এই নাটকগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে প্রতিটা মানুষের কথা বলার ধরন , কতোই না গুছিয়ে কথা বলে ওনারা সবাই, আর বড়ো ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের শ্রদ্বা ও সম্মান দিয়ে কথা বলা, বাবার সাথে তর্ক না করা বাবাকে সালাম দিয়ে কথা বলা, কতোই না সুন্দর ছিলো তখনকার নাটক গুলোর পরিবেশ, এখনকার নাটকে এইরকম কিছুই নাই,
@MHLabib2 жыл бұрын
2023 এ যারা দেখা শুরু করেছেন শুধু তারাই লাইক দিন♥️
@lizumorium67142 жыл бұрын
Ami✌️
@kawcherkhondhoker2673 Жыл бұрын
ইহা একটি বালের নাটক
@MDSojib-md8ko Жыл бұрын
Amioo
@raselmahmud1678 Жыл бұрын
কারেন্টের যে অবস্থা মনে হয় একবারে দেখে শেষ করতে পারবো
@md.khalidsaifullah4668 Жыл бұрын
@@raselmahmud1678 AMI.
@mizanurrahmananik8038 Жыл бұрын
আমি জম্মেছি ১৯৯৬ তে - আশ্চর্য হয়ে যাই হুমায়ুন স্যার কতটা সৃষ্টিশীল ছিলেন। বর্তমানে আমরা নাটকের নামে যত্তসব অখাদ্য মানুষকে খাওয়াচ্ছি। সৃষ্টিশীলতা,নতুনত্বে,সংলাপে আমরা কতটা আগের তুলনায়পশ্চাতে পড়ে রয়েছি.....
@nipu10312 жыл бұрын
শীলা আহমেদের কথা বলার বাচনভঙ্গি এত সুন্দর! 🌻🖤
@benojirjahan84182 жыл бұрын
Ha
@sunnychumman70039 күн бұрын
শীলা হুমায়ুন এর মেয়ে
@aparadisebird2 жыл бұрын
টানা তিন ঘণ্টা দেখলাম। সেরা সময় ছিল খুবই উপভোগ করেছি। বর্তমানের প্রেম পিরিতি রং ডং নাটক হুমায়ূন আহমেদের নাটকের জুতার সমান ও হবে না।
@mdraselsardar59342 жыл бұрын
Right Right Information
@mdraselsardar59342 жыл бұрын
এই নাটক ২২ প্রর্ব কিন্তু সবমোট 🙂
@jeniferjohnson49312 жыл бұрын
Right
@saimahmed19452 жыл бұрын
Thic bolso
@saimahmed19452 жыл бұрын
Kothao keo nei natok ta dekbe.. Best
@jahangirhossain88502 жыл бұрын
এই শীলা হতে পারতো বাংলাদেশের একজন শ্রেষ্ঠ অভিনেত্রী ।
@sultansheikh59182 жыл бұрын
Kon shila?
@murshidulkhannuhash614 Жыл бұрын
@@sultansheikh5918 shila ahmed, Humayun ahmed er meye
@ZakariaBinAhmed Жыл бұрын
শীলা যতটুকু হয়েছেন ততটুকুই শ্রেষ্ঠ! এর বেশী শ্রেষ্ঠ হওয়ার দরকার না-ই।
@AltafHossen-s5d Жыл бұрын
শিলার পথের কাঁটা শাওন।সে হলো নষ্টের মূল
@arshisaylasultana7472 Жыл бұрын
Shila already sera..
@farman8392 Жыл бұрын
আমিতো শীলা আহমেদের কথার প্রেমে পড়েছি একটি মেয়ের এত সুন্দর ভাবে কথা বলার সামর্থ্য দেখে খুব অবাক হলাম
@tashrifmahmud59898 ай бұрын
Dekta Hobe to oita kar Mey ,
@mstshati9572 Жыл бұрын
হুমায়ূন আহমেদ স্যার এর নাটক গুলো দেখার পর অন্য কোনো নাটক দেখতেই ইচ্ছে করে না। আমার মনে হয় যারা হুমায়ূন স্যারের নাটক দেখে তারা উন্নত রুচিশীল মানুষ।
@BabluKhan-x9r6z Жыл бұрын
হুম ভাই
@Tarek_Hasan_10 Жыл бұрын
আজ থেকে ২৪ বছর আগের নাটক দেখছি। আমার বয়স ১৭ বছর। আহ, কিংবদন্তি হুমায়ূন স্যার ২৪ বছর আগে যা করে গিয়েছেন, এখনো কেউ করতে পারেনি 💔 "উড়ে যায় বকপক্ষী" আজ রবিবার, বাংলাদেশের ইতিহাসে সেরা নাটক গুলোর মধ্যে অন্যতম 🥰
@sharifashahrin3079 Жыл бұрын
nokkhotrer rat..... O
@omicena. Жыл бұрын
উনি একজন সত্যজিৎ রায় উনার মতো কাজ কেউ করতে পারার কথা না..
