যদি কাঁদিবার তরে পাঠালে সংসারে মুছায়ে দিও নয়ন বারি। জন্ম জন্মান্তরে রেখে দিও দূরে তুমি কিন্তু মোরে দিওনাকো ছাড়ি। আমি মহাপাপী, করিবইতো পাপ, তুমি যতকিছু করে যেও মাফ। তুমি যে দয়াল, আমি যে কাঙ্গাল, হাল ধরে তুমি জমিও পাড়ি। মনের কোন দুঃখ নেইকো আমার, তুমি যা করাবে তাই সুবিচার। তব হাসি মুখ, তাই মম সুখ, হাত ধরে তুমি জমিও পাড়ি। কাঁদিয়া কাঁদিয়া, ফিরিব সন্ধানে, জানি তুমি আছো হৃদয় গোপনে। দাও না যে ধরা, ওগো চিত্তচোরা, একি তোমার লীলা রূপমাধুরী। ছলিতে তুমি বড় ভালবাসো, ভক্তকে কাঁদিয়ে তুমি নিজে হাসো। অপূর্ব লীলা, কহে ভবা পাগলা, বেদনার মাঝে খেলো লুকোচুরি।