আপনার জিজ্ঞাসার বিষয়টি গুরুত্বপূর্ণ! এবং আপনার জন্য সম্ভবত প্রয়োজনীয়, কিন্তু এর উত্তর দেওয়া আমার জন্য কঠিন! সুনির্দিষ্টভাবে রেটিনার চিকিৎসা খরচ বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে শুনেছি অবস্থা অনুযায়ী খরচ approx 50000- 70000 হাজারের মত। আমি বলব, এবিষয়ে নিশ্চিত হতে ই-মেইলের মাধ্যমে হাসপাতালের সাথে যোগাযোগ করতে পারেন। মেইল আই ডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ। ভাল থাকবেন।
@HR.ASHOOK19 күн бұрын
Shuvo Vai Fota Kaku
@travellerbinoy1223explorer18 күн бұрын
ধন্যবাদ!
@sajalnandi933721 күн бұрын
এই হসপিটাল কি নষ্ট চোখ তূলে যারা চোখ দান করে এমন চোখ লাগানো যায় কি। কোথায় হয় কারো জানা থাকলে বোলবেন
@travellerbinoy1223explorer21 күн бұрын
আপনার জিজ্ঞাসার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ! এই বিষয়টি সম্পর্কে আমার নিশ্চিত জানা নেই। তবে LVPEI যে মানের হাসপাতাল, আমার ধারণা এখানে Eye transfer সম্ভবত অসম্ভব নয়। এই বিষয়ে নিশ্চিত হতে ই-মেইলের মাধ্যমে হাসপাতালের সাথে যোগাযোগ করতে পারেন। Email Id with contact number ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ...ধন্যবাদ। ভাল থাকবেন।
@sajalnandi933720 күн бұрын
@travellerbinoy1223explorer LVPEI hospital ta kothy
@sajalnandi933720 күн бұрын
@travellerbinoy1223explorer cost of ot
@niharranjanacharya383622 күн бұрын
Correct
@travellerbinoy1223explorer22 күн бұрын
আপনার ও আপনার পরিবারের সকলের প্রতি শ্যামা পূজা ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা রইল। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
@swarajkumarsarkar538124 күн бұрын
অপ্রয়োজনীয় কথা বাদ দিন ।
@travellerbinoy1223explorer24 күн бұрын
কোন কথা আপনার অপ্রয়োজনীয় মনে হয়েছে জানি না! যা-ই হোক, ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।
@jaytalk100Ай бұрын
video ti dekhe onek kichhu jante parlam. Dhanyobad
@travellerbinoy1223explorerАй бұрын
ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
@kalyankarmakar1186Ай бұрын
দাদা, রবিবার কি LV PRASAD HOSPITAL খোলা থাকে ???
@travellerbinoy1223explorerАй бұрын
হ্যাঁ, রবিবার খোলা থাকে।
@biplabsarkar4416Ай бұрын
ওখানে ডাক্তার দেখাতে গেলে কি হিন্দি জানতেই হবে
@travellerbinoy1223explorerАй бұрын
ওখানে বলতে কোন হাসপাতালের কথা বলছেন তা স্পষ্ট নয়। তবে আমার ধারণা L V Prasad Eye হাসপাতালের কথাই হয়তো বলছেন। যা-ই হোক, হিন্দি জানতেই হবে এমন নয়, তবে জানা থাকলে ভাল; আপনারই সুবিধা হবে। L V Prasad হোক বা অন্য কোন হাসপাতাল, ডাক্তার যদি বাংলা না জানেন তাহলে হাসপাতালের পক্ষ থেকে বাংলা জানেন এমন লোকের ব্যবস্থা সাধারণত করা হয়ে থাকে। তাই হিন্দি জানা না থাকলে হাসপাতালে হয়তো তেমন কোন সমস্যা হবে না কিন্ত অসুবিধা হতে পারে বাইরে। সাধারণ মানুষ, অটো-গাড়ি চালক সবাই কমবেশি হিন্দিটা জানে বোঝে। বাংলাতো কার্যত নয়ই, ইংরাজিও সবাই জানে না। তাই হিন্দি জানা থাকা আবশ্যক না হলেও ভালো।
@santanukar2545Ай бұрын
Bharat sevasram theke LVPEI kotodur?
