বেশ কয়েকবার শোনা হয়ে গেছে.. আরো কতবার যে শুনে শুনে যাব ❤️🤗
@hchakraborti1706 күн бұрын
বেশ লাগলো ভাই তোমার প্রাণের শ্রদ্ধাঞ্জলি।
@shreyashimukherjee9744Ай бұрын
আরেকটা গান গাও, গানওয়ালারা.. আমি কোত্থাও যাব না, কিচ্ছু করব না। ❤❤
@shreyanandi6627Ай бұрын
❤
@soujatyachowdhury8237Ай бұрын
অসাধারণ❤
@abhyansh_diary Жыл бұрын
Wowing 😂I think 🤔 Ewing used 11
@sayanghosh4739 Жыл бұрын
আরও এমন গিদালি শুনিবার লাগত বসিলাম। গানে থাকবেন।সাষ্টাঙ্গে প্রণত
@soujatyachowdhury8237 Жыл бұрын
খুব ভালো লাগলো❤
@shreyashimukherjee9744 Жыл бұрын
❤
@subhajitdey3534 Жыл бұрын
Khub sundor ❤
@shreyashimukherjee9744 Жыл бұрын
❤
@nsecstudentcse Жыл бұрын
আবার কিছু গা ভাই 😊
@mahadebthakur61 Жыл бұрын
এই লোকটার একসময় ক্যাসেট কিনেছিলাম। কিন্তু জে মানুষটা ধান্দায় চলে তার সাথী আমি নেই এর কোনো কিছু আমাকে পোস্ট করবেন না।
@soumyamitra2335 Жыл бұрын
কক্ষনো না, কক্ষনো না; এসব শুধুই কথার কথা। হাজার চেষ্টা করেও; গোলাপ ফুল ফোটায় না কলমিলতা।
@ashimmoitra6653 Жыл бұрын
ভালো লাগলো। বেশ ভালো।
@the_seventh_string2 жыл бұрын
ROP
@arnabguha76802 жыл бұрын
Nice
@samirchakroborty84982 жыл бұрын
Lakh lakh suman sangit shrotader achhe e ak jiban.....Suman bangla Gaane Ki diye gelen sara bharat akdin bolte habe.....jedin amra Suman premira dekhte pabo suman sagar boye chalbe gaaner taal e....manush,pashu,pakhira sab vese jabe ak ananda shrote...sumangeet anbe ei deshe ak onno sakal....ja sara India ajo konodin aseni....
@ayushkarwal23372 жыл бұрын
Just wow dada 👌🏻🫶🏻
@abujhboss77892 жыл бұрын
Ei gaan konodin Purano hobe na. 🏵🌹💐💐🌷🍁
@musingsofleisure2 жыл бұрын
বড্ড ভালো গেয়েছেন🙂
@ছন্দবন্ধনে3 жыл бұрын
বাহ্ খুব ভালো লাগলো
@Sagarcreation57383 жыл бұрын
Nachi,Da,
@soujatyachowdhury82373 жыл бұрын
Aro gan sunte chai
@soujatyachowdhury82373 жыл бұрын
অসাধারণ👌👌
@shreyanandi66273 жыл бұрын
Darun hoyeche dada ❤️
@shreyashimukherjee97443 жыл бұрын
❤
@soujatyachowdhury82373 жыл бұрын
খুব ভালো লাগলো
@shreyashimukherjee97443 жыл бұрын
❤
@ppaiuul3 жыл бұрын
Ahaa.... ❤️❤️❤️❤️
@the_seventh_string2 жыл бұрын
ROP
@mrityunjoypaul47753 жыл бұрын
বাহ,বেশ ভাল লাগল......
@rinkubhattacharya17823 жыл бұрын
Excellent
@anandajana55343 жыл бұрын
Tin murti ke ki r bolbo! Sobai khub Bhalo thako r amader ke eibhabe ananda dio.
@shreyashimukherjee97443 жыл бұрын
😊
@debapriya20113 жыл бұрын
দারুণ লাগলো. তোরা ভাই বোন সবাই কি talented রে! বেশ পুজো পুজো আমেজ এসে গেল. ❤️❤️
@sharmichowdhury8403 жыл бұрын
খুব সুন্দর 💓
@soumyadevmukherjee74273 жыл бұрын
Superb, wonderful coordination. Loved the presentation.
