অনবদ্য পরিবেশনা , কিংবদন্তি সঙ্গীত শিল্পীর জন্মদিন উপলক্ষ্যে সুন্দর নিবেদন 🙏🙏একরাস মুগ্ধতা নিয়ে শুনলাম খুব ভালো লাগল ❤❤
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ
@apurbamazumder22276 ай бұрын
পিয়ালী তুমি বলেছিলে হেমন্ত মুখার্জীর ব্যারিটন আওয়াজ। তাই তার গাওয়া কঠিন। কিন্তু আজ এই গান একেবারে নিখুত গাইলে তোমার মধুর কন্ঠে। খুবই ভাল লাগল। তুমি শিল্পী তোমার দ্বার সব রকমের গাওয়াই সম্ভব।
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ
@apurbamazumder22276 ай бұрын
@@PialyKunduOfficial সংগীতের ঈশ্বর হেমন্ত মুখার্জীর আরও কিছু গান গাও তোমার সুমিষ্ট কন্ঠে তাহলে আমরা শ্রোতারা ধন্য হব
@rpaul4166 ай бұрын
Lovely but needed a little more soul into it!
@drmilon66465 ай бұрын
কি দিয়ে পুজিবো তোমায়? প্রিয় শিল্পী এত কঠিন গান হৃদয় দিয়ে মনের মাধুরী মিশিয়ে পরিবেশন করেছেন। হৃদয় দিয়ে শুনলাম উপলব্ধি করলাম ভীষণ ভালো লাগলো। এই ভালোলাগা অনন্তকাল অব্যাহত থাকুক। শুভকামনা অবিরাম। 👑❤️
@PialyKunduOfficial5 ай бұрын
ধন্যবাদ
@subodhbalok14476 ай бұрын
সঙ্গীতের ঈশ্বরের গান যেন গাইলেন মা সরস্বতী, মন্তব্য নিষ্প্রয়োজন.......🙏🙏🙏
@PialyKunduOfficial6 ай бұрын
সর্বনাশ
@drmilon66466 ай бұрын
শ্রদ্ধেয় সাধক শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কাল জয়ী একটি গান। অনেক শিল্পী গানটি বিভিন্ন ভঙ্গিমায় পরিবেশন করেছেন কিন্তু প্রিয় শিল্পী পিয়ালী সু চারুরুপে নিবেদন করেছেন। সুরের মূর্ছনায় নিজেকে হারিয়ে ফেললাম। এত সুন্দর পরিচ্ছন্ন হৃদয়ের গাঁথা মালা গানটি হৃদয়ে গেঁথে গেল। সত্যি অপূর্ব অসাধারণ। গানটির মাঝে জীবন খুঁজে পাওয়া যায়। সুস্বাগতম। 👑❤️
@subikashdeb24326 ай бұрын
দারুন একটি গান।সুন্দর করে সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ।বেশ কয়েকবার শুনলাম।ভালো গান একবার শুনে মন ভরে না।
@PialyKunduOfficial6 ай бұрын
অশেষ ধন্যবাদ
@suvrachakraborty39356 ай бұрын
এক কথায় অনবদ্য। নিখুঁত উপস্থাপনা👌👌👌👌👌👌👌❤️💐❤️💐
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ
@anjanademusic6 ай бұрын
আহা কি গাইলে গো। শুধুই মুগ্ধতা। অপূর্ব অপূর্ব অপূর্ব 👌❤
@PialyKunduOfficial6 ай бұрын
অশেষ ধন্যবাদ
@tapanbanerjee997906 ай бұрын
শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ওনার ই গাওয়া খুব সুন্দর একটা গান গেয়ে ওনার প্রতি তুমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছো। গৌরীপ্রসন্ন মজুমদারের অপূর্ব লেখা এই গানটির কথাগুলো এতোটাই সুন্দর যে মনে দারুণভাবে দাগ কাটে এবং বারবার শুনতে ইচ্ছে করে। হেমন্ত মুখার্জির যে দরদী এবং বলিষ্ঠ কণ্ঠস্বর সে বিষয়ে নতুন করে বলার কিছু নেই। তুমি কিন্তু তোমার মিষ্টি কণ্ঠস্বরে গানটি খুবই ভালো গেয়েছো। খুব ভালো লাগলো।♥️
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ অনেক
@swapanmukherjee22426 ай бұрын
অসাধারণ কে অসাধারণ আমি বলবই, এক কিংবদন্তী গান, শুধুমাত্র কন্ঠস্বর টুকুই যা আলাদা বাকিটা success....... আমিও পথের মত হারিয়ে যাবো আমিও নদীর মত আসব না ফিরে আর আসব না ফিরে কোনও দিন.......
