Пікірлер
@sbmusicdurgapur7033
@sbmusicdurgapur7033 6 сағат бұрын
❤❤❤❤
@shamolapuritv3884
@shamolapuritv3884 2 күн бұрын
পোস্ট তাং ০৩/০২/২০২৫ ইং গান নং ৯৮৩৮ মানুষ হওয়ার উপাসনার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ও মন করে সোজা, করো পিন্ডদান প্রার্থনা পূজা, হজ্ব কোরবানি নামাজ রোজা, হইতে যদি চাও মানুষ। জাগাইয়া লও বিবেক বুদ্ধি হুশ, হওরে হও মানুষ।। সাধু গুরুর সঙ্গ করো, সত্য সরল পথ ধরো।। কামেল পীরের হাত ধরো, মুছিয়া লও স্বভাব দোষ। অতীত ভুলের তওবা করে, লওরে আত্মশুদ্ধি করে।। মরার আগে যাওরে মরে।। থাকবেনা ভবের হায় আফসোস। নিয়ত নিরিখ ঠিক করে, যাওরে মন জেহাদ করে।। নফছ রিপু মন দমন করে, করিয়া লও দিলখোশ। মনের পশু কোরবানি দিয়া, যাওরে মন পবিত্র হইয়া।। হারাম ছেড়ে হালাল খাইয়া।। বাদ দাও মন সুদ ঘুষ। সৎ কর্মে মন হওরে ব্রত, মন অন্তর করে পবিত্র।। প্রভুর স্মরণে থাকো মত্ত, দাসত্ব করো হররোজ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, আল্লাহ ঈশ্বর গড হরি।। করো মন তাঁর তাঁবেদারি।। হইবা মন পবিত্র মানুষ। পোস্ট তাং ০৪/০২/২০২৫ ইং গান নং ৯৮৩৯ নাম সংকীর্তনে সাত্বিক পূজার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ওরে, রাজসিক তামসিক ছাড়ি, হওরে সাত্বিক পূজারী।। যে পূজাতে খুশি হন হরি, ও মন বেপারী, যে পূজাতে খুশি হন হরি। দেহ মন চিত্ত হলে শুদ্ধ, প্রভুর পূজায় লাগেনা নৈবেদ্য।। প্রভুর লাগেনা ভোগ খাদ্য।। দেখো মন চিন্তা করি। কলির যুগে নাই মূর্তি অর্চন, করো সদায় নাম সংকীর্তন।। খুশি হবেন প্রভু নিরাঞ্জন।। বলো সদায় হরি হরি। বলো হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলো হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ষোলো নাম বত্রিশ অক্ষরে।। যাওরে মন জঁপ তপ করি। একজন সাধু গোসাঁই ধরে, বীজমন্ত্র লও দীক্ষা করে।। মুক্তি মন্ত্র লও কর্ণকুহরে।। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী। পোস্ট তাং ০৩/০২/২০২৫ ইং গান নং ৯৮৩৭ মরণ কথা স্মরণে ইবাদতি গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ওরে মন,,,,, পাপ মুক্ত থাকতে চাইলে, মরণ কথা স্মরণ করো।। ও মন পরকালে চাইলে মুক্তি, সত্য সরল পথ ধরো।। ও মন ছাইড়া দিয়া নাফরমানী, মনের পশু দাও কোরবানি।। বাড়াও মন শক্তি ঈমানী।। পারলে মরার আগে মরো। নফছ রিপু মন করে দমন, করোরে মন সীয়াম সাধন।। বিবেককে মন করিতে চেতন।। কামেল পীরের সঙ্গ করো। হরদমেতে জিকির করে, লও দায়েমী সালাত কায়েম করে।। ধৈর্য্য সহ্য সবর শোকরে।। সংযম মন পালন করো। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, মিথ্যা ছাড়ি সত্য ধরি।। করো আল্লাহ নবীর তাঁবেদারি।। আত্মদর্শনে হজ্ব করো।
@iamindian3582
@iamindian3582 3 күн бұрын
Khup Sundar ganta tomar sur khup Sundar love you❤❤❤❤❤❤
@shamolapuritv3884
@shamolapuritv3884 5 сағат бұрын
@@iamindian3582 ধন্যবাদ
@mdtetomiah-ym7ne
@mdtetomiah-ym7ne 4 күн бұрын
🙏 জয় গুরু 🙏
@shamolapuritv3884
@shamolapuritv3884 6 күн бұрын
@shamolapuritv3884
@shamolapuritv3884 6 күн бұрын
পোস্ট তাং ৩১/০১/২০২৪ ইং গান নং ৯৮৩৩ প্রেম বিরহ জ্বালার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ধরছে আমায় এ কোন রোগে, ভুগে ভুগে হচ্ছি শেষ।। বন্ধু আমার মনটা নিয়া, হইয়া গেছে নিরুদ্দেশ।। কোন কাজে মন বসে না, ভালো লাগেনা কোনো কিছু। পাড়ার যতো জোয়ান পোলা, ঘুড়ছে শুধু আমার পিছু।। আঁড়েঠাঁড়ে বলতে চায় কিছু।। দেয় যে সেই ইঙ্গিত বিশেষ। আমি ওদের ভাব দেখিয়া, যাই যে লজ্জায় মরে যাই। ওরা এমন করছে তাইতো, বন্ধু আমার কাছে নাই।। কি করে তাদেরে বুঝাই।। বন্ধু আমায় করছে শেষ। কই যে গেছে কেনো গেছে, পাইনা যে তার খোঁজ খবর। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, ব্যথায় ভরা মন অন্তর।। সখি আইনা দে-না বন্ধুর খবর।। তিলে তিলে হচ্ছি শেষ।।পোস্ট তাং ৩০/০১/২০২৫ ইং গান নং ৯৮৩২ প্রেম কলঙ্কের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী প্রেম শিখাইয়া মনটা নিয়া, বন্ধু পালাইছে, ওরে বন্ধু পালাইছে। লোকের কাছে, লোকের কাছে, বন্ধু মোরে মন্দ বানাইছে।। পাড়া পড়শি আত্মীয় স্বজন, কয় যে কুলনাশিনী। আঁড়েঠাঁড়ে কয় যে মোরে, আমায় কলঙ্কিনী।। নয়নে মোর ঝরে পানি।। আমায় জিন্দা মাইরাছে। কি যে করি ভেবে মরি, পাইনা ভাইবা কুল। প্রেম করিয়া হইলাম আমি, ঝরা বাসি ফুল।। সব মোরে বুঝে যে ভুল।। জাত কুল মান গেছে। কেনো বন্ধু আমার সাথে, করলো এমন ছল। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, জানলে সখি বল।। জীবন যৌবন যায়রে বিফল।। চিত্তে চিতা জ্বলতাছে। পোস্ট তাং ২৯/০১/২০২৫ গান নং ৯৮৩১ প্রেমময় ভালোবাসার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী তোরে কতো ভালবাসি, কেনো তুই বুঝিস না রে,,, অকারণে ভুল বুঝিয়া, থাকিস কেনো দূরে দূরে।। আয় না কাছে বসি পাশে, বলি মনের কথা। আদর দেবো সোহাগ দেবো, কোলে রেখে মাথা।। বলবো দুজন প্রেমের কথা।। হৃদয় উজার করে। তোরে আমি ভালবেসে, ঠাঁই দিয়েছি হৃদয়ে। কতো আশা স্বপ্ন সাধ, দেখি যে তোরে নিয়ে।। প্রেম বিশ্বাস ভক্তি নিয়ে।। থাকবো জন্মজন্মান্তরে। হইসনা রে তুই পাষাণ বেঈমান, ওরে সোনার চান। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, আমি দেহ তুই প্রাণ।। স্বাক্ষী রইলো আমার এই গান।। এই না জগত সংসারে।
@MdJaLaLHawladar-u9g
@MdJaLaLHawladar-u9g 6 күн бұрын
🌹🌹🌹🌹
@MdJaLaLHawladar-u9g
@MdJaLaLHawladar-u9g 6 күн бұрын
❤❤❤❤❤
@MdJaLaLHawladar-u9g
@MdJaLaLHawladar-u9g 6 күн бұрын
❤❤❤❤❤
@ReponSarkarReponSarkar
@ReponSarkarReponSarkar 7 күн бұрын
কুষ্টিয়া জেলা কুমার খালী ❤❤❤❤❤❤
@shamolapuritv3884
@shamolapuritv3884 7 күн бұрын
প্রেমময় ভালোবাসা অবিরাম অন্তহীন সবার জন্য
@shamolapuritv3884
@shamolapuritv3884 8 күн бұрын
পোস্ট তাং ২৯/০১/২০২৫ গান নং ৯৮৩১ প্রেমময় ভালোবাসার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী তোরে কতো ভালবাসি, কেনো তুই বুঝিস না রে,,, অকারণে ভুল বুঝিয়া, থাকিস কেনো দূরে দূরে।। আয় না কাছে বসি পাশে, বলি মনের কথা। আদর দেবো সোহাগ দেবো, কোলে রেখে মাথা।। বলবো দুজন প্রেমের কথা।। হৃদয় উজার করে। তোরে আমি ভালবেসে, ঠাঁই দিয়েছি হৃদয়ে। কতো আশা স্বপ্ন সাধ, দেখি যে তোরে নিয়ে।। প্রেম বিশ্বাস ভক্তি নিয়ে।। থাকবো জন্মজন্মান্তরে। হইসনা রে তুই পাষাণ বেঈমান, ওরে সোনার চান। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, আমি দেহ তুই প্রাণ।। স্বাক্ষী রইলো আমার এই গান।। এই না জগত সংসারে।
@shamolapuritv3884
@shamolapuritv3884 8 күн бұрын