@travellerbinoy1223explorerАй бұрын
ভারত সেবাশ্রম সঙ্ঘ, হায়দ্রাবাদ থেকে এল ভি প্রসাদ আই হাসপাতালের দূরত্ব ৫.৬ কিমি।
@debdasray6256Ай бұрын
অনেক তথ্য জানা গেল। ভিডিও ভালো লাগলো।
@travellerbinoy1223explorerАй бұрын
ভিডিও ভাল লেগেছে জেনে আমি খুশি এবং একই সাথে আনন্দিত! ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
@pradipdalui5008Ай бұрын
Ami 2 din age tui mach order korechilam machta khub kharap chilo torkari oo baje sudu nolen gurer rosogolla ta vlo chilo bekar hotel
@travellerbinoy1223explorerАй бұрын
হতে পারে, কোন কিছুই অসম্ভব নয়! সব দিন, সব সময় সমান হয় না।
@DjxhDjxhfffhggАй бұрын
শংকরনেত্রালয় না এল ভি প্রসাদ,কোনটা বেস্ট হবে।বাংলাদেশ থেকে যাবো।রেটিনা ও গ্লুকোমা দুটো সমস্যা ই আছে।
@travellerbinoy1223explorerАй бұрын
কোনটা বেস্ট সেটা আপনাকেই ঠিক করতে হবে; কোন একটা সংস্থাকে চিহ্নিত করা আমার পক্ষে অসুবিধা আছে! তবে এটা বলতে অসুবিধা নেই- ভারতে চক্ষু-চিকিৎসার জগতে শঙ্করনেত্রালয় এবং এল ভি প্রসাদ- দুটি হাসপাতালই স্বনামধন্য এবং উন্নত ও আধুনিকমানের চিকিৎসা পরিষেবা প্রদানকারী। আমি দীর্ঘদিন যাবৎ শঙ্কর নেত্রালয়ে আমার চোখের চিকিৎসা করিয়ে আসছি। শেষোক্ত একটি বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য হায়দ্রাবাদে এল ভি প্রসাদে গিয়েছিলাম। যে বিষয়ে দেখলাম দুটি হাসপাতালের চিকিৎসকদের অভিমত একই। যা আমি ভিডিও-তেও উল্লেখ করেছি। আমার মনে হয়েছে দুটি হাসপাতালের মান একই। তাই যে কোন একটি বেছে নেওয়া যেতে পারে।
@raneshbarua4986Ай бұрын
Please location pathaben
@travellerbinoy1223explorerАй бұрын
ভিডিও-তে একাধিক জায়গার উল্লেখ আছে; এর মধ্যে কোন জায়গার location- এর কথা বলছেন সেটা স্পষ্ট নয়! আমার অনুমান- হায়দ্রাবাদ ভারত সেবাশ্রম এবং হায়দ্রাবাদ বাঙালী সমিতির অবস্থান সম্ভবত জানতে চাইছেন। দুটি সংগঠনের অবস্থানই সেন্টার হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক হুসেন সাগরের পূর্বে, হাফ কিমির মধ্যে। জায়গাটা- ডোমালগুডা। এখান থেকে দূরত্ব: হায়দ্রাবাদ রেল স্টেশন- ৪.৫ কিমি, সেকেন্দ্রাবাদ রেল স্টেশন- ৫ কিমি এবং এয়ারপোর্ট- ৩৪ কিমি।
@atasiguha3302Ай бұрын
সবই তো ভালই। কিন্তু গিয়ে যদি জায়গা না পাওয়া যায় তাহলে আর কি লাভ।
@travellerbinoy1223explorerАй бұрын
আপনার উদ্বেগ সঙ্গত! তবে ভারত সেবাশ্রম সঙ্ঘের বারাণসী আশ্রম অনেক বড়; শতাধিক রুম আছে থাকার জন্য। দীপাবলি, মাঘী পূর্ণিমা, বাসন্তী পূজার মত কিছু উৎসবের সময় এড়িয়ে গেলে রুম পাওয়ার সম্ভাবনাই বেশী। উল্লেখিত উৎসবের সময় গেলে যে রুম পাওয়া যাবে না এমনও নয়। ...ধন্যবাদ।
@pawanbharadwaj7606Ай бұрын