@PriyankaAdhikary-ks3yg6 ай бұрын
❤❤❤❤ কিছু বলবনা.. শুধু শুনবো..❤❤❤❤
@bhramarmazumdar37936 ай бұрын
❤❤1971 er gaan sombhoboto. ।।
@swapanmukherjee22426 ай бұрын
@@bhramarmazumdar3793 1972 এর সাথের গানটা ছিল, " এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম "
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ
@SubhenduChaudhuri-rz1li6 ай бұрын
অসাধারণ একটি গান, অসাধারণ এক শিল্পী গাইলে যেমন হয় ঠিক তেমন।
@Sukanta_mazumdar6 ай бұрын
নমস্য গুনীজনদের সরন করে আপনি যে শ্রদ্ধা নিবেদন করেন, তার জন্য প্রথমেই আপনাকে নমস্কার জানাই। শুধু বলি বাংলা গানের ভান্ডার থেকে আমরা যেনো এরকম গান আপনার কাছ থেকে আশা রাখতে পারি দিদিভাই।
@PialyKunduOfficial6 ай бұрын
অনেক ধন্যবাদ
@amiyakundu59586 ай бұрын
অপূর্ব সুন্দর নিবেদন। স্বর্ণযুগের সব গান তোমার কণ্ঠ আর গায়কীতে অভিনব সুন্দর হয়ে ওঠে।আমি সতত মুগ্ধ তোমার গানে।আমার আন্তরিক স্নেহাশীষ রইল, বোন। ❤
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ অনেক
@krishnagopaldeb43936 ай бұрын
হৃদয়ের গভীরে র গান শুনলাম শুভেচ্ছা রইল ❤
@udaysankarchattopadhyay15986 ай бұрын
সব গানের মতই আমাদের দিদি ভাইয়ের এই গানটি ও অপূর্ব লেগেছে... খুব সুন্দর হয়েছে 👌 👌 👌
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ অনেক
@WorldofSudeshna-b9w6 ай бұрын
এই ভালোলাগা ভাষায় প্রকাশ করা যায় না।ভালো থেকো মিষ্টি বোন
@PialyKunduOfficial6 ай бұрын
অশেষ ধন্যবাদ
@ashistaruhazra48805 ай бұрын
পুরোনো বাংলা গানের কোনো প্রতিদ্বন্দ্বী আমি খুঁজে পাই নি । বাংলা ভাষার যে মধুরতা তা আর অন্য কোনো ভাষায় নেই । জানি না এই গানগুলো তোলা হয়েছে কিনা , তবে হয়তো তোমারও ভালো লাগে । গানগুলো :- (১) শিল্পী -- শ্যামল মিত্র -------( ক ) ধরো কোনো এক শ্বেতপাথরের রাজপ্রাসাদে আমার এই গানের পাখি । ( খ ) সেদিনের সোনাঝরা সন্ধ্যায় আর এমনি মায়াবী রাত মিলে ----+ । (২) শিল্পী --- মান্না দে আজ বুঝেছি মজনু কেন পাগল হয়েছিল । (৩) শিল্পী --- নির্মলা মিশ্র কাগজের ফুল ( ক )পাষাণ হৃদয় তাই আজো গলে নি । ( খ ) এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না । (৪) শিল্পী --- সুবীর সেন এত সুর আর এত গান , যদি কোনো দিন থেমে যায় । এই রকম অনেক গান আছে যা শুনলেই মনে হয় স্বপ্নে আছি , গাইতে পারলে তো উচ্চমার্গের , এ বিষয়ে কোনো সন্দেহ নেই ।
@saathekesaa90126 ай бұрын
হৃদয় ছুঁয়ে গেলো দিদি ভাই,,,, অনেক অনেক ভালোবাসা 🙏❤️❤️❤️❤️❤️
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ অনৈক
@arpangoswami16786 ай бұрын
Apurba Piyali mam
@gorachandlahalaha19946 ай бұрын
বার বার শুনেও মন ভরে না, কি জাদু তোমারই কন্ঠে সেতো জানিনা না।
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ অনেক
@sonalidebnath5276 ай бұрын
অপূর্ব পরিবেশনা। মুগ্ধ হয়ে গেলাম।
@PialyKunduOfficial6 ай бұрын
🙏😀
@subhraghosh64016 ай бұрын
Apurbo 👍🏼 , khub valo laglo, abar opekshaye thaklam, aj Sree Hemonto Mukhopadhyay er birthday, ona k respect janano galo tomar kontho swarer moddhye diye ,khub valo holo ,valo theko 💖💖
@PialyKunduOfficial6 ай бұрын
অশেষ ধন্যবাদ
@tulsimaiti71376 ай бұрын
আপনার কণ্ঠে মা সরস্বতী নিশ্চিত বিরাজমান। তাই আপনার কণ্ঠে সব গানই শুনতে মধুর লাগে। আমার দৃঢ় বিশ্বাস হেমন্ত মুখোপাধ্যায় মহাশয় যদি বেঁচে থাকতেন আপনার গান শুনে ভীষণ খুশি হয়ে আপনাকে অনেক আশীর্বাদ করতেন
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ অনেক
@ashokbhadury55996 ай бұрын
দারুণ হয়েছে, ভীষণ ভালো। চমৎকার শ্রদ্ধাঞ্জলি..
