এই ধরণের নাটক যারা দেখে তারা সত্যই অন্য রকম মানুষ! আমার জন্মকালের নাটক এই সময়ে এসে যে আমার এতো ভালো লাগবে কখনো কল্পনা করিনাই! সত্যই আপনি নিজেও অন্য রকম একটা মানুষ! কমেন্ট পরার জন্য ধন্যাবাদ!
@AJ-nx4vm Жыл бұрын
U tube jure niloy alomgir, farhan,jovan,opurbo aro nam na jana nayok der prem pirith ekgheyemi ar ajaira kahinir natok a vora.. Othoco boring time a ei purono natok guloi proshanti dayok.
@Sajol-Prodhan11 Жыл бұрын
২০২৪ সালে যারা নাটকটি দেখছেন তারা সাড়া দিয়ে যাবেন❤
@herushah317811 ай бұрын
আমি দেখতেছি❤
@mamunurroshid969711 ай бұрын
আগামী তে হয়তো এমন ধরনের গল্প আর খুজে পাওয়া যাবেনা তাই গভীর শ্রদ্ধা জানাই হুমায়ুন আহমেদ স্যার এর এমন একটি সুন্দর গল্প ও কথা আমাদের কাছে উপহারসরুপ রেখে যাওয়ার জন্য❤
@md.jamsedmia416911 ай бұрын
আছি
@mohammadmobarak991210 ай бұрын
আমি কতবার দেখেছি মনে নাই ।
@Sajol-Prodhan1110 ай бұрын
@@mamunurroshid9697 হ্যাঁ ভাই, ঠিক বলেছেন💜
@nazmultushar879111 ай бұрын
১৯৯৯ সালে নাটক টা দেখেছিলাম। এখন আবার দেখলাম। এখন কার পরিচালক দের অনেক কিছু শেখার আছে এই নাটক থেকে। শুধু খারাপ কিছু সংলাপ বললেই নাটক হয় না। ধন্যবাদ ❤❤❤ laser vision
@robialhossan82898 ай бұрын
এক কথায় অসাধারণ... হুমায়ুন আহমেদ স্যার তার এই কাজগুলর জন্যই আমাদের মাঝে বেচে থাকবে চিরকাল... 😊
@gulamsamdani2589 Жыл бұрын
যারা এই যুগের হয়েও নাটকটি দেখতেছেন....সত্যিই আপনাদের রুচির প্রশংসা করতে হয়। দ্যা বেস্ট ড্রামা আই হেভ এভার সিন ৷ হাসি, প্রেম, ভালোবাসা,পাগলামি সব মিল মিলিয়ে অত্যন্ত সুন্দর একটি নাটক।
@shahadraju_2352 Жыл бұрын
আমার বাসায় আমাকে পাগল বলে। আমার রুচিকে প্রশ্নবিদ্ধ করা হয়। আমাকে বুড়ো বলে আখ্যায়িত করে।
@jeweltalukdereshan42109 ай бұрын
😊
@kafiroman53298 ай бұрын
মায়ের কাছে নাম শুনে এই নাটক দেখি😆 অসাধারণ
@sanjidakhatun87954 ай бұрын
হুমায়ুন আহমেদ এর নাটক আমার খুবি পছন্দ গত ৪/৫ বছর হল সময় পেলে খুজে খুজে হুমায়ুন আহমেদ এর নাটক দেখি। ওনার সব গুলো নাটক খুবি ভালো প্রকাশ করে বোঝানো যাবেনা এমন ভালো। তবে তার পরও যদি মারকিং করা হয় সবচেয়ে বেস্ট নাটক আমার কাছে * কথাও কেউ নেই* এই নাটক টা। আপনি চাইলে দেখে আসতে পারেন।
@KarabiSarkar-q8i4 ай бұрын
Please @@sanjidakhatun8795
@tahsinulislam43037 ай бұрын
২০২৪ সালে এই নাটকটা দেখার জন্য অন্যরকম রুচিবোধ, ক্লাস দরকার যেটা আমার আছে সেজন্য অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। বর্তমান সময়ের নাটকগুলোতে অশ্লীলতার ছড়াছড়ি তার চাইতে আগের সময়ের নাটকগুলো অনেক সুন্দর।
@nasimakhatun6428 Жыл бұрын
কি বলবো অনবদ্য একটা নাটক। ক্লাস এইটে থাকতে একা একা দেখেছি৷ নিজের বউকে নিয়ে ২য় বার দেখেছি। এখন নিজের মেয়েকে নিয়ে ৩য় বার দেখছি।
@Bunnygaming-m8l5 ай бұрын
কত সালে class এইটে পড়তেন?
