যদি কিছু মনে না করেন-০১। Jodi Kishu Mone Na Koren-01

  Рет қаралды 394,668

Bangladesh Television

Bangladesh Television

6 жыл бұрын

যদি কিছু মনে না করেন-০১
উপস্থাপনা: ফজলে লোহানী

Пікірлер: 358
@nadimkhandakar8368
@nadimkhandakar8368 5 жыл бұрын
আহারে! ছোট্টবেলার কথা মনে পড়ে গেলো। কত আগ্রহ নিয়ে দেখতাম অনুষ্ঠানটি। হানিফ সংকেতের গুরু।
@mistysarker4098
@mistysarker4098 2 жыл бұрын
😔
@user-ru7ld9vk1h
@user-ru7ld9vk1h Жыл бұрын
ঠিক বলেছেন হানিফ সংকেতের বস ছিলেন ফজলে লোহানী❤️
@saimahmed1945
@saimahmed1945 9 ай бұрын
Ken je boro hoisi sob ses... Soto belai valo silam..❤😢
@mamunshaikh2970
@mamunshaikh2970 2 жыл бұрын
আল্লাহপাক লোহানি সাহেব কে জান্নাত নসিব করুন । আমার প্রিয় একজন মানুষ ছিলেন ।
@akmkarim1
@akmkarim1 Жыл бұрын
কী সুন্দর ও পরিছন্ন ম্যাগাজিন অনুষ্ঠান ছিল আমাদের সদ্য যৌবনের সময়ে। সেই ১৯৭৮ থেকে ১৯৮২ সাল। তার পর ১৯৮২ ভাগ্যান্বেষনে পড়াশোনার আশায় যুক্তরাষ্ট্রের ডাল্লাস টেক্সাস। সেই স্মৃতি রোমন্থন করলে আমার চোখ দুটো অশ্রুসিক্ত হয় নিজেরই আজান্ত। ✌ জয়তু জ্বনাব ফজলে লোহানী সাহেব।
@ImranKhan-br2lj
@ImranKhan-br2lj 6 ай бұрын
Sir,apnader oi somoy sob dik theky sonali jug chilo
@Secular360degrees
@Secular360degrees Жыл бұрын
৮০'র দশকে সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্টান, "যদি কিছু মনে না করেন" ! যে অনুষ্টান দেখার জন্য বাড়ির সবাই মুখিয়ে থাকতাম ۔۔۔অাহ্ ! সেই সোনালী দিনগুলো আজ অতীত !😢😢😢
@The2004arsenal
@The2004arsenal 4 жыл бұрын
কোথায় হারালো এমন বিটিভি? কোথায় হারালো আমাদের এমন রুচিশীল বাংলাদেশ? এখনকার অনুষ্ঠান দেখলে টিভি এবং উপস্থাপকের মুখে থুথু দিতে ইচ্ছে করে। আশি নব্বইয়ের বাংলাদেশ শ্রেষ্ঠ বাংলাদেশ ছিল।
@TashdiqueMannan
@TashdiqueMannan 3 жыл бұрын
বিটিভির সবকিছু এখন চেতনায় ভরে গিয়েছে ভাই!
@hashinaislam2127
@hashinaislam2127 3 жыл бұрын
@@TashdiqueMannan না ভাই শুধু চেতনাই নয় , চোরেও ভরে আছে বিটিভি । অবশ্য আমরা এখন চোর ডাকাতের জাতি, লজ্জাহীন জাতি, ধর্ষকের জাতি, রডের বদলে কন্চি ব্যবহারের জাতি, সর্বপরি ভোট ডাকাতির জাতি!
@hashinaislam2127
@hashinaislam2127 3 жыл бұрын
ওহঃ ভাই আরও একটি বিষয় ভুলে গেছি, রোগীকে ঠকিয়ে নির্দয় ভাবে মালপানি কামানো ডাক্তারদের জাতি ! জানিনা কবে আমরা মানব জাতি হব !
@TashdiqueMannan
@TashdiqueMannan 3 жыл бұрын
@@hashinaislam2127ধন্যবাদ। আপনি বাস্তব চিত্র তুলে ধরেছেন। ভালো লাগলো।
@YeasirAhmed1983
@YeasirAhmed1983 2 жыл бұрын
শুধু হাহাকার লাগে আগের এই সময়ের কথা মনে পড়লে। তখন এতো সম্পদ ছিল না তবে অনেক ভালোবাসা ছিল।একবার যদি ওই সময়ে কিছু সময়ের জন্যে ফিরে যাওয়া যেতো!