@mdtipu7596 Жыл бұрын
নক্ষত্রের রাত নাটক আরো অনেক সুন্দর বাস্তবতা নিয়ে
@kajolrekha1091 Жыл бұрын
"কোথাও কেউ নেই" দেখে কেঁদেছিলাম
@samual1452 жыл бұрын
একসাথে পরিবারের সবাই বসে উপভোগ করার মতো শ্রেষ্ঠ নাটক।"কঙ্কা" চরিত্রের অনবদ্য অভিনয় করা অভিনেত্রী " শিলা আহমেদকে" বাংলা চলচিত্র সবসময় মিস করবে। বাংলাদেশের দুঃখ যেমন হাড়িয়াভাঙ্গা নদী ঠিক তেমনি বাংলা নাটক ও চলচিত্র জগতের দুঃখ শিলা আহমেদ। সকলের অভিনয় অনবদ্য ছিলো। (সম্ভবতঃ হুমায়ূন সাহেব ক্যামেরার পেছনে ছিলেন বলেই সম্ভব হয়েছে)
@mariyajahan66632 жыл бұрын
হুমায়ূন আহমেদের কাজের মধ্যে কিজানি এক জাদু আছে। আমার প্রচুর মন খারাপের পরে হুমায়ূন আহমেদের নাটক দেখে মন ভালো করে প্রচুর হাসি আর তারপরেই আমার কোন কারণ ছাড়াই প্রচুর কান্না পায়, আমি অনেক কান্না করি🙂
@AslamKhan-yf4zm2 жыл бұрын
humayun ahmed is a best righter of bangladesh
@mdabubokor62072 жыл бұрын
🙂🙂
@yasirahmedalshaibani77332 жыл бұрын
মাশাআাল্লাহ্ একটা মেয়ের চেহারা ও মুখের কথা কত মিষ্টি হতে পারে সেটা শিলা আহমেদকে দেখলে কিছুটা আন্দাজ করা যায়।
@জাহিদহাসান-জ১থ2 жыл бұрын
আবারো দেখতে আসলাম,,হুমায়ুন আহমেদ স্যারের একি নাটক বার বার দেখলেও মনে হয় প্রথবার দেখছি।কি অসাধারণ
@md.rashedali63162 жыл бұрын
কতো পর্বের নাটক এটা
@jubairtahsin30542 жыл бұрын
ঠিক বলেছেন ভাই
@tahmidarefin78312 жыл бұрын
রাত গভীর থেকে গভীরতর হচ্ছে!অথচ নাটকটি ছেড়ে যেতেই ইচ্ছে করছে না.............. হুমায়ূন আহমেদ স্যার, আপনার প্রতি ভালোবাসা কখনোই কমবে না।💝
@TahmidaChowdhury-i3s5 ай бұрын
😂😂 হুমায়ূনের ভূত চেপে বসলো না কী
@Mahimakhanprema5 ай бұрын
এই কমেন্ট এর প্রতিটি শব্দই যেন আমার লেখা😊
@RuhulAmin-uj4cr2 жыл бұрын
সত্যি ই হুমায়ূন আহমেদ স্যারের তুলোনা হয় না, তিনি অদ্ভুত একটা নাটক তৈরি করেছেন যার মধ্যে রয়েছে ভিন্ন ধর্মী চরিত্রের সম্মিলিত এক একান্নবর্তী পরিবার। এই নাটকের গুরুত্বপূর্ণ প্রবাদ হচ্ছে " টাকার অভাবে ভালোবাসা মরে যায়, কিন্তু টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না" ।
@MDDIDER-gi2zz2 жыл бұрын
হমম
@Achine.2776 Жыл бұрын
মানুষের তো জন্মই হয়েছে ভালবাসার দেওয়ালে বন্দি হবার জন্য। চমৎকার একটি ডায়লগ।প্রায়তঃ হুমায়ূন আহমেদের নাটক সত্যি প্রশংসনীয়, এবং অসাধারণ।
@sharifulsujon2 жыл бұрын
আহা, কি দেখলাম! হাজার বছরেও একজন হুমায়ুন আহমেদ এদেশের মানুষ পাবে কিনা সন্দেহ! মাস্টারপিস নাটক। পুরো কলিজায় গিয়ে লাগার মতো।
