সেই ছোটো বেলা থেকে গানটা শুনে আসছি এবং ভেবেছিলাম প্রেমের গান।আজ তার নিজ মুখ থেকে গানটার মর্মকথা বুঝতে পারলাম, এ যে স্রষ্টার সাথে সৃষ্টির প্রেম।ধন্য শ্রদ্ধেয় কন্ঠ শিল্পী জহির আহমেদ স্যার
@raselbabu30362 жыл бұрын
আপনার ধারণা আগের টাই সঠিক
@pickone80012 жыл бұрын
প্রেমের গানই তো। আল্লাহর সাথে বান্দার প্রেম।
@Olosmostisko52132 жыл бұрын
আমি ও ভাবতাম তার প্রেমিকার জন্য এই ভাবনা!!
@bijoyabr4132 жыл бұрын
প্রেম তবে সেটা সৃষ্টিকর্তা র সনে
@md.kamruzzaman93492 жыл бұрын
আমিও তাই ভেবেছিলাম, 🤔তবে আজকে বিষয় টা পরিস্কার।
@atiursyedrahman1679 Жыл бұрын
সুরা লোকমান, আয়াত নং ২৭। আল্লাহর প্রশংসায় এই আয়াত নাজিল হয়। "পৃথিবীর সব গাছ দিয়ে কলম কলম হতো আর সব সমুদ্রের জল যদি কালি হতো, সেই কলম কালি দিয়ে আল্লাহর গুণাবলী লেখা হয়, কালি কলম শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর গুণাবলি লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ....
আমি একদিন মাদরাসার ছাত্রদের সামনে এই গানটি সুরা কাহাফের শেষ অংশের সাথে মিল করে গাইতে ছিলাম। তখন ওরা মনোমুগ্ধের মতো শুনছিলো আর বলছিলো। এটা তো সুরা কাহাফের আয়াত, আপনি কিভাবে অর্থ। বুঝলেন। তখন আমি নিজেই জানতাম না যে শিল্পীর উদ্দেশ্য কি ছিল। আজ বুঝলাম। হাজার হাজার ধন্যবাদ এই শিল্পীকে।
@humayunkabirhumanyunkabir99692 жыл бұрын
fajlamu korar jayga pawna faltu kotha
@MdHelalealam6 ай бұрын
খুব সুন্দর কথা বলেছেন ভাই
@munnafmunsi79342 жыл бұрын
....অথচ নিজের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে এতোকাল এই গানটাকে মানব-মানবীর প্রেমের উপাখ্যান হিসেবে মনে করেছিলাম। আল্লাহ প্রিয় শিল্পীর ইহকাল ও পরকাল সহজ করে দিন। আমিন।
@abdullaalmamunmamun95442 жыл бұрын
আমিও তাই ভেবেছিলাম
@lutfulhaque74042 жыл бұрын
ছুম্মা'আমীন
@musarafsk52012 жыл бұрын
Duto suratei ache
@nasimarafat5855 Жыл бұрын
Amin
@mainuddinhasan Жыл бұрын
আমিও তাই ভেবেছিলাম
@AshokDas-d7y Жыл бұрын
ভীষণ ভালো গান ! আমি ত্রিপুরা থেকে লিখছি ,এতটা ভালো গান গাইতে পারি না তবে বাংলাদেশের শিল্পীদের গান বেশ পছন্দ করি আর ভালোও লাগে !
@mdchunnu30092 жыл бұрын
আজ গানের প্রকৃত মর্মকথা বুঝলাম, জীবনে যে কতবার এইগানটা শুনছি যে হিসাব করতে পারব না, আল্লাহ যেন জহির আহমেদ স্যারকে ভালো রাখে, তবে এধরনের গান আর এখন পাওয়া যায় না,সেই ধরনের গীতিকার সুরকার নেই বললেই চলে........
