ভিডিয়োতে ১২:০৪ মিনিটের সময় গোলাপী বানানটা আমি ঈ-কার দিয়ে লিখেছি যা আমার একান্তই অনিচ্ছাকৃত একটি ভুল। মূলত বানানটি হবে 'গোলাপি'। গোলাপ শব্দটা ফারসি ভাষার শব্দ। আর বিদেশি ভাষার শব্দে সর্বদা ই-কার বসে। সে হিসেবে সঠিক ও শুদ্ধ বানান হচ্ছে গোলাপি। আমার এই অনিচ্ছাকৃত ছোট্ট ভুলের জন্য আমি দুঃখিত। 😞
@odhirhasan3 жыл бұрын
আপনার প্রতি কৃতজ্ঞ ❤️
@farhanaafrozrisa19543 жыл бұрын
Thnk u
@shahmizanshahmizan33073 жыл бұрын
555yy545555
@sharifulhaqueshimul66852 жыл бұрын
'গোলাপি' শব্দটা যদি 'গোল'+'আপি' করি৷ সেক্ষেত্রে গোলাপি মৌলিক শব্দ মনে হবে
@rakibhashan48012 жыл бұрын
এটা ব্যাপার না স্যার
@santasarkar-gu3wc Жыл бұрын
এনার্জিটিক পূর্ন শিক্ষক। যার ক্লাস দেখলে সকল ক্লান্তি দূর হয়ে নতুন করে পড়ার বা জানার স্পৃহা জাগে।❤❤❤
@zillurrahman2793 Жыл бұрын
আজ থেকে আমি আপনার ছাত্র হয়ে গেলাম। খুব সহজ ভাবে বুঝা যায় আপনার কথা গুলো। 💕
@fardinrahman41333 жыл бұрын
এডমিশনের এই আগের সময়টুকুতে আপনার ভিডিওগুলো একটি আশীর্বাদস্বরূপ ভাইয়া অনেক ধন্যবাদ,ভালোবাসা নিবেন।
@farzanaaktershemla4158 Жыл бұрын
এইচএসসি ২৩, পরিক্ষার সময় আপনার অনেক ক্লাস করেছি।আলহামদুলিল্লাহ রেজাল্টও ভালো আসলো।আর এখন এডমিশনে আপনার ভিডিও দেখছি।😊
@bdtech61393 жыл бұрын
মাশাল্লা, আপনার মত টিচার সময় মত পেলে আজ অনার্স এ বসে এই ভিডিও দেখতে হতো না।আসলে আমাদের দেশ এত অনুন্নত কেন সেটা ধীরে ধীরে বুঝতে পারতেছি।জাতি গড়ার কারিগর যারা তারাই তো অলস।জাতি কিভাবে কর্মক্ষম, শিক্ষিত হবে?
@mdabujargaffar10752 жыл бұрын
উপস্থাপনা আর বোঝানোর কৌশল টা খুব সুন্দর,,,,,, আমি মুগ্ধ🥰
@juwelroy46042 жыл бұрын
Apni amr onak priyo akta sir ❤️❤️❤️ Apnar sob class ami kori. Ar apnar boi onneshono ami flow Kori
@laboniakter17293 жыл бұрын
কেন জানি আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, আপনার পড়ানোর ধরন সত্যিই অসাধারন, ❤ দোয়া রইল ভাই
@ShawonsBangla3 жыл бұрын
১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে প্রায় ১২-১৪ ঘণ্টা। আর ভিডিয়ো আরও বড়ো হলে তো বুঝতেই পারছেন কত সময় লাগে। মাঝে মাঝে কিছু ভিডিয়ো তৈরি করতে ৩/৪ দিন সময় লেগে যায়। স্লাইড তৈরি, অ্যানিমেশন বসানো, স্লাইড অনুসারে ভিডিয়ো রেকর্ড করা, ভিডিয়ো এডিট করা, স্লাইড আর ভিডিয়ো মার্জ করা, ফাইনাল ভিডিয়ো এক্সপোর্ট করা, চ্যানেলে আপলোড দেওয়া, আপলোড দেওয়ার সময় টাইটেল-ডেসক্রিপশন লেখা, ট্যাগ ব্যবহার করা, প্রোমো ভিডিয়ো তৈরি করা, সেটা ফেসবুকে আপলোড দিয়ে মূল ভিডিয়োর কথা আপনাদের জানানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ আছে। কিন্তু এই সবকিছুর পরও আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক। 💕 আর একটা কথা, বাংলা বিষয়টিকে আপনাদের নিকট সহজভাবে উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এই কাজ আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