পোস্ট তাং ২৭/০১/২০২৫ ইং গান নং ৯৮২৭ প্রেম রসের দ্বৈত গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী মেয়েঃ- ওরে, তুই বলদ তোর দাদা বলদ, বলদ তোর চৌদ্দ গোষ্ঠী।। ঠিক কি না বেঠিক বললাম আমি, মিলাইয়া নে গোষ্ঠীর কুষ্টি।। ছেলেঃ- ওরে, ও ধোঁপার নাতিন, শোন বলিরে তোরে। দেখ না তুই কাছে আইয়া, সোহাগ ও আদরে।। বলদ না-কি অশ্ব ওরে, হইয়া দেখ না ইষ্টি।। মেয়েঃ- কমলা খাইতে জানেনা কাউয়ায়, নাই কি রে তোর জানা। শিয়ালের কাছে আঙ্গুর ফল টক, কথা তো মিথ্যা না।। বলদরে তুই ক্যান বুঝিস না।। তেঁতুল হয় না মিষ্টি। ছেলেঃ- তেঁতুল দেখলে লোল পড়ে দেখ, জোয়ান বুড়া সবার। কমলা খাইতে জানি আমি, জানি তো জুস বানাইবার।। ধোপার নাতিন শোন সমাচার।। দিতে চাইনা আর ফিরিস্তি। ছেলে ও মেয়ে একসঙ্গেঃ- ছেলেঃ- প্রেমে নাইরে জাতি ধর্ম, নাইরে গরীব ধনী। মেয়েঃ- দু'জন দু'জনকে ভালবেসে, নিলাম যে তাই মানি।। ছেলেও মেয়েঃ- আমরা প্রেমের শিরোমনি।। হইলাম প্রাণের ইষ্টি। পোস্ট তাং ২৫/০১/২০২৫ ইং গান নং ৯৮২৫ অনন্ত প্রেম চিরন্তন বন্ধনের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী দেখে রূপের ঝলক, পড়েনা চোখের পলক, মন অন্তরে,,,, অদ্ভুত শিহরন জাগে। অনেক,, আপন আপন লাগে,,, লাগে,,, তোমায় অনেক,, আপন আপন লাগে।। আর জনমে ছিলা তুমি, আমারও আপনজন। এই জনমে তাইতো তোমার, পেলাম আমি দরশন।। আমার এই দেহ চিত্ত মন।। তোমায় শুধু ডাকে। যে ছবি মোর হৃদয়ে আঁকা, পেলাম যে তার দেখা। সেই তুমি এই তুমি, আমার প্রাণের সখা।। এটাই ছিলো ভাগ্যে লেখা।। পাবো আবার তোমাকে। জন্ম জন্মান্তরের এইনা বন্ধন, আমরা চির সাথী। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, তুমি পরাণ পাখি।। আমার প্রেম বিশ্বাস ভক্তি।। সব দিয়েছি তোমাকে।পোস্ট তাং ২৫/০১/২০২৫ ইং গান নং ৯৮২৫ অনন্ত প্রেম চিরন্তন বন্ধনের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী দেখে রূপের ঝলক, পড়েনা চোখের পলক, মন অন্তরে,,,, অদ্ভুত শিহরন জাগে। অনেক,, আপন আপন লাগে,,, লাগে,,, তোমায় অনেক,, আপন আপন লাগে।। আর জনমে ছিলা তুমি, আমারও আপনজন। এই জনমে তাইতো তোমার, পেলাম আমি দরশন।। আমার এই দেহ চিত্ত মন।। তোমায় শুধু ডাকে। যে ছবি মোর হৃদয়ে আঁকা, পেলাম যে তার দেখা। সেই তুমি এই তুমি, আমার প্রাণের সখা।। এটাই ছিলো ভাগ্যে লেখা।। পাবো আবার তোমাকে। জন্ম জন্মান্তরের এইনা বন্ধন, আমরা চির সাথী। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, তুমি পরাণ পাখি।। আমার প্রেম বিশ্বাস ভক্তি।। সব দিয়েছি তোমাকে।
@shamolapuritv3884
@shamolapuritv3884 8 күн бұрын
পোস্ট তাং ২৯/০১/২০২৫ ইং গান নং ৯৮৩০ পঞ্চবেনা পাঞ্জেগানা তত্ত্ব গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ওরে বিবেক গুরুর সঙ্গ করে, জ্ঞানের জাকাত দাও ওরে।। হরদমেতে জিকির করে, দায়েমী সালাত কায়েম করে।। ওরে, নফছ রিপু মন করে দমন, করো আত্ম সংশোধন। ধৈর্য্য সহ্য সবর শোকরে, করোরে মন সীয়াম সাধন।। করো সত্য সরল পথে গমন।। হক বাতেলের তফাৎ করে। ওরে, সালাত হয় মুমীনের মেরাজ, মন তুমি মুমিন হইছো নি। ও মন জায়নামাজে সিজদাহ্ দিয়া, খোদার দিদার পাইছো নি।। দিছোনি মনের পশু কোরবানি।। আপন আত্মোৎসর্গ করে। ওরে, নিয়ত নিরিখ ঠিক করে, করছোনি মন হজ্জে গমন। অতীত ভুলের তওবা করে, অজু তুমি করছোনি মন।। নফছ শয়তান করছোনি দমন।। লা-হাওলা বলে ঢিল মেরে। ওরে, ইমাম ঠিক করছোনি মন, করতে আহলে বায়াতের অনুসরণ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, বিফল যায়রে মানব জনম।। করছোনি মন আত্মসমর্পণ।। কামেল পীরের হাত ধরে। পোস্ট তাং ২৭/০১/২০২৫ ইং গান নং ৯৮২৮ "আত্মতত্ত্ব নিগূঢ় সত্য গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী অন্তরে অন্তরে, থাকেন প্রভু আসন করে, জানোরে মন গুরু ধরে, কি খেলা খেলায়। সৃষ্টি সৃজন লয় প্রলয়, সবি তাঁর ইচ্ছাতে হয়।। জন্ম মরণ সবি করেন, আপন প্রেম লীলায়। ঐ নাভী মুলে বারাম খানা, নায় না খায়না আর ঘুমায় না।। করে যে প্রেম লেনাদেনা, আপন মহিমায়। চুরাশি ক্রোশ অজুদ ভান্ডে, খুঁজিয়া পায়না যে অন্ধে।। সারাজীবন দ্বিধা দ্বন্দ্বে, ঘুড়িয়া বেড়ায়। ঐ একুশ হাজার ছয়শো বারে, যায় আসে সে দমের ঘরে।। যে রইয়াছে চেতন ঘরে, সেইতো দেখতে পায়। মোরাকাবা মুসাহেদায় লিল্লাহ্, ফানা ফিল্লাহ্ বাকাবিল্লাহ্।। জাত সেফাতে গেলে মিল্লা, সে বেদ জানতে পায়। ঐ দেহ ভুবন চৌদ্দ তালা, আঠারো মোকামের খেলা।। আট কুঠুরি নয় দরজা খোলা, থাকে যে সদায়। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, প্রেম বিশ্বাস ভক্তি ধরি।। কে করে কার তাঁবেদারি, প্রেমময় দুনিয়ায়। ঐ পোস্ট তাং ২৮/০১/২০২৫ ইং গান নং ৯৮২৯ আবে হায়াত তত্ত্ব গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ওরে,,,,,, খাইতে চাইলে আবে হায়াত, হইও পীরের কাছে বায়াত, দিয়া ওরে জ্ঞানের জাকাত, করিও মন আত্মসমর্পণ। নফছ রিপু মন করিও দমন, ওরে ভোলামন, নফছ রিপু মন করিও দমন।। দেহের তেরো নদী সপ্ত সাগর, জাইনা লইও তাহার খবর। ওরে সপ্তপাতাল দেহের ভিতর, করিও তার অন্বেষণ। পীরের তোমায় দিলে বলে, সেই মতের পথে যাইও চলে। তওবা কইরো অতীত ভুলে, করতে আত্ম সংশোধন। নিয়ত নিরিখ ঠিক করে, মুর্শিদ বর্জক নিরিখ করে। থাইকোরে মন ধ্যানের ঘরে, বিবেককে করিয়া চেতন। হুশদর দমে করিও জিকির, সেজদাতে মন নোয়াইও শির। ফানাফিল্লায় থাইকো অধীর, বাকা বিল্লায় করিতে গমন। দিয়া ছয় লতিফায় দমের টানা, এস্কেতে মন হইও ফানা। প্রেম বিশ্বাস ভক্তি বিনা, হইবেনা আত্মারও মিলন। দম কদম এলেম হেলেমে, আর আক্কেল অহম কহমে। যাইতে সপ্ত আসমান ভ্রমণে, করিও মন মেরাজে গমন। খাইলে আবে হায়াত নামের সুধা, মিটবে যে মন ভবের ক্ষুধা। দেখতে পাবে আল্লাহ খোদা, খুললে পরে জ্ঞান নয়ন। স্বপন শাহ্ শ্যামলাপুরী কয়রে, ধৈর্য্য সহ্য সবর শোকরে।। লইও মন সিয়াম সাধন করে, আবে হায়াত করিতে ভক্ষণ।
@GhoshDayal
@GhoshDayal 10 күн бұрын
অতি সুন্দর গলা অভাস করে এগিয়ে চলুন ভগবান আপনার মঙ্গল করুন আপনি এইভাবে
@shamolapuritv3884
@shamolapuritv3884 11 күн бұрын
পোস্ট তাং ২৫/০১/২০২৫ ইং গান নং ৯৮২৪ কামতত্ত্ব নিগূঢ় সত্য গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী কাম দরিয়া সাঁতার দিয়া, নাকানি চুবানি খাইয়েছো, দেহের যতো মণি কাঞ্চন, কাম দরিয়ায় হারাইছো,,,। ধরা খাইছো,, ধরা খাইছোরে,,, তুমি জন্মের ধরা খাইছো।। নিজের রুজির মহাজনের পুঁজির, হিসেব দিবা কিসে। সারাজীবন মেতে আছো যে, শুধুই রঙ্গ রসে।। পইড়া কাম কামিনীর বশে।। কামের খেলা খেলছো। ঝিনুক থেকে মুক্তা তুলতে, করছো শুধু ভুল। তাই তো তোমায় দিতে হবে, সেই ভুলের মাশুল।। এখন সবার চক্ষেরও শূল।। তুমি ভবে হইছো। অথৈ জলে খুঁজে পাওনি, তুমি মুক্তা মণি। হারাইছো শুধু মণি কাঞ্চন, হইছো তুমি খুনি।। তুমি হইছো মহাঋণী।। সেই হিসাব কি করেছো। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, শেষ বিচারের দিন। কি দিয়া শোধরাইবা তুমি, মহাজনের সেই ঋণ।। থাইকা কামকামিনীর অধীন।। উলুবনে মুক্তা যে ছড়াইছো। পোস্ট তাং ২৫/০১/২০২৫ ইং গান নং ৯৮২৩ হক ভান্ডারীর প্রার্থনা গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী আমায় তুমি দাস করিয়া, রাইখো গো হক ভান্ডারী।। আমি চাই না দুনিয়ার জমিদারী, হক ভান্ডারী, আমি চাইনা দুনিয়ায় জমিদারী।। তুমি তো পারের কান্ডার, তুমি দয়াল দয়ার ভান্ডার।। আমি তোমার দয়ারও ভিখারি, হক ভান্ডারী, আমি চাইনা দুনিয়ায় জমিদারী,,,,।। আসবে যেদিন ঘোর নিদান, কঠিনও হাশরও মিজান।। আমায় তুমি নিও উদ্ধার করি, হক ভান্ডারী। আমি চাইনা দুনিয়ায় জমিদারী,,,,,।। তুমি দয়াল আমি কাঙাল, আমার প্রতি রাইখো খেয়াল।। নিজগুণে একটু কৃপা করি, হক ভান্ডারী। আমি চাইনা দুনিয়ায় জমিদারী,,,,,।। দিয়া প্রেম ভক্তি বিশ্বাস, আমি হইছি তোমার দাসানুদাস।। কয় ভাবিয়া স্বপন শাহ্ শ্যামলাপুরী, হক ভান্ডারী। আমি চাই না দুনিয়ার জমিদারী,,,,,।।
@shamolapuritv3884
@shamolapuritv3884 11 күн бұрын
