মানুষ ভুলের মধ্যে আছে, কেউ সত্য কে খুজতে চাইলে, তাকেই ভুল বলে 😅
@HmAfridi-z4w15 күн бұрын
ভাই রহস্যময় বই চাই
@rajibulhoquerahat414817 күн бұрын
লালস কে? তার সম্পর্কে বিস্তারিত কোথায় পাব?
@PsycheTalk6917 күн бұрын
লাওৎসুর দর্শন - kzbin.info/www/bejne/rWmbeGSao6x_mJYsi=nisl99Ps1jhHBIQa
@smproduction1m16 күн бұрын
ভাই আপনি কোন ধর্মে বিশ্বাস করেন?
@rafatangkon626218 күн бұрын
Apni kon dhorme believe koren
@নসীহা17 күн бұрын
অয় নাস্তিক
@HeyNasirOz12 күн бұрын
এটার মধ্যে ধর্ম আসল কেন?
@thesajjadistalking18 күн бұрын
ভাইয়া বিতর্কের ব্যাপারটি যে বললেন না। বললে ভাললাগতো।
@PsycheTalk6918 күн бұрын
কোন বিতর্ক?
@yeanurrahman466516 күн бұрын
তথ্য গুলো যাচাই করে তারপর দেখে দেখে পড়ে ভিডিও করবেন😂
@PuspitaDabnath17 күн бұрын
Jishu kono personality nah Akta upadhi
@MahibMehek18 күн бұрын
জন ব্যাপ্টিস্ট নিজে নবী হলেন না বা তার মাধ্যমে ব্যাপটাইজড হওয়া অন্য কেউ নবী হলেন না। কেবল যীশু নবী হলেন! এটা কেনো ও কীভাবে?
@Prodeepworker18 күн бұрын
এরকম কিছু বাইবেলে নাই ভাই। আমি নিজে বাইবেল পড়েছি, যেখানে তিনি জন থেকে ব্যাপ্টিস্ট হলেন এমন কিছু ছিল না অন্তত গসপেল-গুলোতে নেই।
@PsycheTalk6918 күн бұрын
ব্যাপ্টিস্ট তো ক্রুশবিদ্ধ হননি।
@MdHabib-yj4tz18 күн бұрын
আপনাদের উচিত হবে সত্য মিথ্যা যাচায় করে সেটি প্রকাশ করা। যদি সবার কাছে ভালো থাকতে চান তাহলে সত্য মিথ্যা যাচায় করতে পারবেন না। অবশ্য আপনারা সেটা করেনও না। ত্রিত্তবাদের ধারণা অরিজিনাল বাইবেলের বিকৃত ধারণা।
@frankjoy1317 күн бұрын
প্রথমত বাইবেল বলে "যোহন 1:6-7 SBCL [6] ঈশ্বর যোহন নামে একজন লোককে পাঠিয়েছিলেন। [7] তিনি আলোর (যীশু খ্রীষ্ট) বিষয়ে সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে এসেছিলেন যেন সকলে তাঁর সাক্ষ্য শুনে বিশ্বাস করতে পারে। " যেন প্রায় ৭০০ বছর আগে নবী ঈশাইয়ার (Isaiah) মাধ্যমে কৃত এই ভবিষ্যদ্বাণী সত্য হয় যিশাইয় 40:3-5 SBCL [3] একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, “তোমরা মরু-এলাকায় সদাপ্রভুর পথ ঠিক কর; মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য একটা রাস্তা সোজা কর। [4] প্রত্যেক উপত্যকা ভরা হবে, পাহাড়-পর্বত সমান করা হবে, পাহাড়ী জায়গা সমতল করা হবে, আর অসমান জমি সমান করা হবে। [5] তখন সদাপ্রভুর গৌরব প্রকাশিত হবে, আর সমস্ত মানুষ তা একসংগে দেখবে; সদাপ্রভুই এই সব কথা বলেছেন।” নবি শব্দের অর্থ বার্তাবাহক। অতএব John the baptist নবী ছিলেন। কারণ তিনি বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন।। দ্বিতীয়ত নবি হওয়ার বিষয় টা সম্পর্কে বলব - আমি আর আমার x,y,z ভাইয়েরা KZbin স্ক্রল করে। কিন্তু কারো সামনে এই ভিডিও আসল না কিন্তু আমার সামনেই আসল আবার আমি আপনার কমেন্ট টাই আগে পড়লাম।। এইটা ঈশ্বর এর পরিকল্পনা ছিল তিনি প্রত্যেকের হৃদয় ও সক্ষমতা জানেন কিন্তু প্রত্যেক্কে সুযোগ দেন।। এবং তিনি যে শেষ পর্যন্ত জানেন কি হতে চলেছে। তিনি এটিও জানেন তিনি আজকে আমাদের সুযোগ দিচ্ছেন। আবার এটিও জানেন তঁার সুযোগ আমি গ্রহণ করেছি কিনা। এবং শেষ পর্যন্ত কি হবে।।
@ccdcourse375117 күн бұрын
জন ব্যাপ্টিস্ট নিজেও নবী। নবী ইয়াহিয়া (আ) ই জন দ্যা ব্যাপ্টিস্ট
@নসীহা17 күн бұрын
আপনি ভুলের স্বর্গে বাস করছেন
@Mudra-p2e17 күн бұрын
কেন?