@shreyashimukherjee97443 жыл бұрын
তুমি পুরাণকে বলো ইতিহাস, ইতিহাসকে বলো পুরানো তোমার কাজ শিক্ষাকে লাঠিপেটা করে মূর্খের জ্বালা জুড়ানো তোমার ভক্তিতে দাগ রক্তের, তুমি কাউকেই ভালোবাসো না তুমি দেশাতি করতে এসেছ, দেশপ্রেমের কিছুই জানো না তুমি বহুদূর দূর বহুদূর দূর বহুদূর বেড়ে গিয়েছো ধৈর্যের রস ঘিলু থেকে তুমি সবটুকু শুষে নিয়েছো তোমার কোন কোন কোন কোন কোন কোন কোন কথা শুনবো না আর যথেষ্ট বুঝি কিসে ভালো হবে, নিজেদের মতো ভাববো আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকবো। তুমি বাজে কথা খুব জোরে জোরে জোরে বারবার করে বলবে তুমি এত কথা ভীড়ে সত্যি গুলোকে চুরমার করে চলবে আমি গোয়েবলসের আয়নায় ঠিক তোমাকেই দেখে ফেলেছি এই হাঙ্গরের দাঁত পুরনো, তাতে পোকা লেগে আছে দেখেছি তুমি গরিবের ভালো চাও না সেটা বোঝাতে বাকি রাখো নি তুমি মিথ্যে পুজোতে ব্যস্ত, কোন সত্যি লড়াইয়ে থাকোনি তুমি সব ধরনের অংক পাকিস্তান দিয়ে গুন করেছো তুমি সবাইকে খুব রাগিয়ে নাছোড়বান্দা করেই ছেড়েছো 'Jab Zulm-O-Sitam Ke Koh-E-Garan Rooyi Ki Tarah Ud Jayenge, Hum Dekhenge' তুমি বহুদূর দূর বহুদূর দূর বহুদূর বেড়ে গিয়েছো ভারতের ভিত নাড়িয়ে নিজের শমনকে ডেকে নিয়েছো তোমার কোন কোন কোন কোন কোন কোন কোন কথা শুনবো না আর যথেষ্ট বুঝি কিসে ভালো হবে, নিজেদের মতো ভাববো আমি অন্য কোথাও যাব না, আমি এই ভারতবর্ষে থাকবো।
@BibhasChatterjee3 жыл бұрын
Such a good song, khub khub bhalo geyechhis dujone. ✊🏽🤟🏽🤗
@pareenmehendi49913 жыл бұрын
দাদা আরো video চাই তোমাদের।
@mondiramisra25793 жыл бұрын
বাঃ খুব সুন্দর হয়েছে , কথা ও গায়কী খুবই ভাল লাগল ।
@sujoydas37684 жыл бұрын
প্রাণ খুলে ভালোবাসা দিলাম... আর মন ভরে রেখে গেলাম প্রশংসা....
@samsan7014 жыл бұрын
বড় সুন্দর। বড় সুন্দর। এতো সুন্দর কন্ঠে, স্পষ্ট উচ্চারণে, এতো সুরে ছোটবেলা খুঁজে পেলাম। অনেক এগিয়ে যাও, আমার শুভ কামনা রইল।
@abhyansh_diary4 жыл бұрын
Sgujnn
@benrapo4 жыл бұрын
Excellent - captures a typical 20 minutes of my day. #InterraWFH
@kamalchandrapant41634 жыл бұрын
Superb work
@budhadityabhattacharya94604 жыл бұрын
NICE
@samsan7014 жыл бұрын
ভালো লাগলো কী আমার? উত্তরটা সরল নয়। সুমন আর রূপম দুজনই আমার অত্যন্ত আদরের শিল্পী। কিন্তু এটা যেন রূপমের কন্ঠে সুমনের গান। আমার জগাখিচুড়ী লেগেছে। কিছু মনে করো না বন্ধু, এখানে হন্যে হয়ে তোমাকে খুঁজেছি। কন্ঠে এতো পূর্ণতা না থাকলে লিখতাম ও না। যেকোনো প্রথিতযশা শিল্পীকে প্রণাম জানিয়ে তার গায়কী থেকে সচেতন ভাবে যতক্ষণ দূরে না যাবে, তুমি "তুমি" হবে না। আরো ভালো গাও, অনেক গাও।
@the_seventh_string4 жыл бұрын
আমি মনেহয় আপনার মনের কথাটা বুঝতে পেরেছি। আসলে, আমার নিজস্বতার মধ্যে হয়তো রূপমের গায়কির অনেক প্রভাব আছে। সেটা থেকে বেরোনো হয়তো খুব কঠিন আমার জন্য। কিন্তু, একটা কথা সগর্বে বলতে পারি- যখন যে শিল্পীরই গান গাই, তাঁদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই গাই। হয়তো গায়ক হিসাবে আমার সীমাবদ্ধতা সেটা শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারেনা। আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ, এবং পরবর্তীকালে এই বিষয়টাতে আরও জোর দেবো। ভালো থাকবেন।