ভক্ত নিবাসের ভিতরে ঘরের ব্যবস্থা কেমন সেটা দেখা হলো না। পরিবেশ বাইরে থেকে ভালই লাগলো। বাকি অন্যান্য ক্ষেত্রে দেখেছি যারা একটু মোটা টাকা দান খয়রাত করেন তাদের আদর যত্নও একটু স্পেশাল তা সে রামকৃষ্ণ আশ্রম অথবা ভারত সেবাশ্রম সঙ্ঘ হোক। আমি দুবার হরসুন্দরী ধর্মশালায় থেকেছি আর একবার দশাশ্বমেধ ঘাটের পাশের একটি ধর্মশালায় থেকেছি। সপরিবার যাওয়ার ফলে রান্না করে খাওয়া দাওয়া করেছি। অবাক লাগে মোদীজী এতো খরচ করে নূতন ঘাট, রাস্তা করলেন, কিন্তু তীর্থযাত্রীদের জন্যে হাজার খানেক ঘরের ব্যবস্থা স্বল্প মূল্যে করে দিলে তীর্থযাত্রীদের আর ঠকতে হতনা।
@travellerbinoy1223explorerАй бұрын
সুন্দর এবং গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ। আমি যখন গিয়েছিলাম তখন ভক্ত নিবাসের সব ঘরেই লোক ছিল তাই ভিতরটা দেখানো সম্ভব হয়নি। রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সম্পর্কে আপনার মত আরও বহু মানুষের অভিমতও এই একই। সেবামূলক সংস্থার কাছে সবার স্থান, গুরুত্ব তো একই হওয়া উচিত!
@surajitdas57382 ай бұрын
দীক্ষিত নাহলেও কি রুম পাওয়া যাবে?
@travellerbinoy1223explorer2 ай бұрын
হ্যাঁ, পাওয়া যাবে। রামকৃষ্ণ মিশনের নিয়মে দীক্ষিত হতে হবে এমন কথা বলা নেই। তবে রুম পাওয়া অবশ্যই উপলব্ধতার উপর নির্ভরশীল। ধন্যবাদ।
@rickdutta8489Ай бұрын
@@travellerbinoy1223explorerpagol kothakar. Soja kotha bolo. Dada bhai dikkhito na hole room bis khelo paben na
@riyadey50542 ай бұрын
Vharat shebasram theke kims hospital er durotto koto ta bolle vlo hoy
@travellerbinoy1223explorer2 ай бұрын
ভারত সেবাশ্রম থেকে KIMS(Main) Hospital- এর দূরত্ব ৬ কিমি। ভারত সেবাশ্রম হায়দ্রাবাদে হুসেন সাগরের কাছে; আর KIMS(Main) অবস্থিত যমজ শহর সেকেন্দ্রাবাদে। সেকেন্দ্রাবাদ রেল স্টেশন থেকে দূরত্ব ২.৫ কিমি।
@riyadey50542 ай бұрын
@@travellerbinoy1223explorer tq so much
@enamulhasan43692 ай бұрын
Phone e appointment newar jnno ki payment korte hoy ??
@travellerbinoy1223explorer2 ай бұрын
না। অ্যাপোয়েন্টমেন্টের দিনে হাসপাতালে গিয়ে Payment করতে হবে। ধন্যবাদ।
@travellerbinoy1223explorer2 ай бұрын
না। অ্যাপোয়েন্টমেন্টের দিনে হাসপাতালে গিয়ে Payment করতে হবে। ধন্যবাদ।
@biswanathrooj-ij7xm2 ай бұрын
ফোন নং টা জানাবেন।।
@travellerbinoy1223explorer2 ай бұрын
ভিডিওর স্ক্রিনে ফোন নম্বর পাবেন। Description বক্সেও দেওয়া আছে। ধন্যবাদ।
@mstrimi92462 ай бұрын
Ami bangladeshi gesilam kono result paini. Der lakh cost kore no result. Er theke jotil somossa niye 5-6 lakh cost kore Singapore best for Asia.