পোস্ট তাং ২৬/০১/২০২৫ ইং গান নং ৯৮২৬ মারফত তত্ত্ব বিষয় সত্য গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ওরে, আত্মতত্ত্ব বেদ রহস্য, ও ভোলামন জানবা যদি।। সময় থাকতে করো গিয়ে, কামেল পীরের পায়রবি।। আদি তত্ত্ব বেদ বেদান্ত, আছে কামেল পীরের কাছে। কামেল পীরের হওরে বায়াত, প্রেম ভক্তি আর বিশ্বাসে।। পরিণত হও দাস-অনুদাসে।। মুক্তি পাইতে চাও যদি। পাইলে কামেল পীরের পরশ, তুমি সরস হইয়া যাইবা। থাকবেনা আর দেহের কুরস, ত্রিতাপ জ্বালা ভুলে থাকবা।। তুমি শুদ্ধ মানুষ হইবা।। নিয়ত নিরিখ ঠিক রাখি। কামেল পীর হয় জাতে খোদা, হয় যে নায়েবে রাসুল। পীরের বাক্য শিরোধার্য, বুইঝো নাকো কভু ভুল।। দূর করিয়া মনের বাতুল।। তাওয়াককুল করো নিরবদী। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, নিয়ত নিরিখ ঠিক করো। হাজির নাজির দেইখা জাইনা, কালেমা শাহাদাত পড়ো।। অতীত ভুলের তওবা করো।। খুলে যাবে জ্ঞান আঁখি। পোস্ট তাং ২৫/০১/২০২৫ ইং গান নং ৯৮২৪ কামতত্ত্ব নিগূঢ় সত্য গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী কাম দরিয়া সাঁতার দিয়া, নাকানি চুবানি খাইয়েছো, দেহের যতো মণি কাঞ্চন, কাম দরিয়ায় হারাইছো,,,। ধরা খাইছো,, ধরা খাইছোরে,,, তুমি জন্মের ধরা খাইছো।। নিজের রুজির মহাজনের পুঁজির, হিসেব দিবা কিসে। সারাজীবন মেতে আছো যে, শুধুই রঙ্গ রসে।। পইড়া কাম কামিনীর বশে।। কামের খেলা খেলছো। ঝিনুক থেকে মুক্তা তুলতে, করছো শুধু ভুল। তাই তো তোমায় দিতে হবে, সেই ভুলের মাশুল।। এখন সবার চক্ষেরও শূল।। তুমি ভবে হইছো। অথৈ জলে খুঁজে পাওনি, তুমি মুক্তা মণি। হারাইছো শুধু মণি কাঞ্চন, হইছো তুমি খুনি।। তুমি হইছো মহাঋণী।। সেই হিসাব কি করেছো। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, শেষ বিচারের দিন। কি দিয়া শোধরাইবা তুমি, মহাজনের সেই ঋণ।। থাইকা কামকামিনীর অধীন।। উলুবনে মুক্তা যে ছড়াইছো। পোস্ট তাং ২৫/০১/২০২৫ ইং গান নং ৯৮২৩ হক ভান্ডারীর প্রার্থনা গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী আমায় তুমি দাস করিয়া, রাইখো গো হক ভান্ডারী।। আমি চাই না দুনিয়ার জমিদারী, হক ভান্ডারী, আমি চাইনা দুনিয়ায় জমিদারী।। তুমি তো পারের কান্ডার, তুমি দয়াল দয়ার ভান্ডার।। আমি তোমার দয়ারও ভিখারি, হক ভান্ডারী, আমি চাইনা দুনিয়ায় জমিদারী,,,,।। আসবে যেদিন ঘোর নিদান, কঠিনও হাশরও মিজান।। আমায় তুমি নিও উদ্ধার করি, হক ভান্ডারী। আমি চাইনা দুনিয়ায় জমিদারী,,,,,।। তুমি দয়াল আমি কাঙাল, আমার প্রতি রাইখো খেয়াল।। নিজগুণে একটু কৃপা করি, হক ভান্ডারী। আমি চাইনা দুনিয়ায় জমিদারী,,,,,।। দিয়া প্রেম ভক্তি বিশ্বাস, আমি হইছি তোমার দাসানুদাস।। কয় ভাবিয়া স্বপন শাহ্ শ্যামলাপুরী, হক ভান্ডারী। আমি চাই না দুনিয়ার জমিদারী,,,,,।।পোস্ট তাং ২৫/০১/২০২৫ ইং গান নং ৯৮২৫ অনন্ত প্রেম চিরন্তন বন্ধনের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী দেখে রূপের ঝলক, পড়েনা চোখের পলক, মন অন্তরে,,,, অদ্ভুত শিহরন জাগে। অনেক,, আপন আপন লাগে,,, লাগে,,, তোমায় অনেক,, আপন আপন লাগে।। আর জনমে ছিলা তুমি, আমারও আপনজন। এই জনমে তাইতো তোমার, পেলাম আমি দরশন।। আমার এই দেহ চিত্ত মন।। তোমায় শুধু ডাকে। যে ছবি মোর হৃদয়ে আঁকা, পেলাম যে তার দেখা। সেই তুমি এই তুমি, আমার প্রাণের সখা।। এটাই ছিলো ভাগ্যে লেখা।। পাবো আবার তোমাকে। জন্ম জন্মান্তরের এইনা বন্ধন, আমরা চির সাথী। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, তুমি পরাণ পাখি।। আমার প্রেম বিশ্বাস ভক্তি।। সব দিয়েছি তোমাকে।
@shamolapuritv3884
@shamolapuritv3884 11 күн бұрын
পোস্ট তাং ২৫/০১/২০২৫ ইং গান নং ৯৮২৫ অনন্ত প্রেম চিরন্তন বন্ধনের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী দেখে রূপের ঝলক, পড়েনা চোখের পলক, মন অন্তরে,,,, অদ্ভুত শিহরন জাগে। অনেক,, আপন আপন লাগে,,, লাগে,,, তোমায় অনেক,, আপন আপন লাগে।। আর জনমে ছিলা তুমি, আমারও আপনজন। এই জনমে তাইতো তোমার, পেলাম আমি দরশন।। আমার এই দেহ চিত্ত মন।। তোমায় শুধু ডাকে। যে ছবি মোর হৃদয়ে আঁকা, পেলাম যে তার দেখা। সেই তুমি এই তুমি, আমার প্রাণের সখা।। এটাই ছিলো ভাগ্যে লেখা।। পাবো আবার তোমাকে। জন্ম জন্মান্তরের এইনা বন্ধন, আমরা চির সাথী। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, তুমি পরাণ পাখি।। আমার প্রেম বিশ্বাস ভক্তি।। সব দিয়েছি তোমাকে।
@shamolapuritv3884
@shamolapuritv3884 15 күн бұрын
পোস্ট তাং ১৪/০১/২০২৫ ইং গান নং ৯৮০১ শেষ বিদায়ের সম্ভাষণের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। একদিন নিভে যাবে জীবন প্রদীপ, উড়ে যাবে প্রাণ পাখি।। বন্ধ হবে দমেরও ঘড়ি, আমার বন্ধ হবে যে দুই আঁখি।। আমি আর আমার থাকবো না, থাকবে না আমার আমিত্ব। আত্মা ছাড়া দেহটাকে লাশ বলিবে, মিথ্যা নয় কথা সত্য।। বলবে সবাই হইছে মৃত।। কেউ হবে না সঙ্গের সাথী। ভাই বেরাদার স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন প্রিয়জন যারা। আমার লাশের কবর দিতে, তারা করবে যে তাড়াহুরা।। বলবে লাশের গোসল করা তোরা।। দেরি করা যাবেনা লাশ রাখি। আমার শেষ বিদায়ের সম্ভাষণে, সবাই লাশের জানাজা যে দিবে। সাদা কাফন পড়াইয়া লাশেরে, চার বেহারায় খাট কাঁধে নিবো।। মাটির কবরে লাশ রাখিবে।। সবাই দিবে মুষ্টি মুষ্টি মাটি। সাঙ্গ হবে ভবের রঙ্গ, জীবন নাটকের হবে শেষ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, সবার কাছে হইবো নিরুদ্দেশ। চলে যাবো আমি আপন দেশ।। আমলনামা হবে সঙ্গের সাথী। পোস্ট তাং ১৩/০১/২০২৪ ইং গান নং ৯৮০০ সৃষ্টি স্রস্টার নিগূঢ় তত্ত্ব গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ওরে, যে হাতের কাছে ঘুড়ে ফিরে, তাঁরে পাওয়া যাবে কি তীর্থে ঘুড়ে, ওরে ভোলামন।। বিবেককে লও করিয়া চেতন, ওরে লোভী মন, বিবেককে লও করিয়া চেতন।। ওরে তিনি সর্ব জীবে বিরাজিত, আমি শাস্ত্র মতে শুনি। কালব্উল মুমিন আরশে আল্লাহ, পবিত্র কোরআনের বাণীরে পবিত্র কোরআনের বাণী।। শাহ্ রগের নিকটে রয় যে তিনি, ওরে ভোলা মন। অনিত্য এই দেহ ভান্ডে, তিনি আছেন নিত্য রূপে। আকার সাকার রয় নিরাকার, এই বিশ্ব জগতেরে এই বিশ্ব জগতে।। দেখতে যদি চাও মন তাঁকে, বিবেককে করো চেতন। পীর মুর্শিদ গুরু গোসাঁই, আর সাধু মহতের সঙ্গ করো। ভবের মোহ মায়ারে মন, তুমি এক নিমিষেই ছাড়োরে এক নিমিষেই ছাড়ো।। নফছ রিপু মন দমন করো, করো আত্ম সংশোধন। স্বরূপে রূপ করলেন গঠন, আদম রূপে তাঁর হয় প্রকাশ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, জাগাও প্রেম ভক্তি বিশ্বাসরে জাগাও প্রেম ভক্তি বিশ্বাস।। হইয়া তাঁহার দাসানুদাস, করো আত্মসমর্পণ। পোস্ট তাং ১১/০১/২০২৫ ইং গান নং ৯৭৯৮ ক্ষমা প্রার্থনার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী মায়াময় এই অসার সংসারে, কান্না হইলো সার।। পুণ্যের কর্ম নাই যে আমার, বাড়লো পাপের ভার।। সরল পথ হারাইয়া আমি, হইলাম যে পথ ভ্রষ্ট। সুখের আশায় সারাজীবন, আমি পাইলাম দুঃখ কষ্ট।। এটাই আমার হয় অদৃষ্ট।। জীবন হয় অসার। নিজের রুজি মহাজনের পুঁজি, আমি সব করলাম লোকসান। কখন যেনো যমে এসে, কেড়ে নেয় মোর প্রাণ।। বিধির এই অমোঘ বিধান।। শক্তি নাই যে খণ্ডাবার আমার আমার কইরা আমি, যাদের আপন যে ভাবলাম। তারাই এখন যখন তখন, করে যে আমারও বদনাম।। আসবে যেদিন হাশর মিজান।। কি উপায় হবে যে আমার। করজোড়ে সবার কাছে আমি, চেয়ে নিচ্ছি ওরে ক্ষমা। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, প্রভু দিও মোরে পানাহ্।। আমার ভুলত্রুতি পাপ ও গুনাহ্।। প্রভু হইও না কাহ্হার।
@shamolapuritv3884
@shamolapuritv3884 15 күн бұрын
জয় গুরু প্রভু সহায় হউক মনুষ্যত্ব মানবতার জয় হউক
@shamolapuritv3884
@shamolapuritv3884 15 күн бұрын
