আপনি যেভাবে বলেছিলেন সেভাবেই সবকিছু করেছি, কিন্তু গাছ সেভাবে বাড়েনি এবং কুঁড়ি আসছে না । কি করব plz বলে দেবেন । after pruning 30 days হয়ে গেছে ।plz জানাবেন ।
@daludas332819 күн бұрын
Pruning এর পর থেকে যে খাবার বলেছিলাম সেটা maintain করলে তো ফুল আসবেই, আমার First Flash already চলছে ভিডিও পরে দেবো দেখবেন মাটির গোলাপের কী volume, কত বড়ো বড়ো সাইজের ফুল এসেছে, পরিচর্যা ঠিকমতো করলে সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমার গাছে তো খুব ভালো রেজাল্ট পাচ্ছি, যাই হোক গাছে ph ঠিক হচ্ছে না, তাহলে raw চায়ের পাতা গাছের মাটিতে মেশান, সপ্তাহে এক দিন ব্যালেন্স NPK 2 ml 1 লিটার জলে মিশিয়ে দিন, একদিন Seaweed 1 দিন 2ml 1 liter জলে মিশিয়ে দিন, 13 00 45 বা না থাকলে Epsom salt with Red Potus জলে গুলে গাছপ্রতি 2 গ্রাম হিসাব করে সপ্তাহে এক দিন করে দিন , pesticide ও Miraculan সপ্তাহে এক দিন স্প্রে করুন, অবশ্যই কাজ হবে। এছাড়া গাছকে দুবেলা জল স্প্রে করুন।