Пікірлер
@TaniyaRoy-y9l
@TaniyaRoy-y9l 9 сағат бұрын
Ei khabar ta ki golap gache proyog kora jabe?
@amenaashru5141
@amenaashru5141 13 сағат бұрын
পাতা হলুদ হয়ে যায়
@daludas3328
@daludas3328 12 сағат бұрын
গাছে জল বেশি হচ্ছে বা বেশী মাটিতে খাবার বেশি হচ্ছে, কমিয়ে দিলেই গাছ ঠিক হয়ে যাবে, আর গাছ কে সবসময় রোদে রাখুন।
@amenaashru5141
@amenaashru5141 13 сағат бұрын
আমি বাংলাদেশ থেকে বলছি। আমি নতুন ছাদ বাগানী। কয়েক টা গাছ লাগিয়েছি। আমার গাছের পাতা কুঁকড়ে যায়। গাছের গ্ৰোথ ও ভালো না।আর একটা বিষয় একটু সাহায্য করুন ব্লাইন্ড সুড এবং ভালো সুড কি ভাবে চিনবো। ছবি সহ বিস্তারিত জানালে উপকৃত হবো।
@daludas3328
@daludas3328 12 сағат бұрын
প্রথমে আসি ব্লাইন্ড শুট এর প্রধান যে কারণ সেটি হলো গাছের শেকড়ের গ্রোথ ঠিকমতো হয়নি এবং এই সময় গাছে ফুল নিলে 100%গাছে ব্লাইন্ড শুট আসবে, তাই ফুল না নিয়ে আগে গাছ ভালো করে তৈরী করুন, গাছের পাতা কোঁকড়ানো এটি 2 টি কারণে হতে পারে, 1. গাছের মাটিতে হয়তো জল বেশী জমছে বা ভিজে মাটিতে জল দিচ্ছেন, এগুলি করা যাবে না নয়তো গাছের ডাল শুকিয়ে dieback হবে 2. গাছে মাইটস লেগেছে, গাছের পাতার নিচে মাইটস লেগেছে, তাই পাতার রস শুষে নিচ্ছে তাই পাতা ওরকম হচ্ছে, গাছের পাতায় তলার দিকে প্রেসারে জল স্প্রে করতে হবে, আর গাছের growth ভালো না হলে সর্ষের খোলের সঙ্গে চা পাতা মেশাবেন তারপর 4 দিন পর সকালের দিকে গাছের গোড়ায় দেবেন।
@arupkayal7928
@arupkayal7928 13 сағат бұрын
প্রতিস্থাপনের পর নতুন যে পাতা বের হচ্ছে সেই পাতার কিনারা পোড়া পোড়ার মতো হয়ে যাচ্ছে। উপায় কি একটু বলবেন প্লিজ।
@daludas3328
@daludas3328 11 сағат бұрын
টবের মাটিতে জল বেশী হলেই পাতা ওরকম হবে, এছাড়া নতুন গাছে খাবার বেশি দেবেন না, আগে গাছের শেকড়ের গ্রোথ ঠিকমতো নিয়ে আসুন, নইলে পাতা হলুদ হবে, গাছের growth ভালো হবে না, শুরুর দিকে চেষ্টা করুন 12 61 00 সঙ্গে Humic Acid ও Seaweed এই 3 টি খাবার দিয়ে গাছের 1 মাস পরিচর্যা করতে, এদের details, আমার New Rose Plant এই ভিডিও গুলিতে বলা হয়েছে, পারলে দেখে নেবেন।
@BrajenMukherjee
@BrajenMukherjee 16 сағат бұрын
No no not double delight but cherry perfet.
@daludas3328
@daludas3328 16 сағат бұрын
It may be but I am not confirmed.
