Рет қаралды 71,528
যে সকল কারণ দেখিয়ে বাঙালি মুসলিমরা ভারত বিরোধিতার করে তার বেশির ভাগই মিথ্যা এবং মৌলবাদী গোষ্ঠীর প্রোপাগান্ডা। ভারত পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক শক্তি। পৃথিবীর সবচাইতে বেশি মানুষের বাস এই ভারতে এবং সবচাইতে বেশি মুসলমান ভারতে বসবাস করে। অর্থনীতির দিগথেকে তারা পৃথিবীতে ৬ নম্বর স্থানে রয়েছে। নদী মাতৃক কৃষি প্রধান বাংলাদেশের প্রাণ হচ্ছে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, ব্রম্মপুত্র ধলেশ্বরীর মত বড় বড় নদী। আমাদের ৫৪ টি নদীর উৎপত্তিস্থল ভারতের পাহাড় চূড়া। আমাদের ৪ হাজার কিলোমিটার জুড়ে ভারতের সীমা রেখা। ঐতিহাসিক ভাবে আমরা ভারতের অধিবাসী ছিলাম। আমাদের সাথে ভারতের যে সমস্যা তার তিনটি ভিন্ন ভিন্ন দিক রয়েছে। প্রথমত ভূগোলিক সমস্যা যেটি প্রকৃতির সৃষ্টি; তারপর কিছু সমস্যা ইতিহাসের সৃষ্টি; এবং সব শেষে কিছু সমস্যা মানব সৃষ্ট যা আমরা নিজেরা তৈরি করেছি। এই সকল সমস্যা এবং তার সমাধান নিয়ে ধারাবাহিক ভিডিও তৈরি করার আশা নিয়ে শুরু করছি প্রথম পর্ব।