@NusratJahan-xk9nk4 ай бұрын
Apni to pura kamal🎉 record korlen
@shajeurrahmanorpon600711 ай бұрын
অসম্ভব সুন্দর শিল্পকর্ম হুমায়ূন আহমেদ স্যার❤ আমার জন্মের ২ বছর পর এটি প্রথম সম্প্রচারিত হয়েছিল সেই হিসেবে এই নাটক আমার চেয়ে মাত্র ২ বছরের ছোট আমার বয়স ২৬ আর এই নাটকের বয়স ২৪, অথচ এট নাটকের হাসি কান্না, আবেগ মমতা,স্নেহ, বন্ধন, শ্রদ্ধা এতটাই প্রাণবন্ত যেটা আগামী কয়েকশত বছরেও পুরোনো হবে না ❤ এত সুন্দর শিল্পকর্ম তৈরী করার জন্য হুমায়ূন আহমেদ সহ এই নাটকের পুরা কলাকুশলীকে অসংখ্য ধন্যবাদ❤
@sadidmohammadpranto766 Жыл бұрын
এই নাটকের সবচেয়ে বড়ো সৌন্দর্য্য কারো হাতে মোবাইল নেই। 😊
@Pookie_boooooo10 ай бұрын
সেটাই
@AJ-ru6wz6 ай бұрын
❤
@rifathasan-pl7pn5 ай бұрын
bhul kotha akjoner hate chilo
@AdnanMihadiHassan Жыл бұрын
আজ রবিবার, নক্ষত্রের রাত, কোথাও কেউ নেই। কালজয়ী এসব নাটক গুলো কখনও পুরনো হওয়ার নয়।❤😊
@atikurrahman-im9kz11 ай бұрын
বহুব্রীহি, এইসব দিনরাত্রি।
@Winterbear143410 ай бұрын
উড়ে যায় বকপক্ষী, সেদিন চৈত্র মাস, জোছনার ফুল, শ্রাবণ মেঘের দিন, চন্দ্রকথা, চৈত্র দিনের গান, হাবিবের সংসার, শওকত সাহেবের গাড়ি কেনা, চোর। আরও অনেক নাটক দেখেছি যার কোনটাই কোনটার থেকে কম নয়। সব-কয়টার নামও মনে করতে পারছি না।
@jasimfakir87919 ай бұрын
Sob gula natok dekha hoye gese..❤❤❤..
@khairulislamdk486011 ай бұрын
জন্মের পূর্বে নির্মিত নাটক গুলো ❤ বহুবার দেখেছি, এখনো দেখি, নক্ষত্রের রাত, আজ রবিবার, কোথাও কেউ নেই, জোসনার ফুল, 😊 ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যারকে❤
@shokalbikal642010 ай бұрын
Eta bad dilen keno etao best chilo ববহুব্রীহি
@shamimahmed71545 ай бұрын
শিলা আহমেদ, কি অমায়িক অভিনেত্রী।আমি নিশ্চিত ওনি এতদিনে বাংলাদেশের সেরাদের সেরা হতে পারতেন।ওনার মুখাবয়বে অদৃশ্য এক মায়া লুকানো।
@imranmahabub1997 Жыл бұрын
এমন নাটক যে এতো দিন দেখা হয়নি এটায় তো আপসোস 🥰ছিলো❣️
@mosharoftanveer300411 ай бұрын
দুপুর ১২ টা থেকে রাত ১১টা। খাওয়া দাওয়া ,বাজার ,রান্না গোসল এর ফাকে ফাকে দেখে শেষ করলাম। কি এক আজব নেশা লাগলো আজকে
@jeweltalukdereshan42109 ай бұрын
২০২৪ এর মার্চ মাসে এসে এই প্রথম সম্পূর্ণ নাটকটি দেখলাম! এর আগে ফেসবুকে এই নাটকের ক্লিপ দেখেছি
@farjanatulislamdina888 ай бұрын
হুমায়ুন আহমেদ স্যারের সৃষ্টি মানেই অসাধারণ। কখনো হাসাই তো কখনো কাঁদায়,আবার এরই মাঝে বাঁচতে শেখায়। কোথাও কেউ নেই আজ রবিবার বহুব্রীহি জোছনার ফুল হুমায়ূন আহমেদ স্যারের কালজয়ী সৃষ্টি।
@TarikMahmood-j1c4 ай бұрын
নক্ষত্রের রাত।
@abdulkadirzahed36024 ай бұрын
এই ২০২৪ সালের যুগে এমন নাটক আর কারো পক্ষে বানানো সম্ভব না, প্রত্যেক টা চরিত্র এত সুন্দর,এত সাবলীল অভিনয়, অসাধারণ। বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ নজরুলে স্ত্রী শীলা আহমেদ এর জন্য অনেক শুভ কামনা... উনি আবার অভিনয় জগতে ফিরে আসলে ভাল হতো।❤
@morchinaki729 ай бұрын
2024 ,dekhlam .Bangla literature jindabad..Humayun ahmed .Mojar acting .....love from assam, India.