@noyona491
@noyona491 2 жыл бұрын
Akta gari kore jodi ager dine jawa jaito
@endoftheworld7567
@endoftheworld7567 2 жыл бұрын
chinta mukto anandoi purno ekta jebon chelo
@sujonhossain6433
@sujonhossain6433 2 жыл бұрын
@@noyona491 সঙ্গে আমাকেও নিয়েন এই দুনিয়ার মানুষ দিন দিন বড়ই নিষ্টুর পারিনিতো হচ্ছে।
@m.a.mannan4155
@m.a.mannan4155 3 ай бұрын
​@@endoftheworld7567qqQqqqqqqqqqqqqqqqqqqqqq
@singerguitaristmunna
@singerguitaristmunna 3 ай бұрын
Apnake Salam dilum
@starsajeeb
@starsajeeb 5 жыл бұрын
অনেক রুচিশীল প্রোগাম, কোন আদিখ্যেতা নেই, সহজ সরল সবাই। ৮০ দশক অনেক সুন্দর একটা সময় ছিল
@azminkhan6806
@azminkhan6806 2 жыл бұрын
Sohomot
@kphmachineries
@kphmachineries 2 жыл бұрын
নব্বই দশক আরো বেশী সুন্দর ছিলো..
@nasimaislam9011
@nasimaislam9011 2 жыл бұрын
@@kphmachineries আশির দশকও সুন্দর ছিল ।
@kphmachineries
@kphmachineries 2 жыл бұрын
@@nasimaislam9011 অবশ্যই সুন্দর ছিলো তবে নব্বই দশকের চাইতে নয়।।
@maryamyasmin585
@maryamyasmin585 2 жыл бұрын
80/90 uboy dosok balo silo
@sasumon1420
@sasumon1420 2 жыл бұрын
ফজলে লোহানী সাহেবরা অনেক মেধাবী ছিলেন। মানবিক ছিলেন। আজকের দিনের মত উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট নয়। যদিও হানিফ সংকেত সাহেব তার মাঝে ব্যতিক্রম।
@user-ze5yb3dh2y
@user-ze5yb3dh2y 2 жыл бұрын
আমার দেখা প্রথম ম্যাগাজিন অনুষ্ঠান যদি কিছু মনে না করেন। আজ বহু বছর পর আবারও দেখলাম এবং আবেগপরায়ণ হয়ে গেলাম ফজলে লুহানী স্যার কে দেখে। আশির দশকে যখন এই অনুষ্ঠান দেখতাম তখন তো ছোট ছিলাম। আর এখন ৫০উর্ধে বয়স হয়েছে আমার। যাই হোক যারা এই অনুষ্ঠান বাচিয়ে রেখেছেন তাদের কে আন্তরিক ভালোবাসা সহ শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে।
@FaridShakil
@FaridShakil 5 жыл бұрын
আহ অসাধারণ... আমাদের সময়ে কত না রুচিশীল অনুষ্ঠান ছিলো... আহারে সব এখন অতীত... একমাত্র হানিফ সংকেত সাহেবের ইত্যাদি ছাড়া এখনকার সময়ের কোনো ম্যাগাজিন অনুষ্ঠানকেই আমার আদিখ্যেতা ছাড়া অন্যকিছু ভাবতে ইচ্ছা করেনা। ফজলে লোহানী স্যার, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, পরম করুণাময়ের কাছে এই কামনাই করি।
@AkhlakAhmed
@AkhlakAhmed 2 жыл бұрын
ফজলে লোহানীর প্রতি গভীর শ্রদ্ধা ❤️
@amadersomoy4711
@amadersomoy4711 2 жыл бұрын
আমার চোখ দিয়ে পানি চলে আসল। আমরা কতটা জানোয়ার হয়ে গেছি। ইচ্ছে করে অতীতে ফিরে যেতে।
@user-rc9te8dt4j
@user-rc9te8dt4j 2 жыл бұрын
সঠিক বলছেন।
@rebekasultana8229
@rebekasultana8229 3 ай бұрын
রাইট
@sujoniqbal1718
@sujoniqbal1718 2 жыл бұрын
কোথায় হারিয়ে গেল বিটিভি? এই অনুষ্ঠানটি দেখলে অনেক পুরোনো স্মৃতি মনে করিয়ে দেয়। প্রায় প্রতিটি পর্ব আমি দেখেছি। হানিফ সংকেত এই অনুষ্ঠানের মাধ্যমেই আর্বিভাব হয়। বাকিটা ইতিহাস।
@dokkhinbanglabetarshrotacl7490
@dokkhinbanglabetarshrotacl7490 2 жыл бұрын
সেই কবে দেখেছি আজও মনে পড়ে। এই ফজলে লোহানির শির্শ আজকের হানিফ সংকেত।
@khalidhasan3287
@khalidhasan3287 4 жыл бұрын
বিটিভিতে এতো সুন্দর অনুষ্ঠান হতো আগে। সত্যিই অবাক হচ্ছি।এরকম সব প্রোগ্রাম কালের গর্ভে হারিয়ে গেলো কেন?