@maldapigeonlovers3423
@maldapigeonlovers3423 16 сағат бұрын
সব গাছ কি মাটিতে লাগানো
@daludas3328
@daludas3328 16 сағат бұрын
হ্যাঁ।
@alpanabanerjee6189
@alpanabanerjee6189 18 сағат бұрын
আপনারা তো ইউটিউব সবটাই সুন্দর গাছ দেখান আমি এবার তিনটে কাজ এনেছি গো টু আর তিনটে গাজী মরে গেছিল একটা গাছের পাতাগুলো হলুদ হয়ে কালো স্পট হয়ে যাচ্ছে আজকে ফাঙ্গি সাইট ও দিয়ে দিয়েছি পাতাগুলো সব কেটে দিয়েছে এবার গাছগুলোকে কিভাবে যত্ন করব আপনি ছোট্ট করে আমাকে একটু বলে দিন আপনি যা যা বলেছেন আমি প্রথমে তাই দিয়েছি আমি বুঝতে পারছি না গাছগুলো বাঁচবে কি
@daludas3328
@daludas3328 18 сағат бұрын
@@alpanabanerjee6189 গাছের পাতা হলুদ হওয়ার মূলত 2 টি কারণ, হয় গাছের মিডিয়াতে জল বেশী জমছে, সেই জন্য root rot হচ্ছে, কারণ পাতায় কালো দাগ মানেই কিন্তু শেকড়ের সমস্যা, আর এছাড়া গাছে খাবার বেশি হচ্ছে, যার জন্য পাতা হলুদ হচ্ছে, আক্রান্ত পাতা কেটে ভালো করেছেন এর পর একবার Redomil gold Fungisite spray করে দিন, আর আপনি তো অভিজ্ঞ মানুষ, গাছকে রোদে রাখুন জল কম দিন, new growth এর জন্য Miraculan 2 ml 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করুন, New growth শুরু হলে সব ঠিক হয়ে যাবে।
@arnabchatterjee9863
@arnabchatterjee9863 20 сағат бұрын
Gach ti "cherry perfait".not "double delight".
@daludas3328
@daludas3328 19 сағат бұрын
@@arnabchatterjee9863 double delight, nursery তে এই ID ছিল।
@Oceanbluelit
@Oceanbluelit 20 сағат бұрын
এই খাবার চার্টটা কত দিন করতে হবে?
@daludas3328
@daludas3328 19 сағат бұрын
গাছ Pruning করার 10 দিন পর থেকে upto গাছে কুঁড়ি ফেটে রং আসা পর্যন্ত, তবে মাটি ভিজে থাকলে রোজ রোজ খাবার দেবেন না, এক দিন বা দুই দিন পর দেবেন, ছোটো গাছে অল্প পরিমাণে খাবার দেবেন, গাছ বড়ো হলে খাবার পরিমাণ বাড়াবেন, খাবার বেশি দিলেই গাছ ভালো হবে এমনটা কিন্তু নয়, গাছের অবস্থা বুঝে খাবার দেবেন, অতিরিক্ত খাবার মাটিতে জমা হলে গাছের পাতা হলুদ হয়ে যাবে, তাই গাছের বয়স ও অবস্থা বুঝে খাবার দেবেন, এক্ষেত্রে weekly চার্ট একটু পরিবর্তন করে নেবেন।
@Oceanbluelit
@Oceanbluelit 20 сағат бұрын
ফুল কি নেক্সট ইয়ার নেওয়া উচিত?
@daludas3328
@daludas3328 20 сағат бұрын
@@Oceanbluelit আমার হিসাবে আগে গাছ ready করে তার পর ফুল নেয়া উচিত, নাহলে গাছের growth ভালো হবে না, বেশিরভাগ New ব্রাঞ্চ থেকে ব্লাইন্ড শুট আসবে, ফুল বা কুঁড়ি কম আসবে।
@Oceanbluelit
@Oceanbluelit 20 сағат бұрын
এই গাছের বয়স কত?
@daludas3328
@daludas3328 20 сағат бұрын
10 মাস, তবে কিছু গাছ আছে 1 বছরের, কিন্তু বেশিরভাগ গাছের বয়স 10 মাস।
@Oceanbluelit
@Oceanbluelit 20 сағат бұрын
Ei year er flowers nie winter er age chara banate para jabe?
@daludas3328
@daludas3328 20 сағат бұрын
@@Oceanbluelit যাবে। কিন্তু ইনকা গাঁদার চারা নিলে হবে না, মায়া বা লক্ষ্মী গাঁদার বীজ নিতে হবে।
@Aradhona572
@Aradhona572 Күн бұрын
Dada, Amar ai gacher koekta leaf kemon muchmuche hoye gece, but green ache. Ata Keno hoy?