@Milli_Minha Жыл бұрын
আমি নতুন প্রজন্মের একজন তরুণী হয়েও নাটকটি দেখছি আর অবাক হচ্ছি🥀 এ যুগে এমন পারিবারিক নাটক পাওয়াই যায় না। খুবই দুষ্কর 😔 আসলেই 'আজ রবিবার' নাটকটি অসাধারণ অসাধারণ অসাধারণ।✨ শীলা আহমেদ এর অভিনয় দুর্দান্ত🥰 [১৩ই জুন ২০২৩]
@sahadatshafin236 Жыл бұрын
Absolutely Right.
@tv-iw7sq Жыл бұрын
অাপনার কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অথচ, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন , বর্তমান প্রজন্মের নাট্যকার,নির্মাতা, অভিনেতারা কী ধরনের নাটক নির্মাণ করে ! যা পরিবারের সবাই একসঙ্গে উপভোগ করতে রুচিতে বাঁধে। অশ্লীল ভাষা, নোংড়া পোষাক, অরুচিকর বাচনভঙ্গি। একারনে বর্তমান সময়ের নাটক কিংবা গান কেউ মনে রাখে না। অথচ, নব্বইয়ের দশকের নাটক, গান, চলচ্চিত্র সবার হৃদয়ে এখনো জাগ্রত।
@raselsworld1990 Жыл бұрын
@@sahadatshafin236ইয়া ইয়া
@Md.Rakib-568 Жыл бұрын
রাইট
@dreamboyjuwel Жыл бұрын
❤
@RajshahirNahid Жыл бұрын
২০২৪ এ পুরো নাটক একসাথে পুরো দেখে শেষ করলাম। ২০২৪ এ যারা দেখবেন হাজিরা দিয়েন 😊
@KhadizaBanu-ne9ff11 ай бұрын
আমি ২৩ সালে3 ঘন্টা ২৪ মিনিট দেখেছিলাম আর ২৪ সালে বাকিটা দেখে শেষ করতেছি
@nijerranna844 ай бұрын
কয়েকদিন ধরে দেখছি এখনো শেষ হয়নি।
@RajshahirNahid4 ай бұрын
@@nijerranna84 শেষ করেন একটা সুন্দর হ্যাপি এন্ডিং পাবেন 💛
@RiazHosain4 ай бұрын
আমি অর্ধেক দেখছি বাকিটা দেখতেছি
@neyazmahmud88624 ай бұрын
অলরেডি দিয়ে ফেলছি
@curiouscraft8438 Жыл бұрын
অসম্ভব সুন্দর চমৎকার রকমের একটি গল্প। যেমন শুরু তেমন শেষটা। একেক জনের একেক রকম নান্দনিক চরিত্র। সত্যিই মনে মুগ্ধকর। 🖤🥀
@ifsanhasan131110 ай бұрын
বড় চাচা আর মতি ভাইয়ের পার্ট গুলা ইন্টারেষ্টিং যদিও বা পুরো নাটক টাই খুবই মজার আধুনিক ও শিক্ষণীয়। বাংলাদেশের অন্যতম সেরা নাটক এটি স্যালুট হুমায়ূন স্যার।
আমি ২০২৪ সে দেখছি।ছোটোবেলায় মা কাকিমা রা বাংলাদেশের নাটক দেখার জন্য এন্টেনা তে বুস্টার লাগানো ব্যবস্থা করে। তখন বুঝতাম না এখন বুঝি কি অসাধারণ নাটক গুলি হতো।হুমায়ুন আহমেদ বড় তাড়াতাড়ি চলেগেলেন।ওনাকে প্রণাম জানাই।যিনি মীরার পাঠ করেছেন ওনাকে পুরো সুচিত্রা সেন এর মতো লাগছে। ওনার তাকানো কথা বলা সবই সুচিত্রা সেন এর মতো। প্রত্যেক অভিনেতা দের প্রণাম জানাই।বড়চাচা তো আমার ফেবারিট। দাদাজান ও।সব্বাই খুব খুব ভালো