@sdfa-selfdefensefitnessacademy
@sdfa-selfdefensefitnessacademy 2 жыл бұрын
Ettadi magazine onushthan shei dharabahikata bajai rakhar cheshta korche
@mohuyachowdhury1850
@mohuyachowdhury1850 2 жыл бұрын
কত আগেকার অনুষ্ঠান, তবুও কি যে দারুণ মনকে টেনে রাখলো,এটাই চীর আধুনিক. উপস্থাপক হিসেবে ফজলে লোহানিতো পথিকৃৎ.
@jakirchowdhury9571
@jakirchowdhury9571 2 жыл бұрын
একটি মাত্রই টিভি ছিলো বলে, তার মূল্যায়ন,ছিলো, জাতির শুধু মাত্র একটির উপর নজর ছিলো,আজ টিভি কি কেউ দেখে? প্রতি সপ্তাহে কার্ডের মাধ্যমে দেখতাম ছুটির দিন সসরাসরি অনুষ্ঠান গুলো। ধন্যবাদ জাতির কাছে ইতিহাস গুলো তুলে ধরার জন্য বি টিভি কে।
@rrahman12
@rrahman12 4 жыл бұрын
সেসব প্যাচহীন, প্রতারণাহীন, সহজ-সরল দিনগুলোয় ফিরে আর যাওয়া যাবে না। বর্তমান অনুভূতিহীন, ফেসবুকমগ্ন অশালীন, রুচিহীন, নিঠুর জীবন দুর্বিসহ।
@azminkhan6806
@azminkhan6806 2 жыл бұрын
Sohomot
@SimonsUniverse
@SimonsUniverse 2 жыл бұрын
Yes man
@saddamkhandaker45
@saddamkhandaker45 2 жыл бұрын
সত্যি বলেছেন ভাই
@Samiajannat102
@Samiajannat102 2 жыл бұрын
শত চেষ্টা করে ও এখন কোন ভাবেই এমন সুন্দর সাবলীল অনুষ্ঠান বানাতে পারবেনা ,কত রুচিশীল ও মেধাবি , সাবলীল ছিল ৮০ দশকের মানুষ গুলো ,
@muhammadrakib2459
@muhammadrakib2459 2 жыл бұрын
Yes
@gamingwithjisun809
@gamingwithjisun809 2 жыл бұрын
Shikor theke valo hote hobe na hola amn choritrer ovinoy korle ooo amn hobe nah Artificial mone hobe ogula
@Samiajannat102
@Samiajannat102 2 жыл бұрын
@@gamingwithjisun809 Right
@shaheensultana6755
@shaheensultana6755 2 ай бұрын
উনি অনেক বড় মাপের দেশ প্রেমিক ছিলেন তাই বিলাতের আরাম ত্যাগ করে বাংলাদেশে এসেছিলেন দেশকে সুন্দর কিছু উপহার দিতে এবং বাংলাদেশকে উন্নত করতে। আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুন। আমিন।
@sarahzarahaleemavlogs9185
@sarahzarahaleemavlogs9185 2 жыл бұрын
৩৬ বছর আগের অনুষ্ঠান! কত সহজ ও সারল্যতা ছিল তখন ! গানের শিল্পী 'সেলিম মাহবুব' পরবর্তীতে টিভি নাটকে দারুন জনপ্রিয় হয়েছিলেন۔ পরে কোথায় হারিয়ে গেলেন ?
@ApuNazrul
@ApuNazrul 2 жыл бұрын
এখন BKMEA এর ডিরেক্টর। সফল গার্মেন্টস ব্যবসায়ী।
@hillforest6569
@hillforest6569 2 жыл бұрын
দেখলাম “যদি কিছু মনে না করি। ফিরে গেলাম সেই পিচ্ছি বেলায়। শুধু বলতে ইচ্ছে করছে “ কোথায় হারিয়ে গেল ছোট্টবেলার সেই দিনগুলো।”
@nicemelody3314
@nicemelody3314 2 жыл бұрын
কি দারুন একটা শিক্ষামূলক বিনোদন ছিলো, আজকের মতো না ছিলো চকচকে ঝকঝকে রংচঙের বাহার এমনকি যে কয়টি চরিত্র দেখলাম তাদের ও ছিল না তেমন সাজ সজ্জার বাহার। তখন কারো সম্পদ কেউ মেরে খাওয়ার চিন্তা করতো না বরঞ্চ ফিরিয়ে দেয়ার চেষ্টা করতো আর বর্তমানে নীতি আদর্শের কোন বালাই নেই যে যেভাবে বড় লোক হবে সেই প্রতিযোগীতা তবে সুবিধার মধ্যে যা হয়েছে প্রযোক্তির কল্যাণে মানুষের আরাম আয়েশ বেড়েছে তবে মানসিক অশান্তি বেড়েছে। ধন্যবাদ BTV.