@travellerbinoy1223explorer2 ай бұрын
আপনি আপনার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এটা ভাল... আপনার মতামতের জন্য অন্যরা উপকৃত হতে পারেন। অভিমত জানানোর জন্য ধন্যবাদ।
@bidyutpal68462 ай бұрын
হাইরাবাদ না ওটা হায়দ্রাবাদ
@travellerbinoy1223explorer2 ай бұрын
ধন্যবাদ!
@mrityunjaydebnath76222 ай бұрын
ভুল করেও কেউ জটিল রোগী নিয়ে হায়দ্রাবাদে আসবেন না এখানে সিট পেতে অনেক দেরি হয় প্রায় 15 দিন, হসপিটালে প্রচুর রোগী
@travellerbinoy1223explorer2 ай бұрын
কোথাও যাওয়ার আগে অবশ্যই সবদিক ভেবে, খোঁজ খবর নিয়ে এগনো উচিত।
@khokandas50952 ай бұрын
Kothay eata
@travellerbinoy1223explorer2 ай бұрын
কোথায় এটা বলতে ঠিক কি জানতে চাইছেন বুঝতে পারছি না। তবে আমার ধারণা সম্ভবত বাঙালী হোটেল- 'আমন্ত্রণ' এর কথা বলছেন। হায়দ্রাবাদের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক হুসেন সাগরের ০.৫ কিমির মধ্যে; রামকৃষ্ণ মিশন মঠের গায়ে হায়দ্রাবাদ বাঙালী সমিতির গ্রাউন্ড ফ্লোরে।
@debiranjandey67822 ай бұрын
আশ্রমে কমপক্ষে কয়দিন থাকতে হয়? একদিন থাকা যায় কি? দয়াকরে আমাকে জানাবেন।
@travellerbinoy1223explorer2 ай бұрын
হ্যাঁ, একদিন থাকা যায়। সাধারণ ভাবে আশ্রমের নিয়মানুযায়ী তিনদিনের বেশী থাকতে দেওয়া হয় না, তবে এর ব্যতিক্রম হয় না এমন নয়। প্রয়োজনে মহারাজকে অনুরোধ করলে দিন বাড়তে পারে।
@lalanhazra20783 ай бұрын
যদি কেউ একা যায়, তাহলে রুম পাওয়া যাবে
@travellerbinoy1223explorer3 ай бұрын
সম্ভবত না। তবে আমি নিশ্চিত নই। Video-র স্ক্রিন এবং Description বক্সে মিশনের ফোন নম্বর এবং ই-মেইল আই ডি দেওয়া আছে; ফোনে বা ই-মেইল করে জেনে নিতে পারেন। ধন্যবাদ।
@tithisil28493 ай бұрын
একদম বাজে ব্যবহার ওনাদের ।কথাই বলতে চান না।এত অহমিকা।
@travellerbinoy1223explorer3 ай бұрын
পূর্বে এমন অভিমত আরও কয়েক জন দর্শকও ব্যক্ত করেছেন যা সত্যিই অনভিপ্রেত! পরমপুরুষ শ্রীরামকৃষ্ণের নামান্কিত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তদের কাছ থেকে অশোভনীয়, অভদ্র ব্যবহার কাম্য হতে পারে না কিন্ত সেটাই যদি হয়... মানা যায় না! রামকৃষ্ণ মিশন সবার, সর্বসাধারনের- কারো ব্যক্তিগত নয়; সেখানে যাওয়া-থাকার সবার সার্বিক অধিকার রয়েছে। এবং এই সত্যটা রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সঙ্গে যুক্ত সকলে স্মরণে রাখবেন- পরিশেষে এই প্রত্যাশা থাকলো!