@taskinulislam9227 Жыл бұрын
২০২৩ এর পর যারা যারা নাটকটি দেখছেন অবশ্যই হাজিরা দিয়ে যাবেন 🙂
@mrzillu9396 Жыл бұрын
Ami to matro dakha sru korlm
@SaifulIslam-ht6zx Жыл бұрын
Ami🖐️
@independenttaohid9597 Жыл бұрын
yes🙋♂️
@AshikAhmed-ll2du Жыл бұрын
Labba ak 🙋♂️😅
@Md.NoorHossain-yj5pp Жыл бұрын
@@mrzillu9396j ml by 4:34:02
@aminurrahman48911 ай бұрын
এমন নাটক পাওয়া এখন দুষ্কর🥲,পুরো নাটকটিকে সাজানো হয়েছে হাসন রাজার গান দিয়ে। সেই জন্য সুনামগঞ্জ বাসীর পক্ষ থেকে হুমায়ূন আহমেদের জন্য রইল অকৃত্রিম ভালোবাসা।
@AnamulHaque-xf6so Жыл бұрын
এতো আগ্রহের সহিত কাজ টা দেখলাম কি বলবো ❤। কী ভয়ানক সুন্দর কাজ 💝💝💝। সংশ্লিষ্ট সবার কী অসাধারণ অভিনয় যাস্ট হৃদয় জুড়ানো ❤❤❤।
@muskan661411 ай бұрын
২০২৪ সালে যারা যারা এই নাটকটি দেখছেন হাজিরা দিয়ে যাবেন।😊😊
@SharifuddinLayes10 ай бұрын
Ami
@milhanmehidi837410 ай бұрын
Amio
@taraqraj78349 ай бұрын
এখন দেখতেছি তারিখ ২০/৩/২০২৪ সময় সন্ধা ৭:৫৫ আরব আমিরাত
@mdmonirhossain77329 ай бұрын
Achi bhai
@MdRifat-or2yy9 ай бұрын
আমি
@katasur Жыл бұрын
নাটকটি অসাধারণ। পুরো নাটকটি আপলোড দেওয়ার জন্য লেজার ভিশন ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা মার্কেটিং ব্যাচের বন্ধুরা একসঙ্গে নাটকটি দেখতাম যাতে মন ভাল হয় এবং পরীক্ষার চাপ কমে আসে। অপরদিকে প্রমিত বাংলা ভাষা দারুনভাবে রপ্ত করতে পারি।
@thesmilesofmuslims1026 Жыл бұрын
বাহ, এখানে ভাইর প্রতি কি সুন্দর একটি মায়া বন্ধন কি সম্মান😮 দেখানু হয়েছে❤
@abubabu1272 Жыл бұрын
এতো সুন্দর নাটক আর হবে না, নাটকটি 1999 সালে,প্রতি শুক্রবার সন্ধ্যায় বিটিভিতে ধারাবাহিক পর্বে প্রচারিত হতো,তখন ক্লাস সেভেনে পড়ি,হুমায়ুন আহমেদের কালজয়ী নাটক,কত পরিছন্ন সাবলীল কথা বার্তা,সবার অভিনয় অন্তর ছুঁয়ে গেছে,24 বছর পর আবার দেখলাম।
@puja44458 Жыл бұрын
প্রতি শুক্রবার হলে ৬ ঘন্টার ভিডিও কেন। নাকি এখানে পুরো টা দেয় নি
@abubabu1272 Жыл бұрын
@@puja44458 এখানে পুরো নাটকের ভিডিও দেওয়া হয় নি
@AnimeReviewExpert Жыл бұрын
Ami oo viya
@nazsah. Жыл бұрын
Tokhon amar 5 month only
@AyshaMahamuda Жыл бұрын
November 1999 my birthdate !!!