@daludas3328
@daludas3328 Күн бұрын
গাছ সরাসরি রোদে রাখুন, জল কম দিন, খেয়াল রাখুন টবে যেনো জল না জমে ও টবের মাটি সবসময় ভিজে না থাকে, শেকড় পচে গেলে বা পচন ধরলে এরকম সবুজ পাতা হঠাৎ ঝিমিয়ে যায়।
@sirajulalamchowdhury9985
@sirajulalamchowdhury9985 2 күн бұрын
দাদা এই হাজারী গোলাপ গাছটির কি কোন নাম আছে ?1:44
@daludas3328
@daludas3328 2 күн бұрын
@@sirajulalamchowdhury9985 না, নার্সারি তে বিভিন্ন রঙের পাওয়া যায়, এই গাছের অন্য নাম হয় না, হাজারী বললে ওরা এই গাছগুলোকে দেখাবে, এবার কালার আর ফুলের সাইজ দেখে নিতে হবে।
@mukundasarkar7821
@mukundasarkar7821 3 күн бұрын
এই গুলো কি সার এর দোকানে পাওয়া যাবে??
@daludas3328
@daludas3328 3 күн бұрын
@@mukundasarkar7821 amazon এ online পেয়ে যাবেন।
@mukundasarkar7821
@mukundasarkar7821 3 күн бұрын
গাছের গোড়া থেকে জে ডাল বেরই সেগুলো রাখবো?? মানে যেখান থেকে নেওয়া সেখানে বলেছে না রাখতে ওগুলোতে ফুল ফোটে না একটু হেল্প করো
@daludas3328
@daludas3328 2 күн бұрын
প্রথমে গোলাপ গাছের Bird union টা চিনে নিন, আপনি যে গাছটি কিনেছেন সেটি যে জায়গায় graft করা হয়েছে সেটা bird union, এর নিচে থেকে যে সমস্ত ডাল বেরিয়ে আসবে সেগুলি সব এলা ডাল ঐ ডাল সাত পাতার হবে কোনো দিনও ফুল হবে না। Bird union এর উপর বা grafted জায়গা থেকে নর্মাল ডাল বেরিয়ে আসবে।
@mukundasarkar7821
@mukundasarkar7821 2 күн бұрын
@@daludas3328 thank you so much
@Oceanbluelit
@Oceanbluelit 3 күн бұрын
5:42 dada daily ei bhabe daily water dile mati bhejai thakche. Mati sukte 2days lagche. Tao ki daily water dibo root treatment er jonno.ami December e plant lagiechi.
@daludas3328
@daludas3328 3 күн бұрын
@@Oceanbluelit না ভিজে মাটিতে জল দিলে শেকড় পচে যাবে, তাই মাটি একটু শুকিয়ে গেলে জল দেবেন, গাছকে সবসময় রোদে রাখুন, প্রয়োজনে 1 দিন বা 2 দিন পর জল দিলে অসুবিধা নেই, মনে রাখবেন তাড়াহুড়ো করবেন না ভালো মানের গোলাপ গাছ করতে সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হল ধৈর্য্য, so keep quite and do the needful, Best wishes for your Garden.
@Oceanbluelit
@Oceanbluelit 3 күн бұрын
Root treatment korar por ei khabar ta plant te dite pari?
@daludas3328
@daludas3328 3 күн бұрын
@@Oceanbluelit root treatment হয়ে গেলে normal ফিডিং শুরু করা যাবে, Instant রেজাল্টের জন্য লিকুইড খাবার feed করান।
@ratnaneogi2331
@ratnaneogi2331 3 күн бұрын
Eto kotha bolen keno?
