খুবই সুন্দর লাগলো ভাই আমার উপায় নেই কলার খোসা রোদে দেওয়ার এতো কাঠবেড়ালির উপদ্রব সব খেয়ে চলে যাবে কপির চারা সব চেয়ে নিয়েছে জানো মশারির নেট ঢাকা দিয়ে দিয়ে রাখছি দ্বিতীয় বার চারা বসিয়েছি ❤ভালো থেকো ভাই ❤❤❤❤❤❤❤
আপু লেবু গাছে কি খাবার দিলে এত লেবু ধরে কত বছর থেকে লেবু ধরে আমার লেবু গাছ দুই বছর কিন্তু লেবু ধরেনা আপু
@greengardeningwithmallikaАй бұрын
দিদি লেবু গাছের পিছনের ভিডিও গুলো একটু ফলো করুন তাহলে বুঝতে পারবেন মিষ্টি সকালের সুপ্রভাত ভালো থাকবেন। এই গাছটি আমার আড়াই বছরের লেবু গাছ । ৬ ইঞ্চি ডাল পেন্সিল আকারের কেটে লাল বালির মধ্যে দিয়ে চারা করেছিলাম সেই চারা বর্তমানে ফল দিচ্ছে গন্ধরাজ লেবু গাছ ।
@provatidresscollectionАй бұрын
@@greengardeningwithmallika ধন্যবাদ আপু আপনাকে
@NijhumRupaАй бұрын
আমার লাউগাছ বড় হচ্ছে না কি করবো একটু বলবেন
@greengardeningwithmallikaАй бұрын
টবের মাটিতে গোবর সার আর মাটি বেশি পরিমাণে দিতে হবে প্রত্যেক দিন জল দিতে হবে সরিষার খোল এর লিকুইড পনের দিন অন্তর দিতে হবে। এবং আমার লাউ গাছের ভিডিও গুলো ফলো করুন বিভিন্ন রকম সার তৈরির পদ্ধতি আছে ওগুলো কন্টিনিউ দিতে থাকবেন দেখবেন দারুন রেজাল্ট আসবে ভালো থাকবেন।