পোস্ট তাং ২১/০১/২০২৫ ইং গান নং ৯৮১১ পরম প্রেমের চরম কথার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী আমি ছিলাম আছি, থাকবো যে তোর, জনম জনম তোরই রবো।। মাঝখানে কেউ বাঁধা দিলে, রক্তের গঙ্গা বইয়ে দিবো।। এই দেহ মন জীবন যৌবন, আমি সবি তোরে দিয়েছি। আমার সকল কিছু তোরে দিয়া, আমি তো নিঃস্ব হয়েছি।। তোরে আমি ভালবেসেছি।। এই কথা বার বার বলবো। আমি দেহ প্রাণ যে তুই, দুই দেহে এক প্রাণ। তোর আর আমার ভালবাসা, স্বর্গের সেরা দান।। স্বাক্ষী রইলো আমার এই গান।। ইতিহাসের পাতায় রইবো। যুগযুগান্তর জন্মজন্মান্তর, তোর আর আমার প্রেমের বন্ধন। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, এটাই বুঝি বিধির লিখন।। বিধির বিধান না যায় খন্ডন।। প্রেমময় এই জীবন গড়বো। পোস্ট তাং ২০/০১/২০২৫ ইং গান নং ৯৮১১ হৃদয় ভাঙ্গা বিচ্ছেদ যন্ত্রণার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী প্রেম শিখাইলি মনটা নিলি, ক্যান আবার গেলি ছেড়ে।। তোর বিরহের জ্বালায় আমি, অঙ্গার হই পুড়ে পুড়ে।। চিত্তে জ্বলে চিতার দহন, অন্তর পুড়ে হয় যে ছাই। দিবা-নিশি কাঁদছি বসি, নয়ন জলে বুক ভাসাই।। কি যে করি কেমনে বুঝাই।। কি যে ব্যথা অন্তরে। হায়রে আমার পোড়া কপাল, এই কি প্রেমের রীতি। সুখের আশায় প্রেম করিয়া, হইলো এমন দুর্গতি।। কেনো করলি এমন ক্ষতি।। মন ও পরাণ নিয়া কেড়ে। কুল গেলো কলঙ্ক হইলো, হইলাম যে কুলনাশিনী।। স্বপন শাহ্ শ্যামলাপুরীরে, লোকে কয় কলঙ্কিনী।। কি যে এখন করি আমি।। সবাই মন্দ বলেরে। পোস্ট তাং ২০/০১/২০২৫ ইং গান নং ৯৮১০ অন্তরজ্বলা বিচ্ছেদ যন্ত্রণার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ও তুই,,,,, ভাইঙ্গা আমার মন অন্তর, কার সাথে করিস সুখ বাসর, কাটাস যে মধুর রজনী।। বুকের জ্বালা বুকে লইয়া, নীরবে যে কান্দি আমি।। আমার চিত্তে জ্বলে দহন চিতা, অঙ্গার হয় যে মন। জ্বইলা পুইড়া ছাড়খার হচ্ছে, আমারও জীবন যৌবন।। কেনো রে তুই করলি এমন।। আজো আমি বুঝিনি। কি বা দোষ ছিলো আমার, কেনো আমায় গেলি ছেড়ে। কেনো আমায় ভুল বুঝিলি, কার কথা শুনে ওরে।। ভাসি আমি নয়ন নিরে।। লোকে করে কানাকানি। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, ওরে ও পাষাণ বেঈমান। তোর সনে পিরিতি কইরা, গেলো জাতি কুল ও মান।। স্বাক্ষী রইলো আমার এই গান।। করলি আমায় কলঙ্কিনী।
@shamolapuritv3884
@shamolapuritv3884 21 күн бұрын
পোস্ট তাং ১৬/০১/২০২৫ ইং গান নং ৯৮০৩ প্রেমময় প্রেম তত্ত্ব গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। ওরে,, প্রেম হয়রে পঞ্চ প্রকার, প্রেম পঞ্চ রসে ভরা।। কার সাথে কোন প্রেম করবা রে মন,,, জাইনা নেও আগে তোমরা।। সখ্য দাস্য শান্ত বাৎসল্য, প্রেম যে মধুর হয়। এই প্রেমের সাথেই সম্পর্কের ভাব, আদান প্রদান হয়।। কেউ আবার সুক্ষ্ম প্রেমিক হয়।। রয় পঞ্চ প্রেমে ভরা। জীবের সাথে পরমের প্রেম, পরমের সাথে জীবের। গুরুর সাথে শিষ্যেরও প্রেম, মুরিদের সাথে পীরের।। সন্তানের সাথে বাবা মায়ের।। জনম জনম ভরা। জাইনা বুইঝা করোরে প্রেম, প্রেম হয় যে চিরন্তন। প্রেমের টানে মৃত্যুও পায়, দেখো নতুন জীবন।। আবার প্রেমের তরে হয় যে মরণ।। এই তো প্রেমের ধারা। প্রেমের তরে সাঁই নিরাঞ্জন, গড়েছেন এই বিশ্ব ভুবন। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, প্রেমেই স্রস্টা রয় গোপন।। প্রেমময় এই বিশ্ব ভুবন।। প্রেমেই হয় বাঁচা মরা। পোস্ট তাং ১৫/০১;২০২৫ ইং গান নং ৯৮০২ প্রভুর নিকট দয়া প্রার্থনায় গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। দয়া কইরো দয়াল আল্লাহ, কাহ্হার না হইও।। আমি অধম পাপী বান্দা, তড়াইয়া লইও।। ডাকি তোমায় বিনয় করে, ডাকি করজোড়ে। কইরোনা আমারও বিচার, মিজানও হাশরে।। দিও আমায় ক্ষমা করে।। একটু দয়া করিও। তোমার নামের গুণের সীমা, জানি যে অসীম। তোমার দয়ার ভান্ডারেতে, আমি দিন হীন।। হইওনা গো তুমি কঠিন।। আমায় ক্ষমা করিও। তুমি দয়াল আমি কাঙাল, করছি কতো গুনাহ। তাইতো দয়াল তোমার কাছেই, চাই যে আমি পানাহ।। পুলসিরাতের পারের খেয়া।। পার কইরা নিও। তোমার দোস্ত প্রিয় মুহাম্মদের, উছিলা করিয়া। স্বপন শাহ্ শ্যামলাপুরীরে, নিও গো তড়াইয়া।। নিও না গো মুখ ফিরাইয়া।। একটু সদয় হইও। পোস্ট তাং ১৪/০১/২০২৫ ইং গান নং ৯৮০১ শেষ বিদায়ের সম্ভাষণের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। একদিন নিভে যাবে জীবন প্রদীপ, উড়ে যাবে প্রাণ পাখি।। বন্ধ হবে দমেরও ঘড়ি, আমার বন্ধ হবে যে দুই আঁখি।। আমি আর আমার থাকবো না, থাকবে না আমার আমিত্ব। আত্মা ছাড়া দেহটাকে লাশ বলিবে, মিথ্যা নয় কথা সত্য।। বলবে সবাই হইছে মৃত।। কেউ হবে না সঙ্গের সাথী। ভাই বেরাদার স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন প্রিয়জন যারা। আমার লাশের কবর দিতে, তারা করবে যে তাড়াহুরা।। বলবে লাশের গোসল করা তোরা।। দেরি করা যাবেনা লাশ রাখি। আমার শেষ বিদায়ের সম্ভাষণে, সবাই লাশের জানাজা যে দিবে। সাদা কাফন পড়াইয়া লাশেরে, চার বেহারায় খাট কাঁধে নিবো।। মাটির কবরে লাশ রাখিবে।। সবাই দিবে মুষ্টি মুষ্টি মাটি। সাঙ্গ হবে ভবের রঙ্গ, জীবন নাটকের হবে শেষ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, সবার কাছে হইবো নিরুদ্দেশ। চলে যাবো আমি আপন দেশ।। আমলনামা হবে সঙ্গের সাথী। ❤
@shamolapuritv3884
@shamolapuritv3884 21 күн бұрын
পোস্ট তাং ১৬/০১/২০২৫ ইং গান নং ৯৮০৩ প্রেমময় প্রেম তত্ত্ব গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। ওরে,, প্রেম হয়রে পঞ্চ প্রকার, প্রেম পঞ্চ রসে ভরা।। কার সাথে কোন প্রেম করবা রে মন,,, জাইনা নেও আগে তোমরা।। সখ্য দাস্য শান্ত বাৎসল্য, প্রেম যে মধুর হয়। এই প্রেমের সাথেই সম্পর্কের ভাব, আদান প্রদান হয়।। কেউ আবার সুক্ষ্ম প্রেমিক হয়।। রয় পঞ্চ প্রেমে ভরা। জীবের সাথে পরমের প্রেম, পরমের সাথে জীবের। গুরুর সাথে শিষ্যেরও প্রেম, মুরিদের সাথে পীরের।। সন্তানের সাথে বাবা মায়ের।। জনম জনম ভরা। জাইনা বুইঝা করোরে প্রেম, প্রেম হয় যে চিরন্তন। প্রেমের টানে মৃত্যুও পায়, দেখো নতুন জীবন।। আবার প্রেমের তরে হয় যে মরণ।। এই তো প্রেমের ধারা। প্রেমের তরে সাঁই নিরাঞ্জন, গড়েছেন এই বিশ্ব ভুবন। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, প্রেমেই স্রস্টা রয় গোপন।। প্রেমময় এই বিশ্ব ভুবন।। প্রেমেই হয় বাঁচা মরা। পোস্ট তাং ১৫/০১;২০২৫ ইং গান নং ৯৮০২ প্রভুর নিকট দয়া প্রার্থনায় গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। দয়া কইরো দয়াল আল্লাহ, কাহ্হার না হইও।। আমি অধম পাপী বান্দা, তড়াইয়া লইও।। ডাকি তোমায় বিনয় করে, ডাকি করজোড়ে। কইরোনা আমারও বিচার, মিজানও হাশরে।। দিও আমায় ক্ষমা করে।। একটু দয়া করিও। তোমার নামের গুণের সীমা, জানি যে অসীম। তোমার দয়ার ভান্ডারেতে, আমি দিন হীন।। হইওনা গো তুমি কঠিন।। আমায় ক্ষমা করিও। তুমি দয়াল আমি কাঙাল, করছি কতো গুনাহ। তাইতো দয়াল তোমার কাছেই, চাই যে আমি পানাহ।। পুলসিরাতের পারের খেয়া।। পার কইরা নিও। তোমার দোস্ত প্রিয় মুহাম্মদের, উছিলা করিয়া। স্বপন শাহ্ শ্যামলাপুরীরে, নিও গো তড়াইয়া।। নিও না গো মুখ ফিরাইয়া।। একটু সদয় হইও। পোস্ট তাং ১৪/০১/২০২৫ ইং গান নং ৯৮০১ শেষ বিদায়ের সম্ভাষণের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। একদিন নিভে যাবে জীবন প্রদীপ, উড়ে যাবে প্রাণ পাখি।। বন্ধ হবে দমেরও ঘড়ি, আমার বন্ধ হবে যে দুই আঁখি।। আমি আর আমার থাকবো না, থাকবে না আমার আমিত্ব। আত্মা ছাড়া দেহটাকে লাশ বলিবে, মিথ্যা নয় কথা সত্য।। বলবে সবাই হইছে মৃত।। কেউ হবে না সঙ্গের সাথী। ভাই বেরাদার স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন প্রিয়জন যারা। আমার লাশের কবর দিতে, তারা করবে যে তাড়াহুরা।। বলবে লাশের গোসল করা তোরা।। দেরি করা যাবেনা লাশ রাখি। আমার শেষ বিদায়ের সম্ভাষণে, সবাই লাশের জানাজা যে দিবে। সাদা কাফন পড়াইয়া লাশেরে, চার বেহারায় খাট কাঁধে নিবো।। মাটির কবরে লাশ রাখিবে।। সবাই দিবে মুষ্টি মুষ্টি মাটি। সাঙ্গ হবে ভবের রঙ্গ, জীবন নাটকের হবে শেষ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, সবার কাছে হইবো নিরুদ্দেশ। চলে যাবো আমি আপন দেশ।। আমলনামা হবে সঙ্গের সাথী।
@shamolapuritv3884
@shamolapuritv3884 21 күн бұрын
❤❤❤
@shamolapuritv3884
@shamolapuritv3884 21 күн бұрын
# লোকগীতি
@shamolapuritv3884
@shamolapuritv3884 21 күн бұрын