@kosterjebon22382 жыл бұрын
Sotti Kotha Ami Jani na ato kothie chole
@zahinkhan30912 жыл бұрын
বাংলাদেশের এমন জনপ্রিয় গান হয়েছে কিনা সন্দেহ আছে। জহির আহমেদ স্যারকে আল্লাহ সুস্থ রাখুক।
@Seabird3652 жыл бұрын
হায় পোড়া কপাল এমন একটা আধ্যাতিক গানকে এতদিন নর নারীর প্রেমের গান হিসেবে জেনে আসলাম অথচ আজ সত্যিটা জানলাম। আসলে মানুষের জ্ঞ্যান অনেক অনেক ক্ষুদ্র।
@mannanmirza17012 жыл бұрын
সারাজীবন ভাবছিলাম এইটা প্রেমের গান! এখন যানতে পারছি প্রেমের গান ঠিকই কিন্তু স্রস্টা আর সৃষ্টির প্রেমের গান। ♥️🥀
@nasimarafat5855 Жыл бұрын
Ami o apnar moto ti bebeci ato din
@md.borhanulislam89308 ай бұрын
Ato din sothik cilen, Aj ulta bujhlen
@sumaiyarayhansanchi1661 Жыл бұрын
ধন্যবাদ সেই মাওলানাকে যার ওয়াজ শুনে শ্রদ্ধেয় জহির আহমেদ এই অমর গান রচনা করেছেন এবং গেয়েছেন। আপনি বেচে থাকবেন যুগ যুগ ধরে আমাদের মাঝে।
@kabirpaluan19112 жыл бұрын
আমার খুব প্রিয় গান আমি আগে ভাবতাম মানুষের প্রেমের কাহিনী পড়ে দেখলাম কোরআনের সুরা আল কাহাফের শেষের দিকের তরজমা। ওনার কথা গুলো শুনে খুবই ভালো লাগলো।
Mashallah evebey quran aro easy holo inschallah allah swt should give all of us rahmat
@nasimarafat5855 Жыл бұрын
Shallot to you.. Freedom Fighter
@neyazmahmud88623 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য। আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান
@banglargaan1457 Жыл бұрын
কতটা শুদ্ধ ভাবনার প্রতিফলন ঘটেছে এ গানে, গানটি না শুনলে তা অনুধাবন করা সম্ভব নয়। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় শিল্পীর প্রতি।
@rubelsarkar71772 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা রইলো প্রিয় শিল্পীর জন্য, সেই ছোটবেলা থেকে জনপ্রিয় এ গানটি শুনে আসছি, কিন্তু আজ জানলাম উনি জীবিত আছেন। মহান আল্লাহ্ পাক উনাকে নেক হায়াত দান করুক।
@piya8171 Жыл бұрын
আমি কমেন্ট পড়তে আসছি, একসাথে এত সুন্দর সুন্দর কমেন্ট কোথাও কখনো করতে দেখিনি 😊 মাশাআল্লাহ ❤
@AzizKhan-iv2ny8 ай бұрын
২০ বছর পর জানতে পারলাম
@sajibmallik5765 ай бұрын
Amio
@afiasiddikamisti85264 ай бұрын
Tai
@kmrafiquectg52903 жыл бұрын
খুবই জনপ্রিয় একটি গান, মাজে মাজে গুনগুনিয়ে নিজেও গেয়ে থাকি কিন্তু কখনো এই কালজয়ী গানের শিল্পী জহির আহমেদ কে কোন চ্যানেলে একটি বারব দেখিনি __ মনে করেছিলাম _গায়ক হয়তো আর বেঁচে নেই! channel 26 bd কে অশেষ অশেষ ধন্যবাদ দিতে হয়! এই চ্যানেল হারিয়ে যাওয়া মণিমুক্তা গুলো নতুন প্রযন্মের কাছে তুলে ধরছেন। আবার ও ধন্যবাদ channel 26 bd 😍
@mdbadshaalam8175 Жыл бұрын
আমি কমেন্ট পড়তে আসছি। একসাথে এত সুন্দর সুন্দর কমেন্ট আর কোথাও কখনো করতে দেখিনি। মাশাআল্লাহ
@ahasanhabib58852 жыл бұрын
