তুমি পুরাণকে বলো ইতিহাস, ইতিহাসকে বলো পুরানো তোমার কাজ শিক্ষাকে লাঠিপেটা করে মূর্খের জ্বালা জুড়ানো তোমার ভক্তিতে দাগ রক্তের, তুমি কাউকেই ভালোবাসো না তুমি দেশাতি করতে এসেছ, দেশপ্রেমের কিছুই জানো না তুমি বহুদূর দূর বহুদূর দূর বহুদূর বেড়ে গিয়েছো ধৈর্যের রস ঘিলু থেকে তুমি সবটুকু শুষে নিয়েছো তোমার কোন কোন কোন কোন কোন কোন কোন কথা শুনবো না আর যথেষ্ট বুঝি কিসে ভালো হবে, নিজেদের মতো ভাববো আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকবো। তুমি বাজে কথা খুব জোরে জোরে জোরে বারবার করে বলবে তুমি এত কথা ভীড়ে সত্যি গুলোকে চুরমার করে চলবে আমি গোয়েবলসের আয়নায় ঠিক তোমাকেই দেখে ফেলেছি এই হাঙ্গরের দাঁত পুরনো, তাতে পোকা লেগে আছে দেখেছি তুমি গরিবের ভালো চাও না সেটা বোঝাতে বাকি রাখো নি তুমি মিথ্যে পুজোতে ব্যস্ত, কোন সত্যি লড়াইয়ে থাকোনি তুমি সব ধরনের অংক পাকিস্তান দিয়ে গুন করেছো তুমি সবাইকে খুব রাগিয়ে নাছোড়বান্দা করেই ছেড়েছো 'Jab Zulm-O-Sitam Ke Koh-E-Garan Rooyi Ki Tarah Ud Jayenge, Hum Dekhenge' তুমি বহুদূর দূর বহুদূর দূর বহুদূর বেড়ে গিয়েছো ভারতের ভিত নাড়িয়ে নিজের শমনকে ডেকে নিয়েছো তোমার কোন কোন কোন কোন কোন কোন কোন কথা শুনবো না আর যথেষ্ট বুঝি কিসে ভালো হবে, নিজেদের মতো ভাববো আমি অন্য কোথাও যাব না, আমি এই ভারতবর্ষে থাকবো।
@soujatyachowdhury82373 жыл бұрын
Aro gan sunte chai
@mondiramisra25793 жыл бұрын
বাঃ খুব সুন্দর হয়েছে , কথা ও গায়কী খুবই ভাল লাগল ।
@soumyadevmukherjee74273 жыл бұрын
Superb, wonderful coordination. Loved the presentation.
@sharmichowdhury8403 жыл бұрын
খুব সুন্দর 💓
@BibhasChatterjee3 жыл бұрын
Such a good song, khub khub bhalo geyechhis dujone. ✊🏽🤟🏽🤗