@tusmiajahansinthia81463 жыл бұрын
Bangla sikhar jonno Best KZbin channel
@ShawonsBangla3 жыл бұрын
ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই। কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
@দুখাইমুহাম্মাদ-ঞ৮য3 жыл бұрын
ধন্যবাদ, আপনার উপস্থাপনা গুলো আমার মননের সাথে মিলে যায় 💞💞💞
@amritopk3610 Жыл бұрын
স্যার আপনার মতো এতো ভালো করে আমাক কেউ আগে বুঝাইনি,,,যদি বুঝাতো হয়তোবা জবটা এতো দিনে হয়ে যেত।❤️❤️❤️
@musaratjahankhansara68613 жыл бұрын
এডমিশন এর আগে এই ভিডিও গুলো পেয়ে অনেক খুশি হয়ছি।এতো সহজ করে বুঝিয়ে দেন আপনি।
@ShawonsBangla3 жыл бұрын
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
@javedakhter24023 жыл бұрын
খুব দারুণ শাওন ভাইয়া ত্রিপুরা থেকে।
@rahwanreyan75343 жыл бұрын
U r a boss for Bangla grammar.salute bro🌺👍.
@ShawonsBangla3 жыл бұрын
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
@md.ahsanulislam21843 жыл бұрын
এত সুন্দর বিশ্লেষণ, কমেন্ট না করে পারলাম না । ভালোবাসা স্যার ।
@ShawonsBangla3 жыл бұрын
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
@salimIslam-ku2rc4 ай бұрын
আলহামদুলিল্লাহ ক্লাস টা দারুণ ছিল। মাশাল্লাহ আর ও ক্লাস চাই স্যার
@MdMehediHasan-pv3tn3 жыл бұрын
আলহামদুলিল্লাহ,, বরাবরের মতোই অসাধারণ ক্লাস♥️
@ShawonsBangla3 жыл бұрын
১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে প্রায় ১২-১৪ ঘণ্টা। আর ভিডিয়ো আরও বড়ো হলে তো বুঝতেই পারছেন কত সময় লাগে। মাঝে মাঝে কিছু ভিডিয়ো তৈরি করতে ৩/৪ দিন সময় লেগে যায়। স্লাইড তৈরি, অ্যানিমেশন বসানো, স্লাইড অনুসারে ভিডিয়ো রেকর্ড করা, ভিডিয়ো এডিট করা, স্লাইড আর ভিডিয়ো মার্জ করা, ফাইনাল ভিডিয়ো এক্সপোর্ট করা, চ্যানেলে আপলোড দেওয়া, আপলোড দেওয়ার সময় টাইটেল-ডেসক্রিপশন লেখা, ট্যাগ ব্যবহার করা, প্রোমো ভিডিয়ো তৈরি করা, সেটা ফেসবুকে আপলোড দিয়ে মূল ভিডিয়োর কথা আপনাদের জানানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ আছে। কিন্তু এই সবকিছুর পরও আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক। 💕 আর একটা কথা, বাংলা বিষয়টিকে আপনাদের নিকট সহজভাবে উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এই কাজ আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
@ramisha99792 жыл бұрын
আজীবন খালি পড়েই গেলাম🙂,না বুঝে।কেও কোনোদপন বুঝাই ও নাই নিজের মতো করে পড়ে গেছি যার জন্য ব্যাকরণে আমি একদম কাঁচা।এ ব্যাকরনের জন্য আমার যেমন এসএসসিতে প্লাস মিস গেছে ঠিক তেমনি এবার এইসএসসিতেও🙂।ধন্যবাদ ভাইয়া এভাবে বুঝানোর জন্য।ভর্তি কোচিং করি কিন্তু এভাবে কোনোদিন বুঝায় না🙂,পড়াই না 🙂
@s.m.shahrulhaqe990S9 ай бұрын
😮
@rikroy2532 жыл бұрын
