অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আগে না বুঝেই মুখস্ত করতাম । আলহামদুলিল্লাহ আপনার ক্লাস দেখার পর আজকে থেকে শব্দ দেখেই বলে দিতে পারব কোনটা কোন শব্দ । আপনার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।
@milonroy87243 жыл бұрын
ভাই অসাধারণ,,, আপনার ক্লাসের ইউনিক পয়েন্ট হল বিস্তৃত বিশ্লেষণ এবং প্রচুর উদাহরণ।আপনি পরীক্ষার আসার মত সব উদাহরণ বিশ্লষণ করেন । এই বিষয়টি আপনার ক্লাসকে করেছে অনন্য সুন্দর এবং নিয়ে গেছে এক অসীম উচ্চতায়। অন্য স্যার/ভাইয়াদের আমি ছোট করব না। সবাই,সবার জায়গায় সেরা।কিন্তু আমার দীর্ঘ শিক্ষা জীবনে আপনার মত শিক্ষক পাইনি এটা নিশ্চিত। দাদা, ভালবাসা 💗💗 অবিরাম। প্রার্থনা করি🤲🤲 সৃষ্টিকর্তা আপনাকে দীর্ঘজীবী করুন এবং আপনার শিক্ষকতা পেশা দীর্ঘ হোক।
@ShawonsBangla3 жыл бұрын
অনেক সময় ব্যস্ত থাকার কারণে আপনাদের সকল কমেন্টের প্রত্যুত্তর দিতে পারি না। তবে যখনই ফ্রি হই তখনই চেষ্টা করি আপনাদের কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার জন্য। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি এই চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করে তুলবে। আর হ্যাঁ, ছোট্ট একটা রিকুয়েস্ট আছে - ভিডিয়ো ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো ক্লাসটি থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিয়োগুলো ছড়িয়ে দিবেন। বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে দুঃসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ। 😍
আজকে থেকেই আপনার ক্লাস দেখা শুরু করলাম ভাইয়া,,,অসাধারণ!!
@ambiakhatun56243 жыл бұрын
স্যার,দীর্ঘ সময় ধরে এত এনার্জি দিয়ে পড়ানো সত্যি প্রশংসনীয়।
@ShawonsBangla3 жыл бұрын
দোয়া করবেন যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰❤️
@mdmonowarhossain20272 жыл бұрын
আপনাদের মতো মানুষদের জন্য পৃথিবী এতো সুন্দর ভাই❤️🖤
@srabontishil21902 жыл бұрын
@@ShawonsBangla sir গোলাপি শব্দটা আগের ভিডিওতে বলছেন যে সাধিত শব্দ। আবার এখানে বলতেচেন যে যৌগিক শব্দ, একটু বলেন plz
@ripon1436 Жыл бұрын
@@srabontishil2190 আগে ছিল গঠনগত শ্রেণী বিভাগ এখন হচ্ছে অর্থগত
@mahidurrahman4934 Жыл бұрын
স্যার এর আগে কেউ এভাবে কখনো শেখায় নি।হাজার সালাম ও দোয়া রইল স্যার।
@moriomakter96502 жыл бұрын
বাংলা এত্ত সুন্দর ভাবে বুঝানো যায় alhamdulillah, আপনার জন্য অনেক দোয়া রইলো!!!