কি যে লিখব ......... সে ভাষা আমার জানা নেই, তবে ধন্যবাদ জানাই প্রিয় মানুষ জহির স্যারকে যিনি এমন একটি ভালোবাসার উদাহরন দিয়েছে যার মানে খুঁজে বের করতে গেলে একজন মানুষের সারাটাজীবন চলে যাবে, কিন্তু মানে বের করা শেষ হবে না
@Life-ox9mk2 жыл бұрын
এই দশকের ছেলে-মেয়েরা এই গানগুলোর মর্ম কি বুঝবে??? ছোটবেলাটা মনে পড়ে চোখের কোণে পানি চলে আসল।
@MohidulIslam-l9k9 ай бұрын
প্রথম যখন গান শুনেছি ভেবেছিলাম প্রেমের বিরহের গান কিন্তু আজকে জানতে পারলাম জহির আহমেদ শিল্পী কী উদ্দেশ্যে গানটা লিখেছিলেন। ধন্যবাদ ভাই জহির উদ্দিন আহমেদ
@hamidurrahaman267Ай бұрын
আমি ও তাই মনে করতাম আজকে জানলাম সত্য টা
@ezioauditoredefirenze4494 Жыл бұрын
গানটা ছোটবেলা থেকেই তখন ক্লাস থ্রি তে পড়ি- বুঝে হোক না বুঝে হোক অনেক ভালো লাগতো, খুব বাজাতাম। কিন্তু আজ তার ব্যখ্যা, পটভূমি শুনে আরো শ্রদ্ধা এবং ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। সালাম ও স্যলুট নিবেন হে গুনী মুক্তিযোদ্ধা।
@masumbillah76002 жыл бұрын
গানের কথাগুলো পবিত্র আল কুরআনের সুরা কাহাফের ১০৯ নং আয়াতের অর্থ শিল্পীর প্রতি অবিরাম ভালোবাসা রইল
@maksudahamed51732 жыл бұрын
yes
@NabilGAmer6192 жыл бұрын
গানের কথাগুলো পবিত্র আল কুরআনের সুরা কাহাফের ১০৯ নং আয়াতের অর্থ শিল্পীর প্রতি অবিরাম ভালোবাসা রইল with Respect
@mdashraf63272 жыл бұрын
আপনি ভুল বলেছেন এটা সূরা কাহাফে না এটা আছে সূরা লোকমানে
এই ক্যাসেটটা কিনছিলাম ২০০৫ সালে। "তোমাকে হারাতে যদি হয়" "সারাদিন গান গেয়ে পাখিটা" সহ সবকটি গান মুখস্থ ছিলো!! কতশতবার শোনা হয়েছে হিসাব নেই।।
@machranga2752 жыл бұрын
বাংলা গানের অমর সৃষ্টি এই গানগুলো শুনলে কোথায় যেন হারিয়ে যায় নিজেই জানিনা
@abdulwahabmaster140710 ай бұрын
অসাধারণ গান। হৃদয় ছঁইয়ে যায়। আমার মনে হয় শিল্পী কি যেন একটা দুঃখের কথা গোপন করে গেছেন। অনেক ধন্যবাদ।
@MdHafizullslam-m8j3 ай бұрын
আজ থেকে প্রায় ৩০/৩২ বছর আগে এই গানটাকে বাস্তব জীবনের সাথে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম "আলহামদুলিল্লাহ্" সময়ের প্রয়োজনে আজ সহধর্মিনীকে নিয়ে ২১টি বছর কাটিয়ে দিচ্ছি। আমার দু'সন্তানকে নিয়ে "আলহামদুলিল্লাহ্" আল্লাহ অনেক ভালো রেখেছেন। জহির আহমেদ ভাইকে এই অতি চমৎকার গানটি আমাদের উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনার জন্য অনেক দোয়া ও শুভ-কামনা রইলো।
@rubelhossain29562 жыл бұрын
ভালোবাসার অপর নাম জহির স্যার।আপনার সফলতা কামনা করি❤️❤️❤️
@welcome2mostafakamal155 Жыл бұрын
যদি আলহামদুলিল্লাহ ভালো আছি,,, মুখে বলতো আরো সুন্দর হতো,,,,আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা জহির আহমেদ ভাইকে মাফ করুন,,,আমীন,,
@rahmatullahmehedi72952 жыл бұрын
মন থেকে জানাই অফুরন্ত ভালোবাসা শ্রদ্ধেয় জহির স্যার কে❤️❤️❤️
@rakibkhandaker6063 Жыл бұрын