@Taniaakter-j6u3 ай бұрын
জন্মের পৃর্বের নাটক গুলাও যে এতো ভালো লাগবে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। প্রত্যেক টা চরিত্র বাস্তবিক মনে হয়েছে। এক কথায় অসাধারণ। ❤💙🤍
@mohammadali6663 Жыл бұрын
শিলা আহমেদ দেখতে যেমন সুন্দর তেমন অভিনয় হুমায়ুন আহমেদ এর মেয়ে বলে কথা হুমায়ুন আহমেদ মানেই নতুন কিছু
@nousadali8604Ай бұрын
আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে মানে মালদা থেকে হুমায়ূন সাহেবের আজ রবিবার সত্যি আজ রোববারে দেখা শেষ করলাম । কোনো বিশেষণই আমার কাছে নেই । শুধু বলি অসাধারণ। নিপুণ অভিনয়। সাঙ্কেতিকতা , নাটকীয় চমৎকারিত্ব উপস্থাপনা সব মিলে অপূর্ব। কিন্তু একটি শব্দ প্রয়োগ আমার জানা মতে ভুল থেকে গেছে । মীরা জীবনকে নদীর সঙ্গে তুলনা করতে গিয়ে জামিলকে বলে - জীবনটা নদীর মতো প্রবাহমান । এই প্রবাহমান শব্দটি আমার মনে হয় ভুল । প্রবহমান হওয়া উচিত ছিল । যে কোন কারণে সেই ভুলটি কিন্তু থেকেই গেল ।
@tamashaunlimited3393 Жыл бұрын
আমার জন্মের আগের নাটক। সারাজীবন অনেক প্রশংসা শুনে আজ দেখতে বসলাম। আর অবাক হচ্ছি এতো আধুনিকতা, এতো সুন্দর ইংরেজিতে সংলাপ, বাংলা ভাষার এতো শ্রুতিমধুর প্রয়োগ, সত্যিই এতোটাই মুগ্ধ যে কি লিখব ভাষা খুঁজে পাচ্ছি না। ভাবছি বাকের ভাই নাটক টাই দেখব। এসব মাস্টারপিস হারিয়ে গেলে আমাদের সংস্কৃতি মরে যাবে,,,, বর্তমানে নোংরা কিছু নাটক খুবি ভাইরাল, তাদের অশ্লিল নোংরা ডায়লগের জন্য। তাদের বলব, এসব বন্ধ কর তোরা,,,,
@Sujit_Kumar-0012Ай бұрын
এই দিনগুলোক বড্ড মিস করি....❤❤❤ এখনকার দিনে এসেও যারা এই সোনালী অতীতকে ভুলে যায়নি তারা সত্যিই অসাধারণ.. তাদের প্রতি রইলো আমার অকৃত্রিম ভালোবাসা....❤❤❤❤❤
@alamin75143 ай бұрын
২০২৪ সালে দেশ স্বাধীন হওয়ার পর যারা দেখছেন হাজিরা দিয়ে যাবেন ।।❤
@jobayetahmed92412 ай бұрын
✋✋✋
@RiponAli-z8eАй бұрын
😂😂😂😂😂😅😅😅😅
@AbuSajit3 ай бұрын
জাহিদ হাসান আমার সবচেয়ে প্রিয় অভিনেতা। অনেক নাটক দেখেছি,আনিস ভাইয়ের চরিত্র সবথেকে বেস্ট। আমার ছেলেকে একবার দেখিয়েছি।ও এখন প্রায় দেখে।ওর বয়স তেরো,এই জেনারেশনের সন্তান যে আমার যুগের জিনিস পছন্দ করবে এটা ভাবলেই আনন্দ লাগে।
@rar_ashrafi Жыл бұрын
আমার আম্মুর কাছে ছোটবেলা থেকে এই নাটকের অনেক প্রশংসা শুনেছি কিন্তু কখনো সময় করে দেখা হয় নাই । আজ নাটকটা দেখার পর আমি অভিভূত, কীভাবে প্রশংসা করবো বুঝতেই পারছি না ❤️❤️ ৯ সেপ্টেম্বর ২০২৩
@Brizi-cq5cd Жыл бұрын
আমিও আজ দেখছি ১৩/০৯/২০২৩
@sazib766 Жыл бұрын
হিমুদের কাছে শনি, রবি সোম সব এক, হিমুরা এসবের ধার ধারে না
@Aivideobangla Жыл бұрын
হে গো আমিও
@mdsujan6332 Жыл бұрын
💖
@MsBristy-h4r Жыл бұрын
ভালোবাসার মানুষটি সাজেস্ট করলো ছবি টি দেখার জন্য🥰 অসাধারণ অসম্ভব সুন্দর ছবিটা🤗 ধন্যবাদ প্রিয় ❤️
@mdmuklesurra Жыл бұрын
thanks dear 🌼🥰
@mimmantasha6427 Жыл бұрын
শিলা আহমেদ কে আমার এতো ভালো লাগে কেনো 🥹❤ পছন্দের সব চরিত্রগুলো একসাথে💫 আসাদুজ্জামান নূর আবুল হায়াত সহ সবার অভিনয় একদম সেরা।। বাংলাদেশের কিংবদন্তি 🥰
@moshiurrahman942010 ай бұрын
❤❤❤
@bastabdunia3294Ай бұрын
