Рет қаралды 1,630,162
In this video: ৪৫ বছর পর হারানো সন্তানদের সন্ধান! কুলসুম থেকে মেরিয়ন: এক আবেগময় পুনর্মিলন | Munzurul Karim | মা মেয়ের পুনর্মিলন | মায়ের ভালোবাসা | অলৌকিক পুনর্মিলন | মা মেয়ের ভালোবাসা |
বাংলাদেশে কুলসুমদের ১৬ দিন | ৪৫ বছর পর মাকে খুঁজে পেলেন কুলসুম । হারিয়ে যাওয়া মানুষ |
বাবা নেই, থাকার ঘরটিও পুড়েছে আগুনে। দারিদ্র্যের তাড়নায় বাবাহীন কুলসুমের আশ্রয় মেলে আশ্রমে। সেই থেকে বিচ্ছেদ ঘটে পরিবারের সাথে।সব হারিয়ে অসহায় কুলসুমের জীবনে শান্তির দূত হয়ে আসেন সুইজারল্যান্ডের এক দম্পতি। অনাথ আশ্রম থেকে তাকে দত্তক নিয়ে যান তারা।
পাঁচ বছরের সেই কুলসুম সুইজারল্যান্ডে বেড়ে উঠলেও ভুলতে পারেননি মায়ের কথা। অবশেষে ৪৫ বছর পর মাকে খুঁজে পেলেন কুলসুম। যদিও তার নাম এখন ম্যারিও সিমো ভ্যামৌ। শনিবার (৯ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের আপন নীড়ে ফিরেছেন কুলসুম। আপন আঙিনায় নামতেই কুলসুমকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। এ সময় ভিড় জমান আশপাশের লোকজনও। কয়েক দশক পর আপনজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কুলসুম। ফেরেন মায়ের কোলে।
মাকে পেয়ে পাগলপ্রায় কুলসুম। ক্ষণে ক্ষণে মাকে চুমু খাচ্ছেন আর জড়িয়ে ধরছেন। বলছেন তার না বলা কথা। বাংলা তেমন একটা বলতে না পারলেও স্বস্তি ও আনন্দ প্রকাশ পাচ্ছে তার চোখে-মুখে। সঙ্গে এসেছেন কুলসুমের স্বামী আন্দ্রে সিমন ভারমুট। তিনিও জানাচ্ছেন নিজের মনের অনুভূতি।
কুলসুম বলেন, অসচ্ছল পরিবারে জন্ম নেয়ায় পাঁচ বছর বয়সে চাচার পরামর্শে আমাকে অনাথ আশ্রমে দেন মা। ওই সময় আমাদের ঘরটিও আগুনে পুড়ে যায়। তবে অনাথ আশ্রম থেকেই আমাতে দত্তক নেন সুইস দম্পতি। এরপর সেখানেই সবকিছু। হ্যাঁ এটা ঠিক। আমি একটা ভালো জীবন হয়তো পেয়েছি। তবে আমার ৪৫ বছরের সুখে ওই পাঁচ বছর দুঃখ হয়েই চেপে আছে। মনের মধ্যে প্রতিটা মুহূর্তই চাওয়া ছিলো পরিবারকে ফিরে পাওয়ার। অবশেষে খুঁজে পেয়েছি।
কুলসুম আরও বলেন, মায়ের নাম মরিয়ম। আমরা চার ভাই-বোন ছিলাম। বাবা ছিলেন ফার্মাসিস্ট। আমি মায়ের সঙ্গে লঞ্চে করে এসেছিলাম ঢাকায়। এরপর উঠেছিলাম মোহাম্মদপুরে চাচার বাসায়। যদিও ঠিকানাটা মনে নেই। এতো বছর পর পরিবারকে পেয়ে অনেক খুশি।
সাবস্ক্রাইব করবেন? ক্লিক করুনঃ goo.gl/jzk7tB
ফেসবুকে সাথে থাকতে চাইলে, এখানে ক্লিক করুনঃ / munzurulkarimtv
PLAYLISTS:
Move with Munzurul Karim: goo.gl/uS4dSu
Idiot: goo.gl/1UTayM
Learning Issue: goo.gl/Jn16ep
