#folkmusic

  Рет қаралды 2,959

shamolapuri tv শ্যামলাপুরী টিভি

shamolapuri tv শ্যামলাপুরী টিভি

Күн бұрын

Пікірлер: 2
@shamolapuritv3884
@shamolapuritv3884 11 күн бұрын
@shamolapuritv3884
@shamolapuritv3884 11 күн бұрын
পোস্ট তাং ৩১/০১/২০২৪ ইং গান নং ৯৮৩৩ প্রেম বিরহ জ্বালার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ধরছে আমায় এ কোন রোগে, ভুগে ভুগে হচ্ছি শেষ।। বন্ধু আমার মনটা নিয়া, হইয়া গেছে নিরুদ্দেশ।। কোন কাজে মন বসে না, ভালো লাগেনা কোনো কিছু। পাড়ার যতো জোয়ান পোলা, ঘুড়ছে শুধু আমার পিছু।। আঁড়েঠাঁড়ে বলতে চায় কিছু।। দেয় যে সেই ইঙ্গিত বিশেষ। আমি ওদের ভাব দেখিয়া, যাই যে লজ্জায় মরে যাই। ওরা এমন করছে তাইতো, বন্ধু আমার কাছে নাই।। কি করে তাদেরে বুঝাই।। বন্ধু আমায় করছে শেষ। কই যে গেছে কেনো গেছে, পাইনা যে তার খোঁজ খবর। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, ব্যথায় ভরা মন অন্তর।। সখি আইনা দে-না বন্ধুর খবর।। তিলে তিলে হচ্ছি শেষ।।পোস্ট তাং ৩০/০১/২০২৫ ইং গান নং ৯৮৩২ প্রেম কলঙ্কের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী প্রেম শিখাইয়া মনটা নিয়া, বন্ধু পালাইছে, ওরে বন্ধু পালাইছে। লোকের কাছে, লোকের কাছে, বন্ধু মোরে মন্দ বানাইছে।। পাড়া পড়শি আত্মীয় স্বজন, কয় যে কুলনাশিনী। আঁড়েঠাঁড়ে কয় যে মোরে, আমায় কলঙ্কিনী।। নয়নে মোর ঝরে পানি।। আমায় জিন্দা মাইরাছে। কি যে করি ভেবে মরি, পাইনা ভাইবা কুল। প্রেম করিয়া হইলাম আমি, ঝরা বাসি ফুল।। সব মোরে বুঝে যে ভুল।। জাত কুল মান গেছে। কেনো বন্ধু আমার সাথে, করলো এমন ছল। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, জানলে সখি বল।। জীবন যৌবন যায়রে বিফল।। চিত্তে চিতা জ্বলতাছে। পোস্ট তাং ২৯/০১/২০২৫ গান নং ৯৮৩১ প্রেমময় ভালোবাসার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী তোরে কতো ভালবাসি, কেনো তুই বুঝিস না রে,,, অকারণে ভুল বুঝিয়া, থাকিস কেনো দূরে দূরে।। আয় না কাছে বসি পাশে, বলি মনের কথা। আদর দেবো সোহাগ দেবো, কোলে রেখে মাথা।। বলবো দুজন প্রেমের কথা।। হৃদয় উজার করে। তোরে আমি ভালবেসে, ঠাঁই দিয়েছি হৃদয়ে। কতো আশা স্বপ্ন সাধ, দেখি যে তোরে নিয়ে।। প্রেম বিশ্বাস ভক্তি নিয়ে।। থাকবো জন্মজন্মান্তরে। হইসনা রে তুই পাষাণ বেঈমান, ওরে সোনার চান। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, আমি দেহ তুই প্রাণ।। স্বাক্ষী রইলো আমার এই গান।। এই না জগত সংসারে।
На ЭТО можно смотреть БЕСКОНЕЧНО 👌👌👌
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 4,4 МЛН
I Spent 100 Hours Inside The Pyramids!
21:43
MrBeast
Рет қаралды 78 МЛН
Emon Khan শিল্পী ইমন খানের গান  2025
29:56
Sp shohag official
Рет қаралды 140 М.
Best Of Samiya | Best Folk Songs | Shimul Hasan | Audio Jukebox
25:18