সেলুট আপনাকে জনাব জহির আহমেদ ❤ ভালোবাসা ও শ্রদ্ধা রইলো আপনার জন্য। অনেক ছোট বেলায় আমার বাবা কিনে এনেছিল জহির আহমেদের ক্যাসেট, গানগুলো তখন থেকেই মনে গেথে আছে। প্রায় ২৫ বছর পরে এসেও এই গানের প্রতি আগের মতই ভালো লাগা আকর্ষন রয়ে গেছে। ❤❤❤
@AbulKalam-eb7yl6 ай бұрын
❤❤❤ আজ জানতে পারলাম এই গানটা সৃষ্টিকর্তার গুণাবলীর জন্য গাওয়া হয়েছে অসংখ্য ধন্যবাদ
@MamunMondol-g3t8 ай бұрын
আমিও ছাএ জীবনে প্রেমের সম্পর্কে ব্যথায় ব্যথিত হয়ে এই গানটাকে মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম ব্যর্থ গান হিসাবে। আলহামদুলিল্লাহ জহির স্যার কে ধন্যবাদ, মর্ম কথা জেনে।
@DiptoSadhu-d6k10 күн бұрын
খুবই ভালো লাগছে
@chandansarkar9219Ай бұрын
অমর হয়ে থাকবে যুগের পর যুগ এসব গান।
@mdsurjahossen95162 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল স্যারের জন্য দোয়া করি মহান আল্লাহ তায়ালার কাছে,এতদিন পর গানের আসল মর্মবুঝতে পারলাম। শতকরা ৫জনও হয়তো পাওয়া কঠিন এই গানের অর্থ কি?বাকি ৯৫ জনই ভেবেছিলাম এটা প্রেমের গান
@বাউলজলসামিডিয়া2 жыл бұрын
ছোট বেলা থেকে আমি এই গানের ভক্ত।আমি এলবাটি কিনে ছিলাম।আমি উনার গানের পরম ভক্ত।কখনো ভাবিনি উনাকে দেখতে পাব। আল্লাহ উনাকে চিরদিন আমাদের হৃদয়ে স্তান করেছে। উনার সুদৃর্গ আয়ু কামনা করি। জয় গুরু।
@আমিপ্রবাসী-র৯ড2 жыл бұрын
সেই ১০বছর বয়স থেকেই সুনেই আসছি আজ৩৫ তবুও মনেহয় এখনো আগের মতই আছে আপনার কন্ঠ। এগুলো স্বর্ন যোগের গান।
@wasimhazi31402 жыл бұрын
ভালো লাগলো
@wasimhazi31402 жыл бұрын
@@amirhossain1055 সৌদি আরবে
@MdFaruk-ec5lv Жыл бұрын
গানের মর্মকথা, গানের সুরালাপ, গানের ঐতিহাসিকতা - সব মিলিয়ে আমার শোনা সর্বশ্রেষ্ঠ গানের অন্যতম। জহির আহমেদ স্যারকে এই প্রথম দেখলাম! মুগ্ধ আমি! শত বছর বেঁচে থাক- আমাদের বাংলা গান, আমাদের পূর্বসূরি জহির আহমেদ স্যারেরা! স্যালুট স্যার- আপনার এই অমর সৃষ্টির জন্য 🥀। ধন্যবাদ চ্যানেলকে💝।।
@mixedworldeveryday3328 Жыл бұрын
কি মেধা, কি মধুর কন্ঠ, এক অসাধারন মিশ্রণ।
@hellobangladesh50383 жыл бұрын
সেই ছোটবেলা থেকে এখনও শুনছি এই কালজয়ী গান আমার অতি প্রিয় একজন শিল্পী (জহির আহমেদ স্যার)
@JulhasUddin-i8b Жыл бұрын
অনেক বছর অপেক্ষার পর ওনাকে দেখতে পেলাম আমার এতো এতো পছন্দের শিল্পী ভাষায় প্রকাশ করার মতন না ❤❤
@muhammedalazad5570 Жыл бұрын
জনাব আপনি বাংলার অহংকার ❤ একটি বিনীত অনুরুধ, গানের পটভূমি চমৎকার ! মহান মাবুদের বড়ত্ব বা সৃষ্টি নিয়ে একটি গান করলে অনেক মানুষ হয়তো আল্লাহকে চিনবে গানে গানে । তবেই আপনার গান সার্থক হবে নিঃসন্দেহে ❤😄❤️🌹। ধন্যবাদ
@mdmonsoraliali10982 жыл бұрын
যখন ছোট ছিলাম ইস্কুলের এক অনুষ্ঠানে এই গানটি গেয়ে অনেক প্রশংসা পেয়েছিলাম, গানগুলি এত ভালো লাগতো যেখানে বেজেছে দারিয়ে দারিয়ে শুনতাম। এখনো ভালো লাগে, অসাধারণ সৃষ্টি