@mostafizurrahman77502 жыл бұрын
আমার মনে হয় আপনার সাবস্ক্রাইব করতে বলার দরকার নাই।কারণ কোন স্টুডেন্ট এর এতটা দুঃসাধ্য নাই যে আপনার ক্লাস দেখলো আর সাবস্ক্রাইব না করে চলে গেলো।❤️❤️
@yeasinahmed7133 Жыл бұрын
হ্যা ভাই।।।।।।কথা ঠিক
@Wsenat_binte Жыл бұрын
Exactly ❤❤
@sumaiyaislam434511 ай бұрын
Thik bolcen,,, ato valo cls korar por mone hoy na kew subscribe na kore chole jabe
@gulzarrahman448511 ай бұрын
Obviously
@tbdeagjjkiuygvdet11 ай бұрын
কথাটা সত্যিই দারুন class দাদার। আমি ইন্ডিয়া থেকে
@shreekrishnabiswas839 Жыл бұрын
বাংলা পড়ি দৈনিক শাওন ভাইয়ের সৈনিক। আল্লাহ্ শাওন ভাইকে দীর্ঘজীবী করুক।
@laily10562 жыл бұрын
বাংলা নিয়ে ইউনিউবে তেমন ক্লাস নেই আর যেগুলো আছে সেগুলো শর্ট ডিউরেশনের বিস্তারিত জানা যায় না। ব্যাকরণের জন্য আপনিই শেষ ভরসা❤️ এভাবে এনার্জি সহকারে ক্লাস নিয়ে যান আপনার জন্য অনেক দোয়া।
@sakiratushi79132 жыл бұрын
ভাইয়া এতো সুন্দর ক্লাস আগে কখনো দেখি নি। আল্লাহ আপনার জ্ঞানের পরিধি আরো প্রসারিত করুক।
@ShawonsBangla2 жыл бұрын
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
@ahanarahman5325 Жыл бұрын
আপনার পড়ানোর ধরণ অসাধারণ স্যার। ধন্যবাদ এতো আকর্ষণীয়ভাবে বিশ্লেষণ করার জন্য।
@mdrafin6948 Жыл бұрын
Admisson exam dibenni ?
@LuckyAkter-ug7hf2 жыл бұрын
আল্লাহ আপনার হেদায়েত দেন
@saimurrahamanshemul3505 Жыл бұрын
আসলেই বুঝানোটা চমৎকার হয়েছে,,অনেক অনেক ধন্যবাদ স্যার।
@punamroshni58212 ай бұрын
Thank you sm. I only had a problem with Bengali problems, and now with these videos, imma gonna ace my exams
@tanzinaanny3562 Жыл бұрын
খুবই সাবলীলভাবে বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ ভাইয়া।
@riyamedicalhall10792 жыл бұрын
খুব ভালো লাগছে স্যার। বেশি ভালো লাগে আপনি যে মজার মজার উদাহরণ দিয়ে বুঝান 😊 এটা খুব ভালো লাগে।
@nothingggg88132 жыл бұрын
ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার ভিডিয়ো গুলো খুবই উপকারী। আপনার ভিডিয়ো গুলো থেকে বেসিক ধারণা ক্লিয়ার করে আল্লাহর রহমতে পাব্লিকিয়ানের খাতায় নাম লিখাতে পেরেছি। কয়েকদিন পরই ঢাবির ভর্তি পরীক্ষা। দোয়া করবেন।
@najmulhasan87682 жыл бұрын
class gulo khube informative sir. Coaching e private jamon poray tar thike thousands time better poran. God bless u sir..
@sohanasohana54212 жыл бұрын
ক্লাসটা অনেক ভালো লাগলো।।। ধন্যবাদ স্যার এতো সুন্দর করে বোঝানোর জন্য।
@samukta32402 жыл бұрын
এককথায় অসাধারণ ক্লাস, যখনই সমস্যা হয় কোনো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপনি আমার শেষ ভরসা। অনেক অনেক দোয়া ও ভালোবাসা💞
@ShawonsBangla2 жыл бұрын
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞
@MOINUDDINHASAN-s1e13 күн бұрын
Awesome class, SIR I didn't have so much interest to Bangla before doing your class.