@yasminchowdhory5951
@yasminchowdhory5951 4 жыл бұрын
এতো ভাল মানুষ ছিল "বাবা বলতো সব সময় 👍🌹❤❤❤❤
@mdsafik1561
@mdsafik1561 5 жыл бұрын
80-90 দশকের সময় ছিল উজ্জ্বল নক্ষত্র ।এই সময় কখনও।ফিরে আসবে না।আমি চাই আবার ফিরে যেতে সেই সব দিনে ।কত সুন্দর ছিল সেই সব দিনগুলি হারিয়ে ফেলেছি সব মজার মজার দিন।।@।।।আকাশ হৃদয়ের কাছাকাছি@।।আমি নেই আমাতে হারিয়ে গেছি আমি তোমাতে।।।
@যমদূত
@যমদূত 2 жыл бұрын
ঐ দিনগুলি না, আসলে আপনার বয়স কম ছিল বলে এত সুন্দর লাগছে এখন!!
@amirwahab907
@amirwahab907 5 жыл бұрын
আমাদের বাসায় একটি তানিন সাদাকালো টিভি ছিলো সেই কাঠবডি টিভিতে দেখতাম এই অসাধারণ অনুষ্ঠানটি
@bdnisir1223
@bdnisir1223 4 жыл бұрын
আমার জানা মতে এটি খুবি জনপ্রিয় ছিল তখন। তার মৃত্যু পর তাকে ফলো করে ইত্যাদি অনুষ্ঠান চালু হয়।
@AbuHenaMostafaRafi-bo3px
@AbuHenaMostafaRafi-bo3px Жыл бұрын
ফজলে লোহানীর উপস্থাপনার কথা আমার আব্বার কাছে শুনেছিলাম।উনি আমাদের সিরাজগঞ্জ এর উল্লাপাড়ার সন্তান। আল্লাহ উনাকে জান্নাত বাসী করুন।
@nomadsabbir9570
@nomadsabbir9570 4 жыл бұрын
আহ, সেই ক্লাস নাইনের ছাত্রটি। এমন ছাত্রও হয়।
@sagarhossain4668
@sagarhossain4668 4 жыл бұрын
এত সুন্দর ও সৃজনশীল অনুষ্টান এখন আর হয় না।
@dilwarhussain2319
@dilwarhussain2319 2 ай бұрын
মহান আল্লাহ্ ফজলে লোহানী স্যারকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আ-মীন।❤❤❤
@nasimaislam9011
@nasimaislam9011 2 жыл бұрын
সেই যে আমার ছোট বেলার নানা রঙের দিনগুলি । অতীত সব সময়ই সুন্দর । সুখ কিংবা দুঃখ , যেটাই হোক না কেন ।
@tumpabarua4716
@tumpabarua4716 2 жыл бұрын
সেই শিশু বয়সে ম্যাগাজিন অনুষ্ঠান কি সেটাই বুঝতাম না। তবুও বড়দের সাথে আগ্রহ নিয়ে সাদাকালো টিভির সামনে বসে যেতাম অনুষ্ঠান টি দেখার জন্য। মিস করি সেই নেটবিহীন স্নিগ্ধ শৈশবটাকে।
@fatemakamal6907
@fatemakamal6907 2 жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@fatemakamal6907
@fatemakamal6907 2 жыл бұрын
Qqqqqqqq
@mdmonikkhan9071
@mdmonikkhan9071 2 жыл бұрын
আপনার বয়স তখন কত ছিল?
@rebekasultana8229
@rebekasultana8229 3 ай бұрын
@@fatemakamal6907 😯😯😯😯😯😯😯😯😯😯😯
@SANTONSANTO
@SANTONSANTO 5 жыл бұрын
আগে কি সুন্দর দিন কাটাইতাম!
@sayedahmeddipu5806
@sayedahmeddipu5806 2 жыл бұрын
কি চমৎকার এবং সৃজনশীল একটি অনুষ্ঠান।
@hussainarab3111
@hussainarab3111 2 жыл бұрын
পুরনো,মানষ,গুলো সত্যি অনেক মেধাবী ছিল
@saydurrahman8652
@saydurrahman8652 4 жыл бұрын
আগে মানুষের মন ছিল বড় আর তারা দেশ নিয়ে চিন্তা করতো কিন্তু এখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত
@user-qt8ox4fl8h
@user-qt8ox4fl8h 2 жыл бұрын
গানগুলো ছিল অন্য সকল শিল্পের থেকে গুণগতমানে অনেক উন্নত।
@mithirhaman8671
@mithirhaman8671 2 жыл бұрын
জার্মানির সেই লোক গুলি এখন খবর নিয়া দেখেন এক এক জন কুটিপতি ইনসাআল্লাহ
@bangtvworld
@bangtvworld 2 жыл бұрын
এদের বাংলা শুনলেই মন ভালো হয়ে যায়। এখন আমরা যা শুনি তা কি আদৌ বাংলা?