ভারত থেকে দেখতেছি অসাধারণ নাটক, কমেন্ট টা করে গেলাম ছেলে মেয়েরা যেন খুঁজে পায়। আমার মেয়ে আফরিন আর ছেলে রিজওয়ান❤❤❤
@naimurrahman4280 Жыл бұрын
31-10-2023 সৃতি রেখে গেলাম ২৪ বছর পর নাটকটি দেখতে আসলাম 💝 অসাধারণ সুন্দর নাটক 🥀
@paveltalukdar5651 Жыл бұрын
I am also
@LopaDas-o6q Жыл бұрын
অসাধারণ,প্রানবন্ত । আনিস ভাইয়ের মতো পড়ার মানসিকতা যদি আমার থাকতো।
@HumuRupa2 ай бұрын
আমার জন্মের পূর্বের নাটক দেখতে যে এতো ভালো লাগবে চিন্তা ও করতে পারি নি। এই নিয়ে ৩ বার দেখলাম❤️ হুমায়ুন আহমেদ স্যার😘
@sumaiyarajkumari Жыл бұрын
কিছু নাটক কখনো পুরোনো হবে না,,যতবার দেখবো সেই নতুনের মতোই আগ্রহ হয়,কমেন্ট করে গেলাাম পরের প্রজন্ম দেখতে এসে যখন লাইক দেবে নোটিফিকেশন পেয়ে আবার আসবো দেখতে✌️
@pushpitasarker79222 ай бұрын
এই নাটক যারা দেখেন তারা রুচিশীল।কত সহজে হাসায় আবার কাঁদায় ❤।শীলা আর সুবর্ণা মোস্তফা বাংলাদেশের দুই সুন্দরী মেধাবী অভিনেত্রী।যাদের কথার ধরণ ও খুব সুন্দর।
@tilokadey2629 Жыл бұрын
সেইসব দিনরাত্রি আর নাই। কোথায় পাবো সেই পরিবেশ,সেই লেখক,এতগুনী শিল্পী সমন্বয়। তবু একটু ভালো যে ইউটিউবের কল্যানে আজকাল মনের স্মৃতিতে গেঁথে থাকা সেইসকল অধ্যায়ের একটু রসাস্বাদন করতে পারছি।
@mdpiash23602 ай бұрын
হুমায়ুন আহমেদ স্যার আসলেই অসাধারণ ছিলেন❤❤❤
@shamsunnahar98119 ай бұрын
শীলা আহমেদ ❤
@mohammadrony15667 ай бұрын
❤❤❤
@ShantaIslam-z6m2 ай бұрын
নস্টালজিক 🥹❤
@ashrafulislamhimel014 ай бұрын
- ফুলি, আজ তো তোমারে বড়ই সৌন্দর্য লাগতেছে! - এক কথা রোজ কন। - সইত্য কথা দিনের মধ্যে চৌদ্দবার বলা যায়। সইত্য কথার এই হইলো নিয়ম। কাঁসার থালা নয়া তেঁতুল দিয়া মাজলে যেমন সৌন্দর্য হয়, তোমারও তেমন সৌন্দর্য। তয় গরীবের সৌন্দর্যের আবার দাম কী? গরীবের সৌন্দর্যের দাম দশ পয়সা। দেখি আমার পকেটে হাত দেও। - পকেটে কী আছে? - হাত দিয়া দেখো কী আছে। অধিক কথা বলার স্বার্থকতা নাই। মতি মিয়া অধিক কথা পছন্দ করেনা! দ্য মাস্টারপিস❤️
@emachowdhury1574 Жыл бұрын
হুমায়ুন আহমেদ মানেই অন্য এক ভুবনে চলে যাওয়া।।।❤
@bastabdunia3294Ай бұрын
ভারত থেকে দেখতেছি হুমায়ূন আহমেদের নাটক সিনেমা আমার খুব প্রিয় উড়ে যায় বক পক্ষী দেখে মুগ্ধ হয়ে গেছি।
@safebetingАй бұрын
নক্ষত্রের রাত দেখতে পারেন
@bastabdunia3294Ай бұрын
দেখবো সময় পেলেই
@KhanraineАй бұрын
তারা তিনজন অত্যন্ত মজার 😊
@arbimollah8049 Жыл бұрын
আহা কি অসাধারণ.... কত সুন্দর নাটক ছিলো ঐ সময়ে... আর এখনকার ও নাটক জোর করে হাসায়
@Sabbirhossain-b2s Жыл бұрын
নাটকটা হাসিয়েছে কাঁদিয়েছে এবং সবশেষে জীবনের মানেটা শিখিয়েছে😔
@blogjony8932 Жыл бұрын
এই নাটকের সবচেয়ে শিক্ষনীয় মন্তব্য, " রক্তের সম্পর্কে আত্তীয় হয়না,আত্তীয় হয় আত্তার সম্পর্কে "
@sohagrana609011 ай бұрын
২৪ সালে যারা যারা দেখতে আসছেন লাইক দেন
@amenaakter95242 ай бұрын
আমি দেখতেছি❤
@mimmantasha6427 Жыл бұрын
টাকার অভাবে ভালোবাসা মরে যায় কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না কতো সুন্দর আর বাস্তববাদী একটা কথা
@sabinayeasmin2865 Жыл бұрын
My favourite ❤️
@EnoughTime204 Жыл бұрын
কারণ বিনিময়ের ভালোবাসা টিকে না!