@bilaschandraroy59613 жыл бұрын
আপনার ক্লাস মানেই অসাধারণ কিছু। ❤️❤️❤️
@MSU1938 Жыл бұрын
You are really worthy of praise❤️❤️
@arianmahi19153 жыл бұрын
I DO PERSONALLY BELIEVE THAT YOUR VIDEOS ARE SO HELPFUL😇
@bablukisku9007 Жыл бұрын
আপনাকেও অনেক অনেক ❤❤❤এতো ভালো একটা ক্লাস দেওয়ার জন্য।। প্রাইমারি পরীক্ষার জন্য যে সব বিষয় থেকে আসে সেই সব বিষয় একটু ক্লাস দিতেন তাহলে অনেক উপকৃত হতাম স্যার
@ShahadatHossain-rh7ck2 жыл бұрын
অনলাইনে বাংলা ব্যাকরণে আপনার ক্লাস গুলো সেরা।
@santasarkar-gu3wc Жыл бұрын
ভক্ত হয়ে গেলাম... সেলুট স্যার❤❤❤
@tuhinpramanik33522 жыл бұрын
স্যার সত্যি অনেক সুন্দর ভাবে বুঝতে পারি আপনার ক্লাস গুলো
@ShawonsBangla2 жыл бұрын
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰 আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
@tuhinpramanik33522 жыл бұрын
@@ShawonsBangla জ্বি স্যার, অবশ্যই , আপনার নিজের প্রকাশিত ব্যাকরণ এবং সাহিত্যের কোন বই থাকলে জানাবেন। ধন্যবাদ
@mamunurrashidmamun13143 жыл бұрын
স্যার,আপনার এই ক্লাসটা আমার অর্থমূলক শব্দ নির্ণয়ের সমস্যা সমাধান করে দিয়েছে। আপনার প্রতিটা ক্লাস অসাধারণ 😍😍😍
@ShawonsBangla3 жыл бұрын
আমরা আপাতত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করছি। আর আমি এখন বইয়ের আপডেট এর কাজ নিয়ে ব্যস্ত আছি। বইয়ের কাজ শেষ হলে তারপর বইয়ের সকল অধ্যায়ের উপর প্লেলিস্ট তৈরি করে ধারাবাহিকভাবে ভিডিয়ো আপলোড করবো ইনশাল্লাহ। আর একটা বিষয়, একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো তৈরি করার জন্য প্রায় ১০-১২ ঘণ্টা সময় লাগে। প্রথমে পর্যাপ্ত তথ্য দিয়ে স্লাইড তৈরি করতে হয়। এই কাজেই সময় চলে যায় প্রায় ৫-৬ ঘণ্টা। তারপর ভিডিয়ো রেকর্ড করতে হয়। এখানেও প্রায় ঘণ্টা দেড়েক সময় লাগে। তারপর হচ্ছে এডিটিং - এখানে সময় লাগে প্রায় ৩-৪ ঘণ্টা। তারপর আপলোডিং - এখানেও ঘণ্টা খানেকের মতো সময় লাগে। কিন্তু এত কিছুর পরও যখন আপনাদের কোনো অনুপ্রেরণামূলক কমেন্ট পাই, তখন সব কষ্ট দূর হয়ে যায়। 🥰 মনে হয় কষ্ট সার্থক। ❤️ তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাই। আর আশা করি, আমাদের ভিডিয়োগুলো আপনার ও আপনার বন্ধুমহলের বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করবে। তাই শেয়ার করে চ্যানেলটিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইলো। ধন্যবাদ।
@kobitashishir11032 жыл бұрын
ভালোবাসা ও শ্রদ্ধা থেকে দেখা হয়।অনেক উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয় ফলে না বুঝার উপায় থাকে না।ভালোবাসা ও দোয়া রইলো ভাইয়া। "প্রকৃতি ও প্রত্যয় এবং বানান"এর অনেক গুলো উদাহরণ দিয়ে এইভাবে ভিডিও বানালে খুব উপকারে আসতো।
@tahidakhatun6567 Жыл бұрын
Apnar class gulo eto valo lage.. osadharon sir.... thank you eto sundor vabe alochona korar jonno
@mdabdusshobahen4286Ай бұрын
অনেক অনেক ভালো লাগলো জনাব আপনার ক্লাস।যদিও আমি নিজেও এসএসসি এইচএসসি বাংলা ক্লাস নেই। তবে মাঝে মাঝে আপনার ক্লাস সামনে চলে আসে ক্লাস দেখি।কথার বোধ গম্য যে শক্তিটা পাওয়া যায় সেটা সব চেয়ে বেশি ভালো লাগা
@ShawonsBanglaАй бұрын
ধন্যবাদ প্রিয়। ♥️
@anindobiswasantu52203 жыл бұрын
Concept Clear Vaiya💖 Apnr amon video er jonno kotokhani help holo ta bole bujano jabe na vaiya.Onk doya roilo apnar jonno vaiya💖
@munmunghosh6993 Жыл бұрын
স্যার আপনার ক্লাস গুলো একই সাথে তথ্যবহুল এবং উপভোগ্য ও।আর এনার্জি তো প্রথম থেকে শেষ পর্যন্ত একই লেভেল এর!😊
@knownew74542 жыл бұрын
অসাধারণ, অসম্ভব ভাল লেগেছে।ধন্যবাদ
@Tisha03010 ай бұрын
কয়েকবছর আগে এডমিশন দেওয়ার সময় ভিডিও দেখেছিলাম এখন আবার চাকরির প্রস্তুতির জন্য দেখতেছি
@sabrinadiba92032 жыл бұрын
ওরেএএএএ! এনার্জি রে! এত্তো এনার্জি বাংলা পড়াতে খুব কম দেখা যায়। Hats off ❤️
@sujitdebnath250 Жыл бұрын
Much much helpful video!! From Tripura!