পোস্ট তাং ১৬/০১/২০২৫ ইং গান নং ৯৮০৩ প্রেমময় প্রেম তত্ত্ব গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। ওরে,, প্রেম হয়রে পঞ্চ প্রকার, প্রেম পঞ্চ রসে ভরা।। কার সাথে কোন প্রেম করবা রে মন,,, জাইনা নেও আগে তোমরা।। সখ্য দাস্য শান্ত বাৎসল্য, প্রেম যে মধুর হয়। এই প্রেমের সাথেই সম্পর্কের ভাব, আদান প্রদান হয়।। কেউ আবার সুক্ষ্ম প্রেমিক হয়।। রয় পঞ্চ প্রেমে ভরা। জীবের সাথে পরমের প্রেম, পরমের সাথে জীবের। গুরুর সাথে শিষ্যেরও প্রেম, মুরিদের সাথে পীরের।। সন্তানের সাথে বাবা মায়ের।। জনম জনম ভরা। জাইনা বুইঝা করোরে প্রেম, প্রেম হয় যে চিরন্তন। প্রেমের টানে মৃত্যুও পায়, দেখো নতুন জীবন।। আবার প্রেমের তরে হয় যে মরণ।। এই তো প্রেমের ধারা। প্রেমের তরে সাঁই নিরাঞ্জন, গড়েছেন এই বিশ্ব ভুবন। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, প্রেমেই স্রস্টা রয় গোপন।। প্রেমময় এই বিশ্ব ভুবন।। প্রেমেই হয় বাঁচা মরা। পোস্ট তাং ১৫/০১;২০২৫ ইং গান নং ৯৮০২ প্রভুর নিকট দয়া প্রার্থনায় গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। দয়া কইরো দয়াল আল্লাহ, কাহ্হার না হইও।। আমি অধম পাপী বান্দা, তড়াইয়া লইও।। ডাকি তোমায় বিনয় করে, ডাকি করজোড়ে। কইরোনা আমারও বিচার, মিজানও হাশরে।। দিও আমায় ক্ষমা করে।। একটু দয়া করিও। তোমার নামের গুণের সীমা, জানি যে অসীম। তোমার দয়ার ভান্ডারেতে, আমি দিন হীন।। হইওনা গো তুমি কঠিন।। আমায় ক্ষমা করিও। তুমি দয়াল আমি কাঙাল, করছি কতো গুনাহ। তাইতো দয়াল তোমার কাছেই, চাই যে আমি পানাহ।। পুলসিরাতের পারের খেয়া।। পার কইরা নিও। তোমার দোস্ত প্রিয় মুহাম্মদের, উছিলা করিয়া। স্বপন শাহ্ শ্যামলাপুরীরে, নিও গো তড়াইয়া।। নিও না গো মুখ ফিরাইয়া।। একটু সদয় হইও। পোস্ট তাং ১৪/০১/২০২৫ ইং গান নং ৯৮০১ শেষ বিদায়ের সম্ভাষণের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। একদিন নিভে যাবে জীবন প্রদীপ, উড়ে যাবে প্রাণ পাখি।। বন্ধ হবে দমেরও ঘড়ি, আমার বন্ধ হবে যে দুই আঁখি।। আমি আর আমার থাকবো না, থাকবে না আমার আমিত্ব। আত্মা ছাড়া দেহটাকে লাশ বলিবে, মিথ্যা নয় কথা সত্য।। বলবে সবাই হইছে মৃত।। কেউ হবে না সঙ্গের সাথী। ভাই বেরাদার স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন প্রিয়জন যারা। আমার লাশের কবর দিতে, তারা করবে যে তাড়াহুরা।। বলবে লাশের গোসল করা তোরা।। দেরি করা যাবেনা লাশ রাখি। আমার শেষ বিদায়ের সম্ভাষণে, সবাই লাশের জানাজা যে দিবে। সাদা কাফন পড়াইয়া লাশেরে, চার বেহারায় খাট কাঁধে নিবো।। মাটির কবরে লাশ রাখিবে।। সবাই দিবে মুষ্টি মুষ্টি মাটি। সাঙ্গ হবে ভবের রঙ্গ, জীবন নাটকের হবে শেষ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, সবার কাছে হইবো নিরুদ্দেশ। চলে যাবো আমি আপন দেশ।। আমলনামা হবে সঙ্গের সাথী।
@shamolapuritv3884
@shamolapuritv3884 22 күн бұрын
পোস্ট তাং ১৪/০১/২০২৫ ইং গান নং ৯৮০১ শেষ বিদায়ের সম্ভাষণের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। একদিন নিভে যাবে জীবন প্রদীপ, উড়ে যাবে প্রাণ পাখি।। বন্ধ হবে দমেরও ঘড়ি, আমার বন্ধ হবে যে দুই আঁখি।। আমি আর আমার থাকবো না, থাকবে না আমার আমিত্ব। আত্মা ছাড়া দেহটাকে লাশ বলিবে, মিথ্যা নয় কথা সত্য।। বলবে সবাই হইছে মৃত।। কেউ হবে না সঙ্গের সাথী। ভাই বেরাদার স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন প্রিয়জন যারা। আমার লাশের কবর দিতে, তারা করবে যে তাড়াহুরা।। বলবে লাশের গোসল করা তোরা।। দেরি করা যাবেনা লাশ রাখি। আমার শেষ বিদায়ের সম্ভাষণে, সবাই লাশের জানাজা যে দিবে। সাদা কাফন পড়াইয়া লাশেরে, চার বেহারায় খাট কাঁধে নিবো।। মাটির কবরে লাশ রাখিবে।। সবাই দিবে মুষ্টি মুষ্টি মাটি। সাঙ্গ হবে ভবের রঙ্গ, জীবন নাটকের হবে শেষ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, সবার কাছে হইবো নিরুদ্দেশ। চলে যাবো আমি আপন দেশ।। আমলনামা হবে সঙ্গের সাথী। পোস্ট তাং ১৩/০১/২০২৪ ইং গান নং ৯৮০০ সৃষ্টি স্রস্টার নিগূঢ় তত্ত্ব গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ওরে, যে হাতের কাছে ঘুড়ে ফিরে, তাঁরে পাওয়া যাবে কি তীর্থে ঘুড়ে, ওরে ভোলামন।। বিবেককে লও করিয়া চেতন, ওরে লোভী মন, বিবেককে লও করিয়া চেতন।। ওরে তিনি সর্ব জীবে বিরাজিত, আমি শাস্ত্র মতে শুনি। কালব্উল মুমিন আরশে আল্লাহ, পবিত্র কোরআনের বাণীরে পবিত্র কোরআনের বাণী।। শাহ্ রগের নিকটে রয় যে তিনি, ওরে ভোলা মন। অনিত্য এই দেহ ভান্ডে, তিনি আছেন নিত্য রূপে। আকার সাকার রয় নিরাকার, এই বিশ্ব জগতেরে এই বিশ্ব জগতে।। দেখতে যদি চাও মন তাঁকে, বিবেককে করো চেতন। পীর মুর্শিদ গুরু গোসাঁই, আর সাধু মহতের সঙ্গ করো। ভবের মোহ মায়ারে মন, তুমি এক নিমিষেই ছাড়োরে এক নিমিষেই ছাড়ো।। নফছ রিপু মন দমন করো, করো আত্ম সংশোধন। স্বরূপে রূপ করলেন গঠন, আদম রূপে তাঁর হয় প্রকাশ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, জাগাও প্রেম ভক্তি বিশ্বাসরে জাগাও প্রেম ভক্তি বিশ্বাস।। হইয়া তাঁহার দাসানুদাস, করো আত্মসমর্পণ। পোস্ট তাং ১২/০১/২০২৫ ইং গান নং ৯৭৯০ প্রেম পিরিতের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী বন্ধু মনটা নিয়াছে, পিরিতি শিখাইছে, ভালবাইসাছে,,,,। সুখে দুঃখে বন্ধু আমার, থাকবেরে পাশে।। বন্ধু রসিক ও সুজন, বন্ধুর অনেক সুন্দর মন।। বন্ধু যে আমার, চির আপন হইয়াছে। বন্ধুর মুখে সুন্দর হাসি, আমি দেখে হই উদাসী।। বন্ধু আমার পাশে আসি, বুকে জড়াইছে। বন্ধু বইসা হিজল ছায়, বন্ধু পিরিতের গান গায়।। চান্দের ও জোছনায়, অবগাহন কইরাছে। স্বপন শাহ্ শ্যামলাপুরী কয়, বন্ধু বড়ই প্রেমময়।। জয় জয় প্রেমের জয়, মনে ফুর্তি লাগছে।
@shamolapuritv3884
@shamolapuritv3884 22 күн бұрын
পোস্ট তাং ১৪/০১/২০২৫ ইং গান নং ৯৮০১ শেষ বিদায়ের সম্ভাষণের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। একদিন নিভে যাবে জীবন প্রদীপ, উড়ে যাবে প্রাণ পাখি।। বন্ধ হবে দমেরও ঘড়ি, আমার বন্ধ হবে যে দুই আঁখি।। আমি আর আমার থাকবো না, থাকবে না আমার আমিত্ব। আত্মা ছাড়া দেহটাকে লাশ বলিবে, মিথ্যা নয় কথা সত্য।। বলবে সবাই হইছে মৃত।। কেউ হবে না সঙ্গের সাথী। ভাই বেরাদার স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন প্রিয়জন যারা। আমার লাশের কবর দিতে, তারা করবে যে তাড়াহুরা।। বলবে লাশের গোসল করা তোরা।। দেরি করা যাবেনা লাশ রাখি। আমার শেষ বিদায়ের সম্ভাষণে, সবাই লাশের জানাজা যে দিবে। সাদা কাফন পড়াইয়া লাশেরে, চার বেহারায় খাট কাঁধে নিবো।। মাটির কবরে লাশ রাখিবে।। সবাই দিবে মুষ্টি মুষ্টি মাটি। সাঙ্গ হবে ভবের রঙ্গ, জীবন নাটকের হবে শেষ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, সবার কাছে হইবো নিরুদ্দেশ। চলে যাবো আমি আপন দেশ।। আমলনামা হবে সঙ্গের সাথী। পোস্ট তাং ১৩/০১/২০২৪ ইং গান নং ৯৮০০ সৃষ্টি স্রস্টার নিগূঢ় তত্ত্ব গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ওরে, যে হাতের কাছে ঘুড়ে ফিরে, তাঁরে পাওয়া যাবে কি তীর্থে ঘুড়ে, ওরে ভোলামন।। বিবেককে লও করিয়া চেতন, ওরে লোভী মন, বিবেককে লও করিয়া চেতন।। ওরে তিনি সর্ব জীবে বিরাজিত, আমি শাস্ত্র মতে শুনি। কালব্উল মুমিন আরশে আল্লাহ, পবিত্র কোরআনের বাণীরে পবিত্র কোরআনের বাণী।। শাহ্ রগের নিকটে রয় যে তিনি, ওরে ভোলা মন। অনিত্য এই দেহ ভান্ডে, তিনি আছেন নিত্য রূপে। আকার সাকার রয় নিরাকার, এই বিশ্ব জগতেরে এই বিশ্ব জগতে।। দেখতে যদি চাও মন তাঁকে, বিবেককে করো চেতন। পীর মুর্শিদ গুরু গোসাঁই, আর সাধু মহতের সঙ্গ করো। ভবের মোহ মায়ারে মন, তুমি এক নিমিষেই ছাড়োরে এক নিমিষেই ছাড়ো।। নফছ রিপু মন দমন করো, করো আত্ম সংশোধন। স্বরূপে রূপ করলেন গঠন, আদম রূপে তাঁর হয় প্রকাশ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, জাগাও প্রেম ভক্তি বিশ্বাসরে জাগাও প্রেম ভক্তি বিশ্বাস।। হইয়া তাঁহার দাসানুদাস, করো আত্মসমর্পণ। পোস্ট তাং ১২/০১/২০২৫ ইং গান নং ৯৭৯০ প্রেম পিরিতের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী বন্ধু মনটা নিয়াছে, পিরিতি শিখাইছে, ভালবাইসাছে,,,,। সুখে দুঃখে বন্ধু আমার, থাকবেরে পাশে।। বন্ধু রসিক ও সুজন, বন্ধুর অনেক সুন্দর মন।। বন্ধু যে আমার, চির আপন হইয়াছে। বন্ধুর মুখে সুন্দর হাসি, আমি দেখে হই উদাসী।। বন্ধু আমার পাশে আসি, বুকে জড়াইছে। বন্ধু বইসা হিজল ছায়, বন্ধু পিরিতের গান গায়।। চান্দের ও জোছনায়, অবগাহন কইরাছে। স্বপন শাহ্ শ্যামলাপুরী কয়, বন্ধু বড়ই প্রেমময়।। জয় জয় প্রেমের জয়, মনে ফুর্তি লাগছে।