@abulkhayer6366
@abulkhayer6366 2 жыл бұрын
অনুষ্ঠানটি দেখার জন্য অধীর অপেক্ষায় থাকতাম।
@gitasen8266
@gitasen8266 2 жыл бұрын
ধন্যবাদ, বাংলা দেশ টেলিভিশন কে বাংলা দেশের জন প্রিয় অনুষ্ঠান প্রচার করার জন্য। আপনারা আগে র জন প্রিয় নাটক গুলো প্রচার করুন , অনুরোধ রইলো।
@danissarker3693
@danissarker3693 Жыл бұрын
ছোটবেলায় সাদাকালো টেলিভিশনে এই অনুষ্ঠানটি কয়েকটি পর্ব আমার দেখার সৌভাগ্য হয়েছিল আমি যতটুকু জানি ফজলে লোহানী সাহেব বর্তমান হানিফ সংকেতের ওস্তাদ উনি বেঁচে নেই উনাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন
@user-qr1hf7bo9y
@user-qr1hf7bo9y 2 ай бұрын
গেছে হারিয়ে জীবন থেকে অনেক অনেক সুন্দর দিন গুলি। আসবে না সেই সোনালী সেই সময় । মনে পরে সেই জীবন থেকে হারিয়ে যাওয়া সোনালী সময়
@kamrulislamsifat8650
@kamrulislamsifat8650 2 жыл бұрын
খুবই সুন্দর। এবং রুচিসম্মত। 🌸
@kamruzzaman8310
@kamruzzaman8310 4 жыл бұрын
আমি 20 শতাব্দির মানুষ তবুও যখন সেই স্বর্নালি সময়ের অনুষ্ঠানগুলা যখন দেখি কেন জানি চোখ পানিতে ছলছল করে। আর কেমন জানি একটা অনুভব হয়। মনেহয় টিভিসেটের মানুষগুলা আমার অতি আপন। মাঝে মাঝে আক্ষেপ হয় ইস যদি টাইম মেশিন দিয়ে সেই সময়গুলুতে ফিরে যেতে পারতাম ..........
@altrnatvthinker
@altrnatvthinker 4 жыл бұрын
বাংলাদেশ কে বাংলাদেসঘের মানুষ গুলু আজ ও ভালো বাশে কিন্তু এখন দেহস সব ক্রিমিনাল আর বিয়ায়াদব্দে রকব্জায়। আবার বাংলাদেশ তার যাইগান একদিন ফিরে আসবে ইন্সাল্লাহ
@mahfuzfaysal242
@mahfuzfaysal242 3 жыл бұрын
Vai ami apnar aktu senior but amar kaseo aki fill hoy
@movewithshawon1262
@movewithshawon1262 2 жыл бұрын
বাংলাদেশের সর্বকালের সবস্রেসঠ অনুসঠান।
@anisrahman3497
@anisrahman3497 2 жыл бұрын
অনেকেই আফসোস করেছেন পুরোনো দিনের এরকম অনুষ্ঠানের বর্তমানে দেখা যায় না, ভাই আগের দিনগুলোতে শিক্ষিত, রুচিবোধ সম্পন্ন ভালো পরিবারের মানুষ টিভিতে এমনকি মঞ্চে অভিনয় করতেন। যাত্রা মঞ্চে অবশ্য সুরুচি সম্পন্ন লোকদের অভাব বরাবরই ছিল। এখন ছোটলোক, নিম্ন বংশের লোকজন ক খ গ ঘ বা A B C D শিখেই নিজেকে উচ্চ শিক্ষিত ভাবতে শুরু করেন। সমাজে এখন এদেরই প্রাধান্য। প্রশাসনিক, রাজনৈতিক এবং অভিনয় জগতের সর্বত্র নিচুবংশের নিম্ন মানসিকতার লোকদের উপস্থিতি বেশি।
@mungrafm
@mungrafm 4 жыл бұрын
14:46 মোস্তাফিজুর রহমান, আমার বাবা।
@takadahmedchowdhury7467
@takadahmedchowdhury7467 3 жыл бұрын
Wow. Your father must be nostalgic viewing his younger self.
@user-de4xs1cz1n
@user-de4xs1cz1n 3 жыл бұрын
ওনার বর্তমান কোনো ছবি আছে?বা ওনি কি বেঁচে আছেন?