@megha8536
@megha8536 3 күн бұрын
Amar gacher ful hoche kintu choto
@daludas3328
@daludas3328 3 күн бұрын
গাছে কম্পোস্ট সার, গোবর সার ব্যবহার করুন, গাছ হয়তো ঠিক মতো পুষ্টি পাচ্ছে না, লিকুইড খাবার দিন তাড়াতাড়ি কাজ হবে, গাছকে সবসময় রোদে রাখুন, জল পরিমাণ মতো দিন, সঠিক খাবার খেতে দিন ঠিক হয়ে যাবে।
@tirthankarsingha1600
@tirthankarsingha1600 4 күн бұрын
Dada amar ekta 1year old rose plant ache kintu kono phool aseni. Ki korbo
@daludas3328
@daludas3328 4 күн бұрын
মাসে 1 বার ভারী খাবার, মানে মিক্স খাবার যেমন হাড় গুঁড়ো, শিং কুঁচি, সর্ষের খোল, নিম খোল, চা পাতা সব গুলো 2 চা চামচ করে মেশাবেন তারপর 10 ইঞ্চি টবে 4 চা চামচ মাটিতে মিশিয়ে দিন এবং সপ্তাহে একবার সরষের খোল ভেজানোর জল দেন, Next week এ সর্ষের খোল ও ভাতের মাড় মিশিয়ে দিন, third week এ ঘুঁটে ভেজানো জল দিন, Last week এ balance NPK 19 19 19 বা 20 20 20 হাফ চা চামচ 1 লিটার জলে মিশিয়ে গাছে দেন 100% রেজাল্ট পাবেন, আর ভারী খাবার দেবার পর গোবর সার বা ভার্মি কম্পোস্ট ওর ওপর দিয়ে দিন।
@runadas8436
@runadas8436 6 күн бұрын
Dada ei gacher chatai ki ei jan masheo kre jabe. Pune variety jaba. July te kinechilm. Sudhu duto dal ache. Ektu jadi janan🙏
@daludas3328
@daludas3328 6 күн бұрын
Hybrid Pune variety গাছ এখন ছাঁটাই করবেন না, কারণ শীত কাল এদের growing Time তাই মাটিতে নাইট্রোজেন যুক্ত খাবার দেন, যেমন সর্ষের খোল ও চায়ের পাতা, গোবর সার ও ভার্মি কম্পোস্ট এগুলো গাছের গোড়ায় দেন, ভারী খাবার মাসে 1 বার লিকুইড খাবার সপ্তাহে একবার, এই ভাবে পরিচর্যা করুন গাছের growth ভালো হবে , আর ডাল খুব লম্বা হলে ডগার দিকটা একটু ছেঁটে দিতে পারেন।
@runadas8436
@runadas8436 6 күн бұрын
Dada, ei jan te ki khabar debo. Jadi bolen
@daludas3328
@daludas3328 6 күн бұрын
একটু অপেক্ষা করুন Next ভিডিওতে সবকিছু ডিটেইলসে জানিয়ে দেবো, তবে এইটুকু বলছি গাছে ফুল না এলে লাল পটাস হাফ চা চামচ টবের সাইডের মাটিতে মেশান, বেশি জল দেবেন না।
@runadas8436
@runadas8436 6 күн бұрын
Taral sar dile ki matite heavy solid khabar dite hbe na?
@daludas3328
@daludas3328 6 күн бұрын
Heavy খাবার মাসে 1 বার করে দেবেন, তরল সার সপ্তাহে একবার করে দেবেন।
@pablolopez877
@pablolopez877 6 күн бұрын
Dada, 4 din er bapar ta clear holo na. First du din ak songe sorser khol and nim khol pochalen. Then du din er mathai or sathe ki cha pata r gur mesate hobe? Pls janaben.
@daludas3328
@daludas3328 5 күн бұрын
সরষের খোল ও নিম খোলের সঙ্গে 2 দিন পর চা পাতা মেশাবেন । আর 4 দিন পর সকালের দিকে গাছের গোড়ায় 1:3 এই অনুপাতে গাছের গোড়ায় জলের সঙ্গে মিশিয়ে দেবেন সপ্তাহে এক দিন।
@pablolopez877
@pablolopez877 5 күн бұрын
@daludas3328 ar je gur dilen apni. Ota kobe mesate hobe. Pls janaben.
@daludas3328
@daludas3328 5 күн бұрын
সরষের খোল ভেজানোর 2 দিন পর দেবেন।​@@pablolopez877
@Bad-cooking-1
@Bad-cooking-1 6 күн бұрын
10 month er gach eta. Ato imrove. Dekhe mone hochhe 3 yrs gach
@daludas3328
@daludas3328 5 күн бұрын
এর পর Double delight এর উপর একটা ভিডিও আপলোড করবে গাছের ভলিউম আপনাকে অবাক করবো, এই সমস্ত গাছের শুরু থেকে পরিচর্যা জানতে হলে channel এ New Rose Plant নিয়ে যে 7 টি পর্ব আছে সেটা playlist টে গিয়ে চেক করে দেখতে পারেন। Comment এর জন্য ধন্যবাদ
@miramondal1610
@miramondal1610 6 күн бұрын
সর্ষের খোল পচা জল গাছে দেয়ার কত দিন পরে কীটনাশক দিতে পারবো গাছে। একটু বলবেন প্লিজ
@daludas3328
@daludas3328 6 күн бұрын
কীটনাশকের সঙ্গে সর্ষের খোল পচা জলের কোনো সম্পর্ক নেই, আপনি সকালে সর্ষের খোল দিয়ে বিকালে কীটনাশক স্প্রে করতে পারেন, মনে রাখবেন ডোজ কখনোই বেশি মাত্রায় দেবেন না, গাছের প্রচুর ক্ষতি হয় এতে।
@pritibera9694
@pritibera9694 8 күн бұрын
Kdin bade bade ata dite hobe?