wow sir osadaron,,,bangla 2nd er shadito shobdo,moulik shobdo, etodin shudu mukhostho krei exam dite jetam ajk prothom bishoi ta buje porlam,,osadaron sir😍😍
@paramitaghosh47612 жыл бұрын
দাদা আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন । ব্যাকরণ সব অধ্যায়ের ক্লাস এর অপেক্ষায় আছি। 🙏🏻
@riazmahmud82613 жыл бұрын
বাংলা ব্যাকরণ পাঠদানে আপনি অনন্য। ফিরোজ ভাই 💜
@ShawonsBangla3 жыл бұрын
দোয়া করবেন ভাই যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💞
আশা করি Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
@farihafatema37603 жыл бұрын
আলহামদুলিল্লাহ বেস্ট ক্লাস❤️
@ShawonsBangla3 жыл бұрын
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুপ্রেরণা না পেলে, ভিডিয়ো সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা না করলে কাজ করার আগ্রহ পাই না। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে সামান্য কিছুও যদি শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💞
@prosenjitbhattacharjee70382 жыл бұрын
আমার দেখা সেরা ক্লাস।💯 অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।❤️🥰
@ShawonsBangla2 жыл бұрын
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞
@ShakibAhmed-b9f3 сағат бұрын
বুঝানোর ধরন ❤
@mashudasultana-d9y6 ай бұрын
Sir loved the explanation from Assam❤
@osmangani34313 жыл бұрын
ভাই আপনি জানেন না ইউটিউবে আপনার ভিডিও দেখলে কতো ভালো লাগে❤️❤️❤️
@ShawonsBangla3 жыл бұрын
আমাদের সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আশা করি আমাদের সবগুলো ভিডিয়োই আপনার বাংলা ব্যাকরণের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। 🥰
@mohammadmasudkaiser5343 жыл бұрын
আমি সাধারণত কমেন্ট করতে অভ্যস্ত না। বাট আপনি মৌলিক আর সাধিত শব্দের মধ্যে যেভাবে পার্থক্য করেছেন... কি বলব! সামনে আরো ভাল কিছুর আশায় রইলাম। 😊
@ShawonsBangla3 жыл бұрын
আমরা ধীরে ধীরে ব্যাকরণের সকল টপিকের উপরই ভিডিয়ো আপলোড করব ইনশাআল্লাহ। আর একটা কথা, ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই। কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
@musarafali52383 жыл бұрын
@@ShawonsBangla আপনি যে ভাবে বোঝাচ্ছেন সেভাবে কি আপনার বই অন্বেষণ তে বিস্তারিত ভাবে পাবো
@ShawonsBangla3 жыл бұрын
@@musarafali5238 জি ভাই। 🥰
@musarafali52383 жыл бұрын
@@ShawonsBangla কবে নাগাদ বইটা পাবো?
@musarafali52383 жыл бұрын
Kobe pabo vai
@rimasharma90992 жыл бұрын
স্যার, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা।। ❤️❤️
@ShawonsBangla2 жыл бұрын
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰 আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
@ibnatulmimprincess37182 жыл бұрын
MashAllah khub sundor cls. In sha Allah samne aro vlo cls pabo.. Sir apnar porano oshadaron...
@shahedshishir41983 жыл бұрын
Vai amr mone apni student ar mon ar vasa bujen ....ta ba hole tw ato sunfor class nawya somvob na ....class ta osm cilo thank's vai
@ShawonsBangla3 жыл бұрын
আপনাদের অনুপ্রেরণা বার্তাই আমাদের কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞানকে আরও শাণিত করবে। 🥰❤️
@md.nazrulislam90412 жыл бұрын
ধন্যবাদ স্যার, দারুণ একটা ক্লাস করলাম।
@foysalchowdhury24643 жыл бұрын
আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস 🥰
@ShawonsBangla3 жыл бұрын
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। 🥰 একটা ভিডিয়ো তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট হয়, কত বার যে ঘাম মুছি, একটা কথা ভুল বললে তা কতবার যে রিটেক দেই তা শুধু আমি জানি আর উপরওয়ালা জানে। তারপরও দিন শেষে আপনাদের কিছু অনুপ্রেরণামূলক কমেন্ট ঐ সকল কষ্টগুলোকে মুছে দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। 😊 সাথে থাকবার জন্য তাই অশেষ ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, বাংলা বিষয়টাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লাগে, ভিডিয়ো থেকে যদি ন্যূনতম কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিয়োগুলো শেয়ার করবেন। মূলত, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
@tarekmonsur10902 жыл бұрын
You are a great one,, may allah bless you..
@Proshantasvlogs2 жыл бұрын
এক কথায় অসাধারণ ❤️
@SamiyaKhandokar2 жыл бұрын
সত্যি ধন্যবাদ দিলেও তা কম পরে যাবে🥰
@afrozatamanna3822 жыл бұрын
Outstanding !! Very Helpful
@tanvirtanvir53063 жыл бұрын
এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ
@SohanKhan2 жыл бұрын
অসাধাণভাবে বুঝিয়েছেন স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে
@Admission-jr7fi3 жыл бұрын
অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া
@ShawonsBangla3 жыл бұрын
সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা ব্যাকরণকে আরও সমৃদ্ধ করবে। 🥰
@spryzenplays95473 жыл бұрын
প্রিয় স্যার❤️ সন্ধি নিয়ে একটা সিরিজ তৈরি করলে অনেক উপকৃত হতাম😇
@ShawonsBangla3 жыл бұрын
আমরা ইনশাল্লাহ ব্যাকরণের সবগুলো বিষয়ের উপরই আস্তে আস্তে সকল ভিডিয়ো আপলোড করব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
@jannatunnuri9470 Жыл бұрын
আলহামদুলিল্লাহ ❤❤
@MarketerMujahid3 жыл бұрын
Thank You Sir . Waiting for the 2nd part
@ShawonsBangla3 жыл бұрын
ইতোমধ্যে আমরা কিন্তু ২য় পর্ব আপলোড করেছি। না দেখে থাকলে দেখে নিন ভাই। আর আমরা ইনশাল্লাহ ব্যাকরণের সবগুলো বিষয়ের উপরই আস্তে আস্তে সকল ভিডিয়ো আপলোড করব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
@rasalahmmed3452 Жыл бұрын
জবের জন্য গুরুত্বপূর্ণ আরো ভিডিও চাই।
@laboniraniroy4330 Жыл бұрын
আপনার ক্লাস অনেক ভালো লাগে ❤
@Md.EmranHossain-ge6qo Жыл бұрын
মাশাল্লাহ। যাযাকাল্লাহু খাইরন।
@roksanaakter5125 Жыл бұрын
স্যারের পড়ানো খুব ভাল লাগে। ❤❤
@salmasworld92323 жыл бұрын
দারুণ 🖤🤍🖤🤍
@FarikafirozSinha7 ай бұрын
So good and you are a best teachar🙂🙂🙂🙂🙂🙂🤗🤗🤗🤗
@jannatuloishee60662 жыл бұрын
🖤🖤🖤🖤খুব সুন্দর ভাবে বুঝলাম
@Letsrunlife Жыл бұрын
Sir new video den Apnar bujhanor fan hoye gesi😍💕
@chadniakternahid1705 Жыл бұрын
ধন্যবাদ। এত সুন্দর ভাবে বুঝানোর জন্য
@jannatunnaim42 жыл бұрын
অসাধারণ বোঝানোর কৌশল যত দেখছি ততয় মজা পাচ্ছি। দয়াকরে এভাবে করে বিসিএস এর প্রতিটি কোর্স করায়েন
