Рет қаралды 70,636
Music Details/Credits ⬇️
Song : Jontrona
Vocal & Lyrics : Tanveer Evan
Composer : Piran Khan
song lyrics ⬇️
আজ এই দুচোখ ভরে
দেখেছি তোমায় আমি
আজ এ দু'চোখের আড়ালে
হারিয়েছি তোমায় আমি
যন্ত্রনায় তোমায় ভেবে কেঁদেছি আমি
জীবনটাকে শেষ করার আশায়
গেয়ে যাই আমি
তুমি আমার হয়েও
কখনও আমায় বুঝনি
ভেঙ্গেছো পুরোটা আমায়
তবুও গড়েছি তোমায় আমি
তোমায় আমি বলে দিতে চাই
আর পাবেনা আমায়
কষ্ট পাবো জেনেও তুমি
কাঁদিয়েছো আমায়
দিয়েছি ভালবাসা
নিয়েছি তোমার সব ব্যাথা
রেখেছি তোমায় এই বুকে
তাইতো আজ দিলে ব্যাথা
মাঝে মাঝে তোমায় ভেবে
কেঁদে যাই আমি
এত কষ্টে, এত ব্যাথায়
খুঁজি তোমায় আমি
কখনও ভাবিনি
এত ব্যাথা দিবে তুমি
চেয়েছো ভেঙ্গে দিতে
তা হয়েছে আজই
চলে যাওয়ার ছিলই যখন
এলে বা কেন?
স্বপ্ন ভাঙ্গার ছিলই যখন
দেখালে বা কেন?
আজ আমার এ জীবনটা
তুমি করে দিলে একেলা
কেড়ে নিলে সব আমার
স্মৃতি গুলোর রেখে গেলে ব্যাথা
শেষ কথা দিলাম তোমার হয়ে
থাকব না আমি
চলে যাবো সবই ছেড়ে
আমি বহুদূরে
বহুদূরে
বহুদূরে
বহুদূরে...
#song #world
#sad #sadsong