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ
@subhraghosh64016 ай бұрын
Khub valo laglo, apurbo, misti kore gaile , mon vore galo, valo theko r sustho theko 💖❤️
@PialyKunduOfficial6 ай бұрын
Thank you
@AshisChattaraj6 ай бұрын
তোমার মতো করে গাইলে খুব ভালো লাগলো
@sunilmandal57786 ай бұрын
Asadharan Ei Gaan. Romantic❤❤❤
@MahabulSheik6 ай бұрын
রাহাত অফিসিয়াল মিউজিক আপনাকে ধন্যবাদ খুব সুন্দর সুরে সুরে গাইলেন দিদি দারুন একটি গান বিউটিফুল 🎉 সাবস্ক্রাইব করে পাশে থাকলাম 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
পিয়ালী গানের কথাগুলো এত ভাল বার বার শুনতে মন চায় অসাধারণ লেগেছে তোমাকে অনেক ধন্যবাদ ভাল থেকো ❤
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ
@prasenjitkar91036 ай бұрын
অনবদ্য সংগীত পরিবেশন। একরাশ মুগ্ধতা নিয়ে আরো শোনার প্রতীক্ষায় রইলাম।
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ
@rajsekhargene6 ай бұрын
অসাধারণ।। তোমার গলা তে এমন আরো অনেক গান শুনতে চাই
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ
@lutforrahoman12696 ай бұрын
বেশ সুন্দর রেশ রয়েছে এই গান টিতে। একটু কঠিনই বটে।সুর আরোপ কোমল আঙ্গিকে সাজানো হয়েছে। অসম্ভব কে তুমি সম্ভব করে তুলেছ তোমার সুর বাণী কন্ঠ কখনো বৃথা হতে পারেনা। অতি চমৎকার পরিবেশনা আমি মুগ্ধতায় মুখরিত। ধন্যবাদ।
My Honoured Vocal Artist Pialy Kundu Madam, you have splendidly rendered this immortal song of the legendary Vocal Artist with Baritone Voice Hemanta Mukhopadhyay. You have a wonderful voice indeed Madam. I convey My Best wishes for your musical journey.Singer Partha Pratim Banerjee from Barasat, Kolkata,West Bengal.
@PialyKunduOfficial6 ай бұрын
Thank you
@subirray36406 ай бұрын
Perfect tribute to the Legend 👌
@PialyKunduOfficial6 ай бұрын
Thank you
@user-jw1fr7bn2n6 ай бұрын
খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লাগলো
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ
@মাওমেয়ে-ব৮ছ6 ай бұрын
Bahoba bahoba.
@PialyKunduOfficial6 ай бұрын
❤️❤️
@surerbani67356 ай бұрын
খুব সুন্দর
@PialyKunduOfficial6 ай бұрын
Thank you
@nilimasarangi452 ай бұрын
Beautiful
@PialyKunduOfficial2 ай бұрын
Thank you
@bidhandas3156 ай бұрын
👌👌🙏🙏
@suvendukumarbhattacharyya86006 ай бұрын
👌👌👌👌
@asmatali7566 ай бұрын
দিদি আজ আমি শুধু লাইক দিয়ে আমার ভালো লাগা প্রকাশ করতে পারলাম না, লিখতেই হল ।হেমন্ত মুখোপাধ্যায় এর গান অন্যের কণ্ঠে অবিকৃত ভাবে পাওয়া খুব কঠিন ব্যাপার,আপনি কিন্তু সফল।
@PialyKunduOfficial6 ай бұрын
ধন্যবাদ
@tamalchakraborty88156 ай бұрын
💕💐
@krishnagopaldeb43936 ай бұрын
কে তুমি কে তুমি আমায়ডাক হেমন্ত মুখোপাধ্যায় এইগান খানি