায় নিয়ে গেছেন অপরূপ সৌন্দর্য্যের ভিতর থেকে নিজেকে আবিষ্কার করছেন তাতে করে এককথায় অসাধারণ বলতেই হবে।
@sharminpoly62 жыл бұрын
Ma sha allah onek sundor video.
@amravaboghure28742 жыл бұрын
দাদা আপনার উপস্থাপনা খুবই ভালো,,তার সঙ্গে গ্রামের পরিবেশ টা অসাধারন ।।
@fmk03142 жыл бұрын
সত্যি অসাধারণ সুন্দর ভিডিও আপনার মাধ্যমে দেখি অনেক ভালো লাগে আপনার ভিডিও
@niladrisana90312 жыл бұрын
Suman bhai, your blog is my sleeping pill, sleeping time i see it, go ahead god bless you, ❤️, Niladri from Kolkata.
@jagannathchakraborty81202 жыл бұрын
It's rare and dare for any blogger to cover my so ❤️ Nagaland. All the best wishes to you and the family who served you the dish 🤲
@s.rahman5612 жыл бұрын
এই নাগাল্যান্ডে আমার যা যাওয়ার ইচ্ছে। ওনাদের খাবারও অনেক নাকি মজার...! 8
@Mi_Ku_SM2 жыл бұрын
আপনি Dzukou valley visit করতে পারেন । খুবই সুন্দর একটি জায়গা !
@Chotoporda2 жыл бұрын
বেশ দারুণ মনরোম দৃশ্য
@sabamehjabin55172 жыл бұрын
সুমন ভাই অসাধারণ লাগছে নাগাল্যান্ড।মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আর আপনার কথাগুলি মহান আল্লাহর দানই বলতে হবে। খুব ইচ্ছে করে নাগাল্যান্ডে যাই।আগরতলা থেকে কিভাবে গেছেন যানাবেন।
@m.a.quashem19892 жыл бұрын
Salah Uddin Bhai, Apnader ei Nagaland vromon besh upovog korchi.
@SalahuddinSumon2 жыл бұрын
আপনাদের ভালো লাগছে জেনে আমারও খুব ভালো লাগছে।
@m.a.quashem19892 жыл бұрын
@@SalahuddinSumon , Agami te Monipur o Mizoram vromon kore doya kore dekhaben.
@ibrahimmuhammad50143 ай бұрын
সুমন, আপনার ভিডিয়োগুলো এখন নিয়মিতই দেখছি। ভালোই লাগছে। আন্তরিকতার ছাপ আছে।
সৌন্দর্যের চেয়ে আপনার উপস্থাপন আরো ভালো লাগলো আমি আপনার সব ভিডিও দেখি খুব ভালো লাগে আপনার কথা গুলো 🥰
@riponislam1202 жыл бұрын
Osadharon place. Thank you Sumon bhaiya.
@tapashikundu80682 жыл бұрын
আমি একসময় নাগাল্যান্ বেড়াতে গিয়েছিলাম সত্যি খুবই সুন্দর ওখানে হংকং মার্কেট ও আছে
@tanadhirdey30492 жыл бұрын
দাদা ভাই ঘরে বসে আপনার অনেক ভিডিও দেখলাম যা দেখার মতো।আপনার জন্য শুভ কামনা রইলো।
@BillalHossain7G2 жыл бұрын
❤️❤️❤️❤️ পাহাড়ি এলাকার মানুষরা চায় সমাজের ও শহরের মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে কিন্তু প্রকৃতি কি নির্মম যে তাদের কে সমাজ আর শহর আলাদা করে দেয়,তবে পাহাড়ি অঞ্চলের মানুষ খুব ভালো। অসম্ভব চমৎকার ভাই কমেন্ট করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না কারণ আপনার ভিডিও গুলো মানেই হলো জানাকে বেশি করে জানা অচেনাকে চেনার সুযোগ করে দেয়া আপনি সেই সালাউদ্দিন সুমন ভাইয় যার মধ্যমে আমার দেশ ও দেশের বাহিরের দুনিয়ার সকল ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সবকিছুই জানতে পাচ্ছি চিন্তে পাচ্ছি। ধন্যবাদ
@abhijitguharoy90872 жыл бұрын
ওরা অনেক ভালো আছে আমাদের থেকে, সরল সাধা সিধা জীবন যাপন
@akmmoinulhassan64312 жыл бұрын
@@abhijitguharoy9087, দাদা এই ইট পাথরের শহর আর ভালো লাগেনা মাঝে মাঝে মনে হয় ওদের ওইখানে চলে যাই.