@চলোস্বপ্নছুই-জ৮প Жыл бұрын
এই শিলাকে আমি যতোই দেখি ততোই তার মাঝে হারিয়ে যায়। তার কথা বলার স্টাইল,তার চাহনি, তার গোলাপি ঠোঁট আমাকে তার প্রেমে ফেলে দিয়েছে।
@rayhanrahat9879 Жыл бұрын
উয়াউ
@rabiulbhuiyan2363 Жыл бұрын
এই অবস্থা৷
@smsumonahammedofficial49012 жыл бұрын
কত সুন্দর ভাবে সকল অভিনয় শিল্পীরা সুস্পষ্টভাবে কথা বলতেন..... আফসুস এখন আর সেই আগের দিন গুলি নেই আর সেই আগের অভিনয় শিল্পীরাও নেই....😢
@MohimaBegum-dv9rv3 ай бұрын
সুবর্না মোস্তফার অভিনয়ও যথেষ্ট সুন্দর ❤
@achheshudhu406Ай бұрын
Exactly!👍👍
@chakmahrpipul14545 ай бұрын
৮০-৯০দশক নাটকের স্বর্ণযুগ। বহুব্রীহি, এইসব দিন রাত্রি, অয়োময়, আজ রবিবার, কোথাও কেউ নেই। ঢাকায় থাকি, তথাপি, জন্মভূমি, কোন কাননের ফুল, সূর্যের অপেক্ষায়।
@ohiulislam Жыл бұрын
সবারই এই নাটকটা দেখা উচিত। অনেক কিছু শেখার আছে। বিশেষ করে আমাদের মতো কিশোর ছেলে মেয়েদের দেখা উচিত। অনেক কিছু শেখা তো যাবেই, সাথে এও দেখতে পারবে, পুরো নাটকে সুন্দর ভাষা ব্যাবহার করে নাটক বানানো যায়।
@sihabuddin75102 жыл бұрын
যতই হুমায়ূন আহমদ স্যারের নাটক দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সত্যি তিনি একজন অসাধারণ নির্মাতা ছিলেন।
@mahedihasan76082 жыл бұрын
ভাইয়ের প্রতি ভাইয়ের শ্রদ্ধা, সম্মান দেখানো ,এই ধরনের নাটক তৈরি শুধু হুমায়ূন আহমেদ স্যারকে দিয়েই সম্ভব।
@mdrahmat37532 жыл бұрын
সবার অভিনয় অনেক ভালো লেগেছে..❤️ কিন্তু শীলা আহমেদ.... আমার কাছে সেরা 🙂👌❤️.... তার কথা বলা আর তার মিষ্টি হাসি এক কথায় অসাধারণ..।👌❤️🥀
@RaSeL-19712 жыл бұрын
একজন মানুষের অনুপস্থিতিতে বাংলাদেশের নাটকের বারোটা বেজে গেছে। এখন যারা নাটক নির্মান করেন তাদের এই নাটক গুলো দেখা উচিত, নাটক কাকে বলে প্রিয় হুমায়ুন স্যার আপনার শুন্যস্থান পুরন হবার নয়।
@Milli_Minha Жыл бұрын
আমি নতুন প্রজন্মের একজন তরুণী হয়েও নাটকটি দেখছি আর অবাক হচ্ছি🥀 এ যুগে এমন পারিবারিক নাটক পাওয়াই যায় না। খুবই দুষ্কর 😔 আসলেই 'আজ রবিবার' নাটকটি অসাধারণ অসাধারণ অসাধারণ।✨ শীলা আহমেদ এর অভিনয় দুর্দান্ত🥰 [১৮ই জুন ২০২৩,রবিবার]……😊
@abusayeed55932 жыл бұрын
সেই সব মধুর দিন গুলি আর আসিবে না ফিরে।নাটক দেখি আর কাঁদি।সেই কিশোর দিনের কথা মনে পড়ছে।কি যে আনন্দময় দিন কাটাইছি।আমরা হুমায়ুন আহমেদ স্যারের বই পড়ে আর নাটক দেখে বড় হইছি।নাটকে সবাই কত তরুণ।কি সুন্দর অভিনয়।এই যুগে এমন নাটক কখনো হবে না।
@zxrmc2 жыл бұрын
Koto saler natok ?