@daludas3328
@daludas3328 8 күн бұрын
@@pritibera9694 10 দিন পর এক বার দেবেন।
@GARGIMANDAL-qz1mk
@GARGIMANDAL-qz1mk 8 күн бұрын
Khubi valo laglo video ta dekhe.ar onek upokrito holam Dada vai. 🙏❤️👍❤️😁🇹🇯❤️💐❤️👌❤️🌹🌹🙏jamshedpur Jharkhand theke.
@daludas3328
@daludas3328 8 күн бұрын
@@GARGIMANDAL-qz1mk Thanks for your valuable comments.
@dipalighosh4161
@dipalighosh4161 8 күн бұрын
Dada sob kichhur poriman ta aktu bole dile bhalo hoy
@daludas3328
@daludas3328 8 күн бұрын
@@dipalighosh4161 50 গ্রাম সর্ষের খোল+ 2 চা চামচ আনুমানিক 20 গ্রাম চা পাতা (চা না করা পাতা হলে ভালো) 4 দিন জলে পচিয়ে গাছের গোড়ায় দেবেন।
@ashimroy3078
@ashimroy3078 9 күн бұрын
পটাশিয়াম কিসের থেকে এল বোঝা গেল না।
@daludas3328
@daludas3328 8 күн бұрын
Coffee powder is a natural source of potassium, magnesium, calcium,sulfer and also a good source of Micro Nutrient.
@sulatasarkar4661
@sulatasarkar4661 9 күн бұрын
সব ফুল গাছেই কি এই খাবার দেওয়া যায় দাদা।
@daludas3328
@daludas3328 9 күн бұрын
@@sulatasarkar4661 না, কেবল মাত্র অ্যাসিডিক soil পছন্দ করে এরকম গাছ যেমন গোলাপ , টমেটো, জবা ফুলের গাছে এই খাবারটি ভালো কাজ করবে।
@sibanikoley1234
@sibanikoley1234 9 күн бұрын
Khub bhalo tips upner videota achha. Many thanks dada
@Riyamandal646
@Riyamandal646 9 күн бұрын
Dada gach helthy ache but kuri asche na
@daludas3328
@daludas3328 9 күн бұрын
হাফ চা চামচ বায়ো পটাস বা লাল পটাস টবের সাইড বরাবর ছড়িয়ে দিন 15 দিন অন্তর 1 বার , না থাকলে কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল সপ্তাহে 1 দিন করে দিন।
@Oceanbluelit
@Oceanbluelit 9 күн бұрын
7:31 dada amar hybrid hibiscus e sab pata jhore geche r notun pata berotei jhore jachhe.ekhon plant e ektao pata nei .ki korte hobe ektu janaben please.
@daludas3328
@daludas3328 9 күн бұрын
@@Oceanbluelit গাছকে Repot করুন পুরো মাটি ফেলে দিয়ে নতুন মাটিতে গাছ বসান ... মনে রাখবেন.. গাছে খাবার কম দেবেন, পরিমাণ মতো জল দেবেন, সবসময় গাছের গোড়া যেনো ভিজে না থাকে, ফাঙ্গাস লাগবে, জৈব খাবার...যেমন গোবর সার, ভার্মি কম্পোস্ট, মাত্র দুই মুঠো মাসে 1 বার গাছের মাটিতে মেশান, সর্ষের খোল, চা পাতা, ঘুঁটে ভেজানো জল সপ্তাহে একবার টবের মাটিতে দেবেন, টবে খাবার ও জল বেশী হলেই পাতা হলুদ হয়ে ঝরে পড়বে।
@Shyamalidas8090
@Shyamalidas8090 9 күн бұрын
দাদা প্লাষ্টিকের টবে কি গোলাপ গাছ ভালো হবে?