@tanhaislamkakoli Жыл бұрын
যতই আপনার ক্লাসগুলো দেখি ততই বাংলা ব্যাকরণের প্রেমে পড়ে যাই
@siddikmiah5825Ай бұрын
ভালো কাজের প্রশংসা করতে হয়। sir খুব ভালো ক্লাস করান
@syednazmulhasan98923 жыл бұрын
অসাধারণ উপস্থাপন।খুব ইনজয় করেছি।
@aminulislamamin-qo7so9 ай бұрын
বাংলা ক্লাস অনেক ভাললেগেছে❤❤❤
@AfsanaTithi1943 Жыл бұрын
ধন্যবাদ স্যার, এতো সুন্দর ভাবে বুঝানোর জন্য। আশা করি আরও ভালো কিছু পাবো 😊😊
@taniashdworld2 жыл бұрын
Thank U so much sir.... এত ভালো একটা ক্লাস নেওয়ার জন্য। অনেক কিছু শিখতে পারলাম ক্লাসটি করে
@salimmia76282 жыл бұрын
ভাই আপনি বাংলার বস 🔥
@ShawonsBangla2 жыл бұрын
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰 আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
@abullahalsabbirtaif452 жыл бұрын
Bujhlamnah channelta aro beshi grow korer kotha
@AminulIslam-cg4uv3 жыл бұрын
Vaiya, Apnar class gulo osadharon!! 🥰
@ShawonsBangla3 жыл бұрын
দোয়া করবেন ভাই, যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💞
@UmmulKhairMaimunaOpi9 ай бұрын
আল্লাহ আপনার মঙ্গল করুক।
@tofajjalmondal49022 жыл бұрын
Apnar kacha ami kritoggo sir.... Apnar class na dekhla ami kichui sikhta partam na.... Thank u very much sir....
@ShawonsBangla2 жыл бұрын
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞
@tofajjalmondal49022 жыл бұрын
@@ShawonsBangla Ami chesta korbo sir apnar video gulo aro share korar amr bari west Bengal ami ekjon west Bengal primary TET Exam er preparation nichi jeta newa hba 11th of December ar ai exam a 30 no bangla er modhya besir vagtai grammar ar KZbin a onek Reacharch korar porar amra dekhachi grammar er upor apnar theka ato sundor video ar karo nai... Tai ami soho amr pri sob friend rau continue apnar class e follow kori amra apnar class a ovivuto sir amader ka ai vabai support korben... thank u...
@reddirahaman24912 жыл бұрын
অসাধারণ 💖, রূঢ়ি শব্দের উদাহরণগুলো বোঝানোর সময় প্রত্যয়, সন্ধি এগুলো উল্লেখ করলে আরো ভালো হতো।
@জীবনস্মৃতি-জ৪ম2 жыл бұрын
অসাধারণ এবং মজার ক্লাস ছিল। ধন্যবাদ স্যার
@azizulhoque13483 жыл бұрын
সত্যিই অসাধারণ। খুব ভালো লেগেছে, ধন্যবাদ ভাইয়া
@ShawonsBangla3 жыл бұрын
ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই। কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
@md.ataurrahman297 Жыл бұрын
এতো সুন্দর করে বুঝানোর জন্যে ধন্যবাদ,, ভাইয়া।
@selinaakhtertukki76892 жыл бұрын
অনেক উপকার হলো স্যার।
@md.ruhulaminmridha90417 ай бұрын
Chikamara tar jonno wait kortecilam, moja pailam.😀
@Napa19716 ай бұрын
অসাধারণ স্যার!শুভকামনা।
@shimulmahamud93672 жыл бұрын
Many many tnx viye.apner bujanor idea ta accilent.