@shamolapuritv3884
@shamolapuritv3884 22 күн бұрын
পোস্ট তাং ১৪/০১/২০২৫ ইং গান নং ৯৮০১ শেষ বিদায়ের সম্ভাষণের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। একদিন নিভে যাবে জীবন প্রদীপ, উড়ে যাবে প্রাণ পাখি।। বন্ধ হবে দমেরও ঘড়ি, আমার বন্ধ হবে যে দুই আঁখি।। আমি আর আমার থাকবো না, থাকবে না আমার আমিত্ব। আত্মা ছাড়া দেহটাকে লাশ বলিবে, মিথ্যা নয় কথা সত্য।। বলবে সবাই হইছে মৃত।। কেউ হবে না সঙ্গের সাথী। ভাই বেরাদার স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন প্রিয়জন যারা। আমার লাশের কবর দিতে, তারা করবে যে তাড়াহুরা।। বলবে লাশের গোসল করা তোরা।। দেরি করা যাবেনা লাশ রাখি। আমার শেষ বিদায়ের সম্ভাষণে, সবাই লাশের জানাজা যে দিবে। সাদা কাফন পড়াইয়া লাশেরে, চার বেহারায় খাট কাঁধে নিবো।। মাটির কবরে লাশ রাখিবে।। সবাই দিবে মুষ্টি মুষ্টি মাটি। সাঙ্গ হবে ভবের রঙ্গ, জীবন নাটকের হবে শেষ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, সবার কাছে হইবো নিরুদ্দেশ। চলে যাবো আমি আপন দেশ।। আমলনামা হবে সঙ্গের সাথী। পোস্ট তাং ১৩/০১/২০২৪ ইং গান নং ৯৮০০ সৃষ্টি স্রস্টার নিগূঢ় তত্ত্ব গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ওরে, যে হাতের কাছে ঘুড়ে ফিরে, তাঁরে পাওয়া যাবে কি তীর্থে ঘুড়ে, ওরে ভোলামন।। বিবেককে লও করিয়া চেতন, ওরে লোভী মন, বিবেককে লও করিয়া চেতন।। ওরে তিনি সর্ব জীবে বিরাজিত, আমি শাস্ত্র মতে শুনি। কালব্উল মুমিন আরশে আল্লাহ, পবিত্র কোরআনের বাণীরে পবিত্র কোরআনের বাণী।। শাহ্ রগের নিকটে রয় যে তিনি, ওরে ভোলা মন। অনিত্য এই দেহ ভান্ডে, তিনি আছেন নিত্য রূপে। আকার সাকার রয় নিরাকার, এই বিশ্ব জগতেরে এই বিশ্ব জগতে।। দেখতে যদি চাও মন তাঁকে, বিবেককে করো চেতন। পীর মুর্শিদ গুরু গোসাঁই, আর সাধু মহতের সঙ্গ করো। ভবের মোহ মায়ারে মন, তুমি এক নিমিষেই ছাড়োরে এক নিমিষেই ছাড়ো।। নফছ রিপু মন দমন করো, করো আত্ম সংশোধন। স্বরূপে রূপ করলেন গঠন, আদম রূপে তাঁর হয় প্রকাশ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, জাগাও প্রেম ভক্তি বিশ্বাসরে জাগাও প্রেম ভক্তি বিশ্বাস।। হইয়া তাঁহার দাসানুদাস, করো আত্মসমর্পণ। পোস্ট তাং ১২/০১/২০২৫ ইং গান নং ৯৭৯০ প্রেম পিরিতের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী বন্ধু মনটা নিয়াছে, পিরিতি শিখাইছে, ভালবাইসাছে,,,,। সুখে দুঃখে বন্ধু আমার, থাকবেরে পাশে।। বন্ধু রসিক ও সুজন, বন্ধুর অনেক সুন্দর মন।। বন্ধু যে আমার, চির আপন হইয়াছে। বন্ধুর মুখে সুন্দর হাসি, আমি দেখে হই উদাসী।। বন্ধু আমার পাশে আসি, বুকে জড়াইছে। বন্ধু বইসা হিজল ছায়, বন্ধু পিরিতের গান গায়।। চান্দের ও জোছনায়, অবগাহন কইরাছে। স্বপন শাহ্ শ্যামলাপুরী কয়, বন্ধু বড়ই প্রেমময়।। জয় জয় প্রেমের জয়, মনে ফুর্তি লাগছে। ❤❤❤
@shamolapuritv3884
@shamolapuritv3884 22 күн бұрын
পোস্ট তাং ১৪/০১/২০২৫ ইং গান নং ৯৮০১ শেষ বিদায়ের সম্ভাষণের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। একদিন নিভে যাবে জীবন প্রদীপ, উড়ে যাবে প্রাণ পাখি।। বন্ধ হবে দমেরও ঘড়ি, আমার বন্ধ হবে যে দুই আঁখি।। আমি আর আমার থাকবো না, থাকবে না আমার আমিত্ব। আত্মা ছাড়া দেহটাকে লাশ বলিবে, মিথ্যা নয় কথা সত্য।। বলবে সবাই হইছে মৃত।। কেউ হবে না সঙ্গের সাথী। ভাই বেরাদার স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন প্রিয়জন যারা। আমার লাশের কবর দিতে, তারা করবে যে তাড়াহুরা।। বলবে লাশের গোসল করা তোরা।। দেরি করা যাবেনা লাশ রাখি। আমার শেষ বিদায়ের সম্ভাষণে, সবাই লাশের জানাজা যে দিবে। সাদা কাফন পড়াইয়া লাশেরে, চার বেহারায় খাট কাঁধে নিবো।। মাটির কবরে লাশ রাখিবে।। সবাই দিবে মুষ্টি মুষ্টি মাটি। সাঙ্গ হবে ভবের রঙ্গ, জীবন নাটকের হবে শেষ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, সবার কাছে হইবো নিরুদ্দেশ। চলে যাবো আমি আপন দেশ।। আমলনামা হবে সঙ্গের সাথী। পোস্ট তাং ১৩/০১/২০২৪ ইং গান নং ৯৮০০ সৃষ্টি স্রস্টার নিগূঢ় তত্ত্ব গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ওরে, যে হাতের কাছে ঘুড়ে ফিরে, তাঁরে পাওয়া যাবে কি তীর্থে ঘুড়ে, ওরে ভোলামন।। বিবেককে লও করিয়া চেতন, ওরে লোভী মন, বিবেককে লও করিয়া চেতন।। ওরে তিনি সর্ব জীবে বিরাজিত, আমি শাস্ত্র মতে শুনি। কালব্উল মুমিন আরশে আল্লাহ, পবিত্র কোরআনের বাণীরে পবিত্র কোরআনের বাণী।। শাহ্ রগের নিকটে রয় যে তিনি, ওরে ভোলা মন। অনিত্য এই দেহ ভান্ডে, তিনি আছেন নিত্য রূপে। আকার সাকার রয় নিরাকার, এই বিশ্ব জগতেরে এই বিশ্ব জগতে।। দেখতে যদি চাও মন তাঁকে, বিবেককে করো চেতন। পীর মুর্শিদ গুরু গোসাঁই, আর সাধু মহতের সঙ্গ করো। ভবের মোহ মায়ারে মন, তুমি এক নিমিষেই ছাড়োরে এক নিমিষেই ছাড়ো।। নফছ রিপু মন দমন করো, করো আত্ম সংশোধন। স্বরূপে রূপ করলেন গঠন, আদম রূপে তাঁর হয় প্রকাশ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, জাগাও প্রেম ভক্তি বিশ্বাসরে জাগাও প্রেম ভক্তি বিশ্বাস।। হইয়া তাঁহার দাসানুদাস, করো আত্মসমর্পণ। পোস্ট তাং ১২/০১/২০২৫ ইং গান নং ৯৭৯০ প্রেম পিরিতের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী বন্ধু মনটা নিয়াছে, পিরিতি শিখাইছে, ভালবাইসাছে,,,,। সুখে দুঃখে বন্ধু আমার, থাকবেরে পাশে।। বন্ধু রসিক ও সুজন, বন্ধুর অনেক সুন্দর মন।। বন্ধু যে আমার, চির আপন হইয়াছে। বন্ধুর মুখে সুন্দর হাসি, আমি দেখে হই উদাসী।। বন্ধু আমার পাশে আসি, বুকে জড়াইছে। বন্ধু বইসা হিজল ছায়, বন্ধু পিরিতের গান গায়।। চান্দের ও জোছনায়, অবগাহন কইরাছে। স্বপন শাহ্ শ্যামলাপুরী কয়, বন্ধু বড়ই প্রেমময়।। জয় জয় প্রেমের জয়, মনে ফুর্তি লাগছে।
@shamolapuritv3884
@shamolapuritv3884 23 күн бұрын
পোস্ট তাং ১০/০১/২০২৫ গান নং ৯৭৯৬ প্রেম বিরহ বিচ্ছেদ যন্ত্রণাময় গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী তুমি ভুলে যাবে যাও, ও সাথী,,,, অপবাদ দিওনা। মিথ্যা অপবাদ দিয়ে, কলঙ্ক দিওনা,,, ও সাথী,,,,, ও সাথী রে,,,, ও সাথী। হয়তো তুমি এখন, রঙিন স্বপ্ন দেখছো,, হয়তো-বা আবার কোনো, নতুন সাথী পেয়েছো।। তাইতো আমার মন ভেঙ্গেছো, তুমি করে ছলনা। ঐ হয় তো তোমায় ভালবেসে, আমি করেছি যে ভুল। তাই তো আমিই দিবো, আমার সে ভুলের মাশুল।। প্রেম বাগানে হয়ে ঝরা ফুল। আমি সইবো যন্ত্রণা। ঐ ছিলাম আছি থাকবো তোমার, যতই করো অবহেলা। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, সইবো সকল জ্বালা।। কাউকে নিয়ে এমন খেলা। তুমি আর খেলোনা। পোস্ট তাং ১০/০১/২০২৫ ইং গান নং ৯৭৯৭ অন্তরজ্বলা বিরহ বিচ্ছেদ গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী আর আমারে জ্বালাইসনা তুই, আর জ্বালাইবি কতো।। জ্বালাইয়া পুড়াইয়া আমায়, করলি জিন্দা দগ্ধ।। আর জ্বালাইবি কতো আমায়, আর জ্বালাইবি কতো।। চিত্তে আমার জ্বালাইয়া দিলি, চিতার ও দহন। জ্বইলা পুইড়া অঙ্গার হচ্ছি, হচ্ছি ছাইয়েরও মতন।। কখন যেনো হয়রে মরণ। চিতার লাশের মতো। লোকে আমায় মন্দ বলে, বলে কুলনাশিনী। তোরে ভালবাইসা আমি, হইছি কলঙ্কিনী।। কান্দি আমি দিন-রজনী। সর্ব হারার মতো। নরক জ্বালায় জ্বলছি আমি, তোর বিরহ অনলে। খুশি বুঝি হইবিরে তুই, আমি মইরা গেলে।। স্বপন শাহ্ শ্যামলাপুরী বলে। করলি ক্ষত-বিক্ষত। পোস্ট তাং ১১/০১/২০২৫ ইং গান নং ৯৭৯৯ হৃদয়বিদারক কষ্টের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী আমার মনে কি যে কষ্ট, কেউ বুঝে-না সংসারে।। মনের ব্যথা মনে লইয়া কখন যেনো যাই মরে।। ধুঁকে ধুঁকে মরছি আমি, হইয়া একটা জিন্দা লাশ। না বলা যন্ত্রণা লইয়া, ফেলছি শুধু দীর্ঘশ্বাস।। আমার প্রেম ভক্তি বিশ্বাস।। দাম পারলো না সংসারে। কি যে করি ভেবে মরি, পাইনা ভেবে কুল। যাদের আমি আপন ভাবি, তারাই আমায় বুঝে ভুল।। হইছি কারো চক্ষেরও শূল।। উচিৎ কথা বলে ওরে। মাতা পিতা ভগ্নি ভ্রাতা, আত্মীয় স্বজন যতো। প্রতিক্ষণে প্রতি মূহুর্তে, করছে আমায় আহত।। করছে আমায় ক্ষতবিক্ষত।। কটু কথার বিষ তীরে। কারে বলি দুঃখের কথা, শোনার মতো মানুষ নাই। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, জ্বালা পুইড়া হচ্ছি ছাই।। কখন যেনো যাই মরে যাই।। যাই আমি জগত ছেড়ে।