@ShawonsBangla2 жыл бұрын
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞
@MdAfzalhossain-tt7jw9 ай бұрын
ধন্যবাদ, এই ধরনের বিডিও আরও চাই
@tapasbarman88552 жыл бұрын
sir apnar class gulo khub valo hoy aro besi besi class korale amara khub upokrit hobo
@imteazahmmedsazid29213 жыл бұрын
Vaiya varsity candidates der jonno aro class nile valo hoy😊😊 Onek dowa roilo apnar jonno🥰
@ShawonsBangla3 жыл бұрын
ভাই, আমি তো সবকিছুই আস্তে আস্তে আপলোড করছি ভাই। একটু সময় দেন। অফিসের ব্যস্ততা, প্রাইভেট ব্যাচের চাপ, বইয়ের কাজ সব মিলিয়ে এত চাপে থাকি যে চাইলেও প্রতিদিন ১টার বেশি ভিডিয়ো আপলোড করতে পারি না। সাথে থাকেন। আস্তে আস্তে সব পাবেন ইনশা আল্লাহ। 💕🥰
@mnehan41473 жыл бұрын
আলহামদুলিল্লাহ,,,,♥♥♥
@ShawonsBangla3 жыл бұрын
আমাদের সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আশা করি আমাদের সবগুলো ভিডিয়োই আপনার বাংলা ব্যাকরণের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। 🥰
@MdJahed-m9m Жыл бұрын
আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে বুঝছি
@sweetynishat15472 жыл бұрын
অসাধারণ ক্লাস স্যার❤️
@mishal65852 жыл бұрын
অসাধারণ ♥️♥️♥️♥️
@sadekhossain85993 жыл бұрын
ভাল লাগছে। উপকৃত হলাম
@shamimalmamun2472 жыл бұрын
Vai anek sundor kore bujhiechen.... Thanks
@santimia9663 Жыл бұрын
অনেক ধন্যবাদ ভাইয়ে ❤❤❤
@sohan_ahmed3 жыл бұрын
Simple but very helpful 💜
@ShawonsBangla3 жыл бұрын
জীবনে ২ টা জিনিস খুব দরকার। একটা হচ্ছে বিশ্বাস, আরেকটা হচ্ছে সঠিক মানুষের প্রতি বিশ্বাস। 🥰 Shawons Bangla চ্যানেলের উপর সেই আস্থা ও বিশ্বাস রাখার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি, আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো আপনাদের ব্যাকরণভীতি দূর করতে বিশেষ সহায়তা করবে। ❤️ তাই সবসময় সাথেই থাকবেন এই কামনা করি। 😊
@kangkonmollick3281 Жыл бұрын
Excellent.. Sir❤️❤️
@Radisha_99 Жыл бұрын
Ami class 6 e but amader egula ase tai class ta korlam sir puro clear❤
@onmyway7412 Жыл бұрын
মাশা-আল্লাহ, অসাধারণ
@ashikujjamanhamim17062 жыл бұрын
খুব সুন্দর 🙂💙
@nushratjahan13573 жыл бұрын
অসাধারণ ক্লাস,ভাই💚💚
@nusratjahannaysa Жыл бұрын
Thank you so much bhai❤
@md.jahiruddinmajumdar32673 жыл бұрын
Love You Sir♥
@ShawonsBangla3 жыл бұрын
আমাদের সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আশা করি আমাদের সবগুলো ভিডিয়োই আপনার বাংলা ব্যাকরণের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। 🥰
@saziaislam35523 жыл бұрын
Onak sohoj laglo....thank you sir
@ShawonsBangla3 жыл бұрын
দোয়া করবেন যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰❤️ আর আমরা ধীরে ধীরে ব্যাকরণের সকল টপিকের উপরই ভিডিয়ো আপলোড করব ইনশাআল্লাহ। এখন বইয়ের কাজ নিয়ে ব্যস্ত আছি অনেক। কাজ শেষ হলে বইয়ের উপর অধ্যায় অনুসারে প্লেলিস্ট করে ধারাবাহিকভাবে সবকিছুর ভিডিয়ো আপলোড করব। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। ❤️🥰
@NusratDipa-ne6wv Жыл бұрын
এক কথায় বলব "সেরা"❤️
@mimrahman68132 жыл бұрын
ধন্যবাদ স্যার আপনার ধ্রব বই অসাধারণ 😍
@ShawonsBangla2 жыл бұрын
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰 আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
@bilaschandraroy59613 жыл бұрын
Thanks a lot sir..