@ashoksen233 ай бұрын
Sabche purono Durga Puja, NTR stadium e
@travellerbinoy1223explorer3 ай бұрын
গুরুত্বপূর্ণ তথ্য! আমার জানা ছিল না। জানানোর জন্য ধন্যবাদ।
@soumendas57993 ай бұрын
NTR স্টেডিয়াম টা কোথায়, একবার বললে ভাল হত, দাদা।
@dipanwitadutta85793 ай бұрын
Okhane ki Durga puja hoy janale bholo hoy
@travellerbinoy1223explorer3 ай бұрын
ওখানে বলতে কোন জায়গার কথা বলছেন ঠিক বুঝতে পারছি না; তবে অনুমান - রামকৃষ্ণ মিশন মঠ মার্গের বাঙালী সমিতির কথাই সম্ভবত বলছেন। যদি তাই হয়, তাহলে জানাই- হ্যাঁ, বাঙালী সমিতিতে দুর্গাপুজো হয় এবং বেশ জাঁকজমক করেই হয়। যথারীতি এবছরও হবে। কেবল বাঙালী সমিতিই নয়, পাশেই রামকৃষ্ণ মিশনেও দুর্গাপুজো হয়।
@mousumichatterjee42023 ай бұрын
আশ্রম থেকে মন্দিরের দূরত্ব কত
@travellerbinoy1223explorer3 ай бұрын
আশ্রম থেকে বিশ্বনাথ মন্দিরের দূরত্ব দুই কিমি থেকে সামান্য বেশী।
@ujjayaniroy74423 ай бұрын
Station theke ashrom er durotto koto??
@rsrkr243 ай бұрын
আমরা কলকাতা থেকে হায়দরাবাদ ভারত সেবা আশ্রম এ থাকতে চাই ডাক্তার দেখাতে যাচ্ছি কিভাবে যোগাযোগ করব ।
@travellerbinoy1223explorer3 ай бұрын
নমস্কার, আপনাদের কোয়ারির পরিপ্রেক্ষিতে জানাই- ফোনে যোগাযোগ করতে পারেন। মেইল ও করতে পারেন। ফোন নম্বর এবং মেইল আই ডি ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবে ফোনে বুকিং হয় না বলেই জানি। আশ্রমে পৌঁছে উপস্থিত মত যা হবার তাই হবে। রুম খালি থাকলে পাবেন। তবে বড় আশ্রম, রুমও অনেক; পাওয়ার সম্ভাবনাই বেশী। হায়দ্রাবাদে যারা চিকিৎসা করাতে যান মূলত তারাই ভারত সেবাশ্রমে থাকার সুযোগ পান। তাই রুম পাওয়ার জন্য চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজপত্র সঙ্গে থাকা আবশ্যক। ধন্যবাদ।
@kalpanadas23363 ай бұрын
বাঙালির জন্য খুবই হেল্পফুল ভিডিও। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন টা এখান থেকে কত দূর কেউ জানালে খুব উপকৃত হব।
@travellerbinoy1223explorer3 ай бұрын
National Institute of Nutrition সংক্ষেপে NIN(Under-ICMR) হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে। সেকেন্দ্রাবাদ রেল স্টেশন থেকে দূরত্ব 4 কিমি। গাড়ি/অটোতে 10-15 মিনিটের পথ। মেট্রোতেও যাওয়া যায়। TARNAKA স্টেশনে নামতে হবে। স্টেশনের পাশেই NIN;
@mehedimasnad5693 ай бұрын
Dada apnar whatapp number ta din plz
@travellerbinoy1223explorer3 ай бұрын
