Рет қаралды 277,859
#মুক্তপদ_তালুকদার_কীর্তন_২০২৩ #kirtan #bhajan #devotionalsongs #devotional #muktapad_talukder_kirtan #gournitai #kirtan_bangla #bhajansong #bangla_kirtan_gaan #যারে_মাধাই_জেনে_আয়
#ja_re_madhai_jene_ay #bangla_kirtan #bangla_folk_song #bangla_bhajan
গানটি অনেক জনপ্রিয়, ছোটবেলায় অনেক শুনেছি। তাছাড়া গ্রামের হরিবাসর ও হরি কীর্তনে গানটি বহুল প্রচলিত। শুধু গ্রাম নয়, শহরের অনেক জায়গাতেও গানটি শুনা যায়। বিশেষ করে বয়স্কদের মধ্যে।
জগাই আর মাধাই যখন হরিনামের তীব্র বিরোধী ছিলেন, চাঁদকাজী যখন সম্প্রদায় ভিত্তিক দাঙ্গায় ব্যস্ত ছিলেন, মহাপ্রভু তখন এই নাম প্রচার করেছিলেন। তীব্র বিরোধিতাকারী জগাই-মাধাই বহু চেষ্টা করেও হরিনাম বন্ধ করতে পারেনি। পরবর্তীতে মহাপ্রভুর কৃপায় তারাও হরিনামে ব্রতী হয়৷ জগাই মাধাইকে আদেশ করেন যে দেখে এসো নদীয়ায় এই মধুর ধ্বনি কোথা থেকে আসে। সেই চিত্রকে কল্পনা করেই মুলত এই গানের সৃষ্টি। গানের মর্ম কথায় হরিনামকেই প্রাধান্য দেওয়া হয়েছে। মহাপ্রভুর অশেষ কৃপায় মদ্যপ, মাতাল জগাই মাধাইও হরিনামের গুণকীর্তন করতে থাকে। সুতরাং তখন থেকেই হরিনামের জোয়ার উঠে যা এখনও বহমান।
আমরা হরিকীর্তন করি, কিন্তু এই কীর্তনেও জগাই মাধাইয়ের কৃতিত্বের গুণগান করা হয়। আসুন বর্নপ্রতা ও ভেদাভেদ ভুলে আমরাও হরিনামে ব্রতী হই।
সকল শ্রোতা, ভক্তবৃন্দ দাদা ও দিদিদের আমার এই চ্যানেলে স্বাগতম।এই চ্যানেলে দেহতত্ত্ব গান,কীর্তন গান ও ধর্মীয় গান প্রচার করা হয়।পুরাতন দিনের হারিয়ে যাওয়া কিছু গান সংগ্রহ করে গাওয়ার চেষ্টা করি।আমার গান আপনাদের ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি লাইক,কমেন্ট, শেয়ার করে মতামত জানাতে ভুলবেন না।আপনাদের অনুপ্রেরণা ও ভালবাসা আমার এগিয়ে চলার পাথেয়।
আপনাদের কোন পছন্দের গান শুনতে চাইলে কমেন্ট বক্সে জানান,,গাওয়ার চেষ্টা করব।
মুক্তপদ তালুকদার।
Muktapad Talukder
Facebook page - www.facebook.c...
Mobile:-01739-884006