@MdAminulIslam-bw9ty Жыл бұрын
কেমন আছেন
@Penda.0_04 ай бұрын
প্রথমবার যখন দেখেছিলাম তখন বাবা মার সাথে দেখেছিলাম। খুব ভালো লাগছিল। আজকে আবারও দেখেছি তবে একা একা। প্রথমবারের মত এবার অনেকটাই অন্যরকম লাগল। বুঝতেই পারছিলাম না তার কারণ কি! হঠাৎ করেই স্মৃতিচারণ করেই বুঝেছিলাম প্রথমবার আর দ্বিতীয়বারের মধ্যে দেখার পার্থক্য হলো আগে এত বুঝতে পারতাম না। আস্তে আস্তে সময় বাড়ার সাথে সাথে সবকিছুই যেন আরও ভালো করে বুঝা যায়। আর তা কিন্তু সব কিছুর বেলায়ই...তাই না!??!!!!!☺️😊
@rakiburrahaman9981 Жыл бұрын
সম্ভবত ১৯৯৯ তে এই নাটকটি নির্মাণ হয়েছিলো। প্রচার হতো প্রতি শুক্রবার বিটিভিতে। তখন ২য় শ্রেণীর ছাত্র ছিলাম। তখনকার সময়গুলোতে পরিবার নিয়ে নাটক দেখার আনন্দটা ছিলো অসাধারণ। হুমায়ুন আহমেদের নাটক মানেই চমৎকার সাবলীল বাংলায় নাটক💛 জাহিদ ভাই ❤️
@aklima-rt7si Жыл бұрын
৯৮তে প্রচার হয়েছিল
@abdusboy9790 Жыл бұрын
ভাইয়ের জন্মসাল ১৯৯০ এর দিকে সম্ভবত।অই সময় আমিও দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিলাম।
একটানা ৬ ঘণ্টা বসে নাটক টা দেখলাম । অসাধারণ , মানুষের জীবন বড়ই অদ্ভুত , টাকা কামানোটাই মানুষের জীবনের একমাত্র সফলতা না। মানুষ বাচে আশায় , পরিবারের মানুষগুলোর ভালোবাসায়। আল্লাহ ভালোরাখুক প্রতিটি পরিবার কে ❤❤
@konicarahmankonica91703 ай бұрын
হুমায়ুন আহমেদ স্যারের লেখনীর মধ্যে আমি যেন হারিয়ে যায়❤সত্যি অসাধারণ লেখাগুলো। ❤❤
@rubelahmed77485 ай бұрын
২০২৪ সালে এসেও যারা হুমায়ুন স্যারের কালজয়ী নাটক টি দেখছেন তাদের রুচিবোধের প্রশংসা করতেই হয়৷ যারা দেখছেন লাইক দিন।
@nijerranna844 ай бұрын
গত প্রায় এক সপ্তাহ ধরে দেখছি। শেষই হচ্ছে না।
@SamiraAktherMitu-dp3jm4 ай бұрын
আমি দেখতেছি❤️🩹
@worldwide-actionmovie75104 ай бұрын
Ami dekhci
@mazharulmobin76554 ай бұрын
আজ কত দিন ধরে দেখছি শেষ হচ্ছে না তবুও ভালো লাগছে।নাটকটা খুবই সুন্দর
@MdArshad-m7n4 ай бұрын
Ami
@SajibMalitha-sw1cp7 ай бұрын
পরশু exam তাও নাটক টা দেখছি, ভালো লাগছে অনেক, এই নিয়ে যে কত বার দেখেছি তার কোন ঠিক নেই। যত বার দেখি তত বারই মুগ্ধ হই।
@russelaronno9633 Жыл бұрын
Excellency cannot be made confined to a generation. It travels beyond generation to generation and creates It's impact on everyone. Lucky to be a part of this golden era of Bangladesh
@CThought Жыл бұрын
Shila was a brilliant actress, unfortunately she didn't continue.
@marichikashupta4 ай бұрын
কোথাও কেউ নেই,নক্ষত্রের রাত এই কোয়ালিটির আর কোন নাটক আছে দেখার খুব ইচ্ছে হয় এমন নাটক দেখতে!
