ভিডিও ভাল লেগেছে জেনে আমি খুশি এবং একই সাথে আনন্দিত! ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
@pawanbharadwaj7606Ай бұрын
ভক্ত নিবাসের ভিতরে ঘরের ব্যবস্থা কেমন সেটা দেখা হলো না। পরিবেশ বাইরে থেকে ভালই লাগলো। বাকি অন্যান্য ক্ষেত্রে দেখেছি যারা একটু মোটা টাকা দান খয়রাত করেন তাদের আদর যত্নও একটু স্পেশাল তা সে রামকৃষ্ণ আশ্রম অথবা ভারত সেবাশ্রম সঙ্ঘ হোক। আমি দুবার হরসুন্দরী ধর্মশালায় থেকেছি আর একবার দশাশ্বমেধ ঘাটের পাশের একটি ধর্মশালায় থেকেছি। সপরিবার যাওয়ার ফলে রান্না করে খাওয়া দাওয়া করেছি। অবাক লাগে মোদীজী এতো খরচ করে নূতন ঘাট, রাস্তা করলেন, কিন্তু তীর্থযাত্রীদের জন্যে হাজার খানেক ঘরের ব্যবস্থা স্বল্প মূল্যে করে দিলে তীর্থযাত্রীদের আর ঠকতে হতনা।
@travellerbinoy1223explorerАй бұрын
সুন্দর এবং গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ। আমি যখন গিয়েছিলাম তখন ভক্ত নিবাসের সব ঘরেই লোক ছিল তাই ভিতরটা দেখানো সম্ভব হয়নি। রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সম্পর্কে আপনার মত আরও বহু মানুষের অভিমতও এই একই। সেবামূলক সংস্থার কাছে সবার স্থান, গুরুত্ব তো একই হওয়া উচিত!
I guess they don't provide accomodation for the common people. They only provide accomodation for the members of the Ashram. Ami aajkei mail korlam October er booking er jonno. Bole can't provide with rooms.
@travellerbinoy1223explorer4 ай бұрын
May be, not impossible. Thanks for comments.
@govindamaharaj72403 ай бұрын
Then why are giving the ad?
@sanatkumarpaul49176 ай бұрын
Sir, Ashram is not a Hotel. Bhakta Niwas is for dissemination of Ramakrishna thoughts among followers. So this may be spoken too.
@travellerbinoy1223explorer6 ай бұрын
আপনার ভাবাবেগের সঙ্গে আমি সহমত। এইরূপ একটি অভিমতের পরিপ্রেক্ষিতে পূর্বে যা বলেছিলাম, আজও তাই-ই বলবো। ভক্ত নিবাস-কে আমি একেবারেই হোটেল ভাবছি না; তা ভাবারও কোন কারণ নেই। আমার উদ্দেশ্য অনুধাবন করতে কোথাও বোধকরি কিছু একটা ঘাটতি থেকে যাচ্ছে! সবার আর্থিক সঙ্গতি সমান নয়। আবার আর্থিক সঙ্গতি থাকলেও এমন অনেকেই আছেন যারা আশ্রমিক পরিবেশে, আশ্রমিক পরিসরে থাকতে পছন্দ করেন; আমার এই উপস্থাপনা তাদের কথা ভেবে। তথাপি আপানার ভাবনা আমি মনে রাখবো। এরপর বারাণসী গেলে- আশ্রমিক দৃষ্টিভঙ্গি মত সেবাশ্রমকে তুলে ধরার আন্তরিক প্রয়াস থাকবে; জানি না সেটা হবে কি না! যা-ই হোক মূল্যবান মতামতের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ভাল থাকবেন।
@sanatkumarpaul49173 ай бұрын
@@travellerbinoy1223explorer মাননীয় মহাশয়, আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনি আমার বক্তব্য বুঝতে পেরেছেন। হিন্দু শাস্ত্রে আছে আমাদের আয়ের এক পঞ্চমাংশ ধর্মের জন্য দান করা। আমাদের অনুদান অবশ্যই করা উচিৎ ধর্মের উন্নতির জন্যে। ভগবান রামকৃষ্ণ সংঘের ভাবধারা চারদিকে ছড়িয়ে পড়ুক, এটা বলার উদ্দেশ্য। নমস্কার গ্ৰহন করবেন, মহাশয়
@sunandabandyopadhyay53323 ай бұрын
আপনার প্রথম পোষ্ট থেকেই আপনার মানসিকতা বোঝা গেছে।আর অনেক ধর্মশালা আছে যেখানে যে কোন মানসিকতার লোক থাকতে পারে এখানের অলিখিত যে নিয়ম মানা হয় তা আপনি পারবেন না আপনার বেড়ান কষ্টকর হয়ে উঠবে ।তাই অন্য জায়গাই আপনার পক্ষে প্রশ্রস্থ@@travellerbinoy1223explorer
@anjanghosh86986 ай бұрын
Ei phone no e phone korle keu phone othaina kano sudhu ring hoe jai
@surajitdas57382 ай бұрын
দীক্ষিত নাহলেও কি রুম পাওয়া যাবে?