@AbulKalam-lf3in2 жыл бұрын
ভাই আপনিও দেখি আমার মতো ছিলেন।
@mdmonsoraliali10982 жыл бұрын
হে ভাই আমি অনেক গান পাগল তো, আর এইগানগুলি ত অসাধারণ,
@fasumon9688 Жыл бұрын
জীবন শেষ করে দিলাম শুনতে শুনতে। আহ কি সুন্দর গানের কথা + অসাধারণ কন্ঠ,,,সাথে শিল্পীর সাথে কথা বলা ভাইয়াও অসাধারন।
@AbdulKarim-tf8bo2 жыл бұрын
আমার পছন্দের সেরা গান এটা আমার খুব প্রিয় শিল্পী জহির আহমেদ,,, দোয়া করি হাজার বছর বেঁচে থাকার জন্য
@ullahshorif2042 Жыл бұрын
Yes
@advocateela835 Жыл бұрын
সৃষ্টিকর্তার চেয়ে বড় প্রেয়সী কে হতে পারে!!পূরো গানটিই সৃষ্টিকর্তার প্রতি প্রেমের প্রকাশ। যে যেভাবে ভাবে
@FirozHossen-lh1xr Жыл бұрын
ধর্মিয় অনুভুতি আর সৃষ্টি কর্তার প্রতি অসীম ভাল বাসা থেকে গাওয়া গান হৃদয় নিংড়ান ভাল বাসা রইল সুতারাং এমন শিল্পীকে ধন্যবাদ ।
@recitationmehedi2340 Жыл бұрын
একসময় প্রচুর শোনা হতো গানটি, মনের অজান্তেই
@FerdousAra-nm3uj Жыл бұрын
স্যার অনেক অনেক ধন্যবাদ।আল্লাহর প্রতি আপনার যে সম্মান ও শ্রদ্বা তা গানে প্রকাশ করেছেন। গানটি অমর হয়ে থাক।
@mdrayha1988Ай бұрын
মহান আল্লাহ তার নিজের প্রশংসা সৃষ্টির মাঝে ভেসে ওঠেছে
@mjAlom-cq3ts2 жыл бұрын
মেধার কোন মূল্য আমরা দিতে জানি না..। জেনে খুবই ভালো লাগলো যে স্যার বেঁচে আছেন। উনার প্রতি আমার ছালাম রইলে। হাজার বছর বেচে থাকুন।
@shahrulhasansohel1718 Жыл бұрын
ভালবাসা অবিরাম স্যার। আমি এতোদিন মনে করতাম প্রেমিকাকে নিয়ে লেখা।কিন্তু,এখন দেখি আল্লাহ্ তাআলাকে নিয়ে লেখা।মারহাবা মারহাবা মারহাবা।
@sopnohin1582 жыл бұрын
বতর্মানে এমন গান কয়জনে গায় এ যেন সৃষ্টির মহান স্রষ্টার আরাধনার প্রার্থী। আল্লাহ্ তার এ গান শতসহস্র মানুষের বুজার ও আমল করার তৌফিক দান করুক । আমিন।
@abuhassan359 ай бұрын
সত্যি বলতে যে আমার চোখে পানি এসে গেলো যে প্রায় ২০ বছর যাবত গানের মানে টা ভুল বুঝে এসেছি, এ যে আল্লাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ গানের মাধ্যমে রচিত হয়েছে
@MDsumon-bk1sp2 жыл бұрын
যতোই দিন যাচ্ছে গানাটা ততোই নতুন মনে হচ্ছে এই গানটার মধ্যে এমন কি আছে ''এই গানটা শুনলে আসোলেই মনে হয় কি যেনো আছে গানটার ভেতরে যতোই শুনি গানটা ততোই ভালো লাগে
@BOBATAKHATUN-s2y11 ай бұрын
আল্লাহর প্রতি বান্দার হক আল্লাহর প্রশংসা করা আলহামদুলিল্লাহ
@shahanajparvin-in8de5 ай бұрын
মাশাআল্লাহ যতো শুনি ততোই মনে হয় আমি নতুন জীবনে ফিরে গেছি ভুলিনি ভুলবো না এ গান স্যার আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান তাই বলছি আমরন হয়ে থাকবে গানটি অসাধারণ অসাধারণ অসাধারণ পারফরম্যান্স বাহ্ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉
@azizsuper2 жыл бұрын
সব সময় গানটি শুনেই গেলাম, ভালো লাগা একটি গান, আজ মুক্তিযোদ্ধা জহির আহমেদ স্যারকে দেখে মুগ্ধ হলাম।
