ZLRC 906 pro Drone Futage/Purbadhala JM pilot high school, Rajdhola bil purbadhala

  Рет қаралды 3,471

SHEHAB UZZAMAN (AKANDO)

SHEHAB UZZAMAN (AKANDO)

Күн бұрын

পূর্বধলা ( Purbadhala Upazila ):
নেত্রকোনা জেলার অন্তর্গত ৩০৮.০৩ বর্গ কিমি আয়তন বিশিষ্ট একটি উপজেলা।নেত্রকোনা জেলার একটি অন্যতম ঐতিহ্যবাহী এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পূর্বধলা উপজেলা।এই উপজেলায় প্রায় ১৩০ একর বিশিষ্ট ঐতিহাসিক ও মনোরম “রাজধলা” নামক একটি বিল আছে। জনশ্রুতি আছে উক্ত বিলের পূর্ব পার্শ্বে তৎকালীন থানা গঠিত হওয়ায় অত্র থানার নামকরণ করা হয় পূর্বধলা থানা ।পূর্বধলা থানা গঠিত হয় ১৯১৭ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।পূর্বধলার উত্তরে দুর্গাপুর ও ধোবাউড়া উপজেলা, দক্ষিণে গৌরীপুর উপজেলা, পূর্বে নেত্রকোনা সদর উপজেলা এবং পশ্চিমে ফুলপুর ও গৌরীপুর উপজেলা।এ উপজেলায় গারো আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
জলাশয়ের মধ্যে রাজধলা বিল, ধলাই, সোয়াই, মোগরা, কালীহর, কংশ ও লাউয়ারী নদী এবং মান্দারুয়া, সিংগুয়ার, আখতার, ও আখতার বিল উল্লেখযোগ্য।
পৌরসভা-১টি, ইউনিয়ন-১১, মৌজা-২২৩, গ্রাম-৩৩৪,
পূর্বধলা উপজেলার ইউনিয়নগুলো হলো--
১।পূর্বধলা সদর
২।খলিশাপুর
৩।গোহালাকান্দা
৪।ঘাগড়া
৫।জারিয়া
৬।ধলামুলগাঁও
৭।নারান্দিয়া
৮।।আগিয়া
৯।বিশকাকুনী
১০।বৈরাটি
১১।হোগলা
প্রাচীন ঐতিহ্য---
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ মুগল আমলে নির্মিত সুনাইকান্দা ও লেটিরকান্দা মসজিদ, হোগলার প্রাচীন মন্দির, বাঘবেড় ও নারায়ণডহর জমিদার বাড়ী।
ঐতিহাসিক ঘটনাবলি---
পাগলপন্থী মতাদর্শের জনক করম শাহ্ এবং তাঁর পুত্র টিপু শাহ্ এই উপজেলার লেটিরকান্দা গ্রামে ১৭৯২ সালে বসতি স্থাপন করেন এবং এখান থেকে পাগলপন্থী বিদ্রোহ ও কৃষক বিদ্রোহ পরিচালনা করেন। ১৭৮৬ সাল থেকে ফকির সন্ন্যাসী বিদ্রোহের সঙ্গে সম্পৃক্ত হয়ে শেরপুর পরগনায় ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। ২৯ এপ্রিল ১৯৭১ সালে পাক হানাদাররা পূর্বধলায় প্রবেশ করে। ১ মে পূর্বধলার স্বনামধন্য ডাক্তার হেম বাগচী, তার ভগ্নীপতি হরিদাস সিংহ ও কাজের লোক মেঘুকে বাড়ীর আঙ্গিনায় নৃশংসভাবে গুলি করে হত্যা করে। ১১ নং সেক্টর কমান্ডার এবং জাসদের প্রতিষ্ঠাতা কর্নেল তাহের এই উপজেলাই জন্মগ্রহণ করেন।
নেত্রকোনা জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পূর্বধলায় একশ’ পঞ্চাশ একর জায়গা জুড়ে বিস্তৃত জলাভূমি-রাজধলা।
পানির স্বচ্ছতার কারণে স্থানীয়রা এর নাম দিয়েছিলো ধলা বিল। বিলের পূর্বদিকে অবস্থিত কমরেড মনি সিংহের পূর্বপুরুষ জমিদার গোপিনাথ সিংহের দশভূজা রাজবাড়ি। এক সময় জমিদার ছাড়া এই বিলের পানি কেউ ব্যবহার করতে পারতো না। তাই বিলের নাম রাখা হয়- রাজধলা।জমিদারি প্রথার সাথে সাথে বিলুপ্ত হয়েছে সে নিয়মও। এখন এই বিলে ভিড় জমায় বিভিন্ন বয়সের ভ্রমণপিপাসু মানুষ।