@travellerbinoy1223explorer2 ай бұрын
হ্যাঁ, পাওয়া যাবে। রামকৃষ্ণ মিশনের নিয়মে দীক্ষিত হতে হবে এমন কথা বলা নেই। তবে রুম পাওয়া অবশ্যই উপলব্ধতার উপর নির্ভরশীল। ধন্যবাদ।
@rickdutta8489Ай бұрын
@@travellerbinoy1223explorerpagol kothakar. Soja kotha bolo. Dada bhai dikkhito na hole room bis khelo paben na
@prakritigoswami13465 ай бұрын
,,,কখন বুকিং করতে হয়,কত দিনের জন্য. আমি দীক্ষিত.
@travellerbinoy1223explorer5 ай бұрын
অন্তত তিন মাস। তার থেকে আগে হলে আরও ভাল। যত আগে হবে রুম পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আপনি দীক্ষিত সেটা মেলে উল্লেখ করবেন, সুবিধা হতে পারে। শুরুতে তিন দিনের বুকিং হয়।
@mousumichatterjee42023 ай бұрын
আশ্রম থেকে মন্দিরের দূরত্ব কত
@travellerbinoy1223explorer3 ай бұрын
আশ্রম থেকে বিশ্বনাথ মন্দিরের দূরত্ব দুই কিমি থেকে সামান্য বেশী।
@ujjayaniroy74423 ай бұрын
Station theke ashrom er durotto koto??
@ratnamukherjee63107 ай бұрын
রামকৃষ্ণ মিশন গেষ্টহাউস কি হোটেল হয়েছে আপনাদের কাছে, এটি আমাদের অতি অন্তরে ভালোবাসার জায়গা, এটাকে ভ্রমনের জায়গা করে তুলবেন না, হাতজোড় করছি
@travellerbinoy1223explorer7 ай бұрын
সুধী, আপনার আবেগ-ভাবনার আমি কদর করি। শ্রদ্ধাশীল। রামকৃষ্ণ মিশন গেস্টহাউসকে হোটেল ভাবার যে কথা আপনি বলছেন তা ঠিক নয়। সবার আর্থিক ক্ষমতা সমান নয়; আর যারা শান্ত, নির্জন, আশ্রমিক পরিবেশে থাকতে পছন্দ করেন, থাকতে চান- তাদের জন্য এই ব্লগ! ...আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জানাই।
@sanatkumarpaul49175 ай бұрын
@@travellerbinoy1223explorerRamkrishna Math and Mission has been established by Swami Vedanuragananda for dissemination of Ramkrishna Vedanta. It is not a hotel. Why you are mentioning financial implications ? Please note that this holy place is for meditation and upgradation of divinity. Don't spoil the holy efforts of the Saints of Ramkrishna Mission.
@animeshpolley654 ай бұрын
Ramkrisna ki sudu apnar ekar...????😆😆😆
@sanatkumarpaul49173 ай бұрын
@@travellerbinoy1223explorer কিন্তু আপনি তো একবার ও বল্লেন না হিন্দু সম্প্রদায়ের জন্য দান করুন ?
@sekharoo5 ай бұрын
দাদা, সামনে দিয়ে দেখছি toto চলাচল করছে। অথচ অনেকেই বলেন গির্জা ঘর/PDR MALL অবধি লাস্ট। তারপর NO ENTRY ⛔। *সঠিক তথ্য দিয়ে বাধিত করুন। আমরা বিভূতি তে করে এসে নামবো। তারপর ? আশ্রম হাসপাতাল বললে পৌঁছে যাবো?*
@travellerbinoy1223explorer5 ай бұрын
গির্জা ঘর/গোধুলিয়া চক এলাকা সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত No Entry থাকে। এই সময়ে Varanasi Rly Station থেকে Auto/Toto PDR Mall পর্যন্ত চলে। রামকৃষ্ণ মিশন সেবাশ্রম/হাসপাতাল PDR মলের আগেই পড়বে। ধন্যবাদ।
@nachiketabose38204 ай бұрын
@@travellerbinoy1223explorerAuto kore gele Luxa Road Koria Hospital bolle niye jabe Jatri Nivas e gele back gate diya dukte hobe Auto Rs.175/- niye chilo Bhakta Bivas book korte hole 3 mas aagee book korte hobe e mail through te
@lalanhazra20783 ай бұрын
যদি কেউ একা যায়, তাহলে রুম পাওয়া যাবে
@travellerbinoy1223explorer3 ай бұрын
সম্ভবত না। তবে আমি নিশ্চিত নই। Video-র স্ক্রিন এবং Description বক্সে মিশনের ফোন নম্বর এবং ই-মেইল আই ডি দেওয়া আছে; ফোনে বা ই-মেইল করে জেনে নিতে পারেন। ধন্যবাদ।
@DipakNandi-jh8ro5 ай бұрын
telephone no.email id. booking system requere.
