অভিমানের খেয়া । রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এর জনপ্রিয় কবিতা।

  Рет қаралды 4,406

Shobdo Shundor

Shobdo Shundor

Күн бұрын

অভিমানের খেয়া
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এর জনপ্রিয় কবিতা
এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই,
পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত
পারিজাতহীন কঠিন পাথরে।
প্রাপ্য পাইনি করাল দুপুরে
নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা-
এই খেলা আর কতকাল আর কতটা জীবন!
কিছুটাতো চাই-হোক ভুল, হোক মিথ্যো ও প্রবোধ,
অভিলাষী মন চন্দ্রে না- পাক জোৎস্নায় পাক সামান্য ঠাঁই
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
আরো কিছুদিন, আরো কিছুদিন- আর কতোদিন?
ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবো?
কতো আর এই রক্ত তিলকে তপ্ত প্রণাম!
জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়?
কবিতা পাঠ: আবদুর রাজ্জাক
এতো ক্ষয়, এতো ভুল জমে ওঠে বুকের বুননে,
এই আঁখি জানে, পাখিরাও জানে কতোটা ক্ষরণ
কতোটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়।
তুমি জানো নাই- আমি তো জানি,
কতটা গ্লানিতে এতো কথা নিয়ে, এতো গান,
এতো হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি।
বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন,
এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত।
তুমি জানো নাই- আমি তো জানি।
মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে,
মাংসের ঘরে আগুন পুষেছে,
যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু
করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার।
পরাজয় এসে কণ্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা,
চিতার চাবুক মর্মে হেনেছো মোহন ঘাতক।
তবুতো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়,
পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র শোভন বাহু।
বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ,
পালকে পাখি নীড়ে ফিরে যায়-
ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন?
নীল অভিমানে পুড়ে একা আর কতটা জীবন?
কতোটা জীবন!

Пікірлер: 8
@lifelanceyt
@lifelanceyt Ай бұрын
সুন্দর কবিতা। ভালো পাঠ। 🎉❤
@irinakonjee2611
@irinakonjee2611 Жыл бұрын
দারুণ সুন্দর কবিতাটির অসাধারণ পাঠ। অনবদ্য ❤️শুভকামনা।
@মুজিবআকন্দ
@মুজিবআকন্দ Ай бұрын
চমৎকার কবিতা ও অসাধারণ আবৃত্তি
@shobdosundor
@shobdosundor Ай бұрын
ধন্যবাদ। ভালো থাকবেন।
@imtiasnurzannatpunni6256
@imtiasnurzannatpunni6256 8 ай бұрын
অসাধারণ❤
@shobdosundor
@shobdosundor 8 ай бұрын
ধন্যবাদ
@bidhanpurkait9367
@bidhanpurkait9367 11 ай бұрын
অনবদ্য
@shobdosundor
@shobdosundor 11 ай бұрын
ধন্যবাদ।
কথা গুলো শুনুন, অনেক মূল্যবান কথা
18:35
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН