PDF notes for ICSE and ISC Bengali *For ICSE:* Per poem/short story (complete notes)- @₹49 Full novel or drama(complete notes)- @₹99 *For ISC:* Per poem/ short story(complete notes)- @₹59 Full novel or drama (complete notes)- @ ₹139 For the PDF(s), mention your requests, through WhatsApp, along with you name, etc... on +91 8777416211 Payment details, will be sent there (PhonePay, GPay, direct bank account using UPI, etc...) Calls won't be entertained
@SwarnaSaha-zb9pn10 күн бұрын
আমি কখনোই জীবনানন্দের ভক্ত ছিলাম না। কারণ, কখনোই তার কবিতার অর্থই বুঝিনি। আপনার বোঝানো দেখলাম ৩টা কবিতার। আর এখন জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি হয়ে গেলেন। আমার জীবনের সকল ভাবনা যেন উনি লিখে গেছেন। ❤ ধন্যবাদ, ম্যাম। অনেক বড় প্রাপ্তি হলো আমার।
@nextdestination63412 жыл бұрын
শোনা গেল লাসকাটা ঘরে নিয়ে গেছে তারে; কাল রাতে- ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হ’লো তার সাধ; বধূ শুয়েছিলো পাশে- শিশুটিও ছিলো; প্রেম ছিলো, আশা ছিলো- জ্যোৎস্নায়- তবু সে দেখিল কোন্ ভূত? ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল- লাসকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিলো বুঝি! রক্তফেনামাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি আঁধার ঘুঁজির বুকে ঘুমায় এবার; কোনোদিন জাগিবে না আর। ‘কোনোদিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনার অবিরাম- অবিরাম ভার সহিবে না আর-’ এই কথা বলেছিলো তারে চাঁদ ডুবে চ’লে গেলে- অদ্ভুত আঁধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে; গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায়- অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা; মশা তার অন্ধকার সঙ্ঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি; সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কতো দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন- যেন কোন্ বিকীর্ণ জীবন অধিকার ক’রে আছে ইহাদের মন; দুরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে; চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা-একা; যে-জীবন ফড়িঙের, দোয়েলের- মানুষের সাথে তার হয়নাকো দেখা এই জেনে। অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি: ‘বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে চমৎকার! ধরা যাক দু-একটা ইঁদুর এবার!’ জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার? জীবনের এই স্বাদ- সুপক্ব যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের- তোমার অসহ্য বোধ হ’লো; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে- গুমোটে থ্যাঁতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে। শোনো তবু এ মৃতের গল্প; কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই; বিবাহিত জীবনের সাধ কোথাও রাখেনি কোনো খাদ, সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু- আর মননের মধু দিয়েছে জানিতে; হাড়হাভাতের গ্রানি বেদনার শীতে এ-জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই; তাই লাসকাটা ঘরে চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে। জানি- তবু জানি নারীর হৃদয়- প্রেম- শিশু- গৃহ- নয় সবখানি; অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়- আরো-এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে; আমাদের ক্লান্ত করে ক্লান্ত- ক্লান্ত করে; লাসকাটা ঘরে সেই ক্লান্তি নাই; তাই লাসকাটা ঘরে চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে ব’সে এসে চোখ পাল্টায়ে কয়: ’বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে? চমৎকার! ধরা যাক্ দু-একটা ইঁদুর এবার-’ হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার? আমিও তোমার মতো বুড়ো হবো- বুড়ি চাঁদটারে আমি ক’রে দেবো কালীদহে বেনোজলে পার; আমরা দু-জনে মিলে শূন্য ক’রে চ’লে যাবো জীবনের প্রচুর ভাঁড়ার।
@fahimfahim2897 Жыл бұрын
ম্যাম,ইদানিং আপনার ভিডিও গুলা দেখছি , বিস্মিত হচ্ছি,এত ভাল করে আপনি বোঝান! শুভ কামনা রইল আপনার প্রতি আমি বাংলাদেশ থেকে দেখছি❤
@PapiyaGazi14 күн бұрын
ম্যাডাম আপনাকে ধন্যবাদ এই কবিতাটা আমি একবার ও পড়িনি কিন্তু আপনার এই ভিডিও টা দুই বার দেখে আমি পরিক্ষা দিয়ে এলাম😊
@hashirahman-55082 жыл бұрын
এই কবিতাটা পড়ে বুঝতে আমার অনেক বছর লেগেছে। কিন্তু হাল ছাড়িনি বোঝার চেষ্টায়। কবিতাটা আমার কাছে মনে হয় জীবনের সার কথা বলে গেছেন এই কবিতায়। আরো এক বিপন্ন বিষ্ময়ের আশায় মানবজীবনের সৃষ্টি আমার মনে হয়েছে কবি সেটা ই বলেছেন। তাই দোয়েলের বা শালিকের জীবন যেনো আমাদের না হয়। আমরা যেনো সেই বিপন্ন বিষ্ময়কে খুঁজে পাই আমাদের জীবন যাপনের প্রেরণা হিসেবে।
@DeshiPrita2 жыл бұрын
অনেক ধন্যবাদ এতো সুন্দর করে explain করার জন্য। কবি একজন suicidal মানুষের মনের কষ্ট বুঝার চেষ্টা করেছেন, এবং বাঁচার অনুপ্রেরনা দিয়েছেন। চমতকার ❤
@arifulislam148420 күн бұрын
Best explanation. Best channel for Bangla literature.
@asmakhatun8728 Жыл бұрын
উপকৃত হলাম অনেক 🎉 ধন্যবাদ ম্যাম
@Rony-rb2hp Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ
@ABUBAKKERSIDDIQUE-ed2fn8 ай бұрын
আপনার বনলতা সেন কবিতা সহ আলোচনা খুব ভাল লাগছে,,এনটিআরসিএ 18 তম যে গল্প আর প্রবন্ধ, কবিতা,উপন্যাস, নাটক আছে এগুলো বনলতা সেনের মত আলোচনা করলে উপকৃত হতাম মেডাম
@purabikarjee2348 Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে খুব ভালো করে বোঝালেন খুব ভালো লাগলো ।
@Ananya-hc5ow11 ай бұрын
অনেক ধন্যবাদ ম্যাম খুব উপকূত হলাম❤❤❤❤
@md.arifulislamroni294610 ай бұрын
অপূর্ব লেগেছে এককথায়!❤
@chanchal_saha__ Жыл бұрын
Apni onek easy kore bujhiye diyesen,, jeta amr sokol doubt clear kore diyese.. Thank you so much..
@jatindra198310 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ ম্যাম আপনি খুব ভালোভাবে এই আট বছর আগের একদিন কবিতাটি ব্যাখ্যা করেছেন এবং আমাকে সেই সেই সেই সেই সেই সেই ভাবে ভালো লাগছে তিনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানান এবং চিরকাল আপনি ভালো থাকেন 😘😘❤️❤️❤️😘😘😘🥰
@khukumonibag97672 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে ম্যাম। খুব ভালো লেগেছে আপনার ব্যাখ্যা।
@jayantanathhazra49652 жыл бұрын
খুব ভালো লাগলো, ধন্যবাদ।
@riktadas1243 Жыл бұрын
অনেক ধন্যবাদ ম্যাম....❤ ভীষণ সুন্দর বোঝালেন....😌🌸 উপকৃত হলাম🙏
@priyankabarman6134 Жыл бұрын
খুব ভালো করে বুঝে উঠতে পারলাম কবিতাটা
@rcentertainment22682 ай бұрын
❤❤ খুব ভালো লেগেছে আপু। আরো চাই প্রানবন্ত ব্যাখ্যা জীবনানন্দের।
@syedtuhin1921 Жыл бұрын
অসাধারণ
@paromitadas2383 Жыл бұрын
Khub valo laglo. Aro byakha chai erokom ❤️
@rupkotha407411 ай бұрын
খুব ভালো লাগলো Mam...❤🥰
@somensamajdar76785 ай бұрын
সমৃদ্ধ হলাম❤
@rikisaha9614 Жыл бұрын
অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য..😊
@ankanapaul3191 Жыл бұрын
অবম্ভব আলোচনা খুব ভালো বুজলাম ম্যাডাম ♥️
@sujatamandal92562 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ🙏💕 ম্যাম
@susmitabaul80742 жыл бұрын
ধন্যবাদ, ম্যাম!
@mohammaddidar2567 ай бұрын
best explanation.
@babirulshaikh7962 Жыл бұрын
কবিতাটা সুন্দর ভাবে বুঝতে পারলাম
@madu84172 жыл бұрын
ধন্যবাদ ম্যাম ❤
@nextdestination63412 жыл бұрын
ধন্যবাদ ম্যাম🖤
@Arghyabanerjee47022 жыл бұрын
Khub bhalo laglo.
@sangitamondol-fn3lx Жыл бұрын
খুব ভালো লাগলো
@asmakhatun8728 Жыл бұрын
আট বছর আগের একদিন এই কবিতার বিষয়বস্তু টা দিলে একটু ভালো হতো 😊
@akhlash49742 жыл бұрын
অসাধারণ
@linearlychan82835 ай бұрын
Thanks mam
@mathsremedy26742 жыл бұрын
Very nice 👍
@rashmikhatun42262 жыл бұрын
Thank you ma'am
@madhabibarman851 Жыл бұрын
Tq mam❤
@priyankamukherjee89962 жыл бұрын
আন্টি,,,দুজন কবিতাটা একদিন ব্যাখা কোরবেন প্লিজ।আমার খুব পছন্দের কবিতা। কিন্তু পুরোটা বুঝি না।জীবন বাবুর কবিতা আমার ভিষন প্রিয়
@mdabuzafar68832 жыл бұрын
Thanks madam.
@pubgavijit338611 ай бұрын
ফ্রাইব্রুগের পথে কবিতা যদি আলোচনা করতেন ভালো হত কবি অমীয় চক্রবর্তী
@najmulhasan76312 жыл бұрын
😍😍😍
@TanvirAhmed-xf3wo10 ай бұрын
Mem eta ki goutom buddher jiboni??
@jewelhussainkazi811 Жыл бұрын
অবসরের গান কবে আসবে?
@ranipaul5749 Жыл бұрын
ম্যাম এই কবিতা থেকে কি কি বড়ো প্রশ্ন হবে একটু বললে উপকার হতো🙏🙏
@RiyaDas-dr2jn2 жыл бұрын
জীবনানন্দ দাশের লেখা নগ্ন নির্জন হাত কবিতাটির পাঠ ও ব্যাখ্যা, দয়া করে একটু বুঝিয়ে দেবেন ম্যাম, আমি উপকৃত হব
@TheBengaliGuide2 жыл бұрын
চেষ্টা করবো
@sr_sudipta2 ай бұрын
‘কোনোদিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনার অবিরাম- অবিরাম ভার সহিবে না আর-’ ei line gulo quotation e ache... egulo ki onno kono kobir ba kobitar line?
@TheBengaliGuide2 ай бұрын
না,ওই চরিত্রের সংলাপ
@sr_sudipta2 ай бұрын
@@TheBengaliGuide Thanks ma'am. Ami internet e bohu khujechi ei prosner uttor. Aj pelam. Onoboddo explanation!
@dilipkumarsarkar4238 Жыл бұрын
Spelling, objection,urdhatan throwing, I feel wrong ,it will be,ud bar tan, I know two meanings of this udbartan,,one is gatra haridra, another is mind structure which never change any condition.
@TheBengaliGuide Жыл бұрын
কোনো একটা comment এর উত্তরে আমি এই বিষয় টা বলেছিলাম। ওটা printing mistake জনিত ভুল উচ্চারণ ছিল। ভুল টা শুধরে নিয়েছিলাম। ❤️
@ardhendugupta4952 жыл бұрын
সময়ের "(,,,,,?,,,,,,,) উঠে এসে বধু ?
@TheBengaliGuide Жыл бұрын
উদ্বর্তনে, আমার উচ্চারণ ভুল হয়েছিল, দুঃখিত ।
@ritasaha7503 Жыл бұрын
Kabi lekhen Thisis anti thisis= antithisis ei prekha pote
@prodipbiswas682 Жыл бұрын
Kavitar naam aat bachhar aage ek din holo kano?
@rahulhajong8361 Жыл бұрын
ম্যাম,, ১৩৩৩ কবিতার ব্যাখ্যা চাই।
@TheBengaliGuide Жыл бұрын
Noted...
@bandanasarkar61082 жыл бұрын
Kintu ' aat bachhar aage' ei kathak Balsham pelam na