@daludas3328
@daludas3328 9 күн бұрын
@@Shyamalidas8090 হয় না, গরমের দিনে প্লাস্টিক পট তাড়াতাড়ি গরম হয়, এর ফলে গাছের শেকড় নষ্ট হয়ে যেতে পারে।
@Shyamalidas8090
@Shyamalidas8090 9 күн бұрын
@daludas3328 ধন্যবাদ আপনাকে
@Aradhona572
@Aradhona572 9 күн бұрын
Dada, Amar inka Gada gache onek kuri aseche, kintu leafguli sukno and kalo kalo hoye jache, kono incsect o nei. Keno Amon hoche ar ki dile thik Hobe pls bolben.
@daludas3328
@daludas3328 9 күн бұрын
@@Aradhona572 গাছে খাবার বেশি হচ্ছে, এছাড়া টবে জল জমলে পাতায় ফাঙ্গাস লাগে, গাছে জল ও খাবার কম দেবেন , গাছকে সবসময় রোদে রাখুন, আক্রান্ত পাতা কেটে ফেলুন, সবশেষে গাছে কেমিক্যাল সারের ব্যবহার কম করে জৈব খাবার দেন।
@alpanabanerjee6189
@alpanabanerjee6189 10 күн бұрын
কফির পরিবর্তে চা দেয়া যাবে
@daludas3328
@daludas3328 10 күн бұрын
যাবে।
@RitaDas-k5o
@RitaDas-k5o 10 күн бұрын
R sudu pipra hocha
@daludas3328
@daludas3328 10 күн бұрын
গাছের মাটি চেঞ্জ করে রিপট করুন আর মাটিতে নিম খোল মেশান পিঁপড়ে চলে যাবে, এছাড়া সরাসরি ছাদের উপর গাছ না রেখে কোনো কিছুর উপর টব রাখুন যাতে জল বেরিয়ে যায় সহজে।
@RitaDas-k5o
@RitaDas-k5o 10 күн бұрын
Dada amr jacha pata hocha na ki korbo
@daludas3328
@daludas3328 10 күн бұрын
গাছের গোড়ায় জল বেশী দেবেন না, গোবর সার ও ভার্মি কম্পোস্ট দিন গাছের নতুন গ্রোথ শুরু হবে।
@biyasghosh3187
@biyasghosh3187 9 күн бұрын
আপনার কাছে আমার প্রশ্নহল1_যে সারটা আপনি দিলেন তা এবং অন্য খাবার মাসে কবার দেন ? ,কারন জবা গাছ খেতে খুব ভালবাসে ।প্রশ্ন2_পটাশ,বোন 1 মিল,সুপার ফসফেট কি গাছে দেন?প্রশ্ন3_কতদিন ছাড়া জল দেন?প্রশ্ন4_এই জবা গুলো কি পুনে না বাঙ্গালোর?প্রশ্ন5_কি পরি চর্যা করেবড় করেছেন তার video আ ছে?
@swapnaroy7844
@swapnaroy7844 11 күн бұрын
চা এর পাতা কতটুকু দেবো দাদা।
@daludas3328
@daludas3328 11 күн бұрын
@@swapnaroy7844 1 লিটার জলে 10 গ্রাম বা আনুমানিক 2 চা চামচ।
@swapnaroy7844
@swapnaroy7844 11 күн бұрын
দাদা আমার হাইব্রিড জবাগাছের পাতাগুলো ঝরে যাচ্ছে এর উপায় কি যদি একটু বলতেন।
@daludas3328
@daludas3328 11 күн бұрын
@@swapnaroy7844 হয় মিডিয়াতে জল বেশী জমছে নয়তো খাবার বেশি হচ্ছে, চেক করে দেখুন, এছাড়া পাতার নিচে মাইটস লেগেছে , পাতার নিচে প্রেসারে জল স্প্রে করতে হবে।
@SunilHayaran
@SunilHayaran 11 күн бұрын
Welldone but idont bangali translate hindi🎉
@daludas3328
@daludas3328 11 күн бұрын
@@SunilHayaran phehele media ko ready kijiye, media well drained banaye fir bone meal horn meal vermi compost mustard cake mix korke mahine me ek bar pot may dijiye, Kam ho jayega.