Running Issue: goo.gl/v2fD5J
Burning Issue: goo.gl/dLsbEs
VLOG: goo.gl/MQ7DSB
Ultimate Sports: goo.gl/Srg6nQ
Inspiring Youth: goo.gl/SERWoy
Hashtages:
#হারিয়েযাওয়ামানুষ #কুলসুমেরপরিবার #হারানোপরিবারফিরেপেলো #আপনঠিকানা#পরিবার family #uponthikana #আপনঠিকানা #আপনঠিকানানতুনআপডেট #আপনঠিকানানতুনআপডেটভিডিও #আপনঠিকানাrjkebria #আপনঠিকানাআপডেটভিডিও
#আপনঠিকানাআরজেকিবরিয়া #আপনঠিকানানতুনপর্ব #আপনঠিকানাবেসিকভিডিও #নিখোঁজসংবাদ #নিখোঁজ #আবেগময়_পুনর্মিলন #হারানো_ও_ফেরত #হৃদয়স্পর্শী_গল্প #পরিবারের_পুনর্মিলন #বাংলাদেশের_গল্প #কুলসুমের_গল্প #পরিবার_খুঁজে_পাওয়া #হারানো_মেয়ে #মা_মেয়ের_পুনর্মিলন #৪৫_বছর_পরে #আবেগময়_যাত্রা #অনুপ্রেরণামূলক_গল্প #ভালোবাসা_ও_হারানো #হৃদয়স্পর্শী_মুহূর্ত #জীবনের_যাত্রা #অটুট_বন্ধন #আশা_ও_সান্ত্বনা #বাংলাদেশ_থেকে_সুইজারল্যান্ড #দত্তক_গল্প #বাস্তব_গল্প #জীবন_পরিবর্তনকারী #মানবিক_সংযোগ #পরিবারের_ভালোবাসা #ছোঁয়ানো_গল্প #বাড়ি_ফেরত #হারানো_কিন্তু_ভুলিনি #সত্য_গল্প #অলৌকিক_পুনর্মিলন #অবিস্মরণীয়_মুহূর্ত #জীবনের_গল্প #মা_মেয়ের_বন্ধন #হারানো_শিশু #বাংলাদেশের_পরিবার #আবেগময়_সংযোগ #বাস্তবের_অলৌকিকতা #৪৫_বছর_পরে_ফেরত #মা_মেয়ের_ভালোবাসা #দত্তক_মেয়ে #আবেগময়_ফেরত #হৃদয়ছোঁয়া_গল্প #মাতৃত্ব #বাংলাদেশের_জীবন #অনুপ্রেরণামূলক_যাত্রা #অশ্রুসজল #মায়ের_ভালোবাসা #পরিবারের_গুরুত্ব #আবেগময়_জীবন #বছরের_পরে_ফেরত #মানবিক_আবেগ #হারানো_ফেরত_গল্প #আবেগঘন_পুনর্মিলন, #EmotionalReunion #LostAndFound #HeartwarmingStory #FamilyReunion #BangladeshStory #KulsumStory #FindingFamily #LostDaughter #MotherDaughterReunion #45YearsApart #EmotionalJourney #InspiringStory #LoveAndLoss #HeartfeltMoments #LifeJourney #UnbreakableBond #HopeAndHealing #BangladeshToSwitzerland #AdoptionStory #RealLifeStories #LifeChangingMoment #HumanConnection #FamilyLove #TouchingStory #FindingHome #LostButNotForgotten #TrueStory #MiracleReunion #UnforgettableMoment #LifeStories #ParentChildBond #LostChild #BangladeshFamily #EmotionalConnection #RealLifeMiracle #FoundAfter45Years #MotherDaughterLove #AdoptedDaughter #EmotionalReturn #HeartTouchingStory #Motherhood #LifeInBangladesh #InspiringJourney #TearJerker #MothersLove #FamilyMatters #EmotionalLife #FoundAfterYears #HumanEmotions #LostAndFoundStory #EmotionalReunion