@LaserVisionNatok Жыл бұрын
Aaj Robi Bar Full Natok😍😍
@tmmayavloge Жыл бұрын
❤❤❤❤❤
@banebd Жыл бұрын
Ey natok gula vlo lage
@itsmers9242 Жыл бұрын
❤️❤️
@PolashDash-l6l7 ай бұрын
নাটকের শুরুটা অনেক ভালো লেগেছে এই জন্য কমেন্টটা প্রথমেই করলাম নাটকেরপরিচালকসহ সকল অভিনয় শিল্পীদের অনেক বেশি ধন্যবাদ৷ ২০২৪৷
@biplobhussainshadin8045 Жыл бұрын
এমন নাটক আর আমরা দেখতে পারবো নাহ। নাটকটার কথা অনেক শুনছি ২০২৩ এ এসে দেখলাম। এক কথায় অসাধারণ। স্যার হুমায়ুন আহমেদ সব নাটক মন জুড়ানো ❤
@joya85554 ай бұрын
অসাধারণ একটা নাটক কতো বার যে দেখলাম হিসাব নাই
@abirmasum7236 Жыл бұрын
এই নাটকে যেমন অসাধারণ ছিলো সংলাপ গুলো তেমনি পল্লী গানগুলো খুব সুন্দর ছিলো ২০২৩ সালের শেষের দিকেও দেখেও চোখ পেরাতে পারছি না
@dryousufscreationcollectio24063 ай бұрын
ছোট বেলা থেকে অসংখ্য বার দেখেছি।। যতবার দেখেছি ততবার অনেক অনেক ভালো লেগেছে।
@kmmehedi745 Жыл бұрын
একদিকে ভালবাসা, একদিকে হিমু, এবং শেষ দিকে কফিন! সুন্দর নাটক❤
@ShorifulIslam-d3b17 күн бұрын
আমি শুধু কনকার জন্য এই নাটক টি দেখতে আসি কারন আমি একজন কনকার বিশাল প্রেমিক 😊
@mdraisulislambasunia3714 ай бұрын
টাকার অভাবে ভালোবাসা মরে যায়, কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না
@bongoraj62 Жыл бұрын
2024 সালে এসেও যারা এই নাটকটি দেখছেন, তারা অবশ্যই হাজিরা দিয়ে যাবেন।👍
@as_mathematics0016 ай бұрын
Facebook এর short অংশ দেখে দেখতে এসেছি। আমার দেখা top তিনটে নাটকের মধ্যে একটা from INDIA🇮🇳
@tambirahmed3505 Жыл бұрын
যে যুগে সবাই পরিবার নিয়ে দেখার জন্য একটা নাটকের খুজে হয়রান।সে যুগে এমন নাটক একা দেখছি সেটাও দুঃখজনক। কত সাবলীল তাই না!
@BiplobAhmed-l6d Жыл бұрын
নাটকের প্রেমে পড়ে গেলাম,,🥰🥰 অসাধারণ
@avimanitumi4303 ай бұрын
অসাধারণ! অসাধারণ! অসাধারণ! এত সুন্দর নাটক হুমায়ূন আহমেদ বলেই সম্ভব। জীবনের সেরা একটা নাটক দেখলাম।
@raziarayfadolly3464 Жыл бұрын
অসাধারণ প্রতিভা এরকম নাটকগুলো এখন আর নেই, এই নাটকগুলো টেলিভিশনে দেখায় না কেন!! সকল প্রিয় চরিত্র গুলা একসাথে, হুমায়ুন আহমেদ এর মতো পরিচালক আর হবেনা একটাও,,তার নাটকে আগের সেই গ্রামবাংলা দেখলে মন জুড়ে যায়😇😊 ২৯ নভেম্বর ২০২৩ 💕
@MdDelowerHossain-cf1bm8 күн бұрын
যতবারই এই নাটকগুলো দেখি, একবারও মনে হয় না এই নাটক আগেও দেখছি। কী অভিনয় সবার! সবাই গুণি অভিনেতা। বিশেষ করে বড় চাচার অভিনয়টা অনেক ভালো লাগে।
@maherabhassn74962 ай бұрын
২০২৪ এর কেও আছেন?
@foziabahar23312 күн бұрын
হুম
@ebrahimrohan75198 күн бұрын
jhi
@MdSakib-zc6mg Жыл бұрын
আজ রবিবার এ সবচেয়ে ভালো অভিনয় করেছেন বড় চাচা জামিল দাদাজান মতি কংকা অসাধারণ ছিল তাদের অভিনয় সতি দারুণ একটি নাটক হুমায়ুন আহমেদ একজন লিজেন্ড ছিলেন