@farznaaktar7052 жыл бұрын
@@zxrmc í"
@marufmujtahid78892 жыл бұрын
১৯৯৯
@nasirshah9417 Жыл бұрын
বাহ অপুর্ব খুব মজা পাইলাম
@afterlife......40192 жыл бұрын
আবারও দেখতে এলাম নাটকটি❣️❣️❣️❣️❣️❣️ বাঁচা র কোন ইচ্ছাই কাজ করেনা মনের মধ্যে, জীবনটা একেবারেই এলোমেলো হয়ে গেছে। হতাশাগ্রস্ত জীবনটাতে মাঝেমধ্যে এইসব পুরনো নাটকটি দেখতে আসি। কিছুক্ষণের জন্য হলেও ভাল লাগে
ভাই আমার মনের কথা। আল্লাহ তায়ালা রক্ষা করবে জানি না। বেঁচে থাকতে ইচ্ছা করেনা মরতে পারি না সাহস নাই
@badshafaisal8357 Жыл бұрын
আমার মনে হয় হুমায়ূন আহমেদ পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকার। একজন ইংরেজি সাহিত্যের ছাত্র হিসেবে আমি বেশ কিছু নাট্যকারের নাটক পড়েছি এবং মাঝে মাঝে দেখেছি। কিন্তু হুমায়ূন আহমেদের মত এত সুন্দর সাবলীল এবং বাস্তবধর্মী লেখা আমি কোথাও পাইনি। অসাধারণ গল্প অসাধারণ অভিনয়শিল্পী।
@zahidhasan67522 жыл бұрын
আনিস চরিত্রে জাহিদ হাসান কত সাবলীল অথচ এখন উনিও টিকে থাকার জন্য প্রচুর ভারামো নাটকে অভিনয় করেন। আফসোস 😭
@liaqathamid49182 жыл бұрын
ভারামো না, হবে ভাড়ামো।
@FerdousHasan-kk8hp2 жыл бұрын
আহারে টিকে থাকা, বিজনেসম্যানরা নষ্ট কইরা ফেললো
@Moinkhan-dc5ob Жыл бұрын
সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হয়। তা না হলে বেকার হয়ে সরকারের সাহায্য নিয়ে পেট চালাতে হতো
@subratachakraborty76552 жыл бұрын
এর কমেন্ট যেটা হয় তাহল , তিন ঘন্টার জন্য একটা স্বর্গীয় পরিবেশে ছিলাম। এই রকম গল্প, প্রত্যেকের অভিনয়, গানের প্রয়োগ সব অসাধারণ।আমার মনে হয় এখন এরকম কিছু সৃষ্টি করা সম্ভব নয়।
@mdfahad29752 жыл бұрын
শালীন ভাষায় সুন্দর কথোপকথন এর সাথে দূর্দান্ত অভিনয় যেমন, তার সাথে রসিকতা ও আছে এক কথায় মাস্টারপিস ❤️🩹
@jafikulislam-ct6wp Жыл бұрын
তৃতীয়বারের মতো দেখা শুরু করলাম, এখনকার নাটক গুলো ১০ মিনিটের বেশি দেখা যায় না, অসহ্য লাগে, কিন্তু পুরোনো নাটক গুলো বারবার দেখলে ও মন ভরে না।❤
@longroad38052 жыл бұрын
বাবা ছেলের সম্পর্কটা বেশ সুন্দর করে ফুটে তুলেছেন হুমায়ুন আহমেদ। বেশ সুন্দর 🥰🥰🥰🥰
@Tuhin53002 жыл бұрын
এখনো দেখছেন?
@longroad38052 жыл бұрын
@@Tuhin5300 হুম
@-.-335-.-2 жыл бұрын
শীলা আহমেদের অভিনয় আমার সবচেয়ে বেশি ভালো লাগে। উনার অভিনয় দেখতেই বারবার ফিরে আসি❤️৷
@shahabuddinshabu7963 Жыл бұрын
বরাবরই হুমায়ুন আহমেদ স্যারের নাটকে বাবার প্রতি অসীম শ্রদ্ধা দেখানো হয়েছে, I love this❤️❤️❤️
@pallabdatta44053 ай бұрын
খুব সম্ভবত 1997 সালে এই নাটক প্রচারিত হতো। চমৎকার নাটক ছিল, আমরা পরিবারের সবাই মিলে দেখতাম।
@palashakash13112 жыл бұрын
আসলেই অনন্য অসাধারণ গানের গলা শাওনের।। 👌👌👌 হুমায়ুন আহমেদ তাঁর প্রেমে পড়ার এটাও একটা কারণ! ❣️❣️
@MizanurRahman-yl2pi2 жыл бұрын
মেযের বান্ধবী কে অল্প বযসের শাওন কে বিযে করেই ওর জীবন শেষ হলো ,
@palashakash13112 жыл бұрын
@@MizanurRahman-yl2pi বিরাট বুঝা বুঝেন 😡
@RifatCt2 жыл бұрын