@nilmohandas665415 күн бұрын
যীশুর বাবা কে?
@mahabulalamalam878813 күн бұрын
যীশু বা ঈসা আলাইহিস সাল্লাম এর কোন জন্ম দ্বাতা পিতা নেই, আল্লাহ তাঁকে তাঁর পাক রুহ ও নূর দ্বারা সৃষ্টি করেছেন, আহলে কিতাব অর্থাত বনী ইসরাঈল শেষ নবী হিসাবে পাঠিয়ে ছিলেন,, আর পবিত্র কোরআন এর মধ্যে আল্লাহ তাঁকে বনী ইসরাঈলের শেষ নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন , । তাই তিনি আমাদের ইসলামের কাছে বনী ইসরাইল জাতি বা ইহুদি জাতি ও খ্রীষ্ট ও আহলে কিতাব দের একজন শেষ নবী হিসাবে পরিচিত ,, আর ইহুদি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ দের কাছে তিনি নিজেই বলেছেন, যে আমি তোমাদের সত্যি বলছি আমি সত্য পথ ও জীবন আমার মধ্যে দিয়ে না.... আসলে কেঁউ পিতার কাছে পৌঁছাতে পারবে না.... অর্থাত তিনি এই কথার প্রসঙ্গে তিনি তাঁর খ্রীষ্ট ও বনী ইসরাইল জাতি বা ইহুদি দের কে বোঝাতে চেয়েছেন, যে তিনি বনী ইসরাঈলের শেষ নবী আর বনী ইসরাইল রায়া যোদি তাঁর কোথা ও তাকে অনুসরণ করে না আসে, তাহলে কেঁউ আল্লাহর বেহেশতে প্রবেশ করতে পারবে না.... তাই তিনি শুধু বনী ইসরাইল দের কে এই কোথা বলেছিলেন, যে আমি পথ সত্য জীবন আর তা ছাড়া তখন বনী ইসরাইল জাতি ছিল আল্লাহর মনোনিত জাতি,,, একেশ্বরবাদী , অর্থাত তৌহিদের উপর বিশ্বাশী! কিন্তু যখন বনী ইসরাইল জাতি রায়া দুই টি জাতি ভিন্ন ভিন্ন জাতি তে পরিনত হয়ে গেল, এক দল তাঁকে তাদের শেষ নবী হিসাবে মেনে নিলেন না.... সেই দল টি ইহুদি নামে পরিচিত হয়ে আল্লাহর কাছে অভিশপ্ত ও বর্বর জাতি হিসেবে গন্য করা হলো ...... আর একটি দল যা তাঁর খ্রিস্ট বিশ্বাসী নামে পরিচিত হয়ে গেল, তারাও তাঁকে তাদের শেষ নবী হিসেবে মেনে না নিয়ে, উল্টো তাঁর অলৌকিক ক্ষমতা ও মোজেজা দেখেই, তাঁরা ঈসা আলাইহিস সাল্লাম অর্থাত যীশু কে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র সন্তান হিসাবে দাবী করে বসলো, তাঁরাও ইহুদী দের মতো সিঁড়ি কে নিমজ্জিত হল, আর আল্লাহ তাদের কেও আল্লাহর নাফরমান বান্দা ও অভিশাপ প্রাপ্ত জাতি হিসেবে গন্য করলো, আর তাদের দুই জাতি থেকে আল্লাহ আব্বার একটি মহা জাতি সৃষ্টি করলো , আর তাদের নাম দিলেন (মুসলিম) অর্থাত আল্লাহর মনোনীত করা জাতি হিসেবে আমাদের ইসলাম কে সৃষ্টি করলেন আর আল্লা সেই জাতি দের মধ্যে থেকে শেষ নবী নিযুক্ত করলেন , তাঁর প্রিয় দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আর মহাম্মদ বা আহামেদ তিনি শুধু আমাদের ইসলাম ধর্মের সর্ব শ্রেষ্ঠ এবং শেষ নবী নন, তিনি গোটা বিশ্ব জগতের বিশ্ব নবী বা মহা নবী হিসাবে পাঠিয়ে দিলেন, যাতে মানুষ তাঁদের ভুল বুঝতে পারে আর দোয়া মই আল্লাহর সঙ্গে কারো শিরক না করে, বহু ঈশ্বরের পুজো অর্চনা ছেড়ে দিয়ে শুধু না দেখেই দোয়া মই আল্লাহর নিকট ফিরে আসে তাই মহাম্মদ কে শেষ নবী হিসাবে পাঠিয়ে দিলেন