@md.taizulislamteacher7132 жыл бұрын
আমি গান শুনেছি কিন্তু জহির আহমেদ স্যার এর মুখের কথা শুনে শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল আমি দোয়া করি আল্লাহ তাআলা উনাকে দুনিয়া ও আখেরাতে উত্তম পুরস্কার দান করেন।
@mdabdulawal59522 жыл бұрын
সারাজীবন আল্লাহর প্রশংসা করলেও শেষ হবে না আল্লাহর রহমত আল্লাহর দয়া কোনটাই শেষ হবে না
@AbdulMannan-ed4hr2 жыл бұрын
এ সব গান,কালজয়ি গান,এরা মরে না।এগান শতাব্দি, শতাব্দি, ধরে বেচে থাকে।একটি অসাধারন সৃষ্টি।
@borhanuddin1142 жыл бұрын
৷৷
@MdaliBahar7 ай бұрын
২০১৩ সালে চট্টগ্রামে এক দোকানে গানটা শুনে গানটার প্রেমে পড়ে গেলাম তারপর থেকে জহির আহমেদের হাই সব গুলে গানে অনেক অনেক বার শুনেছি গানের কথা গানের সেই সুর হা হা কি দারুন অন্তরের অন্তস্থল থেকে অনেক ভালোবাসা রইলো এবং জানতে পারলাম আজ কি উদ্দেশ্যে উনি গানটা লিখেছেন সুবহানাল্লাহ
@SohelRana-sh8se Жыл бұрын
আসসালামু আলাইকুম স্যার জহির আহমেদ স্যার আমি যখন ক্লাস ফাইভে পড়ি সেই 2000 সালের সময় আপনার এই গানটি আমি শুনি এবং আমি ভেবেছিলাম এটি একটি বিরহের গান এখন আপনার কথা শুনে আমারও ভুল ভেঙে গেছে স্যার ধন্য পিতার জন্য সন্তান আপনি এবং আপনার গান শুনে আমিও ধন্য
@md.mamunmamun4383 Жыл бұрын
যখন আমি ছোট ছিলাম সবে মাত্র বাংলা ছবির গান শুনতাম রেডিওতে,কিন্তু মাঝে মাঝে আমার কানে এই গানটা পাশের বাসার এক ভাইয়ার টেপরেকর্ড হতে আমার ভেসে আসতো,আর বলতাম কি গান শুনে এই ভাইয়া টা, আজও সেই গান আমি শুনি কিন্তু এই গান যে ভাইয়া শুনেছিল সে আজ এই দুনিয়াতে বেঁচে নেই😥
@SufianTalukder-i3y2 ай бұрын
আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কমেন্ট পড়লাম অসাধারণ একটা গান ♥️♥️♥️♥️
@rafiqulislamshakilmondal2 жыл бұрын
উনার গান আমি অনেক আগে থেকেই শুনি কিন্তু উনি যে বেঁচে আছেন আমি জানতাম না। আপনাকে দেখে অনেক ভালো লাগলো
@mdashraf63272 жыл бұрын
Sem to u
@mdnezam49142 жыл бұрын
আসাধারণ 👌👌👌👌👌👌👌
@Nazrulislam-pc1eq2 жыл бұрын
কত যে গানটা শুনলাম যখনই মন খারাপ থাকে... তার গান শুনি, আল্লাহ যেনো তাকে দির্গ হায়াত দান করেন
@MDJahangir-vj8ck2 жыл бұрын
এই কথা আল্লাহ পাক পবিত্র কোরআন শরিফ এর মধ্যে বান্দাকে বুঝিয়েছেন
@MstShopna-ei3dc3 ай бұрын
এই কথাগুলো আমার আল্লাহর জন্য প্রযোজ্য। অন্য কারো জন্য না।
@kawosarkawosar90242 жыл бұрын
ছোট বেলা থেকেই গানটি শুনে আসছি,আজ2022এসে আবার শুনলাম,আশা করি পরবর্তি প্রজন্মের জন্য গানটি চিরকাল চির নতুন হয়ে থাকবে।
@md.saifulislam62792 жыл бұрын
অসাধারন
@Farhadkhan-xl9bv Жыл бұрын
E ganta cassate er 2 side e only ei ganta record Kore amar boro bon k gift korechilo amader e khalato Vai . Unara tokhon high school porua.. oi somoyer prem gula chilo onno level er.. ! R amar gaanta mukhosto hoye giyechilo sei chottobelatei! Obak hochhi zahir vaiyer voice remained as same as I heard in my childhood! God bless man