@travellerbinoy1223explorer5 ай бұрын
টেলিফোন নম্বর এবং ই-মেইল আইডি ভিডিও-তে দেওয়া আছে। আবারও দিলাম: Ph No.- 0542-2451773, Email: varanasi@rkmm.org; এই আইডিতে কবে যাবেন, অর্থাৎ- যাওয়ার দিন, তারিখ এবং সময় জানিয়ে মেইল করবেন। আপনার মেইল পাওয়ার পর মিশন থেকে জবাবী মেইলে ঘর পাওয়া-না পাওয়া বিষয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
@tithisil28493 ай бұрын
একদম বাজে ব্যবহার ওনাদের ।কথাই বলতে চান না।এত অহমিকা।
@travellerbinoy1223explorer3 ай бұрын
পূর্বে এমন অভিমত আরও কয়েক জন দর্শকও ব্যক্ত করেছেন যা সত্যিই অনভিপ্রেত! পরমপুরুষ শ্রীরামকৃষ্ণের নামান্কিত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তদের কাছ থেকে অশোভনীয়, অভদ্র ব্যবহার কাম্য হতে পারে না কিন্ত সেটাই যদি হয়... মানা যায় না! রামকৃষ্ণ মিশন সবার, সর্বসাধারনের- কারো ব্যক্তিগত নয়; সেখানে যাওয়া-থাকার সবার সার্বিক অধিকার রয়েছে। এবং এই সত্যটা রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সঙ্গে যুক্ত সকলে স্মরণে রাখবেন- পরিশেষে এই প্রত্যাশা থাকলো!
@sulagnamukherjee96187 ай бұрын
Ai phone number e phone korle phone dhore na.Adhut byapar.
@jonorobmedia29044 ай бұрын
ভিডিওটা করছেন ঠিক আছে কিন্তু আপনার পরিবারের ভাতের জন্য লোককে ঠকাবেন না
@travellerbinoy1223explorer4 ай бұрын
বোধগম্য হল না... কাউকে ঠেকানো আমার উদ্দেশ্য নয়! এখান থেকে আমার পরিবারের ভাতের পয়সা আসে না। আসে অন্যত্র থেকে। ধন্যবাদ।
@jonorobmedia29044 ай бұрын
@@travellerbinoy1223explorer রামকৃষ্ণ মিশনে থাকতে গেলে ভক্ত হতে হয় দীক্ষিত হতে হয়।। শুধুমাত্র মানুষকে ভুল তথ্য দিচ্ছেন কেন এটাও একটা অপরাধ।।
@bicchu683 ай бұрын
@@jonorobmedia2904এই রকমের বিদঘুটে তথ্য কোথায় পেলেন, হোয়াটসঅ্যাপ না ফেবুতে? আমি অনেকবারই থেকেছি, দিক্ষিত হতে হয় না ভক্তও না। আগে মিশনের আদর্শটা জানুন বুঝুন শিখুন তারপরে মন্তব্য করতে আসবেন। ওনাদের গেস্ট হাউজের উদ্দেশ্য স্বল্প মুল্যে তীর্থযাত্রীদের বা যাত্রীদের সাহায্য করা, দিক্ষিত করা নয়। প্রতিটি কর্মকাণ্ডের মুলে আছে সেবা মুলক মনোভাব। ভক্তি দেখানো ভালো কিন্তু অতি ভক্তি অন্ধ ভক্তি পাষন্ডের লক্ষণ।
@ujjayaniroy74423 ай бұрын
@@jonorobmedia2904seta hoyto alada bisoy hoyto thik na kaj ta amio ek mot...kintu ei vabe akromon apnakei nich manoshikotar porchoy day....youtube e prochur subscriber na hole moteo vater khoroch chalabar moto income hoyna...r holeo apnar kothar approach ta kharap chilo...eta thik na...bolte parten "vul val khobor diye lok k misguide korben na"
@jonorobmedia29043 ай бұрын
@@ujjayaniroy7442 লোক যারা ঠকায় তারা সত্যি কথা সহ্য করতে পারে না।
@anokhabharat54496 ай бұрын
অতি অভদ্র আচরণ এখানকার গেষ্ট হাউসের ইনচার্জের। এবং সব সময় বুকিং থাকে জায়গা পাওয়া যায় না। কি করে যে মানুষ ওখানে জায়গা পায় তাএকটা রহস্য।