তাহলে তো যার যে গুণ ভালো লাগবে তার প্রেমে পড়ে যাওয়া যাবে, বিবাহিত হলেও সমস্যা নেই। পরকীয়া করে আগের বউকে তালাক দিয়ে বিয়ে করাও যাবে।
@ikimran29202 жыл бұрын
*বড়দের মুখে সবসময় শুনেছিলাম এই নাটকটা খুব সুন্দর তাই আজকে দেখার জন্য বসলাম এক মুহূর্তের জন্য চোখটা স্কিন থেকে সরাতে পারছিলাম না কি জানি আবার মিস করে ফেলি আর বর্তমানে আমাদের সমাজের যেসব নাটক তৈরি হচ্ছে তার কথা বলতে* চাই না
@benojirjahan84182 жыл бұрын
Amr khub valo lagce
@hasanhowlader82982 жыл бұрын
২০২৩ সালে এসেও দেখলাম ভবিষ্যৎ প্রজন্ম ও এভাবে দেখবে টানা তিনঘণ্টা এক বাস্তব জগৎ থেকে ঘুরে আসলাম,, হুমায়ুন স্যার সত্যি একজন গুনী মানুষ ছিলেন, বর্তমান নাটক সিনেমা এসবের ধারে কাছেও নেই।
@SalmanHt-eg6fl4 ай бұрын
শীলা আহমেদ ❤❤❤
@skshohagkhan99962 жыл бұрын
আমি যদিও এই জেনারেশনের ছেলে তবুও হুমায়ুন আহমেদের নাটক আমাকে মুগ্ধ করেছে.. বিশেষ করে শিলা আহমেদের জন্য নাটক টা দেখতে আসা...❤️❤️
@gwshamim23652 жыл бұрын
আমার ফারুক আহমেদ এর জন্য 🥀
@TithiDas-do2hj4 ай бұрын
Happy Birthday dear Kanka❤ হাসি কান্না দিয়ে শেষ হল!!!!!😊😊
@sumonali6714 Жыл бұрын
শুধু বই হিসেবে যতটা সুন্দর। নাটকের চরিত্র গুলো আরও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ হুমায়ুন স্যার
@minhazulbarimugdho58 Жыл бұрын
বর্তমানের সব অশ্লীল সংস্কৃতির ভিড়ে এই নিখুত অভিনয়ে ভরা নাটক গুলো প্রায় হারিয়ে যাচ্ছে। এখন শুধুই অশ্লীলতার নামে সস্তা বিনোদনের ছড়াছড়ি।।। এই নাটকগুলোই শুধু রয়েছে রুচিবোধ ফিরিয়ে আনার জন্য।।। দেখে সস্তি পেলাম।।।❤❤❤
@mosharofhosen1994 Жыл бұрын
জী ভাই ঠিক বলেছেন 😢
@sajibali88212 жыл бұрын
জীবনে অনেক বার দেখেছি , আমার অনেক পছন্দের একটা নাটক৷ যত বার দেখি বার বার দেখতে ভালোলাগে ,এতো সুন্দর অভিনয় , এতো সুন্দর বচন ভঙ্গি , বর্তমান সময়ের নাটকে আর দেখা যায় না৷ যতটুকু সময় দেখি উপরটা সময় অনেক উপভোগ করি ৷ মন খারাপ থাকলেও কেমন যেন মনটা ভালো হয়ে যায় দেখার পর ৷ আসলেও এমন একটা হুমায়ুন আহমেদ আর আমাদের চিত্র বিনোদন জগতে হয়তো আসবে না ৷ এক কথায় অসাধারণ তার এই সৃষ্টি🖤🥀
@suzandebnath88892 жыл бұрын
অসাধারণ। ছোটবেলার কথা মনে পরে গেল... হুমায়ুন আহমেদ স্যারের প্রতি গভীর শ্রদ্ধা।
@zxrmc2 жыл бұрын
Koto saler natok 😠
@mdrony14612 жыл бұрын
আমি শিউর ১০০ বছর পরেও মানুষ এই নাটক দেখবে আর আমার কমেন্টে লাইক ও দিবে কিন্তু আমি থাকবোনা।তবে নাটক টা দেখে আমি যেমন মজা পেয়েছি পরবর্তী প্রজন্ম ও একই রকম মজা পাবে।
@awesomehub1532 ай бұрын
5
@hellobangladesh50382 жыл бұрын
এই নাটকটি ছোটবেলায় দেখেছিলাম বাংলাদেশ টেলিভিশনে কতইনা মনমুগ্ধকর ছিল আগের দিনের নাটক যত দেখি ততই মুগ্ধ হই ধন্যবাদ সবাইকে /০৩/০৫/২০২২/ ❤️ ঈদ মোবারক ❤️
@zxrmc2 жыл бұрын
Ata koto saler natok?
@adhrahim29962 жыл бұрын
ভাই এটা কত সালে বাহির হইছিলো
@smolgrizzly4608 Жыл бұрын
1996
@sayeedahmed10442 жыл бұрын
আবুল হায়াত স্যারের প্রেমের গল্প দেখতে জন্ম নেয় আলাদা এক অনুভূতি!!