@the_seventh_string4 жыл бұрын
kzbin.info/www/bejne/ooKZm4Z-hbKroZY এই লিঙ্কটা শুনেও যদি আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করেন খুব ভালো লাগবে।
@samsan7014 жыл бұрын
আমার গানবেলার গল্প। আমি অন্য অনেক ধরনের গান করতাম, কোন অসুবিধা ছিল না। কিন্ত যখনই বড় ভালবাসার রবীন্দ্রসঙ্গীত গাইতাম, কখন যে সেগুলো শ্রদ্ধেয় সাগর সেনের গায়কীতে পিছলে পড়ত জানিনা। সে ছিল দারুন মজা। সচেতন ভাবে তাঁকে অনুসরণ করে কতো যে মানুষের অবাক-বাহবা পেয়ে আনন্দিত হয়েছি, তার শেষ নেই। একদিন আমার গানের মাষ্টারমশায়ের একটা কথা কানে লেগে গেল। তিনি বেশি সুরের কম কথার মানুষ। বললেন গানে চেতনা ছেড়ে অচেতন হয়ে যেতে। আমি তো মাথা চুলকে ভাবলাম বেশ কদিন, মনে মনে অসন্তুষ্টও হলাম। এমনকি ভাবলাম এটা ওঁর ঈর্ষা। এতোটাই নীচে নেমেছিলাম। তারপর একদিন কি মনে করে নিলাম সঙ্কল্প, শুরু হলো যুদ্ধ। অসম সঙ্গ্রাম। কোথায় সাগর সেনের গায়কী আর কোথায় আমার আমি। অচেতন হবো কি, আরও সচেতন হয়ে গেলাম। শেষে একদিন ঘা খেলাম প্রেমে, মাষ্টারমশায়ের সামনে "আজি বিজন ঘরে" গাইতে গিয়ে চোখে জল চলে এলো। কখন যে তিন চারটে গান গেয়ে ফেলেছি জানিনা। শেষে তিনি চলে যেতে যেতে একটা হাসি দিয়ে বললেন, সাগর বাবু চলে গেছেন, আবার কখনো দেখা হলে প্রণাম কোরো। আমি এতোদিনে বুঝলাম অচেতন হওয়ার মানে। আমার জীবনে গুরু নিজেই এক অমূল্য আশীর্বাদ। আজ জানি বার বার প্রতি মুহূর্তে অচেতন হওয়া, নিজেকে ভাঙা, আবার গড়ে তোলা কতোটা কঠিন।
@kawthabarta26743 жыл бұрын
সুন্দর প্রয়াস । তা সত্ত্বেও আপনাকে অনুরোধ এই ধরণের গান আর ভালো করে বারবার শোনা উচিত রেকর্ড করার আগে । প্রতিটা উচ্চারণ ইত্যাদি । আপনি কিন্তু গানটা সুন্দর গেয়েছেন । কিন্তু উচ্চারণের খামতি গুলোও বেরিয়ে এসেছে ।আমার মনে হয় এই ধরণের গান নিজের লিবার্টি নিয়ে না গাইলে ভালো । স্রেফ সুমনকে কপি করলে ভালো,অর্থাৎ ঠিক যে ভাবে এক্সপ্রেশানন্স গুলো উনি দিয়েছেন এক দম ডাইসে মেপে মেপে লাগাতে হবে । মনে এই গান অন্তর স্পর্শী হবে । প্লিজ ভুল বুঝবেন না এটা স্রেফ আপনার গান তা ভালো লাগলো বলে ফেললাম স্পর্ধা ক্ষমা করবেন
@the_seventh_string3 жыл бұрын
@@kawthabarta2674 অসম্ভব গুরুত্বপূর্ণ কমেন্ট। উচ্চারণকে আমি সবসময় অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি। কিন্তু, কবীর দার মতো সুস্পষ্ট উচ্চারণকে হয়তো ছুঁয়ে উঠতে পারিনা। বিশ্বাস করুন আমি গান গাওয়ার আগে অনেকবার শুনি। কিন্তু আমার অক্ষমতা যে আপনার আমি ভালো গেয়েও সেই আড়ষ্ট ব্যাপারটাকে উৎরাতে পারিনি। পরবর্তীতে আরও সচেতন থাকবো। এই ধরণের কমেন্ট আরও করবেন। খুব উৎসাহ দেয়। kzbin.info/www/bejne/ooKZm4Z-hbKroZY এটা শুনে আপনার মতামত জানাবেন। ভালো লাগবে।
@souravmallickxyive14434 жыл бұрын
Nice great job
@beinghuman19705 жыл бұрын
👌👌👌👍👍
@JPYaariyan5 жыл бұрын
Kon scale e ache gaan ta plz bolbe ? excellent work done bro.....