@hamidurrahmanbablu13777 ай бұрын
আমার সেরা পছন্দের একটি পছন্দ। ৩০ বছর আগে যখন শুনতাম তখন যেভাবে মনে টেউ খেলত, এখনো ঠিক সেভাবেই ঠেউ খেলে।
@MDAmin-ix7kq Жыл бұрын
এজন্য মানুষ কে সেরা জীব হিসেবে সৃষ্টি করেছে আর শিল্পী তার পতিবা দিয়ে গান লিখে পরিবেশন করেন এবং মহান রবের গুন গান তুলে ধরবার জন্য দন্যবাদ
@sahadatmithubd2 жыл бұрын
আমার বয়স যখন দশ তখন বড় ভাই গানটি বার বার গুনতো,আমিও ভাইয়ের সাথে শুনতাম তখন থেকেই এই গানটার প্রেমে পরে যাই,এখনো বার বার শুনতেই মন চায়,হয়তো তুমি যখন আমার কমেন্ট পড়ছো তখন ২০৫০ সাল,হে আমি তোমাকে বলছি আমাদের সময়েও এরকম গান শুনতে পেতাম, জানিনা এখন তোমরা কেমন গান শুনতে পাও,কারন আমি যে আর পৃথিবীতে বেঁচে নেই, ১১/০৫/২০২২
@itnamultimedia Жыл бұрын
খুব ভালো লাগা কিছু গানের মধ্যে এটা একটা গান,বিগত ২০বছর আগে শুনেছি, আজ আবার শুনলাম, মনে হচ্ছে পিছনে চলে গেছি আবার আজকে,খুব কষ্ট লাগছে গান টা শুনে,অতীত কি সত্যি ভুলে থাকা যায়, ভুলে থাকলে আজ আবার কেন এই গান টা সব কিছু মনে করিয়ে দিলো,আমি সাইদুল এখনো তোমাকে ভুলতে পারি নাই, মনে হয় না আর কখনো ভুলতে পারবো,নিজের সংসার, সন্তান সবই তো হলো,কিন্তু তোমাকে কেন মনে পড়ে,,26/02/2023 4:22AM
@mdmajnumiah6536 Жыл бұрын
এই মহান সঙ্গীত শিল্পী নিজেকে সারাজীবন পর্দার আড়ালে রেখেছে কিন্তু কেন? শিল্পীর কেন এত অভিমান তা শ্রোতাদের অজানায় রয়ে গেল
@ujjalsarkar65442 ай бұрын
ভালোবাসা অবিরাম অন্তহীন চলে যাব একদিন রেখে গেলাম কমেন্ট
@popykhan12142 жыл бұрын
মন টা জুড়িয়ে গেলো আল্লাহ তুমি শিল্প ভাই কে ভালো রাখো 😢😢😢😢😢😢
@mdridoyislam70892 жыл бұрын
আল্লাহর নাম স্বরন করার জন্য ধন্যবাদ
@ZaforSadeque-pw8nk8 ай бұрын
অনেকের মন্তব্য পড়লাম। তাদের মত আমারও ধারণা ছিলো এই গানটি নর-নারীর ভালোবাসার উদ্দেশ্যে রচিত। আজ বুঝলাম, এটি সূরা লোকমানের ২৭নং আয়াতের ভাবানুবাদ। ধন্য তুমি জহির আহমদ।
@AbdulHalim-jx1xjАй бұрын
অল রাইট ইনফরমেশন ❤️মাশাআল্লাহ ❤️স্যার ❤️
@dhukhuaddmedia93372 жыл бұрын
এ সমস্ত গানগুলো বাস্তব জীবনের সাথে মিলে যেত সেই সময়, ধন্যবাদ জহির ভাইকে।
@rakibulislam98332 жыл бұрын
বয়স একটা সংখ্যা মাত্র যেন আগের মতই গায়কী..❤️
@DulalRoy-nx2ni5 ай бұрын
❤❤❤❤অসাধারন❤❤❤সৃস্টি কর্তা মহান।
@khokonsarkar96792 жыл бұрын
আমার জীবনে শুনা সবচেয়ে ভাল একটি গান। ধন্যবাদ এ সুর শিল্পীর জীবনে বয়ে আনুক অনাবিল সুখ।
@himaloyhimu86245 ай бұрын
যেদিন প্রথম এই গান শুনি, সেদিনই ভেবেছিলাম এটা হয় আল্লাহর কুরআন কে অবমাননা করে লেখা! নয়ত সম্মান দিয়ে লেখা!! কেননা নরনারীর প্রেম বিষয়ক এমন কথা হয় না!! আজকে আমার ধারণাই পালটে গেলো!!! আমার প্রথম অনুমানই সঠিক হইলো!!