@mdrasadulislam20243 жыл бұрын
You are best teacher
@MyPhone-j9p14 күн бұрын
❤Very nice video sir❤
@Burhanuddin-w8r3 ай бұрын
Onk Sunder❤❤❤❤❤❤❤❤deda
@SohelRana-xn2kr2 жыл бұрын
অসাধারণ উপস্থাপন কৌশল। আরো নতুন নতুন ভিডিও চাই।
@ShawonsBangla2 жыл бұрын
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰 আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
@shahriarahmedfaisal8152 жыл бұрын
You are doing a great job!
@samiyaakter2594 Жыл бұрын
ভালো ভাবে বুঝানোর জন্য ধন্যবাদ স্যার
@mohammedwaliullah72802 жыл бұрын
Thank you sir 😊😊😊
@sridammandal63962 жыл бұрын
Nice sir ,from West Bengal, India
@ummeykulsumakter34153 жыл бұрын
আলহামদুলিল্লাহ। ভালোই বুজলাম
@ShawonsBangla3 жыл бұрын
একটা ভিডিয়ো করতে যে কী পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি। তবে দিন শেষে আপনার কমেন্টের মতো এরকম কিছু কমেন্ট যখন দেখি তখন সারাদিনের ক্লান্তি ভুলে যাই। পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হয়। আসলে আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আর একটা কথা, আমাদের মূল লক্ষ্য বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করা। তবে তা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই, আপনি যদি ভিডিয়ো থেকে সামান্য কিছু হলেও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া। 🥰💞
@khodazaakterjomo4637 Жыл бұрын
সেরা ছিল।❤
@MOINUDDINHASAN-s1e18 күн бұрын
May Allah bless you
@MousumiKhatun-p6t Жыл бұрын
অসাধারণ ক্লাস স্যার।
@villagelifewithtasnia14972 жыл бұрын
ভাইয়া শব্দ ভান্ডারের পর্ব ২ পাচ্ছি না,প্লিজ লিংকটা দিয়ে সহযোগিতা করবেন।
@abmomin82192 жыл бұрын
অসাধারণ ভাই, ❤️❤️
@sakhiulislam33443 жыл бұрын
Sir apnar class khub valo laga
@ShawonsBangla3 жыл бұрын
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
@shreekrishnabiswas839 Жыл бұрын
বাংলা পড়ি দৈনিক শাওন ভাইয়ের সৈনিক।
@shatulmonirini26193 жыл бұрын
স্যার,, আপনি তো দিনে দিনে মোটা হয়ে যাচ্ছেন,,,আগে কি সুন্দর স্লিম ছিলেন,,,,,মাশাল্লাহ ভাল লাগলো দেখে
@osmangani34313 жыл бұрын
love you vai❤️❤️
@ShawonsBangla3 жыл бұрын
আমরা ইনশাল্লাহ ব্যাকরণের সবগুলো বিষয়ের উপরই আস্তে আস্তে সকল ভিডিয়ো আপলোড করব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
@mdhabiburrahmanhabibur29423 ай бұрын
Apnr likha boi kothai pbo sir
@shahariarstuffs96833 жыл бұрын
স্যার দয়া করে বোর্ড ক্লিয়ার করার আগে স্ক্রিনশট দেয়ার জন্য একটু সময় দিবেন যেখানে পুরো বোর্ড দৃশ্যমান থাকবে। ধন্যবাদ ❤️🖤