এখানে অনেকেই বলছেন নায়িকা দের দোষ আছে তারা কেনো বিয়ের আগে ঘনিষ্ঠ হয়েছে। আচ্ছা একটা কথা বলুন তো বিয়ের পরে ঘনিষ্ট হলেও তো ঘটনা টা ঘটতে পারতো। রাজ যে ধরণের ছেলে ছিলো সে তো যে কোনো বাহানা দিয়ে divorce দিয়ে দিতো আর তারপর এই video গুলো director, producer দের দেখাতো। তাই যে খারাপ হয় তার খারাপ কাজ করার জন্য প্রচুর সুযোগ থাকে। তাই অকারণে এসব বিয়ের আগে পরে বলে কোনো লাভ নেই এগুলো pls বলবেন না
@NibhritoPranerDebota Жыл бұрын
ঠিক তাই। 💯
@sheikhsabu7478 Жыл бұрын
দেখুন বিয়ের পরে ভিডিও তৈরি করে সেটা কারো সাথে শেয়ার করলে ব্যাপারটা অন্যরকম হতো। কারন রাজ যদি বিয়ের পর এমন ভিডিও তৈরি করতো তাহলে সেটা হতো স্বামী-স্ত্রীর একান্ত বৈধ ঘনিষ্ঠ মুহুর্তের। সুতরাং সে সময়কার ভিডিও ভাইরাল হলেও মানুষ নায়িকাদের প্রতি অনেক সহমর্মিতা প্রদর্শন করতো।আর রাজকে জানোয়ার বলে গালি দিতো। যেটা এখন হচ্ছে না, এখন রাজের সাথে সাথে নায়িকাদেরও দোষ দেয়া হচ্ছে, আর সেটা সঠিক। তাই আমিও মনে করি বিয়ের আগে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি আগে তাদের ভাবা উচিত ছিলো। ভালোবাসা ঠিক আছে, তবে ভালোবাসায় অন্ধ হয়ে যেতে নেই।