@tanaymistry4374
@tanaymistry4374 11 күн бұрын
আমার গাছ September এ বসিয়েছি , 1 ফুট লম্বাই বেড়েছে এবার কি Repot করতে পারি ..Repot টা বুঝতে পারছি না কখন করা যাবে
@daludas3328
@daludas3328 11 күн бұрын
@@tanaymistry4374 for ফুল না নিয়ে গাছটিকে ভালো করে রেডি করুন, মার্চ মাসের প্রথম সপ্তাহে যদি 6ইঞ্চিতে থাকে তাহলে 8 ইঞ্চিতে বসাবেন পরে সেপ্টেম্বর মাসে 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চিতে বসাবেন।
@skmahetab561
@skmahetab561 12 күн бұрын
আমাকে 10-15 টা গোলাপ এর নাম বলুন যে গুলি নতুন দের জন্য ভালো হবে যার ভিতরে ভালো রং , অধিক রং , অধিক ফুল , কিছু সুগন্ধি , ইত্যাদি ইত্যাদি সব কিছু মিশিয়ে থাকবে
@daludas3328
@daludas3328 11 күн бұрын
Variety of Roses that can better perform on pots 1.Love 2. Sadabahar 3. Rockstar 4.Peachavalanche 5. Sunset celebration 6. Cherry parfait 7.Zorina 8. Double daylight 9.Peradise 10.Monika 11.Solari 12.Avalanch 13. Monalisa 14.Jumilia 15.Bora Bora
@skmahetab561
@skmahetab561 11 күн бұрын
@@daludas3328 thankyou so much 😍
@MayaSinha-k3n
@MayaSinha-k3n 12 күн бұрын
ভাল লাগল, করে দেখব।
@MayaSinha-k3n
@MayaSinha-k3n 12 күн бұрын
আসল কথা তাড়াতাড়ি বলা উচিত।
@manikkumar2012
@manikkumar2012 12 күн бұрын
আরে বাবা পরিমান টা তো বললেন না। কত?????
@daludas3328
@daludas3328 12 күн бұрын
5 gram করে নেবেন কিন্তু একসঙ্গে সবটা দেবেন না, খবরটা মিশিয়ে নিয়ে মিক্সড খাবারটি মাত্র দুই চামচ 15 দিন পর পর দেবেন।
@DipraGhoshVlogs
@DipraGhoshVlogs 13 күн бұрын
Aamar golap gach gulo goto bochorer a bar gach gulo kono groth nei pata gulor obstha valo na ki korte hobe janale upokar hobe apnar gach na dekhie gache pori charja dekhan
@daludas3328
@daludas3328 12 күн бұрын
সবার আগে টবের সাইডের মাটি 4 ইঞ্চি তুলে ফেলুন এর পর , চা চামচের 2 চামচ করে, হাড় গুঁড়ো, নিম খোল, সিং কুচি , সর্ষের খোল, ও 1 চা চামচ single super ফসফেট ভালো করে মিশিয়ে ঐ মাটি তোলা জায়গাটা fill করুন, এর পর 2 মুঠো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট ওর ওপর দিন , সবশেষে মাটি চাপা দিয়ে দিন, গাছ খাবার গ্রহণ করার পর নিউ গ্রোথ শুরু হবে , এই মিক্স খাবার টি মাসে 1 বার দেবেন, এটি মাত্র একটি গাছের জন্য, নেক্সট Time মাটির উপর খাবার দেবেন, এছাড়া সর্ষের খোল পচা জলের সঙ্গে ভাতের মাড় মিশিয়ে 1 দিন সপ্তাহে দেবেন, পারলে Biovita X ও Miraculan এই খাবার 2 টি সংগ্রহ করুন , Biovita X সপ্তাহে এক দিন 2 ml 1 লিটার জলে গুলে গাছের গোড়াতে দিন, আর মিরাকুলান সপ্তাহে একবার 2 ml 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করুন সকালের দিকে, 100%কাজ হবেই, এছাড়া আমার Facebook group এ join করে নিন Dream garden Rose Care এই নামে সার্চ করুন।
@sougatachatterjee2018
@sougatachatterjee2018 13 күн бұрын
আপনার বাগান এবং ফুল অপূর্ব হয়েছে । কিন্তু আমার problem এর answer দিলেন না।
@daludas3328
@daludas3328 13 күн бұрын
facebook.com/groups/555233510806593/
@daludas3328
@daludas3328 13 күн бұрын
লিংক দেয়া হয়েছে।