@shamolapuritv3884
@shamolapuritv3884 23 күн бұрын
পোস্ট তাং ১৪/০১/২০২৫ ইং গান নং ৯৮০১ শেষ বিদায়ের সম্ভাষণের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। একদিন নিভে যাবে জীবন প্রদীপ, উড়ে যাবে প্রাণ পাখি।। বন্ধ হবে দমেরও ঘড়ি, আমার বন্ধ হবে যে দুই আঁখি।। আমি আর আমার থাকবো না, থাকবে না আমার আমিত্ব। আত্মা ছাড়া দেহটাকে লাশ বলিবে, মিথ্যা নয় কথা সত্য।। বলবে সবাই হইছে মৃত।। কেউ হবে না সঙ্গের সাথী। ভাই বেরাদার স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন প্রিয়জন যারা। আমার লাশের কবর দিতে, তারা করবে যে তাড়াহুরা।। বলবে লাশের গোসল করা তোরা।। দেরি করা যাবেনা লাশ রাখি। আমার শেষ বিদায়ের সম্ভাষণে, সবাই লাশের জানাজা যে দিবে। সাদা কাফন পড়াইয়া লাশেরে, চার বেহারায় খাট কাঁধে নিবো।। মাটির কবরে লাশ রাখিবে।। সবাই দিবে মুষ্টি মুষ্টি মাটি। সাঙ্গ হবে ভবের রঙ্গ, জীবন নাটকের হবে শেষ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, সবার কাছে হইবো নিরুদ্দেশ। চলে যাবো আমি আপন দেশ।। আমলনামা হবে সঙ্গের সাথী। পোস্ট তাং ১৩/০১/২০২৪ ইং গান নং ৯৮০০ সৃষ্টি স্রস্টার নিগূঢ় তত্ত্ব গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ওরে, যে হাতের কাছে ঘুড়ে ফিরে, তাঁরে পাওয়া যাবে কি তীর্থে ঘুড়ে, ওরে ভোলামন।। বিবেককে লও করিয়া চেতন, ওরে লোভী মন, বিবেককে লও করিয়া চেতন।। ওরে তিনি সর্ব জীবে বিরাজিত, আমি শাস্ত্র মতে শুনি। কালব্উল মুমিন আরশে আল্লাহ, পবিত্র কোরআনের বাণীরে পবিত্র কোরআনের বাণী।। শাহ্ রগের নিকটে রয় যে তিনি, ওরে ভোলা মন। অনিত্য এই দেহ ভান্ডে, তিনি আছেন নিত্য রূপে। আকার সাকার রয় নিরাকার, এই বিশ্ব জগতেরে এই বিশ্ব জগতে।। দেখতে যদি চাও মন তাঁকে, বিবেককে করো চেতন। পীর মুর্শিদ গুরু গোসাঁই, আর সাধু মহতের সঙ্গ করো। ভবের মোহ মায়ারে মন, তুমি এক নিমিষেই ছাড়োরে এক নিমিষেই ছাড়ো।। নফছ রিপু মন দমন করো, করো আত্ম সংশোধন। স্বরূপে রূপ করলেন গঠন, আদম রূপে তাঁর হয় প্রকাশ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, জাগাও প্রেম ভক্তি বিশ্বাসরে জাগাও প্রেম ভক্তি বিশ্বাস।। হইয়া তাঁহার দাসানুদাস, করো আত্মসমর্পণ। পোস্ট তাং ১২/০১/২০২৫ ইং গান নং ৯৭৯০ প্রেম পিরিতের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী বন্ধু মনটা নিয়াছে, পিরিতি শিখাইছে, ভালবাইসাছে,,,,। সুখে দুঃখে বন্ধু আমার, থাকবেরে পাশে।। বন্ধু রসিক ও সুজন, বন্ধুর অনেক সুন্দর মন।। বন্ধু যে আমার, চির আপন হইয়াছে। বন্ধুর মুখে সুন্দর হাসি, আমি দেখে হই উদাসী।। বন্ধু আমার পাশে আসি, বুকে জড়াইছে। বন্ধু বইসা হিজল ছায়, বন্ধু পিরিতের গান গায়।। চান্দের ও জোছনায়, অবগাহন কইরাছে। স্বপন শাহ্ শ্যামলাপুরী কয়, বন্ধু বড়ই প্রেমময়।। জয় জয় প্রেমের জয়, মনে ফুর্তি লাগছে।
@shamolapuritv3884
@shamolapuritv3884 24 күн бұрын
পোস্ট তাং ১৩/০১/২০২৪ ইং গান নং ৯৮০০ সৃষ্টি স্রস্টার নিগূঢ় তত্ত্ব গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ওরে, যে হাতের কাছে ঘুড়ে ফিরে, তাঁরে পাওয়া যাবে কি তীর্থে ঘুড়ে, ওরে ভোলামন।। বিবেককে লও করিয়া চেতন, ওরে লোভী মন, বিবেককে লও করিয়া চেতন।। ওরে তিনি সর্ব জীবে বিরাজিত, আমি শাস্ত্র মতে শুনি। কালব্উল মুমিন আরশে আল্লাহ, পবিত্র কোরআনের বাণীরে পবিত্র কোরআনের বাণী।। শাহ্ রগের নিকটে রয় যে তিনি, ওরে ভোলা মন। অনিত্য এই দেহ ভান্ডে, তিনি আছেন নিত্য রূপে। আকার সাকার রয় নিরাকার, এই বিশ্ব জগতেরে এই বিশ্ব জগতে।। দেখতে যদি চাও মন তাঁকে, বিবেককে করো চেতন। পীর মুর্শিদ গুরু গোসাঁই, আর সাধু মহতের সঙ্গ করো। ভবের মোহ মায়ারে মন, তুমি এক নিমিষেই ছাড়োরে এক নিমিষেই ছাড়ো।। নফছ রিপু মন দমন করো, করো আত্ম সংশোধন। স্বরূপে রূপ করলেন গঠন, আদম রূপে তাঁর হয় প্রকাশ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, জাগাও প্রেম ভক্তি বিশ্বাসরে জাগাও প্রেম ভক্তি বিশ্বাস।। হইয়া তাঁহার দাসানুদাস, করো আত্মসমর্পণ। পোস্ট তাং ১২/০১/২০২৫ ইং গান নং ৯৭৯০ প্রেম পিরিতের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী বন্ধু মনটা নিয়াছে, পিরিতি শিখাইছে, ভালবাইসাছে,,,,। সুখে দুঃখে বন্ধু আমার, থাকবেরে পাশে।। বন্ধু রসিক ও সুজন, বন্ধুর অনেক সুন্দর মন।। বন্ধু যে আমার, চির আপন হইয়াছে। বন্ধুর মুখে সুন্দর হাসি, আমি দেখে হই উদাসী।। বন্ধু আমার পাশে আসি, বুকে জড়াইছে। বন্ধু বইসা হিজল ছায়, বন্ধু পিরিতের গান গায়।। চান্দের ও জোছনায়, অবগাহন কইরাছে। স্বপন শাহ্ শ্যামলাপুরী কয়, বন্ধু বড়ই প্রেমময়।। জয় জয় প্রেমের জয়, মনে ফুর্তি লাগছে। পোস্ট তাং ১১/০১/২০২৫ ইং গান নং ৯৭৯৯ হৃদয়বিদারক কষ্টের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী আমার মনে কি যে কষ্ট, কেউ বুঝে-না সংসারে।। মনের ব্যথা মনে লইয়া, কখন যেনো যাই মরে।। ধুঁকে ধুঁকে মরছি আমি, হইয়া একটা জিন্দা লাশ। না বলা যন্ত্রণা লইয়া, ফেলছি শুধু দীর্ঘশ্বাস।। আমার প্রেম ভক্তি বিশ্বাস।। দাম পাইলোনা সংসারে। কি যে করি ভেবে মরি, আমি পাইনা ভেবে কুল। যাদের আমি আপন ভাবি, তারাই আমায় বুঝে ভুল।। হইছি সবার চক্ষেরও শূল।। উচিৎ কথা বলে ওরে। মাতা পিতা ভগ্নি ভ্রাতা, আমার আত্মীয় স্বজন যতো। প্রতিক্ষণে প্রতি মূহুর্তে, করছে যে আমায় আহত।। করছে আমায় ক্ষতবিক্ষত।। কটু কথার বিষ তীরে। কারে বলি দুঃখের কথা, শোনার মতো মানুষ নাই। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, জ্বালা পুইড়া হচ্ছি ছাই।। কখন যেনো যাই মরে যাই।। যাই আমি জগত ছেড়ে।
@shamolapuritv3884
@shamolapuritv3884 24 күн бұрын
পোস্ট তাং ১৩/০১/২০২৪ ইং গান নং ৯৮০০ সৃষ্টি স্রস্টার নিগূঢ় তত্ত্ব গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ওরে, যে হাতের কাছে ঘুড়ে ফিরে, তাঁরে পাওয়া যাবে কি তীর্থে ঘুড়ে, ওরে ভোলামন।। বিবেককে লও করিয়া চেতন, ওরে লোভী মন, বিবেককে লও করিয়া চেতন।। ওরে তিনি সর্ব জীবে বিরাজিত, আমি শাস্ত্র মতে শুনি। কালব্উল মুমিন আরশে আল্লাহ, পবিত্র কোরআনের বাণীরে পবিত্র কোরআনের বাণী।। শাহ্ রগের নিকটে রয় যে তিনি, ওরে ভোলা মন। অনিত্য এই দেহ ভান্ডে, তিনি আছেন নিত্য রূপে। আকার সাকার রয় নিরাকার, এই বিশ্ব জগতেরে এই বিশ্ব জগতে।। দেখতে যদি চাও মন তাঁকে, বিবেককে করো চেতন। পীর মুর্শিদ গুরু গোসাঁই, আর সাধু মহতের সঙ্গ করো। ভবের মোহ মায়ারে মন, তুমি এক নিমিষেই ছাড়োরে এক নিমিষেই ছাড়ো।। নফছ রিপু মন দমন করো, করো আত্ম সংশোধন। স্বরূপে রূপ করলেন গঠন, আদম রূপে তাঁর হয় প্রকাশ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, জাগাও প্রেম ভক্তি বিশ্বাসরে জাগাও প্রেম ভক্তি বিশ্বাস।। হইয়া তাঁহার দাসানুদাস, করো আত্মসমর্পণ। পোস্ট তাং ১২/০১/২০২৫ ইং গান নং ৯৭৯০ প্রেম