@hanychowdhury75342 жыл бұрын
কি সুন্দর! 🤍শীলা আহমেদের অভিনয় 💥
@SingleLifeGoodBoy2 жыл бұрын
ইউটিউবে ঘুরে ফেরে হুমায়ুন আহমেদ এর নাটক গুলা দেখি,, সব দেখা প্রায় হয়ে গেছে,, আহ অসাধারণ ছিলো ওনার ধারাবাহিক নাটক গুলা,,ফারুক আহমেদ ওনার হাতেই গড়া
@mbsaddam34632 жыл бұрын
Sob natoker name gulo ki pete pari
@SingleLifeGoodBoy2 жыл бұрын
@@mbsaddam3463 আপনে হুমায়ুন আহমেদ এর নাটক দেখা শুরু করেন একটা একটা চলে আসবে
@SingleLifeGoodBoy2 жыл бұрын
@@mbsaddam3463 উড়ে যায় বক পক্ষি দেখেন,, কোথাও কেউ নেই দেখেন বাংলাদেশর সেরা ধারাবাহিক নাটক,, হুমায়ুন আহমেদ এর নাটক লেখে একটা একটা দেখা শুরু করেন অনেক বিনোদন পাবেন,ছোট বেলার স্মৃতিতে চলে যাবেন
@সুমাইয়াখুকু2 жыл бұрын
ছেলের বউ এর জন্য শশুড়ের এতো ভালোবাসা😥😥😥
@zaki-zso19712 жыл бұрын
নাটকের প্রথম ডায়লগ শুনেই প্রেমে পড়ে গেলাম। বর্তমানের অশ্লীল শব্দোচ্চারণ আর ফালতু স্ক্রিপ্টের নাটকগুলো দেখিনা।
@englishwithmdnahidsarker62842 ай бұрын
UFfff , ato bosor ay Natok ami kn chini nai, onk sundor. Just it melt my heart in 2024. I loved it.
@hadiakash36042 жыл бұрын
৪ অক্টোবর, রাত ১:৩৬, ২০২২ (দেশের জাতীয় গ্রীডে বিদ্যুৎ ঘাটতি হয়েছে। যার ফলে সন্ধ্যা থেকে গোটা ঢাকা অন্ধকার হয়ে আছে। ছাদে বসে মনে হল আমি আজ রবিবারের সময়ে আছি।) ৯০ এর একান্নবর্তী অনুভূতি নিয়ে মধ্যেরাতে পুনরায় দেখছি আজ রবিবার।
@afrinmukti641 Жыл бұрын
অসাধারণ...শুধু শুনেছি এই নাটক নিয়ে নাকি সারা বাংলাদেশে হৈ হুল্লোর লেগে গিয়েছিল...আমার তখন জন্ম হয়নি...তাই দেখার জন্য অনেক excited ছিলাম💙 খুবই সুন্দর বচনভঙ্গী,সুন্দর উপস্থাপনা🤍🤍🤍🤍 হুমায়ূন আহমেদ মানেই সেরা✨✨
@mdmolliksalman41812 жыл бұрын
আমি মোহাম্মদ সালমান মল্লিক।।ভবিষ্যতে আমার আওলাদ রা যদি এই নাটক দেখতে আসে।।তখন তারা আমার কমেন্ট দেখবে।।আর বলবে এত সুন্দর নাটক আমাদের পূর্ব পুরুষ দেখছে
@ddtraders34762 жыл бұрын
তখনকার সময়ের বিনোদন এর একমাত্র মাধ্যম ছিল এইসব ভালো নাটক। 💚
@rabeyabashery15602 жыл бұрын
Ì
@khadijaakter72692 жыл бұрын
একমাত্র মাধ্যম হিসেবে ছিলো বিটিভি
@zxrmc2 жыл бұрын
@@khadijaakter7269 tumi akhane ki koro
@munnibanik6222 Жыл бұрын
yes😙
@zahirchowdery9662 Жыл бұрын
অসাধারণ
@tasniaalam89542 жыл бұрын
আমি মন্ত্রমুগ্ধের মতোন চেয়েই রইলাম,শুনেই গেলাম।কি অনবদ্য, কি মায়া,কি অপূর্ব।হুমায়ুন আহমেদ স্যার❤️🙏🙏🙏কি সৃষ্টি, ভয়ংকর সুন্দর 💘💘💘
@mdezazulislamemon86652 жыл бұрын
নাইস
@tuhinsheikh77592 жыл бұрын
সব থেকে অবাক লাগে বাবার প্রতি ছেলেদের সন্মান।
@kabirhossain6212 жыл бұрын
2023 সালে আমিই প্রোথম দেখলাম, অস্থির ছিল সে সময়ের নাটক গুলো!!
