কবিগুরুর লেখা এ কবিতা জীবনে কতোবার পড়েছি , কতোবার এমনি বিষাদে এর পাঠ , আবৃত্তি শুনেছি তার হিসেব রাখিনি , সম্ভব ছিলনা । এ কবিতার বানী মহাকাল জুড়ে চির অমর --- যেতে নাহি দিব --- তবু যেতে দিতে হয় --- ! আজকের আবৃত্তি মনকে ছুঁয়ে গেছে এতোটাই যে, তা ব্যক্ত করা অসম্ভব । আবৃত্তিকারকে ধন্যবাদ , জীবন সায়াহ্ন কালে এমন একটি আকুল করা আবৃত্তি উপহার দেয়ার জন্য ।
@ikbaalhasanmredha46723 жыл бұрын
Hi
@AninditaBhowmick3 жыл бұрын
এমন অবুঝ ভাবে আটকে রাখার আবদার করার মত নিঃশর্ত ভালোবাসা গুলো দীর্ঘায়ু হোক❤️
@anitadatta13033 жыл бұрын
এমন নিঃশব্দ নিঃশর্ত ভালবাসা সকলের সাথে নিও তুমিও প্রাণে !
@AninditaBhowmick3 жыл бұрын
@@anitadatta1303 প্রাণে ধারণ করি দিদি। কিন্তু বারে বারে সম্মান জলাঞ্জলি দিয়ে জুড়ে থাকা খুব ক্ষয় সাধন করে। আমি ভালোবাসায় খুব সহনশীল, সংবেদনশীল, নিঃশর্ত, নিঃস্বার্থ ও অসম্ভব সাহসী। এই গুণ গুলো আমার আত্মাকে শান্তি দেয়। কিন্তু এই সহনশীলতার বিনিময়ে বারবার সম্মান পন রাখতে হলে সেই ভালোবাসা বুকে একলা বয়ে বেড়ানো অনেক শ্রেয় মনে হয়। কারণ মূল্যয়ন না জানলে অযথা অপচয় হবেই সেখানে।
@anitadatta13033 жыл бұрын
@@AninditaBhowmick তোমার প্রাণ নিঃশব্দ নিঃশর্ত ভালবাসায় বেঁচে থাকার আমার এ আকুতি ভগবান গ্রহণ করুক , নতুন সৃষ্টির আনন্দ হিল্লোল বয়ে যাক তোমা থেকে প্রাণে প্রাণে । ---- এই আবৃত্তিকারের নাট্যাভিনয় কতো যে প্রাণ ছুঁয়ে যাওয়া --- শুনেছ, দেখেছ? তিনি শান্তি নিকেতনে বাংলাদেশ ভবনের উদ্যোক্তা , সে দেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ছিলেন । বর্তমানে হয়তো এম পি হতে পারেন ।
@AninditaBhowmick3 жыл бұрын
@@anitadatta1303 হ্যাঁ দিদি,এই ভিডিও , কবিতা গুলোর সাথে আমি খুব কাছ থেকে জড়িত।
@anitadatta13033 жыл бұрын
@@AninditaBhowmick ও তাই নাকি ? তুমি বেঙ্গল পোয়েট্রির মাধ্যমে আরো এগিয়ে যাও । মনে হয় এ চ্যানেল সুস্থ সংস্কৃতি নিয়েই অনবরত কাজ করে । এটা কি দু'দেশ মিলিয়ে চ্যানেল ?