সারাবছরই বিলে পানি একই রকম থাকে, তেমন কম-বেশী হয়না। এই বিলে কোন কচুরীপানা জন্ম নেয়না। বিলের প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়ানোর মত। যাবার আগে তেমন টান অনুভব না করলেও তা দেখে ফেরার সময়ে আর এট্টু সময় থেকে আসতে ইচ্ছে করেছিল।
পূর্বধলা উপজেলার সদরের প্রাণকেন্দ্র পূর্বধলা সরকারি কলেজের পাশেই রাজধলা বিল পর্যটন পার্কের অবস্থান। মূলত রাজধলা বিলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই পর্যটন পার্ক। এ বিলের সাথে পূর্বধলা উপজেলার ইতিহাস-ঐতিহ্যের রয়েছে নিবিড় সম্পর্ক। কথিত আছে এ বিলকে কেন্দ্র করেই এ এলাকায় এক সময় রাজ পরিবারের বসবাসের গোড়াপত্তন হয়েছিল। বিশাল জলরাশি সমৃদ্ধ এই বিলকে ঘিরে আশে পাশের অনেক গুলো পরিবার জীবন জীবিকা নির্বাহ করে আসছে। এ বিলের মাছ সুস্বাদু হিসেবে কদর রয়েছে সবার কাছে। শীতকালে অতিথি পাখীরা এসে বিলের গুরুত্ব আরো বাড়িয়ে তোলে অনেকাংশে।
Purbadhola Upazila:
This upazila has a landmark about 5 acres of historic and beautiful Rajdhala. It is reported that since the then police station was formed on the east side of the beel, the police station was renamed as Purbadhala police station.
Rajdhala Beel:
The specialty of this bill is that the water remains the same throughout the year, no less. Another notable fact is that this bill does not produce any malice. The natural beauty of the bill is eye-catching. This place is an indescribable place for nature lovers.
If settled in the cycle of time, due to direct contact with the subjects for administrative reasons, a portion of Ghagra zamindars was shifted to the south before the Dala Beel, for the purpose of collecting the rent, drawing near the exploitation phase of the ruling class, and charming environment. The zamindars' willingness to protect the water and environment of the bills, known as dhala or to protect their nobility, was evident. Therefore, the use of water in the beel of the common people was prohibited. Therefore, the name of the beel was renamed Rajdhala in connection with the title of king in the marriage zamindar family's marriage title. The beel is known as Rajdhala Beel till now.
পূর্বধলা, নেত্রকোনা || Purbadhala, Netrokona 🇧🇩
Subscribe my channel

Пікірлер: 7
@MDAZHARULHAK
@MDAZHARULHAK Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@shehabuzzaman2
@shehabuzzaman2 Жыл бұрын
Thanks ❤️💙
@rajjakhh-ox1zq
@rajjakhh-ox1zq Жыл бұрын
Nice
@shehabuzzaman2
@shehabuzzaman2 Жыл бұрын
Thanks❤️💙
@mdmofajjul4005
@mdmofajjul4005 Жыл бұрын
nice
@shehabuzzaman2
@shehabuzzaman2 Жыл бұрын
Thanks💙❤️
@RNNomanvai
@RNNomanvai 2 жыл бұрын
জগৎ মনি ইস্কুল
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 7 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 7 МЛН