পিরিতের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী বন্ধু মনটা নিয়াছে, পিরিতি শিখাইছে, ভালবাইসাছে,,,,। সুখে দুঃখে বন্ধু আমার, থাকবেরে পাশে।। বন্ধু রসিক ও সুজন, বন্ধুর অনেক সুন্দর মন।। বন্ধু যে আমার, চির আপন হইয়াছে। বন্ধুর মুখে সুন্দর হাসি, আমি দেখে হই উদাসী।। বন্ধু আমার পাশে আসি, বুকে জড়াইছে। বন্ধু বইসা হিজল ছায়, বন্ধু পিরিতের গান গায়।। চান্দের ও জোছনায়, অবগাহন কইরাছে। স্বপন শাহ্ শ্যামলাপুরী কয়, বন্ধু বড়ই প্রেমময়।। জয় জয় প্রেমের জয়, মনে ফুর্তি লাগছে। পোস্ট তাং ১১/০১/২০২৫ ইং গান নং ৯৭৯৯ হৃদয়বিদারক কষ্টের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী আমার মনে কি যে কষ্ট, কেউ বুঝে-না সংসারে।। মনের ব্যথা মনে লইয়া, কখন যেনো যাই মরে।। ধুঁকে ধুঁকে মরছি আমি, হইয়া একটা জিন্দা লাশ। না বলা যন্ত্রণা লইয়া, ফেলছি শুধু দীর্ঘশ্বাস।। আমার প্রেম ভক্তি বিশ্বাস।। দাম পাইলোনা সংসারে। কি যে করি ভেবে মরি, আমি পাইনা ভেবে কুল। যাদের আমি আপন ভাবি, তারাই আমায় বুঝে ভুল।। হইছি সবার চক্ষেরও শূল।। উচিৎ কথা বলে ওরে। মাতা পিতা ভগ্নি ভ্রাতা, আমার আত্মীয় স্বজন যতো। প্রতিক্ষণে প্রতি মূহুর্তে, করছে যে আমায় আহত।। করছে আমায় ক্ষতবিক্ষত।। কটু কথার বিষ তীরে। কারে বলি দুঃখের কথা, শোনার মতো মানুষ নাই। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, জ্বালা পুইড়া হচ্ছি ছাই।। কখন যেনো যাই মরে যাই।। যাই আমি জগত ছেড়ে।
@himelahmed9471
@himelahmed9471 29 күн бұрын
তু-আ হীন অপরাধের পুনরাবৃত্তি ❤😂❤❤❤❤❤❤❤❤
@BisnoSorkar-z2d
@BisnoSorkar-z2d Ай бұрын
💖👨‍👩‍👦❤️‍🔥🥺👍🤦‍♂️💔💔🤦‍♀️
@sbmusicdurgapur7033
@sbmusicdurgapur7033 Ай бұрын
বাবা গো 😭😭😭😭
@sbmusicdurgapur7033
@sbmusicdurgapur7033 Ай бұрын
বাবা গো 😭😭😭😭
@MdNoyMia
@MdNoyMia Ай бұрын
যতই শুনি ততোই ভালো লাগে❤❤
@KalidashShil
@KalidashShil Ай бұрын
অনেক সুন্দর একটা গান
@KalidashShil
@KalidashShil Ай бұрын
অনেক সুন্দর হয়েছে কলিজার বন্ধু আমার
@MdashafulIslam-e7q
@MdashafulIslam-e7q Ай бұрын
😢😢😢😢😢❤❤❤❤❤
@shamolapuritv3884
@shamolapuritv3884 Ай бұрын
❤❤❤
@sbmusicdurgapur7033
@sbmusicdurgapur7033 Ай бұрын
অনেক অনেক সুন্দর একটি গান ভালো লাগলো গানের কথা সুর খুব ভালো হয়েছে।
@mdanis77-q4c
@mdanis77-q4c Ай бұрын
ষষষ😊
@shamolapuritv3884
@shamolapuritv3884 Ай бұрын
❤❤❤
@shamolapuritv3884
@shamolapuritv3884 Ай бұрын
পোস্ট তাং ১৮/১২/২০২৪ ইং গান নং ৯৭৫৩ অন্তর জ্বলা বিচ্ছেদ যন্ত্রণার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। স্বর্গীয় প্রেমে সুখ পাইলাম না, নরক জ্বালায় জ্বলছি আমি।। কেউ কইরো না আমার মতো, প্রেমের নামে পাগলামি।। আবেগ মোহ মায়ায় আমি, শ্যাম বন্ধুয়ও প্রেমে পড়ে।। এখন দিবানিশি কাঁদছি বসি, মরছি তার বিরহে পুড়ে।। কোনো কাজে মন বসেনারে।। এখন কি যে করি আমি। লোকে আমায় মন্দ বলে, কুলনাশিনী বলে আমায়।। আঁড়েঠাঁড়ে সবাই আমায়, কলঙ্কিনী বলে যায়।। প্রেমের ফাঁদে ফেলে আমায়।। বানাইলো প্রেম বিরহিণী। আমি হইয়া কালার প্রেমে প্রেমি, করেছি যে চরম ভুল।। সব হারাইয়া নিঃস্ব হইয়া, দিচ্ছি আমি তার মাশুল।। আমার মতো কেউ করলে ভুল।। কপালে তার আছে শনি। স্বর্গের প্রেমে নরকে পুড়ে, হয় না-কি গো প্রেমিক খাঁটি।। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, ইট হয় যেমন পুড়ে মাটি।। এই কি গো প্রেমের রীতি।। বিফলে যায় জীবনখানী।
@shamolapuritv3884
@shamolapuritv3884 Ай бұрын
পোস্ট তাং ১৮/১২/২০২৪ ইং গান নং ৯৭৫৩ অন্তর জ্বলা বিচ্ছেদ যন্ত্রণার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। স্বর্গীয় প্রেমে সুখ পাইলাম না, নরক জ্বালায় জ্বলছি আমি।। কেউ কইরো না আমার মতো, প্রেমের নামে পাগলামি।। আবেগ মোহ মায়ায় আমি, শ্যাম বন্ধুয়ও প্রেমে পড়ে।। এখন দিবানিশি কাঁদছি বসি, মরছি তার বিরহে পুড়ে।। কোনো কাজে মন বসেনারে।। এখন কি যে করি আমি। লোকে আমায় মন্দ বলে, কুলনাশিনী বলে আমায়।। আঁড়েঠাঁড়ে সবাই আমায়, কলঙ্কিনী বলে যায়।। প্রেমের ফাঁদে ফেলে আমায়।। বানাইলো প্রেম বিরহিণী। আমি হইয়া কালার প্রেমে প্রেমি, করেছি যে চরম ভুল।। সব হারাইয়া নিঃস্ব হইয়া, দিচ্ছি আমি তার মাশুল।। আমার মতো কেউ করলে ভুল।। কপালে তার আছে শনি। স্বর্গের প্রেমে নরকে পুড়ে, হয় না-কি গো প্রেমিক খাঁটি।। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, ইট হয় যেমন পুড়ে মাটি।। এই কি গো প্রেমের রীতি।। বিফলে যায় জীবনখানী।
@shamolapuritv3884
@shamolapuritv3884 Ай бұрын
প্রেমময় ভালবাসা অবিরাম সবার জন্য যারা যারা দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করেছেম। ধন্যবাদ রইলো সবার প্রতি
@shamolapuritv3884
@shamolapuritv3884 Ай бұрын
পোস্ট তাং ১৬/১২/২০২৪ ইং গান নং ৯৭৫১ বিজয় দিবসের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। জয় বাংলা জয় বাংলা বলে, দিলো যারা প্রাণ,,, রখতে দেশের মান রে রাখতে বাংলার মান।। তারা হলেো বীর বাঙালি, এই বাংলার সন্তান রে,, এই বাংলার সন্তান।। দু-লাখ মা বোন ইজ্জত দিলো, বঁধু হলো বিধবা।। মা বাবা তার সন্তান হারালো, সন্তান হারালো মা বাবা।। বোন হারালো দিদি দাদা।। রাখলো দেশের মান। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে, যারা আনলো স্বাধীনতা।। শত্রুর হাত থেকে রক্ষা করলো, দেশের মানচিত্র পতাকা।। তারাই বীর মুক্তিযোদ্ধা।। বাংলার সুর্য সন্তান। আলবদর আলশামস রাজাকার, নরখাদক ঘাতকের বেশে।। জ্বালাও পোড়াও ভাংচুর লুটপাট, চালিয়ে ছিলো সারা বাংলাদেশে।। স্বাক্ষী রইলো ইতিহাসে।। জয় বাংলার এই গান। কয় স্বপন শাহ্ শ্যামলপুরী, বিজয় দিবস ১৬ই ডিসেম্বর।। হাসি কান্নায় আনন্দ বেদনায়, বাঙালি জাতির উল্লাস নিরন্তর।। বিশ্ববাসী জানে সেই খবর।। বাঙালি বীর সন্তান।। পোস্ট তাং ১৪/১২/২০২৪ ইং গান নং ৯৭৪৮ শহীদ বুদ্ধিজীবি দিবস স্মরণে গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। কি করে ভুলবো তাদের, ভুলা কি আর যায়।। যাদের নাম লেখা আছে, ইতিহাসের পাতায়।। প্রাণের বিনিময়ে যারা, রাখলো দেশের মান।। তারা শহীদ বুদ্ধিজীবি, দেশের গর্বিত সন্তান।। তাদের স্মৃতি রইবে অম্লান।। এ স্বাধীন বাংলায়। আলবদর আলশামস রাজাকার, আর পাক হানাদার।। রক্তের বন্যা বইয়ে ছিলো, এই বাংলার মাঝার।। হত্যা জুলুম নির্যাতন অত্যাচার।। চালিয়েছিলো সদায়। যাদের রক্তের বিনিময়ে, পেয়েছি মোরা স্বাধীনতা।। সে সাথে পেয়েছি মোরা, মানচিত্র আর পতাকা।। কেমনে ভুলি তাদের কথা।। ভুলা নাহি যায়। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, পেয়েছি মুক্তির স্বাদ।। চৌদ্দ-ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবি দিবস আজ।। শহীদেরা জাতির মাথার তাঁজ।। এই সোনার বাংলায়। পোস্ট তাং ১৩/১২/২০২৪ ইং গান নং ৯৭৪৭ """" আর্ত মানবতার সেবার গান """" লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। এসো দরিদ্রদের পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়াই,,, এগিয়ে যাই আর্ত মানবতার সেবায়।। পরেছে শীত, এসো গাই সাম্যের গীত, মনুষ্যত্ব মানবতায়।। যাদের নাই শীতের সম্বল, তাদের দেই একখানি কম্বল, যার যেমন সামর্থে কুলায়। চলো দেই শীতের পোশাক, বাড়িয়ে দেই বন্ধুত্বের হাত, পরম স্নেহ মমতায়। সাধ্যমত দেই টাকা পয়সা, যোগাই তাদের বাঁচার আশা, খুশি হবেন যে বিধাতায়। যাদের নাই রুটি রুজি, এসো মোরা তাদের খুঁজি, অনাহারে যেনো না মারা যায়। ধনীদের আছে অনেক ধন, তাদের নাই দানের মন, স্বার্থপর এই যে দুনিয়ায়। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, আমরা সাধ্য মতো চেষ্টা করি, যার যেমন মনে চায়।
@MdJihad-x2d2x
@MdJihad-x2d2x Ай бұрын
গানটা ভালো লাগছে