@islamvai87142 ай бұрын
যখন শুনতাম আবেগ নিয়ে শুনতাম
@lenousgomes24073 ай бұрын
বিনম্র শ্রদ্ধা বাংলার সূর্য সন্তান 🙏🙏🙏
@BabulHossain-ts5xh4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mamunsiddkie3 жыл бұрын
অসাধারণ একটা গান সেই ছোটবেলা থেকে শুনে আসছি এখনও শুনছি
@ahnafzameel96734 ай бұрын
ছোট বেলায় এ ধরনের গান শুনতাম,, মায়ের ক্যাসেট এ সংগ্রহ ছিল ❤❤ কিন্তু আজ চার মাস ধরে আমাকে ছেড়ে চলে গেছে আমার প্রিয় মা 😢😢💔💔💔
@kamrulhossain33283 ай бұрын
সেরাদের সেরা
@mdmojiborrahman94578 ай бұрын
আজীবন বেঁচে থাকবেন জহির আহমেদ আমাদের মাজে উনার গানের তুলনা হয় না। ❣️
@AhsanUllah-nz5ru4 ай бұрын
You represent all freedom fighters. Allah has given you a fine spirit.
@mdpalash29982 жыл бұрын
অসাধারণ গান শুনে ভালো লাগলো
@shantosoyebur2 ай бұрын
মহান (আল্লাহুর)প্রকাশ এবং বিকাশ ও প্রসংশা মানুষ যেই ভাবে করেছেন তা আর কোনো জাতি পারে নাই।
@farooq3187 Жыл бұрын
অসংখ্য শ্রদ্ধা ও ভালোবাসা জানাই প্রিয় শিল্পী,, সত্যি গানের প্রতিটি শব্দই যেন একেকটা স্মৃতি ❤️❤️
@jayedimtiaz19972 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা রইলো প্রিয় শিল্পীর জন্য, সেই ছোটবেলা থেকে জনপ্রিয় এ গানটি শুনে আসছি, কিন্তু আজ জানলাম উনি জীবিত আছেন। মহান আল্লাহ্ পাক উনাকে নেক হায়াত দান করুক amin
@md.nurulislam34312 жыл бұрын
চোখে জল চলে এসেছে। কাকে রেখে কাকে ভালো বলবো। এই দুজন সৃষ্টিকর্তার সেরা উপহার। ফেসবুক কতই তো দেখি,আজকের এই ভিডিও না দেখলে ফেসবুক দেখা অপূর্ণ থেকে যেতো।এসব ভালো ভালো দৃষ্টান্ত গুলো বেশি বেশি ভাইরাল হোক। আমি প্রথমেই বুঝে গিয়েছিলাম। তাই কৌতূহল বশত দেখা শুরু করি।ভালো লাগলো।
@sirazulislam4015 Жыл бұрын
@@md.nurulislam3431আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা।
@mdalauddinnarail27437 ай бұрын
জহির আহমেদের উপর শ্রদ্ধা রেখে এই গানটি এক অনুষ্ঠানে গেযেছিলাম। খুব পছন্দের গান এটি আমার।