@Cr-gm1vs2 жыл бұрын
@@akmmoinulhassan6431 chola ja bhag sohor theke
@swaponswapon13282 жыл бұрын
আপনার তথ্য উপস্থাপনা আমার খুব ভালো লাগে মনে হয় আমি ও আপনার সাথে আছি।
@giasuddinnirob93912 жыл бұрын
অসাধারণ দৃশ্য সুমন ভাই ধন্যবাদ
@anayghosh30192 жыл бұрын
Darun uposthapan darun saujani buchanon bangla sakti mughda kora dilo
@nafizzysf94092 жыл бұрын
Ma shaa Allah from Bangladesh
@anikm1116 ай бұрын
Love your vlog from Kolkata. You're not only Bangladeshi, but a universal citizen.
@dalowarhossain41262 жыл бұрын
ভাই,আপনার প্রতিবেদন গুলো অনেক ভালো লাগে !
@anaveragejoe67102 жыл бұрын
khub sundor village are darun khawar !
@moumitakhan94022 жыл бұрын
Tnx vaiya excellent video💚💚💚💚
@nirupamnath93482 жыл бұрын
কি পরিস্কার পরিচ্ছন্ন গ্রাম।বাহ্ সত্যিই শিক্ষনীয়।
@nilotpalbhattacharjee38962 жыл бұрын
উত্তরপূর্ব ভারতের সবচেয়ে সুন্দর জায়গা হলো শিলং,আপনি বরাক উপত্যকা, শিলং, আর ত্রিপুরা দেখান , বরাক থেকে বাংলাদেশ দেখলে বাংলাদেশের মানুষের ও ভালো লাগবে।
Vai khub valo i really inspired from India Kolkata
@mdmollick21432 жыл бұрын
নাগাল্যান্ডের অপরুপ সৌন্দর্য দেখে আমিও মুগ্ধ !!!
@MrsKhurshidaBegum Жыл бұрын
সব মায়ের হাতের রান্নাকেই মায়ের হাতের রান্না হয়।মা তো মাই। মায়ের ভালো বাসা সব মায়ের এক।সে যে জাত ই হোক মা ডাকের বিকল্প নেই ভালো বাসার বিকল্প নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সালাউদ্দিন ভাই আপনি আপনার চুলের দিকে একটু খেয়াল করুন,একটু কালার করার জন্য অনুরোধ করছি। শুভ কামনা রইলো
@DHIMANBHOWMIK-im8ug3 ай бұрын
Suman Bhai, I am from India. Really you are an honest person. I appreciate your presentation. God bless you my brother.Please come to Agartala.
@গনেশকুমারমৈত্র2 жыл бұрын
প্রবাসে গিয়েও মায়ের হাতের রান্না এ যেন এক অন্যরকম অনুভুতি
@aliakkas26142 жыл бұрын
অনেক সুন্দর লাগলো ।খাওয়ার ব্যাপারটা দীর্ঘ সময় ধরে শুট করলেন ইচ্ছা করলেই আপনি এটাকে সংক্ষিপ্ত করতে পারতেন আর অযথাই কিছু কথা বেশি বলছেন তা দীর্ঘায়িত করতে সাহায্য করেছে।। অনুরোধ একটু সংক্ষিপ্ত করবেন আর নিজেকে না দেখিয়ে আশেপাশের দৃশ্য গুলো দেখালে খুব ভালো লাগবে।
@sasojonkahan25732 жыл бұрын
দারুণ একটা এডভেঞ্চার। আপনার মতো যদি আমার জীবনটা হতো।
@swapanghosh47472 жыл бұрын
Really very very nice.Many Many Thanks for your Presentation.
@toufickrahaman70512 жыл бұрын
এই রকম ধরনের ভিডিও আপলোড করতে থাকুন। অসাধারণ ভিডিও
@palashmalik94152 жыл бұрын
Suman da your video is currently beautiful ❤️🌹 thanks again and onek onek subhechcha o bhalobasa janalam ❤️🍏 congratulations
@mousumimondl38652 жыл бұрын
সুমন ভাই তোমার বারি ভিডিও করে দেখাবেন নাগালেনড খুবই অসাধারণ লাগলো তুমি সুস্থ থাকুন