@afnancr79162 жыл бұрын
সর্বকালের সেরা নাটকের একটি হয়ে থাকবে ❤️ আর শাওন আপার গানের সুর, এই কন্ঠ ✨🌸
@houseofscience76062 жыл бұрын
এসব নাটক আর কেউ কখনোই তৈরী করতে পারবে না। এরা সবাই জাত অভিনেতা। এই রকম অভিনয় এবং নাটক আর কখনোই তৈরী হবে না। নাটকের সোনালী যুগ তখনই ছিল।
@helalsheak11122 жыл бұрын
নাটকটা আসলেই অসাধারণ হুমায়ূন আহমেদের নাটকগুলো বর্তমান জেনারেশন আর পাবে না এটাই আফসোস
@uatv5756 Жыл бұрын
দু'বোনের মিল দেখে অবাক হয় 🥰 কি সুন্দর মিল তাদের
@farhanaalam4247 Жыл бұрын
হুমায়ুন আহমেদ স্যার খুবই প্রিয় একজন লেখক ❤️ নাটকটির প্রত্যেকটি চরিত্র অসম্ভব সুন্দর লেগেছে। ✨
@RuhulAmin-uj4cr2 жыл бұрын
হুমায়ূন আহমেদ স্যার একজন কিংবদন্তী লেখক। প্রতিটি নাটকই অসাধারণ ও শিক্ষা মূলক। বর্তমান নাটকের কথা কি বলবো প্রেম ভালোবাসা ছাড়া কিছুই নেই যতসব ফালতু।
@feruzfx2 жыл бұрын
এই নাটক দেখার জন্য অধির আগ্রহে বসে থাকতাম। এখনকার নাটক গুলি গালি গালাজ তুই তুকারিতে ভরপুর। হুমায়ূন আহমদ স্যারকে অনেক মিস করি
@palashakash13112 жыл бұрын
শুধু একবার নয়,বার বার দেখেছি নাটকটা।। বার বার ফিরে গেছি শৈশবে!
@nayembhuiyan14512 жыл бұрын
এই প্রথম বার দেখতে ইচ্ছে হল দেখতেছি ভালোই লাগতেছে ১১/০৭/২০২২
@safiqulislam6958 Жыл бұрын
নাটকের ইন্ট্রোডাকশন টা ব্যতিক্রমধর্মী। আর কঙ্কার অভিনয় ও কথার প্রেমে পড়ে গেলাম। অসাধারণ অভিনয়৷
@MdIbrahim-bw8vr Жыл бұрын
আমার বয়স 18 আর আমি 24বছর আগের নাটক দেখতেছি। সত্যিই অসাধারণ।
@shanjidasweety36702 жыл бұрын
ফুলিঃ হে লক্ষ্মিণধর, তার ঘরে আমি সাপ রাখমু 😁🤣🤣🤣🤣
@mobinkhandakar6181 Жыл бұрын
হুমায়ুন আহমেদ স্যার সব সময় এর সেরা ছিলেন।এখন ও আছেন সারা জীবন ই থাকবেন। স্যার এর নাটক অসাধারণ 💙💚💙
@MobiHUB2 жыл бұрын
কালকেউটের ফণায় নাচছে লখিন্দরের স্মৃতি, বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার রীতি। ভেসে যায় ভেলা, এবেলা ওবেলা একই শব দেহ নিয়ে আগেও মরেছি আবার মরবো প্রেমের দিব্যি দিয়ে।
@robeulaoualmona Жыл бұрын
একজন নারী কি না পারে, ১৭ বছর ধরে যে ভালোবাসা আগলে রেখেছিল একটি পরিবার। ১৭ দিনেই সেই ভালোবাসা ছলনা দিয়ে শেষ করে দিল একজন শুকৌশলী নারী। আমি এখানে জন্মদিনের বিষয়টা উল্লেখ করেছি, আজ এই দিনে কেউ মায়ের কথা কেউ বউয়ের কথা, কেউ বৌমার কথা মনে করছে, কিন্তু সমাজে কি নিষ্ঠুর একজন সুকৌশলী নারী দ্বারা সেই স্মৃতিটাকে আস্তে আস্তে দূরে ফেলে দিচ্ছে। হয়তো অচিরেই এই বছরের মত আগামী প্রতিটা বছর শোকের বদলে আনন্দ করা হবে।
@arafat0210 Жыл бұрын
অসাধারণ এক নাটক☺️ হুমায়ুন স্যারের নাটক মানে অন্যরকম এক অনুভূতি। ☺️🌸
@mskhanpavel30622 жыл бұрын
অসাধারন, অতুলনীয় ২১/১/২৩...ফেসবুকের একটা ছোট ভিডিও দেখে ইউটিউব এ খুজে ভাবলাম একটু দেখি। কিন্তু শুরু করে পুরোটা শেষ না করে উঠতে পারলাম না। ইউটিউব যদি হাজার বছর থাকে তাহলে এই নাকট কখনো পুরনো হবে না
@commonmail4951 Жыл бұрын