@sumaiyaislam434511 ай бұрын
Amar dekha Bangla grammar er best english teacher sir apni❤️
@saruarkhan949 Жыл бұрын
ভাই, বাংলায় আপনার দক্ষতা দারুণ।
@MarketerMujahid3 жыл бұрын
ধন্যবাদ স্যার। পুরো বইটা গুরুত্বপূর্ণ টপিক ভাগ করে শেষ করে দিলে উপকৃত হই।😍
@ShawonsBangla3 жыл бұрын
আপনাদের একটুখানি সময় ব্যয় করে ভিডিয়োর কমেন্টবক্সে করা ছোট্ট একটা মন্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা জোগায়। 😍 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আশা করি আমাদের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণ দক্ষতাকে আরও শাণিত করবে। 🙂
@MarketerMujahid3 жыл бұрын
@@ShawonsBangla 😍😍😍
@AnupomSusmitasDreamworld Жыл бұрын
Khub e upokari akta class.. Thanks vaiya
@miamohammadnayem33412 жыл бұрын
আলহামদুলিল্লাহ। অনেক কিছু খুব সহজেই শিখতে পেরেছি ভাইয়ের ক্লাস করে😍
@ShawonsBangla2 жыл бұрын
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
@miamohammadnayem33412 жыл бұрын
অবশ্যই ভাইয়া, শুভ কামনা। দোয়া রইলো
@ahsannayeem98183 жыл бұрын
you are highly energetic 😎😎 and you all of your video is quite informative😍😍.. Thank you dude
@MdsolaimanBiswas-t9z3 ай бұрын
সাধিত শব্দ এবং যৌগিক শব্দ এর মধ্যে পার্থক্য দিলে ভালো হয়।
@r-i-o-n2 жыл бұрын
মাশাল্লাহ অনেক সুন্দর উপস্থাপনা। অনেক ধন্যবাদ এত সুন্দর করে বুঝানোর জন্য
@ShawonsBangla2 жыл бұрын
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
@jkeditz14642 жыл бұрын
Sir you are very good bengali teacher. I am from India and l am see your bangla bekaran video and l have understand this subject.
@ShawonsBangla2 жыл бұрын
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰 আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
@MDALI-fg1ch Жыл бұрын
মাশাআল্লাহ।খুব সুন্দর বুঝিয়েছেন।
@Adil_69692 жыл бұрын
সত্যিই খুব সুন্দর উপস্থাপন 🌸
@adityadey71592 жыл бұрын
অনেক উপকার হলো ধন্যবাদ স্যার।❣️
@tanian47152 жыл бұрын
oneeek valo legece Alhamdulillah!..
@jijahid721 Жыл бұрын
অসাধারণ স্যার।খুব ভালো ভাবে বুঝলাম ❤️
@moulyyeasmin30132 жыл бұрын
Onek problem chilo eta niye.. Video dekhe Sob clear.. 🥰🥰 Alhamdulillah.. Very helpful..
@ShawonsBangla2 жыл бұрын
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰 আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
@rubaithesolace4380 Жыл бұрын
ভাইয়া আপনার পড়া আসলে বুঝার মত। ধন্যবাদ ভাই আপনি আমার ৬ বছরে বুঝতে না পারার বিষয়টা বুঝিয়ে দিয়েছেন
@RiyaIslam-vs3be7 ай бұрын
অনেক উপকার হয়ছে স্যার❤❤❤❤❤
@LuckyAkter-ug7hf2 жыл бұрын
ভাইয়া অনেক ধন্যবাদ
@mosharofhossain37819 ай бұрын
এত সুন্দর করে প্রথম শিখলাম
@sifathossain4552 Жыл бұрын
আলহামদুলিল্লাহ। অনেক ভালো ছিল ভাইয়া।
@anwerhosainshakib30322 жыл бұрын
স্যার আপনার ক্লাস গুলো অনেক ভালো লাগে❤️❤️❤️❤️❤️
@sajolmandal71522 жыл бұрын
স্যার আজকে আমি পুরোপুরিভাবে শিখলাম, ধন্যবাদ
@ShawonsBangla2 жыл бұрын
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰 আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
@NourinSultana012 Жыл бұрын
অনেক ভালো লাগলো আপনার ভিডিওটা ধন্যবাদ।