WhatsApp No কি প্রয়োজনে চাইছেন জানি না! যা-ই হোক, কিছু মনে করবেন না ভাই- WhatsApp No টা দেওয়া যাচ্ছে না। প্রায় সব সময়ই আমার কাছে যে নম্বরটি থাকে অর্থাৎ 9434673195- এই নম্বরে চাইলে প্রয়োজনে কথা বলতে পারেন।
@wadudurrahman93963 ай бұрын
ভাই আপনি কিভাবে দুই জায়গায় দেখাইলেন
@travellerbinoy1223explorer3 ай бұрын
দুই জায়গায় বলতে আপনি বোধহয়- Shankara Netralaya & L V Prasad Eye Hospital এর কথা বলতে চেয়েছেন। আমি চেন্নাইয়ের শঙ্করনেত্রালয়ে নিয়মিত দেখাই। শঙ্করনেত্রালয় থেকে আমার একটা সমস্যার কথা জানিয়েছিল; আর সেটা বোঝার জন্য হায়দ্রাবাদে অর্থাৎ এল ভি প্রসাদ আই হাসপাতালের চিকিৎসকরা কি বলেন তা জানার জন্যই ওখানে গিয়েছিলাম।
@utpalmondal18203 ай бұрын
Phone number pathiye din
@travellerbinoy1223explorer3 ай бұрын
কোন ফোন নম্বরের কথা বলছেন বুঝতে পারছি না। হোটেলের নম্বর স্ক্রিনে দেওয়া আছে। ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং হায়দ্রাবাদ বাঙালী সমিতির নম্বর ডেসক্রিপশন বক্সে পাবেন।
@Tom-ll2cr3 ай бұрын
বেকার এর থেকে দিল্লী eye 7 অনেক better
@travellerbinoy1223explorer3 ай бұрын
হতে পারে। আমি আমার অভিজ্ঞতার কথা জানিয়েছি। অভিজ্ঞতা সবক্ষেত্রে সবার সমান হয় না।
@SUBHAJITNAG-hh2xn3 ай бұрын
India r best eye Hospital
@travellerbinoy1223explorer3 ай бұрын
India's best কি-না সেটা সুনির্দিষ্ট ভাবে বলতে পারবো না; তবে দেশের প্রথম সারির দশটি চোখের হাসপাতালের মধ্যে একটি- এটা বোধহয় বলাই যায়। ... ধন্যবাদ, ভাল থাকবেন।
@sahadebdutta57894 ай бұрын
1st april jabo ,room paoa jbe ki ?
@travellerbinoy1223explorer4 ай бұрын
Room পাওয়া যাবে কি না সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আশ্রমের যা নিয়ম তাতে কারো পক্ষেই বোধ হয় রুমের বিষয়ে আগাম বলা সম্ভব নয়। আমি আশ্রমের কেউ নই। আশ্রমের উপর ভিডিও করেছি এবং ভিডিও-তে কিছু তথ্য জানিয়েছি মাত্র। ভিডিও-র স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে বারাণসী ভারত সেবাশ্রম সঙ্ঘের ঠিকানা ও ফোন নম্বর দেওয়া আছে। ফোনে কথা বলতে পারেন। তবে ফোনে বুকিং হয় না, আশ্রমে পৌছে উপস্থিত মত যা হবে তাই মেনে নিতে হবে। পরিশেষে জানাই, অনেক বড় আশ্রম, শতাধিক রুম আছে... আশা করি রম পেতে অসুবিধা হবে না। ধন্যবাদ, ভাল থাকবেন।
@sahadebdutta57894 ай бұрын
🙏🙏🙏🙏🙏joy baba kasinath
@travellerbinoy1223explorer4 ай бұрын
জয় বাবা কাশী-বিশ্বনাথ!