@mrrubel147
@mrrubel147 2 жыл бұрын
Apnar Babar akn boyos koto vai
@user-ni9vq1xg8t
@user-ni9vq1xg8t 3 ай бұрын
কোথায় গেল বিটিভির এত সুন্দর সুন্দর অনুষঠান, এসব অনুষঠান দেখার জন্য আমরা অপেক্ষায় থাকতাম অথচ আজ বিটিভির অনুষঠান কেউ দেখেই না।
@zinianaz7883
@zinianaz7883 2 жыл бұрын
No word to say how beautiful,magnificent program was jodi kisu mone na koren
@faysaluddin
@faysaluddin 2 жыл бұрын
Absolutely
@niajali7203
@niajali7203 2 жыл бұрын
হায়রে হায় দিন আসে দিন যায় থেকে যায় কেবল জন্ম আর মৃত্যু খেলা।
@badruddozaraafie5979
@badruddozaraafie5979 6 жыл бұрын
বিটিভি কে অসংখ্য ধন্যবাদ!!!
@mdbabu2942
@mdbabu2942 2 жыл бұрын
আমার অনেক প্রিয় একটা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল।
@mostafizarrahman1877
@mostafizarrahman1877 2 жыл бұрын
আমার দেখা শ্রেষ্ঠ উপস্থাপক।
@rosemerry2533
@rosemerry2533 2 жыл бұрын
কত সুন্দর সব সৃতি গুলো যেন হারিয়ে গেছে। মনে পরে সাদা কালো টিভিতে অনুষ্ঠান টি দেখার জন্য সময়ের অপেক্ষা থাকতাম।
@mohammedrana2760
@mohammedrana2760 2 жыл бұрын
বর্তমান স্যোসাল মিডিয়া র বদৌলতে অনেক পূর্বের এই শিক্ষামূলক যুগোপযোগী অনুষ্ঠান দেখে মনে হলো বর্তমান প্রজন্মের জন্য এধরনের অনুষ্ঠান প্রচার খুবই জরুরী, এ ধরনের অনুষ্ঠান আরো বেশি করে প্রচার হোক।
@saymonsahariar8465
@saymonsahariar8465 5 жыл бұрын
সহজ, সুন্দর আর নির্মল।
@jahedurrahman6061
@jahedurrahman6061 4 жыл бұрын
My date of birth is 1994 But I just Saw it I love it Very nice 👍
@sarahzarahaleemavlogs9185
@sarahzarahaleemavlogs9185 2 жыл бұрын
এটি ধারাবাহিক অনুষ্ঠান ছিল۔ সম্ভবত ১৯৮৩ সালে প্রচার শুরু হয়েছিল۔ ১৯৮৬ সালের শেষের দিকে জনাব ফজলে লোহানীর মৃত্যু হলে অনুষ্ঠানটির প্রচার বন্ধ হয়ে যায়
@floatinguniverse2713
@floatinguniverse2713 5 ай бұрын
আহ্! কি সুন্দর ভাষা,কি সুন্দর উপস্থাপন, কি সুন্দর অনুষ্ঠান!!! মন ভরে যায় ❤
@ankanbarua5863
@ankanbarua5863 6 жыл бұрын
excellent idea of collection
@mokbulhossen9364
@mokbulhossen9364 2 жыл бұрын
আমাদের আজকের হানিফ সংকেত ভাই কে আমরা পেয়েছি এতো সুন্দর এই অনুষ্ঠান এর মাধ্যমেই
@dhongorom
@dhongorom 5 жыл бұрын
Hanif shonket (ittadi) er ustaad. Hanif shonket aaj oo fojle luhanir jonmo din oo mrittu din ee unaakee srodha vore shoron koren,
@MDAlAMGIR-ds3uz
@MDAlAMGIR-ds3uz 2 жыл бұрын
এ অনুষ্ঠান ও এ প্রতিবেদন আমি তৎকালীন সময়ে দেখেছি। সত্যিই ভালো লাগছে।
@nasimmomtaz7490
@nasimmomtaz7490 6 жыл бұрын
আমি জানতে চাই বিটিভি র পুরনো নাটক বা প্রোগ্রাম গুলো কোন বিটিভি তে আবার পুনঃপ্রচার করা হয় না ?
@mdkamruzzamankhan7122
@mdkamruzzamankhan7122 3 жыл бұрын
👍 I still remember. Thank you.
@smartworking7035
@smartworking7035 2 жыл бұрын
I used to watch this programme when I was young. It reminded me to get back to old times.
@nasimaislam9011
@nasimaislam9011 2 жыл бұрын
ইত্যাদির আগের প্রজন্ম, ফজলে লোহানীর জনপ্রিয় অনুষ্ঠান যদি কিছু মনে না করেন ।
@oswaldgonsalves6874
@oswaldgonsalves6874 2 жыл бұрын
Would love to see more episodes of Judi Kichu Mone Na Koren. Most favourite program.