@jabakhatun6336 Жыл бұрын
স্যার , খুব ভালো লেগেছে
@mahamudhasan69959 ай бұрын
❤❤❤❤❤🎉🎉 ঠোটটা পুরা নানার মত 😂😂😂😂 ক্লাস ও বিনোদন একসাথে ❤❤❤😂😂
@Two_wheels73738 ай бұрын
গোড়ায় গলদ "ঠোঁট" হবে। ভূল বানান দেখলে মাথা গরম হয়ে যায় আমার। তাই সঠিক বানান লেখার অনুরোধ করি আপনাকে।
@SP-hx5gq3 жыл бұрын
আপনি অসাধারণ বোঝান। এক কথায় লা জবাব । হ্যাঁ একটু ডাউট - পংকজের - "পঙ্ক " অর্থে পানি না পাঁক
@mdalaminhero20532 жыл бұрын
Thank you sir Ato valo akta class deour jonno
@hadikanowshin23111 ай бұрын
অনেক ভালো লাগলো sir,,,,,,, thank you so much😌😌😌😌
@pelpelvious34602 жыл бұрын
ধন্যবাদ স্যার সুন্দর করে বোঝানোর জন্য।
@apuroy39863 жыл бұрын
অসাধারণ স্যার, ভারত থেকে।
@imtiazeahmed59552 жыл бұрын
Sir apnar class gula khub vlo lage🥰
@marminar13872 жыл бұрын
জাস্ট ওয়াও ভাইয়া♥ ময়মনসিংহ থেকে। ৮/১২/২২ ১০:৫০ পিএম
@kusumkoliroymethila58082 жыл бұрын
খুব সুন্দর একটা ক্লাস❤️💗💗 ধন্যবাদ স্যার❤️💗💗💗
@ShawonsBangla2 жыл бұрын
আমার জন্য দোয়া করবেন ভাইয়া যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💕 আর আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করা। তাই আপনি যদি এই চ্যানেলের ভিডিয়োগুলো দেখে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের নিকট ভিডিয়োগুলো শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিবেন। ধন্যবাদ। 🥰
@LIFEISMATH2037 ай бұрын
অসাধারণ ক্লাস আলহামদুলিল্লাহ।।
@mitumim8112 Жыл бұрын
Vaiya apnar class onek valo lage
@tinabiswas753510 күн бұрын
অনেক উপকার করলেন 🎉❤
@isra7827 Жыл бұрын
মাশাল্লাহ!সুন্দর বুঝান স্যার 🖤
@paritoshbhakta68472 күн бұрын
খুব ভালো লাগলো
@ummeafroz97283 жыл бұрын
MashaAllah Onk sndr class,, Ami amr duto prio mansuh k suggest korsi orao upokrito hbe ing Shaa Allah
@ShawonsBangla3 жыл бұрын
১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে প্রায় ১২-১৪ ঘণ্টা। আর ভিডিয়ো আরও বড়ো হলে তো বুঝতেই পারছেন কত সময় লাগে। মাঝে মাঝে কিছু ভিডিয়ো তৈরি করতে ৩/৪ দিন সময় লেগে যায়। স্লাইড তৈরি, অ্যানিমেশন বসানো, স্লাইড অনুসারে ভিডিয়ো রেকর্ড করা, ভিডিয়ো এডিট করা, স্লাইড আর ভিডিয়ো মার্জ করা, ফাইনাল ভিডিয়ো এক্সপোর্ট করা, চ্যানেলে আপলোড দেওয়া, আপলোড দেওয়ার সময় টাইটেল-ডেসক্রিপশন লেখা, ট্যাগ ব্যবহার করা, প্রোমো ভিডিয়ো তৈরি করা, সেটা ফেসবুকে আপলোড দিয়ে মূল ভিডিয়োর কথা আপনাদের জানানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ আছে। কিন্তু এই সবকিছুর পরও আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক। 💕 আর একটা কথা, বাংলা বিষয়টিকে আপনাদের নিকট সহজভাবে উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এই কাজ আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
@mnehan41473 жыл бұрын
সকলের মেধাভান্ডার বৃদ্ধি পাক,,,এই কামনা করি,,,,উপকৃত হোক আমার মত সকলে,,,, নেহান,,,♥♥♥
@ShawonsBangla3 жыл бұрын
আপনাদের একটুখানি সময় ব্যয় করে ভিডিয়োর কমেন্টবক্সে করা ছোট্ট একটা মন্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা জোগায়। 😍 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আশা করি আমাদের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণ দক্ষতাকে আরও শাণিত করবে। 🙂