@prasunsarkar84714 ай бұрын
Maa tara lodge ekdom baje hotel, taka besi naye, kintu kono facility nai, nimontron hotel er pase
@travellerbinoy1223explorer4 ай бұрын
MaaTara Lodge সম্পর্কে আমার জানা নেই। এই ভিডিও-তে এই নামের কোন লজ/হোটেলের উল্লেখও নেই। নিমন্ত্রণ হোটেলের কথা বলেছেন। ভাইজাগে এই নামে বাঙালী পরিচালিত একটা বাঙালী হোটেলের কথা জানি; হোটেলের সাথে এই নামেই বাঙালী খাবারের একটা ভাল রেস্টুরেন্টও রয়েছে। কিন্তু পাশে 'মা তারা' নামে কোন লজ আছে কি-না আমার জানা নেই। যা-ই হোক, পরিশেষে বলবো ভিডিও-তে যা দেখানো, শেয়ার করা হয় তা একটা ধারনা দেওয়ার জন্য, অকাট্য নয়। কোথাও যাওয়ার আগে তাই নিজেরা সবকিছু ভালভাবে যাচাই করে নেবেন; আর সেটাই ঠিক। মতামত ব্যক্ত করার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
@jayantabandopadhyay76144 ай бұрын
Dada apnar no ta deben
@travellerbinoy1223explorer4 ай бұрын
Mob No.- 9434673195
@MdSalim-in9jd4 ай бұрын
যদি থাকেন আপনার সাথে আমি যোগাযোগ করতে চাই
@travellerbinoy1223explorer4 ай бұрын
আমি হায়দ্রাবাদে থাকি না। পশ্চিম বাংলায় থাকি। চোখের চিকিৎসার জন্য হায়দ্রাবাদ গিয়েছিলাম... সেটাই ব্লগে শেয়ার করেছি।
এটা আমার জানা নেই। বিষয়টা জানিয়ে পূর্বের চিকিৎসার ডকুমেন্ট সহ মেইল করলে হাসপাতাল থেকে জানিয়ে দেবে।
@Sukomalchowdhury-zu6dq4 ай бұрын
পুরুষ এবং মহিলা কি একসাথে মন্দিরে ঢোকা যায়
@travellerbinoy1223explorer4 ай бұрын
না। পুরুষ ও মহিলাদের লাইন আলাদা, তবে পাশাপাশি। মাঝে রেলিং থাকে।
@MdSalim-in9jd4 ай бұрын
আমি আমার ছেলে কে চোখের ডাঃ দেখাতে যাব আপনার নাম্বার টা কি দিবেন
@travellerbinoy1223explorer4 ай бұрын
আমার Mob No. 9434673195;
@jonorobmedia29044 ай бұрын
ভিডিওটা করছেন ঠিক আছে কিন্তু আপনার পরিবারের ভাতের জন্য লোককে ঠকাবেন না
@travellerbinoy1223explorer4 ай бұрын
বোধগম্য হল না... কাউকে ঠেকানো আমার উদ্দেশ্য নয়! এখান থেকে আমার পরিবারের ভাতের পয়সা আসে না। আসে অন্যত্র থেকে। ধন্যবাদ।
@jonorobmedia29044 ай бұрын
@@travellerbinoy1223explorer রামকৃষ্ণ মিশনে থাকতে গেলে ভক্ত হতে হয় দীক্ষিত হতে হয়।। শুধুমাত্র মানুষকে ভুল তথ্য দিচ্ছেন কেন এটাও একটা অপরাধ।।
@bicchu683 ай бұрын
@@jonorobmedia2904এই রকমের বিদঘুটে তথ্য কোথায় পেলেন, হোয়াটসঅ্যাপ না ফেবুতে? আমি অনেকবারই থেকেছি, দিক্ষিত হতে হয় না ভক্তও না। আগে মিশনের আদর্শটা জানুন বুঝুন শিখুন তারপরে মন্তব্য করতে আসবেন। ওনাদের গেস্ট হাউজের উদ্দেশ্য স্বল্প মুল্যে তীর্থযাত্রীদের বা যাত্রীদের সাহায্য করা, দিক্ষিত করা নয়। প্রতিটি কর্মকাণ্ডের মুলে আছে সেবা মুলক মনোভাব। ভক্তি দেখানো ভালো কিন্তু অতি ভক্তি অন্ধ ভক্তি পাষন্ডের লক্ষণ।
@ujjayaniroy74423 ай бұрын
@@jonorobmedia2904seta hoyto alada bisoy hoyto thik na kaj ta amio ek mot...kintu ei vabe akromon apnakei nich manoshikotar porchoy day....youtube e prochur subscriber na hole moteo vater khoroch chalabar moto income hoyna...r holeo apnar kothar approach ta kharap chilo...eta thik na...bolte parten "vul val khobor diye lok k misguide korben na"
@jonorobmedia29043 ай бұрын
@@ujjayaniroy7442 লোক যারা ঠকায় তারা সত্যি কথা সহ্য করতে পারে না।