@khkhokonkamal5852
@khkhokonkamal5852 2 жыл бұрын
ওহ্ চমৎকার সোনালী দিন গুলো ছোট বেলায় লোহানি সাহেব এ-র অনুসঠান দেখতাম?
@internationalearth2417
@internationalearth2417 3 жыл бұрын
অসম্ভব। এটা প্রথম পর্ব নয়। আমার এখনো মনে আছে। তখন আমি ৮ বছরের বালক। 1978 বা 1979 এর দিকের অনুষ্ঠান। আমাদের নিজস্ব টিভিতে প্রথম পর্ব দেখেছিলাম। একজনে- যদি মনে কিছু করেন না, মনে কিছু যদি না করেন, করেন যদি মনে কিছু ..... এভাবে উল্টা পাল্টা সাজায়। তারপর সব শেষে "যদি কিছু মনে না করেন" ঠিক মত সাজায়। অনুষ্ঠার শুরুর সাথে সাথে এটা করে। ২-৩ এপিসোডের পরে এটা বাদ দেয়া হয়।
@joypaul1295
@joypaul1295 5 жыл бұрын
বাহ্ অসাধারন 😍👌
@abdulwahabmaster1407
@abdulwahabmaster1407 2 жыл бұрын
শুধু রুচিশীল অনুষ্ঠান নয়, বর্তমানে রুচিশীল দর্শক-শ্রোতারও বড় অভাব।
@mahimmahi4443
@mahimmahi4443 2 жыл бұрын
Mone poregelo sey dinguli vaibonra gujumuju hoye ai program ta dekhtam volar moto noi ❤️❤️❤️
@MdMasud-ld6gl
@MdMasud-ld6gl 2 жыл бұрын
20 কোটি মানুষের জন্য ২০ টি সরকারি টিভি চ্যানেল দরকার, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে দশটি টিভি চ্যানেল সম্প্রচার করা হোক, বাংলাদেশের কৃষকদের কোন টিভি চ্যানেলে নাই, 🇧🇩 ইংরেজি সরকারি টিভি চ্যানেল নাই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র কে100 তলা বহুতল ভবন করা হোক 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব হাসান মাহমুদ এমপি
@abdulwahabmaster1407
@abdulwahabmaster1407 2 жыл бұрын
১৯৮৩/৮৪ সালে অনেক চেষ্টা করে ভাগ্নি জামাইয়ের মাধ্যমে ১ টা টিকেট সংগ্রহ করে 'যদি কিছু মনে না করেন' অনুষ্ঠাণে সরাসরি অংশগ্রহন করেছিলাম। তখন আমি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে হি; বিঃ বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলাম।
@mdtaslim457
@mdtaslim457 3 жыл бұрын
অনেক সুন্দর অনুষ্ঠান দেখতে পারলাম
@nomadsabbir9570
@nomadsabbir9570 4 жыл бұрын
পশ্চিম জার্মানি যে চাচারা গিয়েছিলেন তাদের আজকের অবস্থান জানতে খুব ইচ্ছে করে। দালাল টাকা নিয়ে গেলেও অন্তত তাদের ঠিক জায়গাতেই নিয়ে গিয়েছিলেন এবং সে সময় জার্মানি থাকার অনুমতিও পেয়ে গিয়েছিলেন।
@tanvirmahtab1075
@tanvirmahtab1075 4 жыл бұрын
ha ha Ha...
@dilwarhussain2319
@dilwarhussain2319 3 жыл бұрын
আমার মামা ওই সময় জার্মানি গিয়েছিলেন। এখনো আছেন। মা শা আল্লাহ, খুবই ভালো একটা লাইফ কাটাচ্ছেন। আজ ৩৫/৩৬ বছর হয়ে গেছে।
@saif247bd
@saif247bd 2 жыл бұрын
Koto purono shob kichu.. ♥️♥️
@Life_after_45
@Life_after_45 2 жыл бұрын
Nice question, answer game. People seemed more educated and sophisticated back then.