মানুষের জন্মই হয়েছে ভালোবাসার দেওয়ালে বন্দি হওয়ার জন্য🌸আর সেই বন্দিতেই মানুষের মুক্তি😊
@mahmudaakter20172 жыл бұрын
এতো সুন্দর,!স্নিগ্ধ অভিনয় হয়তো আর সৃষ্টি হবে না🙂
@mdsakib-jx2lb Жыл бұрын
হুমায়ুন স্যারের এক অনবদ্যসৃষ্টি❤❤
@simon.tube94 Жыл бұрын
কতবার দেখছি মনে নেই। ঈদুল আযহার আগের রাতে আবার শুরু করলাম। যখন, আমি নিজ দেশ ছেড়ে India তে আছি এবং মন অনেক খারাপ…😢
@talentboy92162 жыл бұрын
ভালোবাসার আরেক নাম হুমায়ুন আহমেদ স্যারের নাটক 💓💓
@ummesultana5820 Жыл бұрын
এত সুন্দর কথোপকথন,,,, বচনভঙ্গি 🥺🥀 অভিনয় 🌸 সব গুলো কেমন যেনো মন ছুঁয়ে যায়❤ বর্তমান সময়ের এই অশ্লীলতায় ভরপুর বিনোদন থেকে ,,, আমি এখনও হুমায়ূন আহমেদে আসক্ত 💝🤗🥀
কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি,একটানা তিন ঘন্টা দেখলাম। একটুকুও কাটতে মন চায় নি।অসাধারণ লেখা ও অভিনয়।প্রত্যেকটা চরিত্র চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন সবাই।
@OmarFaruk-lk4sg2 жыл бұрын
আমি হেসেছি, আমি পুত্রবধূর জন্য কান্না করা শশুর কান্না দেখে কেঁদেছি
@thedailyscope11 Жыл бұрын
আহ্ রে! ফারুক আহমেদ কে হুমায়ূন স্যার ছাড়া আর কেউ বুঝতে পারলো না। আমাদের একজন ফারুক আহমেদ ছিল। হুমায়ূন আহমেদ চলে যাওয়ার পর ফারুক আহমেদও অভিনয় টা যেন ভুলে গেল। ফারুক আহমেদ অন্যবদ্য❤
@MDRony-sn2um2 жыл бұрын
যুগ যুগ ধরে বেঁচে থাকবে হুমায়ুন আহমেদ স্যারের নাটক গুলো।
@ummesabihakabir3965 Жыл бұрын
এটা শুধু নাটক না একটা সুন্দর অনুভূতি ও আবেগ......🖤
@arafatroky2738 Жыл бұрын
হুয়ায়ন আহমেদ মানেই সুস্থ বিনোদন। সামাজিক কিছু। এতদিন পর এসেও এই নাটক টি দেখে এত টুকু বিরক্তি আসেনা। অথচ ২০২৩ সালের আধুনিক অনেক নাটক ৫-১০ মিনিট দেখার পর কেটে বের হয়ে গেছি, বিরক্তির কারনে। - বর্তমান রং-ঠং আর প্রেম ভালবাসার নাটকের অনেক উচ্চে এই পর্বগুলো। তবে অবশ্যই সামাজিক রুচিশীল প্রাণী হতে হবে এই নাটক দেখতে হলে।
@nirobmahmud58592 жыл бұрын
একজন হূমায়ন আহমেদ আর কখনো ফিরে আসবেন না,আর এমন নাটক ও হবে না 😭
@torikoterkotha2 жыл бұрын
এই সেই নাটক, যা ভারতে হিন্দিতে ডাবিং করে স্টার আনন্দ চ্যানেলে প্রচার করা হয়েছিলো। আহ হুমায়ুন আহমেদ একজনই ছিলেন।
@noobsssgaming41922 жыл бұрын
Thik
@ishtiaqahmedtushar41252 жыл бұрын
Star plus এ প্রচার হয়েছে প্রথমে
@mrrafin3rrr4 ай бұрын
2024 সালে এসে দেখলাম অসাধারণ অভিনয়। হুমায়ূন আহমেদ স্যারকে নিয়ে আমি তেমন কিছু জানিনা, তবে এখন মনে হলো হাজার হাজার বছরের হুমায়ূন আহমেদের মত একজন লিজেন্ড সোনার বাংলায় আসবে কিনা জানিনা। কমেন্টে করে গেলাম হয়তোবা পরের জন্ম আমার এই কমেন্টটি দেখে তারাও আমার মত কমেন্ট করতে আসবে।
@মায়ারবাঁধন-ঢ১মАй бұрын
2024 সালে কে কে এই নাটক দেখছো ❤🤝
@borhankobir64982 жыл бұрын
কংকা( শীলা আহমেদ) তুমি সত্যিই ছবির মত সুন্দর ❤️❤️ যেমন তোমার বাচনভঙ্গি ❤️❤️🖤
@SorifAhmmed-e6x Жыл бұрын
হুমায়ূন আহমেদ স্যারের প্রেমে পড়ে গেলাম ❤❤❤❤❤❤❤❤❤❤