@ramjanalimolla9526
@ramjanalimolla9526 2 жыл бұрын
Very beautiful programme
@twinkle2145
@twinkle2145 2 жыл бұрын
It’s amazing jodio ai somoy tay amar jonmo e hoy ni tobuo onk valo laglo
@MrSISPUP
@MrSISPUP 4 жыл бұрын
কিছুক্ষণের জন্য আশির দশকে ফিরে গিয়েছিলাম ।
@MadanpurBoss
@MadanpurBoss 2 жыл бұрын
দারুণ! ❤️❤️❤️❤️
@yasminaktar6257
@yasminaktar6257 2 жыл бұрын
কত সুন্দর কথা বলার দরণ
@Bidrohi-Manob
@Bidrohi-Manob Жыл бұрын
হানিফ সংকেত স্যার উনাকেই অনুকরণ করে আজ উনার চেয়েও জনপ্রিয় হয়ে গেছেন। (কথাটা উনাকে অপমানের উদ্দেশ্যে বলিনি)।
@SaiFuL_IslaM2023
@SaiFuL_IslaM2023 Жыл бұрын
রাইট
@mdshazedul3185
@mdshazedul3185 2 жыл бұрын
অসাধারণ 👍👍👍
@NourinNourinHossain-vg4vy
@NourinNourinHossain-vg4vy 2 ай бұрын
তখনকার দিনে উচ্চবিত্ত দের প্রধান বিনোদন ছিলো হিন্দি ছবির নোংরা নাচ গান, চরম অশ্লীলতা, অবাস্তব কাহিনীর উপদ্রব,এইসব ছবির কিছু নামধারী নায়কের বিস্তর প্রভাব ছিল আমাদের দেশে।মুর্খ উঢঢবিত্তদের কাছে এটাই ছিল শ্রেষ্ঠ বিনোদন । তার মধ্যে বিটিভির এই অনুষ্ঠান টি ছিল সচেতন শিক্ষিত এবং রুচি শীল মানুষের কাছে উত্তপ্ত মরুভূমি তে একফোঁটা পানির মতো ।
@altrnatvthinker
@altrnatvthinker 4 жыл бұрын
ছি ছি দালাল তবে যাই হোক তারা বা তিনারা হয়তো এখন স্থায়ী ভাবে বসবাসের অনুমতি পেয়ে গেছেন বা settled হয়ে গেছেন,আমি নিজে হল্যান্ড থাকি ,আমি এসেছি ১৯৮৬ থেকে তবে বেলজিয়াম এ এসেছিলাম ডাক্তারি পড়তে, জার্মানি ভালো দেশ কিন্তু পেপার না হোলে তো কাজ করতে পারবেন না ,যাই হোক সে অনেক আগে আমি আশা করছি তিনারা এখন ভালো আছেন তবে আগে জার্মানিতে পেপার হওয়া খুব কঠিন ছিল ।
@abdulmatin6372
@abdulmatin6372 2 жыл бұрын
Thanks.btv.for.program.
@sdfa-selfdefensefitnessacademy
@sdfa-selfdefensefitnessacademy 2 жыл бұрын
Khubi Shundor onushthan chilo
@emdaduljob551
@emdaduljob551 2 жыл бұрын
আমি যখন ছোট ছিলাম, তখন এই অনুষ্ঠানটি ভালো লাগতো না। এখন ভালো লাগলো।
@md.dulalhossain8389
@md.dulalhossain8389 2 жыл бұрын
অসাধারণ👌👌
@md.litonakand2317
@md.litonakand2317 2 жыл бұрын
অনেক সুন্দর লাগলো ধন্যবাদ ভাই
@inji1958
@inji1958 Жыл бұрын
Walked down memory lane as I watched this show.
@sajidurrahmansajid6876
@sajidurrahmansajid6876 2 жыл бұрын
Old is gold.just memories
@saddamkhandaker45
@saddamkhandaker45 2 жыл бұрын
সেই সরল সজা বাংলাদেশ কি মুহূর্তে উফ।
@altrnatvthinker
@altrnatvthinker 4 жыл бұрын
অদ্ভুত ফজলে লহানি যে একজন মাজিচিয়ান তা আমি জানতাম না,অবাক।ত্র প্রতি আমা র সম্মান আরও বেড়ে গেল
@joynalsarkar2555
@joynalsarkar2555 4 жыл бұрын
Very excellent.
@zinianaz7883
@zinianaz7883 2 жыл бұрын
Sweet memories ever
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 22 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 202 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 21 МЛН
বাকি চাহিয়া লজ্জা দিবেন না
6:35
আনন্দ মেলা-১৯৮৮  ।  Ananda Mela-1988
37:21
Bangladesh Television
Рет қаралды 227 М.
'ওইজা বোর্ড' by Humayuun Ahmed.
1:05:59
Farhan Zisan
Рет қаралды 201 М.
Huzug - Hanif Sanket ( Part - 1 )
17:31
JAMIL - BD TECH TUBER
Рет қаралды 30 М.
ToRung short film: i sell watermelon🍉
0:38
ToRung
Рет қаралды 16 МЛН
My wife said she wants to show me her true skills
0:27
昕昕一家人
Рет қаралды 60 МЛН
ПОМЕНЯЕМСЯ? 🥺😬😵‍💫 #funny #comedy
0:12
Fast Family LIFE
Рет қаралды 1,3 МЛН
Мировой Рекорд по Засыпанию (@DazByron )
0:30
Голову Сломал
Рет қаралды 4,3 МЛН